নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রারম্ভিকা---
আকাশ মনে ঋতুর চেয়েও বেশি বৈচিত্র বাহার
জীবনটা যেন চলমান রেলগাড়ী ছুটছে অবিরাম
সময়, স্মৃতি, জীবনকে নিত্য অতীত করে
কালের স্রোতে হারিয়ে যায় -আবেগহীন
অনুভব---
নিশুতি ভ্রমনে জীবনের বোধগুলো
ধারালো হয়ে কেটে কেটে বসে হৃদয়ে
দুরের আকাশে অগুনিত তারা, চলমান মিটিমিটি আলো জ্বলা গ্রাম
ধূসর আঁধার চিরে চলমান জীবন
হালকা সুরের আবেশ, ঢুলু ঢুলু সহযাত্রী যেন জীবনেরই বহুমূখি বাস্তবতা
চালক একলা জেগে সকল প্রাণের দায় কাঁধে নিয়ে
আবেগ, অভিমান, কান্না প্রশ্রয়হীন
রাতের নিস্তব্ধতা ভাঙ্গে ইঞ্জিনের টানা গর্জন---
গন্তব্যে পৌঁছে চালকের খবর কে কবে রেখেছে????
দেহাতীত তোমাকে খোঁজার নিরন্তর চেষ্টায়
অনুভব গুলোকে খুঁড়ে চলেছি- এফোড় ওফোড়..
ভেজা বর্ষার আগলে রাখা_ তোমার চোখের জল
প্রচন্ড শীতে কবুতরের মতো বুকে ওম খোঁজা তৃপ্ততা
অথচ তুমি কত সহজেই অন্যের হয়ে গেলে?
দেহ হারিয়েও স্মৃতিরা মোছেনা কেন?
আজো কেন বর্ষারা বারেবারে ভেজায়
শীত এলেই মন আকুপাকু করে-স্মৃতির ওমে!
চাওয়া আর পাওয়ার ভেতর ব্যবধান আজন্ম হয় কেনো !
স্মৃতি কাতরতা---
স্মৃতির ঝাঁপি বন্ধ করেই রাখি! হাসির আভরনে
খুললেই যে জ্বালা, কষ্ট, যাতনা,
অথচ না চাইতেই তোমার কথা মনে হলেই
হুড়মুড় করে সব নেমে আসে-বৃষ্টি ফোটার মতো..
সহস্র মাইল দুরের শহরে তুমি---
কিন্তু হৃদয়ের জানালাটা খুলে দিলেই
তোমার সেই চেনা হাসি- সেই ঘ্রান, সেই কোমলোষ্ণতা!
মনে আছে কি ভীষন অসুস্থ হলে একবার!
জ্বরের ঘোরে প্রলাপ বকা- অথচ আমাকে পেয়েই
যেন পুরো সুস্থ তুমি! যেন কখনো অসুখই হয়নি!
প্রতি অঙ্গে অঙ্গ সখি যেন শুষে নেয় তোমার সকল উত্তাপ
টপটপ করে ছেড়ে দিলে জল-
এতভাল কেউ বাসে????
কী দ্রুত দিন বদলে যায় -মৃত্যুর গহবর থেকে ফিরে এসে
চেয়ে দেখি কেউ নেই কিছু নেই
নি:সীম শূন্যতায়, দিগন্তে একা...
আজো দূর হল কই?
প্রেমার্থের ব্যবচ্ছেদ---
রাধা! তুমি রাণী হলে! তোমার সূখেই আমি সূখী
আমার নিরন্ন সংসারে তোমার আটকাতে হয়নি ভেবে
শুধু ভালবাসায় কি জীবন চলে বলো? চাল, ডাল, নুন
বিলাস, ব্যাস, প্রতিযোগীতা, ষ্ট্যাটাসে
আমি যে অচল রাধা!
আর কিছু জানিনে যে,-- ভালবাসা ছাড়া!
সেই ভাল হলো! তুমি স্বর্ন চূড়া খোঁপায় বেধে
রানীর মতো গ্রীবা উঁচু করে যখন হেটে যাও
তোমার আরো ভরাট স্বাস্থ্য, রুপের জেল্লা সূখের হাসি
একটুও কষ্ট দেয়না জানো! বরং মনে হয়-যদি ভূল করেও
ভালবাসায় ফেসে যেতে-তখন হয়তো আমিই বেশি কষ্ট পেতাম!
বিমূর্ত ভাবনা----
গানের মতো বলতে হয়-
চারিদিকে রাখবি খবর সে না যেন দেখতে আসে
আমারে জাগিতেই হবে যদিগো তার নয়ন ভাসে..
হয়তো তোমার কিছূই মনে নেই। হয়তো যেভাবে ভাবছি
কেবলই আত্মার স্মৃতি মন্থন! সেই ভাল। কবিদের ভালবাসতে নেই
বুক ভরা কেবল আবেগের বন্যা। জীবনতো শুধু আবেগে চলেনা তাইনা
কর্পোরেট জমানায় কবিতায়ও চাই হিসেব-নিকেশ
আচ্ছা তুমি বলোতো- প্রেমিক কি কখনো ব্যবসায়ী হয়?
কাকে বোঝাবো! তাইতো নিভৃতে আত্মমগ্নতায় ডুবে থাকা।
সূখী স্বর্গানুভূতি-----
তোমার অনুভবের অনুভূতিতে বুদ হয়ে
কেবলই ভালোবেসে যাই তোমায়,
হৃদয়ের জমে থাকা কত শত স্মৃতি কথা
রোমন্থনের মাঝেই মুছে যায় সব হতাশা
নেশা নেশা ভালবাসা কি একেই বলে !
আজকাল মনে হয়
তোমাকে ভালোবেসে যাওয়া ছাড়া
অন্য কোনও পথ আর নেই,
রাধা -একটা শেষ না হওয়া উপাখ্যানের নায়িকা
যে ভালবেসে ছিল, ভালবাসতে শিখিয়েছিল,
না ছুঁয়েও বুঝিয়েছিল কি করে সারাক্ষণ ছুঁয়ে থাকা যায় ----
২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
যখন বাকরুদ্ধ! যখন ইচ্ছের ঘরে শতেক ধারা
প্রকাশের স্বত:স্ফূর্ততাতো আর কৌটায় আটকে রাখার নয়! তাই প্রকাশ হয় নানা রুপে নানা রঙে!
হুম।
শুভেচ্ছা ব্লগাবাড়িতে আসায়!
২| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
বিজন রয় বলেছেন: আমি কবি নই।
২১ শে মে, ২০১৬ রাত ৮:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে আপনার ভালবাসায় কোন মানা নেই
মন প্রাণ উজার করে ভালবাসুন
৩| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
বিজন রয় বলেছেন: তাই আমাকে ভালবাসার দরকার নেই।
২১ শে মে, ২০১৬ রাত ৮:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা। অমন মিছে কথা কতি পাল্লেন ভাই
ভালুবাসা ছাড়া কি মানুষ বাঁচে? আপ্নে যেহেতু স্বীকার করেচেন আপনি কবি নন- তবে আর ভয় কি? না হয় কর্পোরেট ভালবাসাই নিন
অনেক শুভেচ্ছা। অনেক দিন পর পেলাম মনে হয়
৪| ২১ শে মে, ২০১৬ রাত ৮:০৫
চিক্কুর বলেছেন: রাধা রানী কোথায় গেলে?
ভৃগু ভাই যে কেঁদে মরে।
২১ শে মে, ২০১৬ রাত ৮:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অমন করে
কাটাঘায়ে নুনের ছিটা
দিওনা ভাই
ছন্দ ভরে!!!!! হা হা হা
অনেক ধণ্যবাদ ভাই।
৫| ২১ শে মে, ২০১৬ রাত ৮:১০
পুলহ বলেছেন: কিছু কিছু প্রশ্ন একেবারে ভেতরে গিয়ে আঘাত করে-
"... গন্তব্যে পৌঁছে চালকের খবর কে কবে রেখেছে?"
"...দেহ হারিয়েও স্মৃতিরা মোছেনা কেন?"
প্রেমার্থের ব্যবচ্ছেদ অংশটুকু পড়ে সত্যি সত্যিই একজন অসহায়, বঞ্চিত প্রেমিকের ছবি স্পষ্ট হয়ে ওঠে। আশ্চর্য হলাম আপনার লেখনীর শক্তি দেখে।
"প্রতি অঙ্গে অঙ্গ সখি যেন শুষে নেয় তোমার সকল উত্তাপ..."-- জ্ঞানদাসের কবিতা মনে পড়ে গেলো-
"রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।"
শেষ লাইনটা খুবই সুন্দর !
আচ্ছা ভাই- আপনি যে ফর্মে কবিতাটা লিখেছেন (এর আগেও লিখেছিলেন), এই ফর্মটার কি কোন নাম আছে ?
শুভকামনা এবং পোস্টে প্লাস।
২১ শে মে, ২০১৬ রাত ৮:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পুলহ
আপনার মনোযোগী পাঠ এবং উপলদ্ধি ছুঁয়ে গেল।
উরিব্বাস, প্রণাম গুরুদাসে- তাদের ছাই ধুলো সমান হতে পারলেও জীবন ধন্য। আপানর মন্তব্য আমার অনুপ্রেরণা হয়ে থাকল।
আসলে এ ব্যাপারে আমার অজ্ঞতা ক্ষমা করবেন।
কাব্য আর ভাবের ব্যঞ্জনাই আমাকে অনুপ্রাণীত করেছে অনুচ্ছেদ কাব্যে। এর আগে রাধা-কৃষ্ণের গীত কাব্যে সর্গ / অধ্যায় ভাগটা আমার মনে ধরেছিল। বিভিন্ন আবেগে বিভিন্ন সর্গে বিন্যাস করা। তার ছায়া থেকেই অনুপ্রানীত হয়ে লিখছি বলতে পারেন।
৬| ২১ শে মে, ২০১৬ রাত ৮:২৮
মিজানুর রহমান মিরান বলেছেন: রাধা! তুমি রাণী হলে! তোমার
সূখেই আমি সূখী
আমার নিরন্ন সংসারে তোমার
আটকাতে হয়নি ভেবে
শুধু ভালবাসায় কি জীবন চলে বলো?
চাল, ডাল, নুন
বিলাস, ব্যাস, প্রতিযোগীতা,
ষ্ট্যাটাসে
আমি যে অচল রাধা!
আর কিছু জানিনে যে,-- ভালবাসা
ছাড়া! .
খাটি কথা! শুধু ভালোবাসায় কিন্তু জীবন চলে না।
২১ শে মে, ২০১৬ রাত ৮:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ @ মিরান ভ্রাতা
যদিও প্রেমের প্রথমাবেগে তোমার সাথে গাছতলাতেই জীবন পার করে দোবো আবেগ থাকে- কিন্তু অচিরেই তা বাস্তবতার কষ্টিতে ঘষা খেয়ে আসল রুপে ফিরে যায়!
কবিতায় আর কি লিখব
যখন চোখের জলে লিখেছি উপাখ্যান
কবিতায় আর কি লিখব
যখন হৃদয়ানলে পুড়েছি সব স্বপ্নের প্রাণ।
৭| ২২ শে মে, ২০১৬ সকাল ৭:২৭
নীলপরি বলেছেন: কেবলই আত্মার স্মৃতি মন্থন! সেই ভাল। কবিদের ভালবাসতে নেই
হয়তো বা । কিন্তু তাদের ভালোবাসা নামক রোগেই ধরে আর তা কোনো অ্যান্টিবায়োটিকেই সারে না !
কবিতায় ভাবের প্রকাশ অসাধারণ লেগেছে । ++
২২ শে মে, ২০১৬ দুপুর ১:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি!
ভাল বলেছেন।
অসাধারন লাগাটুকু হৃদয়ে তুলে রাখলাম। শুভেচ্ছা অনেক অনেক।
৮| ২২ শে মে, ২০১৬ সকাল ৮:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: রাধিকারা ভালোবাসতে শেখায়, আবার দূরেও সরে যায়!
২২ শে মে, ২০১৬ দুপুর ১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
আবার তাদের বিহনে সৃষ্টির অপূর্ণও রয়ে যায়!
তাইতো যুগে যুগে কালে কালে রহস্যেমোড়া রাধিকারাই জীবনের প্রাণ
অনেক শুভেচ্ছা সাধু দা।
৯| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: পুরো একটি গল্পকথা খুঁজে পেলাম। দারুণ হয়েছে। +।
কিন্তু টাইপে সচেতন হতে হবে।
২২ শে মে, ২০১৬ দুপুর ১:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা।
হুম। ভাল কথা মনে করেছেন। ধন্যবাদ।
১০| ২২ শে মে, ২০১৬ বিকাল ৩:০৩
মুসাফির নামা বলেছেন: বিদ্রোহের ঝান্ডা হাতে নিয়ে দেখি একের পর এক প্রেমকাব্য,তা শুধু কাব্য না, মহাকাব্য।
তাহলে তাই হোক ,এক হাতে থাকবে বিষের বাঁশী অন্য হাতে জলপাইয়ের ঢাল।
২২ শে মে, ২০১৬ বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
এক হাতে থাকবে বিষের বাঁশী অন্য হাতে জলপাইয়ের ঢাল - ভালই বলেছেন!
কি আর করা যুদ্ধে যখন নিয়ম থাকে তখন যুদ্ধ চলে। যখন মাৎসানায় আসে তখন কৌশলই উত্তম- নয়? রণতুর্যের সময়ে মিনিমাম গুম হবার ভয় ছিল না
১১| ২২ শে মে, ২০১৬ বিকাল ৩:০৫
জেন রসি বলেছেন: কবিদের ভালোবাসতে নেই এটা সিদ্ধান্ত। সিদ্ধান্তের কারন নিশ্চয় তীব্র ভালোবাসার প্রতিক্রিয়া!
২২ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবির ভাবনা - একমত না হয়ে উপায় কি?
তীব্রতা নেগেটিভ না পজেটিভ তা নিয়ে থিসিস হতে পারে বটে
অনেক ধন্যবাদ জেন রসি। শুভেচ্ছা
১২| ২২ শে মে, ২০১৬ বিকাল ৩:৪০
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ সব অনুভূতি , দারুণ ভালো লাগায় মুগ্ধ । সব চেয়ে ভালো লাগলো অনুভব এর কথা গুলো । প্রিয়তে নিয়ে নিলাম - অনুভূতির অক্ষর গুলো রয়ে যাক আমার ঘরে ।
২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাকরুদ্ধ!
আপনার মুগ্ধতা টুকু আমার শ্রেষ্ঠা পাওনা হয়ে রয়ে গেল প্রিয়তা রেখে আরও বেশী কৃতজ্ঞতার বাঁধনে বেঁধেছেন বলে শুকরিয়া..
অনেক অনেক শুভেচ্ছা
১৩| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:৫০
রাবেয়া রাহীম বলেছেন: অনেক শুভ কামন , অভিনন্দন ।
২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
১৪| ২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
মনিরা সুলতানা বলেছেন: বিদ্রহী ভাই অনেক ভাল লাগলো আপনার এভাবে আলদা করে কাব্য ।
শুভ কামনা
২২ শে মে, ২০১৬ রাত ৮:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরাপু
আপনার ভাললাগা অনুপ্রাণীত করলো। অনেক অনেক শুভেচ্ছা
১৫| ২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার!
২২ শে মে, ২০১৬ রাত ৮:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনার বলা চমৎকার - র'ল সাহস হয়ে পথ চলার
অনেক অনেক শুভেচ্ছা
১৬| ২২ শে মে, ২০১৬ রাত ৮:১৯
কল্লোল পথিক বলেছেন:
রাধিকারা ভালোবাসা শিখিয়ে,পরে দূরে সরে চলে যায়।
২২ শে মে, ২০১৬ রাত ৮:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: কাছে দূরের চক্রেইতো চলছে জীবনের আবর্তন!
সব সময় কাছে থাকলে মনে হয় সবচে প্রিয়টাও সাধারন হয়ে যায়
দূরত্ব সম্পর্ককে নিকটও করে কখনো কখনো
অনেক শুভেচ্ছা পথিক ভাই।
১৭| ২২ শে মে, ২০১৬ রাত ৮:৩৫
রাবেয়া রাহীম বলেছেন: ভাইজান , মেজাজ চরম খারাপ । ফেবু তে আসেন।
২২ শে মে, ২০১৬ রাত ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অকে
১৮| ২২ শে মে, ২০১৬ রাত ১০:৩৮
দীপংকর চন্দ বলেছেন: কাব্যগল্পে মুগ্ধতা!
অনেক ভালো লাগলো মন্তব্য এবং প্রতিমন্তব্যও।
অামার শুভকামনা জানবেন। অনেক।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২২ শে মে, ২০১৬ রাত ১০:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দীপংকর দা
আপনার ভাললাগা আমার পাথেয়। অনেক অনেক শুভেচ্ছা
১৯| ২২ শে মে, ২০১৬ রাত ১০:৫৮
সিলা বলেছেন: ভেজা বর্ষার আগলে রাখা_ তোমার চোখের জল
প্রচন্ড শীতে কবুতরের মতো বুকে ওম
খোঁজা তৃপ্ততা
অথচ তুমি কত সহজেই অন্যের হয়ে গেলে?
দেহ হারিয়েও স্মৃতিরা মোছেনা কেন?
আজো কেন বর্ষারা বারেবারে ভেজায়
শীত এলেই মন আকুপাকু করে-স্মৃতির ওমে!
চাওয়া আর পাওয়ার ভেতর ব্যবধান আজন্ম হয়
কেনো !
সত্যি কেনো????
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই কেনর উত্তর আজো কেউ খুঁজে পেয়েছে????
এইজন্যেইতো এত কবিতা এত গান এত বিরহ!
কষ্ট, মধুর কষ্ট- তাইতো সকলেই জেনেশুনেও বিষপান করে এ যেন মধুর মরণ
অনেক দ্যণবাদ সিলা।
২০| ২৩ শে মে, ২০১৬ দুপুর ২:১৭
হামিদ আহসান বলেছেন: পড়তে ভাল লেগেছে ৷
২৩ শে মে, ২০১৬ দুপুর ২:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আহসান ভাই।
আপনার ভাললাগা আপ্লুত করলো
শুভেচ্ছা অনেক
২১| ২৩ শে মে, ২০১৬ দুপুর ২:২৩
আমি অথবা অন্য কেউ বলেছেন: চমৎকার প্রয়াস ভৃগু ভাই। +
২৩ শে মে, ২০১৬ দুপুর ২:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আিম অথবা অন্য কেউ ভ্রাত
প্লাসের জন্য অনেক শুভেচ্ছা
২২| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৮
অদৃশ্য বলেছেন:
লিখাগুলোই ভালোলাগা...
শুভকামনা...
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাললাগা টুকুই আনন্দ।
অনেক শুভেচ্ছা আপনার জন্য
২৩| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৩:০৪
রাবেয়া রাহীম বলেছেন: ভাইজান ---আসসালামুয়ালাইকুম--
শরীর ভালো আছে ?
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়ালাইকুম আস সালাম বুবু
আলহামদুলিল্লাহ । ভাল। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা খোঁজ নেয়ায়
২৪| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৭
ঘটক কাজী সাহেব বলেছেন: ঠিকই কইছুইন কবি গোর ভালোবাইসতে নেই এর লাই ঘটকগোর ভালোবাসুইন বুজ্জুইন আমারে, দেকবাইন খালি মাইয়া আর মাইয়া ঠিকই কইছুইন কবি গোর ভালোবাইসতে নেই এর লাই ঘটকগোর ভালোবাসুইন বুজ্জুইন আমারে, দেকবাইন খালি মাইয়া আর মাইয়া
২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আফনে কি রঙধনু ঘটক নাকি তৃতীয় লিঙ্গের আফনের ডায়ালগ আর কালেকশন দেইখ্যা সুন্দেহ হইল আরকি
২৫| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
ঘটক কাজী সাহেব বলেছেন: রঙধনু ঘটকটা কি আবার এ্যা আর তৃতীয় লিঙ্গ হইবার যাইমু ক্যারে, চতুর্থ পঞ্চম হইবার পারিনা এতু সন্দেহ ভালু না। আই ঘটক সাব বাছ হুমম রাগাইবাইন না কোলও
২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
রেগেতো গেছেনই! রাগামু আর কি?
ঘটক সাব ঘটকালি করেন- কবিতা সবিতার মাঝে কি কাম ই সবতো ঘটকালীর আইটেম না
আপ্নে রাগলেই আমার কি। নতুন বিয়ার শখ নাই তো...অবিবাহিতরা না হয় আপ্নেরে তোয়াজ কইরবে..বিবাহিতরা পাইলে ডান্ডা নিয়া দৌড়ানি দিতে পারে- এই ঘটকই আমাগো জীবনটারে জীবিত থেকে বিবাহিত বানাইছে- ধর ওরে..
২৬| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
ঘটক কাজী সাহেব বলেছেন: এই ঘটকই আমাগো জীবনটারে জীবিত থেকে বিবাহিত বানাইছে- ধর ওরে.. তা বিয়া ডা কোন ঘটক সাবরে দিয়া কইরলেন গো পাড়লে ধরুনইছে, আয় তই তই তই কবিতা তো কবিরা লেখে , আর সবিতা হইলো মাইয়া হেইডাই তো দরকার মুমবাত্তি জ্বালাইয়া খুঁজতাছি মাইয়া ডা গিলু কই চক্ষু আন্ধা হইয়া যাইতাছে
২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: নাহ! ঘটকালির কলংক হয়েই থাকবেন দেখা যাচ্ছে সবিতারে খুজতে কবিতা ব্লগে আইসা মুমবাত্তি জ্বালাইতেছেন! চু চু চু
১ দিন ১৯ ঘন্টায়তো দেখি ভালই ইমোটিকন মারছেন! ২ পোষ্টে মনে হয় কয়েকশ পার হয়ে যাবে।
তা যান। চোখ আন্ধা হবার আগে খুঁজে বের করুন।
পুপা হলে কথা নাই- নতুন হলে স্বাগত আর আরেকটু রয়ে সয়ে । ভাল থাকুন।
২৭| ২৪ শে মে, ২০১৬ রাত ৮:৫৫
সোজোন বাদিয়া বলেছেন: কবিতা তো স্বর্গীয় আবেগে ভরপুর। প্রকাশটাও খুবই সুন্দর হয়েছে। তারপরেও কামনা করি কবিতাটা যেন সত্য না হয়। কবিদের প্রেমে পড়া উচিত না, কারণ কবিদের মহাদোষ - তারা ভুলতে পারে না বা ভুলতে চায় না।
২৪ শে মে, ২০১৬ রাত ৯:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা অসাধারন বলেছেন ভাই।
অনেক অনেক ধণ্যবাদ। কবিদের মহাদোষের কথা আর কি বলব? ভুলে গেলে লিখবে কি নিয়ে! তাই এ যেন জেনে শুনে বিষপানের মতো.. কষ্টকে জিউয়ে রাখা সৃষ্টানন্দে
অনেক অনেক শুভেচ্ছা
২৮| ২৪ শে মে, ২০১৬ রাত ১১:২৬
অগ্নি সারথি বলেছেন: অনুভূতির চরম প্রকাশ ঢং! ভালোলাগা রেখে গেলাম কবি।
২৫ শে মে, ২০১৬ দুপুর ১:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সারথী ভাই।
ভাললাগা টুকু হৃদয়ে জমা রইল
শুভেচ্ছা
২৯| ২৫ শে মে, ২০১৬ রাত ১:২৪
ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতাগুচ্ছে খুব ভাল লাগা রইল।
২৫ শে মে, ২০১৬ দুপুর ১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডানা
ভাললাগা টুকু হৃদয়ে জমা রইল। শুভেচ্ছা অনেক অনেক।
৩০| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:১৫
শামছুল ইসলাম বলেছেন: ঠিক কবিতা নয়, যেন আবেগের একটা অনবদ্য মহাকাব্য পাঠ করলাম।
কবিকে অনুভবের চেষ্টা করিঃ
//স্মৃতির ঝাঁপি বন্ধ করেই রাখি! হাসির আভরনে
খুললেই যে জ্বালা, কষ্ট, যাতনা,
অথচ না চাইতেই তোমার কথা মনে হলেই
হুড়মুড় করে সব নেমে আসে-বৃষ্টি ফোটার মতো..//
বুঝতে চাই কর্পোরেট দুনিয়ায় কবির অসহায়ত্বঃ
//হয়তো তোমার কিছূই মনে নেই। হয়তো যেভাবে ভাবছি
কেবলই আত্মার স্মৃতি মন্থন! সেই ভাল। কবিদের ভালবাসতে নেই
বুক ভরা কেবল আবেগের বন্যা। জীবনতো শুধু আবেগে চলেনা তাইনা
কর্পোরেট জমানায় কবিতায়ও চাই হিসেব-নিকেশ
আচ্ছা তুমি বলোতো- প্রেমিক কি কখনো ব্যবসায়ী হয়?
কাকে বোঝাবো! তাইতো নিভৃতে আত্মমগ্নতায় ডুবে থাকা।//
পড়তে চাই কবির নির্মোহ ভালবা্সাকেঃ
//যে ভালবেসে ছিল, ভালবাসতে শিখিয়েছিল,
না ছুঁয়েও বুঝিয়েছিল কি করে সারাক্ষণ ছুঁয়ে থাকা যায় ----//
ভাল থাকুন। সবসময়।
২৫ শে মে, ২০১৬ দুপুর ১:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই করছেন কি?
দুধের সরটুকু বেছে তুলে নিয়েছেন
আপনার গভীর পাঠে আর অনুভবে কৃতজ্ঞতা।
অন্তহীন শুভেচ্ছা ভাইর জন্য
৩১| ২৯ শে মে, ২০১৬ সকাল ৭:১৩
রাবেয়া রাহীম বলেছেন: ভাইজান, নৈঃশব্দ্যের নোনাজল (তৃতীয় ও শেষ পর্ব)
নৈঃশব্দ্যের নোনাজল (প্রথম পর্ব)
নৈঃশব্দ্যের নোনাজল (দ্বিতীয় পর্ব) ---কেমন< আমার বাড়ীথেকে ঘুরে আসার নিমন্ত্রণ রইল।
২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। আসছি বুবু।
নেমতন্নের জন্য কৃতজ্ঞতা
৩২| ২৯ শে মে, ২০১৬ সকাল ৭:১৩
রাবেয়া রাহীম বলেছেন: আজকে তোমারটাও এই বাড়ীতে দিয়ে দিও ।
২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠিকাছে বুবু
ধন্যবাদ
৩৩| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৯
আরমিন বলেছেন: এতো সুন্দর এতো সুন্দর!!
২৯ শে মে, ২০১৬ দুপুর ১:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আরমিন২৯
৩৪| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৩৬
জে.এস. সাব্বির বলেছেন: কবিতার আবেশ যেন
ছুয়ে গেল মন
হাজার জন পড়বে একে
ভালবাসবে লাখো জন ।
তবু ভাই গোপনে
বলি একটা কথা
ভালবেসে এই দিলে
পেয়েছি অনেক ব্যথা
তবু কেন এই মনে
ভালবাসতে চাই..
কবিদের ভালবাসার কি
কোন অধিকার নাই..??
আমি তবে কবি নই
হতে চাইনা কবি
শিল্পী হয়ে রঙতুলিতে
আকবো প্রেমের ছবি ।
২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দারুন ছন্দে আপনার আবেগ প্রকাশ করেছেন। ভাল লাগল
ভালবাসলে পাবে ব্যাথা
নয় কিছু গোপনের
এই প্রকৃতির বিধান
জানা সব প্রেমিকের
তবুও করে প্রেম
জেনে শুনে বিষপান
সে বিষে অমৃত মেলে
ব্যাথার যে করে সাধন
সে কি ভায়া থাকবেনা কেন
কবিদের অধিকার
কবিরাইতো ভালবাসায়
পায় অগ্রাধিকার
রঙতুলিতে প্রেমের ছবি
আইডিয়া মন্দ নয়
হোক তবে তাই কাব্য-ছবিতে
হোক প্রেমেরই জয়
৩৫| ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:২৫
জে.এস. সাব্বির বলেছেন: কবিমনে ছিলো ব্যথা
কবিতায় তার প্রকাশ
রঙতুলিতে করা যাবে
প্রেমের হিসাব-নিকাশ ।
*****
ভৃগুদার ছন্দ এতো
লাগে কেন ভালো
সেসবের তরে বাকিসবি
যেন- অন্ধ ,নিকষ কালো ।
আপনার তরেতে গো ভাই
হাজারো সেলাম
'ছোট ভাই' পদের জন্য
আবদার রেখে গেলাম ।
২৯ শে মে, ২০১৬ বিকাল ৪:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ব্যাথা না পেলে মনে হয়না কবি
প্রেমের ব্যাথাতেই ওঠে কাব্য রবি
****
ছন্দ শেখা আর হল কই
জীবন নিরানন্দ
কর্পোরেট দৌড়ানিতে
কাটে তাল ছন্দ
ভালবেসে আমায়
করেছেন ঋনি
গুনীর কদর বোঝে
সেই বড় গুনি
ওয়া সালাম ভাই
লাখো কোটিবার
ভাইতো ভাই সবসময়ের
ছোট-বড় নাই, এ বাঁধন হৃদয়ের ।।
৩৬| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
জে.এস. সাব্বির বলেছেন: ব্যাথা না পেলে মনে হয়না কবি
প্রেমের ব্যাথাতেই ওঠে কাব্য রবি
প্রমাতুর ব্যথাতে
জাগি যবে প্রভাতে
স্বান্তনা খুজে পাই
কাব্যের রবিতে
*********
কর্পোরেট দৌড়ানি
নয় অতি মন্দ
সেই সাথে যদি পাই
ব্লগেতে ছন্দ ।
ভাই হয়ে হৃদয়েতে
যদি স্থান পাই
ষোলকলা হবে পূরণ
আর নাহি চাই ।
২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এখনো বোঝনি ভ্রাত
রাত শেষ, হয় প্রভাত~~
থাকুক ভ্রাতৃবন্ধন অমলিন
এম্নি যেন পাই পাশে চিরদিন
৩৭| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:১৮
জে.এস. সাব্বির বলেছেন: কেন নয় ,আসিছেনু
কিছু কিছু শিখতে
চেষ্টা করিব সদা
তব সনে থাকতে
৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
৩৮| ৩০ শে মে, ২০১৬ দুপুর ২:৩২
রাবেয়া রাহীম বলেছেন: সামুতে আমার নতুন কবিতা দিলাম
পরেছ?
৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। উত্তর দিয়ে আসছি
থ্যাংকু বুবু!
৩৯| ৩১ শে মে, ২০১৬ দুপুর ২:০২
রমিত বলেছেন: অথচ তুমি কত সহজেই অন্যের হয়ে গেলে?
দেহ হারিয়েও স্মৃতিরা মোছেনা কেন?
আজো কেন বর্ষারা বারেবারে ভেজায়
শীত এলেই মন আকুপাকু করে-স্মৃতির ওমে!
অসম্ভব সুন্দর কবিতা ভৃগু ভাই। সব যেন আমার মনের কথা।
কবিদের আসলেই ভালোবাসতে নেই!
আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর কবিতা চাই।
৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিক ভাললাগা মন্তব্য ছুঁয়ে গেল। মুগ্ধ হলাম- আপনার মনের কথা বলতে পেরেছি ভেবে
অনেক অণেক ধন্যবাদ ও শুভেচ্ছা
৪০| ০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:০৯
মাহমুদ ফারুক (বাবুই) বলেছেন: স্মৃতির ঝাঁপি বন্ধ করেই রাখি! হাসির আভরনে
খুললেই যে জ্বালা, কষ্ট, যাতনা,
অথচ না চাইতেই তোমার কথা মনে হলেই
হুড়মুড় করে সব নেমে আসে-বৃষ্টি ফোটার মতো..।.।.।।।
আজকাল মনে হয়
তোমাকে ভালোবেসে যাওয়া ছাড়া
অন্য কোনও পথ আর নেই,
রাধা -একটা শেষ না হওয়া উপাখ্যানের নায়িকা
যে ভালবেসে ছিল, ভালবাসতে শিখিয়েছিল,
না ছুঁয়েও বুঝিয়েছিল কি করে সারাক্ষণ ছুঁয়ে থাকা যায় ---.।.।.।। অসাধারন !অপূর্ব!
০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বাবুই
আপনার আন্তরিক অনুভবের আন্তরিক প্রকাশে প্রীত হলাম্ ।
শুভেচ্ছা অন্তহীন।
৪১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
প্রথমকথা বলেছেন: রাধা! তুমি রাণী হলে! তোমার সূখেই আমি সূখী
আমার নিরন্ন সংসারে তোমার আটকাতে হয়নি ভেবে
শুধু ভালবাসায় কি জীবন চলে বলো? চাল, ডাল, নুন
বিলাস, ব্যাস, প্রতিযোগীতা, ষ্ট্যাটাসে
আমি যে অচল রাধা!
আর কিছু জানিনে যে,-- ভালবাসা ছাড়া!
খুব ভাল লেগেছে ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
কিন্তু এ ভাললাগা যে বাস্তব জীবনকে বদলায়না অনেকটাই সূখে থেকে দু:খ বিলাসের মতো
অন্তহীন শুভৈচ্ছা আপনার জন্য। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
মার্কোপলো বলেছেন:
সবকিছুকে কবিতায় প্রকাশের চেস্টা করা হচ্ছে; মনে হয় না, কবিতা এত সহজ বাহন