নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিবারই আসে বছর ঘুরে আসে মাহে রমজান
খুশি হই সবে পুলকিত রবে- বলি আহলান সাহলান।
রমজান আসে বারতা লয়ে দয়া ক্ষমা আর মুক্তির
বিশ্বাসী সবে অনুগত হৃদে খোঁজে সে পথ প্রশান্তির।
রমজান আসে সংযম লয়ে জীবনের সকল কাজে
ভোগ নয় ত্যাগেই মুক্তি - বারতার ডমরু বাজে।
শুধু একবেলা অনাহার নয় এতো চেতনা আত্মার
শুদ্ধ সংযত পরিমিত বোধ, মায়া,মমতা জাগাবার।
নফসের যত ভোগ লিপ্সা মনের যা খূশি তা করা
বিরত করে তারে -শেখায় সুস্থতার অভ্যাস করা।
শুধু একমাস নয় এতো শিক্ষা- মানতে সারা জীবন
প্রশিক্ষন বাধ্যতামূলক যেন মনে রয় তা আজীবন।
এ মাসেই আমরা কি রাখি মনে? সে সংযম চেতনা!
বেড়ে যায় ভোগ -বাহারী কত নাম কত বিলাসী রসনা!
পূজি আর ভোগ চায় ধর্মের বুকে ছোরা মারতে
তাই ধর্মের খোলসেই সারে তা, কি অনায়াসে!
সংযমের মাসে অপচয়ের পার্টি, কত পদ প্রকর
গরীব ভুখা নাঙ্গা দূরেই রয়-সাম্যের বাণী অকারণ!
শ্রেণীভেদ আজো মুছে নাই- আশরাফ আতরাফ
নিম্ন, মধ্য আর উচ্চ বিত্তে আজো সে ব্যবধান কত সাফ।
ইফতারীতে কত বাহারী পদ, সেহরীতে নয়া রেসিপি
হায়- প্রতিবেশি শিশু কাঁদে ক্ষুধায় চেয়েকি কভু দেখেছি?
ঈদের জন্য রকমারী বাজেট সকল স্বজনতরে
হাজারেও কারো হয়না পোষাক আরও দামী চাই সকলের।
সকলের আশা পুরাতে গিয়ে আমি খাই হিমশিম
হয়না সময় চেয়ে দেখবার -ঐ পথ শিশুটির বস্ত্রটা কি মলিন।
ঈদের দিনে পোলাও কোর্মা, পায়েস ফিরনি কত খানা
ঈদগাহে যাই মনে স্ফুর্তি -আহা খাসা হল ঈদখানা?
আসা যাবার পথে কত ভিখিরি দেখে কুচকাই চোখ
যত্তসব বলে দুটো টাকা দিয়ে পাশ কাটিয়েই সূখ!!
হয়েছে কি তোমার সিয়াম সাধন? রমজানেরই শিক্ষা
হায়- নিজেই হয়েছ ভিখিরি কারে দা্ও দুটাকা ভিক্ষা।
শুধু উপবাসের ছিলনা এ মাস ছিল জাগাতে চেতনা
সাম্য, মৈত্রি আর মানবতার, আল ফিতরের ঘোষনা।
সংযমে তুমি বাঁচাবে যে ধন- তারেই দিতে হবে বিলিয়ে
খুশি হবে সে দানে তবেই হবে ঈদ- ঈদ আল ফিতরের।
ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল
১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি। পবিত্র রমজানের শুভেচ্ছা
ধন্যবাদ
২| ১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৭
সুমন কর বলেছেন: সংযমের মাসে অপচয়ের পার্টি, কত পদ প্রকরণ
গরীব ভুখা নাঙ্গা দূরেই রয়-সাম্যের বাণী অকারণ!
শ্রেণীভেদ আজো মুছে নাই- আশরাফ আতরাফ
নিম্ন, মধ্য আর উচ্চ বিত্তে আজো সে ব্যবধান কত সাফ ।
পুরোটা চমৎকার হয়েছে। +
১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা
প্রীত হলাম ।
শুভেচ্ছা অন্তহীন।
৩| ১০ ই জুন, ২০১৬ সকাল ১১:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: রমজান আসে সংযম লয়ে জীবনের সকল কাজে
ভোগ নয় ত্যাগেই মুক্তি - বারতার ডমরু বাজে।
শুধু একবেলা অনাহার নয় এতো চেতনা আত্মার
শুদ্ধ সংযত পরিমিত বোধ, মায়া,মমতা জাগাবার।" যথার্থ ।
শেষ ছবিটা দেখে বড্ড খারাপ লাগলো ।
১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাধু দা
যথার্থতার প্রাক্টিসটা যে কবে হবে? আমি গত ২ বছর ধরে নিজে একেবলা আহারের মূল্য অনুমান ৫০ ধরে জমা করছি। মাসেশেষ ২/৩িট গরীব পরিবারের ঈদের বাজার হয়ে যায়।
অনেক ক্ষুদ্র এই চেষ্টা। তবু নিজের দায় টুকু পূরনের সামান্য চেষ্টামাত্র।
এতো ছবি। বাস্তবতা আরো করুন। আরো কষ্টের!
ধন্যবাদ সহানুভুতিশীল মননে।
৪| ১০ ই জুন, ২০১৬ সকাল ১১:২৮
কাবিল বলেছেন:
কারও কাছে
সংযমের মাস
কারও কাছে
রসনা বিলাস
১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
অথচ এমনটা হবার কথা ছিল না।
এই মাসে সকল জিনিষের দাম কমে যাবার কথা ছিল।
মানুষের সংযমের ফলে বিক্রি কমে যাবার কথা ছিল। ক্রেতা ধরে রাখতে সেল ধরে রাখতে সুপার শপগুলোতে মূল্যহ্রাসের
ঢল নামার কথা ছিল!
অথচ ঘটছে উল্টো!!!!!!!!!!!!!!!!!!!!
৫| ১০ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৬
সাহসী সন্তান বলেছেন: রমজানের শুভেচ্ছা ভৃগু ভাই! পুরো কবিতাটাই অসম্ভব সুন্দর! একদম শেষের ছবিটাতো নষ্টালজিক! তবে ঐটাই বাস্তব!
কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!
১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সাস ভাই
ভাললাগা আর শুভকামনায় কৃতজ্ঞতা। রমজানের শুভেচ্ছা আপনাকেও।
ঐ বাস্তবতাকে মুছে দেবার অনুভব জাগাতেই তো সিয়াম আসে। কিন্তু আমরা কর্পোরেট সিয়ামে আচার স্বর্বস্বতায় ব্যস্ত থাকি- ভূলে যাই তার মূল বাক্য!
চেতনা জাগরিত হোক।
সিয়াম তার মূল বানীতে প্রতিপালিত হোক। সমাজের সবাই সূখি হোক।
৬| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''শুধু উপবাসের ছিলনা এ মাস ছিল জাগাতে চেতনা
সাম্য, মৈত্রি আর মানবতার, আল ফিতরের ঘোষনা।
সংযমে তুমি বাঁচাবে যে ধন- তারেই দিতে হবে বিলিয়ে
খুশি হবে সে দানে তবেই হবে ঈদ- ঈদ আল ফিতরের''
অসাধারণ কবিতা ! কার্টুনটা একদম কলিজায় দেয়া ।
১০ ই জুন, ২০১৬ দুপুর ১:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিটন ভাই।
রমজানের শুভেচ্ছা।
এরচে কলজেয় ঘাই মারা বাস্তবায়যে তারা বেঁচে থাকে। আমরা আর কতটুকু তার তুলে আনতে পারি!
হায়! - ধর্মও কর্পোরেট হয়ে গেলে মানুষ যাবে কোথায়?
চাই প্রেম শর্তহীন।
মানবতার
মানুষের
তরে।
৭| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৩
কল্লোল পথিক বলেছেন:
রমজানে কেউ ত্যাগে লিপ্ত থাকে,
আর কেউ রসনা বিলাসে!
১০ ই জুন, ২০১৬ দুপুর ১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: রসনাতেই বেশি। তাইতো দ্রব্যমূর্যে লাগামহীন গতি!
সিয়াম কি করতে বলে আর আমরা কি করে বেড়াই!
বিধানের যদি ফৌজদারী ক্ষমতা থাকত-আমরা কেউই বাঁচতে পারতাম না....
ধন্যবাদ পথিক ভাই।
৮| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১:০৬
জে.এস. সাব্বির বলেছেন: সিয়াম ,সাধনায় চেতনার আর্তি
সবাই এসব ভুলে গিয়ে করে শুধু ফুর্তি ।
কবিতায় অনেক অনেক ভাল লাগা ।রেসপেক্ট....
১০ ই জুন, ২০১৬ দুপুর ১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
রমজানের শুভেচ্ছা।
ভাললাগায় কৃতজ্ঞতা। ভাললাগা টুকু যদি জীবনাচার বিশ্বাসের সামান্যও বদলাতে পারে- তবেই তা স্বার্থক।
অভিনন্দন।
৯| ১০ ই জুন, ২০১৬ দুপুর ২:২৭
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আপনার কবিতা ভালোলাগলো।
তবে রমজান মনে হয় সংযমের মাস না এই দেশে। কোথাও বলা নাই এই মাসে কাজ কাম কমাইয়া দাও, বেশি বেশি ভালো মন্দ খাও। কিন্তু প্রথম রোজাতেই অফিসে দেহলাম ঢিলেঢালা ভাব, মানসিক কষ্টেই আধামরা একেকজন। আর খরচের ব্যাপারটা রমজান মাসেই বেশি হয়। চাহিদা বাড়ে সবকিছুর, চাহিদার কারণে দামও বাড়ে। এইদেশের গরীবরাও ইফতারটা অন্তত রাজকীয় করতে চায়। আর যার হালকা সামর্থ্য আছে, ইফতারের পর ঘন্টাখানেক নড়বার ক্ষমতা থাকেনা তাদের। সংযম, সহমর্মী হবার মাসের এটাই বাস্তবতা।
আমার কাছে রোজা মানে আমার আশেপাশের কয়কজনের সাথে একসাথে ইফতার করা। একসাথে একই জিনিস খাই, এটাই ভালোলাগে। নামাজই পড়িনা ঠিকমত আর নামাজের গুরুত্ব তো আগে, তাই আমি ব্যক্তিগতভাবে রোজা নিয়ে হম্বিতম্বি, আহাজারী করিনা। করি কিভাবে? রোজা রাখছি, কিন্তু নামাজ তো পড়িনাই। আমি এতটাই ভন্ড।
যাইহোক, শুভকামনা রইলো।
১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনকে অনকে ধন্যবাদ।
এটা অনুচিত। রোজার অবৈধ ব্যবহার। যারা করে তারা রোজাকেই ছোট করে।! যমেন তারা উপক্ষো করে রোজার মূল সংযমের শিক্ষাকে।
নামাজে শিথিলতা থাকলে তা কাটানোর চেষ্টা করা উচিত.. তা বাদ না দিয়ে
শুভকামনা আপনার জন্য্ও
১০| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩২
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভৃগু ভাই্।
১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: রমজানের শুভেচ্ছা
ধন্যবাদ আপনােকেও...
১১| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৪
প্রামানিক বলেছেন: অসাধারণ কবিত। খুব ভালো লাগল। ধন্যবাদ
১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছড়াকার ভাই।
আপনার দারুন ভাললাগা আমার েপ্ররণা হেয় রইল।
১২| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: শুধু অসাধারণ বললে অত্যুক্তি হবে। জবাব নেই। ধন্যবাদ সময়োপোগী হৃদয়ে কড়া নাড়া কবিতার জন্যে। আশ্রাফ-আত্রাফের ব্যবধান বোধহয় কভু ঘুচিবার নয়। রসনাবিলাসেই শেষ হয় রমজান। সাম্যের বাণী নিয়ে আসে আমি ব্যর্থ হই পালনে।। ভালো থাকুন।
১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক ধন্যবাদ হৃদ্যতাপূর্ন মন্তব্যে। অনুভবে নাড়া খেলেই লেখা স্বার্থক। অনেক অনেক ধন্যবাদ ।
সাম্যের বানী পালনে যেন সমর্থ হই সেই আশায়...আিম চেষ্টা করছি- প্রতিদিন ৫০ টাকা করে জমিয়ে-একবেলা আহারের মূল্য। আপিনও শুরু করে দিন। সে টাকায় হেয় যাক নিরন্ন গরীেবর ঘরে এক বেলার ফিরনি পায়েস ! ঈদের দিন।
১৩| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ সম্মানিত লেখক মহোদয়। সাম্যের বাণী প্রতিষ্ঠার জন্যে আপনার একক প্রচেষ্ঠা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমি হয়তো আপনার মতো অতটুকু পারবোনা। তবে, আমারও অভিমত আপনার মতোই। আমি অবশ্য সব সময়ই চেষ্ঠা করি আমার সামনে পড়া কোন আর্তের আহবানে। ভালো থাকবেন।
১০ ই জুন, ২০১৬ রাত ৮:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছোট ছোট উদৌগ থেকেই বড় ভাল কোন কাজের জন্ম হয়। আপনার আর্তের সেবা করার মনটাই আসল্
ধন্যবাদ। আমলে সালিহ হুজুররা বলে কিন্তু কাজে কম করে। কের দেখালে সমাজে বড় বড় এস=নজিও হুজুরদের থাকার কথা ছিল
ধন্যবাদ।
১৪| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:৫০
বিজন রয় বলেছেন: বাংলাদেশে রোজার মাসের মহাত্ম কেউ মানে কিনা আমার সন্দেহ হয়। যেভাবে খাওয়া-দাওয়া চলে!!
আপনার কবিতায় নজরুলকে পেলাম।
১০ ই জুন, ২০১৬ রাত ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছোটকালে কাঠমোল্লাদের ফতোয়াই সর্বনাশের গোড়ায়!!!
রোজার মাসে খাওয়ার কোন হিসাব নাই!!!!!!
কি আত্মঘাতি মৌলিক সত্যঘাতি বানোয়াট কথা।!!!
এখনো কে্উ কেউ বলে শুনি!
সেই মহান হাস্তি আমার প্রিয়দের প্রিয়! তার চরণধূলি আমার বিশাল পাওয়া।
আপনার জন্য অন্তহীন শুভেচ্ছা
১৫| ১১ ই জুন, ২০১৬ রাত ১২:৩২
মনিরা সুলতানা বলেছেন: আমরা রমজানের মাহাত্ম্য বুঝতেই অক্ষম
১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি মনিরাপু।
আর সে জন্যেই রমজান আসে চলে যায় গতানুগতিকতায়..
আমরাও যেমন তেমনিই রয়ে যায়
১৬| ১১ ই জুন, ২০১৬ রাত ১২:৪৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার। শেষ ছবিটায় অনেক গুরুত্বপূর্ণ জিনিস উঠে এসেছে।
১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রফেসর!
অনেক না বলা কথা বলতে পারে বলেইতো ছবির আবেদন বেশি। আমরা কেমন নির্লিপ্ত! অদ্ভুত রকম ব্যক্তিকেন্দ্রিকতায় নিজেদের ডুবিয়ে রাখছি!
সামষ্টিকতা, সামগ্রিকতা, সার্বজনীনতা যেন বলার আর ভাবার বিষয়। চর্চার নয়!!!!!!
বদলে যাক মানসিকতা শুভ আর সুন্দরের দিকে।
১৭| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:২৩
নীলপরি বলেছেন: অনবদ্য লাগলো । ++
শুভকামনা ।
আর আমার কবিতায় লাইক দেওয়ার জন্য এখানে ধন্যবাদ দিয়ে গেলাম ।
১১ ই জুন, ২০১৬ রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ পরী.. থুরি নীল পরি
শুভকামনা আপনার জন্যেও। ওখানকার থ্যাংকস এখানে দেয়ায় অনেক অনেক প্রীত হলুম
১৮| ১৩ ই জুন, ২০১৬ ভোর ৬:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
কমেন্টে দেরী হলো
বিজি ছিনু শপিংএ;
কত কাজ বাকী বাপু
ঈদ গিফট র্যাপিংএ।
কমেন্ট কি করবগো
দিলে কত গালাগালি;
খরচা বেড়েছে বলে
দোষ দিলে খালিখালি।
ঈদ মানে আনন্দ
ফুল অব মাস্তি;
সংযমী কথা বলে
দাও মিছে শাস্তি।
সারাদিন রোজা রেখে
খাবইতো পেট পুরে;
অন্যের সুখে ক্যান
তোমার অত জ্বালা করে!!!
নিজের জমানো ট্যাকা
কামিয়েছি কষ্টে;
ক্যান দিমু অন্যরে
বিলোয়ে ট্যাকা নষ্টে!!!
কামানো যে কত টাফ
যদি ভায়া জানিতে;
আজাইরা দানে টাকা
ফেলতে না পানিতে।
রোজা মানে উপবাস
ডায়েটের কন্ট্রোল;
শরীরটা চাঙ্গা হয়
ফুরফুরে মনোবল।
ঈদের নামাজ শেষে
বার-এ দেব পার্টি;
জিএফ-এর সাথে হবে
সে.... ন্যুড ডার্টি।
একমাস রয়ে সয়ে
জমেছে কত ক্ষিধা;
ঈদে হবে সেলিব্রেট
কয়ে দিনু সিধা।
ফিলোসফি ঝেড়ে কর
কবিতায় গালমন্দ;
ঠিকি পাই তোমা মাঝে
বেশ জ্বলুনির গন্ধ।
আমার ঐ সুখ দেখে
কর কত হিংসে;
মৌলবাদী রাজাকার
তুমি বড় মিনসে।
১৩ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এভাবেই চলছে
দোষ নেই তোমারও
যা দেখে তাই শেখে
নয় যারা খোমা-রু ।
কর্পোরেট ধর্মের
মজাখানাএইতো
সবই চলে স্বাভাবিক
ধর্মের নামেতে।
চেতনার মতো তুমি
ঠেক দিলে অবশেষ
জানি ক্ষেদে রিভার্স
মিটেনা তাও জোশ।
১৯| ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৮
রমিত বলেছেন: বাহ!
চমৎকার একটি কবিতা!
শুধু উপবাসের ছিলনা এ মাস ছিল জাগাতে চেতনা
সাম্য, মৈত্রি আর মানবতার, আল ফিতরের ঘোষনা।
সংযমে তুমি বাঁচাবে যে ধন- তারেই দিতে হবে বিলিয়ে
খুশি হবে সে দানে তবেই হবে ঈদ- ঈদ আল ফিতরের।
যথাযথ পংক্তিগুলো
২৫ শে জুন, ২০১৬ রাত ১০:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় রমিত
আপনার মন্তব্যে আনন্দিত হলাম।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৩১
ঈশান আহম্মেদ বলেছেন: পবিত্র মাস রমজান মাস। কবিতা ভালৈ।