নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
আমাদের সকল কিছূ
শূন্য হয়ে যায় ভ্রমণের শেষাংকে!
আর থই খুজে পাইনা।
এরপর কি?
এরপর কি?
সবই ধোঁয়াসা, অজানা!!!
সেই শূণ্যতা ভুলতেই কি
মানুষ এত এত জড়কে জড়িয়ে থাকে!
সেই শূণ্যতার ভীতি কাটাতেই
আপনাআপন বানানো খেলা খেলে?
ভীতি পরিত্রাণের আশায়ই
স্বপ্ন দেখে!
নৈকট্যের জন্য এত আকুলি বিকুলি!!!!
কে খোঁজে কারে? কে পায় কারে??
২।
অধরা স্বপ্নগুলোকে স্বপ্ন বানিয়েই
যাকনা বয়ে সময়-
স্বপ্ন পূর্ন হলেই বুঝি মৃত্যু হয়
তাই শুধু ভয়। হারাবার ভয়
জীবনটা যদি শুটিং ইউনিট হতো
বারবার ভুলে- রিটেক হতো শট
আবেগের ফুল গুলো ফুটানো যেত
ইচ্ছেমতো, স্বপ্নের মতো !
তাই হোক - হোক স্বপ্নেই বসত
অনন্ত স্বপ্ন সময়ের,
যার শুরু আছে শেষ নেই---
কেবলই ভাবনায় সূখের বাসর;
সূর্যাস্তের মতো, প্রতিরাতে নোনাজলে রবে
নতুন স্বপ্নের সূর্যোদয়ের স্বপ্ন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম
১ এর ভয় ২ এ কেটেছে বলে
স্মরণে নিলাম আন্তরিকতায়
শুভেচ্ছা সুমন দা
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
দুর্দান্ত কথামালা! কবিতা খুব সুন্দর হয়েছে!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা
আপ্লুত হলাম
শুভেচ্ছা অনেক অনেক
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: : ওয়াও,ভাউ ওয়াও।কি করে এত সুন্দর করে লেখেন আপনি???চালিয়ে যান ভাউ।কেউ পুরষ্কার না দিলেও আমি আপনাকে নুপেল দিব।আপনি যেভাবে লিখছেন সেভাবে লিখতে থাকলে আগামী ১০বছরে জাতি একটা ব্র্যন্ড নিউ রবীঠাকুর পেয়ে যাবে।আমরা আপনার হাতে নুপেল দেখতে চাই।
আসলে,কবিতা টাইপের যেকোন কিছু কম বুঝি।কিন্তু লেখাটা চমৎকার লেগেছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইরে... সেরেছে...
সব্বাইরে দেয়া শেষ
আপনি কি আনন্দ পান সবাইেক একই ম্যাসেজ কিপ পেষ্ট করে???? কি জানি।!!! পাঠকের কথা মাঝে মাঝে মাথায় রাখবেন।
কম বোঝার পরও চমৎকার লেগেছে জেনে ভাবনায় পড়ে গেলাম
ভাল থাকুন।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২
প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই
শুভেচ্ছা অফুরান
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯
শামচুল হক বলেছেন: খুব ভালো লাগল।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা সহ স্বাগতম
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বেশ লাগল। তবু চেনা ভৃগু অস্পষ্ট।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজপুত্তুরের চশমা লাগবে নাকি
হা হা হা
বেশ লাগা টুকুই তোলা থাকুক। চেনা অচেনা আবার চেনায় ফিরে আসা পর্যন্ত
শুভেচ্ছা অনেক
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৭
অরুনি মায়া অনু বলেছেন: দুটোই সুন্দর | তবে ১নং বেশি সুন্দর |
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক শুভেচ্ছা অরুনি মায়া অনু!
ধন্যবাদ অফুরান।
ভাল থাকুন
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৫
সামু পাগলা০০৭ বলেছেন: তিনবার পড়লাম। না এবারে শব্দচয়ন কঠিন ছিলনা, ব্যাস দর্শনটা বোঝার চেষ্টায়। আর আপনার কবিতা মজা লাগে পড়তে। সেটাই মূল কারন।
অধরা স্বপ্নগুলোকে স্বপ্ন বানিয়েই
যাকনা বয়ে সময়-
স্বপ্ন পূর্ন হলেই বুঝি মৃত্যু হয়
তাই শুধু ভয়। হারাবার ভয়
স্বপ্ন পূর্ণ হওয়া তো ভালো, এর সাথে মৃত্যু!! মানে যা দাড় করালাম, তা হলো অকল্পনীয়, অধরা কোনকিছু কাছে পাবার স্বপ্নে মেতে থাকার সময়টুকুই অতি আনন্দের। হারানোর ভয় নেই, ব্যাস পাওয়া আকুতি! কিন্তু হঠাৎ করে যখন সেই অধরা বস্তুটি হাতে এসে যায় ভয় হয়! বড্ড ভয়! হারানোর ভয়! বা হয়ত কখনো কখনো মোহই কেটে যায় বস্তুটি বা মানুষটির ওপর থেকে। তখন ভীষন শুন্যতাময় এক অনুভূতি ভর করে! বেঁচে থাকার জন্যে যে স্বপ্নের দরকার, তার মূল্য কমে যায় বলেই হয়ত! আপনি কি ভেবে লিখেছেন জানিনা, আমার তাই মনে হলো। বোকামতী সখীর সাদামাটা বিশ্লেষন নিশ্চই সখার উচ্চ দর্শনে পৌঁছাতে পারেনি!
জীবনটা যদি শুটিং ইউনিট হতো
বারবার ভুলে- রিটেক হতো শট
আবেগের ফুল গুলো ফুটানো যেত
ইচ্ছেমতো, স্বপ্নের মতো !
আপনার মতো নয় তবে এমনই কিছু আমারও মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম করে। যদি একেকটা শট ওকে করে আমরা যখন ইচ্ছে যেকোন চরিত্রে অভিনয় করতে পারতাম তবে কি দারুন হতো ভাবুন তো সখা? যেমন কখনো গ্রামে আটপৌড়ে শাড়ি পরে, তেল মাখা চুল বেনী করে, খালি পায়ে আম গাছ বেয়ে নেমে আসব আম হাতে নিয়ে। আর কখনো বা কোন বড় শহরের নামকরা শপিং মলের এক্সেলেটরে চড়ে উঠব হাই হিল পরে, পারফেক্টলি কনডিশনড কার্লড হেয়ার ছড়িয়ে, হাতে অনেক শপিং ব্যাগ নিয়ে! সব হবো, সব। একজীবনে হাজার রূপে দেখব নিজেকে! কিন্তু ধুর ছাই। কিছুই হয়না। কবে থেকে সেই এক আমাতেই বন্দি। (স্যাড ইমো আপনি বসিয়ে নিন)!
ওহো কবিতা নিয়েই বলে গেলাম। কবিকে নিয়েও কিছু বলি? আপনি ভালো লেখেন। অনেক জ্ঞানী মানুষ, মুগ্ধতা জাগানিয়া আলাদা ধাঁচের জীবন দর্শন! সেটা কবিতায় প্রতিফলিত হয়ে পাঠককে মুগ্ধ করে অবিরাম।
আচ্ছা এবারে যাই। অনেক কথা বলে ফেলেছি।
যেতে যেতে সখীর এই শুভকামনা যে বাস্তব অবাস্তব সকল স্বপ্ন শুন্যতা নয় কেবল পূর্ণতাই সঞ্চার করুক সখার জীবনে!!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে সখি যে!
বোকামতী সখীর সাদামাটা বিশ্লেষন নিশ্চই সখার উচ্চ দর্শনে পৌঁছাতে পারেনি!
পৌছেনি মানে? নইলে সখা সখি হণু কি করে? বোকামতীর সখাও বোকা হবে তাকি আর বলতে হয়!
দারুন বিশ্লেষন করেছেন। অধরায় যে সূখ ধরলে তা হারিয়ে যায়!!!!
আটপৌড়ে শাড়ি পরে, তেল মাখা চুল বেনী করে, খালি পায়ে আম গাছ বেয়ে নেমে আসব আম হাতে নিয়ে। - আহ.. দেখার মতো দৃশ্য বটে। সেই আম নিয়ে কাড়াকাড়ি.. তারপর গাছতলাতে বসে নুন ছিটিয়ে খাওয়া .. আহ জিভে জল এসেই গেল
পরেরটুকু অবশ্য খলি সেলুলেয়েডই ভালু লাগে বাস্তবে শতহাত দূরে থাকতে চাই
একজীবনে হাজার রূপে দেখব নিজেকে! কিন্তু ধুর ছাই। কিছুই হয়না। কবে থেকে সেই এক আমাতেই বন্দি।
এইটা ব্ড্ড সত্য বলেছ সখি!!!! এক জনমে সাধ বুজি মিটবার নয়! আবার শতজনমের কথা স্মৃতিতে না রয়!!!
ভারী মুশকিল!!!!!
এরপরও যা আছে তাই নিয়েই জীবন! তাকে স্বপ্নের মতো বানাতে পারলেও মনের মতো অনুভব করতে পারাটাই বড়ড় পাওয়া মনে হয়।
কবিকে নিয়ে সখির উচ্ছাসে আপ্লুত। প্রত্যেকে তার নিজের মতো করে অন্যকে ভাবে তাই সখি তার জ্ঞান প্রজ্ঞা দিয়েই সখাকে ভেবেছে
মুগ্ধতা টুকু প্রেরণা করে রেখে দিলাম।
যাই বলতে নাই এবার তবে এসো..
সকল শুভকামনা রইল পাটিগণিত (ডু) ষ্টাইলে
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫১
রক্তিম দিগন্ত বলেছেন: জীবনটা যদি শুটিং ইউনিট হতো
বারবার ভুলে- রিটেক হতো শট
আহা সত্যিই যদি হত - তাহলে এই চমৎকার কাব্যমালার অংশটুক আর পাওয়াই যেত না
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
হয়না বলেইতো আক্ষেপ কাব্য
অনেক অনেক শুভেচ্ছা
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
বিলিয়ার রহমান বলেছেন: খুব সুন্দর ধুর আমি বলতে চাচ্ছি খুব খুব খুবই সুন্দর।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভেচ্ছা আরে নাহ আমি বলতে চাইছি অনেক অনেক শুভেচ্ছা
ধন্যবাদ বিলিয়ার রহমান
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯
রমিত বলেছেন: সূর্যাস্তের মতো, প্রতিরাতে নোনাজলে রবে
নতুন স্বপ্নের সূর্যোদয়ের স্বপ্ন
চমৎকার পুরো কবিতাটি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ রমিত দা
অফুরান শুভেচ্ছা অন্তহীন
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৩
হারুন আল নাসিফ বলেছেন: কে খোঁজে কারে? কে পায় কারে??
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!!
আত্ম জিজ্ঞাসার প্রশ্ন! আত্ম প্রাপ্তির পরিচয়
অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২
সাহসী সন্তান বলেছেন: আমি কিন্তু কেবল দুই নাম্বারটার জন্যই পোস্টে লাইক দিলাম! প্রথম কবিতা ততটা ভাল লাগে নাই! মানে কেমন জানি ফাঁকিবাজি বলে মনে হইলো! আগামীতে আরো সুন্দর হওয়ার আশায় রইলাম.....
শুভ কামনা ভৃগু'দা!
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের শূণ্যতাটুকুতে ফাঁক তো লাগবেই ওতে যে সবার ভুই বেশি
আর তা পূরণে যত আয়োজন ---তাতেইতো মুগ্ধ ভূবন
পরামর্শ মাথায় রইল .. অফুরান্ত শুভচ্ছো
১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭
আনু মোল্লাহ বলেছেন: আসলেই জীবনটা যদি শুটিং ইউনিট হত-----------!
কিন্তু তা হবার নয়। তাই যেতে শত ভুল শুদ্ধের মধ্য দিয়ে না উত্থান পতন জড়িয়ে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর এলেন!
হুম।।
ধন্যবাদ অনেক অনেক
১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩
ইমরান আল হাদী বলেছেন: বেশ ভাল লাগলো, ২ টা বেশি ভাল।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ
অনেক অনেক শুভেচ্ছা
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১২
নীলপরি বলেছেন: নৈকট্যের জন্য এত আকুলি বিকুলি!!!!
কে খোঁজে কারে? কে পায় কারে??
জীবনটা যদি শুটিং ইউনিট হতো
বারবার ভুলে- রিটেক হতো শট
আবেগের ফুল গুলো ফুটানো যেত
ইচ্ছেমতো, স্বপ্নের মতো !
কেবলই ভাবনায় সূখের বাসর;
সূর্যাস্তের মতো, প্রতিরাতে নোনাজলে রবে
নতুন স্বপ্নের সূর্যোদয়ের স্বপ্ন।
প্রত্যেকটা লাইনই ভালো লাগলো । এই লাইন গুলো মনে গেঁথে রইলো । +++++++++++++++++++++++++++
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এ বিশাল পাওনা ....
কাগজে লেখ নাম কাগজ ছিড়ে যাবে
পাথরে লেখ নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখ নাম সে নাম রয়ে যাবে-র মতো..
মনে গেথে রেখেছেন জেনে আপ্লুত
অনেক অনেক শুভেচ্ছা
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
পথহারা মানব বলেছেন: কথাগুলো বাস্তব...কবিতাটাও ভাল...তবে কেন জানি মনে হল...আসল ভৃগুদাকে পেলাম না...কে জানে হ্য়ত আমি কবিতাই বুঝি নাই!!!!!! হা হা হা
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: তবেতো বিশাল ব্যর্থতাই বটে
অবশ্যই আপনি কবিতা বোঝেন এবং ভাল বোঝেন বলেই হয়তো আরো কিছু খুঁজছিলেন আসল বলে
সামনে চেষ্টা থাকবে আপনার আসল কে যাতে বেশি করে খুঁজে পান
অনেক শুভেচ্ছা ভাল থাকুন
১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
রাবেয়া রাহীম বলেছেন: ভাইজান, কবিতা জুরে শুধু আহাজারী আর হতাশা। কবিতায় কবিতা তেমন খুঁজে পেলাম না।
আজকে মজিদ মাহমুদের একটা কবিতা পরলাম নতুন হবে। ফেসবুকে । দারুন লিখেছেন!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম.. দেখেছি..
আমি মানুষ খুঁজতে গেলাম। হাত পেলাম, পা পেলাম, চোখ মাথা কান হৃদয় হৃৎপিন্ড, রক্ত, নালী, মাংস, হাড় চামড়া.....
মানুষটা পেলাম না!!!!????
১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৯
গেম চেঞ্জার বলেছেন: দার্শনিক মনোদৃষ্টিসম্পন্ন কবিতা! পড়তে পড়তে জীবনবোধ নিয়ে প্রশ্নের উদ্ভব হচ্ছিল। একটা গল্প লিখছি। গল্পের একটা জায়গায় আপনার কবিতার এক ছত্র ব্যবহার করতে পারলে খুব চমৎকার একটা ব্যাপার হতো।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ গেমু ভায়া
আপনার দিল কাঁপানো হাসির পোষ্ট ঘুরে এসে দেখি আপনি এ বাড়ী কি সৌভাগ্য
অনেক দৃঢ়তা পেলাম কোথাও যত ছত্র খুশি -আনন্দের সাথে ব্যবহার করুন ভ্রাতা
সেই চমৎকারের অপেক্ষায়
২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
কে খোঁজে কারে? কে পায় কারে??
এই জগৎ সংসারে ,
স্বপ্ন পুরনের বাসনা
কিছু অধরাই থাকনা !!!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম!
স্বপ্ন অধরা বলেইতো আমরা গতিশীল
সহজ অথচ এক জটিল পাজল গেমে ছুটছি সবাই-যার যার জ্ঞান বোধ আর স্বপ্নের পিছনে.....অন্তহীন!
২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৩
গেম চেঞ্জার বলেছেন: ফেবুতে আবারো নাই!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সরি ভ্রাতা
বাসা আর শপ দুটোই একসাথে শিফট করতে গিয়ে কেঁচে গেছে!
ফিরছি শীগ্রি
সরি এগেইন
২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২২
খায়রুল আহসান বলেছেন: মানুষ এত এত জড়কে জড়িয়ে থাকে! -- ভাবনার বিষয়!
সুন্দর শিরোনামে সুন্দর কবিতা, ভাল লেগেছে। কবিতায় + +
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভাললাগাটুকু আপ্লুত করে দিল
অনেক শুভেচ্ছা
২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮
জনৈক অচম ভুত বলেছেন: জীবনটা যদি শুটিং ইউনিট হতো
বারবার ভুলে- রিটেক হতো শট
আবেগের ফুল গুলো ফুটানো যেত
ইচ্ছেমতো, স্বপ্নের মতো !
আক্ষেপ বাড়িয়ে দিলেন।
কবিতায় ভাললাগা রেখে গেলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আক্ষেপেই বসবাস
প্রকাশ বা অপ্রকাশ
ভাললাগা টুকু রেখে দিলাম হৃদয় কুঠুরে
অনেক শুভেচ্ছা
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনটা যদি শুটিং ইউনিট হতো
বারবার ভুলে- রিটেক হতো শট
আবেগের ফুল গুলো ফুটানো যেত
ইচ্ছেমতো, স্বপ্নের মতো!" তাহলে কতো ভালোই না হতো...
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সে আর বলতে!
অনেক ধণ্যবাদ সাধুদা' শুভেচ্ছা অফুরান
২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০
জেন রসি বলেছেন: মানুষের রিয়েলিটি আসলেই ইমাজিনড রিয়েলিটি। বেঁচে থাকার জন্য মিথের বানিয়ে স্বপ্ন দেখা। যতদিন সূর্যের ফুয়েল শেষ না হবে এ খেলা চলবে।
চমৎকার কবিতা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ জেন রসি ভায়া
শুভেচ্ছা অগণন
২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবগুলোই ভাল লেগেছে জনাব
সুন্দর লিখেছেন
শুভেচ্ছা শুভকামনা
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জনাবা
আপনার মনদেয়ালের কোণে....... দারুন হয়েছে।
অন্তহীন শুভেচ্ছা
২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১২
মেহেদী রবিন বলেছেন: বেশ তো
০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অনেক অনেক
২৮| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
"আমাদের সকল কিছূ
শূন্য হয়ে যায় ভ্রমণের শেষাংকে! "
-অবচেতনে আসল কথা বেরিয়ে এসেছে। মানুষকে তাই মেনে নিয়ে জীবনকে সাজাতে হবে।
০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
অনেক ধন্যবাদ । চেতন- অবচেতনের খেলাইেতা আসল।
ধন্যবাদ
২৯| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৮
নেক্সাস বলেছেন: দুটো কবিতা চমতকার। বেশ তাতপর্যময়
০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেক্সাস ভাই
চমৎকারীত্ব আর তাৎপর্যময়তা অনুভবে প্রীত, আপ্লুত
অনেক অনেক শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
সুমন কর বলেছেন: ২ বেশি ভালো লাগল।