নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন কাঁচভাঙ্গা রোদেলা দুপুরে
স্মৃতির উঁকি দেবার কথা না। মেঘমেদুর দিনেই না তাদের আনাগোনা।
অথচ যেন থ্রিডি মুভির মতো সব স্মৃতিরা হুড়মুড় করে নেচে যেতে লাগলো
বায়স্কোপের রিলের মতো একের পর এক... তরতাজা জীবন্ত অনুভবে।
কলেজে উঠেই হঠাৎ বড় হয়ে যা্ওয়া তরুনের মন
উচাটনতা সর্বমুখি- ভেতরের নায়ক জেগে উঠতে চায় নিত্য কল্পনায়
সব অসম্ভবকে সম্ভব করার দৃঢ়তা-তুড়ি মেরে উড়িয়ে দেয়া সব
অথচ তোর সামনে গেলেই কেমন মিইয়ে যেতাম।
সব সাজানো কথা গুলো এলামেলো হয়ে যেত
মুগ্ধতায় শুধু তাকিয়ে থাকা আর সব কিছুতে মাথা নাড়ানো
জানিস, সেদিন শিরিন খুব করে ডেকে নিয়ে গিয়েছিল
ঘরে ঢুকে তো অবাক। কেউ নেই। অমন খালি বাড়ীতে ডাকল কেন?
মনে মনে এত বীর আমি সত্যি ভীত হয়ে পড়ি। ওর ঘোর লাগা দৃষ্টি
আরও বেশি চমকে দেয়- সারাজীবন জেনে আসা লাজুক মেয়ের বদলে যাওয়া দেখেছি।
হিন্দি সিনেমাকে যেন পেছনে ফেলে সে জীবন নায়িকার ভুমিকায়
আমি পুতুলের মতো- প্রথম শিহরনে চমকিত, শিহরিত আবার সন্ত্রস্থও।
ওর শেষ আহবানে সাড়া না দিয়ে চিনেছি নারীর আরেক রুপ।
তোকে বলতে গিয়েও কতবার জবান যেন আটকে গেছে।
হয়তো খেয়াল করিসনি- আমার নিরবতাকে নপুংশকতায় ভেবে
কত অবহেলা, কত ভেংচি, কত উপহাস ইশারায়..করেছে ও।
আর তুইতো তখন দেবী আমার কাছে। কত নিভৃতে কত নিশ্চিন্তে
নির্ভরতায় পাশে থাকতিস।
একদিন বৃষ্টি মূখর দিনে যখন হুড়মুড় করে ঢুকে পড়লি ঘরে
খুব চেয়েছিল মন- উজার করে দিতে আর নিতে সমপর্ণ করতে
সমর্পিত হতে। শিরিনোপাখ্যান এক সূক্ষ বাঁধা হয়ে বারবার ঠেকিয়ে রেখেছিল্
ওমা! এরপর যখন সব ভয় ডর ভুলে জেগে উঠল তরুন থেকে যুবক স্বরুপ
দেখি বেনারসী আর জড়োয়ায় ঢেকে তুই চলে যাচ্ছিস পরের ঘর।
লজ্জ্বার মাথা খেযে ছুটেছিলাম তোর শ্বশুর বাড়ী। একটিবার দেখার উন্মাদনা
সব বোধ-বুদ্ধি যেন বিলোপ করেছিল।
দেখলাম। জীবনে যেন এক মুহুর্তে যেন আবারও অনেক বড় -হয়ে গেলাম পরিণত।
তোর অসহায়ত্ব, তোর নতুন সর্ম্পকের দায় ছাপিয়েও
তোর দু’চোখে যে ভালবাসার ছায়া দেখেছি-তাতেই আমি ধণ্য হয়েছি।
নাইবা পেলাম দৈহিক সত্ত্বায় : তোর আত্মায় যে আমার নিবাস ।
কাছে এলে হয়তো মুছে যেত এ আবেগ
তেল চাল নুনের নিত্য হিসাবে।
সেই ভাল- কেবলই হৃদয়ে আছিস
চির কুমারী
অসূর্যস্পর্শা
চির তরুনী
প্রথম প্রেমের প্রথম নায়িকা হয়ে।
১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শামীম
মুন ছঁয়েছে জেনে ভাল লাগল ...শুভেচ্ছা অনেক অনেক
২| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬
ক্লে ডল বলেছেন: ইহা আমি কি পড়িলাম বিদ্রোহী ভাই
প্রথম প্রেমের প্রথম নায়িকার একটু রূপের বর্ণনা জাতি জানিবার চায়।
দারুন হয়েছে।
১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
যাহা পড়িলেন তাহাই পড়িলেন
প্রথম প্রেম তো জাগতের বিচার শুরুর আগেই হয়- তাই সকল রুপই তখন উর্বশী, মেনকার চেয়েও সুন্দর আর পবিত্র
অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ সহ
৩| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ্ বেশ তো প্রথম প্রেম কাহিনী। হৃদয় ছুঁয়ে থাকুক আজীবন
ভীত বানানটা ঠিক করে নিয়ে।
ভাল লাগা রইল কবিতায় ++++
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই হোক। ছুঁয়ে থাকুক হৃদয়ের সকল অলিন্দে সকলের প্রথম স্মৃতি
ধন্যবাদ ঠিক করে নিচ্ছি
ভাললাগায় অনেক অনেক ধণ্যবাদ ও শুভেচ্ছা
৪| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২১
জুন বলেছেন: কাছে এলে হয়তো মুছে যেত এ আবেগ
তেল চাল নুনের নিত্য হিসাবে।
সেই ভাল- কেবলই হৃদয়ে আছিস।
ঠিকই বলেছেন বিদ্রোহী ভৃগু, সংসারের যাঁতাকলে পরে কোথায় সেই প্রেম পালিয়ে যেত।
অনেক ভালোলাগা রইলো।
+
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেমের এ এক কঠিন ধাধা...
প্লেটোনিক লাভে যতটা আকর্ষন জীবনের বাস্তবতায় বুঝি ততটাই ফিকে
জুনাপুর ভাললাগা বিশেষ পাওয়াতো বটেই।
শুভেচ্ছা অন্তহীন
৫| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৭
কানিজ রিনা বলেছেন: প্রেম অসাধারন চিরকালই,বিয়ে পর্যন্ত আগালে
প্রেম হয় সাধারন। আর তেল চাল ডালের
অভাবে ভালবাসতেও মন সাধেনা!
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম..
তবে সেই টানাপোড়েনেও যদি কোন প্রেম জমে ওঠে তা হবে অবশ্যই অনন্য...
অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ কানিজ রিনা ...
৬| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রথম প্রেমে বাস্তব থাকে না।
আর কারো আত্মায় নিবাসী হওয়া দারুণ ব্যাপার।
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাস্তব যখন টোকা দেয় প্রেম বুঝি কর্পূরের মতো বাতাসে মিলিয়ে যায়
তা বটে। অনেক অনেক শুভেচ্ছা রাজপুত্তুর
৭| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩১
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। একটি গল্পের মতো।
+।
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা
শুভেচ্ছা অন্তহীন
৮| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
রাবেয়া রাহীম বলেছেন: অথচ তোমার সামনে গেলেই কেমন মিইয়ে যেতাম।
সব সাজানো কথা গুলো এলামেলো হয়ে যেত
দ্বিতীয় প্যারার এই লাইনটায় "তোমার " জায়গায় কি " তোর " হবে না? একটু দেখে নিও।
পুরো কবিতা সব সময় আমাকে ছাড়িয়ে। অনেক অনেক শুভ কামনা।
ভাল থেকো ।
১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরেই বলে চোখ
অনেক ধন্যবাদ বুবু
ঠিক করছি... এতো বুবুর মাহাত্ব্য ...ধন্যবাদ অন্তহীন
৯| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও একটা প্রেমকাহিনী আছে (কিন্তু কমু না)! আপনার লেখা পইড়া মনে পড়লো ।
ভুলিতে পারিনা তারে ভুলা যায় না!
১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হে হে হে
এখনতো না কইলে আর চইলবে না! ঝাতি ঝানতে চায় সেই না ভোলা প্রেম কাহিনী
আসলেই ভুলা যায় না!!!!!!!!!!!!!!
অনকে শুভেচ্ছা সাধু দা
১০| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
সামু পাগলা০০৭ বলেছেন: পুরো কবিতা অসাধারন তবে কবিতা হিসেবেই বাস্তব জীবনে এপ্লাই না করাই ভালো।
কাছে এলে হয়তো মুছে যেত এ আবেগ
তেল চাল নুনের নিত্য হিসাবে।
সেই ভাল- কেবলই হৃদয়ে আছিস
চির কুমারী
অসূর্যস্পর্শা
চির তরুনী
প্রথম প্রেমের প্রথম নায়িকা হয়ে।
আমি ভাই সাধারন মানুষ। এই তেল চাল নুনের ভালোবাসাটাই আসল মনে করি। একটা লাল নীল দু কামরার ফ্ল্যাটে গোছানো সংসার হচ্ছে ভালোবাসা। একসাথে সারাজীবন পথ চলায় সাধারন জিনিসগুলো মুখ্য মনে হলেও আদি চিরন্তন অনুভুতিটিই শেষ পর্যন্ত হিসাবের খাতার সব অতৃপ্তি মিটিয়ে দেয়।
এভাবে অতীতের স্মৃতিতে জীবন কাটানোর মানে কি? যে কালকে ছিল সে না, যে আজ আছে, ভবিষ্যতেও থাকবে সেই আসলে নায়িকা, প্রথম হয়ত না, তবে শেষ নায়িকা! শেষ নায়িকাকে নিয়েও কিছু লিখে ফেলবেন কখনো আশা করি!
হায় হায় কবিদের আড্ডায় কি সব সাদামাটা কথা বলে ফেললাম। দর্শন ঝাড়া উচিৎ ছিল কিছু, মিস! পরের কবিতায় এসে দর্শন ঝেড়ে যাব মিয়াভাই।
এবার একটু কবির প্রশংসা করে নেই। অসাধারন লেখেন আপনি। ভীষন হিংসা হয়। প্রতিটি লাইন বারবার পড়ার মতো। আর বেশি বললাম না, মিয়াভাই ফুলে যাবেন অতি প্রশংসায়। হাহা।
ভালো থাকুন, সুন্দর সব কবিতা উপহার দেবার জন্যে ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতা বাস্তবে এপ্লাই হয় না বাস্তব অভিজ্ঞতা কবিতায় স্মৃতি হয়ে ভাসে- গুবেষনা করতি হপে
সাধারন মানুষের সাধারন স্বপ্ন যখন সাধারন বালিকাটি সন্তুষ্ট না হয়ে পরকীয়ায় জড়িয়ে পড়ে তখন আর স্বস্তিটুকু থাকে কই?
অতৃপ্তি যখন জীবন জুড়ে করে বসবাস ....
নিশ্চয়ই। শেষ নায়িকার দেখা পেলেই লিখে ফেলবখন!
আপনিতো নিজের অজান্তেই নিজেই আস্ত একটা দর্শন। কি দারুন তার গভিরতা, কি গভির তার অনুভব! কি সাবলীল তার প্রকাশ!!!
এ আপনার ভাললাগা। প্রজ্ঞা আর বিনয়। নানা বেলুন হবার সাধ নেই সুই হােত আপনি আছেন না হা হা হা
অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এত সুন্দর বিশ্লেষনী আর আন্তরিক মন্তব্যে।
শুভেচ্ছা অন্তহীন অফুরান
১১| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৬
সামু পাগলা০০৭ বলেছেন: এমন প্রতিউত্তরের প্রতিউত্তর করতে ফিরে আসতেই হয়, আমিও আসলাম।
নিজে একজন অতি সাধারন বালিকা হয়ে বলছি এদের সন্তুষ্টি খুব অল্পতে হয়। কাপে চুমুক দিয়ে চিনি চেক করা, এক শার্ট দুবার করে ভাজ করা, গালে আলতো ছোঁয়া। ব্যাস! আর কি? কিন্তু এতো ছোট স্বপ্নগুলোতেও যদি বিধাতা কৃপনতা দেখান তখন এই সাধারন বালিকারাই অসাধারন হয়ে প্রবল তুফান তুলতে পারে। এটা বিধির দোষ, বালিকার না!
নিশ্চয়ই। শেষ নায়িকার দেখা পেলেই লিখে ফেলবখন!
মানে এই প্রথম নায়িকা আপনার বাস্তব জীবনের গল্পের নায়িকা!! আপনিতো মহাপুরুষ মিয়াভাই!! অবশ্য মহাকবিদের মহাপুরুষ হতেই হয়! আপনি জলদি শেষ নায়িকার দেখা পান সে কামনা করছি। সে কবিতাটি পড়ার যে বড়ই সাধ আমার!
আপনিতো নিজের অজান্তেই নিজেই আস্ত একটা দর্শন। কি দারুন তার গভিরতা, কি গভির তার অনুভব! কি সাবলীল তার প্রকাশ!!!
এমন প্রশংসা পেয়ে তো আমি উড়ে উড়ে চলে যাচ্ছি দূরে, কেউ আমাকে ধরো। হাহা।
কবি সাহেবের মতো শব্দভান্ডার নেই, তাই এমন প্রশংসায় সুন্দর করে আর কি বলতে পারি? এ কি ভীষন এক অসহায়ত্ব বোধ করি আপনার সাথে বার্তালাপ চলাকালে! সাধ্যানুযায়ী ব্যাস সাদামাটা ভাষায় ধন্যবাদই জানালাম।
আপনাকেও শুভকামনা রাশি রাশি। সর্বদা ভালো থাকুন, হাসতে থাকুন।
১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা অল্পে সন্তুষ্ঠ সত্যি তাদের সূখ হিংসে করার মতোন।
কিন্তু কেন জানিনা কর্পোরেট মিস গাইডেই বুঝি স্বপ্নগুলৌ বদলে গেছে! ষ্ট্যটাস, কর্পোরেট ইদুর দৌড়ে সাধারন ছেলেদরই নাভীশ্বাস! জীবন বোধটাই সূক্ষ্ণ ভাবে বদলাতে বদলাতে অনেক ধূরে চলে গেছে...ফ্লাট, গাড়ী, ব্যাংক ব্যালেন্সের মিনিমাম টুকু জোগাতে জোগাতে প্রেমের রঙিন বয়সটই হারিয়ে যাচ্ছে!!!
যখন সব মিলছে তখন আর সেই বালিকা বধূটিতো পাশে বসতে রাজি নয়!!! নিয়তির কি নির্মম পরিহাস!
বিধি না বালিকা? নাকি লাগামীহীন কর্পোরেট দৌরাত্ব -যারা অগোচরেই জীবনের মানে পাল্টে দিচ্ছে... হবে কেউ একজন...
হা হা হা
মহা পুরুষ কি আর সবাই হতে পারে? সেতো বড় সাধনার ধন। খুবই সাধারন একজন মানুষ হবার সাধ। ভালবাসায় পূর্ণ.. প্রচন্ড অনুভূতিশীল, সহমর্মী, সবাইকে ভালবাসায় ভরে দেয়া প্রাণখোলা একজন মানুষ
আপনার অপেক্ষা যেন দীর্ঘ হয় !!!!!!! কারণ শেষ নায়িকার দেখা পেলে আমার জীবন রেখাও যদি শেষ হয়ে যায় হা হা হা
আর আপনার সসম্পর্কে কিন্তু মোটেও বাড়িয়ে বলিনি। বরং শব্দ বুঝি কম পড়ে যায় সে রুপ প্রকাশে। মুগ্ধতায় লেগে থাকি আপনার অভিজ্ঞতা সমৃদ্ধ জীবন দর্শন পাঠে। কত কিছু জানলাম শিখলাম .. আরো কত বাকী কে জানে????
আপনিও ভাল থাকুন নিত্য।
আপনার সূখের স্বর্গগড়ে আপননিবাসে । শুভেচ্ছা
১২| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এইটা কি লিখলেন ভ্রাতা ! আমি তব্দা খেয়ে আছি । ২ বার পড়লাম ।
অসাধারণ লেগেছে ।
কিছু কথা আমার সাথে মিলে গেছে , কিন্তু আমিতো কখনো এর কাব্যিক প্রকাশ ঘটাতে পারিনি কবি ।
১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা কেনু ভ্রাতা???
আপনার তব্দা কেটে যাক.. চিমটি দিলাম
হুম.. বুঝছি .. আপনারটা আমিই বলে দিলাম না হয়
১৩| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবার আইলাম ! লাইক দিতে
১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ আর কৃতজ্ঞতা.....
আপনার কাহিনী শোনার অপেক্ষায়
১৪| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৮
নীলপরি বলেছেন: তোর দু’চোখে যে ভালবাসার ছায়া দেখেছি-তাতেই আমি ধণ্য হয়েছি।
নাইবা পেলাম দৈহিক সত্ত্বায় : তোর আত্মায় যে আমার নিবাস ।
ইশ ,চোখে জল এনে দেওয়া কবিতা । তবে পড়তে অসাধারণ লাগলো । ++
১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি অনেক ভাল মনের মানুষ..
তাই বিরহটুকু ছূঁয়ে গেছে সহজতায়...
আপনাদের ভালাগায়ইতো লেগে থাকা ভরসায় অনেক অনেক শুভেচ্ছা...
১৫| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: sky
I'm all out of breath
My walls are closing in
Days go by
Give me a sign
Come back to the end
The shepherd of the damned
I can feel you falling away
No longer the lost
No longer the same
And I can see you starting to break
I'll keep you alive
If you show me the way
Forever - and ever
the scars will remain
I'm falling apart
Leave me here forever in the dark
Daylight dies
Blackout the sky
Does anyone care?
Is anybody there?
Take this life
Empty inside
I'm already dead
I'll rise to fall again
I can feel you falling away
No longer the lost
No longer the same
And I can see you starting to break
I'll keep you alive
If you show me the way
Forever - and ever
the scars will remain
I'm falling apart
Leave me here forever in the dark
God help me I've come undone
Out of the light of the sun
God help me I've come undone
Out of the light of the sun
I can feel you falling away
No longer the lost
No longer the same
And I can see you starting to break
I'll keep you alive
If you show me the way
Forever - and ever
the scars will remain
Give me a sign
There's something buried in the words
Give me a sign
Your tears are adding to the flood
Just give me a sign
there's something buried in the words
Give me a sign
Your tears are adding to the flood
Just give me a sign
There's something buried in the words
Give me a sign
Your tears are adding to the flood
Forever - and ever
The scars will remainsky
I'm all out of breath
My walls are closing in
Days go by
Give me a sign
Come back to the end
The shepherd of the damned
I can feel you falling away
No longer the lost
No longer the same
And I can see you starting to break
I'll keep you alive
If you show me the way
Forever - and ever
the scars will remain
I'm falling apart
Leave me here forever in the dark
Daylight dies
Blackout the sky
Does anyone care?
Is anybody there?
Take this life
Empty inside
I'm already dead
I'll rise to fall again
I can feel you falling away
No longer the lost
No longer the same
And I can see you starting to break
I'll keep you alive
If you show me the way
Forever - and ever
the scars will remain
I'm falling apart
Leave me here forever in the dark
God help me I've come undone
Out of the light of the sun
God help me I've come undone
Out of the light of the sun
I can feel you falling away
No longer the lost
No longer the same
And I can see you starting to break
I'll keep you alive
If you show me the way
Forever - and ever
the scars will remain
Give me a sign
There's something buried in the words
Give me a sign
Your tears are adding to the flood
Just give me a sign
there's something buried in the words
Give me a sign
Your tears are adding to the flood
Just give me a sign
There's something buried in the words
Give me a sign
Your tears are adding to the flood
Forever - and ever
The scars will remain
গানটা শোনে এসেই আপনার পোস্ট পড়লাম। দারুণ লাগলো।
১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: গানের মূখরাই গানের প্রতিনিধিত্ব করে।
অনেক ধন্যবাদ.. দারুন গানের আমেজে পোষ্টটা দারুন লেগেছে জেনে ভাল লাগল।
শুভেচ্ছা অনেক।
১৬| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:০১
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
কাঁচভাঙ্গা রোদেলা দুপুরে কুঁড়ি মেলা প্রেম , প্রত্যাখ্যান আর শেষে চাল-ডালের হিসেব । মিষ্টি একটা আমেজ ছড়িয়ে গেলো বাস্তবতা ছাপিয়ে যেন বলে গেলো - আমার প্রানের মানুষ আছে প্রানে ......................।
১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন মন্তব্যে আপ্লুত হলো মন।
দুলাইনে কেমন পুরো কবিতাকে নান্দনিকতায় এঁকে দিলেন। মুগ্ধতা বরাবরের মতোই।
অনেক অনেক শুভেচ্ছা।
১৭| ১১ ই জুলাই, ২০১৬ রাত ২:০০
জেন রসি বলেছেন: বাহ! চমৎকার হইছে।
প্রথম সবকিছুর মধ্যেই কেমন যেন একটা আবেগ কাজ করে।
১১ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম প্রথম সবকিছূই ভিন্নমাত্রায় বিরাজে
অনেক ধন্যবাদ ভ্রাতা...শুভেচ্ছা অনেক অনেক
১৮| ১১ ই জুলাই, ২০১৬ রাত ২:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন: কবি গপ্প ভালো লাগলো।
১১ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ভালই বলেছেন- কাব্য গপ্পো
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
১৯| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভায়া কলেজেতে........
আমি ক্লাস নাইনে;
সে মধুর অনুভূতি,আহা
বুঝাবার ভাষা পাইনে।
সরকারী কোয়ার্টারে
সে দু'তালা,আমি তিন;
সে প্রথম দিন থেকে
বুকে প্রেম চিনচিন।
নায়িকা বা দেবী নয়
আমি কই ক্লিওপেট্রা;
তারে রূপে সবে ফেল
হুর পরী এটসেট্রা।
সারা'খনি বুকে যেনো
চেপে থাকা যন্ত্রনা;
কি করে যে কব তারে
''ভালোবাসি'' মন্ত্রনা।
রাত কাটে নির্ঘুম
সকালেই ডিসিশান;
আজি কব মন কথা
ঝেড়ে ফেলে টেনশান।
ব্যাস, দৌড় ঐটুকু
কাছে গেলে ভিজে ম্যাঁও;
বুক কাঁপে দুরু দুরু
হাঁদামীটা বোঝে সে-ও।
ক'তে হবে পুরুষেরে
নারীর মুখ না ফোটে;
আজ কব কাল কব
ট্রেন শেষে গেলো ছুটে।
আচানক শুনি একি!!!
বাবা নাকি ট্রান্সফার;
মাথায় পড়লো বাজ
বুক ভেঙ্গে ছাড়খার।
চলে গেলো হুট করে
তবু বলা হলোনা;
আফসোসে আজো মরি
তারে ভুলা গেলোনা।
সেই এক ভুল থেকে
নিয়ে মহা শিক্ষা;
করিনিকো সে ভুল আর
প্রেমে নেই দীক্ষা।
প্রেমে গড়ি ইতিহাস
ডজনের কমে নয়তো;
প্রেম যেনো ছেলেখেলা
অতি সোজা মন জয়তো।
তাও আজ এবেলায়
মনে পড়ে তাহারে;
ভাবি হতো ভীন কিছু
তারে পেলে আহারে।
তুমি ভায়া কলেজেতে........
আমি ক্লাস নাইনে;
সে মধুর অনুভূতি,আহা
বুঝাবার ভাষা পাইনে।
সরকারী কোয়ার্টারে
সে দু'তালা,আমি তিন;
সে প্রথম দিন থেকে
বুকে প্রেম চিনচিন।
নায়িকা বা দেবী নয়
আমি কই ক্লিওপেট্রা;
তারে রূপে সবে ফেল
হুর পরী এটসেট্রা।
সারা'খনি বুকে যেনো
চেপে থাকা যন্ত্রনা;
কি করে যে কব তারে
''ভালোবাসি'' মন্ত্রনা।
রাত কাটে নির্ঘুম
সকালেই ডিসিশান;
আজি কব মন কথা
ঝেড়ে ফেলে টেনশান।
ব্যাস, দৌড় ঐটুকু
কাছে গেলে ভিজে ম্যাঁও;
বুক কাঁপে দুরু দুরু
হাঁদামীটা বোঝে সে-ও।
ক'তে হবে পুরুষেরে
নারীর মুখ না ফোটে;
আজ কব কাল কব
ট্রেন শেষে গেলো ছুটে।
আচানক শুনি একি!!!
বাবা নাকি ট্রান্সফার;
মাথায় পড়লো বাজ
বুক ভেঙ্গে ছাড়খার।
চলে গেলো হুট করে
তবু বলা হলোনা;
আফসোসে আজো মরি
তারে ভুলা গেলোনা।
সেই এক ভুল থেকে
নিয়ে মহা শিক্ষা;
করিনিকো সে ভুল আর
প্রেমে নেই দীক্ষা।
প্রেমে গড়ি ইতিহাস
ডজনের কমে নয়তো;
প্রেম যেনো ছেলেখেলা
অতি সোজা মন জয়তো।
তাও আজ এবেলায়
মনে পড়ে তাহারে;
ভাবি হতো ভীন কিছু
তারে পেলে আহারে।
১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে ওরে একি ভায়া
উঠে ক্লাশ নাইনে
দাড়িয়েছ লাইনে
তুমি ভারী ইচড়ে পায়া
আহা সেই চিনচিন
বুঝবেনা সে অচিন
পড়েনি যে অবুঝ প্রেমে
ব্যাথায়ও সূখ কি রঙিন।
বাঙালি সবারই কি
একই ব্যাথা বাজে বুকে
প্রথম প্রেমের বিরহ
সবারই কি কাটে শোকে?
জেনে তোমা উপাখ্যান
বুক ভেঙে খানখান
সান্তনার নেই ভাষা, বিরহে
লেখো কবিতা আর গান।।
২০| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫০
বিপ্লব06 বলেছেন: দিলে টাচ লাগাই দিছেন এক্কেবারে।
"কাছে এলে হয়তো মুছে যেত এ আবেগ
তেল চাল নুনের নিত্য হিসাবে।
সেই ভাল- কেবলই হৃদয়ে আছিস
চির কুমারী
অসূর্যস্পর্শা
চির তরুনী"
পিরিতরে এইভাবে কইরা দুরে রাইখা দেওয়াই উত্তম, মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলা যায়। একবার স্বপ্ন বাস্তব হইয়া ধরা দিলে সেইটা আর স্বপ্ন থাকে না। অনেক ক্ষেত্রেই গুরুত্ব হারায়।
সহজ কইরা লেখার জন্য ধন্যবাদ।
আপনার বিশ্লেষণধর্মী ডীপ লেখার অপেক্ষায় আছি।
ভালো থাকবেন।
১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনিও টাচ লাগানো মন্তব্য কইরা দিলেরে জাগাই দিলেন
অনেক অনেক ধন্যবাদ।
পিরিতরে এইভাবে কইরা দুরে রাইখা দেওয়াই উত্তম, মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলা যায়। দারুন বলেছেন হায় সবতেই দেখি বরিহের পেয়ালা পানে বুদ
মাৎসানায় শেষ হোক।
অনেক অনেক শুভেচ্ছা
২১| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫২
কানিজ ফাতেমা বলেছেন: শুরুটা অনবদ্য, আগ্রহ জাগানিয়া ।
১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ...
শেষটায় হোচট খেলেন? তা কবিরই ব্যর্থতা
শুভেচ্ছা অনেক অনেক
২২| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১২
আলম দীপ্র বলেছেন: বাহ ! দারুণ হইসে কবিতা !
আমি এখনও কলেজে উঠি নাই !
১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
জলদি কলেজে উঠেন আর এরচে মহান একখানা কাব্য আমাদের উপহার দেন
অনেক অণেক শুভেচ্ছা
২৩| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
পৃথিবী তে প্রেম বলে কিছু নাই
সব বোগাস
ইয়ে মানে আমার কি সুযোগ আছে
মানে প্রেম করতে ইচ্ছা হচ্ছে
হি হি হি
দারুন হয়েছে
১২ ই জুলাই, ২০১৬ রাত ২:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই শুধু জেনেছি আমি
..............(আপিন প্রথম যা বলেছেন )
লাইফ এন্ড লাভ ইজ ওপেন- জাষ্ট ওপেন ইউর আইজ ব্রো
অনেক অনেক ধন্যবাদ
আন্তরিক প্রকাশে মুগ্ধ, আপ্লুত
শুভেচ্ছা অন্তহীন....................
২৪| ১২ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
আইজ ওপেন, মাইন্ড ওপেন এমন কি শার্ট আর টি-শার্ট এর বোতাম ও
ওপেন....
তাও ফাটা কপাল.....
জুটল না কেউ.....
আপনাকে ও শুভেচ্ছা......
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই মুক্তবাজার অর্তনীতির মুক্ত ভালবাসার জমানায় আপনার কথায় টাস্কিত
দোয়া করি তাড়াতাড়ি মিলে যাক
শুভেচ্ছা রইল
২৫| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
রমিত বলেছেন:
" নাইবা পেলাম দৈহিক সত্ত্বায় : তোর আত্মায় যে আমার নিবাস ।"
অত্যন্ত আবেগময় ও গভীর কথা।
পেশাগত জীবনে ভীষণ ব্যস্ততা ছিলো, তাই সামুতে ঢোকার সময় পাইনি। আজ আপনার কবিতাটি পড়লাম। চমৎকার কবিতা!
ভালো থাকবেন ভৃগু ভাই।
১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক উৎসাহ আর ভরসা পাই আপনার মন্তব্যে
হুম দীর্ঘ সময় মিস করছি...
সিরিজ গুলোও সব ঝুলে আছে ...আমাদের অপেক্ষা কি শেষ হবে না?
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা.........
২৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৬
প্রামানিক বলেছেন: দারুণ লাগল। ধন্যবাদ
১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
দারুন লেগেছে জেনে আপ্লুত
শুভেচ্ছা অফুরান....
২৭| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:২০
ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত কবিতায় প্লাস+++
খুব সুন্দর লিখেছেন ভিগু ভাই।
১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্যে দুরন্ত প্রেরণা পেলাম
অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা
২৮| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৭
SwornoLota বলেছেন: দুপুর মানেই আস্ত আমার প্রেম। অলস এবং নিবিড় অবসরে...। সুন্দর একটা লেখা। ভালো লেগেছে
১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্য অভিব্যক্তিতে মুগ্ধ!
অনেক ধন্যবাদ।
২৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮
রুবিনা পাহলান বলেছেন: প্রথম প্রেমের প্রথম নায়িকা? ------------প্রেমিকা নয় কেন?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বড়ই জটিল প্রশ্ন
সকল প্রেমিকা নায়িকা বটে, কিন্তু সকল নায়িকা প্রেমিকা হয়ে উঠেনা বলেই বোধহয়
ধন্যবাদ অফুরান
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: নাইবা পেলাম দৈহিক সত্ত্বায় : তোর আত্মায় যে আমার নিবাস ।
অসাধারণ লিখেছেন। মন ছুঁয়ে গেলো।