নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো প্রেমে, মানবতায় - জঙ্গি বিভীষিকা ছেড়ে

০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

সত্যের চিরশত্রু দুর্জনেরা
চক্রান্ত করে - হৃদয়হীন
প্রেম, ভালবাসা হীন জান্তব চেতনায়
দানবীয় ক্রুঢ় ঘৃন্য, রক্তাক্ত
অবোধদের বুদ্ধিধৌত - হত্যা আর মৃত্যুর জিঘাংসায়।

রুয়ে দেয় ধ্বংসের বীজ নিজের-জাতির-ধর্মের-মানবতার।

উষর মরুতে যদিবা হায়েনা নৃত্যেমশগুল
এই বাংলায় তা হবেনা; পলি মাখা সোনার বাংলায়
কেবলই বেঁচে থাকে ভালবাসা--
সেই আদি থেকে ভবিষ্যতের অনাদী পর্যন্ত

সোঁদা গন্ধ মাখা হৃদয়েও
প্রেম আছে, প্রতিজ্ঞা আছে- অন্তহীন
স্বাধীনতার আকুলতা আছে, বীরত্ব আছে
চির বুঘলকপুর চিরকালের~~

আহা সবুজ ঘাসে পড়ে থাকা লাশ
পড়ে থাকা কতগুলো নিষ্প্রান দেহ
কি মায়াময় মূখগুলো--
অথচ শুধু একটা পরিচয় দেখ
শেষকৃত্যোর সৌভাগ্যও কেড়ে নেয়..

সন্তান হারা মা বুক ছেড়ে কাঁদতেও ভূলে গেছে
বোনের আহাজারি জ্বালা হয়ে শুধু চোখ পোড়ায়..জলহীন!

ফিরেএসো যারা পথ হারা
নয়ন মেলে দেখো বাংলা মায়ের রুপ
দেখো প্রেম আর মায়ার গভীরতা
"যে একজনকে হত্যা করলো
সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল"
তবে কোন ভুলে ডুবে আছো তোমরা?

ফিরে এসো
বাংলার আউল বাউল পলল মননে
প্রেম আর মানবতার চেতনায়
ভালবেসে ভালবাসায় বদলে দাও
নিজেকে, সমাজকে, বিশ্বকে!!!!






মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

সুমন কর বলেছেন: কবিতার বিষয়বস্তু ভালো কিন্তু কবিতা হিসেবে একটু এলোমেলো লাগল। দ্রুত লিখেছেন, মনে হয়?

০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা :)

আপনি শুধু মনোযোগী পাঠকই নন- অনুভব কারীও :)

সংশোধনীটুকুতে কি আরেকটু স্লিম ;) হলো?

২| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:২২

আরণ্যক রাখাল বলেছেন: অনেকদিন পর পড়ছি আপনার কবিতা।
ভাল লেগেছে।
আসবে দিন। এই রাত পোহাবেই

০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আরন্যক রাখাল ভ্রাত

সেই প্রত্যাশায়ই বেঁচে থাকা শুভ সুন্দরের স্বপ্নে :)

৩| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের ভুল পেথ যাবার বাস্তব আরেকটা কারণ কি ভেবে দেখেছেন???

ভোগবাদ আর পূজিবাদ।

ভোগ আর পূজির মুক্তবাজারে জীবন সূখ আর ষ্য্টাটাসের নামে যখন স্বামী স্ত্রী উভয়েই কর্ম বা ব্যবসা জীবনে ব্যস্ত থাকছেন- তাতে অর্থতো অঢেল আসছে। গড়ছে সম্পদের পাহাড়। সন্তানেরা খরচ করছে পারছে ইচ্ছেমতো। বাবা-মা ভাবছে তাদের সব ইচ্ছেইতো পূরণ করছি অভাব কিসের???

এই শূন্যস্থানে জন্ম নিচ্ছে ঐশি, জন্ম নিচ্ছে রোহানেরা!!!!!!

শুধু অর্থ বিত্তই শেষ নয়। তাদের যে পারিবারিক আবহ প্রয়োজন তা কি দিতে পেরেছেন? পিতি-মাতার স্নেহ ভালবাসা হৃদয়েকে যে পূর্ণতা দিত তাকি তারা পেয়েছে? বুয়া বা কেয়ারটেকারের শত আদরও কি মায়ের একটু ছৌঁয়ার সমান???
গত সপ্তাহেই মনে হয় ফেবুতে একটা কার্টুন দেখলাম
ছোট্ট ছেলে মাকে বলছে- মা সোনা গয়না সব বুয়ার কাছে রেখে যাও।
মা বলছে - না না। এদের কি বিশ্বাস আছে???
ছোট্ট শিশুটি বলছে-তবে আমাকে কেন রেখে যাও??????????

সামাজিক যে ইদুর দৌড় কপোৃরেট কোম্পানী গুলো শুরু করেছে, জনতাকে করিয়েছে- এর শেষ হবেনা যদি রাস্ট্র নিয়ন্ত্রন না করে।
বিজ্ঞাপন যে কত বেশী প্রভাবিত করছে তা এ যুগের বাচ্ছাদের দিকে তাকালেই টের পাওয়া যায়!
ভোগ, হিংসা, স্বার্তপরতা, ব্যক্তিকেন্দ্রিকতার বিষ বীজ ঢুকে যাচ্ছে অবচেতনেই!!!! ব্যতিক্রম দু-একটা বাদে।
সার্বিক জীবন দর্শনের অনুপস্থিতিও একটা বড় বিষয়। সাংস্কৃতি মন্ত্রনালয় কি শূধুই নাটক, সিনেমা আর সংশ্লিষ্ট কাজের অনুমোদন দেবার সংস্থা?
নাগরিক জীবন দর্শনকে প্রভাবিত করার কাজ কই? দেশৈর মাুনষের চাহিদা স্বপ্ন বাস্তবায়নে সমন্বয়ের রুপরেখা কই?
ফলে ছুটছে এক গন্তব্যহীন দৌড়ে সবাই। যে আগে যেতে পারে.. যেভাবেই হোক ..
তাই দারোয়ানের ৪-৫টি বাড়ীও সমাজে স্বাভাবিক হয়ে যায়, ঘূষ দুর্নীতির বিষে অচেতন প্রশাসন!!!

জঙ্গিবাদ কোন বিচ্ছিন্ন একটা ঘটনা নয় বরং সামগ্রিক ব্যর্থতার বাই প্রোডাক্ট। যার সবার উপরে রাজনৈতিক দৈন্যতা সবার উপরে স্থান নিয়ে বসে আছে। ব্যার্থতায় ফার্ষ্ট হয়ে!

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই অমানিসা কেটে যাক। আসুক আলোকিত ভোর

৪| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৯

নীলপরি বলেছেন: ভালবেসে ভালবাসায় বদলে দাও
নিজেকে, সমাজকে, বিশ্বকে!!!!


বাহ কি সুন্দর লাইনগুলো । কবিতা ভালো লেগেছে ।

১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সাহসী নীলপরি :)

অনেক অনেক শুভেচ্ছা

৫| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

নীলপরি বলেছেন: আমি সাহসী কোথায় ? আমি শুধু তো পড়েছি ।

কেউ সাহসী হলে সেটা আপনি । কারন আপনি লিখেছেন ।

দয়নিয়ায় অসির থেকে মসির জোড় বেশী ।

আপনাকে অনেক শুভেচ্ছা । :)

১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশ্যই সাহসী আপনি। বাকীরা দেখূন পড়েছে যারাও বা কিছু বলেইনি!

কি জানি হয়তো ভালও লাগেনি :P

অসির থেকে মসির জোড় বেশি কথা সত্য। এবং সেটাই বিজয়ী হোক।

ভালবাসা বদলে দিক চেতনাকে সুস্থ সুন্দর আর আলোর পথে। পুনরাগমনে শুভেচ্ছা পুন পুন :)

৬| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: এই বাংলায় তা হবেনা; পলি মাখা সোনার বাংলায়
কেবলই বেঁচে থাকে ভালবাসা--
সেই আদি থেকে ভবিষ্যতের অনাদী পর্যন্ত
- আপনার এ দৃপ্তকন্ঠ উচ্চারণের সাথে আমিও কন্ঠ মেলাচ্ছি। (অনাদী<অনাদি হবে বোধ হয়, পরে শেষকৃত্যোর<শেষকৃত্যের)।
ফিরে এসো
বাংলার আউল বাউল পলল মননে
প্রেম আর মানবতার চেতনায়
ভালবেসে ভালবাসায় বদলে দাও
নিজেকে, সমাজকে, বিশ্বকে!!!!
- চমৎকার এ আহ্বানটুকু আকাশে বাতাসে ধ্বনিত, প্রতিধ্বনিত, অনুরণিত হঊক!
তবে আপনার এ কবিতার চেয়েও বেশী ভাল লেগেছে বিদ্রোহী ভৃগুর ৩ নং মন্তব্যটা। অত্যন্ত সুচিন্তিত, সুলিখিত, সুবিবেচিত মন্তব্য।

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ খঅয়রুল আহসান ভাই

টাইপোগুলো নজরে আনায় কৃতজ্ঞতা :)

৩ নং কমেন্টে ভাললাগায় ধন্যবাদ।

৭| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৪

আলিয়া নূর বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম।

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.