নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
বোনাস কবির স্ব-কন্ঠে আবৃত্তি.....
নারী জাগরনে অতুলনীয় কবির কবিতাই নারী দিবসে নারীদের জন্য সবচে অমূল্য উপহার। যদি ধারন করা যায় কবির আহবান।
নারী
- কাজী নজরুল ইসলাম
সাম্যের গান গাই -
আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান?
তারে বল, আদি-পাপ নারী নহে, সে যে নর-শয়তান।
অথবা পাপ যে - শয়তান যে - নর নহে নারী নহে,
ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে।
এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল,
নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল।
তাজমহলের পাথর দেখেছে, দেখিয়াছ তার প্রাণ?
অন্তরে তার মোমতাজ নারী, বাহিরেতে শা-জাহান।
জ্ঞানের লক্ষ্ণী, গানের লক্ষ্ণী, শস্য-লক্ষ্ণী নারী,
সুষমা-লক্ষ্ণী নারীই ফিরিছে রূপে রূপে সঞ্চারি’।
পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ,
কামিনী এনেছে যামিনী-শান্তি, সমীরণ, বারিবাহ।
দিবসে দিয়াছে শক্তি-সাহস, নিশীথে হয়েছে বধু,
পুরুষ এসেছে মরুতৃষা লয়ে, নারী যোগায়েছে মধু।
শস্যক্ষেত্র উর্বর হ’ল, পুরুষ চালাল হল,
নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল।
নর বাহে হল, নারী বহে জল, সেই জল-মাটি মিশে’
ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে।
স্বর্ণ-রৌপ্যভার
নারীর অঙ্গ-পরশ লভিয়া হয়েছে অলঙ্কার।
নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি-প্রাণ,
যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান।
নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে’
জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে।
জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান
মাতা ভগ্নী ও বধুদের ত্যাগে হইয়াছে মহীয়ান।
কোন্ রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপাড়ি’ কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোন কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্ণী নারী।
রাজা করিতেছে রাজ্য-শাসন, রাজারে শাসিছে রানী,
রানির দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।
পুরুষ হৃদয়হীন,
মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ।
ধরায় যাঁদের যশ ধরে না ক’ অমর মহামানব,
বরষে বরষে যাঁদের স্মরণে করি মোরা উৎসব।
খেয়ালের বশে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা।
লব-কুশে বনে তাজিয়াছে রাম, পালন করেছে সীতা।
নারী সে শিখাল শিশু-পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া,
দীপ্ত নয়নে পরাল কাজল বেদনার ঘন ছায়া।
অদ্ভূতরূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ,
বুকে করে তারে চুমিল যে, তারে করিল সে অবরোধ।
তিনি নর-অবতার -
পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি’ কুঠার।
পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর -
নারী চাপা ছিল এতদিন, আজ চাপা পড়িয়াছে নর।
সে যুগ হয়েছে বাসি,
যে যুগে পুরুষ দাস ছিল না ক’, নারীরা আছিল দাসী।
বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি,
কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি’।
নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে
আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে!
যুগের ধর্ম এই-
পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।
শোনো মর্ত্যের জীব!
অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব!
স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের যক্ষপুরীতে নারী
করিল তোমায় বন্দিনী, বল, কোন্ সে অত্যাচারী?
আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা,
আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা!
চোখে চোখে আজ চাহিতে পার না; হাতে রুলি, পায় মল,
মাথার ঘোম্টা ছিঁড়ে ফেল নারী, ভেঙে ফেল ও-শিকল!
যে ঘোমটা তোমা’ করিয়াছে ভীরু, ওড়াও সে আবরণ,
দূর করে দাও দাসীর চিহ্ন ঐ যত আভরণ!
ধরার দুলালী মেয়ে,
ফির না তো আর গিরিদরীবনে পাখী-সনে গান গেয়ে।
কখন আসিল ‘প্নুটো’ যমরাজা নিশীথ-পাখায় উড়ে,
ধরিয়া তোমায় পুরিল তাহার আঁধার বিবর-পুরে!
সেই সে আদিম বন্ধন তব, সেই হতে আছ মরি’
মরণের পুরে; নামিল ধরায় সেইদিন বিভাবরী।
ভেঙে যমপুরী নাগিনীর মতো আয় মা পাতাল ফুঁড়ি!
আঁধারে তোমায় পথ দেখাবে মা তোমারি ভগ্ন চুড়ি!
পুরুষ-যমের ক্ষুধার কুকুর মুক্ত ও পদাঘাতে
লুটায়ে পড়িবে ও চরণ-তলে দলিত যমের সাথে!
এতদনি শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে,
যে-হাতে পিয়ালে অমৃত, সে-হাতে কূট বিষ দিতে হবে।
সেদিন সুদূর নয়-
যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়!
বোনাস কবির স্ব-কন্ঠে আবৃত্তি.....
০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ । কবি নজরুল জেগে থাকুন আমাদের হৃদয়ে....
২| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: নারী বিষয়ে কাজীর "পূজারিণী" কবিতাটাই বেশি ভাল্লাগে । এটাও ভালো লাগে । যদিও দুটো পরস্পরবিরোধী কবিতা ।
০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
ধন্যবাদ সাধূ দা...
৩| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৭
অগ্নি কল্লোল বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ!! যতবার পড়ি ততবারই নতুন লাগে।
০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: নজরুলের সৃস্টি এমনই চির নতুন।
যতবার পাঠ ততবারই নতুনত্বের আমেজ নতুন করে বোঝা নতুন কিছূ জানা হয়।
৪| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩
ধূলো জমা চিঠি বলেছেন: দারুন একটি লেখা পড়লাম। জনম দাসীর লেখা একটি বচন পড়েছিলাম বহু আগে,
যে ব্যাক্তি নারী কে মূল্যায়ন করিতে পারেনা, সে তার গর্ভধারিণী মা কে মূল্যায়ন করিবে কি করে।
যে নারী কে তুচ্ছ করে সে তার মায়ের গর্ভের অবমাননা করে ।
পুরুষ তুমি নারী কে পণ্য না ভেবে বরং জগতের মা ভাবতে শেখ। নিশ্চয়ই তুমি নারীর গর্ভে বসে তার শরীরের বিন্দু বিন্দু রক্ত পান করেই জীবন ধারন করেছ এবং পৃথিবীতে পদার্পণ করেছ। তারপরও কি তুমি সেই নারীর প্রতি দাম্ভিক হবে?
ওনার অনেক লেখা পড়ার সৌভাগ্য যদিও আমার হয়নি, মূল্যায়ন করিনি। যেটাই হোক, ভাই নারীর প্রতি আপনার এই সন্মান দেখে ভালো লাগছে। শুভ কামনা।
০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ .. ভাল লাগল আপনাকে দেখে এবং মন্তব্য পেয়েও..
পুরুষ তুমি নারী কে পণ্য না ভেবে বরং জগতের মা ভাবতে শেখ। নিশ্চয়ই তুমি নারীর গর্ভে বসে তার শরীরের বিন্দু বিন্দু রক্ত পান করেই জীবন ধারন করেছ এবং পৃথিবীতে পদার্পণ করেছ। তারপরও কি তুমি সেই নারীর প্রতি দাম্ভিক হবে?
সহমত।
৫| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার পোস্ট।
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভাই!
৬| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১
দইজ্জার তুআন বলেছেন: বদ্দা গম অইয়ে
০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালা আছি বদ্দা
৭| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর । কবির মুখে কবিতা আবৃতি ভাল লেগেছে । নজরুল বলে কথা !
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
আসলেই নজরুল বলে কথা.. এ অনন্যতা অতুল
৮| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২১
রাবেয়া রাহীম বলেছেন: খুব সুন্দর একটি পোস্ট লিখেছ অনেক ভাল লাগলো । নারীকে সম্মান দিতে হলে প্রথমে ঘর থেকে দেওয়া উচিত, মানে নিজের স্ত্রী, কন্যা , বোন এমন কাছের জেসব নারী আছে। আমার বিশ্বাস প্রতিটা পুরুষ যদি তাদের কাছের নারীকে সঠিক সম্মান দেয় তবে সব নারিই নিরাপদ জীবন পাবে । মানুষ নিজের ঘর থেকেই সঠিক শিক্ষা লাভ করে।
জানো মীম, এই দেশে নারী দিবস পালন করেনা। আজ তেমন কিছুই দেখলাম না। অনেকে জানেইনা । এদেশে সবাই সমান তবে কিছু কিছু ক্ষেত্রে নারীরা একটু বেশী এগিয়ে । কারন এখানের আইন খুব কড়া।
ভাল থেক ।
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। যেখঅনে সব ঠিকাছৈ সেখানতো দিবস লাগবেইনা।
আমাদের দেশে কবে এমন হবে। প্রত্যেকে তার মৌলিক অধিকার না চাইতে পূর্ন পাবে..
ধন্যবাদ
৯| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩৩
কালনী নদী বলেছেন: বিদ্রেহি কবির নারীবাদি কবিতা! অসাধারণ। আরো ভালো লাগলো তার নিজ কন্ঠে আবৃত্তি।
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাঁর তুলনা তিনি নিজেই।
অনন্য অতুল বিদ্রোহী কবি জাতীয় কবিকে অভিবাদন.. অনন্ত....
১০| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৭
মিজানুর রহমান মিরান বলেছেন: সাম্যের গান এখন কেউ গায় না। এখানে কেউ নারীবাদী, কেউ পুরুষবাদী!
প্রিয় কবি 'কাজী নজরুল ইসলাম' এর আহ্বানে আমরা সাড়া দিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন।
কেউ নারী বাদি কেউ পুরুষবাদী!
এই ব্যার্থতা কাটিয়ে উঠাতেই আমাদের মুক্তি।
১১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮
এস কাজী বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভাই। আমার জানা ছিল না যে কবি নিজেই আবৃত্তি করেছেন।
এরকম একটি কবিতা সাথে আবৃত্তির লিঙ্ক শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
নজরুল তো প্রকৃতই বহুমূখি প্রতিভা ছিলেন। নিজের গান গাওয়া, আবৃত্তি, অভিনয়.. পরিচালনা, বাঁশী বাজানো, সুরকার.. সকল সেক্টরেই ছিল দারুন প্রবল সমৃদ্ধ পদচারনা।
আপনার জন্য অনেক শুভকামনা
১২| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪২
পিয়েটা বলেছেন: ভাল লাগল
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ..
১৩| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০
তানজির খান বলেছেন: এই দিনের পারফেক্ট কবিতা। ধন্যবাদ আপনাকে
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা...
অনেক শুভ কামনা আপনার জন্যে
১৪| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
জুন বলেছেন: অনেক ভালোলাগা সময়পোযোগী পোষ্টে।
+
০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপু..
১৫| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৪
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য অনেক ধন্যবাদ
১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রমাণিত ভাই
১৬| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৩
সাগর মাঝি বলেছেন: ধন্যবাদ.........আপনাকে
সত্যিই পোষ্টটা ভালো লাগলো
১১ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
নজরুলের লেখনিউ এমন। সর্বকালীন।
১৭| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০
রাবেয়া রাহীম বলেছেন: কালকের কবিতা এডিট করতে যেয়ে আমি পোস্ট ড্রাফট এ ক্লিক করি । পরে আবার যখন পোস্ট করি তখন পুরাটা ঠিক মতন শো করছিল না , তাই আবার নতুন করে পোস্ট করি আগেরটা মুছে । সেকারনে তোমার দেওয়া মন্তব্য কপি করে আমি আবার পোস্ট করি । তাই তোমার লিঙ্ক দেখা যাচ্ছেনা । তুমি আবার মন্তব্য কর ।
তোমার আজকের কবিতা আসরে খুঁজছিলাম , তুমি বেশী ব্যস্ত নাকি?
১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠিকাছে।
না বুবু একটু অসুস্থ! দোয়া করো....
১৮| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬
বিদগ্ধ বলেছেন: শুভেচ্ছা!
১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া...
শুভেচ্ছা অফূরান...........
১৯| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
শেয়ারের জন্য ধন্যবাদ ভাই।
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই....
২০| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৬
গেম চেঞ্জার বলেছেন: রিপিট করলাম। পোস্টে (+)
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গেমু ভায়া....
২১| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭
উদাসী স্বপ্ন বলেছেন: সাম্যের গান গাই
কেন যেনো মনে হইছে লাইনটা এমন হবে "গাহি সাম্যের গান"
যাই হোক, কবিতাটা স্কুলে থাকতে টেক্সট ছিলো আমাদের এবং পরীক্ষাতেও এসেছিলো প্রথম ১২ লাইন প্রথম বার্ষিক পরীক্ষাতে। কিন্তু আমি আলসেমী করে ৮ লাইন মুখস্থ করছিলাম পরে লিখতে গিয়ে মনে পড়ে প্রথম দু লাইন লিখে ভুলে যাই।
কিভাবে যে ৫২ পাইছিলাম আল্লা মালুম
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কুটাকালের পড়তো মুনে অয় ভুইলা গেছেন.. ব্যাপার না..ইরাম হয়ই..
ইটা সাম্যের গান গাই-- ঠিকাছে
আর আপনি যেইটা কইতেছেন ওইটা মানুষ কবিতার প্রথম লাইন
গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নয় নহে কিছু মহিয়ান..
নাই দেশকাল পাত্রের ভেদ অ-ভেদ ধর্মজাতি
সবদেশে সবকালে তিনি মানুষেরই জ্ঞাতি..
আমি মাষ্টার অইলে মুনে অয় উল্টাটা পাইতেন হা হা হা
ধন্যবাদ ভ্রাতা...
২২| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬
রমিত বলেছেন: কাল জয়ী একটি কবিতা।
কালজয়ী দুটি লাইন --
"বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।"
তিনি আমাদের প্রাণের কবি।
সুন্দর পোস্ট দিয়েছেন ভৃগু ভাই।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
সত্যি কালজয়ী দুটি লাইন --এবং চিরন্তন সত্য...
"বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।"
২৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৩
মো: জাবেদ হোসেন বলেছেন: ভালো হলো
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ ভৃগু ভাই!