নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অনুভবের বিপ্রতীপ খেলা

০৩ রা মে, ২০১৬ রাত ৮:১৯

দাতা আর গ্রহীতায় অনুভবের ব্যবধান আকাশ জমিন
আকাশ হৃদয় উজার করে দেয় রোদ, বৃষ্টি জল
জমিন সমৃদ্ধ হয়, সুজলা,সুফলা।
মনে পড়ার শর্তহীন!

দেবতারা নির্লোভ কে বলেছে তোমায়?
উপাখ্যান ঘেটে দেখো, ইচ্ছে আর স্বপ্ন পূরনে কত বেশি স্বৈরাচারী
তুমি আবেশাবিষ্ট হলে দেবতার কি দায়!
তাদের ভুলও যে সুন্দর ভুল!
স্পর্শ শিহরণ অনুভব সূখ তো একচেটিয়া- অাধিকারিকের।
তোমার ঔদ্ধত্যও হয়তো তারই ইচ্ছাপূরণের এক শৈল্পিক পূত:মন্ত্র!
হাজার বছরের কামনা কি একেই মিটে?।-হাজার রম্ভা, উর্বশীরা কালে কালে
শুচী করে গেছে,যাচ্ছে, যাবে! দু:খহীন-অ কে গলে ধারন করে!

আলো-আঁধার আপেক্ষিক: বেড়াল চোখে
অন্ধকারেই যার বসবাস ভয়ডরহীন
বেদীর উপর-তলে পার্থক্য কি খুব হয়
হয়না না?
বিপ্রতীপ খেলা নিত্য, তুমি নি:স্ব হয়েছো বলেই সে ধনবান
পবিত্রতার বীজমন্ত্র যে বোঝে তারে অপবিত্র করে কার সাধ্যি?
হারাবার দু:খবোধই ক্লান্ত করে তোমায়
সব প্রশ্ন হাওয়ায় উড়িয়ে দাও

আবেগী মেঘের আহবানে বাঁধ নতুন সুর
লা-মাকানে বসে থেকে স্মৃতি-বিস্মৃতির উর্দ্ধালোকে!

মন্তব্য ৭৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:২৫

ঢাকাবাসী বলেছেন: না দেবতারা নির্লোভ নয়। ভাল লাগল।

০৩ রা মে, ২০১৬ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী। আপনার ভাললাগা অনুপ্রেরণা হয়ে রইল।

২| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৩৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: "তুমি নিঃস্ব হয়েছো বলেই সে ধনবান"
শুধুমাত্র এই লাইনটার জন্যই কবিতায় লাইক! ;)

কবিতা সুন্দর হয়েছে! শুভ কামনা ভৃগু ভাই!

০৩ রা মে, ২০১৬ রাত ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ টাইগার :)

অনেক অনেক শুভেচ্ছা।

৩| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৫৯

মুসাফির নামা বলেছেন: দূর্বেদ্য কবিতা, ভালো লাগল।

০৩ রা মে, ২০১৬ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতা তো দেয়াল নয়!

তারপরও ভাললাগায় ধন্যবাদ।

৪| ০৩ রা মে, ২০১৬ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা মে, ২০১৬ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধণ্যবাদ প্রামানিক ভাই।

শুভেচ্ছা অনেক।

৫| ০৩ রা মে, ২০১৬ রাত ৯:২৫

মুসাফির নামা বলেছেন: দেয়ালতো ভাই দূর্বেদ্য না।

০৩ রা মে, ২০১৬ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা। জ্বি । তাইতো বলেছি- তাই যদি ভাঙ্গা যায় কবিতা আর কি ছাই ;)

আশা করি বুঝতে পেরেছেন। আপনার ভাল লাগাটুকুই তুলে রাখলুম হৃদয়ে।

৬| ০৩ রা মে, ২০১৬ রাত ৯:৩৪

সুমন কর বলেছেন: কঠিন কিন্তু সুন্দর। +।

দু:খহীন-অ কে গলে ধারন করে! < এ জায়গাটা কি ঠিক আছে?

০৩ রা মে, ২০১৬ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা।

আমি কঠিনেরে ভালবাসিলাম। :)

রম্ভা উর্বশীরা শুচী করে যায় দেবতায়, সভ্যতায় নিজে অশুচী উপনাম নিয়ে। তাকেই একটু ভিন্নভাবে বলা- সেই অশুচিতার অকে দু:খহীন গলে ধারন -মানে নিরুপায় মেনে নেয়ার্থে।

৭| ০৩ রা মে, ২০১৬ রাত ১১:১৩

মো: ইমরান আল হাদী বলেছেন: পড়লাম ভাললাগলো, চমৎকার কবিতার জন্য শুভেচ্ছা।

০৩ রা মে, ২০১৬ রাত ১১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ইমরান আল হাদী।

ভাললেগেছে জেনে প্রীত বোধ করছি। অনেক শুভেচ্ছা।

৮| ০৩ রা মে, ২০১৬ রাত ১১:৫৮

রাবেয়া রাহীম বলেছেন: নতুন চিন্তা----জীবন ভাবনা

ও কারিগর তোমার কারিগরির অপেক্ষায় ।

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অণেক ধন্যবাদ কারিগরের কারিগর!

আসছি।

৯| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১:০৯

রিপি বলেছেন: অনেক ভালো লেগেছে।

বিপ্রতীপ খেলা নিত্য, তুমি নি:স্ব হয়েছো বলেই সে ধনবান
পবিত্রতার বীজমন্ত্র যে বোঝে তারে অপবিত্র করে কার সাধ্যি?
হারাবার দু:খবোধই ক্লান্ত করে তোমায়
সব প্রশ্ন হাওয়ায় উড়িয়ে দাও..


সব প্রশ্ন হাওয়ায় উড়িয়ে দিলাম।

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

তবে তো আর দু: বলে কিছূ রইলো না। হে সূখি আত্মা- আমাকে কিছূ সূখ দেবে???? :):):)

অনেক অণেক শুভেচ্ছা

১০| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৫২

অগ্নি সারথি বলেছেন: বিপ্রতীপ খেলা নিত্য, তুমি নি:স্ব হয়েছো বলেই সে ধনবান
পবিত্রতার বীজমন্ত্র যে বোঝে তারে অপবিত্র করে কার সাধ্যি? - অসাধারন হয়েছে ভৃগু ভাই।

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সারথী ভাই।

অনেক দিন পর পেলাম। ভাল আছেন নিশ্চয়ই? এলাকার আপডেটস অনেকদিন জানা হয় না!

১১| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:৫১

সামিয়া বলেছেন: দারুন কবিতার ভাবনা ।

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সামিয়া। শুভেচ্ছা অন্তহীন...

১২| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:৫৬

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতায় অনেক অনেক ভাল লাগা!
শুভ কামনা জানবেন!

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাস ভাইয়ের ভাললাগা টুকু হৃদয়ের অন্তপুরে রেখে দিলুম।

অনেক শুভেচ্ছা ভ্রাতা :)

১৩| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:০১

ফয়সাল রকি বলেছেন: মুসাফির নামা বলেছেন: দূর্বেদ্য কবিতা, ভালো লাগল। B-)

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা।
দুর্ভেদ্যতাটুকু দূরে থাক। ভাললাগা টুকু হৃদয়ের জন্য। :)

অনেক শুভেচ্ছা রকি ভাই।

১৪| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৪৮

মনিরা সুলতানা বলেছেন: তুমি নি:স্ব হয়েছো বলেই সে ধনবান
পবিত্রতার বীজমন্ত্র যে বোঝে তারে অপবিত্র করে কার সাধ্যি

বাহ বাহ চমৎকার ভাইয়া :)

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে অনুপ্রানীত বোধ করছি।
আপনার চমৎকারীটুকু লেখার শক্তি হয়ে রইল। :)

অনেক শুভেচ্ছা মনিরাপু :)

১৫| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ২:৫৫

এখওয়ানআখী বলেছেন: তোমার ঔদ্ধত্যও হয়তো তারই ইচ্ছাপূরণের এক শৈল্পিক পূত:মন্ত্র!---খাঁটি সত্য কথন-----অসাধারণ কবিতার জন্য ধন্যবাদ

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য কথন অনুভবে কৃতজ্ঞতা।

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভ্রাত:

১৬| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:৩৫

জনৈক অচম ভুত বলেছেন: অসাধারণ লিখেছেন। ভাললাগা রেখে গেলাম। :)

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা।

ভাললাগাটুকু হৃদয়ে তুলে রাখলাম। শুভেচ্ছা অনেক অনেক। :)

১৭| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:৪০

বিদ্রোহী সিপাহী বলেছেন: এমন ভাব আসে বলেই আপনি কবি...
একরাশ ভাল লাগা
পবিত্রতার বীজমন্ত্রইতো গাইলেন

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার একরাশ ভাললাগা আগলে রাখলাম- অগামীর জন্যে

অনেক শুভেচ্ছা ....

১৮| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:৫৭

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার ভাবনা । আসলেই , দেবতারাও বোধহয় নির্লোভ হয় না !! অসাধারণ লেখনী ।

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বোধহয় দিয়ে কি কনফিউশন আড়াল করলেন না ভয়? ;) হা হা হা

উপাখ্যানকে বেউজ ধরলে নিশ্চিতই বলা যায় :)

আপনার অনুপ্রেরণাদায়ী মন্তব্যে শুভেচ্ছা অনেক অনেক।

১৯| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:৪০

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
কবিতায়+++++++++

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ পথিক ভাই।

অনেকদিন পর পেলাম মনে হয় :)

শুভেচ্ছা একরাশ...................

২০| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:৪২

নীলপরি বলেছেন: অসাধারণ ।+

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি!

অন্তহীন শুভেচ্ছা .....................

২১| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

পুলহ বলেছেন: "বিপ্রতীপ খেলা নিত্য..."-- শুধু ভালোবাসার ক্ষেত্রেই বোধহয় এই জিরো সাম গেইমের ব্যাপারটা খাটে না।
কবিতা দুর্দান্ত হইছে ভৃগু ভাই।

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জিরো সাম গেইম ----- ভালবাসায় যেটা হয়.. স্বেচ্ছা ত্যাগে তা আড়াল হয়ে যায়... অথবা দু'জনেই ঐ রংয়েই রাঙতে পছন্দ করে বিধায় প্রকট দৃশ্যমান হয় না--- বিপ্রতীপ নিত্য খেলাটুকু!

অনেক অনেক ধন্যবাদ পুলহ ভাই... শুভেচ্ছা অফুরান :)

২২| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

পাহাড়ী ঝর্ণা১৫ বলেছেন: অভিননদন । আলোচিত ব্লগ হয়েছে লেখাটি। আরও অনেক বেশী সাফল্য কামনা করছি।

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো... জানানোর পর দেখে আসলাম্ :)

অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আর কারিগরের কারিগরকে স্যালুট!
জাগিয়ে তুলে মৃত নদী বইয়ে দিলে অমিয় ধারা
এখন দু-কুল ছাপিয়ে চলে
কত বাহারী পান্সী ভরা..
যেওনা দূরে ভুলেও ফেলে
ভুল বুঝে বা কষ্ট পেয়ে
যাবে নদী ফের শুকিয়ে আসবে ফারাক্কা বাঁধারা। :)

২৩| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি কঠিন লিখা বাপু
পড়ে ভাঙ্গে দুটো দাঁত;
বুঝা নয় মোর সাধ্যি
বুঝি তুমি কবি জাত।

দেবতার ধ্যান ভাঙ্গে
অপ্সরা কলা ছলে;
আছে নাকি চেনা জানা
মিট করে দ্যাও কল-এ।;)

অশুচিতে নাই খেদ
আমিও নই তুলসি;
বড় সখ মজি প্রেমে
ভুখা নাঙ্গা জ্বলছি। :P

০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: একি কইলে ছাড়াকার
শেষে দাত হারালে
নয় এতো হিব্রু, গ্রীক
লেখা বাংলা সরলে ;)

দোষ নেই তোমা কোন
দেবতাই হয় কাৎ
রম্ভা উর্বশী আহা
মিলে যদি দেবো দাওয়াৎ!

মজোনি এখনো প্রেমে
এও হবে মানতে
গাইছ কি শিবের গীত
এসে ধান ভানতে? :P

২৪| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: যে লাইনগুলো সবচে ভাল্লাগসে কেউ কেউ তুলে ধরেছেন! কী কইতাম আর!

সর্বোপরি ভাল্লাগসে কোবতে ।

০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধুদা - আপনার ভাললাগাটাই আমার পাওয়া।

যা মুঞ্চায় তাই কন ;)

অনেক অনেক ধণ্যবাদ

২৫| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:২০

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।

++

আসলে মানুষ নিজের মত করেই দেবতাদের চরিত্র তৈরি করেছে। তাই তাদের আবেগও মানুষের মত!

০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জেনরসি।

মানুষ নিজেকে খুঁজতে গিয়ে কত পথই হাটছে- আজো শেষ হলনা তার সন্ধান!

২৬| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বিদ্রোহী ভৃগু ভাইয়া.... চমৎকার :)

০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে কে এলো মোর ঘরে! পথ ভুলে নাতো ভাই :)

অনেক অনেক ধন্যবাদ মইনুল ভাই।

অন্তহীন কৃতজ্ঞতা শুভেচ্ছা আর শুভকামনা রইল।

২৭| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:২২

স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ ভ্রাতা।

০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর এলেন :)

অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর ...

২৮| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৪০

জুন বলেছেন: হারাবার দু:খবোধই ক্লান্ত করে তোমায়
সব প্রশ্ন হাওয়ায় উড়িয়ে দাও

উড়িয়ে দিলেই কি আর সমাধান হয় তা ভৃগু!
চমৎকার কবিতায় +

০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
হয় বৈকি!
লা মাকানে বসে থেকে উড়িয়ে দিতে পারলে :)

অনেক অনেক ধণ্যবাদ জুনাপু। মন্তব্যে অনুপ্রানীত হলাম।

২৯| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৫৪

পাহাড়ী ঝর্ণা১৫ বলেছেন: নতুন কারিগরি--- লোবানের কটু দীর্ঘশ্বাস ।

মা-সন্তান আর ভাইবোনের সম্পর্ক আজীবনের ।
ভাল থেক ভাই আমার । অনেক শুভ কামনা। পথ চলা দীর্ঘ হোক সুন্দর হোক ।

০৬ ই মে, ২০১৬ সকাল ১০:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাল সারাদিন নেটে বসতে পারিনি! তাই মিস হয়ে গেছে...

হঠাৎ একথা কেন বুবু? মন খারাপ?

অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ আর শুভেচ্ছা বুবুর জন্যে। যাচ্ছি ..

৩০| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৫৬

অঘ্রান প্রান্তরে বলেছেন: কবির কবিতায় ভালো লাগা রেখে গেলাম...

০৬ ই মে, ২০১৬ সকাল ১১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর এলেন!

ধন্যবাদ । ভাললাগাটুকু হৃদয়ে রেখে দিলাম। :)

৩১| ০৫ ই মে, ২০১৬ ভোর ৬:২০

সাগর মাঝি বলেছেন: অসাধারণ কবিতা আর চমৎকার ভালো লাগা।

০৬ ই মে, ২০১৬ সকাল ১১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাগর মাঝি মন্তব্যে অনুপ্রানীত হলাম।

অনেক অনেক শুভেচ্ছা ।

৩২| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:১৬

বৃতি বলেছেন: দেবতারা নির্লোভ কে বলেছে তোমায়?
উপাখ্যান ঘেটে দেখো, ইচ্ছে আর স্বপ্ন পূরনে কত বেশি স্বৈরাচারী
তুমি আবেশাবিষ্ট হলে দেবতার কি দায়!
তাদের ভুলও যে সুন্দর ভুল!


কবিতার ভেতরকার অনুভবগুলো ভাল লাগলো :)

০৬ ই মে, ২০১৬ সকাল ১১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি।

ভাললাগাটুকুই আমার পাওয়া। অন্তহীন শুভেচ্ছা বৃতি। :)

৩৩| ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৩৮

মিজানুর রহমান মিরান বলেছেন: দেবতারাও লোভী! ঠিকই তো!

০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
উপাখ্যানতো তেমনি বলে.... ;)

অন্তহীন শুভেচ্ছা কবি।

৩৪| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:১৬

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া।

০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শায়মাপু।

ভাললাগাটুকু তুলে রাখলাম হৃদয়েঅ :)

৩৫| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

রমিত বলেছেন: প্রচন্ড ব্যস্ততায় কিছুদিন ব্লগে ঢোকার সুযোগ পাইনি। আজ আপনার লেখা কয়েকটি কবিতা পড়লাম।

"দেবতারা নির্লোভ কে বলেছে তোমায়?
উপাখ্যান ঘেটে দেখো, ইচ্ছে আর স্বপ্ন পূরনে কত বেশি স্বৈরাচারী
তুমি আবেশাবিষ্ট হলে দেবতার কি দায়!
তাদের ভুলও যে সুন্দর ভুল!
স্পর্শ শিহরণ অনুভব সূখ তো একচেটিয়া- অাধিকারিকের।"

খুব সুন্দর হয়েছে কবিতাটি!
ভালো থাকবেন।

০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্যে প্রীত বোধ করছি।

আপনার অনুপন্থিতি মিস করছি। অনেক সিরিজ.. অনেক অনুপ্ররণা, অনেক মূল্যায়ন..

অনেক অনেক ধন্যবাদ । প্রীত হলাম।

৩৬| ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলবো আমি আলসে মেয়ে (ছেলে)
ঘুমিয়ে তুমি থাকো;
পোষ্ট দিয়েছি কোন সকালে
চোখেই পড়লো নাকো। /:) X(
দেখনা বাপু

১৯ শে মে, ২০১৬ রাত ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে ভায়া করেছোকি
ধুন্ধুমার কান্ড
আমি দেখি মহাঘুমে
যেন কুম্ভকর্ণ! :):):)

লাব্বাইক:)

৩৭| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৫

সিগনেচার নসিব বলেছেন: কবিতা পাঠে সন্তুষ্ট আমি
একরাশ শুভেচ্ছা রেখে গেলাম

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেত অনেক ধন্যবাদ। মন্তব্যে আপ্লুত :)

সন্তুষ্টি টুকু হৃদয়ের কুঠুরে তোলা রইল যতন করে :)

শুভেচ্ছা অনন্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.