নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুলশানের সন্ত্রাসী হামলায় ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ‘সবাই বিদেশি’ !!!!!!!!!!!!!!!!
দুপুর দেড়টার দিকে আইএসপিআরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অভিযানে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলাকারী ৬ সন্ত্রাসী নিহত হয়েছে এবং সন্দেহভাজন ১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ২ জন পুলিশ কর্মকর্তা, ৬ জন হামলাকারীসহ সর্বমোট ২৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে !নিহত জিম্মিদের অধিকাংশকেই নৃশংসভাবে গলাকেটে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সকল নিহতের আত্মার শান্তি ও মুক্তি কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি রইল্
সংবাদ সূত্র
সামরিক বিশেষজ্ঞরা বলতে পারবেন অপারেশন কত পার্সেন্ট সাকসেসফুল! আমরা আমজনতা মোটা দাগে বুঝি ৬-৭ জন অপরাধীর জিম্মি দশা কাটাতে গিয়ে ২৮ জনের প্রাণহানী অনেক বেশিই বটে।! যাইহোক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী বিজয়ী হয়েছে এটাই সূখের যদিও মূল্যটা অনেক বেশিই দেয়া হয়েছে- বলেই মনে হচ্ছে। এই তালিকায় সবই বিদেশীদের লাশ!!!!!!!!!!!। সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক বলেন, অভিযানকারীরা ভেতরে ঢোকার পর ২০ জনের মৃতদেহ পায়। পরিচয় নিশ্চিত না হলেও এই ২০ জনের মধ্যে সবাই বিদেশি বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান আশফাক।
আন্তর্জাতিক সম্পর্কে বাংলাদেশ এইরকম টানাপোড়েনে কি আর কখনো পড়েছে? বিদেশীদের জীবন বাঁচাতে আরও বেশি সতর্ক হওয়া কি প্রয়োজন ছিল না?????
সামনে পবিত্র ঈদ!
সবাই যখন ছুটি আর আনন্দের আমেজে ঘরমূখো এমন খবরে হতচকিত সকলেই।
ঈদের দিন ঈদের জামাতে যেতেও ভয় পাবে সবাই! পাবে নাকি? এই অচলাবস্থার অবসান হোক। দীর্ঘ ৯ দিনের বন্ধে সবার আনন্দ নির্বিঘ্ন হোক। আমজনতার এরচে বেশি চাওযা নেই।
নিশ্চিন্তে নির্বিঘ্নে যেন আমজনতা কাজ কর্ম করে দু-বেলা দুমুঠো খেয়ে শান্তিতে ঘূমাতে পারে- এইতো চাওয়া। রাষ্ট্র কি আমজনতাকে সেই নিশ্চয়তাটুকু দেবে?
শান্তির সেই পথে দেশকে চালিত করবে কি???
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকল নিহতের আত্মার শান্তি কামনা করছি।
ধন্যবাদ।
আমজনতা ক্ষমতা খোঁজে না, চেয়ার খোঁজে না.. সুইস ব্যাংক বোঝে না! তাদের চাওয়া খুব সরল, সাধারনই বটে।
২| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৩৭
সুমন কর বলেছেন: নিশ্চিন্তে নির্বিঘ্নে যেন আমজনতা কাজ কর্ম করে দু-বেলা দুমুঠো খেয়ে শান্তিতে ঘুমাতে পারে- এইতো চাওয়া।
ভয়াবহ অবস্থা !!!
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুক্তি ঘটুক এই ভয়াবহতার!
সবুজ শ্যামল সোনার বাংলা চীর শান্তির মায়াময় রুপেই বিরাজ করুক।
৩| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৩
ক্লে ডল বলেছেন: উত্তর নেই কোন!! সত্যিই হতচকিত!!
এ সোনার মাটি কুৎসিত সব শকুনদের ঠোকরের অতলে হারিয়ে যাচ্ছে তিলে তিলে!
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধারন পাখীরা যে ভযে সব কুকড়ে থাকে- তাই দু-চারটে শকুনের ত্রাহি চিৎকারে নখরাক্রমনে ত্রস্ত সবাই!
সকলেই যদি একসাতে জেগে ওঠে- ওই মধুন কুজনেই শকুনেরা পালাবার পথ পাবেনা!!!!!
৪| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৩
অশ্রুকারিগর বলেছেন: এই দ্যাশে শান্তির মা মইরা গ্যাছে।
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাকে আবার বেহুলার কাছে নিয়ে যেতে হবে। আবার প্রাণ ফিরিয়ে আনতে হবে যে কোন মূল্যে...
নইলে কাল যে আমি আপনি সেই তালিকায় কিংবা কেবলই কিছু সংক্যা হিসাবে উচ্চারিত হবো না (এত নং লাশ.. ..জন মৃতদেহ) তারই বা ভরসা কি???
৫| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৮
খোলা মনের কথা বলেছেন: অপরেশন থান্ডার বোল্ড। সেনাবাহিনী, নৌ, বিমান, পুলিশ, র্যাব সহ সকল বাহিনীর প্রতি সেলুট। তবে আমাদের পুলিশ বাহিনীকে আরও অভিজ্ঞতা সম্পূর্ন প্রশিক্ষনের মাধ্যমে শক্তিশালী করা প্রয়োজন। এমন ঘটনা পুলিশ হ্যান্ডেল করে সমাধান করা উচিত ছিল আরও কম সময়ে। তাদের অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি দেখা গেছে গতকাল।
৪০ জনের মধ্যে ৬ জন হামলাকারীসহ সর্বমোট ২৮ জন নিহত এটা কখনো একটা সফল অপরেশন বলা যেতে পারে না। আমাদের প্রধানমন্ত্রীর সেটা খুব গর্ব করে বলা কিছু নেই।
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ২০ জন বিদেশী অতিথীকে হারিয়ে ৬ জন সন্ত্রাসী মারা সফল কখনোই নয়!!!
সারা বিম্ব হাসবে এমন কথা না বললেই কি নয়? যেখানে একটি বোবা প্রানী বাঁচাতেও আমরা বিদেশী কমান্ডো অপারেশন দেখে থাকি.. বাস্তবে বা সিনেমায়..
সেখানে এভাবে গণহারে ২০ জনকে হারিয়ে ৬ জন মারা কোন পর্যায়েই বিজয় বলা যায় না।
জাতিগত ভাবে মৃতদের দেশগুলোর কাছে জবাবদিহীতার বিষয়ওতো আছৈ নাকি?
না তাদেরও বিরোধীদলের মৃত কর্মীদের মতো গণ্য করে ডায়ালগ দিলেই চলবে??? কি জানি বাপু!!!!!
৬| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৯
আহলান বলেছেন: বলার ভাষা হারিয়ে যাচ্ছে ....!
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্বাক হওয়া ছাড়া করারই বা কি আছে????
৭| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৫১
কল্লোল পথিক বলেছেন:
দেশটার হল কি?
জঙ্গীদের বিরুদ্ধে ঘরে,ঘরে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অন্যথায় আমাদের মুক্তি মিলবে না।
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সহমত।
কিন্তু জঙ্গিত্বের নামে বহুমূখি যে খেলা হচ্ছে তাই সবচে ভয়াবহ!
আর এ ধরনের অপরাশনে এমন কাঁচা কাজ ভাবাই যায় না..... ১১ ঘন্টায় নাকি যোগাযোগই করতে পারেনি সন্ত্রাসীদের সাথে অথচ ইতোমধ্যে ২০ জন লাশ হয়ে গেছে!!!
পুলিশ ২ জনই বা কি ভাবে মারা গেলেন? তারা কি সন্ত্রাসীদের গুরুত্ব না দিয়ে হিরোইজম দেখাতে চেয়েছিলেন???? আর যার পরিণতিতে সন্ত্রাসীরাও আলোচনার পথ বন্ধ ভেবে নিমর্ম হত্য যজ্ঞ চালায়?????
কে বলবে?
৮| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৪
অশ্রুকারিগর বলেছেন: জানিনা ভাই, কিছু জানতেও ইচ্ছা করতেছে না।
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
হতভম্ব পুরা জাতি! পুরা বিশ্ব!
৯| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮
জনৈক অচম ভুত বলেছেন: স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম।
অনিশ্চয়তা দিন দিন বাড়ছেই!!!!!
রাষ্ট্র নিজের নাগরিকদরে সাথে গোয়ার্তুমি করেই চলছে! অসহায় আমজনতা তা মানছে ঠোকয় পড়ে!!!!
কিন্তু বাকী বিশ্ব তা মানবে কেন???
২০ জন অতিথীর মৃত্যু দু:খজনক। !!
১০| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১০
রায়হানুল এফ রাজ বলেছেন: শান্তি!!! অন্য কথা বলুন।
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: যুদ্ধ!!!
নিজেই নিজের প্রতিপক্ষ!!!!!!!!!!!!!
সেমসাইড গোল চলছে!!!!রং পাসে!!!!!!!!!
১১| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আল্লাহর কাছে শান্তির জন্য প্রার্থনা করা ছাড়া আমাদের মতো সাধারণ মানুষের আর কী করার আছে?
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসহায়, আমজনতার আপাতত এই পথ.............
আন্তরিক প্রার্থনা বিজয় দিলেও দিতে পারে.................. +++++
১২| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৮
কিরমানী লিটন বলেছেন: এক সাগর রক্ত, ত্রিশ লাখ প্রাণ, তিন লক্ষ মা- বোনের সম্ভ্রম আর অযুত নিযুত প্রবঞ্চনার মূল্যকে মিথ্যে করে দিয়ে এদেশ এখন " বাংলাস্তান
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই বাংলাদেশ বাংলাদেশই। চিরদিন তা থাকুক এই দোয়াই করি।
রাজনীতরি নোংরা খেলা দেশী-বিদশেী মিলে আজকের এই অধ:পতন!!
যদিও বলার সময় সবাই বলে ব্যক্তির চেয়ে দল বড়, --- দলের চেয়ে দেশ বড় বাস্তবে উল্টোই ! এক ব্যাক্তির শাসনকে রাষ্ট্রবিজ।হানের ভাষায় একনায়কতন্ত্র বলে। যার আরেক ডাক নাম স্বৈরাচার!
আমরা দেশ এবং দলের চেয়ে ব্যক্তির উপরই আটকে আছি সব ক্ষেত্রেই!!!!!!!!!!!!!!!
১৩| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:০৩
কিরমানী লিটন বলেছেন: একমাত্রে আঁটকে স্বদেশ
বাঁচার আশা খুঁজে,
উপায়হীনা হৃদয় এখন
পাথর স্বরও বুঝে... .. . শুভকামনা আবারও।
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ! নিশ্চয় রাতের পর দিন আসে....
বাংলাদেশের আকাশে দুর্যোগের কাল মেঘ কেটে শান্তির সোনালী সূর্য হেসে উঠুক।
১৪| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৯
বাংলা অল নিউজ বলেছেন: সামনে পবিত্র ঈদ!
সবাই যখন ছুটি আর আনন্দের আমেজে ঘরমূখো এমন খবরে হতচকিত সকলেই।
ঈদের দিন ঈদের জামাতে যেতেও ভয় পাবে সবাই! পাবে নাকি? এই অচলাবস্থার অবসান হোক। দীর্ঘ ৯ দিনের বন্ধে সবার আনন্দ নির্বিঘ্ন হোক। আমজনতার এরচে বেশি চাওযা নেই।
নিশ্চিন্তে নির্বিঘ্নে যেন আমজনতা কাজ কর্ম করে দু-বেলা দুমুঠো খেয়ে শান্তিতে ঘূমাতে পারে- এইতো চাওয়া। রাষ্ট্র কি আমজনতাকে সেই নিশ্চয়তাটুকু দেবে?
শান্তির সেই পথে দেশকে চালিত করবে কি???
ঐক্যমত +++++++++
০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
১৫| ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: সেনা ও নৌ কমান্ডোদের অপারেশনটা যদি রাত্রেই চালানো হতো, তাহলে হয়তো...
০২ রা জুলাই, ২০১৬ রাত ১০:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: টাইম ফ্যাক্টসটা খেয়াল করুন..
আমাদের প্রথম ভুল পুলিশের আগ্রাসী আক্রমন! যাতে তারা আলোচনায় সময় ক্ষেপনের সুযোগটা হারায়..
পরর্বতী মিটিং করে সিদ্ধান্ত নিতে নিতে ভোর ৫টা
ইতোমধ্য তারা ২৪ জনকে অলরেডি মেরে তাদের সাইটে দাবী করে বসে আছে!!!!!!!!!!!!!!
মাঝে মাঝে অবাক লাগে সিস্টেমের গলদ নাকি ভাবনাই স্লো !!!!!!!!
আর নেগোশিয়েশনটা হলে জানা যেত তারা প্রকৃতই কারা। এখন মৃতদেহর কাছ থেকেতো কোন তথ্য উদ্ধার সম্ভব নয়...
এত্তগুলান জীবন!!!!!!!!!!!!!!
১৬| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১২:২৪
ঘটক কাজী সাহেব বলেছেন:
যে নিজেকে সম্পূর্ণ ভাবে
ফুলে ফলে ভরা ধরণী দেখার আগে,
সপে দেন তার সবটুকু অস্থিত বিশ্বাস
এক এবং একক বিধাতার হাতে...
কে আছে এই ভবে ? সেই মহান বিধাতার হাত হতে
কেড়ে নিবে তার নিঃশ্বাস!
সে যে খোদার প্রেমে বিশ্বাসী,
যে বিশ্বাসে সে সকল জীবকুল কে ভালবেসে যান...
তাহার রক্ষক আল্লাহ্, ঈশ্বর, দসতীর 'আহুরা মাজদার'
তাহার যায় না মান, যায় না প্রান।
দুখ মে সুমিরানা সব করে সুখ মে করে
না কয়া জু সুখ মে সুমিরানা করে তু দুখ কায়ে হুয়ে''।
কেহ বলেছিল বৃষ্টি হবে কদর দিন রাতে...
মানিয়াছে কি কেহ তাহা, দেখো নিপুণ সত্য কি খাটিয়াছে!!
কাহারে করো তোমরা ঘৃণা , কাহারে করো অবহেলা,
সে করে তোমাদের তরে প্রাথর্না, নাহি তার কারো পানে কোন হেলা।
শুধু জানিয়া লও সত্য এ কথাও, তাহার প্রেমের মানুষটি বড় সরল-আলাভোলা.।
দিও না কেউ তাহারে দুঃখ, ঘৃণা, অপবাদ আর অপমানের জ্বালা;
ভালো থাকুন কবি সব সময়...
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ। সুন্দর কাব্যে..
১৭| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ৩:৫০
কালনী নদী বলেছেন: জঙ্গীদের বিরুদ্ধে ঘরে,ঘরে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অন্যথায় আমাদের মুক্তি মিলবে না। কল্লোল দার সাথে একমত।
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলার পলিমাটিতে জঙ্গিরা ঠাই পাবেনা। বাউল কোমল মনের বাংলায় প্রেমের জয় হলেও হতে পারে- জঙ্গিত্বের নয়।
সমস্যাটা হলো সৃষ্টি ইস্যু আর প্রকৃত ইস্যুর।
ক্ষমতার ভিতকে মজবুত রাখতে বোগাস বু.. বা ঐ বাঘ আসলো বলতে বলতেই বাঘের আগমনের যেন সুগম করা হয়েছে।
দেশের কত বড় ক্ষতি হতে যাচ্ছে তা না ভেবেই এই জুজু নিয়ে খেলা চলছে.....
ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় ----রিভার্স হয়ে গেছে!!!!!!!!!!!!!!
মুক্তির পথ তাই অধরা---
১৮| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ২:২৩
ঢাকাবাসী বলেছেন: কেউ কেউ ঐসব জঙ্গীদের পশুর সাথে তুলনা করছেন। আসলে পৃথিবীতে সবচাইতে ভয়ংকর নিষ্ঠুর হিংস্র বিবেকহীন স্বার্থপর প্রানী হল মানুষ এটা আমরা কেন ভুলে যাই?
০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলে পৃথিবীতে সবচাইতে ভয়ংকর নিষ্ঠুর হিংস্র বিবেকহীন স্বার্থপর প্রানী হল মানুষ এটা আমরা কেন ভুলে যাই?
কঠিন সত্য যা মানতে কষ্ট হয়!!!
কিন্তু তারা কেবলই মানুষ রুপী। মানুষ নয়। প্রকৃত মানুষতো পূজনীয়
ধন্যবাদ
১৯| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮
আমিই মিসির আলী বলেছেন: কি যে হয়ে গেল হটাৎ করে!!
সবার ঈদ ভালো কাটুক সে কামনা করি।
আর আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।
০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অচিন্তনীয়!!!
দেশেন স্বাভাবিক গতিরুদ্ধ হওয়াতেই এমন আশংকা বিজ্ঞজনেরা অনেক আগে থেকেই করে আসছিলেন। দু:খজনক সে কালো অধ্যায় দেখতেই হল!
সেই। সবার ঈদ নিরাপদে কাটুক। সেই দোয়াই রইল।
আপনাকেও ঈদের শুভেচ্ছা
২০| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১:০৪
তামান্না তাবাসসুম বলেছেন: দেশটা কেন যে এমন হয়ে গেল
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই দু:খজনক!!!!!!!!
আবার যতই সময় যাচ্ছে- দেখূন কত সব খবর প্রকাশ হচ্ছে।
গুলশানে হামলাকারী জঙ্গি ইমতিয়াজ আওয়ামী লীগ নেতার ছেলে
ভারতীয় পরিকল্পনায় গুলশানের রেঁস্তোরায় সন্ত্রাসী হামলা :ফাঁস
মানুষ কোথায় যাবে??????
২১| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: নিশ্চিন্তে নির্বিঘ্নে যেন আমজনতা কাজ কর্ম করে দু-বেলা দুমুঠো খেয়ে শান্তিতে ঘূমাতে পারে- এইতো চাওয়া।
এটাই আন্তরিক প্রার্থনা ।
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ বুবু...
আমিন।
২২| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৯
nirjoyণ বলেছেন: ভাইয়া নাম্বার টা দুছি,,,, একটু দেখে নিন
০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখেছি। ধন্যবাদ ।পাঠিয়ে লাষ্ট ৩ পিন নম্বর জানাচ্ছি। এই নাম্বারে ফোন করলেকি আপনাকে পাব?
২৩| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৭
অপু দ্যা গ্রেট বলেছেন: কিছু কমেন্ট পড়ার পর মনে হচ্ছে কিছু বলা দরকার ।
দেখুন,
সর্বমোট ২৮ প্রান গিয়েছে । ৬ জন জংগি আছে তার মধ্যে । আপনারা যে ২০ জন এর কথা বলছেন তাদের রাতেই মেরে ফেলা হয়েছে । এমন কি ওদের ডিমান্ড কি ছিল সেটা জানার ও আগে । আমার সাংবাদিক ভাইয়া আমাকে বলেছে । তিনি সারা রাত ওই খানে ছিলেন ।
আর এটা সুইসাইডাল এটাক ছিল । কারণ জংগিরা জানত যে তারা এখন থেকে বের হয়ে যেতে পারবে না । সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা মেনেই নিয়েছিল মৃত্যু অবধারিত ।
যাদের বাচাতে পেরেছে এটাকে একে বারে খাটো করে দেখা ঠিক নয় । ভেবে দেখবেন ভারতের ২৬/১১ এটাক এ ২১৮ এর উপর লোক মারা গিয়েছে ।
০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাঁচাতে পারা বিষয়টা হাস্যকর হয়ে গেছে থাই ভদ্রলোকের ভিডিও ভাইরাল হবার পর!!!!!!!!!!!!!!
সো আর কিছূ কি বলা লাগবে?
সত্য স্বীকারে কখনোই মান কমেনা বাড়ে! বরং একটা মিথ্যা ঢাকতে শত মিথ্যার প্রয়োজন হয়।
ধন্যবাদ এবং ঈদ মোবারক
২৪| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লিখেছেন। ঈদের শুভেচ্ছা।
০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ!
ঈদ মোবারক।
২৫| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১০
নীলপরি বলেছেন: যেভাবেই হোক শান্তি আসাটা দরকার । এই অশান্ত দুনিয়ায় এর থেকে বেশী আর কি বলতে পারি ?
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি!
কবিতায় ধূয়েমুছে দিন সকল ক্লেদ
২৬| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: ৩ নম্বর মন্তব্যের উত্তরটা ভালো লেগেছে।
শুধুমাত্র র্যাবের পক্ষেই পরিস্থিতি সামাল দেয়া সমীচীন ছিল, সম্ভবও ছিল বলে মনে করি, যদি তারা ঘটনা শুরুর ঘন্টা তিনেকের মধ্যে তাদের অভিযান শুরু করতো। র্যাব এখন যথেষ্ট শক্তিশালী একটা ফোর্স। তাদের অনেক উচ্চমানের অস্ত্রশস্ত্র এবং লজিস্টিকস রয়েছে। প্রকৃত এনকাউন্টারে এগুলোর ব্যবহারে তারা কতটা পারদর্শী (শুধুমাত্র ভুয়া 'বন্দুকযুদ্ধে' নয়), সেটাই হলো কথা।
মাত্র ৬ জন সন্ত্রাসীকে মারতে সেনা প্রধান, নৌ প্রধান এর উপস্থিতিতে সেনা কমান্ডো, নৌ কমান্ডো, র্যাব, বিজিবি সমভিব্যাহারে অভিযান চালিয়ে মাত্র ১৩ মিনিটে অভিযান শেষ করার যে কৃ্তিত্ব দাবী করা হচ্ছে, তা একটা প্রশিক্ষিত বাহিনী হিসেবে উপরোল্লিখিত প্রতিটি বাহিনীকে লজ্জায় ফেলে দিতে পারে।
১০ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
..মাত্র ১৩ মিনিটে অভিযান শেষ করার যে কৃ্তিত্ব দাবী করা হচ্ছে, তা একটা প্রশিক্ষিত বাহিনী হিসেবে উপরোল্লিখিত প্রতিটি বাহিনীকে লজ্জায় ফেলে দিতে পারে।
কোন সন্দেহ নাই।
কিন্তু বুঝবে কে? আর বুঝাতে যাবেই বা কে?
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৩৫
বিদ্রোহী সিপাহী বলেছেন: আমজনতা হিসেবে রাষ্ট্রের কাছে নিশ্চিন্তে নির্বিঘ্নে দু'বেলা দু'মুঠো খেয়ে শান্তিতে ঘুমানোর নিশ্চয়তা প্রত্যাশা করাটা নিশ্চয়ই বেশী চাওয়া নয়?
সকল নিহতের আত্মার শান্তি কামনা করছি।