নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি স্নানে শুচি মনে

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪


প্রেম এ শুধু আবেশ নয়। জীবনের প্রাণশক্তি- যৌবনের উচ্ছলতা
স্মৃতির কড়িবর্গায় ঘূনপোকার মতো লুকিয়ে
ক্লান্ত হতাশ সময়কে ভোলাতে জাবর কাটে
ইচ্ছে গুলো স্বাধীন স্মৃতির রাজ্যে
কার সাধ্যি দেয় প্রহরা!

আহ! কি জীবন্ত সময়
ডুরে শাড়িতে তোমার ঝনঝনে চুরির রিনিঝিনি
এলোচুল গোছাতে গিয়ে এলোমেলো যৌবন
বিজলি চমকে ঘাই মারে হৃদয়ে
টলে ওঠে সাধক হৃদয়ও।
ইচ্ছে নদীতে অকাল জোয়ার ।।

হৃদয়ের গভীরে স্মৃতির নদীতে তোমার পানসী
স্বপ্নের হাওয়া ইচ্ছের পালে
শুধু তুমি আমি আর আমাদের প্রেম;
তোমার ঝা তকতকে শহরের পাশে বয়ে যাওয়া নদীতে
গভীর অভিনিবেশে তাকাও
দেখো সেই শান্ত ব্রহ্মপুত্র তিরতির
নির্জন দুপুরের নিঝুম ছায়ায়,
বাঁধা নৌকায় ঢেউয়ের দোল
পাখির কিচির মিচির
মায়াভরা চাউনিতে চেয়ে থাকা ওই মায়াবি চোখে চোখ..

হাত দিয়ে ছুলে স্মৃতিরা পালিয়ে যায়
মন দিয়ে ছুঁয়ে থাকো- কাছে আরো কাছে আরো
যতটা দেহ নিয়ে আসা যায় না তারচে নৈকট্যে
মিষ্টি স্মৃতির উদ্দাম দুপুর, বিকেল, জোছনা মাখা সাঁঝের বেলা
অস্তিত্বের প্রতিটি কনায় মিশেইতো আছি
বাহিরে খুঁজোনা আমায়-তাকাও মনের গভীরে- শুচি মনে।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:




রাজনৈতিক ব্লগারেরা ক্রমেই কবি হয়ে যাচ্ছেন; এটা এক বিশাল রূপান্তর।

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতেই রাজনৈতিক স্বৈরাচারিতার এক প্রচ্ছন্ন প্রমান চাইলে পেতে পারেন!!! ;)

মুক্ত মত প্রকাশকে গুম, খুন আর ক্রশফায়ারের ক্লোজ রেঞ্জে রাখলে -রুপা্ন্তর স্বাভাবিক বৈকি!

২| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২

শাহরিয়ার কবীর বলেছেন: আহ! কি জীবন্ত সময়
ডুরে শাড়িতে তোমার ঝনঝনে চূরির রিনিঝিনি
এলোচূল গোছাতে গিয়ে এলোমেলো যৌবন
বিজলি চমকে ঘাই মারে হৃদয়ে
টলে ওঠে সাধক হৃদয়ও।
ইচ্ছে নদীতে অকাল জোয়ার ।।

ভালো লাগলো।

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবির :)

৩| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

সুমন কর বলেছেন: শেষ প‌্যারা বেশি ভালো লাগল।


অ.ট.: মনে হয়, আগের পোস্টটি মুছে দিয়েছেন !

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সুমন কর ।

জ্বি। শুভাকাঙ্খির সতর্ককারী ফোন পেয়েই ;)

৪| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

অতৃপ্তচোখ বলেছেন: বাহিরে খুঁজোনা আমায়-তাকাও মনের গভীরে-শুচি মনে / আমার কাছে খুব ভালো লাগলো কবিতা'টি পড়ে। শুভেচ্ছা জানিয়ে গেলাম

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা টুকু আন্তরিকতায় গৃহিত হল :)

৫| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল ।
এটাই কি এবারের
ঈদ উপহার, নাকি আরো
কিছু আছে সম্মুখে ?

আহ! কি জীবন্ত সময়
ডুরে শাড়িতে তোমার ঝনঝনে চূরির রিনিঝিনি
এলোচূল গোছাতে গিয়ে এলোমেলো যৌবন
বিজলি চমকে ঘাই মারে হৃদয়ে
টলে ওঠে সাধক হৃদয়ও।
ইচ্ছে নদীতে অকাল জোয়ার


শুভেচ্ছা রইল

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে শুভেচ্ছা :)

দেখা যাক ঈদের তো এখনো অনেক বাকী!

অন্তহীন শুভেচ্ছা

৬| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

কালনী নদী বলেছেন: অসাধারণ প্রেমের কবিতা ভৃগু দা!!

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কালনী নদী।

অনেক শুভেচ্ছা

৭| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

বিজন রয় বলেছেন: আজকেই না বলেছি নতুন পোস্ট দিতে!!
যাক কথা রেখেছেন।

কবিতা নিয়ে পরে কথা বলবো।

তৃতীয় প্লাস।

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ।

অপেক্ষায় রইলাম।

অনেক অনেক শুভেচ্ছা

৮| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

ঢাকাবাসী বলেছেন: বেশ সুন্দর কবিতাটি, ভাল লাগল।

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী ভাই।

ভাললাগা টুকুতে অনুপ্রাণ ছড়িয়ে গেল।

শুভেচ্ছা অফুরান।

৯| ২৫ শে জুন, ২০১৬ রাত ৮:০২

ঘটক কাজী সাহেব বলেছেন: জীবনের প্রাণশক্তি

একটা গান মনে পড়ে গেল আপনার কবিতা পড়ে।

যে ভাবেই তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই
যত ভাগে ভাগ করোনা প্রেম, হৃদয় সে তো একটাই ...

ভালো থাকুন ভই ...

২৫ শে জুন, ২০১৬ রাত ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ দারুন গানের কথার জন্য ধন্যবাদ।

আসলেইতো তাই...

অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য..

১০| ২৫ শে জুন, ২০১৬ রাত ৮:০৭

কল্লোল পথিক বলেছেন:





অসাধারণ হয়েছে।
ভীষণ ভালো লেগেছে।

২৫ শে জুন, ২০১৬ রাত ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ কল্লোাল পথিক ভাই!...

শুভেচ্ছা অন্তহীন

১১| ২৫ শে জুন, ২০১৬ রাত ৯:৩০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




যতটা দেহ নিয়ে আসা যায় না তারচে নৈকট্যে........... মনে হয় এই লাইনটিতেই শিরোনামের স্বার্থকতা ।

কবিতায় কবির ইচ্ছে গুলোই স্বাধীন , কার সাধ্যি প্রহরা দেয় !

২৫ শে জুন, ২০১৬ রাত ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আহেমদ জিএস।

পাঠকের উপলদ্ধিই শ্রেষ্ঠ সত্য।

হা হা হা হুম ইচ্ছেগুলো বড্ড বেশি স্বাধীন :)

অনেক অনেক শুভেচ্ছা

১২| ২৬ শে জুন, ২০১৬ ভোর ৬:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তলে তলে তুমি ভায়া
মহা এক মিনসে;
তোমার প্রেমের কাছে
মজনুও পানসে।

কত প্রেম ধরো বাপু
পোড় খাওয়া হাড়েতে;
খোদা জানে কত স্টোরি
তোমার ঐ ভাড়েতে!!!

গুনেও যাবেনা কভু
তোমা ফস্টি ও নষ্টি;
আমি বাপু কাঠখোট
কথা কই পষ্টি।

রোজা রমজান মাসে
কি কি সব ভাবনা?
ভাবী কচ্ছি সবি
চালান দেবে পাবনা।

এলোচুল?শাড়ি?চুড়ি?
যৌবনে কত জেল্লা!!!
রোজা রেখে কি কি কথা!!!
ও য়া স্তা গ ফি রু ল্লা হ।


২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হলে ভাই তুমিও
শেষে কাঠ মোল্লা
খাবে দাবে সবই হবে
শেষে আস্তাগফিরু্ল্লাহ ;)

প্রেম সেতো পবিত্র
তাতেই জন্ম তোমার
তারে নাক সিটকালে
কি নাম হবে ভাবো একবার :P

উপবাসে আছে বিধি
জ্ঞান আছে সাধনে
একবেলা মুখ আটকে
তিনগুন খাও ক্যানে :)

এরে কি বলে রোজা
রোজা নয় অত সোজা
হাকীকতে রোজা ধর
জীবন জন্ম পূর্ণ কর।

বুঝেছি তোমার নিয়ত
ছিল অতি বদ
তাই প্রেমে কাম খুঁজো
দোষ প্রতি পদ ;)

মনটারে সাধূ কর
উর্বশিতেও নিরাবেগ
মেনকাও কাঁদবে
দেখে তোমা নিরুদ্বেগ :)



১৩| ২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:০৯

শায়মা বলেছেন: ১২. ২৬ শে জুন, ২০১৬ ভোর ৬:৫১ ০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তলে তলে তুমি ভায়া
মহা এক মিনসে;
তোমার প্রেমের কাছে
মজনুও পানসে।

.......................

এলোচুল?শাড়ি?চুড়ি?
যৌবনে কত জেল্লা!!!
রোজা রেখে কি কি কথা!!!
ও য়া স্তা গ ফি রু ল্লা হ।



কি যে করি ......
ভাইয়ার কথা শুনে গেছি আমি মরে ( হাসতে হাসতে) :P
তো,বা কাটো কবি ভায়া মিহি মিহি সুরে :)
রোজা মাসে ডুরে শাড়ি, খোলা চুল খুল্লা
পড়ো পড়ো এই বেলা নাউযুবিল্লাহ!!!!!!!!!

২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হলে ভায়া তুমিও
শেষে নারী ! কাঠ মোল্লা
খাবে দাবে সবই হবে
শেষে আস্তাগফিরু্ল্লাহ ;)

রমজানেতে দিনে শর্ত
রাত্তিরেতে নেই ;)
কুবতে খানা রাতের লেখা
দিনে পড়লে হারাবে খেই :)

কি করি ভাই'র আড়াল লয়ে
দিলে চামে বেশ
নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ
আহা বেশ বেশ!

প্রেম যদি মন্দ তবে
খোদা প্রেমে কান্দ কেন
সকল প্রেমের প্রাণে নারী
তারে লয়ে দ্বন্ধ কেন?

নারী মাঝে রবুবি গুন
আছে দেখো খুজে তিন
বলবোনা ভেবে নিও
তাই তারি করি সাধন।

নারী প্রেমে খোদা প্রেমের
বীজ হয় রোপিত
নারীপ্রেম না রলে
খোদারে কে ডাকিত!!!

এইবার ভাবনারে
বদলে নাও দ্রুত
নারী প্রেমে সোবহাল্লাহ
পড়ো শত শত।

১৪| ২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৬

শায়মা বলেছেন: ও মাগো কত শত
অজুহাত জানো !
রাত দিন, ধা ধিন
কত সুর টানো!!!! B:-)


সোবহানাল্লাহ নাউজুবিল্লাহ
আর কত হবে!!!
শাক দিয়ে মাছ ঢাকা
কত দিন স'বে?

২৬ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অজুহাত পেলে কোথা
সত্য তথ্য সবই
কেন বলো মিছে কথা?

সৃষ্টির গোড়াতে
দেখোনা উকি মেরে
প্রেম শুধু প্রেম সেথা
পাবেনা অন্যকিছু ঘুরে।

বক ধার্মিকের বেশে
খেওনাকো ধোকা
সত্যকে জেনে বুঝে
ধারন করো খোকা (কি ;) )

শাক দিয়ে মাছ ঢাকা
সেতো কাঠমোল্লার ধর্ম
আমরাতো সাধনায়
খুঁজি সত্য খুঁজি প্রকৃত মর্ম ।।

হয়রান হতে হয়
প্রথমে না বুঝলে
জ্ঞান দিয়ে তাকালে
বুঝবে সত্য উজলে।।

১৫| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:১৬

বিদগ্ধ বলেছেন: দারুণ কবিতা। শেষ অনুচ্ছেদটি তো অসাধারণ।

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ বিদগ্ধ..

আপনার প্রতিক্রিয়া আমাকে অনুপ্রাণীত করলো।

শুভেচ্ছা

১৬| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর। শুভেচ্ছা কবিকে

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাজী ফাতেমা :)

অন্তহীন শুভেচ্ছা আপনাকেও...

১৭| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৫

নীলপরি বলেছেন: কবিতায় ভায়োলিনের সুর শুনতে পেলাম । অপূর্ব লাগলো । + +

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার উপলব্ধীর গভীরতায় অভিভূত......

অপূর্ব লাগাটুকু তোলা রইল হৃদয়ে...

নিরন্তর শুভেচ্ছা নীলপরি

১৮| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৫

অদৃশ্য বলেছেন:



ভালো লেগেছে লিখাটি...

শুভকামনা...

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অদৃশ্য..

ভাল লাগা টুকু অনুপ্রাণ আমার...

অন্তহীন শুভেচ্ছা............

১৯| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৭

স্টাইলিশ বয় বলেছেন: খুব চমৎকার কবিতা ভৃগু ভাই! পড়তে গিয়ে বুকের একটা নির্দিষ্ট স্থানে খোঁচা লাগছিল। ভাল লাগা ময় কবিতায় মাত্র একটা ভাল লাগা জানিয়ে মন ভরছে না! তবে ঐ একটাতেই সব গুলো ভাল লাগা রেখে গেলাম।

কবিতার মধ্যে কিছু টাইপো আছে ঠিক করে নিয়েন! যেমন, চূল, চূরির (ূ কার নয় ু কার); পান্সী শব্দটা ভেঙে পানসি লিখলে ভাল হয়! ঘুনপোকার < ঘূণপোকার, কাছেআরো (মাঝে একটা স্পেস)!

অফটপিকঃ- প্রথম মন্তব্যটা খুব ভাল লাগছে। তাই একটা লাইক দিলাম (৩য় লাইকটা আমার)! ;)
শুভ কামনা জানবেন!

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম। অনেক ভাললাগল মন্তব্য। বুকের খোঁচাটা মধুময় হোক।;)

টাইপো সাজেশনে কৃতজ্ঞতা। সময় করে সেরে নিব-খন

হা হা হা । প্রথম মন্তব্যে ভাললাগা না বদলে যায় প্রতিমন্তব্যের বাস্তবতা অনুভব করলে..? ;)

২০| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৭

স্টাইলিশ বয় বলেছেন: ব্যাপার না, প্রতি মন্তব্যটা দেখেই লাইকটা দিয়েছিলাম! আপনার প্রতিমন্তব্যেও একটা লাইক দিছিলাম, কিন্তু বলতে ভুলে গিয়েছি! আর বেশি কিছু কইতাম না, এমনিতেই অকারণে একটাতে ব্যান খাইয়া বইসা আছি! বেশি বাজে বইকা এইটারেও ব্যান্ড বাজামু নাকি? ;)

তয় গাজী ভাই ইজ অল ওয়েজ বিনুদন! :P

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

না বেশি কিসু বলা ভালু না ;) সময় বড় অসময় :P

ব্যান্ড বাজানু ভালু না ...নিরাপদ থাকুন। ভাল! ব্রান্ডের নাম মেনশন করতে হয়না। (উপস)


২১| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৫:২১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: পুরোটাই Waoo! & Awesome! Mind blowing! ধন্যবাদ কবি আপনার অনবদ্য প্রেম সিঞ্চনের প্রয়াসের জন্যে। ভালো থাকুন।
"চাঁদ গাজী সাহেবের কথাটাই ঠিক সবাই প্রেমের কবি হয়ে যাচ্ছে রাজনীতি ছেড়ে!!"
চাপাতির ভয়ে!!!

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিক অভিব্যক্তিতে আপ্লুত:)

কারণটা এত সরাসরি বলতে নেই;) শাস্ত্রের মানা আছে :)

২২| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

বিজন রয় বলেছেন: পড়লাম।

মন দিয়ে ছুঁয়ে থাকো- কাছেআরো কাছে আরো
যতটা দেহ নিয়ে আসা যায় না তারচে নৈকট্যে

এই জায়গাটি মনে ধরার মতো।

তবে সমগ্র কবিতাটি একটু কাঁচা মনে হয়েছে।
আরো একটু মনোযোগ দিতে হবে।

বানান ও শব্দের গাঁথুনির উপরে।

শুভেচ্ছা।

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম..

ধণ্যবাদ। সমালোচনা লেখাকে প্রাণবন্ত করে। ভবিষ্যতের সুন্দর সৃষ্টির জন্ম দেয়।

অনকে অনেক শুভেচ্ছা...

২৩| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''আহ! কি জীবন্ত সময়
ডুরে শাড়িতে তোমার ঝনঝনে চূরির রিনিঝিনি
এলোচূল গোছাতে গিয়ে এলোমেলো যৌবন
বিজলি চমকে ঘাই মারে হৃদয়ে
টলে ওঠে সাধক হৃদয়ও।
ইচ্ছে নদীতে অকাল জোয়ার ।''

আহা ! কি চমৎকার কবিতা ! জেনো শাড়ি ওয়ালী আমার সামনে প্রেজেনট :)

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আপনার আন্তরিক অনুভবে আপ্লুত ।

অনেক অনেক শুভেচ্ছা :)

২৪| ২৬ শে জুন, ২০১৬ রাত ৯:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা ভাল লাগল । কেমন আছেন /

২৬ শে জুন, ২০১৬ রাত ১০:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধূ..

হুম ভাল আছি। আপনি কি আবার নিয়িমত হচ্ছেন?

২৫| ২৬ শে জুন, ২০১৬ রাত ১১:০১

মুসাফির নামা বলেছেন: আপনার কবিতাগুলোর ভাবার্থ আমি খুব কমই ধরতে পারি।
মনে হয় ,আমার মনের গভীরতায় ঘাটতি আছে।

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক হিসাবে এ আমার ব্যর্থতা .. মাথা পেতে নিনু..

ধন্যবাদ সাথে থাকায়.. শুভেচ্ছা অনেক

২৬| ২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শায়মাপুঃ

রোজামাসে রাসলীলা
খুল্লাম খুল্লা;
তুমি আমি কইলেই
হই কাঠমোল্লা।

তোমা আমা দুটি হাত
ডান আর বাম;
তেহাতি ভৃগুদার সদা
অজুহাত-ই দেয়া কাম।

রস যার অফুরান
প্রেম-ই যার ধম্মো;
ভালোকথা কভু তার
হবেনা বোধগম্য।

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হায় হায় একি কথা
সাথে লয়ে আপুরে
কৃষ্ণ বেলা লীলা খেলা
আমি করলে বাপু-রে!

সবেই সব খায় করে
বললেই হল দোষ
বলি ভায়া মিছে কেন
ভাগলে অস্টক্রোশ!

নিজের ভেতরে চেয়ে
দেখোনা নয়ন মুদে
সত্যটাকে পাবে সেথা
আছে খোদা খোদ খোদে।

নয় কোন অজুহাত
নয় কোন বাহানা
সত্যকে মেনে নিতে
কেন তুমি পারোনা!

বোঝেনা অবুঝ যারা
তুমিতো সেদলে নও
তবে কেন মোড়ামুড়ি
সত্যটা নেমে নাও :)

প্রেম সেতো চিরন্তন
প্রেমে কভু নেই বাঁধা
যুদ্ধে যদিবা থাকে
প্রেম সেথা মুক্ত সদা।।

২৭| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:১১

খায়রুল আহসান বলেছেন: ডুরে শাড়িতে তোমার ঝনঝনে চূরির রিনিঝিনি
এলোচূল গোছাতে গিয়ে এলোমেলো যৌবন
বিজলি চমকে ঘাই মারে হৃদয়ে
টলে ওঠে সাধক হৃদয়ও।
ইচ্ছে নদীতে অকাল জোয়ার
- বলেছেন বটে!
অস্তিত্বের প্রতিটি কনায় মিশেইতো আছি
বাহিরে খুঁজোনা আমায়-তাকাও মনের গভীরে- শুচি মনে
- ভালো লেগেছে কথাগুলো।
চমৎকার কবিতা। তবে কিছু টাইপোর কথা এর আগে একজন বলে গেছেন। সেগুলো সময় করে দ্রুত শুধরে নিলে ভাল হয়। ভালো কবিতায় টাইপো দেখতে ভালো লাগেনা।

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিক ভাললাগাটুকু ছুঁয়ে গেল।

এই আন্তরিকতাটাই ব্লগে বড় পাওনা। জ্বি আলসেমি ঝেড়ে টাইপো গুলো ঠিক করে দিয়েছি। আপনার প্রেরণাদায়ী মন্তব্যে আপ্লুত।

অনেক অনেক শুভেচ্ছা।

২৮| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৭:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন:

তলে তলে তুমি ভায়া
মহা এক মিনসে;
তোমার প্রেমের কাছে
মজনুও পানসে।



এলোচুল?শাড়ি?চুড়ি?
যৌবনে কত জেল্লা!!!
রোজা রেখে কি কি কথা!!!
ও য়া স্তা গ ফি রু ল্লা হ।

আমি এই অধম বলি ----
শুধুই কি আবেশ ! যৌবন যেখানেতে উচ্ছল গভীর অতল
ভুলে যেতে সব ক্লান্তি সময়ের সিঁড়ি বেয়ে পথ চলে
কেবলই ফিরে আসি তোমার দুয়ারে
ইচ্ছে করে খুব ---যন্ত্রণাদায়ক দিন গুলোকে দেই ছুটি
খা খা রোদ্দুরে শাল পাতার ছাউনির ছোট্ট ঘরে
তোমার পাশে বসে---ধোঁয়া উঠা গরম ভাতের মৌতাত সুবাস
সজনে ডাটা, ডাল আলুর চচ্চরি
এলো চুলগুলো বশে আনতে মরিয়া ডুরে শাড়ীর
ঘোমটা তুলে দেওয়া হাত ভর্তি লাল কাঁচের চুড়ির রিনিঝিনি শব্দ
ইচ্ছা নদীতে ডেকে আনবে হঠাৎ বৃষ্টি ।।


এই কথাগুলি কোন মনবের জীবনে হবে
সুবাহান আল্লাহ--মাশা আল্লাহ

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: -মাশা আল্লাহ ..সুবাহান আল্লাহ- :)

অনেক অনেক ধণ্যবাদ ।

২৯| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৩

জেন রসি বলেছেন: আপনার কবিতা পড়ে আরাম পাওয়া যায়। :)

++

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১০:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । মন্তব্যে আপ্লুত :)

শুভেচ্ছা অন্তহীন..............

৩০| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬

গেম চেঞ্জার বলেছেন: দারুণ হয়েছে!!! :)

০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: গেমু ভাই বলেছে? ওকে :) তবে তো দারুন হতেই হবে.... ;)

অনেক ধন্যবাদ গেমু ভাই :) সাহস পাই এমন মন্তব্যে ।

শুভেচ্ছা অনেক

৩১| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহ! কি জীবন্ত সময়
ডুরে শাড়িতে তোমার ঝনঝনে চুরির রিনিঝিনি
এলোচুল গোছাতে গিয়ে এলোমেলো যৌবন
বিজলি চমকে ঘাই মারে হৃদয়ে
টলে ওঠে সাধক হৃদয়ও।
ইচ্ছে নদীতে অকাল জোয়ার ।।
( এত অদ্ভুত বর্ননা... বেশ বেশ ভালো লেগেছে পুরো কবিতাটাই )

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

অনেক দিন পর এলেন।

ভাললেগেছে জেনে ভাল লাগছে :)

শুভেচ্ছা

৩২| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

রমিত বলেছেন: 'ডুরে শাড়িতে তোমার ঝনঝনে চুরির রিনিঝিনি'
ভালোবাসার বাঙালী মেয়ের কথা বলে, এই পংক্তি!

'হাত দিয়ে ছুলে স্মৃতিরা পালিয়ে যায়
মন দিয়ে ছুঁয়ে থাকো- কাছে আরো কাছে আরো
যতটা দেহ নিয়ে আসা যায় না তারচে নৈকট্যে
মিষ্টি স্মৃতির উদ্দাম দুপুর, বিকেল, জোছনা মাখা সাঁঝের বেলা
অস্তিত্বের প্রতিটি কনায় মিশেইতো আছি
বাহিরে খুঁজোনা আমায়-তাকাও মনের গভীরে- শুচি মনে।'


উপরের স্তবকটি আমার মনেরই কথা!

আমার সিরিজগুলো ঝুলে আছে। কয়েকটা বইও ঝুলে আছে। মনে মনে আমিও কষ্ট পাই। আমিও আকুল হয়ে চাই ঐগুলো শেষ করতে।
একটি প্রাইভেট ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেই। পেশাগত জীবনে ব্যস্ততা খুব বেশী! অন্যান্য ব্যস্ততা তো আছেই। এরপর লেখালেখির জন্য সময় খুঁজে পেতে খুব কষ্ট হয়।

দেশসেবা করার বাসনা নিয়ে দেশের বুকে ফিরে এসেছিলাম, কিন্তু সেই সুযোগও পাচ্ছি কম। মনের কষ্টগুলো শেয়ার করার মত মানুষও আশেপাশে বেশী পাইনা। আপনাদের মত কিছু ব্লগ-ফেইসবুক বন্ধুরা আপন মানুষের মত পাশে এসে দাঁড়ায়, তখন অনেক কষ্ট ভুলে যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকবেন ভৃগু ভাই।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মনের কথা বলতে পেরেছি ভেবে ভাল লাগছে :)

হুম। বুঝতে পারছি...

এখন বুঝি দরকার থট রিডার মেশিন। গাড়ীতে থট রিডার লাগিয়ে বসে থাকব .. ইউনি যেতে যেতে বিশাল ফিচার টাইপ হয়ে গেছে ;)
খানিকাট াফিনিশিং টাচ দিয়ে দাও পপাব্লিশ করে :)

আপনার বাসনা পূরণ হোক। দেশ তার একজন দেশপ্রেমিকের থ্যাগ উপলদ্ধি করে তার সেবা কবুল করুক।

কাছের একজনা ভেবেছন জেনে আপ্লুত।

অনেক অনেক ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.