নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রারম্ভিকা :
যদি আবেগই প্রকাশিত না হয়-কবিতায় আর লাভ কি বলো?
যদিও কাব্যেকরণ অনেক কিছু চায় - থাকনা।
মাঝে মাঝে অনিয়মে কবিতার কিইবা বয়ে যাবে!
উত্তর রাধাকাব্যে নিমগ্ন অনি।
পরিচয়:
রাধিকা। কৃষ্ণেরইতো হবার কথা। মোটা ফ্রেমের চশমায় প্রথম
মাষ্টারনি মনে হলেও-গভির দৃষ্টিতে মেলে প্রশান্ত নীলহ্রদের প্রশান্তি
স্বপ্নের কাজল যেন জন্ম থেকেই এঁকে দেয়া কমনীয় চেহারায় ব্যাক্তিত্বের আড়ালেও
ভালবাসার ফল্গুধারা । চঞ্চলা ঝর্ণার মতো, পাইন বনের আড়ালে;
হালকা প্রসাধনীতে কি যে মাদকতা, লাভ এট ফার্ষ্ট সাইট কি একেই বলে?
যেন কত দিনের চেনা আপনার চেয়েও আপন - ফাগুন বনে আগুন লাগা জ্বলন বিহীন!
অনুভব:
বিষন্ন শেষ বিকেল নিবু নিবু আলোতে সময়টা বড়ই অদ্ভুত--চোখে চোখ পড়তেই
আচমকাই বহু যুগ পর যেন আমি রন্ধ্রে রন্ধ্রে কেঁপে উঠেছিলাম অবাক শিহরণে!
মেয়েটিকে দেখেছি। কবিতা ক্লাবের মেম্বারই বোধ করি
কাছাকাছিই হবে বয়স হয়তো কিছু কম, হিসেব নাইবা করলাম;
তবে দুর্দান্ত--উচ্ছল যৌবন পেরিয়েছে অনেক আগেই সেটা চোখবুজে বলা যায়।
কবিতার সাথে বন্ধুত্ব আমাদের ধীরে ধীরে কাছে টেনে আনে
আবৃত্তির সময়গুলো তার মুগ্ধ চেয়ে থাকা -আবেগে রং ছড়াত
প্রগাঢ় বোধে তার দৃষ্টির আবেগটুকুকে ছড়িয়ে দিতাম আবৃতিতে-হালকা হাসি কি খেলে যেত ঠোটে?
রাধা কি বুঝে ফেলতো আমার এই আবেগের কারিগরি! কি জানি?
শেষবেলাতে আর কষ্ট পেতে মন চায় না।
তাই বিভ্রম ভেবেই পাশে রেখে চলি।
চাওয়া পাওয়ার হিসেবের ভেতরে আর কত লড়াই! সমাজ, সামাজিকতা, ধর্ম
পোড় খাওয়া দুজনের জীবনে আর গদ্য আনতে সাহস করি না কেউ।
নিয়িমত আবৃত্তি চলে-মুগ্ধতার আবেশে রং চড়ে ভিন্ন ভিন্ন মাত্রায় !
সমপর্ন:
একদিন। কি মনে করে- ফেরার তাড়াও ছিলনা।
তার নিরব চোখের আহবান -নিরবেই দুজন পাশাপাশি
ক্লাবের পাশেই স্বচ্ছ জলের শান্ত নদী তীর ধরে হাঁটতে থাকি
রাধা কি কিছু বলতে চায়? আমিও কি কিছু শুনতে চাই?
প্রকৃতি কি আগেই সাজিয়ে রেখেছ! কোন গোপন অভিসন্ধিতে
নইলে এমন হয়! যেন মোহনার টানে ঝর্ণার ছুটের চলার মতো
আমরাও কি না জানা কোন মোহনার সন্ধানেই হাটছি!
এই প্রথমবিশ্বের দুনিয়ায় এমনতো হবার নয়
সবই যেন ছকে বাঁধা, প্রেমটাও! ভালবাসা কটি শব্দে
কিছু দিবসে আর আনুষ্ঠানিকতায়। যুগ যুগান্তের অভ্যাসের বাইরে
এ কেমনতর অনুভব! একেবারে সেই কিশোর বেলার আবেগেই
হটাৎ তার হাতটা ছুঁয়ে হাটতে ইচ্ছে হলো। সকল সৌজন্যতার কবর দিয়েই!
যেন বিদ্যুৎ চমকে গেল দেহের কোষে কোষে প্রতিটি অনুতে আলোড়ন!
নিজেই চমকে যাই-যৌবনের প্রথম স্পর্শে কত কত যুগ আগে এমন হয়েছিল!
রাধা অদ্ভুত ঘোরলাগা চোখে তাকায়! বিস্ময়টা যেন স্বপ্ন পূরণের
তবে কি রাধাও অপেক্ষায়ই ছিল! সমপর্নের! কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষায় দুজনেই
ঘোর লাগা ঘোরে অনুভব করি তাঁর আঙ্গুল ঠোঁটে ছুঁয়ে
বুঝলাম তাঁর বুকেও শ্রাবণ বর্ষন, শুধু গঙ্গা স্নানের অপেক্ষা
সেদিন উচ্ছল চোখে তাঁর মুখের দিকে মুগ্ধ চেয়েছিলাম
"তোমার চোখে সময়কে যদি আঁটকে দিতে পারতাম" - রাধা হেসে বলেছিলে-
"পাগলী --সময়কে আটকে রাখা যায়!" আমার নির্বিকার জবাবে
দৃষ্টির তাচ্ছিল্য... যেন সময় তাঁর আঁচলে বাঁধা! ফুঁ দিয়ে উড়িয়ে দেয় সব!
সুখাবিষ্ট আমি আপন মনে শুধু বলতে পারলাম -তথাস্তু।
আত্মসমর্পণ অনিবার্য ছিল বুঝেছিলাম তাঁর গভীর সমপর্ণে ।।
বিচ্ছেদ:
আচমকাই হারিয়ে গেলাম দুজন। একই শহরে থেকেও দ্যাখা নেই কত দিন, মাস বছর
মানুষের জীবনের স্বপ্নের সীমানা আসলেই কন্টকাকীর্ণ।
হৃদয়ের মূল্য হারায় রীতি-নীতি, সামাজিকতার পাথর চাপায়
দুটো হৃদয় যেন শত জনম পর- এক পলকের মিলনে আবার বিচ্ছেদ শত জনমের।
আক্ষেপ:
তাকে বলা হয়নি কখনো—তাঁর মুগ্ধ শ্রোতৃতে আমি আবিষ্ট হয়ে পড়তাম।
বলা হয় না তাঁর অসাবধানতাবশত আবৃতিতে তন্ময় হয়ে আঁচল খসে গেলে
তাঁর দেবি রুপে আমি অপ্রস্তুত হয়ে পড়তাম
কিংবা কি যেন! আমার কাছেই কেবল অদ্ভুত লাগে তার সব কিছু!
মাঝে মাঝে আমার রাতগুলো এতোটা বিমর্ষ হয়
বিস্তীর্ণ হৃদয় জুড়ে যেন এক শূন্যতার হাহাকার!
মধ্যরাতের বিশাল নিঃসঙ্গ পাহাড়টাকে খুব আপন মনে হয়!
ইচ্ছে করে দু'হাত বাড়িয়ে জড়িয়ে ধরি!
গ্রীক দেবতাদের মতো উপড়ে ফেলে চিৎকার করি শিঙ্গানাদে।
বোধ
রাধা-শুধু তোমায় বলছি -
আমার কবিতার খাতা তোমার নামে করে দিলাম
পাতায় পাতায় ছোঁয়া তোমার স্পর্শ আমার হবে বলে
তোমার সর্বাঙ্গে জড়িয়ে থাকব ভালবাসার পরশে।।
ছবি কৃতজ্ঞতা: বাংলাদেশের স্বনামধন্য, অনন্য আঁকিয়ে সৈয়দ লুৎফুল হক।
০৯ ই মে, ২০১৬ রাত ৯:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: শায়মাপু-- রাধা কৃষ্ণ নয়গো
রাধা-অনি প্রেমোপাখ্যান
মজা লেগেছে জেনে প্রীত হলাম।
২| ০৯ ই মে, ২০১৬ রাত ৮:৫৮
দিনাজপুরিয়া বলেছেন: অসাধারণ শব্দ চয়ন।ভালো থাকবেন এই প্রত্যাশা
০৯ ই মে, ২০১৬ রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা আপনার জন্যেও।
৩| ০৯ ই মে, ২০১৬ রাত ৯:০১
কামরুল হাসান বলেছেন: চমৎকার কাহিনী কাব্য।
০৯ ই মে, ২০১৬ রাত ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ কামরুল হাসান।
শুভেচ্ছা অনেক অনেক।
৪| ০৯ ই মে, ২০১৬ রাত ৯:১৭
সাহসী সন্তান বলেছেন: আসলেই তো প্রেমোপাখ্যান! বেশ গল্পের মত করে প্যারা দিয়ে দিয়ে লিখেছেন! পড়তে খুব ভাল লাগছিল! ছবিগুলোও খুব সুন্দর!
শুভ কামনা ভৃগু ভাই!
০৯ ই মে, ২০১৬ রাত ৯:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সা.স ভাই।
আন্তরিক মন্তব্যে প্রীত হলাম। শুভেচ্ছা অন্তহীন।
৫| ০৯ ই মে, ২০১৬ রাত ৯:১৭
রাবেয়া রাহীম বলেছেন: কমেনট করার মত ভাষা খুঁজে পাচচছিনা
পাগলা-----/
০৯ ই মে, ২০১৬ রাত ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাইতো বেষ্ট কমেন্ট! আবেগ, ভাললাগা, ভালবাসা আর মুগ্ধতার চরম প্রকাশ!
অনেক ধন্যবাদ বুবু।
৬| ০৯ ই মে, ২০১৬ রাত ৯:৩৯
কল্লোল পথিক বলেছেন: দারুন প্রেম উপাখ্যান।
চমৎকার হয়েছে।
০৯ ই মে, ২০১৬ রাত ৯:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ পথিক ভাই।
আপনাদের ভাললাগায় অানন্দিত করে।
৭| ০৯ ই মে, ২০১৬ রাত ৯:৪২
অঘ্রান প্রান্তরে বলেছেন:
মানুষের জীবনের স্বপ্নের সীমানা আসলেই কন্টকাকীর্ণ।
হৃদয়ের মূল্য হারায় রীতি-নীতি, সামাজিকতার পাথর চাপায়____'
কবিতার সার্থকতা হয়তো এই দু' লাইনে নিহিত। ভালো থাকুন কবি।
০৯ ই মে, ২০১৬ রাত ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগল।
অনেক ধন্যবাদ। সারাংশটুকু সারসের মতো ক'জন দুধ থেকে জল বাছার মতো বাঁছতে পারে?
আবার প্রত্যোকেই বেছে নেয় তার অনুভব, বোধ আর জ্ঞান, অভিজ্ঞতার আলোকে।
তাই কখনো কখনো তা আপেক্ষিক হয়, কখনো সামগ্রিক।
আপনার জন্যেও অনেক শুভকামনা।
৮| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:০১
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
বেশী বয়সী রাধাকৃষ্ণের প্রণয়ের অনুভব , সমর্পন; সমাজ- সামাজিকতা-ধর্ম ছাড়িয়ে যেতে না পারলে পোড় খাওয়া দুজনের জীবন বিচ্ছেদেই গড়ায় ।
এসব উপাখ্যানে বিদ্রোহী হতে হয় নইলে আচমকাই হারিয়ে যেতে হয় .....................
০৯ ই মে, ২০১৬ রাত ১১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় আহমেদ জি এস ভাই, একেবারে যথাযথ বলেছেন।
এসব উপাখ্যানে বিদ্রোহী হতে হয় নইলে আচমকাই হারিয়ে যেতে হয় ......
অনেক অণেক শুভেচ্ছা।
৯| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:৪৭
নীলপরি বলেছেন: রাধার নাম যে প্রেমে আছে তা বেহিসাবি হতে বাধ্য।
খুব ভালো লাগলো উপাখ্যান। ++
০৯ ই মে, ২০১৬ রাত ১১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন নীলপরি!
এমনিতেই প্রেম হিসাবের ধরাবাধার বাইরে.. তায় দি হয় রাধার প্রেম সকল ভাবনার উর্দ্ধে তার বিচরণ। নতুন উপাখ্যান জন্ম দিতে।
অনেক অনেক শুভেচ্ছা প্লাসের জন্য।
১০| ০৯ ই মে, ২০১৬ রাত ১১:২১
আল হাসান মাহামুদ জিহাদ বলেছেন: ভলো
০৯ ই মে, ২০১৬ রাত ১১:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবদ
অনেক শুভেচ্ছা জিহাদ ভাই। ধন্যবাদ।
১১| ০৯ ই মে, ২০১৬ রাত ১১:২৫
অপু তানভীর বলেছেন: পড়লাম এবং পিলাস দিলাম !
০৯ ই মে, ২০১৬ রাত ১১:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুশি হলাম এবং যতন কইরা রাখলাম।
অনেক ধন্যবাদ নতুন প্রজন্মের গল্পের বিস্ময় অপু ভাই।
শুভেচ্ছা অনেক।
১২| ১০ ই মে, ২০১৬ রাত ১২:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
নাম শুনলেও আগে কিছুই জানা ছিলনা।
গল্পের মত কাব্য দিয়ে লিখেছেন! পড়তে খুব ভাল লাগছিল! ছবিগুলো সংগ্রহে রাখার মত।
সুভকামনা ..
১০ ই মে, ২০১৬ সকাল ৯:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ হাসান কালবৈশাখী।
আপনার ভাললাগা টুকু হৃদয়ে জমা রইল।
ছবিগুলো আসলেই অনন্য অনবদ্য। সৈয়দ লুৎফুল হক সাহেবের আঁকা। উনার প্রতি আবারো কৃতজ্ঞতা।
১৩| ১০ ই মে, ২০১৬ রাত ১২:৫০
প্রামানিক বলেছেন: দারুণ প্রেম উপাখ্যান। খুব ভাল লাগল। ধন্যবাদ
১০ ই মে, ২০১৬ সকাল ৯:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ প্রমানিক ভাই।
ভাললাগা টুকু আমার প্রেরণা। অনেক অনেক শুভেচ্ছা.............
১৪| ১০ ই মে, ২০১৬ রাত ৩:০৪
তানজির খান বলেছেন: বেশ ভাল লাগলো। ছবির কম্বিনেশন খুব ভাল হয়েছে।
১০ ই মে, ২০১৬ সকাল ৯:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ তানজির খান।
বিষয়টা আপনার নজরে পড়েছে। অনেক অনেকগুলৌ ছবি থেকে উপাখ্যানের সাথে মিল রেখে চেষ্টা করেছি।
অনেক শুভেচ্ছা।
১৫| ১০ ই মে, ২০১৬ সকাল ৭:৩৭
পদ্মা_েমঘনা বলেছেন: পোষ্টে +++। আপনার দেশ নিয়ে লেখা মিস করি! দেশ নিয়ে লিখা কি ছেড়ে দিলেন নাকি?
১০ ই মে, ২০১৬ সকাল ৯:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ পদ্মা-মেঘনা।
রাহু যখন গ্রাস করে, জোয়ার যখন প্রবল, স্রোত যখন উল্টো তখন উজানে বাওয়া পন্ডশ্রম বৈকি! এখন চাই পরিপূর্ন বদল্ নো ওয়ে অব রিটার্নে আর লিখাতে কি কাজ হয়?????
দেশ নিয়ে ভাবনা কি ছেড়ে দেয়া যায়? কিন্তু দশচক্রে ভগবান এখন ভুত হয়ে গেছে।
ওজার অপেক্ষায়
আপাতত: প্রেমোপাখ্যানের রসাস্বাদন করুন।
১৬| ১০ ই মে, ২০১৬ সকাল ৮:২৬
জনৈক অচম ভুত বলেছেন: রাধা-অনি প্রেমোপাখ্যান ভাল লাগল।
১০ ই মে, ২০১৬ সকাল ৯:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ অচম ভুত। উপ্রের ওজা কিন্তুক আপনার জন্যে নয় ভুই পাইয়েন না ভ্রাত: হা হা হা
আপনার ভাললাগা টুকু আপার অনুপ্রাণ।
১৭| ১০ ই মে, ২০১৬ সকাল ১১:০৫
ঝালমুড়ি আলা বলেছেন: অন্যরকম ভালো লাগা ।
১০ ই মে, ২০১৬ সকাল ১১:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে প্রীত!
অনেক শুভেচ্ছা
১৮| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৮
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ রাধা-অনি প্রেমোপাখ্যান। ছবিগুলোও বেশ সুন্দর
১০ ই মে, ২০১৬ দুপুর ১:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্র জাহেদ।
আপনার ভাললাগা আমার উৎসাহ, প্রেরণা।
১৯| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার উপাখ্যানের কাব্যিক উপস্থাপন !
ছবি নির্বাচনে মুনশিয়ানার ছাপ !
ভৃগু ভাই পারেও বটে !
১০ ই মে, ২০১৬ দুপুর ১:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: লিটন ভাই .. শরম পাইতাছি কিন্তু ভাই
অনেক অনেক ধন্যবাদ। ছবি গুলো আসলেই মুগ্ধ করার মতো। চিত্রকর লুৎফুল ভাইয়ের হাতের যাদু!
সবকিছূ আপনাদের দেখে দেখেই লিটন ভাই শূভেচ্ছা অনেক অনেক।
২০| ১০ ই মে, ২০১৬ দুপুর ২:১৫
বিদ্রোহী সিপাহী বলেছেন: শুধুই ভাল লাগা আর ভাল লাগা...
১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ। সিপাহী।
ভাললাগা টুকু হৃদয়ের কুঠুরে
শুভেচ্ছা রইল
২১| ১০ ই মে, ২০১৬ বিকাল ৩:১৪
দইজ্জার তুআন বলেছেন: রাধা-শুধু তোমায় বলছি -
আমার কবিতার খাতা তোমার নামে করে দিলাম
পাতায় পাতায় ছোঁয়া তোমার স্পর্শ আমার হবে বলে
তোমার সর্বাঙ্গে জড়িয়ে থাকব ভালবাসার পরশে।।
আহা,,,,,,,,,,,ভাবছি লাইনগুলি মেরে দেব নিজের বলে আজ...........আজ আমারো এক বিশেষ দিন।
১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা মন্তব্যে
দিন চালিয়ে.. সামগ্রিকতায় কি আর আমিত্ব থাকে! সবই সবার
বিশেষ দিনের রিনরিন শুভেচ্ছা
২২| ১০ ই মে, ২০১৬ বিকাল ৩:১৫
দইজ্জার তুআন বলেছেন: ভালো কথা 'কি করি........' বদটা কৈ?
ব্যাটার ছড়া মন্তব্য দেখিনা অনেকদিন।
১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিওতো খুঁজছি!
পাইলে বইলেনতো... কত্তদিন ধরে ছড়ায় ছড়ায় লড়াই হয়না...
আঙুল গুলো ক্যাম ম্যারে ম্যারে হয়ে গেছে
আসলেই মিস করছি।
২৩| ১০ ই মে, ২০১৬ বিকাল ৩:১৭
দইজ্জার তুআন বলেছেন: লাইক দিয়ে অপয়া ১৩কে তাড়ালুম
১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অপয় বলছেন কেনগো!!!!
আমার তো কপালই বুঝি জুড়ে গেল ১৩র সাথে
কোরিয়ান কোম্পানীতে প্রথম চাকুরী ১৩ জুন, ইন্ডিয়ান কোম্পানীতে চাকুরী ১৩ জুলাই! বর্তমানটাতে জয়েন ১৩ জুলাই!
অনেক ধন্যবাদ। অপয়া দূর করেছেন বলে
২৪| ১০ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: রাধা কৃষ্ণ উপাখ্যান আগেও জানতাম
আজ নতুন করে ঝালাই করে নিলাম।
খুবই ভালো লাগলো দাদা।
শুভেচ্ছা জানবেন।
১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: নূরু ভাই.. রাধা অনি!
আপনার ভাললাগাটুকু আমার সম্পদ। শুভেচ্ছা অফুরন্ত!!!!!!!!!!!!!!!!!
২৫| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:০৭
রমিত বলেছেন: অদ্ভুত সুন্দর একটা কবিতা পড়লাম ভৃগু ভাই।
'রাধিকার প্রেম' বিষয়টির কাব্যিকতার প্রতি আমার বরাবরই দুর্বলতা রয়েছে।
স্কেচগুলোও খুব সুন্দর। স্কেচ-এর প্রতি আমি বরাবরই দুর্বল।
আবেগ নিংরে লেখা কবিতা। চমৎকার!!!
১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্য মুগ্ধ।
বিষয়টিই যে দুর্বলতার। ভাবুক আর প্রেমিক তো না ভেবে থাকতেই পারে না।
স্কেচগুলো প্রিয়, অনন্য, বিস্ময়কর, স্কেচ যাদুকর সৈয়দ লুৎফুল হক -এর রাধা-কৃষ্ণ বিষয়ক নতুন বই থেকেই নেয়া।
অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।
২৬| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:১৩
রমিত বলেছেন: স্কেচগুলো লুৎফুল আঙ্কেলের? তাই এত সুন্দর!
উনার বিয়েতে আমি উপস্থিত ছিলাম, খুব ধুমধাম হয়েছিলো, সেই স্মৃতি এখনো মনে পড়ে।
১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!!!!!!
উনার স্কেচ দেখি আর মুগ্ধ হয়ে চেয়ে থাকি। জাষ্ট ২-৫ মিনিট.. হুবহু সামনের প্রতিচিত্র খালি পেন্সিলে এত প্রাণবন্ত রিয়েলিষ্টিক করা.. সত্যি বিস্ময়কর।
২৭| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৪১
জেন রসি বলেছেন: চমৎকার আয়োজন।
আসর বসিয়ে শুনতে পেলে ভালো হতো।
১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্য আপ্লুত
অনেক অনেক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা
২৮| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০০
তাশমিন নূর বলেছেন: হা হা। মজা পেয়েছি। কীসের আদলে লেখা, বলবেন কি একটিবার? নাকি নিজেরই স্টাইল?
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নূর
আপনার মজা আমার প্রেরণা হয়ে রইল। আদল আসলে উপাখ্যানের অধ্যায় ষ্টাইলকে নতুন শিরোনামে সাজানো। সে হিসেবে নিজের বলতেই পারন, নাকি?
অনেক অনেক শুভেচ্ছা
২৯| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: টু দইজ্জার তুয়ানঃ
ছেলেরা এমনি হয়
রাধা প্রেমে চুরচুর;
নামখানা যাই হোক
অনি কিবা মাশকুর।
কথার জাদুতে ঠিক
করা চাই মন চুরি;
হোকনা বয়স তার
এরাউন্ড হাফ সেঞ্চুরি।
মন-ই হলো মূল কথা
পুরুষেরা সদা জোয়ান;
মনে মহা বদ মোরা
বুঝলে দইজ্জার তোয়ান।
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: একি ভায়া একি কথা
দিলে হাটে হাড়ি ভেঙ্গে
ছিলাম লুকিয়ে মজায়
দিলে এক রঙে রেঙে
হাফ সেঞ্চুরি হোক
দুশমনের হিসাব
আমিতো আভি ইয়াং
চঞ্চল মন যেন কুড়ির জোয়ান ।
একথায় সহমত
মনই হলো সব
বদ ভায়া কেহ নয়
সকলেই র' প্রেমিক।।
অনেক অনেক ধন্যবাদ ভায়া। সুস্থ ছিলেন তো?
৩০| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ ম্যান ইজ এজ ইয়ং এজ হি থিংকস্...............
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
তাইতো আমাদের চির যুবকের ছড়ায় সেই রস খুঁজে পাই
অনেক অনেক শুভেচ্ছা ভায়া
৩১| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: রাধা-কৃষ্ণের আধুনিক ভার্ষন নাকি? ভাল্লাগলো!
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবলে দোষ দেয়া যাবে না
ভাললাগায় অনেক ধন্যবাদ
৩২| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
দইজ্জার তুআন বলেছেন: @কি করিঃ হুমম,,,আমিতো ভাবছি পলাইছ চান্দু?
১০ ই মে, ২০১৬ রাত ৮:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক। দরবারে নালিশ দিছেন.. আর জ্বিন হাজির
আপনার উসিলায় আমিও পাইলাম
৩৩| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাড়ি ভাঙলুম কোথা
টেনে নিলে তুমিইনা;
ঠাকুর ঘরেতে কেগো
আই ডোন ইট বানানা।
তুমি যে মিচকে ছোড়া
সেকি আর বলতে;
প্রেম দরিয়ার মাঝি
যৌবনে জ্বলা সলতে।
চারপাশে হচ্ছে যা
সহ্য তা হচ্ছেনা;
কেটে কেটে যাচ্ছে
তবু রক্ত বেরুচ্ছেনা।
কথায় আছে গভীরতা
যদি বুঝে নাও;
আমিও যে বিদ্রোহী
গন্ধ কি পাও ??
১০ ই মে, ২০১৬ রাত ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অকে অকে বুঝেছি
নিজের কথাই বলেছে
পরের মাথায় কাঠাল ভেঙ্গে
নিজে কোয়া খেয়েছ
করল সবাই একি কাজ
হলাম আমি মিচকে
প্রেম দরিয়ায় ডুবে নাযে
তার নেভা নাকি সলতে
বুদ্ধিমানে যুদ্ধ করে
সময় হলে পরে
ঝোপ বুঝে কোপ মেরে
বিজয় মালা পরে
আরে গন্ধ কি সবই পাই
নইলে কি মিলে যায়
মনে মনে জ্ঞানে জ্ঞান
হয়ে রই হৃদয় সূজন!!!
৩৪| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
রাবেয়া রাহীম বলেছেন:
উপরেরেটা আবারো ভুলে আপলোড হইছে । এখন মনে হয় ঠিক ।
আমি জেট লগে আছি বুঝতে পারছি । ব্রেন কাজ করছেনা ঠিক মত
১০ ই মে, ২০১৬ রাত ৮:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম ! বুঝতে পারছি। বিশ্রাম নাও আগে।
আমিও দেখেছি। তুমিতো একেবারে স্ক্রীন শট নিয়ে রাখছো!
ধন্যবাদ।
জেট লগ ক্লিয়ার করে দিয়েছি। তুমিও ঘুম দিয়ে ঝরঝরে হয়ে ব্রনটাকে রিফ্রেস করে নাও। শুভেচ্ছা।
৩৫| ১১ ই মে, ২০১৬ রাত ১২:৩৬
রিপি বলেছেন: চমৎকার। কবিতায় কবিতায় একটা গল্প। এই ধরনের কবিতা এই প্রথম পড়লাম। ভালো লেগেছে।
স্বপ্ন, শব্দ আর ভাঙন বেশ ভালো ভাবেই ফুটে উঠেছে কবিতায়।
১১ ই মে, ২০১৬ সকাল ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রিপি
আপনার মন্তব্যে ভাললাগা অনেক। শুভেচ্ছা রইল।
৩৬| ১১ ই মে, ২০১৬ রাত ১২:৩৮
অন্তু নীল বলেছেন: লেটে হইলেও টাটাকা পাইলাম।
সুন্দর প্রেমোপাখ্যান ।
ভালোলাগা রইল।
১১ ই মে, ২০১৬ সকাল ৯:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ অন্তু নীল।
প্রেম সব সময়ই টাটাকা.. এভারগ্রীন
আপনার ভাললাগা আমার প্রেরণা
শুভেচ্ছা।
৩৭| ১১ ই মে, ২০১৬ বিকাল ৫:১৭
রাবেয়া রাহীম বলেছেন: ওই ম্যাসেজ দুইটা মুছে ফেলো প্লিজ ।
১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। মুছে দিয়েছি। সরি ফর লেট!
আর মেইলে পাঠিয়ে দিয়েছি।
৩৮| ১১ ই মে, ২০১৬ রাত ১০:০৯
আনু মোল্লাহ বলেছেন: কবিতায় কবিতায় গল্প সেই সাথে ছবির কম্বিনেশন। সব মিলিয়ে লেগেছে চমৎকার
শুভেচ্ছা নিবেন প্রিয় বিদ্রোহী।
১২ ই মে, ২০১৬ সকাল ৭:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আনু
চমৎকারী টুকু হৃদয়ে তুলে রাখলাম।
শুভেচ্ছা অনেক
৩৯| ১১ ই মে, ২০১৬ রাত ১১:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন: গ্রেট ওয়ান। +++++++++++
১২ ই মে, ২০১৬ সকাল ৭:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন
আপনাদের অনুপ্রেরণাই পাথেয়! অনেক অনেক শুভেচ্ছা
৪০| ১২ ই মে, ২০১৬ রাত ৩:০২
রাবেয়া রাহীম বলেছেন: নতুন কারিগরি পোস্ট করেছি--------
উত্তরের অপেক্ষায় ।
১২ ই মে, ২০১৬ সকাল ৭:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ
যাই দেখি -আর কোন মহাকাব্য জন্মের অপেক্ষায়
১২ ই মে, ২০১৬ সকাল ১১:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: কারিগরের কারিগরকে অনেক ধন্যবাদ।
৪১| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:০৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দুর্দান্ত!
১২ ই মে, ২০১৬ সকাল ৯:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তুর্য
শুভেচ্ছা অফুরান .................
৪২| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:০৯
গেম চেঞ্জার বলেছেন: গবেষণা করতে হবে ভৃগু ভাই! আপাতত প্রিয়তে রাখলাম।
১২ ই মে, ২০১৬ সকাল ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
কি যে বলো না ভায়া!
প্রিয়তে নিয়ে বাড়িয়ে দিলে মায়া
ধন্য লেখা ধন্য ভাবনা
গেমু ভায়া -সত্যি তুমি অনন্যা থুরি.. আ-কার বাদ দিতে হবেতো
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা গেমু ভাই।
৪৩| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:৪১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দুর্দান্ত হয়েছে ভৃগু ভা্ই।
প্রিয়তে নিলাম।
১২ ই মে, ২০১৬ সকাল ১১:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা
প্রিয়তে নিয়ে আমাকে কৃতজ্ঞতায় বেঁধে নিলেন অনেক অনেক শুভেচ্ছা।
৪৪| ১২ ই মে, ২০১৬ দুপুর ১২:১২
রাবেয়া রাহীম বলেছেন: কবিতাটিতে ২০ লাইক দেখে সত্যি অভিভুত হয়েছি ।
আসরেও যাইয়ো ।
১২ ই মে, ২০১৬ বিকাল ৪:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকলের ভাললাগা আর ভালবাসায়ই পথ চলা।
হুম।
৪৫| ১৪ ই মে, ২০১৬ রাত ১১:২১
অগ্নি সারথি বলেছেন: বিচ্ছেদ আর বোধ পর্যন্তই কি? তারপর??
১৫ ই মে, ২০১৬ দুপুর ২:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সারথি ভাই..
দেরীতে হলেও পেয়ে আনন্দ লাগছে...
তারপর?
তবেতো সিরিজ করতে হয়
অনেক অনেক শুভেচ্ছা।
৪৬| ১৫ ই মে, ২০১৬ রাত ৮:২২
সুমন কর বলেছেন: রাধা-অনি প্রেমোপাখ্যান পড়ে ভালো লাগল।
২২তম +।
১৫ ই মে, ২০১৬ রাত ৯:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা
কৃতজ্ঞতা ভাললাগা আর প্লাসে
শুভেচ্ছা অন্তহীন
৪৭| ১৬ ই মে, ২০১৬ রাত ১০:০২
Nj suzon islam বলেছেন: Nice
১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা রইল।
৪৮| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:১১
রাবেয়া রাহীম বলেছেন: ভাইজান, নতুন প্যাঁচাল কেমুন হইলো ? বেশী প্যাঁচাল হইয়া গেল নাকি? ভাবতেছি কিছু লাইন কমায়া দিবো । কমাইলে
কেমন হইবেক ?
১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেক উপাখ্যান লিখতে হবে!!!!
একবারে রাশ ছেড়ে দিয়েছো আবেগের ঘোড়ার..দূরন্ত স্মৃতির খুড়ে ছুটেছে ক্রোশের পর ক্রোশ...
স্মৃতি কাতর তেুমি যেন মোহাবিষ্ট..গতি স্মৃতি.. একাকার কাব্যে
যেমন আছে তেমনি থাক
৪৯| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:২৭
রাবেয়া রাহীম বলেছেন: এখন তবে নিশ্চিন্তে তৃতীয় পর্ব লেখায় হাত দেই । চলুক মহাকাব্য রচনা।
১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: চলুক!
৫০| ১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৪৮
রাবেয়া রাহীম বলেছেন: ভাইজান , ঘুম থেকে উঠে নতুন মহাকাব্য খুঁজছিলাম । মনে হয় ব্যাস্ততম সময় পার করছেন নইলে আপনার এত সময় লাগেনা
ভাইজান কই ভাইজান
১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কালেক সারািদন লগইন করেত পারি নাই! বুবু সরি!
আজেক এই এখন ঢুকলাম ৪ ৪৫-এ।
অপেক্ষা করানোর জন্য আবারো সরি.. যাই
৫১| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:১৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবিগুলো ভিন্ন স্বাদ যোগ করেছে নিঃসন্দেহে। আমি হঠাৎ ছন্দমিল গুলি উপভোগ করলাম।
২০ শে মে, ২০১৬ সকাল ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনার ভাবনা সঠিক। আর আপনার উপভোগ আমার জন্য বিশাল পাওয়া। কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা।
৫২| ২১ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৬
রাবেয়া রাহীম বলেছেন: ভাইজান , আপ্নারে সামুর অনলাইনে দেখাইতেছে
মানে নাম দেখা যাচ্ছে।
২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি বুবু!
অনেক কষ্টে ঢুকতে পেরেছি...বারবার চেষ্টার পর..
৫৩| ১২ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৪
এ এস রিপন বলেছেন: কবিতা খুব কম পড়া হয়। আপনার কবিতাটি পড়লাম। ভালো লাগল। ধন্যবাদ কবি।
১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাললাগা টুকু জমা রইল অন্তরের অন্তুপুরে
অন্তহীন শুভেচ্ছা আপনার জণ্যে
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৬ রাত ৮:৫৬
শায়মা বলেছেন: মজার রাধা কৃষ্ণ প্রেম উপাখ্যান!