নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্তন ক্যান্সার - ভয় নয় সচতেনতা চাই! চাই ভালবাসা দেহাতীত!
প্রথম যেদিন শীৎকার চিৎকারে বদলে গেল
চমকে উঠেছিলাম!
তোমার প্রিয় সুখ বদলে গেল অসুখে
একদিন, দুদিন, বহুদিন…
হঠাৎ অলখে কর্কট তোমাতে বেঁধেছে বাসা কেউ বুঝিনি!
অত:পর
ডাক্তার প্রথম যেদিন ইতস্ত:ত করছিলেন
বুঝেছিলাম অমঙ্গল কিছু একটা…
রাতের পর রাত নির্ঘুম!
তুমি জেগে উঠেই আহলাদে জড়িয়ে ধর,
বলোনা কি হয়েছে? বুকে পাষাণ বেঁধে-
আলতো আদরে শুইয়ে দিই তোমায় - কিছু হয়নি বলে!
তোমার স্তনে যে ক্যান্সার সে কথা কি করে বলি !
সেই প্রথম অনুভব, প্রথম সোহাগ, প্রথম পাগলামো
আমার সুডৌল স্তনপ্রীতিতে
অবাক হয়েছিলে খুব!
নিত্যকার খুনসুটিতে তা নিয়েই তুমি ছড়াতে সুবাস
হাসি আনন্দ মিলনে পরিপূর্ণতায়!
প্রেম, আলো, সুবাস যেমন লুকানো যায় না
ব্যাথা কষ্টও বুঝি তেমনি-
তোমার স্তন ক্যান্সার!!! ফেলে দিতে হবে-তোমাকে বাঁচাতে হলে!
তুমি ভেঙ্গে পড়লে অনেক বেশি!
তুমি ভীতা হলে! সন্ত্রস্ত হলে,
শূন্যতা তোমাকে কুড়ে কুড়ে খেত!
আমাকে কি কেবলই মাংসাসী মনে হয়?
ঠোট চেপে ধরলে- বলতেই!
তোমার অংগ কে তো ভালবাসিনী –
তুমিই আমার প্রেম।
আমার পা ভেঙ্গে গেলে তুমি কি ফেলে যেতে?
কিংবা হাত?
তবে?
আমরা দু’জনে মিলেই করব জয়
ভালবাসায় ভরে দেব ভুবন-
সমস্ত অলিক চেতনায় কুঠারাঘাত করে
দেহাতীত সত্যে, আত্মার ভেতরে আত্মায়
প্রেমের আলো জ্বালাবো-প্রেমে।
[ ইপ্সিতা চৌধুরীর একটা লেখা]
ছুঁয়ে গেল। যদিও আজ কোন বিশেষ দিবস নয় । তবু তাঁর আহবান-
>> যেটা বলতে চাচ্ছিলাম- নারীর এই বিশেষ অঙ্গ নিয়ে যেমন লেখালেখি বা আঁকা হয় বেশ...
তেমন তাদের এই বিশেষ অঙ্গের সমস্যাগুলো নিয়ে সচেতনতামূলক লেখা বা আঁকা ও আসা দরকার...
কারন ইদানিং নারীরা স্তন্য ক্যান্সার সহ যোনীতে বিভিন্ন রোগে ভুগছে বেশি...... ”
তাই বিষয়টিকে প্রণিধান করে সামান্য চেষ্টা করেছি।
সচেতনতা আর প্রকৃত ভালবাসা দিয়ে সব জয় করার স্বপ্ন আর আশ্বাস নিয়ে!
স্বভাবতই -ডেডিকেটেড টু..ইপ্সি!
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
ভালোবাসা হোক হৃদয়ে হৃদয়ে দেহ ব্যতিরেকে । যথার্থ!
শুভেচ্ছা অফুরান
২| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৭
রক্তিম দিগন্ত বলেছেন:
ইপ্সিতা আপুর পোস্টে আপনার কমেন্ট দেখেই বুঝছিলাম আজকে এইটা নিয়ে লেখা আসছেই।
এবং আসলোই।
এবং দারুণ ভাবেই লিখেছেন।
সচেতনতা বৃদ্ধি পাক।
০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ.. আপনিতো দেখছি মাইন্ড রিডার হা হা হা
হুম।
ধন্যবাদ অনেক অনেক। সামান্য চেষ্টােক উৎসাহিত করায়।
শুভেচ্ছা অফুরান।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ লিখেছেন। ভালোবাসাটাকে আকার না দেওয়াই ভালো।
০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজপুত্তুর যে!!!
অনেক ভাল লাগল পেয়ে
দৃষ্টিভঙ্গিতেই েতা যেতা সমস্যা!!!!!! সবাই যিদ বুঝতো
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
৪| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ লিখেছেন। ভালোবাসাটাকে আকার না দেওয়াই ভালো।
০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ডাবল ধামাকার মতো ডাবল কমন্টো
ডাবল ধন্যবাদ
৫| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৭
মেহেদী রবিন বলেছেন: ভালো লিখেছেন
০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা
৬| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উউউউউউউউউউউ মাই প্লেজার ভাইয়া!!! পাশে থাকার জন্য ধন্যবাদ দিবো না... ! বরনহ আবদার করবো আইস্ক্রিম খাওয়ান ! খুক খুক......
০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম
আইসক্রিম!!! নিশ্চয়ই
চলে আসুন আইসক্রিম বারে...
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা-আপনার খোঁচাতেই এই সৃষ্টির জন্ম
৭| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বরং হবে ......। উপরে একটা মিস্টেক আছে!
০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
টাইপো বলাই ভাল
৮| ০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২২
ইমরান আল হাদী বলেছেন: সুন্দর,একই সাথে সচেতনতা ও ভালবাসা।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা ...
শুভেচ্ছা রইল
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ২:৩৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ওয়াও! দারুণ সিকুয়েল, খুব ভাল লিখেছেন
নারীর আরেকটি ক্যান্সারের কথা জানি, জরায়ূমুখ ক্যানসার। ওটা নিয়েও একটা কবিতা লিখে ফেলুন...
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ জহির ভাই
আপনার ভাললাগা অনুেপ্ররণা হেয় রইল
হুম। ইপ্সিতা ভাল ইস্যু সামেন এনেছে। ধন্যবাদ তার জন্যেো
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৯
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে অনুসরণ করার পর থেকে আপনার যতগুলো কবিতা পড়েছি প্রায় সব আমাকে মুগ্ধ করেছে।
অেনেক ভালো থাকুন। আর আমাদের জন্য লিখে চলুন অবিরত।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ২:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবা বিলিয়ার রহমান।
জেনে প্রীত হলাম।
আপনারা পােশ থাকলে আমৃত্যু ইচ্ছে রইল
অেনক শুভেচ্ছা
১১| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০৪
নীলপরি বলেছেন: মরমী কবিতা লেখার জন্য ধন্যবাদ ।
প্রেমকাব্যে ++
০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি
অশরীরি আত্মিক স্বাত্তিক প্রেমে -দেহাতীত প্রেমানুভের অনুভবের সামান্য চেষ্টা
শুভেচ্ছ অন্তহীন।
১২| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাবছিলাম "প্রেমের আগুনে জ্বালাও স্বজনী গো সে আগুন চোখে দেখলাম না" জাতীয় মন্তব্য করবো । লেখা পড়ে তো মনটাই বিমর্ষ হয়ে গেলো ।
নারীদের এ সংক্রান্ত রোগ-ব্যাধির ব্যাপারে সকলের উত্তরোত্তর সচেতনতা বাড়ুক ।
০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
রসেবােধ প্রীত
হুম.. সচেতনতার জন্য সামান্য চেষ্টা । সাহিত্য হোক জীবেনর সামগ্রীকতার প্রতিচ্ছবি
১৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৭
নীলপরি বলেছেন: শুভেচ্ছা গ্রহন করেছি । আর আমার কবিতায় লাইক দেওয়ার জন্য এখানে ধন্যবাদ জানিয়ে গেলাম ।
০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক প্রীত হলাম।
এখানের ওখানের
সকল ধন্যবাদ
রেখে দিনু হৃদেয়র মাঝখানে
১৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখা খুব সুন্দর হয়েছে
আল্লাহ আমাদের হেফাজত করুন
০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
হুম । সচতেনতা বাড়ুক । সকলকে অনুভব ছুঁয়ে যাক গভীরতায়
শুভেচ্ছা
১৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন।
তোমার অংগকেতো ভালবাসিনী
তুমিই হলে আমার প্রেম -- হৃদয় ব্যতিরেকে অঙ্গ আকর্ষণহীন।
ভালোবাসা হোক হৃদয়ে হৃদয়ে, দেহে দেহে, মনে মনে...কথাকথিকেথিকথন এর কথাটাকে একটু ঘুরিয়ে আমার মত করে বললাম।
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভালোবাসা হোক হৃদয়ে হৃদয়ে, দেহে দেহে, মনে মনে.....হুম সেটাই।
প্রেমের জয় হোক সতত ।
১৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৪
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
গভীর এক অনুভবের কবিতা। সহমর্মিতার , দেহাতীত ভালোবাসার , বন্ধুর , আস্থার ।
এবং সচেতনতার ।
০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
শুভেচ্ছা অফুরান।
কবিতা শুধু প্রেম আর স্বপ্নেরই নয়। জীবনের সর্বাবস্থায় কবিতা ছিল আছে থাকবে।
সত্য প্রেমানুভবে সচেতন হোক সকলেই -এই কামনা।
১৭| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭
গেম চেঞ্জার বলেছেন: অ্যাডাল্ট টাচিং
অবশ্যই খুব ভাল লেগেছে!
১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এদ্দিন পর চুখে পড়ল !!!!!!!
অনেক অনেক ধন্যবাদ। ভাললাগা টুকু রেখে দিনু
++++
১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৮
সামু পাগলা০০৭ বলেছেন: এই লেখাটা না পড়াই ভালো ছিল। প্রেম ও সম্মান এমনিতেই উপচে পড়ছিল, এখন সখি সখা প্রেমে আরোই দিশেহারা হয়ে গেল!
তোমার অংগ কে তো ভালবাসিনী –
তুমিই আমার প্রেম।
আমার পা ভেঙ্গে গেলে তুমি কি ফেলে যেতে?
কিংবা হাত?
তবে?
অসাধারন করে লিখেছেন। প্রত্যেক পুরুষ আপনার মতো করে ভাবলে দুনিয়াটা যে কি ভীষন সুন্দর হতো!
সর্বদা এমনই মনোভাব পোষন করুন। অন্যদেরকেও অনুপ্রানিত করুন সে কামনাই করি।
শুভকামনা ও নারী হিসেবে কৃতজ্ঞতা জানাই।
১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যেও দিশেহারা
এমন করে সরলতায় কে কবে বলেছে?
সখির ভাললাগায় আপ্লুত। আগামী ব্রেষ্ট ক্যান্সার দিবসে এটাকে ইংরেজী অনুবাদ করে আবৃত্তি করতে পারো সখি।
মনে হয় বিষয়টি বেশ আবেদনময়, টাচি এবং ইফেক্টিভ হবে।
এই সামান্য চেষ্টাকে এত সম্মানীত করায় কৃতজ্ঞতা
অনেক অনেক শুভেচ্ছা
১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬
সামু পাগলা০০৭ বলেছেন: পাগল ছেলে বলে কি! আমিতো আবৃত্তি করিনা। কোন লেখা ভালো লাগলে মনে মনে পড়ে ফেলি এই আরকি! আর এই পার্টিকিউলার কবিতাটি একজন ছেলের কন্ঠে আবৃত্ত হলে অন্যমাত্রা এসে যাবে! আপনার উচিৎ কখনো আবেগটুকু ধারন করে সুন্দর আবৃত্তি পরিবেশন করা।
সামান্য চেষ্টা কিনা জানি না তবে ভাবনাটা বিশাল! যতোই সম্মান দেই, প্রশংসা করি না কেন কম হবে! সখা! নিজের মনের একটা ম্যাপ বানিয়ে রাখুন। সখি এই বিশাল মনে হারিয়ে যায় বারবার, ম্যাপ থাকলে খুঁজে পেত নিজেকে! হাহা।
না ঠাট্টা না সিরিয়াসলি মন থেকে শুভকামনা জানাই এত সুন্দর প্রচেষ্টায়।
সুখে থাকুন সদা, সর্বদা!
১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এত ড্যাম স্মার্ট বালিকা সখি বলে কি?
নাথিং ইম্পসেবল! আর যদি থাকে সখার টান- আনতে পারে পাথরে প্রাণ!
সত্যি মন থেকে মনে হল তাই বলা। যেন দেখতে পাচ্ছি তোমাদের ঐ একতলা ইউশেপ টানা হলরুমে সামনে পুরো গ্লাসের বাইরে দেখা যায় সবুজ মাঠ, গাছ! পাশে ষ্টেজে তুমি আবৃত্তি করছো! পিন পতন নিরবতায় কেবলই তোমার কন্ঠের কারুকার্য, আবেগের ওঠানামা! তন্ময় অডিয়েন্স! কারো কারো বুকে আবেগের ঢেউ.... শেষ হবার পরও যেন মুগ্ধতায় নিরব! তারপর হল ফাটানো তালি!!!!
নিশ্চিন্ত থাকো! মহাজগতের কোন কোনেও যদি লুকাও- পেয়ে যাব তোমায়! সখি বলে ডাকলে তুমিই বেকারার হয়ে ছুটে আসবে!
কষ্ট করে ম্যাপের কি প্রয়োজন! হা হা হা
শুভকমানায় কৃতজ্ঞতা
২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯
সামু পাগলা০০৭ বলেছেন: আমি ড্যাম স্মার্ট? কোনদিক থেকে? না আমিতো বোকামতী পাগলী, পাগলের পাগলী! হাহা।
আপনার কল্পনার মতো করে এখানে হয় না সখা! এখানকার এনভায়রনমেন্টে ফিটই করতে পারলাম না আপনার কল্পনাটি! এখানকার বিশাল সাইজের হলরুমটিতে সাধারনত দেশ বিদেশের নামকরা স্কলাররা এসে বোরিং সব লেকচার দেন! আমাদের দেশের মতো নিত্য উৎসবে নাচ গানে আবৃত্তিতে মেতে ওঠেনা প্রতিষ্ঠানটি। গিটার নিয়ে গান তো তাও পসিবল বা কাপলদের ওয়েস্টার্ন ডান্স তবে আবৃত্তি! না মনে করতে পারিনা। এত আবেগ দিয়ে লেখা আপনার কবিতাটি ইংরেজী করলেই আবেগ হারিয়ে যাবে। বাংলা ভাষার মায়া মমতা আমি যে অন্য ভাষায় পাইনা। অনেক সময় এমন হয় যে কোন বাংলা গান শুনছি, পাশে বসা বিদেশী বন্ধুটি জিগ্যেস করল মানে কি? ইংরেজী করতে গিয়ে দেখি সুন্দর একটা বাংলা গান কেমন যেন শোনাচ্ছে! হাহা।
আপনি বোঝেন না? সখির পায়ে নিয়মনীতির শেকল পরা, ছুটে এসে সখার বুকে আছড়ে পরতে চায়, কিন্তু পারেনা! সখাকেই ছুটতে হবে সখির তরে! হৃদয়চেরা সখা ডাক, প্রান নিংঙারো আহবান কি তার কাছে পৌঁছায় না???
হায়রে একেকজনের কি কথা! দুই ফাজিলের সংসার হলে যা হয়! হাহা।
আপনার আন্তরিক প্রতিমন্তব্যে এবং কল্পনায় আমিও একরাশ কৃতজ্ঞতা জানাই।
শুভকামনা!
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অকে বোকামতি। তবে থাক!
নজরুলে গান শুনেছ সখি-
এই শিকল পড়ার ছল মোদের এই শিকল পড়ার ছল
এই শিকল দিয়েই শিকল তোদের করবরে বিকল .... হা হা হা
ছিড়ে ফেল শেকলের বাঁধন!
সখি ডাকে কি তড়পায় না হৃদয় হা হা হা সখির ষ্টােইলেই বাউন্সার
অ সখি- বুবুরে ফোন দিও। বুবু অনেক অনেক ভালবাসে আমায়! জীবন দিয়ে যে ঋণ শোধ করা না যায়-তেমনি!
ফেসবুকে চুলের ঝুটি দেখেছ? একদিন যে বললে বড় চুলের যা ছিরি!!!! হা হা হা
ফেবুতে কয় জনম অপেক্ষা করতে হবে হা হা হা
২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৮
সামু পাগলা০০৭ বলেছেন: ওমা! আপনার ফেইসবুক আইডি আমি জানব কি করে? আমি ব্যাস মজা করে বলেছিলাম। আপনার সত্যিই ঝুটি আছে নাকি? হাহা।
হেই ম্যান! আই টোল্ড ইউ, ইউ ক্যান হ্যাভ মাই ইমেইল! আমি ইমেইলেই বেশি কমফর্টেবল! বাট ইউ আর নট! সো ইট ডাসন্ট ওয়ার্ক আউট ইদার ওয়ে! টু ব্যাড!
হ্যা, বুবুর সাথে কথা বলতে হবে। মাথা থেকে চলেই গিয়েছিল। পরীক্ষা শেষ হলে কথা বলতে হতো! উফফ আমি না। পরীক্ষা শেষে ক্লান্তিতে মনেই ছিলনা। আমি ওনার দেওয়া নাম্বারটা সেইভ করেছিলাম, আপনার কথায় চেক করতে গিয়ে আর পেলাম না!
আমি ওনার ব্লগে যাচ্ছি এখনি। একটা টাইম সেট করে কথা বলে ফেলব। মনে করিয়ে দেবার জন্যে অনেক ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: থ্যাংকস!
নাম্বার না পেলে বলো মেইলে দিয়ে দেব খন
২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯
সামু পাগলা০০৭ বলেছেন: আমি মেইল করেছি। জান্ক চেক করবেন না পেলে। ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক হ্যাপি হলাম আজ!
যেন উঠল সূর্য কেটে আধাঁর তাজ!
২৩| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: সচেতনতামূলক কবিতা......
এভাবেই যদি সবাই চিন্তা করতো ! তাহলে হয়তো কর্কট রোগীদের কষ্ট কিছুটা কমতো......
ভালোবাসা হলো দেহাতীত, স্বর্গীয় অনুভূতি।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: সচেতনতার দারুণ কবিতা । ভালোবাসা হোক হৃদয়ে হৃদয়ে দেহ ব্যতিরেকে ।
পাশে থেকে কাছে থেকে ভালোবাসা দিয়ে গড়ে উঠুক স্তন ক্যান্সারের বিরুদ্ধে জয়ী হয়ার স্বপ্ন ।