নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

প্রেম-বর্ষা বরিষণ

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৩



বর্ষায় ঝুপ করেই আঁধার নেমে এল
ঝরঝরে কাঁচ ঝড়া দিনকে পলকে
আঁধারে ঢেকে-
দু:খ যেমন হাসিকে কেড়ে নেয়।

তুমি এলে ভরা বাদল ক্ষণে
বাহিরে তুফান ভেতরে কাঁপন
ভিজে জবুথবু প্রকৃতি, মন
বিজলি চমক দেহের কোষে কোষে
চোখের তারায় বর্ষা স্নানের আহবান

তুমুল বর্ষনে রিমঝিম নেই শহরে
কেবলই অঝোরে জল ঝরার অবিরাম শব্দপতন
ঘোলা শার্শিতে আরো ঘোলাটে মেঘলা ক্ষণ
বিজলীর ক্ষণে ক্ষণে চমক ~
তোমার চোখে মদির চাহনিতে;

প্রকৃতি যখন দুয়ার খোলে-
রীতি নীতি বিধান বানের জলে ভেসে যায়;
তুমি বর্ষা হয়ে ঝরলে- উষর জমিন হয়ে ভিজলাম।
তোমার লাজুক হাসিতে সূর্যটা হেসে উঠলো
মেঘের আড়াল সরিয়ে।



@ছবি কার্টসি: গুগল।

মন্তব্য ৭০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: আজকের দিনের জন্য একটি যথোপযুক্ত কবিতা। ছবিটাও খুব সুন্দর।
বিজলি চমক দেহের কোষে কোষে
চোখের তারায় বর্ষা স্নানের আহবান
- চমৎকার অভিব্যক্তি।
ঘোলা শার্শিতে আরো ঘোলাটে মেঘলা ক্ষন - এটাও।
ক্ষন<ক্ষণ হবে

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় খায়রুল আহসান ভাই :)

আপনার ভাললাগা গুলো আমাকে শক্তি দিল

ঠিক করে দিচ্ছি। কৃতজ্ঞতা ও শুভেচ্ছা

২| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩২

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: তুমি এলে আজ ভরা বাদল ক্ষনে
বাহিরে ভেজা শরীর ভেতরে ভালবাসার কাঁপন

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বর্ষায়তো এমনই হয় ;)

নয়? :):):)

শুভেচ্ছা

৩| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩২

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শ্রাবণীয় শুভেচ্ছা সুমন দা :)

ধন্যবাদ মুষলধারায় :)

৪| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রমানিক ভাই।

আশাকরি এখন পুরোপুরি সুস্থ :)

বর্ষার ভেজা শুভেচ্ছা :)

৫| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৬

জুন বলেছেন: আস্তে আস্তে কবি হয়ে যাচ্ছেন বিদ্রোহী ভৃগু!

তুমি এলে ভরা বাদল ক্ষনে
বাহিরে তুফান ভেতরে কাঁপন
ভিজে জবুথবু প্রকৃতি, মন

অনেক ভালোলাগা রইলো।
+

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: জুনাপু.. আপনাদের আশীর্বাদেই....

ভাললাগাটুকু েপ্ররণা হেয় রইল

অনেক অনেক শ্রাবণী শুভেচ্ছা

৬| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজপুত্র :)

৭| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডাবল ভাললাগায় ডাবল ধন্যবাদ :)

শ্রাবেনর বর্ষনের মতো শুভেচ্ছা

৮| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৩

কল্লোল পথিক বলেছেন:



বর্ষার চমৎকার কবিতা।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কল্লোল পথিক ভাই....

৯| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: বিজলীর ক্ষনে ক্ষনে চমক - এখানেও ক্ষণে ক্ষণে হবে।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার সুক্ষ্ণ দৃষ্টিকে হাজার সালাম :)

অনেক অনেক শুভেচ্ছা .. মুষল ধারায় :)

১০| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন:

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন !!

না বলেও হল কত না বলা কথা :)

দারুন বৃষ্টির ছবির জন্য শুকরিয়া...............মুষল ধারায় শুভেচ্ছা আপনার জন্য

১১| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বাহ! বৃষ্টি নিয়ে দারুণ কাব্য!

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুল্লাহ শামীম ভায়া :)

অনেক অনেক শ্রাবন শুভেচ্ছা

১২| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২১

সাহসী সন্তান বলেছেন: কবিতা খুব চমৎকার হয়েছে ভৃগু ভাই! 'মোদির চাহনিতে' শব্দটা কি 'মাদকতা' বুঝাতে ব্যবহৃত হয়েছে?

শুভ কামনা রইলো!

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সা স ভাই।

হুম মদির মানে মাদকতাময় :)

আপনার জন্য বর্ষার অঝোর শুভেচ্ছা :)

১৩| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৮

সামিয়া বলেছেন: ভালো লাগলো

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সামিয়া :)

শ্রাবন শুভেচ্ছা :)

১৪| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৮

রানার ব্লগ বলেছেন: তুমুল বর্ষনে রিমঝিম নেই শহরে
কেবলই অঝোরে জল ঝরার অবিরাম শব্দপতন
ঘোলা শার্শিতে আরো ঘোলাটে মেঘলা ক্ষণ
বিজলীর ক্ষণে ক্ষণে চমক ~
তোমার চোখে মদির চাহনিতে;

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রানার ভাই :)

বর্ষা ছুঁয়ে যায় সবাইকে। পলিথিনে ভেজা পথশিশুও অনুভব করে- ভিন্নমাত্রায়...

অনেক শুভেচ্ছা

১৫| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩২

মোস্তফা সোহেল বলেছেন: বাহ বর্ষা নিয়ে মিষ্টি কবিতা।ধন্যবাদ ভাই

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই:)

শ্রাবন শুভেচ্ছা

১৬| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০২

শাহরিয়ার কবীর বলেছেন: বিজলীর ক্ষণে ক্ষণে চমক ~
তোমার চোখে মদির চাহনিতে;

ভাল লাগল,
ভাল থাকুন।

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ধন্যবাদ। ভাললাগা টুকু হৃদেয় তোলা রইল:)

শুভেচ্ছা

১৭| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৫

অদৃশ্য বলেছেন:



ভালো লাগলো লিখাটি... ভালো লাগলো বর্ষা ও প্রেম...

শুভকামনা...

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য :)

বর্ষা আর প্রেম দুটোইযে ভাললাগারই বিষয়...

শুভকামনা শুভেচ্ছা বর্ষার অবিরল ধারার মতো :)

১৮| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে কবিতা :) +

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কাজী ফাতেমা :)

দারুন লাগাটুকুই সেরা পাওয়া :)

শুভেচ্ছা শ্রাবনের :)

১৯| ১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

সিগনেচার নসিব বলেছেন: ভাল লাগা জানুন

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নসিব :)

জানলাম। অন্তরে রেখে দিলাম :)

শুভেচ্ছা অন্তহীন

২০| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪১

SwornoLota বলেছেন: "প্রকৃতি যখন দুয়ার খোলে-
রীতি নীতি বিধান বানের জলে ভেসে যায়"
+++

১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম...

প্রকৃতিতো এমনই :)

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

২১| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ !
কবির কাব্য মলাট বন্দী হওয়া সময়ের দাবী ।

১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ গিয়াস ভাই:)

পুলকিত হলাম উৎসাহমূলক মন্তব্যে - অনেক বেশীই :)

শুভেচ্ছা অবিরাম

২২| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:০০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



কবিতাটি পড়ার পড়ে ভাবখানা নিয়ে ভাবতে ভাবতে দ্বিতীয়বার তুমি এলে ভরা বাদল ক্ষণে........।
এই লাইনটাতে এসে একখানা গান মনে পড়লো--------------

ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে
পাছে সে আসবে তবে কেমন করে !
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন
অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও
যেতে নাহি পারে .............

মনে হয় এটাই বলতে চেয়েছেন মনে মনে । :(

সুন্দর হয়েছে ।

২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন অনুভব!

মন্তব্যে আপ্লুত। ভাবুকের ভাবনাইেতা লেককের অনুপ্রেরণা :)

ভাবনা বিশ্লেষনে কবিতা অনুভবে ঋদ্ধ হলো ।

অনেক অনেক শুভেচ্ছা

২৩| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৫

শায়মা বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হলাম ভাইয়া!!!:)

২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ শায়মাপু :)

মুগ্ধতাটুকু হৃদেয় তুেল রাখলাম :)

অনেক অনেক শুভেচ্ছা অঝোর বারিধারার মতো

২৪| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিজলি চমক দেহের কোষে কোষে
চোখের তারায় বর্ষা স্নানের আহবান


মন তার উড়ো উড়ো
এ যুগের কেষ্ট;
মেয়ে পটানো শিল্পতে
তুমি ভায়া শ্রেষ্ঠ।

শীত কিবা বরষাতে
বোশেখ কি ফাগুনে;
বারোমাসি তোমা মুড
থাকে বাপু আগুনে।

প্রেম চাই,প্রেম চাই
বর্ষা স্রেফ উসিলা;
শিল্পী সে মহান এক
সুনিপুণে রাসলীলা।

লিখে আর হবেটা কি
লিখে আমি ক্লান্ত;
আফসোসে ভাবি আহা
যদি ভাবী জানতো।

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বলেছ ভালো-ভায়া
প্রেম বারোমাসি
হৃদয়েতে নাও ভরে
থাকবে হাসি খুশি!

পিনেকে লিয়ে
চাহিয়ে বাহানা-
প্রেমকো কিউ ছোর?
উসমেভি এয়সাহি কেহনা। ;)

ভেবোনা মোটে ভায়া
ভাবী জানে সবই
ভালবাসে অনেক তাই
বোঝে কবির সব প্রেমে- সেইই ;)

২৫| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৬

নীলপরি বলেছেন: তুমি এলে ভরা বাদল ক্ষণে
বাহিরে তুফান ভেতরে কাঁপন
ভিজে জবুথবু প্রকৃতি, মন
বিজলি চমক দেহের কোষে কোষে
চোখের তারায় বর্ষা স্নানের আহবান


বর্ষার মতোই মোহময় হয়েছে আপনার কবিতা । অপূর্ব লাগলো । ++++++++++

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন মন্তব্য মন ভরে গেল :)

মোহময় অপূর্ব লাগাটুকু হৃদয়ে বেঁধে রাখলাম......

অনেক অনেক শুভেচ্ছা

২৬| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৩

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শুভ্র বিকেল :)

শুভেচ্ছা অফুরান

২৭| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: আবারো ফিরে এলাম, এবারে ১০ নং মন্তব্যে সাদা মনের মানুষ এর মন্তব্যহীন, অথচ বাঙ্ময় ছবিটার জন্য ধন্যবাদ দিতে। সত্যি, অসাধারণ ছবি!
২০ নং মন্তব্যে SwornoLota এর মন্তব্যটাও ভালো লেগেছে।

২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

হুমম।

না বলেও বলা শতকথা যেন। স্বর্ণ লতার কবিতা কোট ভাললেগেছে জেনে উনারও নিশ্ছয়ই ভাললাগবে :)

শুভেচ্ছা অন্তহীন।

২৮| ২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

অনেকদিন পর এলেন :)

অন্তহীন শুভেচ্ছা ......................

২৯| ২২ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৩২

রাবেয়া রাহীম বলেছেন: বরষার প্রথম দিনে এখনো বৃষ্টি নামেনি এই শহরে,
কালো মেঘের আনাগোনায় মন খারাপ আমি ঘুরে বেড়াই,
বাদল ঘন শ্রাবণে ঝাপসা হয়ে ওঠা শহর
হয়ত আচম্বিতে ঝরঝরিয়ে ঝরাবে প্রপাত!
ইচ্ছে গুলো আজ কারণে অকারণে উড়ে যায় নির্জন কোন অরণ্যে
বুকের জমিনে জমানো আবেগ গুলো নিয়ে রিমঝিম সুরে
বেশুমার বৃষ্টিতে ভিজে যাবো একাই।

একান্ত ভাবনায় আবেগ প্রবণ আমি
কাঙ্ক্ষিত মুখটি তীব্র থেকে তীব্রতরই হয়!
তোমার ওখানে কি এখন বৃষ্টি হচ্ছে খুব? শ্রাবনের বৃষ্টি!
সহজে থামবার নয়---জানালাটা খোলা কি শোবার ঘরের?
হয়ত তুমি গভীর মগ্ন খসড়া পাতার সাজে;
মনে কি পড়ে, বৃষ্টি ভেজা স্মৃতিময় সেই রাতে--কিছু বলতে গিয়েও চোখ বুজলে,
আর আমি ছিলাম আহা! আলিঙ্গনে শিউরে ওঠা
শিহরণ,নিরমিলিত চোখ, দেহজুড়ে অবসাদ, বৃষ্টিভেজা গোলাপ যেন!

বৃষ্টির জন্য অপেক্ষা করি,
অপেক্ষায় তোমার আজ বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি....
ভিজে যায় পথঘাট, আলোকিত শহর, কিন্তু তুমি আর আমি ভিজতে পারি কই!!
শ্রাবণ ধারার বর্ষণে একাকার হয়েছে দুচোখ
বুকের ভেতর মেঘ গুড়গুড়
দামাল হাওয়া শান্ত হচ্ছে না যে,
ভিজে যাচ্ছে, ভেসে যাই, ভাসছি বিলাপে হায়
ঝরছি আমি ব্যথার তুমুল বরিষণে,
এই শ্রাবণ ধারায় ডুবতে চাই, ভাসতে চাই ভাঙতে চাই,
কি আশ্চর্য তুমি!
চুপ করে আছ প্রচন্ড খরা ধারন করে।
বৃষ্টিতে আকাশের দিকে মুখ করে ভাবনার গভীরে ডুবে
ডাকছি তোমার নামটি ধরে
শুনতে কি পাও? আমার সকরুণ সুর !


ভাইজান , আপনার জন্য।

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা :)

দারুন বর্ষা কাব্যে ভাললাগা ++++++++++

৩০| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বর্ষামুখর কাব্য ভাল্লাগছে, ভাল্লাগছে ১০ নং মন্তব্যে সাদা মনের মানুষ ভাইয়ের অস্থির ছবিটাও ।

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যভাদ সাধুদা :)

জবাব নেই ছবিটার আসলেই :)

বর্ষার ঝরঝর শুভেচ্ছা

৩১| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৭

আমিই মিসির আলী বলেছেন:
তুমি এলে ভরা বাদল ক্ষণে
বাহিরে তুফান ভেতরে কাঁপন
ভিজে জবুথবু প্রকৃতি, মন
বিজলি চমক দেহের কোষে কোষে
চোখের তারায় বর্ষা স্নানের আহবান


ভালো লাগলো।লাইইন গুলা স্মৃতিতে রাখলাম।

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ মিসির আলী :)

ভাললাগাটুুকু প্রেরণা হয়ে রইল

শুভেচ্ছা অন্তহীন

৩২| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৫

তামান্না তাবাসসুম বলেছেন: অসাধারন!!

২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ তাবাসসুম :)

শুভেচ্ছা অবিরাম.............

৩৩| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৪

অগ্নি সারথি বলেছেন: তুমুল বর্ষনে রিমঝিম নেই শহরে
কেবলই অঝোরে জল ঝরার অবিরাম শব্দপতন
ঘোলা শার্শিতে আরো ঘোলাটে মেঘলা ক্ষণ
বিজলীর ক্ষণে ক্ষণে চমক ~
তোমার চোখে মদির চাহনিতে;

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সারথী ভাই!

বর্ষণমূখর শুভেচ্ছা :)

৩৪| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৫

রমিত বলেছেন: বর্ষা কি বিরহের ঋতু না প্রেমের ঋতু? এখনো ঠিক বুঝলাম না। তবে বর্ষা নিটে কবিতার শেষ নেই। প্লেটো যেমন বলেছিলেন, "ভালোবাসার স্পর্শে সকলেই কবি হয়ে ওঠে"। তেমনি আমার মনে বর্ষার স্পর্শেও সবাই কবি হয়ে ওঠে।

আপনার কবিতাটি সুন্দর হয়েছে ভৃগু ভাই।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রমিত দা :)

আপনার বানীটাই বেশী কাছাকাছি মনে হয় ;)

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

মোহাম্মদ খলিফা বলেছেন: দারুন অনেক ভালো লাগলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ :)

এত পুরানো পোষ্ট খুঁজে কমেন্ট করেছেন দেখে ভাল লাগল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.