নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

একটা রাত খুঁজছি ঘুমাবো বলে – কতকাল ঘুমাইনি!

০২ রা জুন, ২০১৬ সকাল ১১:৪৩



রাত নামে
প্রতিদিন। অথচ কত ব্যবধান
জোনাক জ্বলা ঝিঁ ঝিঁ ডাকা আটপৌরে গায়ের রাত
মোহময়তায় ডুবিয়ে দেয়া জোৎস্না প্লাবিত রাত
নদীর জলে রূপোলী ঝিলিক তোলা রাত

জরিনা জেরিন হয়ে ভুলে গেছে সবই-
এখন রাত আসে ভিন্নার্থে
সোডিয়াম হলদে আলোয় কামুক মূখ লুকানো রাত
আঁধারে পার্কে,সস্তা হোটেল,
ফাইভ ষ্টারের আলোকিত আঁধার জলসায়
বস্তির নাকটেপা গন্ধেও মিলনে মধুময় রাত ।

রাত নামে বারে, দেশী মদের আখরায়
মাতালের গ্লাসে সকল ব্যর্থতা আড়াল করার নেশায়।
রাত নামে উপনসালয়ে, মোল্লা, পুরোহিতের ঘর
রাত নামে স্বপ্নের বেসাতি লয়ে।

ফুটপাতে পলিথিন ঘরেও আসে রাত
আসে মিলন, আসে বানিজ্য
রাতের আঁধারে কত সহজেই আপন হয়ে যায়
আলোয় ঘৃনায় দূরে ঠেলা নারীটিও!

আমাকে শিশুর চোখে নামা রাত দা্ও
জ্ঞান বৃক্ষের ফলাস্বাদনের আগেই -অনেক দিন ঘুমাই নি।

মন্তব্য ১১৫ টি রেটিং +২১/-০

মন্তব্য (১১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৩৭

পুলহ বলেছেন: "আমাকে শিশুর চোখে নামা রাত দা্ও"-- আমি ঠিক বুঝে থাকলে বোধটা অত্যন্ত গভীর!
পুরো কবিতায় মেটামরফোসিসের একটা প্রচ্ছন্ন অথচ এভিডেন্ট মেসেজ আছে- হতে পারে সেটা জরিনার রূপান্তর, কিংবা পল্লীরজনীর পালটে যাওয়া...
ভালো লাগা

০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার গভির বোধের প্রতি শ্রদ্ধা। আপনার ঋদ্ধ মন্তব্য কবিতাকে আরও ঋদ্ধ করেছে ।

অনেক শুভেচ্ছা :)

২| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১:০৬

কালনী নদী বলেছেন: রাত নামে বারে, দেশী মদের আখরায়
মাতালের গ্লাসে সকল ব্যর্থতা আড়াল করার নেশায়।
রাত নামে উপনসালয়ে, মোল্লা, পুরোহিতের ঘর
রাত নামে স্বপ্নের বেসাতি লয়ে।

সুন্দর হয়েছে ভৃগু দা!

০২ রা জুন, ২০১৬ দুপুর ১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কালনী নদী ভাই।

শুভেচ্ছা অনেক অনেক।

৩| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১:১০

সালমা শারমিন বলেছেন: ভীষন ভাল লেগেছে।

০২ রা জুন, ২০১৬ দুপুর ১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শারমিন!

ভাললাগা টুকু হৃদয়ে তুলে রাখলাম :)

শুভেচছা অন্তহীন

৪| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১:১৩

সাহসী সন্তান বলেছেন: খুব চমৎকার কবিতা ভৃগু ভাই! বিশেষ করে, শিরোনামটার সাথে আমার ব্যক্তিগত জীবনের বেশ মিল খুঁজে পেলাম!

শুভ কামনা ব্রাদার!

০২ রা জুন, ২০১৬ দুপুর ১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সাস ভাই :)

আপনার ভাললাগায় প্রীত হলাম। শিরোনামটা আপনার জীবনের মিলকে ধারন করায় কবিতা যেন আরও সার্থক হয়ে উঠল ;)

অনেক অনেক শুভেচ্ছা - ঘুম পাড়ানী মাসি-পিসি এসে আপনার চোখে আদর বুলিয়ে যাক :)

৫| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১:৩২

সোজোন বাদিয়া বলেছেন: গভীর অনুভূতি এবং জীবনবোধ। খুব ভাল লেগেছে। শুভ কামনা থাকলো।

০২ রা জুন, ২০১৬ দুপুর ১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোজোন বাদিয়া :)

মন্তব্য ছুঁয়ে গেল। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্যেও

৬| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:১৯

মিজানুর রহমান মিরান বলেছেন: আমাকে শিশুর চোখে নামা রাত
দাও জ্ঞান বৃক্ষের ফলাস্বাদনের আগেই -
অনেক দিন ঘুমাই নি।


আমিও এমন রাত চাই।
খুব ভাল্লাগছে!

০৩ রা জুন, ২০১৬ রাত ১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিরান ভাই।

ভাললাগাটুকু হৃদয় তুলে রাখলাম। অনেক অনেক শুভেচ্ছা :)

৭| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:১৯

মিজানুর রহমান মিরান বলেছেন: আমাকে শিশুর চোখে নামা রাত
দাও জ্ঞান বৃক্ষের ফলাস্বাদনের আগেই -
অনেক দিন ঘুমাই নি।


আমিও এমন রাত চাই।
খুব ভাল্লাগছে!

০৩ রা জুন, ২০১৬ রাত ১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিরান ভাই।

ভাললাগাটুকু হৃদয় তুলে রাখলাম। অনেক অনেক শুভেচ্ছা :)

৮| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:৫৪

প্রামানিক বলেছেন: ভীষণ ভালো লাগল। ধন্যবাদ

০৩ রা জুন, ২০১৬ রাত ১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

শুভেচ্ছা অফুরান :)

৯| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

সুমন কর বলেছেন: চমৎকার এবং +।

০৩ রা জুন, ২০১৬ রাত ১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুমনদা অনেক খুশি :) মন্তব্য এবং প্লাসে

শুভেচ্ছা অফুরন্ত

১০| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

কল্লোল পথিক বলেছেন: জরিনা জেরিন হয়ে ভুলে গেছে সবই-
এখন রাত আসে ভিন্নার্থে
সোডিয়াম হলদে আলোয় কামুক মূখ লুকানো রাত
আঁধারে পার্কে,সস্তা হোটেল,
ফাইভ ষ্টারের আলোকিত আঁধার জলসায়
বস্তির নাকটেপা গন্ধেও মিলনে মধুময় রাত ।



চমৎকার কবিতা।
কবিতায়+++++++++

০৩ রা জুন, ২০১৬ রাত ১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পথিক ভাই।

চমৎকারীত্ব টুকু আপনার অনুভবের, খূশি টুকু আমার :)

অনেক অনেক শুভেচ্ছা

১১| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

রমিত বলেছেন: খুব সুন্দর লেখা ভৃগু ভাই।
খুব গভীর!
রূপক অনেক কিছু।
সময় ও পরিস্থিতে অনেক কিছুই পাল্টে যায়।
সব মিলিয়ে সুন্দর।

০৩ রা জুন, ২০১৬ রাত ১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্য ছুঁয়ে গেল :)

সকল সুন্দর বেঁচে থাক, মন্দেরা মরে যাক ...

অন্তহীন শুভকামনা ও শুভেচ্ছা

১২| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

রাবেয়া রাহীম বলেছেন: কতো অভিনয়, কতো সত্য-মিথ্যার মুখোশ ছুঁড়ে ফেলে নিষ্পাপ কিছু চাওয়ার কবিতায় অনেক শুভ কামনা।

কবিতায় অনেক ভাল লাগা ভাইজান +++++++++

০৩ রা জুন, ২০১৬ রাত ১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মেকিত্ব আর মূখোশের আড়ালে কখন যে সবাই নিজের আত্ম পরিচয়ই ভুলে গেছে নিজেও জানে না।তাই দু-একজন সহসা সে পরিচয় নিয়ে সামনে এলে তারেই উল্টো বলে পাগল ;)

যদিও একসময় সব মূখোশ ঝড়ে যায়
যেমন আসে তেমনি ফিরে যায়- কর্ম, বোধ আর অনুভবের
বিশাল বোঝা নিয়ে -তখন আর সত্য পরিচয়ে ফেরার সময়টুকই থাকে না :)

ভাললাগাটুকু হৃদয়ে তোলা রইল বুবু জান :)

১৩| ০২ রা জুন, ২০১৬ রাত ৮:৩৫

আ ন ম খাদেম বলেছেন: চখের সামনেই নাদেখা অসাধারণ এক অনুভূতি ছুয়ে গেলো আমাকে! ভালো লিখেছেন

০৩ রা জুন, ২০১৬ রাত ১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার গভীর অনুভবে আপ্লুত :)

অন্তহীন শুভেচ্ছা আর কৃতজ্ঞতা

১৪| ০২ রা জুন, ২০১৬ রাত ১০:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: রাতের সন্ধান আমরণ চলছে চলবে চলছে।

০৩ রা জুন, ২০১৬ রাত ১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাতের সন্ধান আমরণ চলছে চলবে চলছে।

সহমত প্রফেসর শঙ্কু । অনেক অনেক ধন্যবাদ রাতের অনুভবে ভাসায় :)

অন্তহীন শুভেচ্ছা ও শুভকামনা

১৫| ০৩ রা জুন, ২০১৬ সকাল ৭:৫৪

জে.এস. সাব্বির বলেছেন: কতকাল হে ,দেখিনিকো এই
কবিতার এ ভাবাবেগ
ভৃগুদায় আপ্লুত আমি
মনে জাগে শত উদ্বেগ ।

বস্তির নাকটেপা গন্ধে
মিলনে মধুময় ঐ রাত
লুকিয়ে কি হেথা শত অনুরাগ
শত সংঘাত-নির্ঘাত ।

জানিনা আমি বুঝিনা আমি
কবিতা কিবা তার ছন্দ
কবিতাতে আমি রসবোধ থেকে
খুজে চলি কিছু দ্বন্দ্ব ।

সেই আশাতে পাই যদি কভু
এইরূপ কবিতা
কিছুটা হলেও দূরে চলে যায়
মনের হৃদ্বতা ।

কৃতঞ্জ তব তরে হে কবি
দিয়েছ কবিতা তাই
এভাবেই যেন হাজার বছর
কবিতা পড়তে পাই ।

০৩ রা জুন, ২০১৬ সকাল ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ হে ছড়াকার
ছড়ায় মুগ্ধ আমি তোমার :)

লিখতে লিখতে
পরতে পরতে
নিশ্চয় আসবে সেদিন
তোমার লেখা পরে
কেউ লিখবে ছড়া
হবে খুশির সেদিন ।

১৬| ০৩ রা জুন, ২০১৬ সকাল ১০:৪০

জুন বলেছেন: একটুখানি ঘুমানোর জন্য আকুতি শুধু নয় এতে অনেক কিছুই বলেছেন বিদ্রোহী।
আকুতি ছড়িয়ে পড়া কবিতায় প্লাস
+

০৩ রা জুন, ২০১৬ দুপুর ১২:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপু।

অনেক কিছু আর আকুতির অনুভবে প্রীত। শুভেচ্ছা অন্তহীন

১৭| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১২:০৪

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



যে রাতের খোঁজে পাগলপারা , সে রাত কোথায় নামে ? কার চোখে ?

জ্ঞান বৃক্ষের ফলাস্বাদন তো হয়েই গেছে । ওটাই তো হলো মুশকিল । শিশুদের মতো চোখ যে আমরা হারিয়ে ফেলেছি কবে !!!!!!!

কবিতার মূল কথাটি বড়ই আবেগে মথিত ।
++

০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

আপনার উপলদ্ধিতে প্রীত। আসলেই আমরা সেই নিষ্পাপ সরলতা হারিয়েছি বলেই সবই হারিয়ে গেছে।

প্লাসের জন্য ধন্যবাদ আরেকবার :)

১৮| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১২:১৭

অন্তু নীল বলেছেন:
"""আমাকে শিশুর চোখে নামা রাত দা্ও"""

+++

০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ অন্তুনীল :)

আহবানে সহমতে পুলকিত :)

শুভেচ্ছা নিরন্তর

১৯| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:২১

লক্ষ্মীছেলে বলেছেন: যার বুকের গভীরে বিধাতা কোন এক অকারন কারনে ভুলে গেলেন বসাতে ঘৃণার থলি,
যখনি সে মোর দারে এসেছে গতে বিগতে যতটা অচেনা রূপ লয়ে, চোখ দুটি ভরেছে জলে;
তবু দু'হাতে আলগোছে সরায়ে রেখেছে সে, দ্বিরেফ,মধু্‌প, ষটপদ, মধুভৎ, শিলীমুখ, অলি__
চারিদিকে শতেক চোখ রাখা বিষধর নাগিন, চেলা বিচ্ছু লয়ে, থাকে প্রহরায় সবুজ এক চোখ স্থির জ্বেলে, যে চোখ দেখেনা।
দেখে বাকি নিরানব্বই কালো চোখ, ঝোপের আড়ালে দাড়ায়ে, সুযোগের অপেক্ষায়......
কি করে আঁধারে থেকে দ্বিরেফ কে নিবে আপনা লয়ে টানি।
পেটে তার ক্ষুধা এখনও যে মরেনি, ওহে অরি রিপু অরাতি তুমি এই অদৃশ্য বিটপী কে দেখনি, দেখনি তার সমিরন...
ওই সমীরণ কতটা আগলে রাখে তার দ্বিরেফ, শিলীমুখ, মধুপ, ষটপদ, মধুভৎ, শিলীমুখ অলি কে অলকে__

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেন এত চেনা __অচেনার রুপ বদলের খেলা বারবার
আর রুপ বদলেও সেতো সেই একজনই
শতেক চোখে নামেও এক চোখ..কোটি চোখে-নামেও এক

ঘৃনার বিষথলিতেতো ঘৃনাই অবশিষ্ট থাকে
সেই ভাল আগলে রাখা দ্বিরেফ, শিলীমুখ, মধুপ, ষটপদ, মধুভৎ, শিলীমুখ অলি কে অলকে__

২০| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:২৫

লক্ষ্মীছেলে বলেছেন: +++++++ লাকি 7 প্লাস ......


যার বুকের গভীরে বিধাতা কোন এক অকারন কারনে ভুলে গেলেন বসাতে ঘৃণার থলি,
যখনি সে মোর দারে এসেছে গতে বিগতে যতটা অচেনা রূপ লয়ে, চোখ দুটি ভরেছে জলে;
তবু দু'হাতে আলগোছে সরায়ে রেখেছে সে, দ্বিরেফ,মধু্‌প, ষটপদ, মধুভৎ, শিলীমুখ, অলি__
চারিদিকে শতেক চোখ রাখা বিষধর নাগিন, চেলা বিচ্ছু লয়ে, থাকে প্রহরায় সবুজ এক চোখ স্থির জ্বেলে, যে চোখ দেখেনা।
দেখে বাকি নিরানব্বই কালো চোখ, ঝোপের আড়ালে দাড়ায়ে, সুযোগের অপেক্ষায়......
কি করে আঁধারে থেকে দ্বিরেফ কে নিবে আপনা লয়ে টানি।
পেটে তার ক্ষুধা এখনও যে মরেনি, ওহে অরি রিপু অরাতি তুমি এই অদৃশ্য বিটপী কে দেখনি, দেখনি তার সমিরন...
ওই সমীরণ কতটা আগলে রাখে তার দ্বিরেফ, শিলীমুখ, মধুপ, ষটপদ, মধুভৎ, শিলীমুখ অলি কে অলকে__

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: লাকি ৭ +++++++ এর জন্য লাকি ৭ জনমের শুভ কামনা ;)

২১| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৪৩

মাহমুদ ফারুক (বাবুই) বলেছেন: মুগ্ধ হলাম,গভীরতা চমৎকার,শুভ কামনা....হে কবি

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মুগ্ধতায় আমার হৃদয় রঙিন হল :)

অনেক অনেক শুভেচ্ছা ..

২২| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৫৩

মুসাফির নামা বলেছেন: আমাকে শিশুর চোখে নামা রাত দা্ও
জ্ঞান বৃক্ষের ফলাস্বাদনের আগেই -অনেক দিন ঘুমাই নি।


শেষ দুই লাইন বুঝিনি কেন?

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো!

মুসাফির ভাইয়ের তো এমন হবার কথা না ;)
উপরে অনেকেই বোধটুকুন ছুঁয়ে ছুঁয়ে গেছেন- বিভিন্ন ভাবে :)

এটা কবির শতভাগ ব্যর্থতা বলেই মেনে নিনু ;)

২৩| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:০০

জেন রসি বলেছেন: রাত্টাই যেন সময়ের আবর্তে যাপিত জীবনের সাক্ষী হয়ে গেছে।

মুগ্ধ হলাম বিদ্রোহী ভৃগু ভাই।

+++

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মুগ্ধতাটুকু হৃদয়ে তুলে রাখলাম জেন রসি ভাই।

রাত বদলই যেন জীবন, বোধের, চেতনার বদলের চিত্রলেখ ফূটিয়ে তোলে__ অনুভবের দৃষ্টি র'লে মোটা দাগেই ভাসে ।

শুভকামনা ও শুভেচ্ছা অন্তহীন

২৪| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার এবং অতি চমৎকার !!!

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ! লিটন ভাই! কেমন আছেন?

আপনার অতি চমৎকার অনুভবে প্রীত হলাম।

শুভেচ্ছা অন্তহীন।

২৫| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

লক্ষ্মীছেলে বলেছেন:

এক যা, তা নিজ দিতে পারি কবর
দুই যা তা আত্মা, নাই তাহার মরণ... খালি .........।। #:-S 8-| :P

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
খালি চক্রাবর্তে ঘোরাঘুরি, তাও কখন কোন ইষ্টিশন নাই তার ঠিক ঠিকানা ....

২৬| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: হাহাকারময় লেখা! নিপুণভাবে অনেককিছুই ফুটে উঠেছে । "আমাকে শিশুর চোখে নামা রাত দা্ও
জ্ঞান বৃক্ষের ফলাস্বাদনের আগেই -অনেক দিন ঘুমাই নি।" আমিও অনেকদিন ঘুমাইনি ।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সাধূ!

নিপুন অনুভবে ভাললাগা। শুভেচ্ছা অনেক অনেক।

২৭| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:৩১

লক্ষ্মীছেলে বলেছেন: আমাকে শিশুর চোখে নামা রাত দা্ও
জ্ঞান বৃক্ষের ফলাস্বাদনের আগেই -অনেক দিন ঘুমাই নি। সত্যি অনেক রাত... অনেক দিন.........

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ...

শুভেচ্ছা

২৮| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:৩৩

লক্ষ্মীছেলে বলেছেন: হুম।
খালি চক্রাবর্তে ঘোরাঘুরি, তাও কখন কোন ইষ্টিশন নাই তার ঠিক ঠিকানা .... হুম ঠিক তাই।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ..
মুক্তি চাই। অন্তহীন চক্র থেকে স্থায়ী মুক্তি। ইচ্ছা মাফিক আসা যাওয়ার সম্মাননা।

২৯| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৬

লক্ষ্মীছেলে বলেছেন:

আজ কের দিন টা ইকটু দেখি, নয়ন ভরে ব্লগ টাকে দেখি, তারপর না হয়________________________________

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
শুধু আজ কেন। অন্তহীন চলুক নয়ন ভরে দেখাদেখি কমেন্ট ভরে নিজেকে প্রকাশ আর ব্লগ ভরে ভাবনার মাখামাখি!

যত খুশি :)

৩০| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৫৩

লক্ষ্মীছেলে বলেছেন: এমন করে বলছেন কেন;

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিতো উত্তর দিচ্ছি। আপনার প্রকাশের মাত্রানুপাতে মাত্র :)

অকে, ভাল থাকুন।

৩১| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুণ দারুণ সব কবিতা লিখছেন ! আপনার কবিতাগুলি পড়ে শুধু মুগ্ধই হচ্ছি ।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: লিটন ভাই, শুভেচ্ছা

আপনার মুগ্ধতাটুকু হৃদয়ে তুলে রাখলাম :)

ধন্যবাদ অনেক অনেক

৩২| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার হয়েছে ভৃগুদা।

পুরাই মাথার উপ্রে দিয়া গেছে। আমিও একটা রাত চাই ঘুমোবার জন্য :)

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইডা কি কলেন ভাইডি ;)

যাক উপ্রে দিয়া বা নীচ দিয়া - রাত তো চাইছেন... তাতেই হবে :)

চমৎকারীত্বে আপনার উপলদ্ধির গুন , শুভেচ্ছা অনেক অনেক

৩৩| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: একটা রাত খুঁজছি ঘূমাবো বলে – কতকাল ঘুমাইনি!

ইয়ে শিরোণামে একটু দেখবেন?

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইয়ে, বিজন দার চোখ বলে কথা! ;)

দেখেছি।

অনেক ধন্যবাদ

৩৪| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৪০

বিজন রয় বলেছেন: আপনি যদি ব্লগে শুধু কবিতাই লিখতেন তো অনেক ভাল হতো।
সত্যিই।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৪:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার হৃদয়োৎসারিত আন্তরিক মন্তব্যে আপ্লুত।

অনেক দিন বাদ রেখেছিলাম। আপনাদের ভালবাসা পেলে এ চলাই হয় - হোক অন্তহীন :)

আপনার কোবতে গুলোতো জাস্ট মন্ত্রমুগ্ধ করে রাখে! :)

৩৫| ০৫ ই জুন, ২০১৬ রাত ১২:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: অনেকদিন পর অসাধারন একটা কবিতা পড়লাম । ভালো লাগল । এমনটি আরও চাই ।

০৫ ই জুন, ২০১৬ রাত ১২:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু। ভাললাগা টুকুই আমার সেরা প্রাপ্তি।

মাঝখানে অনেকদিন গায়েব হয়েছিলেন???? অনেকদিন পর দেখে ভাললাগল।

৩৬| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাকে শিশুর চোখে নামা রাত দা্ও
জ্ঞান বৃক্ষের ফলাস্বাদনের আগেই -অনেক দিন ঘুমাই নি।


ইশ কি সুন্দর কথা
ভাল লাগল কবিতা
আমার এত্তগুলা ঘুম আসে কিন্তু টমজেরী ঘুমায় না বাধ্য হয়েই জাইগা থাকতে হয়

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

টম এন্ড জেরী এখনো ঘুম কেড়ে নেয় আমারও ;)

সুন্দর কথার মুগ্ধতাটুকু হৃদয়ে তুলে রাখলাম। শুভেচ্ছা অনেক অনেক :)

৩৭| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই টম জেরী কিন্তু বাস্তবের টমজেরী হাহাহাাহ তা-সীন + তা-মীম

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুনতো!

তা-সীন + তা-মীমকে আমার শুভেচ্ছা জানাবেন। টুইন ?

টুম এন্ড জেরী লাইভ শো দেখার বাসনা রইল ;)

৩৮| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: টুইন না ... সাড়ে চার বছরের ছোট বড় । কিন্তু সেই টম জেরীর মতই সারা ঘরময় যুদ্ধ সারাদিন উহ অসহ্য ...

বড়টা সেভেনে পড়ে
ছোটটা টুতে

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ও...

ভালতো। এইটুকুই জীবনের সূখ-স্মৃতি। যতটুকু পারেন অনুভব করতে দিন। জ্ঞান বৃক্ষের ফলাস্বাদনের আগেই।

এরপরতো জীবনের টানা-পোড়েন অন্তহীন। আল্লাহ তাদের জীবনকে সূখময় করুক, আপনাদের সহ :)

৩৯| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ওদের নিয়ে আল্লাহ ভালই রেখেছেন সকল কষ্টের প্রহরে ওরাই আমার সুখের বিনোদন। দোয়া করবেন
অনেক ধন্যবাদ দাদা

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

৪০| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৩১

নীলপরি বলেছেন: আমাকে শিশুর চোখে নামা রাত দা্ও
জ্ঞান বৃক্ষের ফলাস্বাদনের আগেই -অনেক দিন ঘুমাই নি।


গভীর কথাগুলো কি সুন্দর সহজ করে লিখেছেন । অপূর্ব লাগলো । ++

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

আপনাদের ভাললাগাই আমার সৃস্টির প্রাণ । অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

৪১| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ !

নগরীর লজ্জা আঁধারে হয় বিসর্জন
দিনের আলোয় মুখোশে নিষ্পাপ অর্জন !

কবিতা চমৎকার ।

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
আপনিওতো দারুন বল্লেন।

অনেক অনেক ধণ্যবাদ কথা... :)

অনুপ্রাণে সাথে চাই সবসময়, প্রশংসা, সমালোচনায়, ভালবাসায়।

শুভেচ্ছা অন্তহীন।

৪২| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪০

অদৃশ্য বলেছেন:



ভালো লেগেছে লিখাটি...

শুভকামনা...

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পুরানো ভ্রাতা :)

দীর্ঘসময় পর আপনার পোষ্ট দেখলাম। আশাকরি নিয়মিত থাকার চেষ্টা করবেন।

ভাললাগাটুকু হৃদয়ে সযতনে তোলা রইল :)

শুভেচ্ছা অনেক অনেক

৪৩| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

ডঃ এম এ আলী বলেছেন: আমাকে শিশুর চোখে নামা রাত দা্ও
জ্ঞান বৃক্ষের ফলাস্বাদনের আগেই -অনেক দিন ঘুমাই নি

অনেকদিন পর পেয়েছি মনের মত কবিতা একটি
মনে হয় আজকে হবে ভাল ঘুম ।

ভাল থাকার শুভ কামনা থাকল ।

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আপনার আন্তরিক মন্তব্যে মনটা ভরে গেল :)

আপনার ভাল ঘুমের কামনা রইল অন্তর থেকে :)

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ড. এম আলী।

৪৪| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও রইল ধন্যবাদ

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবারও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

৪৫| ০৭ ই জুন, ২০১৬ সকাল ৭:৩১

দিয়া আলম বলেছেন: তোমার ঘুম না হলেই ভালো :P

কোবতে ভালা হইসে জনাব :)

০৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অনেক অনেক শুভেচ্ছা...

৪৬| ১৩ ই জুন, ২০১৬ ভোর ৬:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি কঠিন কাব্যগো
অত বাপু বুঝিনা;
প্রথমেতো ভেবেছিনু
ঘুম কাঁড়ে জরিনা। :P

আহা বাপু চটো ক্যান
মনে কত দিলে গাল;
বুঝনা ক্যা যার মনে
যা আছে তা দেয় ফাল। :D :-B

১৩ ই জুন, ২০১৬ সকাল ১১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
নাহে ভায়া
কেন দেব গাল
তুমি হবে লাল ;)

সাথে আছো বলেই
লিখে যাই সাহসে
প্রেরণায় অগ্রনী তুমি
বল পাই মরমে।।

৪৭| ১৩ ই জুন, ২০১৬ রাত ৯:৩৫

অনিক চন্দ্র বলেছেন: গন্ধহীন মুগ্ধতা.....

১৩ ই জুন, ২০১৬ রাত ১১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয় ছোঁয়া মন্তব্যে ভাললাগা :)

শুভেচ্ছা অনেক অনেক

৪৮| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
রাতের অপেক্ষা রাতজুড়ে। দারুণ কবিতা। মুগ্ধতা।

০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা

মুগ্ধতাটুকু হৃদয় জুড়ে রয়ে গেল :)

৪৯| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪০

নীলকান্ত দা বলেছেন: অসাধারণ

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নীলকান্ত দা :)

শুভেচ্ছা অফুরান....

৫০| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: অসাধারণ অভিব্যক্তি। ভীষণ ভালো লেগেছে। :-B

১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫১| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৫১

বাকরুদ্ধ বহ্নিশিখা বলেছেন: বাহ্!দক্ষ হাতে সুনিপুণ গাঁথুনিতে অসাধারণ এক কাব্য,অপার মুগ্ধতা রইলো কবি।

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মুগ্ধতা ছূঁয়ে গেল :)

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা....

৫২| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৭

সিগনেচার নসিব বলেছেন: চমৎকার লাগল

আমাকে শিশুর চোখে নামা রাত দা্ও
জ্ঞান বৃক্ষের ফলাস্বাদনের আগেই -অনেক দিন ঘুমাই নি।

অনন্য কবি

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা

প্রেরণাদায়ী মন্তব্য ছুঁয়ে গেল~~~~

অনেক ধন্যবাদ

৫৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: শুধুই মুগ্ধতা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

মুগ্ধতাটুকু প্রেরণায় জমা রইল :)

৫৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৩

রাইসুল নয়ন বলেছেন: মুগ্ধপাঠ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপ্লুত
মুগ্ধতা টুকু প্রেরণা হয়ে রইল :)

শুভেচ্ছা অফুরন্ত

৫৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০৬

মুঃ ফাহিম রহমান বলেছেন: ভাবের গাম্ভীর্যতা প্রান্জলতার টুটি চেপে ধরতে পারেনি,আকাঙ্খার গভীরতায় মুক্তির আস্বাদ প্রবাহিত,সত্য নির্মল সুন্দর।

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: গভির থেকে অনুভুত আবেগে শ্রদ্ধা :)

অনেক অনেক শুভেচ্ছা

৫৬| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ২:৪২

sunny09 বলেছেন: রাত নামে বারে, দেশী মদের আখরায়
মাতালের গ্লাসে সকল ব্যর্থতা আড়াল করার নেশায়।
রাত নামে উপনসালয়ে, মোল্লা, পুরোহিতের ঘর
রাত নামে স্বপ্নের বেসাতি লয়ে।

- পুরোহিতের ঘরে হবে কি?

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
জ্বি পুরোহিতের ঘরে ই হবে!

নজরে আনায় কৃতজ্ঞতা :)

৫৭| ০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৪:২৫

রিফাত হোসেন বলেছেন: বিজন রয় বলেছেন: আপনি যদি ব্লগে শুধু কবিতাই লিখতেন তো অনেক ভাল হতো।
সত্যিই++++ মন্তব্যটা

কবিতাও + :)

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

বিজন দা,র অনুভবে কৃতজ্ঞতা আপনার সহমতেও :)

আপনারা আছেন বলেই লিখার অনুপ্রাণ পাই :)

শুভেচ্ছা অন্তহীন

৫৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৯

ওমেরা বলেছেন: চকমৎকার কবিতা ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.