নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
আমি আসবো বলেই তোমার সাজানো বাগানে
আঁধারে হঠাৎ ঝলকানীতে আমার আগমন
তোমার স্বর্গীয় খুশিটুকু হৃদয়ে আঁকা আছে
রাজ্যের বিস্ময় নিয়ে চোখ মেলে
প্রথমেই দেখি সেই স্বর্গীয় দ্যুতি মাখা
ক্লান্ত অথচ কি সজীব, পরম আগ্রহে ঝুকে চেয়ে থাকা
তোমার মুখটি। প্রথম স্পর্শ তোমার ঠোটের
আদর, ভরসা, আনন্দ আর পৃথিবীর প্রথম ছোঁয়া - আমার মা।
আমাকে আগলে রাখতে গিয়ে কতবার, কতবার
তুমি বিপন্ন করেছো আপনাকেই! ভ্রুক্ষেপহীন
আমাকে নিরাপদ পেয়েই তোমার সেকি উচ্ছাস!
আমার কচি চোখ ভরে যেত জলে।
তোমার এত ভালবাসার প্রকাশ- কত কি যে বলতে চাইত মন
তাই তোমার পানেই চেয়ে থাকা অনিমেষ:
তোমার চোখ, ঠোট নড়া.. তোমার আকুতি
সোনা - মা বলো, মা.. মাম্মা, আম্মি, মা
যেন পাহাড় খুড়ে সোনা তোলার চেয়েও কষ্টে
আমি চেষ্টা করি-অন্তহীন
একদিন তোমার ঠোটে তাল মিলিয়ে আমার চেষ্টা
সফল হয়- আধো বোল বেরিয়ে আসে একটি শব্দ - মা!
তুমিতো যেন খুশিতে পাগল হয়ে গেলে
আমাকে শূন্যে উঠিয়ে কোলে ঝাপটে ধরে
কত শত চুমুতে মূখ ভরিয়ে -তোমার সেকি চিৎকার
সবাই জড়ো হয়ে গেল- তুমি চোখে জল নিয়ে বলতে পারছো না যেন
বাবু - মা বলেছে! সবাই অবাক! এই পুচকি!
কারো চোখে অবিশ্বাস! আমাকে ধরে টানা হেচড়া ..
ওফ কি কষ্ট! সবাই একই কথা বলে
কিন্তু তোমার সেই মধূরতা নেই। আমিও চুপ।
আবার তুমি আদরে বুকে নিলে।
বুকের ওমে গন্ধে আমি নিশ্চিন্ত হয়ে
তোমার দিকে চেয়েই আবারও বলি- মা!
তুমি আনন্দে চোখে জল নিয়ে আবারো সেকি আদর!
পৃথিবীটা শুধুই তোমার আর আমার!
(২)
সময়ের নদীতে জল বয়ে যায়
তোমার হাত ধরে থির দেয়া, প্রথম একা একা দুপা ফেলা
অত:পর দূরন্ত তোমার দুষ্টু সোনা
সারা দুনিয়ার সবই পর ছিল- তুমি ছাড়া!
তোমার হাতে প্রথম বর্ণমালা
কলম ধরে লিখতে শেখা
স্বর্গমত্য পূরণের যত আবদার তোমার কাছেই
তুমি যে জননী, স্বর্গাদপী গরিয়সি! তুমি যে মা।
পদে পদে তোমার আকুল প্রার্থনা
তোমার অন্তহীন শুভকামনা, আর আর্শীবাদে
আমার স্বপ্ন দৃঢ় হয়।পূর্ন হয় পূর্ণ স্বপ্নের পথে-
বড় হয়ে হব তোমার মনের মতো মানুষ
একজন আদর্শ মহান মানুষ-
তুমিই যে আমার সেই স্বর্গীয় প্রেরণা।
@মা ! তুমি কত দূরে? কোন অজানায়? কোন তারা দেশে গিয়ে বসে আছো? তুমিকি দেখতো পাচ্ছো- তোমার পাকনুটা আজ কতকিছূ ভাবতে পারে! তোমার অনুভবকে হৃদয়ে ধরতে চেষ্টা করে। মাথার চুলে নেড়ে দিয়ে বলবে না- পাগলা!!!
যেখানেই থাকো ভাল থাকো মা।
০৭ ই মে, ২০১৬ রাত ১১:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বুবু
মা দিবসের শুভেচ্ছা।
২| ০৭ ই মে, ২০১৬ রাত ১১:১৭
মো: ইমরান আল হাদী বলেছেন: অসাধারণ কবিতা দুটি, প্রথম টা বেশি ভাল।
কবিতায় +
০৮ ই মে, ২০১৬ সকাল ৮:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আল হাদী ভাই
শুভেচ্ছা।
৩| ০৭ ই মে, ২০১৬ রাত ১১:২১
সুমন কর বলেছেন: যেখানেই থাকো ভাল থাকো মা।
মোটামুটি লেগেছে।
০৮ ই মে, ২০১৬ সকাল ৮:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সুমন দা।
শুভেচ্ছা অনেক।
৪| ০৭ ই মে, ২০১৬ রাত ১১:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন: মা মানেই ভালোবাসা।
মা দিবসের শুভেচ্ছা।
০৮ ই মে, ২০১৬ সকাল ৮:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ শোভন। অনেক অনেক শুভেচ্ছা
৫| ০৮ ই মে, ২০১৬ রাত ১২:৪৩
তামান্না তাবাসসুম বলেছেন: মাকে নিয়ে কবিতা ভাল না লেগে উপায় নেই।
পৃথিবীর সকল মা ভাল থাকুক।
শুভকামনা কবি।
০৮ ই মে, ২০১৬ সকাল ৮:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ তামান্না। পৃথীবীর সকল মা ভাল থাকুক।
শুভেচ্ছা অনেক অনেক।
৬| ০৮ ই মে, ২০১৬ সকাল ৮:২৬
শায়মা বলেছেন: তোমার হাতে প্রথম বর্ণমালা
কলম ধরে লিখতে শেখা
স্বর্গমত্য পূরণের যত আবদার তোমার কাছেই
তুমি যে জননী, স্বর্গাদপী গরিয়সি! তুমি যে মা।
অনেক অনেক ভালোলাগা ভাইয়া!
০৮ ই মে, ২০১৬ সকাল ১০:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা শায়মাপু।
ভালোলাগায় প্রীত হলাম্।
মা দিবসের অন্তহীন শুভেচ্ছা
৭| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১:১০
পাহাড়ী ঝর্ণা১৫ বলেছেন: ফেসবুকে যাইতাম দেখ কি কান্ড হইছে। উত্তেজনার ঘুমাইতে পারতেছিনা
০৮ ই মে, ২০১৬ দুপুর ১:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অভনিন্দন!!!
ঘূম না হবারই কথা। আনন্দ যখন দু’কুল ছপিয়ে যায়.. ঘুম তখন পালিয়ে যায়
৮| ০৮ ই মে, ২০১৬ রাত ৯:০৬
কালনী নদী বলেছেন: সময়ের নদীতে জল বয়ে যায়
তোমার হাত ধরে থির দেয়া, প্রথম একা একা দুপা ফেলা
অত:পর দূরন্ত তোমার দুষ্টু সোনা
সারা দুনিয়ার সবই পর ছিল- তুমি ছাড়া! অসাধারণ হয়েছে ভাইজান।
মা দিবসের শুভেচ্ছা জানবেন।
০৮ ই মে, ২০১৬ রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কালনী নদী ভাই।
আপনার ভাললাগায় প্রীত হলাম।
মা দিবসের শুভেচ্ছা। রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।
৯| ০৯ ই মে, ২০১৬ রাত ১২:৪২
আহমেদ রাতুল বলেছেন: অত:পর দূরন্ত তোমার দুষ্টু সোনা
সারা দুনিয়ার সবই পর ছিল- তুমি ছাড়া
অসাধারন এক ভালো লাগায় আবেশিত হলাম। ধন্যবাদ ভাই
০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনার ভাললাগা আর আবেশটুকু হৃদয়ে ধরে রাখলাম।
শুভেচ্ছা অগণন
১০| ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:০১
জেন রসি বলেছেন: চমৎকার বিদ্রোহী ভৃগু ভাই।
শুভকামনা রইলো।
০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ জেন রসি ভাই। প্রীত হলাম্
মা দিবসের শুভেচ্ছা ........
১১| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
রমিত বলেছেন: প্রচন্ড ব্যস্ততায় কিছুদিন ব্লগে ঢোকার সুযোগ পাইনি। আজ আপনার লেখা কয়েকটি কবিতা পড়লাম।
অসাধারণ হয়েছে উপরের কবিতা দুটি!
ভালো থাকবেন।
০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনার মন্তব্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আপনার অনেক গুলো সিরিজের পথ চেয়ে আছি কিন্তু............... আমি সহ অনেকেই!!!!
১২| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
আমিই মিসির আলী বলেছেন: আমি আসবো বলেই তোমার সাজানো বাগানে
আঁধারে হঠাৎ ঝলকানীতে আমার আগমন
তোমার স্বর্গীয় খুশিটুকু হৃদয়ে আঁকা আছে
রাজ্যের বিস্ময় নিয়ে চোখ মেলে
প্রথমেই দেখি সেই স্বর্গীয় দ্যুতি মাখা
ক্লান্ত অথচ কি সজীব, পরম আগ্রহে ঝুকে চেয়ে থাকা
তোমার মুখটি। প্রথম স্পর্শ তোমার ঠোটের
আদর, ভরসা, আনন্দ আর পৃথিবীর প্রথম ছোঁয়া - আমার মা।
+ সবার মা।
০৯ ই মে, ২০১৬ রাত ৮:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ মিসির আরী ভাই।
সকল সন্তানের অনুভবই +++
শুভেচ্ছা।
১৩| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
রাবেয়া রাহীম বলেছেন: কবিতা দিয়ে দাও এখানে।
০৯ ই মে, ২০১৬ রাত ৮:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অক্কে।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৬ রাত ১০:১০
পাহাড়ী ঝর্ণা১৫ বলেছেন: প্রথম যেদিন হাত ধরে স্কুলের শুরু
সেই সাথে আমার স্বপ্নদের শুরু;
বড় হয়ে হবি তুই- বড় ডাক্তার না বড় ইঞ্জিনিয়ার
নাকি আকাশে উড়াবি মস্ত প্লেন ?
স্বপ্ন গুলো তো শুধুই স্বপ্ন
মানুষের ঘরে জন্ম নিয়েছিস
কামনা এই...
একজন আদর্শ মহান মানুষের;
তুই যে আমার বুক জুড়ানো মানিক রতন ।।
-----------সুপার ডুপার ভাল লাগলো ।।