নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুতে পরমাণুতে লুকানো রাসূল
কোরআনেতে কয়
খোঁজনি কখনো আপনার পানে
তাইতো অধরা রয়!
ল্বাকাদ জা আকুম রাসুলুম
মিন আনফুসিকুম-
অর্থ বোধে আসলে পড়ে
মুর্শিদ চরণে দাওগে চুম।
প্রেম হেথা শুধু আত্মার প্রেম
আশিক মাশুক জনের
অপ্রেমিকেরা দোষ খুঁজে মরে
এ জগত নয় তাদের।
ইশকে বিলিন লোভ মোহ কাম
অহম পুড়ে হয় ছাই
অপ্রেমিকের হৃদয় হায়! সেই
পঞ্চদোষেতেই বোঝাই!!!!
তাই বোঝেনা ইশকে ইলাহী
আহলে বায়াতের প্রেম
কামনা শুধু দয়া -হেদায়েত তরে
উছিলা লয়ে পাঞ্জাতন নাম।
ছবি কৃতজ্ঞতা : অন্তর্জাল
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ !
২| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৩
শরতের ছবি বলেছেন:
ভাল বলেছেন ।
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শরতের ছবি
শুভকামনা অন্তহীন
৩| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৯
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। পড়তে ভালো লাগল। (আরবী ২ লাইনের মানে জানি না)
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল লাগায় কৃতজ্ঞতা।
আরবী দুই লাইন কোরআনেরই আয়াত যার ভাবার্থই ১ম স্তবক বিকশিত।
৪| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৫
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।
শুভেচ্ছা অনেক অনেক।
৫| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৯
ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লিখছেন,, ধন্যবাদ..., শুভ কামনা রইলো+++
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো
শুভকামনা আর প্লাসে কৃতজ্ঞতা।
শুভেচ্ছা অফুরান
৬| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২১
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
পঞ্চ "ম"কারেই তো বিলিন মানুষ । মানুষের নামটিও যে শুরু "ম" দিয়ে ।
সম্ভবত জিকির ধারার কবিতা ।
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন আহমেদ জিএস ভাই
আত্মানুসন্ধানী বা সত্যানুসন্ধানী্ও বলতে পারেন। দা হলি ফাইভ বা পাক পাঞ্জাতন এ প্রজন্মতো ভুলতেই বসেছে! অথচ ইসলামের প্রাণের সাথে এর সম্পর্ক!
৭| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৯
জুন বলেছেন: "লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশীল আযীম,ইন্নাল্লাহা বিন্নাসি লা রাওফুর রাহিম:
আপনার অসমাপ্ত দোয়াটির শেষ লাইন টা লেখার চেষ্টা করলুম ভৃগু। জানি না ঠিক মত মনে করে লিখতে পেরেছি কি না !
১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন! মুগ্ধ!
হুম শেষাংশ যথাযথই বটে
আগে ২-৩ টা শব্দ আছে আর শেষের টুকু ( ইন্নাল্লাহা বিন্নাসি লা রাওফুর রাহিম নাই.. শুধু- শেষ অংশের অর্থ পূর্ণতরই থাকে ।
পুুরাটা এরকম.
সূরা তওবার ১২৮ ১২৯ আয়াত
لَقَدْ جَاءكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَؤُوفٌ رَّحِيمٌ (128
তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়।
Now hath come unto you an Messenger from amongst yourselves: it grieves him that ye should perish: ardently anxious is he over you: to the Believers is he most kind and merciful.
فَإِن تَوَلَّوْاْ فَقُلْ حَسْبِيَ اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ (129
এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।
অনেক ধন্যবাদ জুনাপু
৮| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০১
জুন বলেছেন: বিদ্রোহী " ল্বাকাদ জাআকুম রাসুলুম থেকে রাওফুর রাহীম " সুরা তাওবার এই আয়াত দুটি আমি নিয়মিত পড়ি । তাই মুখস্থই বলতে পারেন । আপনার প্রশংসার জন্য আন্তরিক ধন্যবাদ
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: জেনে ভাল লাগল অনেক বেশি
আমার জন্য দোয়া করবেন ।
অন্তহীন শুভকামনা সবসময়ের জন্য
৯| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৬
আলী আজম গওহর বলেছেন: দারুণ একটি কবিতা পড়লাম। ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই।
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলী আজম ভাই
অনেক অনেক শুভেচ্ছা
১০| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৩
ডঃ এম এ আলী বলেছেন:
শাহী খুনভি হু আন্ধার
মারেফত কি হু ভান্ডার
পাঞ্জাতন কা এ গানা
ভাল লাগল কবিতাখানা ।
ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ওয়াহ! ওয়াহ! ওয়াহ!
ক্যায়া সাচ বাত কাহা!
সমঝদারকে লিয়ে ইশারা কাফি
আপকে লিয়ে ইয়ে -খাস সুরাহী
অনেক অনেক শুভকামনা আপনার জণ্য
১১| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২১
শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লাগলো। ধন্যবাদ
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভ্রাতা!
ভাললাগাটুকু জসা রেখে দিনু অন্তরে
১২| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৪
রাবেয়া রাহীম বলেছেন: ইশকে বিলিন লোভ মোহ কাম
অহম পুড়ে হয় ছাই
অপ্রেমিকের হৃদয় হায়! সেই
পঞ্চদোষেতেই বোঝাই!!!!
গভীর জ্ঞানের কথায় এত সুন্দর করেও কবিতা লেখা যায়!! সত্যি অন্তহীন ভাললাগা।
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
বুবুর মুগ্ধতায় হৃদয় প্রসন্ন
অন্তহীন ভাললাগাটুকু হৃদয়ের গহীনে রেখে দিনু
১৩| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
কানিজ রিনা বলেছেন: বিদ্রোহীরাইতো জ্ঞানের আঁধার। পাকপান্জাতন
আহলে বায়াতের আত্ব্যত্যাগ। আজও সেই
ত্যাগকে ভুলুন্ঠিত করেদিতে চাওয়া। রাক্ষস
খক্কসের দল। ভাললাগল আপনার লেখা।
ধন্যবাদ।
১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকে ধন্যবাদ
১৪| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতাকে এক অন্য মাত্রায় নিয়ে এলেন। দারুণ।
১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপ্লুত হলাম আপনার মন্তব্যে
কৃতজ্ঞতা ও অনেক অনেক শুভ কামনা নিরন্তর
১৫| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭
আনু মোল্লাহ বলেছেন: অসাধারণ! অসাধারণ!
গভীর তত্ত্বকথা এত সুন্দর করে কাব্যে প্রকাশ করলেন যে, অভিভূত হলাম।
অজস্র শুভকামনা ও ভালবাসা রইল
১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আনু মোল্লাহ
আপনার মন্তব্যেও অভিভুত হয়ে রইলাম
শুভকামনার আপনার জন্যেও
১৬| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
দুর্দান্ত!
অনন্য কবিতায় প্লাস+++
১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা
মন্তব্য ও প্লাসে কৃতজ্ঞতা
শুভকামনা সব সময়
১৭| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮
চাঁদগাজী বলেছেন:
"দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতাকে এক অন্য মাত্রায় নিয়ে এলেন। দারুণ। "
-সেমন ( Salmon )মাছ ডিম পাড়তে মোহনা থেকে আলাস্কার খালগুলোতে ফিরে যায় সব সময়, যেখানে পানি ৬ ইন্চি বা তার থেকে কম; বাংলীরা জ্ঞানের সন্ধানে বারবার পাথর যুগে ফেরত যায়।
১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশকে বিলিন লোভ মোহ কাম
অহম পুড়ে হয় ছাই
অপ্রেমিকের হৃদয় হায়! সেই
পঞ্চদোষেতেই বোঝাই!!!!
১৮| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০
নীলপরি বলেছেন: প্রেম হেথা শুধু আত্মার প্রেম
আশিক মাশুক জনের
অপ্রেমিকেরা দোষ খুঁজে মরে
এ জগত নয় তাদের।
অপূর্ব লাগলো কবিতা । আসলে অপূর্ব শব্দে সীমাবদ্ধ থাকলাম । কারন এই কবিতার তারিফ করার জন্য তারিফ শব্দটাই কম পড়ে যায় ।
কবিতা ++++++++++++++++++++++++++++
শুভকামনা
১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে আপ্লুত
হৃদয়াপ্লুত মন্তব্যে আর এত্তগুলান প্লাসে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা
শুভকামনা নিরন্তর
১৯| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২
নীলপরি বলেছেন: কবিতায় ++++++++++++++++++++++++++
১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: রিপিট প্লাসে রিপিট ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা
২০| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১২
সামু পাগলা০০৭ বলেছেন: আমি অনেক আগেই পড়েছিলাম। এমন ব্যতিক্রমধর্মী কবিতায় একটু সময় নিয়ে মন্তব্য করতে চাচ্ছিলাম বলে লাইক দিয়েই চলে গিয়েছিলাম। এখন সময় করে কিছুক্ষন সখার ব্লগবাড়িতে থাকতে এসেছি কবিতা আর কবিকে নিয়ে কিছু বলার উদ্দেশ্য নিয়ে!
কবিতা:
তাই বোঝেনা ইশকে ইলাহী
আহলে বায়াতের প্রেম
কামনা শুধু দয়া -হেদায়েত তরে
উছিলা লয়ে পাঞ্জাতন নাম।
পুরো কবিতার সারমর্ম যেনো শেষের দু লাইনই! ইসলামী ইতিহাসে পাঞ্জাতনের অবদান অনস্বীকার্য! এতটাই যে নবীজি মুহম্মদ (সা বলেছেন, বিচার দিনে তারা পাঁচজন ও তাদের অনুসারীরা একত্রে থাকবে! এতো ক্লিয়ার ইনডিকেশন ইহকালে ও পরকালে সুখী হতে হলে পাক পাঞ্জাতন প্রেম হৃদয়ে নিয়ে চলতে হবে।
তবে জানেন সখা, রাসূল (সা ছাড়া ইসলামের বাকি সকল গুরুত্বপূর্ণ নবী, রাসূল, সাহাবা, পরিবারবৃন্দের মানবতার কল্যানে অবদান আমরা ভুলতে বসেছি। আমাদের পরবর্তী জেনারেশন তো বাদই দিন, আমাদের জেনারেশনের অনেককেই যদি এখন বলা হয়, ইসলামের জন্যে ফাতিমা (রা এর পাঁচটি অবদান বলো, হয়ত পারবনা। ইসলামের বেশিরভাগ হিরোইক ক্যারেক্টার বিশেষ করে নারীদের অবদান ইতিহাসের ধূলাময় পৃষ্ঠায় ঢেকে গিয়েছে। আপনার মতো কিছু মানুষকে ধূলা সরিয়ে পরিষ্কার করতে দেখলে ভালো লাগে। আরো ডিটেইলে এদের একেকজনকে নিয়ে লিখতে পারেন পরবর্তীতে।
কবি: ইউ আর আ ট্যালেন্টেড গাই! সত্যিই নিজেকে খুঁজতে, জানতে ভালোবাসেন আপনি। একদম শেকড়ে গিয়ে নিড়ানি দিয়ে খুঁচিয়ে যেনো পড়া নিজেকে! এজন্যেই এমন একটা বিষয় নিয়ে এত সুন্দর করে কাব্য করতে পারলেন। মন ভরে গিয়েছে পড়ে। অন্য সবার মতো আমিও ভীষনভাবে মুগ্ধ । অনেক ধন্যবাদ এমন সুন্দর লেখা শেয়ার করার জন্যে।
আল্লাহর কাছে দোয়া করি আপনি অনেক ভালো থাকুন। মানুষ হিসেবে যা হতে চান তাই যেন হতে পারেন।
১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ, অভিভূত, আপ্লুত !
অনেক অনেক ধন্যবাদ হৃদয় উজার করে আলোচনা করায়। সখির এই পাঞ্জাতন প্রেমি হৃদয়ের পরিচয় পেয়ে যারপরনাই আপ্লুত!
কারণ এখনকার ইয়াজিদি এবং ওহাবী ধারা ধর্মের লেবাস গায় চড়িয়ে -সাধারন মুসলমানদের বিভ্রান্ত করে চলছে। রাসূল সা: এবং আহলে বাইয়াতকে আড়াল করতে যারপরনাই চেষ্টায় রত! এই পংকিল সময়ে হৃদয়ে সত্য ধারন করে আছেন জেনে আরেকবার অভিবাদন সখি
আরো ডিটেইলে এদের একেকজনকে নিয়ে লিখতে পারেন পরবর্তীতে।
দারুন একটা আইডিয়া দেয়ায় কৃতজ্ঞতা অশেষ। মা ফাতেমার চরণ তলে আপনার জন্য বিশেষ শুভকামনার আর্জি রইল
ট্যালেন্টেড আমার সখি বলেই সবাইকে তেমনি ভাবে
থ্যাংকস এ লট ফর ইউর প্রেইজ! দোয়া করুন যেন সত্য সন্ধানে শেকড়েই থাকতে পারি সত্যের সাথে।
২১| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৫
সামু পাগলা০০৭ বলেছেন: একটা জিনিস ক্লিয়ার করি, আমি (সা ই লিখেছিলাম তবে সেখানে ইমো এসে গিয়েছে। কোন টেকনিক্যাল এরর, ইনটেনশনাল ছিলনা একেবারেই। ধন্যবাদ।
১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম বুঝতে পেরেছি।
আর সমাধানটা হল সা: এর বিসর্গের পরের ব্রাকেট না দিয়ে সরাসরি লিখা। তবেই আর ইমো আসবে না ।
একজন পাক পাঞ্জাতন প্রেমি কখনোই তা করতেপারেনা হৃদয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তাঁদেরই ছায়াতলে থাকুন ইহকালে এবং পরকালে
২২| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫১
সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ, পরামর্শের জন্যে। এরপরে কখনো লিখতে গেলে ব্র্যাকেট দেবনা। আসলে খাতায় কলমে সবসময় ব্র্যাকেট দিয়ে অভ্যাস তো!
হুমম আশা করছি আমার দারুন আইডিয়াটির প্রতিফলন জলদিই দেখতে পারব।
আপনি!! কোন ভুলে হঠাৎ তুমি থেকে আপনিতে ডিমোশন হলো কে জানে! মনে হলো অন্যকেউ কথা বলছে আমার সাথে। হাহা।
এত সুন্দর শুভকামনায় আপ্লুত। অবশ্যই মন থেকে সর্বদা দোয়া করি আপনার জন্যে। আপনার ওপরে আল্লাহর সকল রহম বর্ষিত হোক ইহকালে ও পরকালে।
এবারে যাই, অনেক বকবক করেছি।
১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা সখি তুমি জনম জনমের সখি
কতকিছূ চোখে পড়ে প্রমোশন ডিমোশন হা হা হা হা
ইনশাল্লাহ! চেষ্টার প্রতিশ্রুতি রইল। সখির জন্য শুভকামনাতো অবশ্যই অনন্য হবে তাই না। আমার জন্যেও শুভকামনার জন্য কৃতজ্ঞতা। যাই বলতে নাই- বলতে হয় আসি
শুভকমানা নিরন্তন অফুরান
২৩| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।
১৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই
ভাললাগা টুকু হৃদয়ে তুলে রাখলাম ।
অন্তহীন শুভেচ্ছা
২৪| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪০
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লিখেছেন। ভাল লেগেছে।
১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনকে ধন্যবাদ অরুনি মায়া অনু
শুভেচ্ছা অফুরান
২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭
গেম চেঞ্জার বলেছেন: আধ্যাত্মিক ভাবনা! (+)
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গেমু ভায়া
হুম।
চূড়ান্ত সত্য বিশ্বাসীদের জন্য।
শুভেচ্ছা সতত............
২৬| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:১১
খায়রুল আহসান বলেছেন: তোমার নামে দরুদ পড়ি
সাল্লাল্লাহু আলাইহে ওয়াসসাল্লাম,
পার করিও হাতটি ধরি
হাশর মাঠের ইমতেহান।
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন.... মাস... সময়....
পর লগিন করতেই আপনার কমেন্ট দেখে ভাল লাগলো।
হুম.. একজন বিশ্বাসী মুসলিম এবং সত্যসন্ধানীর জন্য এ বিনে আর পথ কই?
আপনার প্রার্থনা মঞ্জুর হোক।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা অন্তহীন প্রিয় সিনিয়র
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
মানুষ সবচেয়ে সুখী ছিল যখন গুহায় থাকতো, তারপর আরো সুখী ছিল পাথরের যুগে, এরপর মানুষ সুখী ছিল খলিফা ওমর ও নবাব সিরাজ-উদ-দিুলার যুগে; তখন সুখ ছিম, প্রেম ছিল; আরেকবার প্রেম আসবে মরে গেলে।