নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন- বেঁচে থাকার আশ্বাস

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০

হারানোর কষ্ট ঝাঁপ দিয়েছিলো, ঘূর্নি তোলার আগেই
জাগিয়ে দিয়েছিল ভাবনার গভীরে সতর্ক সংকেত -
তাই চোখের জলে না ভেসে-তাতেই ভাসতে শিখলাম
তোমার স্মৃতি ঢেউ হয়ে বয়ে যায়~~
বালির হৃদয়কে খুঁজে নিলাম হারানো ঝিনুকের মাঝে
সব হারিয়ে আমি জানলাম
কষ্টের কান্নারা কিভাবে মুক্তো দানা হয়ে যায়।

ব্যাথারা জমাট বেঁধে হৃদয়কে পাথর করে- ভালবেসেই বুঝেছি
আপন-পর, কাছে দূরের রসায়নে স্বার্থের ভূমিকা
জেনেছি, কত সহজেই নিজেকে ভুলে যাওয়া যায়-তোমাকে দেখে;
ক্লান্তির অবসাদে রাতের আধাাঁরেও দু:খ বিলাসের ঠাই নেই -
ভোরের আলোয় বুঝি প্রতিটি দিন ভিন্ন-স্বপ্ন কেবলই স্বপ্ন।

কিছু হলেই বয়ে যেত চোখের জল..!!
কত চেষ্টায় ফুটতো মেঘে ঢাকা সূর্যের হাসি
আজো কি তেমনি গাল ফোলাও,
চোখের জল কি মুছে দেয় কেউ চুমু খেয়ে
তোমার অপূর্নতার ভাবনায় আজো কষ্ট হয়
কষ্টের চোরাস্রোত হৃদসিকস্তি করে নিত্য বর্ষায়
সব চাপা পড়ে বাস্তবতার বাঁধের নীচে-
বাঁচিয়ে রাখি হৃদজমিন, মুক্তো মালা
আর জনমে - তোমার বন্ধন স্মৃতি ফেরার স্বপ্নে।।

মন্তব্য ৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

তার আর পর নেই… বলেছেন: ঢেউ হয়ে বয়ে যায় … এর পরে কি ঢেউ? :D

হৃদসিকস্তি এই শব্দের অর্থ কি?

ভালো লেগেছে।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হৃদসিকস্তি এই শব্দের অর্থ কি?
হৃদয় ভেঙ্গেছে যার!

নদীতে ঘর ভাঙ্গা মানুষদের বলে নদী সিকস্তি
সেটাকে নিজের মতো কবির স্বাধীনতায় বসিয়ে দিলাম আর কি?

অনেক অনেক ধন্যবাদ

২| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:১২

নেক্সাস বলেছেন: বিরহের কবিতা ভাল লেগেছে।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিরহের সাথে আশাও আছে কিন্তু .. স্বপ্ন আর জনমের ;)

ধন্যবাদ ভ্রাত:

৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

কল্লোল পথিক বলেছেন:





অসাধারন কবিতা।
চমৎকার হয়েছে।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: পথিক ভাই.. প্রীত বোধ করছি। অনুপ্রেরণা দিচ্ছেন বলে।

ধণ্যবাদ অনেক অনেক অনেক...

৪| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭

অগ্নি সারথি বলেছেন: কিছু হলেই বয়ে যেত চোখের জল..!!
কত চেষ্টায় ফুটতো মেঘে ঢাকা সূর্যের হাসি
আজো কি তেমনি গাল ফোলাও,
চোখের জল কি মুছে দেয় কেউ চুমু খেয়ে
তোমার অপূর্নতার ভাবনায় আজো কষ্ট হয়
কষ্টের চোরাস্রোত হৃদসিকস্তি করে নিত্য বর্ষায়
সব চাপা পড়ে বাস্তবতার বাঁধের নীচে-
বাঁচিয়ে রাখি হৃদজমিন, মুক্তো মালা
আর জনমে - তোমার বন্ধন স্মৃতি ফেরার স্বপ্নে।। - ইয়ে মানে হালকা ইমোশনাল হয়ে পড়েছিলাম আর কি। নস্টালজিয়াও বলতারেন! কবিতা ভাল লেগেছে।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা ভাইডি!

সার্থক আমার লেখা।
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

৫| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কবিতাটা কিন্তু সেইরম হইছে

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা।

মন্তব্যে প্রীতি বোধ করছি।

৬| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭

জনৈক অচম ভুত বলেছেন: হৃদসিকস্তির কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম। ;)

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাললাগা টুকু সিকস্তি হৃদে পুরে রাখলাম :)

ধন্যবাদ ভ্রাতা।

৭| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫

মাটিরময়না বলেছেন: কবিতা বেশ লেগেছে। হৃদসিকস্তি কথাটা প্রথমে বুঝিনি তারপর অন্য মন্তব্যে দেখলাম।

শুভেচ্ছা রইলো।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

হুম। আসলেই লিখতে লিখতে হঠাৎই ব্যবহার করলাম- নতুন বলেই থমকে যেতে হচ্ছে :)

একরাশ প্রতি শুভেচছা রইল আপনার জন্যেও :)

৮| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫

জেন রসি বলেছেন: খুঁজে চলার কবিতা।

ভালো লেগেছে।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ভাল লাগলো আপনার ভাল লাগা :)

অনেক ধন্যবাদ।

৯| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। ভালো লাগা রইলো।

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সুমন দা'

অনেক অনেক ধন্যবাদ।

১০| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

অভ্রনীল হৃদয় বলেছেন: হারিয়ে ফেলার কবিতা পড়তে পড়তে আমি নিজেই তো হারিয়ে গেলাম। বেশ ভালো লেগেছে।

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অশেষ শুভেচ্ছা। আপনার বেশ লাগা আমার অনুপ্রাণ হয়ে রইল।

অনেক অনেক ধন্যবাদ।

১১| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

মিজানুর রহমান মিরান বলেছেন: আজো কি তেমনি গাল ফোলাও,
চোখের জল কি মুছে দেয় কেউ চুমু খেয়ে..

পুরো কবিতা জুড়েই ভালো লাগা.....

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাললাগা আমাকে পূর্ন করে দিল :)

ভাললাগায় অনেক অনেক ধন্যবাদ।

১২| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রামানিক ভাই.. আনন্দিত হলাম আপনার ভাল লাগার কথা জেনে।

অনেক ধন্যবাদ।

১৩| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

সপ্তাংশু অর্পণ বলেছেন: শব্দ চয়ন বেশ ভালো হয়েছে, আর এই শব্দ চয়নের জন্য কবিতাটি আলাদা মর্যাদা পেয়েছে।

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

একরাশ শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্যে।

১৪| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১৫

উল্টা দূরবীন বলেছেন: অসাধরণ।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা

১৫| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১৮

রাবেয়া রাহীম বলেছেন: =p~ =p~ =p~ =p~

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ এত আনন্দিত হওয়ায়....

থ্যাংকু :)

১৬| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:০৭

রুদ্র জাহেদ বলেছেন:
জেনেছি, কত সহজেই নিজেকে ভুলে যাওয়া যায়-তোমাকে দেখে;

অসাধারন সুন্দর কবিতা
+++

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ।

আপনার প্রকাশ আপ্লুত করলো। ধন্যবাদ প্লাসে..

১৭| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৩৫

সায়েদা সোহেলী বলেছেন: ব্যাথারা জমাট বেঁধে হৃদয়কে পাথর করে- ভালবেসেই বুঝেছি
আপন-পর, কাছে দূরের রসায়নে স্বার্থের ভূমিকা
জেনেছি, কত সহজেই নিজেকে ভুলে যাওয়া যায়-তোমাকে দেখে;
ক্লান্তির অবসাদে রাতের আধাাঁরেও দু:খ বিলাসের ঠাই নেই -
ভোরের আলোয় বুঝি প্রতিটি দিন ভিন্ন-স্বপ্ন কেবলই স্বপ্ন।


ভালো লিখেছেন বিদ্রোহী

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অণেক ধন্যবাদ সোহেলী।

আপনার ভাললাগা আমাকে উৎসাহিত করলো। অনেক অনেক শুভেচ্ছা।

১৮| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হারানোর কষ্ট কবির হৃদয় থেকে ঝাঁপ দিল কবিতায়, সেখান থেকে পাঠকের হৃদয়ে স্থান করে নিল।

একরাশ ভাল লাগা।

অসামান্য ভাল থাকবেন।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নান্দনিক মন্তব্যেও একরাশ ধন্যবাদ :)

ভাল লাগলো।

আপনিও ভাল থাকুন।

১৯| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার জীবনবোধের কবিতা । খুব ভাল লেগেছে ।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ভাল লাগল আপনার ভাল লেগেছে জেনে ..

অনেক ধন্যবাদ।

২০| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:২৯

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ক্লান্তির অবসাদে রাতের আধাাঁরেও দু:খ বিলাসের ঠাই নেই

দুঃখ কষ্ট বিরহের জীবনই, বিদ্রোহ, দুর্নিবার স্বপ্ন কিংবা জীবনের প্রাণান্ত সংগ্রামই কবিতার প্রাণ মনে হয় আমার কাছে। এই কবিতা গুলোই ভালো লাগে খুব!

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই আনন্দিত হলাম। আপনার সপ্রাণ মন্তব্যে।

আমার অনুপ্রেরণা হয়ে রইল। অনেক অনেক ধন্যবাদ।

২১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:১৪

মহা সমন্বয় বলেছেন: ফাইনালের আগে ক্রিকেট নিয়া একটা কবিতা লিখেন। :)

০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন স্বপনইতো বেঁচে থাকার প্রেরণা দেয়.....

বিজয়ের অভীবাদন...
:) চেষ্টার প্রতিশ্রুতি রইল

২২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগা রইলো। :)

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অনেক অনেক... :)

২৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:০১

তোমার আমার এইতো প্রেম ছোট গল্প বলেছেন:

ব্যাথারা জমাট বেঁধে হৃদয়কে পাথর করে-


পাথর চোখ দুটো শুধু নিথর চেয়ে থাকে অগোচরে
হায়, নিয়তি মোর এমনই চেয়ে থাকে সকলের তরে__


ভালো থাকা হোক সব সময় ভাই।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলছেন..

পাথর চোখ দুটো শুধু নিথর চেয়ে থাকে অগোচরে
হায়, নিয়তি মোর এমনই চেয়ে থাকে সকলের তরে__

যে প্রাণ মৃত নয়
সে ঠিকই বুঝতে পারে- যত অলখেই হোক সে দৃষ্টিপাত।

ভাল থাকুন আপনিও।

২৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৮

তোমার আমার এইতো প্রেম ছোট গল্প বলেছেন: হ্যাঁ, এইতো আছি বেশ।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজের সূখটুকুই সবচে বড় পাওনা!
হয়তো শুনতে স্বার্থপরের মতো লাগে.. আলটিমেটলি গেইমটা ওখানেই এন্ডিং..

তা স্রষ্টারই হোক বা সৃষ্টিরই।

এই বেশ থাকাটুকুই প্রাণ। প্রাণবন্ত থাকুন সবসময়।

২৫| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০

অঘ্রান প্রান্তরে বলেছেন: বিদ্রোহী আপনি কি অন লাইনে আছেন? কিছু কথা বলার ছিল যদি মনোযোগ দেন,

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম! আছি.. ১টা পর্যন্ত। এফবিতেও আসতে পারেন।

বিদ্রোহী ভৃগু নামেই এফবি!

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কই???????
আপনি কি আছেন?????

২৬| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

মনিরা সুলতানা বলেছেন: জীবনের কবিতা বোধের কবিতা !

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ মনিরাপু!!!

অনেক অনেক প্রীত বোধ করছি :)

২৭| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০২

মো: জাবেদ হোসেন বলেছেন: আবেগের কথা মনে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.