নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পয়তাল্লিশটি বছর কেটে গেল
কথা রাখবে কি?
কথাই তো দিলনা কেউ!
সেই একাত্তরের এক প্রতিশ্রুতি ছাড়া
আর কি, কবে পূরণ হল?
ছাব্বিশ পরিবার থেকে ছাব্বিশ হাজার, লাখ
শোষকের, সামন্তবাদীর পতাকা বদল
সুবিধাবাদী, কমিশনন্ড শ্রেনী সত্ত্বার বিকাশ ছাড়া
সামগ্রিকতার ভাবনা কই?
কালো রাত্রিতে ঢাকা পড়ে আকাশ
বিবর্ণ স্বপ্নেরা কালোতে হারিয়ে যায়
নিকষ কালো রক্তের লালে আরো কালো হয়ে যায়
ষড়যন্ত্র, লোভ, মোহ আর চক্রান্তের জালে।
ভিন শত্রু সহজেই চিহ্ণিত করা যায়
স্ব-দেশী আবরণে বিভ্রান্তি বাড়ে
মাথা গুজে পড়ে রয় আমজনতা
সাত কোটি থেকে ষোল কোটি
সমস্যা বাড়ে জ্যামিতিক-
স্বপ্ন ছোট হতে হতে দু-কামরায়
খেয়ে পড়ে বেঁচে থাকাতেই আটকে যায়
অধিকার, বিনোদন ভ্রমণ, পরিবেশ, স্বপ্ন
টকশোর বিষয়, কর্পোরেট হাউজিংয়ের বিজ্ঞাপন!
সেই নিকানো উঠোন
চোখ যতদূর যায় খোলা প্রান্তর
শরীর মন জুড়ানো পাগলা হাওয়া...
গিজগিজি ফ্লাটে বন্ধ ফ্যানের ঘড়ঘড় আওয়াজে হারায়।
অাগামী পৃথিবীর নাগরিক
টোকাই হয়ে যায় ভোগি চেতনায়
শিক্ষা বানিজ্য হয়ে গেলে- কত মিডিয়ামে শিক্ষা
নিজেদের পৃথক করে নেয় শুরু থেকেই!
স্বাধীনতার চেতনার রক্তক্ষরণ হয় অঝোরে
মস্তিস্কে, হৃদয়ে, অংগে অংগে
আইসিইউ-তো কর্পোরেট সেবায় নিবেদিত
আইজুদ্দির জন্য সময় কই???
বঙ্গ- বাহাদুরের মতো কাঁদায় লুটুপুটি খায়
স্বপ্ন- স্বাধীনতার, ভালভাবে বাঁচার
নিজের দেশে মাথা উচু করে নিরাপদে থাকবার
পিতার আত্মাও ঢুকরে কেঁদে ওঠে ----
আরেকবার তর্জনি তুলে কে জাগাবে
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
আমজনতার, আম মানুষের, নিপিড়ীত জনতার।
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সুমন দা
শুভেচ্ছা
২| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশ.....ভায়া ধীরে কও
সিধা যাবে জেলে;
আ'লি/ছা'লি কাঁচা খাবে
এ তোমারে পেলে।
কি যে কও আগডুম
কথা বুঝি পাওনা;
দেশ আজ সুখপুরী
সে পানে ফিরে চাওনা।
সপন দেখেছে বাবা
করেছেতো কন্যায়;
দেশ আজ ভেসে যায়
উন্নতির বন্যায়।
তুমি বাপু দুর্মুখ
খালি করো হিংসে;
দেশ থেকে দূর হোক
তোমা যথা মিনসে।
খেয়েছ কত কে জানে
আই এস আই থেকে?
জামাতি এজেন্ট নাকি
ব্লগিং করো ফেকে??
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: মজা করেও ভায়া
নিওনা ওদের নাম
আই এস হুশ হুশ
জামাতীদের গদাম!
বলি ভায়া আমজনতা
বুকে স্বপ্ন ভাংগার ব্যাথা
ভিনদেশে শুনি ওরা সব
কত সূখে রয়-ভাবো সে কথা?
কি নেই আমাদের
শস্য শ্যমলা মাটি
আমজনতা পরিশ্রমি
মন কত খাঁটি
আছে খনিজ ভান্ডার
আছে দেশপ্রেম অপার
চাই শুধু সমন্বয়
আমরা হবো সেরা সবার।।
৩| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবিতার এক জ্বালা
লিখতে তা হয় লেট;
সুমনদা সেই ফাঁকে
খেয়ে গেলো কাটলেট।
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: শোননি কথা
ঝুট বলে কাউয়া কাটে
ভিতু আর মিতু ফাদে
তুমি গেলে আটকে
৪| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি নেই আমাদের
শস্য শ্যমলা মাটি
আমজনতা পরিশ্রমি
মন কত খাঁটি
আছে খনিজ ভান্ডার
আছে দেশপ্রেম অপার
চাই শুধু সমন্বয়
আমরা হবো সেরা সবার।।
ভুলে যাও সেই কথা
সবি আজ ইতিহাস;
লেজ গুটে মোরা আজ
প্রতিবেশি সেবা দাস।
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মেঘ দেখে ভয় পেলে
কৃষক কি বাঁচে
সে জানে কখন ঝাপায়
কখন থাকতে হয় বেঁচে।
করবে যে ভুল
পাবে সেই ফল
আমজনতার আশা
আল্লাহ ভরসা ।।
৫| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৫
নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো ।
কবিতায় +++++++++++++++++++++++++++++++++++
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীল
ওহ.. নীল পরি
এত্তগুলা প্লাসের জন্য এক ঝুড়ি শুভেচ্ছা
৬| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২০
প্রামানিক বলেছেন: অসাধারণ
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই
৭| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৫
সোহাগ সকাল বলেছেন: মনে হলো যেন হাহাকারের আগুনটা আরেকটু জ্বলে উঠলো। জাতি হিসেবে খুব অসহায় বোধ করি আজকাল।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমজনতার অসহায় বোধ ছড়া আর যে কিছূ অবশীষ্ট নেই! স্বপ্ন টুকুও যেন হারিয়ে যাচ্ছে!
শৈকল পরা ক্রীতদাসের মুভি দেখে কত কষ্ট হাহাকার, প্রতিবাদ জেগে উঠতো মনে- এখণ নিজেরাই যেন সেই মুভির পাত্র-পাত্রী! শুধূ দৃশ্যমান শেকলটুকু নেই! কর্পোরেট আর শোষনের জিঞ্জিরে তারচে বেশী করে বাঁধা!!!
৮| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর হয়েছে। +
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজপুত্র বলেছে তবেতো অবশ্যই সুন্দর হয়েছে
অনেক ধন্যবাদ ভ্রাতা
৯| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২৫
রাবেয়া রাহীম বলেছেন: গতানুগতিক তার বাইরে বের হয়ে লিখতে পেরেছো । এটাই তো কাব্যে বিদ্রোহ ! অসাধারন !!!!
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
সময়ের প্রয়োজন অনেক কিছূ আপনাতেই ঠিক করে দেয়! অনুপ্রেরণায় কৃতজ্ঞতা
১০| ১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:০৮
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ধন্যবাদ।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভ্র বিকেল।
শুভেচ্ছা অফুরান.............
১১| ১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৩
টাইম টিউনার বলেছেন: সুন্দর হয়েছে।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা
১২| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৯
দিয়া আলম বলেছেন: লেখা জোশ হইসে ,
তবে তোমার খবর আছে, জবাবটা কি এখানে দেবো নাকি কি করি আজ ভেবে না পাই ভাইয়াটার ব্লগে দেবো ভাবছি, কি লিখসো সেখানে?
দাড়াও আমি খেয়ে আসি তারপর তোমার মন্তব্যে মাড়ি ভাঙা জবাব দেবো ,
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধইন্যা জোশ অনুভব করায়
ভাইয়ার ব্লগেই চলো
যাও যাও খেয়ে দেয়ে শক্তি করে এসো এটলিষ্ট ফুলটাইম টিকে থাকতে হবে তো ফাইটিংয়ে
১৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাও যাও খেয়ে দেয়ে শক্তি করে এসো এটলিষ্ট ফুলটাইম টিকে থাকতে হবে তো ফাইটিংয়ে
জমিজমা যা যা আছে
সব ধরে বাজি;
কল্লা ফাটাইয়া কই
তুমি মহা পাজী।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
হাসালে ভাই তুমি
ভাবো পজিটিভ
দেখবে নই পাজি আমি
হরহর মহাদেবে
মা কালি কি করবে
দস্যু ফুলনও যে
আশিক সনে মরবে-
ভুলে গিয়ে শুধুই
চায় দেখো কল্লা
শুয়ে ছিনু বুকে পা
জিভ কাটে সে বোকা
হনু মহাদেব দেখি
মা কালি কি কয়
যুদ্ধের গতি
জিভ কেটে হবে ক্ষয়
১৪| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৪
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
যে বক্তব্য নিয়ে লিখেছেন তাতে নিজেকে ধরে রাখতে পারিনি বলে আলাদা করে মন্তব্য করলুম নতুন এক পোস্টে ।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: শিহরিত হলাম। অনুপ্রাণীত হলাম। অনেক অনেক ধন্যবাদ আহেমদ জিএস ভ্রাতা
মন্তব্য পোষ্টে যাচ্ছি এক্ষুনি
১৫| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৮
রমিত বলেছেন: এখনো উত্তাল সাগর ফুঁসে ওঠে কোন উষ্মায়?
এখন অসন্তুষ্ঠ রৌদ্রের খরতাপ পোড়ায় কোমল মাটি,
সবুজ বনানী ফেলে দীর্ঘশ্বাস অশান্ত বাতাসে,
ডুকরে কেঁদে ওঠে নিশ্চল পর্বত ব্যার্থতার গ্লানি নিয়ে কাঁধে। ।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্ন ব্যার্থতায়, আক্ষেপে আর আমজনতার দীর্ঘশ্বাসে
কমিশনখোরের লালসার জল শুকাতে তেতে ওঠে রোদ
রামপালের অভিশাপ ভুত ভবিষ্য অনুভবে-সবুজ আতকে ওঠে
ঝর্ণা কান্নার ফল হলেও প্রত্যাশর কলকলওবটে
বদলে দেবার বদলে যাবার নতুন স্বপ্নে দেশকে সাজাবার!!!!
অনেক ধন্যবাদ রমিত দা
১৬| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: রাত পোহাবার কতো দেরী পাঞ্জেরী?
অসাধারণ ভৃগু ভাই।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা যদি না জাগি মা
রাত পোহাবে কবে
তোমার ছেলে উঠলে মাগো
রাত পোহাবে তবে!
অনেক ধন্যবাদ শামীম ভাই
১৭| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪২
সাহসী সন্তান বলেছেন: দারুণ কবিতা! অনেক অনেক ভাললাগা রইলো ভৃগু ভাই!
শুভ কামনা জানবেন!
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সা. সা ভাই ..
শুভচ্ছা অন্তহীন
১৮| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবির ভ্রাতা
শুভেচ্ছা
১৯| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমতকার পোস্ট ,ছড়াগুলিও জমেছে বেশ !!!
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ লিটন ভাই
ছড়ায় নজর রেখেছেন জেনে ভাল লাগল
২০| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৬
অদৃশ্য বলেছেন:
দারুন লিখা বিদ্রোহী... তবে কথা হলো, আরেকবার তর্জনি তুলে জাগাবার মানুষ পাওয়াটা খুব সরল বিষয় নয়... তার জন্য অপেক্ষা করতে হবে, কত সময় কে জানে...
এখন তর্জনি উঠিয়ে আমজনতা, নিপিড়ীত জনতাকে দাবিয়ে রাখবার মানুষ পাবেন অনেক ( যদিও যারা সেটা করছে বা করবে তারাও আমজনতা ও নিপিড়ীত, সময়ের ফেরে পরে শুধু সেটা ভুলে যায় বা গেছে তারা )... ভারা ভুল/অন্যায় থেকে সঠিক শিক্ষা নেয় এবং তার বাস্তবায়ন ঘটায় তারা সবসময়ই আলাদা কিছু, তারাই সম্ভবত সেরা...
আমাদের দেশের মানুষরা সুন্দর হোক মন ও মস্তিস্কে... দেশটা সেরা হয়ে যাবে এমনিতেই...
শুভকামনা...
শুভকামনা...
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন
সহমত ও শুভ কামনা
২১| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: নিদারুণ নির্মম বাস্তবতার প্রতিচ্ছবিতে ভাল লাগা। +++
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: পয়তাল্লিশ বছরের নির্মম কষ্ট'র ছবি ...
অনেক ধন্যবাদ ভ্রাতা
২২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৪
এডওয়ার্ড মায়া বলেছেন: হাহাকার কবিতা
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম..
৪৫ বছরের হাহাকার...
২৩| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৯
ক্লে ডল বলেছেন: এডওয়ার্ড মায়া বলেছেন: হাহাকার কবিতা।
আই আই আই আই.....
২০১৬ সনে পুঁথি গাওয়ার ছলে,
হৃদয়ের লহু ঢালি,
মাতৃভূমি তলে।
এখনো এক আকাশ ভরা,
হিংস্র শকুন।
কোথায় গেলে ভাহে সবে,
বীরেরা নতুন!
হাজার বছর গেল হায়রে,
আশায় আশায়।
সঠিক স্বাধীনতা বল,
কেমন করে পাই?
বাংলার ইতিহাস নিয়ে চমৎকার একটা পুঁথি শুনলাম আজ। শেষটা এরকম।
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি ! চমৎকার পুথি...
শেয়ার করায় হাহাকার আরো সমৃদ্ধ হলো
ধন্যবাদ ক্লে ডল, শুভেচ্ছা
২৪| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪০
পুলহ বলেছেন: কবিতার প্রায় পুরোটা জুড়ে হতাশার বিষণ্ণ ছায়া, কিন্তু শেষের লাইনগুলোতে এসে আমি কেন যেনো খুব উতসাহিত হলাম। হয়তো বঙ্গবন্ধুর কথা মনে করেই !
"সেই নিকানো উঠোন
চোখ যতদূর যায় খোলা প্রান্তর
শরীর মন জুড়ানো পাগলা হাওয়া...
গিজগিজি ফ্লাটে বন্ধ ফ্যানের ঘড়ঘড় আওয়াজে হারায়।"-- এই লাইনক'টি চেতনা অবশ করে দেয়ার মতন শক্তিশালী।
"বঙ্গবীরের মতো কাঁদায় লুটুপুটি খায়", বংগ- বাহাদুর লিখতে চেয়েছিলেন কি ?
কবিতায় প্লাস। আরো ভালো লাগছে আপনার এ কবিতার সম্পূরক আরেকটি চমৎকার কবিতা দেখতে পাওয়াতে।
ভালো থাকবেন ভাই!
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথমেই দারুন সচেতন পাঠানুভবের প্রশংসা করছি।
ভাবনার তোড়ে ভেসে যাওয়া বাহাদুরকে প্রতিস্থাপনের ইশারা দেয়ায়
লাইন কটি চেতনা অবশ করে দেয়ার মতো শক্তিশালী- পড়ে আপ্লুত হলাম। হাজার প্রশংসার চেয়ে শক্তিশালী অনুপ্রেরণা যেন
আহমেদ জিএস ভাইর প্রতি কৃতজ্ঞতা। এ কবিতা তাঁকে এতটা গভীর ছুঁতে পেরেছে অনুভব করে।আর তাই আমরা আরেকটা সমৃদ্ধ নতুন এক কবিতা পেলাম।
শুভেচ্ছা অন্তহীন
২৫| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাল হাকিক্বত দেখে
মেলাই মনে ছত্র;
ভাবি শিঘ্রীই দেব
ফের এক পত্র।
১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: রইলুম আশায়
রানার কবে যায়
ঝুনঝুন ঘন্টা বাজায়
বন্ধুর পত্র যদি পাই
২৬| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
কল্লোল পথিক বলেছেন:
কেউ কথা রাখে না!
১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাখবে কি পথি ভাই
আজো তো কেউ কথাই দিল না...
কল্যান রাষ্ট্রের, মাথা উচু করে বাঁচবার, স্বাধীন মতপ্রকাশের, মৌলিক মানবাধিকারের নিশ্চিত পূরণের....
ধন্যবাদ
২৭| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২২
উদাসী স্বপ্ন বলেছেন: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
আমজনতার, আম মানুষের, নিপিড়ীত জনতার।
সমস্যা হলো এই ডাকটা দেবার জন্য আর কোনো নেতা আসবে না। আমাদের নিজেদেরকেই পথে নামতে হবে
১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
সেই মানুষটার অভাবেইতো আজো হিসেবে কেবলই দেনার দায়! হাজার লক্ষ কোটি টাকা পাচারের ইতিহাস! চোরকে ঠেকাতে গিয়ে ডাকাতের জুলুম!!!!
নিজেদেরই নামতে হবে। শতভাগ সহমত।
শুভেচ্ছা অন্তহীন।
২৮| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্য সুন্দর অসাধারণ! কিন্তু,
সত্য সদাই তিক্ততায় ভরা
আর, মিথ্যা ভরা মিষ্টিতে
কি লাভ বলুন সত্য বলে
অযথা অনাসৃষ্টিতে?
** ভালো থাকুন এবং লিখে চলুন সতত।
১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম
অনেক অনেক ধন্যবাদ। মিথ্য মিষ্টতার চেয়ে তিক্তকাকেই ভাল বাসিলাম
শুভকামনায় কৃতজ্ঞতা।
২৯| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩২
অরুনি মায়া অনু বলেছেন: খুব খুব খুব সুন্দর লিখেছেন।
২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ অনু
শুভেচ্ছা সতত :
৩০| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০০
অপরিচিত মানব শুণ্য বলেছেন: অনেক ভালোলাগা রেখে গেলাম,
কথা দেইনি তাই আর রাখার
প্রয়োজন বোধ করে নি,
কিন্তু কেউ কেউ যে কথা দিয়েও রাখে না!
২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুণ বলেছেন
হুমম..
কেউ কেউ কথা দিয়েও কথা রাখেনা!!!
৩১| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল খুব
২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কাজী ফাতেমা
শুভেচ্ছা অফুরান
৩২| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪
প্রথমকথা বলেছেন: নি:সন্দেহে ভাল কবিতা।পাঠে মুগ্ধ হালাম কবি।
২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা নেবেন।
৩৩| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে! ধন্যবাদ!
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা
ভাললাগা টুকু হৃদয়ে জমা রইল
৩৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৪
গেম চেঞ্জার বলেছেন: হার্ট টাচিং!!
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ গেমু ভায়া
পথ ভুলে নাকি
অনেক ভাল লাগল হার্ট টাচ করেছে জেনে
শুভেচ্ছা অন্তহীন
৩৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩
জেন রসি বলেছেন: কেউ কথা রাখেনা। রাখবে এমনটা আর আশা করারও কারন নাই। অধিকার আদায় করে নিতে হবে। আর কোন উপায় নেই।
চমৎকার কবিতা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জেন রসি ।
অধিকার আদায় করে নিতে হবে। আর কোন উপায় নেই। -এরচে বড় সত্য আর নেই।
কিন্তু দেয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত সকলেই ধের্য ধরে-এই সময়টুকুই অপেক্ষার।
ধন্যবাদ পুনশ্চ:
৩৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
রুবিনা পাহলান বলেছেন: কবিতা তো নয় যেন পুরো বাংলাদেশের চিত্র।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
স্বাগত আমার ব্লগে
৩৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: অসাধারন লিখেছেন।
অনেক অনেক ভালোলাগা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
৩৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২
প্রথমকথা বলেছেন:
খুব সুন্দর করে দেশ এবং দেশের জনগণের কথা ভেবে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আমরা হতভাগ্য আমজনতা এই কবিতা পড়ি। আপনার কবিতায় আছে দেশ প্রেম দেশের প্রতি গভীর ভালোবাসা, আমি মুগ্ধ কবি। এতো সুন্দর করে মনের অব্যক্ত সকল কথাগুলো কবিতা আকারে আমাদের উপহার দিলেন। অসংখ্য ধন্যবাদ কবি।
১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রথমকথা।
আপনার অন্তরের দেশপ্রেমই অনুভবকে সুন্দর করেছে।
অনেক অনেক শুভেচ্ছা
৩৯| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২৩
সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: সুন্দর লিখা, ভালো লাগলো, ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন। শুভেচ্ছা অনেক অনেক
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।