নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

চেতনার শিলালিপি

০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

আজ যদি ক্ষুদিরাম
ঘটাতো সে ঘটনা
সন্ত্রাসী, জঙ্গীর
পেতো বড় তকমা!

মাষ্টার দা’
সূর্য সেন
মিডিয়ার কাছে ঠিক
হয়ে যেত ভিলেন!

চে যদি এখানে
করতো চেষ্টা
গুম হয়ে যেত কবে
মিলতনা লাশটা।

প্রীতিলতা, তিতুমীর
সালাম জব্বার
প্রতিক্রিয়াশীলে পেত
অবহেলা নিরন্তর!

চেতনার বোধ গুলো
মরেছে বহু আগে
এখন যে বড় চামচ
আসনটা তার আগে!

চিরবুঘলকপুর
এই সোনা বাংলায়
একি দিন এলো
ভেবেই মরি হায়!

গণতন্ত্র নির্বাসনে
ভোট হল “কোট”
উন্নয়নের ধোয়াতলে
মানবাধিকার, ফুট!

তবু সবে চুপচাপ
যেন কিছু হয়নি
মিডিয়ার নিরবতা
প্রেতপুরী’ পাষানী!

দেশ যাক গোল্লায়
আরটিপি সাই সাই
তোষামুদি মোসাহেবী
লাইসেন্স টেকা চাই!

নীতি কথা যতসব
কেতাবেই লুকিয়ে
বাস্তবে ধামাধরা
কেউকেটা! চলিয়ে!!!

অন্যায়ে লজ্জ্বা
পায়না কেউ আর
এই যেন যোগ্যতা
উপরেতে উঠবার!!

শহীদেরা ভেবে মরে
কেন তবে দিনু প্রাণ
কোথা হারাল আজ
স্বাধীনতার মান??

পরাধীরতার কালে
ছিল যেই চেতনা
স্বাধীন সার্বভৌমে
কেন তার প্রেষণা!

মন্তব্য ৬৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

বিলিয়ার রহমান বলেছেন: ও কবি বলতে পারো
তুমি কি করে ধরো
আমার হৃদয়ের কথাগুলো
যা তোমার কবিতায় তোলো।

সবার অলক্ষ্যে হৃদয়ে আমার
যে কল্পনা একে য়ায়
তাইতো তোমার কবিতার খাতায়
আমি খুঁজে পাই!!

০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: জেনে খূব প্রীত হলাম
ভাবনার অন্তিমিলে
এক সুজন পেলাম :)


অনেক অনেক ধন্যবাদ বিলিয়ার রহমান ভ্রাত :)

২| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

গেম চেঞ্জার বলেছেন: কি আর বলব! তেলের জোয়ারে ভেসে চলছে স্বদেশ!!

০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ গেমু ভায়া!

আমরা বুঝেও যেন নিরুপায়! আসলেই নিরুপায়??? ;)

৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

বিলিয়ার রহমান বলেছেন: কবিতায় লাইক!! :)

০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: লাইকের জন্য আবারো ধণ্যবাদ :)

৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

সুমন কর বলেছেন: জব্বর লিখেছেন। সবই সত্য।
+।

০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুমনদা :)

থ্যাংকু। কি আর করি ! চিৎ হয়ে চাপা পড়ে থাকা লোকের নিষ্ফল চিৎকার ;)

ধন্যবাদ প্লাসে :)

৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

ক্লে ডল বলেছেন: চেতনার শিলালিপিতে আজ স্বার্থপরতার ধুলো জমেছে!

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল বলেছেন।

অদ্ভুত এক বিবেকহীন, নীতি নৈতিকতাহীন, টিকে থাকার নামে স্বেচ্ছাচারের এক মাৎসানায় সময় পার করছি যেন!!!!

শেষ হোক এ অবস্থার!

৬| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

ইমরান আল হাদী বলেছেন: অতি সত্য কথন। +++

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ইমরান আলী হাদী ভাই :)

শুভেচ্ছা অফূরান

৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

অবাক, হতবাক হয়ে যাই। তবে আমরা যারা সাধারণ মানুষ আমাদেরও হাজার দোষ। আমরা ভুলে যাই আমাদের নাগরিক দ্বায়িত্ব অধিকার!

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

বিষয়টা ভাইস-ভার্সা !

অনেক শুভেচ্ছা

৮| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৬

সাহসী সন্তান বলেছেন: স্বাধীনতা শব্দটা আজকাল কাগজে কলমে ছাড়া বাস্তবে আর দেখি কই? যেদিকেই তাকাই সেদিকেই দেখি চেতনার হাট-বাজার! দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে এর থেকে মুক্তি বোধহয় আদৌ সম্ভব না!

কারণ আজ আর দেশে খুদিরাম, রফিক, সফিক, সালাম'রা জন্মায় না! যদিও বা দু'একটা ভুল ক্রমে এসে পড়ে; তাও হয় আতুর ঘরে তাদের কণ্ঠ রোধ করা হয়! আর নয়তো চেতনার বীজ মন্ত্র তাদের কানে আজানের ধ্বনির ন্যায় প্রচার করা হয়!

পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনকে ধন্যবা সা.স ভাই

শুভেচ্ছা নিরন্তর............

৯| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩০

শরতের ছবি বলেছেন:


আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতা পাই নি । আমরা মানুষ হয়েছি মানবতা পাইনি । ৩০ বছর পরেও যেমন পায় নি হায়দার হোসেন । ৪৩ বছর খুঁজে পাইনি আমরা ।

লেখাটি তাই খুবই প্রাসঙ্গিক ও সুন্দর হয়েছে ।

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

জহির রায়হানের সময়ের প্রয়োজনে গল্পটাই মনে পড়ে!
আমরাও সবাই তাই করছি- জ্ঞাতে-অজ্ঞাতে- সময়ের প্রয়োজনে লিখছি, পড়ছি বলছি..
ধণ্যবাদ ও শুভেচ।ছা নিরন্তর

১০| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০২

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




চেতনার শিলালিপি
শিলালিপি যখন তখন তা পাথরের গায়েই লেখা থাকে । চেতনারাও তাই পাথরের গায়ে লেপ্টে ফসিল হয়ে আছে । কবে কোনকালে জীবন্ত ছিলো সে ইতিহাসও তো কবে গেছে মুছে ।

চেতনার "চেতনানাশ" হয়ে আছে বলতে পারেন । দুঃখ করে লাভ কি ? কারন -
নীতি কথা যতসব
কেতাবেই লুকিয়ে.....

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন বলেছেন!

নিফ্ল আক্রোশে নিজের চুল ছেড়া বলতে পারেন!!! মাৎসানায় অসহায়ত্বের আরেক লিপি যা হয়তো কালের শিলায় খোদিত হয়ে রবে সময়ের পরিচয় নিয়ে;)

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা নিরন্তর ভ্রাতা :)

১১| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২৪

রক্তিম দিগন্ত বলেছেন:
ছড়ায় ছড়ায় সত্যটাই তুলে ধরেছেন।

মন্তব্য যা করার তা তো দেখি সব উপরেই হয়ে গেছে এতক্ষণে।

তেল ছাড়া দুনিয়া অচল। মানে আমাদের দুনিয়া।

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকে
এক লআনে সব বলে দিলেন :)

শুভেচ্ছা

১২| ০৯ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৪২

রাবেয়া রাহীম বলেছেন: চেতনার দারুন কবিতা!! ++++++++্

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ বুবুজান :)

শুভেচ্ছা অন্তহীন

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৫

নীলপরি বলেছেন: নীতি কথা যতসব
কেতাবেই লুকিয়ে
বাস্তবে ধামাধরা
কেউকেটা! চলিয়ে!!!


কথামালায় বাস্তব সত্য উঠে এসেছে । কবিতায় ++

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ! এ যে নীল পরি!

পরির দেশেও বুঝি এমন হয় ? ;)

ধন্যবাদ ও শুভেচ্ছা অনেক অনেক। প্লাসে প্রীতি ও কৃতজ্ঞতা :)

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: শব্দের ফলা কি পারবে পাথুরে চেতনার ঘুম ভাঙাতে। +

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়তো
হয়তো নয়
মৃত্যুর মিছিলে হয়তো যোগ হবে আরো নাম
আরো কান্না, আহাজারি,
আরো যাতনার জল
শিশির হয়ে
ঝড়তে ঝড়তে, ঝড়তে ঝড়তে,
একদিন ক্ষয় হবেই পাথর চেতনা-

এ জ্যোতিষ চর্চা নয়- প্রকৃতির নিত্য সত্য :)

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানবতা, ন্যায়বিচার
সবই আজ নির্বাসনে
কি আসে যায় তাদের বল
ভৃগু কবির হুতাশনে ?

তবুও স্যালুট তোমায়
বললে কিছু সত্য কথন
তারা তোমায় করবে ধাওয়া
বলবে এ কোন ম্লেচ্ছ যবন ।

বলে যাও তোমার কথা
নামটি যখন বিদ্রোহী
তারা নাহয় খুঁজে বেড়াক
গুণী জনের ছিদ্রই ।

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সিটিয়ে ঘরের কোনে যব
মরার আগেই মরেছে সব
আজ স্বৈরাচার লয়ে শব
করে আনন্দ কলরব!!

আমিও কি আর বেঁচে আছি
মরার দলেই মরে বাঁচি
কাইয়া মরা নই বলেই
কিছু বলি কিছু লিখি!!

নাম লয়েছি যার
মান রাখতে পারিনি তার
জেল জুলুমে ভয় ছিলনা
বৃটিশ ভয়ে কাঁপত যার!!!
কিছু লিখি কিছু

১৬| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৮

পথহারা মানব বলেছেন: চেতনার বোধ গুলো সত্যি বহু আগে মরে গেছে। কবিতায় +++

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ পথ হারা মানব :)

অন্তহীন শুভেচ্ছা

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৩

অগ্নি সারথি বলেছেন: দেশ যাক গোল্লায়
আরটিপি সাই সাই
তোষামুদি মোসাহেবী
লাইসেন্স টেকা চাই!

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি ভ্রাতা :)

আপনি বাঁচলে বাপের নাম- তারা অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিচ্ছে ;)

শুভেচ্ছা

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৩

বিলুনী বলেছেন: সঠিক পথে চললে ভয়ের কোন কারণ নাই , পথ হারালে গতি নাই । অবিরাম লিখে যাও ভাই
সকলেই যেন সঠিক পথের সন্ধান পায় দুদিন আগে আর পরে , সময়টা অনেক লম্বা কালের বিচারে ।

০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ বিলুনী :)

দারুন শুভকামনায় কৃতজ্ঞতা। সময়টা অনেক লম্বা, ক্ষন আয়ুর মানুষ আর বুঝলো কই ;) ???

ধন্যবাদ অনেক অনেক।

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

বিজন রয় বলেছেন: চেতনার শিলালিপি আজ মুক, বধির।
++++

০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

সেই মুক বধির হায়ারোগ্লিফিক্সের সামান্য পাঠোদ্ধারের চেষ্টা ;)

ধন্যবাদ অনেক অনেক

২০| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

উদাসী স্বপ্ন বলেছেন: বাস্তবসম্মত কবিতা। সমস্যা হলো এখন সবাই হইছে কাবিল। তাই কোনো ঘটনা ঘটলে কেউ আর একমতে থাকে না। সবাই পন্ডিত। তাই যুদ্ধ একটা লাগে শিওর থাকেন ঐখানেও দেশের বিরুদ্ধে অবস্থান নেয়ার লোকের অভাব থাকবে না

০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। দারুন বলেছেন।

ডিভাইড এন্ড রুলের শাসক চলে গেছে কিন্তু প্রাকটিসটা যার যার স্বার্থেই ধরে রেখেছে সবাই। ফাকতালে ধুকছে দেশ!

২১| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:
"শহীদেরা ভেবে মরে
কেন তবে দিনু প্রাণ
কোথা হারাল আজ
স্বাধীনতার মান?? "

- স্বাধীনতার মান সবচয়ে উপরে ছিল ২০০১ সাল থেকে ২০০৬ অবধি, যখন রাজাকার নিজামী ও মুজাহিদ মন্ত্রী ছিল।

০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠাকুর ঘরে কে রে?

আমি কলা খাইনা!!!

আপনি অভ্যাসটা বদলাতে আর পারলেনই না।?
সিজোফ্রেনিক রোগীরা একটা ট্র্যাকে আটকে থাকে। যাই ঘটে তার নিজস্ব ফ্রেমেই সে দেখে!!!! ভিন্ন কোন সত্য তারা মানে না! মানতেও চায় না। অথচ সত্য কিন্তু আসলেই ভিন্ন।

অতীত অপরাধ দিয়ে বর্তমানের অপরাধকে জাস্টিফাই করাও আরেকটা অপরাধ!

তারা ভুল ছিল বলেই জাতি পরিবর্তন চেয়েছে। হয়েছে। কিন্তু তারমানে এই নয়- পরিবর্তনের পর তাদের কোন ভুলকে ভুল বলাও যাবে না! আপনি এবং অন্ধ স্তবকেরা দু:খজনক ভাবে তাই চান!

২২| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ।।

০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ!!

আপনি অনেক দিন পর এলেন!!! ব্লগ থেকে দূরে কেন?????

২৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: সত্য কথন ভালো লাগল।

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই :)

শুভেচ্ছা

২৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১২

খায়রুল আহসান বলেছেন: অন্যায়ে লজ্জ্বা
পায়না কেউ আর
এই যেন যোগ্যতা
উপরেতে উঠবার!!
- হাল আমলের বাস্তব চিত্র। আমজনতারও দোষটা উপেক্ষনীয় নয়। তারা অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছে। তারা কোন অন্যায়েরই প্রতিবাদ করেনা, শুধু নিজের প্রতি অন্যায় হলে মিউ মিউ করে কাঁদে।
পরাধীরতার কালে
ছিল যেই চেতনা
স্বাধীন সার্বভৌমে
কেন তার প্রেষণা!
-- মোক্ষম প্রশ্ন। তবে টাইপোঃ পরাধীরতার<পরাধীনতার
নামের প্রতি সুবিচার করেছেন কবিতাটি লিখে।

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা টাইপো নজরে আনায় :)

শুভেচ্ছা অফুরান

২৫| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে খুব

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা অফুরান

২৬| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৩

মেহেদী রবিন বলেছেন: সত্য কথামালা

১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

সত্য বড় তিতা!

অনেক শুভেচ্ছা :)

২৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আরিয়ান রাইটিং বলেছেন: অন্যায়ে লজ্জ্বা
পায়না কেউ আর
এই যেন যোগ্যতা
উপরেতে উঠবার!

অসাধারন। +++

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আরিয়ান..

শুভেচ্ছা অনেক অনেক

২৮| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আরিয়ান রাইটিং বলেছেন: অন্যায়ে লজ্জ্বা
পায়না কেউ আর
এই যেন যোগ্যতা
উপরেতে উঠবার!

অসাধারন। +++

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডাবল ধন্যবাদ ;)

হা হা হা

২৯| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৮

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: জানি না কেন মাষ্টার দা, সূর্য সেন, প্রীতি লতা, তিতুমীর, ক্ষূদিরাম -এর সংগ্রাম নিয়ে কথা বলতে গিয়ে জঙ্গী বা সন্ত্রাসীদের কথা বলি। আমাদের চেতনায় কোথাও কোন প্রশ্ন রয়ে গেছে কি ? কেউ কি অন্য কিছু বলতে চায় ?

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিন্নমত বহুমত নিয়েই গণতন্ত্র। মানবতার এগিয়ে চলা। কোন এক পক্ষ যখন নিজেরর মত ছাড়া অন্য মত ম্তব্ধ করে দিতে চায় তখনই কালে কালে সময়ের প্রয়োজনে এইরকম শত শত নাম দাড়িয়েছে প্রতীক হয়ে।
কখনো তা সেন বংশ, পাল বংশের বিরুদ্ধ মত, কখনো মোগল, কখনো বৃটিশ, কখনো পাকি, কখনো স্ব-দেশী স্বৈরাচারী!
কেউ কি বুঝেও না বোঝার ভান ধরতে চায়? নাকি অন্ধত্বেই প্রলয় বন্ধ ভাবতে চায়! ;)

৩০| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: তোষামুদি মোসাহেবীই সত্য আর সব মিথ্যা! যুগটাই যে অন্যরকম । খাওয়া-দাওয়ার ধূম পড়েছে!

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম

মেধা যোগ্যতা বদলে গেছে ভিন্ন মাত্রায়-তাইতো স্ব-দেশ চরে ভুতের উল্টা পায় ;)

ধন্যবাদ সাধু দা :)

৩১| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: মাষ্টার দা, সূর্য সেন, প্রীতি লতা, তিতুমীর, ক্ষূদিরাম -এর সংগ্রাম কখনোই জঙ্গীদের সন্ত্রাসী কাজ প্রসঙ্গে আনা ঠিক নয়। সংগ্রাম -এর বিশ্লেষণ আরো বেশী হওয়া প্রয়োজন হয়ত।

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

সংগ্রামের বিশ্লেষন অনেক বড়ি বিষয়। আপেক্ষিকও বটে। আমাদের কাছে ক্ষুদিরাম বীর! ইংরেজের কাছে সন্ত্রাসী! তাইতো ফাসি দিয়েছে।
যুগে যুগে এভাবেই চলে এসেছে।
আমি কি শাসকের বাণীতে আশ্বস্ত হবো? না নিজের আঙ্গিকে বুঝে নেব- তাতো আমারই অধিকার!
কোন শাসক কি নিজেকে খারাপ বলেছে??? বৃটিশের ২০০ বছরের অধিক রাজত্বে তারা নিজেদের ভেবেছে তারা আমাদেরউদ্ধার করে দিচ্ছে!
আমরা ভেবেছি আমাদের স্বাধীন ভূমিতে উড়ে এসে জুড়ে বসা স্বৈরাচারী তুমি কেহে??
এবার জঙ্গ ডকট্রিনের ব্যবহার নিয়ে খোলা মনে খোল চোখে ভাবুন!!

৩২| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর করে সুস্হচিন্তার বহিপ্রকাশ অাপনার কবিতাতে ফুটেছে যা আমাদের ঘুর কাটতে জাগরনি আওয়াজ হওয়া উচিৎ।

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

শুভেচ্ছা অফূরান :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.