নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অভিশপ্ত নাগরিক জীবন ~~ অধরা প্রকৃতি

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭


এই রোজকারের জীবনতো তোমার ছিল না
এই আধূনিকতার ফাঁদ, এই মেকি ঝলমলে নগর সভ্যতার মোহ
যান্ত্রিকতার টানেই তো শেকড় ছিড়ে এসেছো- গাঁয়ের কাতরতায় ভ্রক্ষেপ করোনি।
দেখোনি তোমার বিরহে কত রাত গায়ের সবুজ জমিন ভিজেছিলো
অনুভব করোনি হু হু হাওয়ায় কার বিচ্ছেদ সুর করুন হয়ে বেজেছিল..

আজ তুমি চাইলেও পারবেনা যেতে
অভিমানী গায়ের অভিশাপ লেগেছে তোমার গায়
এই পিচঢালা, ইটের জঞ্জালে তোমার দৃষ্টি বারবার আহত হবে
তোমার যত মিষ্টি স্বপ্ন ভেঙে যাবে কর্কশ সাইরেনে--
অভিশপ্ত নাগরিক জীবনে যান্ত্রিক আবেশে তুমি ঘুমাও তুমি জাগো
পাখির কাকলি তোমার নয়!

সমুদ্দুর তেমনি আছে, মুক্ত আকাশ, দিগন্তের সীমা
মুক্ত পাখি, মুক্ত হাওয়া.. সবই দেখো সেই চিরচেনা
আগের মতোই- কোন বদল নেই
শুধু বদলে গেছো তুমি-
এখনো বাবুই তেমনি বাতাসী দোলনায় স-ঘরে দোল খায়
শাপলা ঝিলে মাছরাঙা ডুব দেয়
একপায় ধ্যানী কানিবগ ঠায় দাড়িয়ে
কিচ্ছুটি বদলায়নি- স্রেফ বদলেছো তুমি

যতই কর্পোরেট ছুটি ছুটি খেলায় নিজেকে প্রবোধ দাও
সেলফি আর ষ্ট্যাটাসে প্রকৃতি প্রেমিক সাজার বাহারী চেষ্টা করো..
তুমি তাদের আর পাবে না। অমন করে । আপন করে।
কক্ষনো না -
প্রকৃতিতো শুধূ প্রেমেই ধরা দেয়
তুমি যে বস্তু প্রেমে মাতাল - প্রকৃতি তাই অধরা।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯

ফজলুভাই বলেছেন: যতই কর্পোরেট ছুটি ছুটি খেলায় নিজেকে প্রবোধ দাও
সেলফি আর ষ্ট্যাটাসে প্রকৃতি প্রেমিক সাজার বাহারী চেষ্টা করো..
তুমি তাদের আর পাবে না। অমন করে । আপন করে।
কক্ষনো না -
প্রকৃতিতো শুধূ প্রেমেই ধরা দেয়
তুমি যে বস্তু প্রেমে মাতাল - প্রকৃতি তাই অধরা।

আসলেও ভাই প্রকৃতি অধরাই :(

এত্ত জোস কেমনে লিখেন ভাই?
ভাল লাগলো :D

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

প্রকৃতির সাথে মিশে গেলেই আপনিও তার হয়ে যাবেন :)

আপনার আন্তরিক মন্তব্যে ভাললাগা....

২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০

সুমন কর বলেছেন: কঠিন কিন্তু সুন্দর !

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর।

একরাশ শুভেচ্ছা ...

৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার। গ্রামের মমতা অস্বীকার করে শহরে অধিষ্ঠিত মন পাবে না আর ফিরে গ্রাম্য প্রকৃতির স্নিগ্ধ সলল ভালোবাসা। শতচেষ্টায়ও এর বিকল্প খুঁজে পাবে না শহরে কোনদিন। ধন্যবাদ কবি।।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

ঠিক বলেছেন- গ্রামের মমতা অস্বীকার করে শহরে অধিষ্ঠিত মন পাবে না আর ফিরে গ্রাম্য প্রকৃতির স্নিগ্ধ সলল ভালোবাসা।

অনেক শুভেচ্ছা আর শুভকামনা

৪| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০২

ঢাকাবাসী বলেছেন: প্রেম ছাড়া জীবন অচল। তাই ভাল লাগা।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: চিরন্তন সত্য।

প্রেম চাই জীবনের জন্য। প্রকৃতির জন্যে।

ভাললাগায় কৃতজ্ঞতা। শুভেচ্ছা অফুরান।

৫| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আমি সবুজে প্রেম দেব। সবুজের মতোন কিছুতে নয়।
তুমি আর তোমার মতোন তো এক কথা নয়। কখনোই নয়।


দারুণ।+

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলছেন রাজপুত্র..

আমি সবুজ প্রেম দেব। সবুজের মতোন কিছুতে নয়।

-প্রকৃতিতো আপনারই।

ভাললাগায় একরাশ শুভেচ্ছা।

৬| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪১

পুলহ বলেছেন: অসাধারণ! খুবই ভালো লাগলো ভাই। সাথে নিজেকে কেমন একটু অপরাধীও মনে হচ্ছে যেন-
"সমুদ্দুর তেমনি আছে, মুক্ত আকাশ, দিগন্তের সীমা
মুক্ত পাখি, মুক্ত হাওয়া.. সবই দেখো সেই চিরচেনা
আগের মতোই- কোন বদল নেই
শুধু বদলে গেছো তুমি-
এখনো বাবুই তেমনি বাতাসী দোলনায় স-ঘরে দোল খায়
শাপলা ঝিলে মাছরাঙা ডুব দেয়
একপায় ধ্যানী কানিবগ ঠায় দাড়িয়ে
কিচ্ছুটি বদলায়নি- স্রেফ বদলেছো তুমি"-- নিজে বদলে যাবার অপরাধবোধ..

'গাঁয়ের কাতরতায় ভ্রক্ষেপ করোনি', ভ্রক্ষেপ -< ভ্রুক্ষেপ লিখতে চেয়েছিলেন মনে হয়। সুযোগ মতন ঠিক করে নিয়েন।
কবিতায় প্লাস :)

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার ভাললাগা ছুঁয়ে গেল।

সংশোধনির জন্য আরেক প্রস্থ কৃতজ্ঞতা :)

৭| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫০

বিজন রয় বলেছেন: আপনার ভিতরটা অনেক আধুনিক। এজন্য সমসাময়িক চিন্তা বের হয়ে আসে। এটা আামর খুব ভাল লাগে।
অসাম লেখা।
++++

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ বিজন রয়।

আপনি খুব দরদ দিয়ে অনুভব করেছেন- ভেবে প্রীত বোধ করছি।

শুভেচ্ছা অন্তহীন।

৮| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮

মিজানুর রহমান মিরান বলেছেন: কিছুই বদলে নি, শুধু আমিই বদলে গেছি...

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

আমরা বদলে যাই সব বদলে যায়-বদলে যায় অনুভব... প্রকৃতি প্রবহমান নিত্যতায়।

৯| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনবদ্য। +++

যথার্থই বলেছেন,
প্রকৃতিতো শুধূ প্রেমেই ধরা দেয়
তুমি যে বস্তু প্রেমে মাতাল - প্রকৃতি তাই অধরা।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত দিন পর পেলুম :)

অনেক ধন্যবাদ প্লাস আর ভাললাগায় প্রীত বোধ করছি....

১০| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৩

রাবেয়া রাহীম বলেছেন: =p~ =p~ =p~ =p~

আর কিছু বলার নাই। অনেক শুভ কামনা।

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

আর কিছু বলার নাই। =p~ =p~

শুভেচ্ছা অগণন

১১| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: নতুন একটা কবিতা লিখলাম শেষের টুকু মিলাতে পারছিনা , সাহাজ্য কর প্লিজ ।
কর্ম ক্লান্ত দুপুরের পর উদাসি বিকেল
তারপর নামে শান্তির সন্ধ্যা
পাশের গির্জা থেকে বাজে ঘন্টা ধ্বনি
সাঁই মন্দিরের ঘণ্টিটিও বেজে উঠে
সেই সাথে আজানের সুমধুর সুর ।।

গির্জার ঢং ঢং -
টুং টুং ঘণ্টির মিষ্টি ধ্বনি,
শাঁখের আওয়াজ--
কোরানের মধুর তেলাওয়াত
একাগ্র মনে নামাজ পড়ি,
শ্রীকৃষ্ণে স্মরি ; ভক্তি ভরে -
সন্ধ্যাকালে প্রণাম করি, প্রার্থনা করি গির্জায়
জগতের সকলের মঙ্গলকামনায়
হৃদয় আমার উদারতায় ভরি
আস সালাম, ওম্ শান্তি ।।

উপরের টুকুর সাথে ব্যাজ্ঞাত্মক কিছু লিখতে চাইছিলাম গুরু যেমন করে লেখে ।
যদি কাজ করি সকলে মানব কল্যাণেই
যদি চাই প্রগতি-শান্তি
নিজের সাথেই প্রতিজ্ঞা করি,
নিজেকে বদলাই, জগত বদলাই
যদি স্বীকার করি কিছু ত্যাগ--
অভুক্ত কে দেই আহার;
উপকার করতে না পারলেও করি না কারো ক্ষতি
পরনিন্দা টুকু করি পরিহার ;
প্রয়োজনে সবাই মিলে যেন সেবার পথেই চলি
মানবতার কথা একসাথে সবাই চল বলি।।

এই কথা গুলি উপরের সাথে মিল রেখে কেমন করে লেখা যায় , তুমি সাজায়া দাও প্লিজ । ভাল থেক
শরীর এখন কেমন ?

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত্ত বড় ভার!!!!
অকে বুবু.. আদেশ শিরোধার্য :)

১২| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

জেন রসি বলেছেন: যা মানুষ অনুসন্ধান করে, তার কিছুটা হলেও পায়। তবে না খুঁজেই আফসোস করার ব্যাপারটাই একটা আফসোস! ;) চমৎকার হইছে বিদ্রোহী ভৃগু ভাই।

++

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অতীব সত্য। মানুস যা অনুসন্ধান করে তা পায়...

এটাও সত্য - না খুঁজেই আফসোস করার ব্যাপারটাই একটা আফসোস! ;) সহমত।

অনেক অনেক ধন্যবাদ জেন রসি! প্রীত বোধ করছি।

১৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৩

মুসাফির নামা বলেছেন: প্রকৃতিতো শুধূ প্রেমেই ধরা দেয়
তুমি যে বস্তু প্রেমে মাতাল - প্রকৃতি তাই অধরা।



প্রকৃতি হয়তো ধরা দেয় না
কিন্তু ধরা দেয় অনেক লোভনীয় অধরা।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হবে হয়তো!

যে যা খোঁজে তার কাছে নাকি তাই ধরা দেয়! লোভনীয় অধরা যাদের স্বপ্ন তারাতো তাদের পাবেই--- প্রকৃতির সূত্রেই:)

অনেক ধন্যবাদ ভ্রাত:

১৪| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২২

সাগর মাঝি বলেছেন: উফঃ...........
আর ভালো লাগেনা এই যান্ত্রিক জীবন।
ফিরে যেতে চাই সেই চিরসবুজ আমার প্রিয় গাঁয়ে।
কিন্তু প্রকৃতি আপন করে নেয়না আগের মতন।
দিনের বেলা কত কাজ কত প্রয়োজন রাতে বউয়ের কেটকেটানি অতিষ্ট জীবন।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয় সপে সমপর্ণ করুন .. পলকে দেখবেন প্রকৃতি আর আপনি একে অন্যের..
কিন্তু মেকি আপন করতে গেলেই ধরা দেবে না!
বউয়ের মতোই ;)

১৫| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১

সাহসী সন্তান বলেছেন: আপনার কবিতার শব্দগুলোর সাথে ভীষণভাবে পরিচিত। সম্ভবত এই অভিসপ্ত নাগরিক জীবনের চাপের কারণেই বোধ হয়। কবিতা খুব ভাল লাগলো ভৃগু ভাই!

শুভ কামনা জানবেন!

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাস ভাই।

আপনার ভাললাগা আমার অনুপ্রাণ...অনেক অনেক শুভেচ্ছা....

১৬| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ভাই...
বস্তু প্রেম দূর করতে না পারলে সবই মিছা

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ জাত সিপাহী ভাই ;)

হুম.. সঠিক বলেছেন। কিন্তু বস্তুর মোহ এতই তীব্র... সারা জীবনেও অনেকে কাটাতে পারে না...
ভাল থাকুন।

১৭| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

তানজির খান বলেছেন:
তুমি যে বস্তু প্রেমে মাতাল

এই বাক্যটির আক্ষেপ যদি কিছু সংখ্যক মানুষও বুঝতো তবে পৃথিবীতে শান্তি আসতো। দূর্দান্ত কবিতা, ভাল লাগা,ভালবাসায় একাকার। শুভকামনা ভাই

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তানজির খান।

আপনার একাকার আবেগে আপ্লুত। ভাল থাকবেন। শুভেচ্ছা অনেক অনেক।

১৮| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৩

অপু তানভীর বলেছেন: #:-S 8-|

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অপু ভাই..

এই কৃপণতার ক্ষমা নাই ;)

যার হাত দিয়ে এত এত দুর্দান্ত গল্প বেরুয়- তিনি কিনা মন্তব্যে এক কিপটুস :)

ভাল থাকুন। শুভেচ্ছা অনেক।

১৯| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রকৃতিতো শুধূ প্রেমেই ধরা দেয়
তুমি যে বস্তু প্রেমে মাতাল - প্রকৃতি তাই অধরা।


কাব্যে কি গভীরতা
মনে জাগে বিস্ময়;
তুমি ভায়া জাত কবি
নিশ্চয় নিশ্চয়....................

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:

জহুরি জহুর চিনে
মানিকে মানিক
তুমিও যে জাত কবি
আমি নিশ্চিত।। :)

অনেক অনেক শুভকামনা ভাই। আপনার উপস্থিতি আনন্দ দিল অনেক...

২০| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯

হাসান নাঈম বলেছেন: কবিতার কাব্য তেমন বুঝি না, তবে কথাগুলি ভাল লেগেছে।
আমরা আসলেই জানি না কোন মোহে পরে কী হারাচ্ছি।

যাই হোক, আপনার শরীরের অবস্থা কী? অসুস্থতা কমেছে?

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনকে ধন্যবাদ আন্তরিক মন্তব্যে।

কথাগুলো বুঝলেই লেখা ধন্য। আসলেই- এই মোহ মুক্তিই সকল ধর্মের প্রাণ। কিন্তু তা নিজেই এখন মোহাবিষ্ট!!!!!

জ্বি। আফটার শকের মতো- খানিকটা ধকলে ক্লান্ত বেশ। এছাড়া আপনাদের দোয়ায় দ্রুতই সেরে উঠেছি।

আল্লাহ আপনাকে সহ সবাইকে সুস্থ রাখুন। সুস্থতা এমন এক নেয়ামত কেবল অসুস্থ হলেই যার মূল্য বোঝা যায়....

২১| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৮

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ প্রকৃতির প্রতি প্রেম ফুটে উঠেছে আর একটা আক্ষেপও রয়েছে । আসলেই তো যান্ত্রিকতার চাকা পায়ে আমরা ছুটছি বেদম ছোটা , এতোটুকু আবসর নেই প্রকৃতিকে দেখার । আপনি খেয়াল হয়তো করবেন প্রকৃতি নিয়ে কবিতা লেখাও আজকাল কমে গেছে । তার মানে কি প্রকৃতি দেখে কেউ আজকাল মুগ্ধ হয় না ? আপনি বলেছেন প্রকৃতি আগের মতই ঠিকঠাক ভাবে চলছে , কিন্তু আসলেই কি চলছে ? আমরা কি প্রকৃতিকে অনেকটাই নষ্ট করে ফেলিনি , নাগরিক সুবিধা বর্ধন করতে গিয়ে ? যাক বেশী কথা বলে কাজ নেই :)

দারুণ লিখেছেন কবি । অনেক ভালো লাগলো । প্রকৃতি আমারও ভীষণ প্রিয় । আধুনিক যুগে জন্মেও যেন আধুনিক হতে পারিনি , আমি এখনো প্রকৃতি দেখি অবাক চোখে :)

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক হবে কেন? বলুন না মন খূলে!!!! বেশি কথা বললেইতো মুক্তির পথ মিলবে ;)

আপনি যা বলছেন তা যেমন আক্ষরিক অতীব সত্যি- আমি যা বলেছি তা ভাবগত শতভাগ সত্যি!
আমরা হয়তো বৃক্ষ নিধন করছি, পাহাড় কাটছি, নদী ভরাট করছি.. আমার চারপাশকে আমি কলুষিত করে নিজেকেই বিপদাপন্ন করছি- এটা যেমন সত্য..
এই আঁচড়ে মূল্য প্রকৃতির কিছূই হয় না.. সে আপন পথে চলে বাঁধন হারা... মাঝে মাঝে একটু রেগে গিয়ে আমাদের ভয় দেখায়
সুনামী, নার্গিস, হ্যারিক্যান, ভূমিকম্প, বরফগলা ভীতি.. কত্ত কিছূ!
আর আমরাই বরং অনেক ধূরের কেউ হয়ে যাই নিজেদের কবুতরের বাসা ফ্লাটে যে তৃপ্তি- মাটির কুটিরে সে পাই না.. নিজেরাও ইট কংন্ক্রিটের মতো অনুভূতিহীন হয়ে গেছি বলেই..
অথচ ভাঘ্যের কি পরিহাস.. যে মাটি কে দূরে ঠেলে এত এত উচুতে উঠতে চায় মানুষ- শেষ ঠিকানায় শত অনিচ্ছায়ও সেই মাটির কোলে প্রকৃতির কোলৈই নিতে হয় শেষ আশ্রয়!!!

যে প্রকৃতিকে ভালবাসে সে প্রকৃতকে ভালবাসে :)
<<আমি এখনো প্রকৃতি দেখি অবাক চোখে :)
প্রকৃতিও নিশ্চয়ই আপনাকে হতাশ করে না! :)

অনেক অনেক শুভেচ্ছা।

২২| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:১৫

সাগর মাঝি বলেছেন: আপনার দেয়া পরামর্শ অনুসরণ করার চেষ্টা করবো বিদ্রোহী ভাই।
ধন্যবাদ আপনাকে

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

ভাল থাকুন।

২৩| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

আমিই মিসির আলী বলেছেন: সমুদ্দুর তেমনি আছে, মুক্ত আকাশ, দিগন্তের সীমা
মুক্ত পাখি, মুক্ত হাওয়া.. সবই দেখো সেই চিরচেনা
আগের মতোই- কোন বদল নেই
শুধু বদলে গেছো তুমি


অসাধারণ।
অনেক ভালো লাগলো।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিসির আলী ভাই

একরাশ শুভেচ্ছা ...

২৪| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:২২

কল্লোল পথিক বলেছেন:









কবিতায় এক রাশ ভাল লাগা রেখে গেলাম

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: একরাশ কৃতজ্ঞতা আপনার জন্য।

ভাল থাকুন কবি ভাই।

২৫| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৬

আসল পাগল বলেছেন: ইট-কাঠ-পাথর-সিমেন্টের আবর্জনার প্রাণহীন শহরে প্রাণ আনচান করে গ্রাম্য প্রকৃতির কোলে ফিরে যেতে। কিন্তু হায় ক্ষুতপিপাসাকে নিবারণের আশায় পড়ে থাকতে হয় এই জঞ্জালে। সুন্দর লেখনীর জন্য নিরন্তর শুভকামনা ।।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হৃদয়খোলা মন্তব্যে।
শুভেচ্ছা অফুরান আপনার জন্যেও..

২৬| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



"এখনো বাবুই তেমনি বাতাসী দোলনায় স-ঘরে দোল খায়
শাপলা ঝিলে মাছরাঙা ডুব দেয়
একপায় ধ্যানী কানিবগ ঠায় দাড়িয়ে
কিচ্ছুটি বদলায়নি- স্রেফ বদলেছো তুমি..............."

এর পরে পৃথিবীর কোন শব্দ বুনে আর কিছু বলার রইলো না ।

২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অশেষ কৃতজ্ঞতা...

এ আমার বিশেষ পাওয়া হয়ে রইল। আপ্লুত মনে - একরাশ শুভেচ্ছা আপনার জন্য ..

২৭| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৭

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ দাদা!
একটু অসুস্থতায় নিরব আছি। তারপরে আজ এসে যা দেখলাম.. তাতে আরো হতোদ্যম!!
দেখুন কবিতা চোরের প্রতিকৃতি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৮| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০

নীলপরি বলেছেন: প্রকৃতিতো শুধূ প্রেমেই ধরা দেয়
তুমি যে বস্তু প্রেমে মাতাল - প্রকৃতি তাই অধরা।


খুব ভালো লাগলো ।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি..

নির্যাসটুকুই তুলে ধরেছেন :)

২৯| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪

রমিত বলেছেন: অসাধারণ একটি কবিতা। সময়োপযোগী।


"প্রকৃতিতো শুধূ প্রেমেই ধরা দেয়
তুমি যে বস্তু প্রেমে মাতাল - প্রকৃতি তাই অধরা।"

যথাযথ লিখেছেন।
এমন একটি কবিতা উফার দেয়ার জন্য ধন্যবাদ ভৃগু ভাই।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ...

আপনার ভাললাগায় প্রীত বোধ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.