নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ভাবনার- সেকাল একাল

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

ভালবাসা কি ভেবে হয়? এ আপনাতেই আসে হৃদয়ে
কালোত্তীর্ন প্রহরে আপনাতেই ছুঁয়ে যায় হাতে হাতে
হৃদয়ে হৃদয়, না বলা কথারা বাঙময় হয় দৃষ্টিতে,
চাঁদেতে গ্রহন লাগে, তাই
শুধু তোমার টলটলে চোখেই
খুঁজে ফিরি আমাদের প্রতিচ্ছবি!

নিকানো উঠোন
স্বপ্নের ঝরা পাতায় ভরে গেছে
কেউ আলতা রাঙা পায়ে এসে হাটেনি
লাল ডুরে শাড়িতে, বিভ্রমে কচলে চোখ লাল হলেও
কর্পোরেট প্রেমে, আধাআধি খাবার কথায় পালায় প্রিয়ে--
ফাস্টফুড চাইনিজের আলো আঁধারে
হারিয়ে গেছে রুপাই সাজু- পাগল অভিধা নিয়ে
বিস্ময়ে চেয়ে থাকি- নক্সি কাথার মাঠ
বদলে যায় লিটনের ফ্লাটে!!!

কাব্য আর জীবনের ফারাকটুকু
যেদিন চোখে পষ্ট হয়ে গেল
স্বপ্নেরা কর্পূরের মতো উবে গেল
গল্প কথা ভাবনারা পাজেরো লেক্সাসের তলে চাপা পড়ে
স্বপ্নগুলোকে কেবলই স্বপ্ন মনে হয়
সস্তা হোটেলে নাক মূখ গুজে খেতে বসে কর্ম ক্লান্ত
ভাবনারা আর ডানা মেলে না!
ভালবাসা ~ রেষ্ট হাউজের স্বপ্নিল আলোক বিভ্রম!

ঘুমেও তোমার স্পর্শ কেটে যায়
এনোফিলিস বিভ্রাটে- তোমার কবিতার সুর কেটে যায়
গুনগুন গুঞ্জনে-সাথে চামড়ায় জ্বালাপোড়া- কি করে অনুভব করবো বলো?

কোন পুরাতাত্ত্বিক শব্দ সন্ধানে
ভালবাসা বুঝি সবচে প্রাচীনতর অভিধা
আটপৌড়ে টানাটানির জীবনে ভাবি শুধু কারনে অকারন ,
কি আজব জীবন পেলাম-- তোমাকে ভুলতে গিয়েও তোমায় শুধু মনেই পড়ে


@কবিতার পেছনের কথা -রাবেয়া রাহিমের ভাবনার অবসান -জন্মদিল ভিন্ন ভাবনার:)

মন্তব্য ৪৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

বিজন রয় বলেছেন: ভাবনার একাল-সেকাল।
++++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

বিজন রয় বলেছেন: তোমাকে ভুলতে গিয়েও তোমায় শুধু মনেই পড়ে...

হা হা হা, পুরাতন কথা। ++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেম ভালবাসা যৌনতা - সবইতো পুরাতন

পাত্র-পাত্রী খালি বদলায় কেবলই উপস্থাপনায় ~~~নতুনত্বের রং :)

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

কল্লোল পথিক বলেছেন: মেও তোমার স্পর্শ কেটে যায়
এনোফিলিস বিভ্রাটে- তোমার কবিতার সুর কেটে যায়
গুনগুন গুঞ্জনে-সাথে চামড়ায় জ্বালাপোড়া- কি করে অনুভব করবো বলো?
দারুন কবিতা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেবলই আবেগের বাইরের অনুভব টুকু প্রকাশের সামান্য চেষ্টা :)

ধন্যবাদ পথিক ভাই :)

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

জনৈক অচম ভুত বলেছেন: "নক্সি কাথার মাঠ বদলে যায় লিটনের ফ্লাটে!!!" :-P
কথা তো চমৎকার বলেছেন। ভাল না লেগে উপায় আছে! ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

টুইস্টেই নজর গেলো ;)

ধন্যবাদ অচম ভূত :)

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

সৌম্য রাউত বলেছেন: ভালো লাগলো। শুভকামনা। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সৌম্য .....

অফূরান শুভকামনা আপনার জন্যও

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: থাকে শুদ্ধমন সম্পর্কের বহমানতা
নদী মেশে প্রশস্ত মোহনায় নিয়ে মুঠো সুখ মুগ্ধতা।

মন নয় মাত্র, আছে শরীর জুড়েও প্রেম অবিরত
সৃষ্টি নতুন আমি তুমি ওই বিশুদ্ধ প্রেমে জীবন যত।

দ্বিতীয় স্তবকের আলোকে। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেমর শুদ্ধতার সংগাই বদলে গেছে আজকাল
যৌনতা কো জীবনরে স্বাভাবিক সবচে জরুরী পর্ব। তার জণ্য সবসময় চাই বিশ্বাস, শ্রদ্ধা, অন্তরিক ভালবাসা।

আপনার দারুন স্তবকের প্রতি স্তবকের জন্য সু-স্বাগতম!!!!!!

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা রইল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাললাগায় :)

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আজি বিশ্বাসে বাঁধি ঘর

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ বড় বেশি প্রয়োজন :)

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাললাগায় অনেক অনেক অনুপ্রেরণা যোগাল :)

ধন্যবাদ। অগণন শুভকামনা~~~~~~~

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: গতকাল "বুবু" ডেকেছিলে , আজ ছোট ভাইয়ের ভালবাসায় আপ্লুত হলাম, সত্যি খুব গর্ব লাগছে তোমার মত একজন ভাই পেয়ে ।
অন্তর থেকে দোয়া করি , সাহিত্যে তোমার চলার পথ দীর্ঘ হোক । ভাল থেক সব সময় । আনন্দে থেক।
কবিতা অনেক বেশী ভাল হয়েছে ।

ঘুমেও তোমার স্পর্শ কেটে যায়
এনোফিলিস বিভ্রাটে- তোমার কবিতার সুর কেটে যায়
গুনগুন গুঞ্জনে-সাথে চামড়ায় জ্বালাপোড়া- কি করে অনুভব করবো বলো?
এই ভাবনাটি কিছুটা কৌতুক আর আধুনিক মনে হয়েছে খুব । অনেক ভাললাগা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ বুবু :)

এই সময়কে একটু ধারন না করলে লিখবো কি করে.. সামান্য চেষ্টায় যে ভালবাসা আর সাহস দিচ্ছেন- তাতেই অনেক কৃতজ্ঞতা।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অগ্নি কল্লোল। অনেক সাহস পাচ্ছি এগিয়ে যেতে.. যদি সাথে থাকেন :)

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

জুন বলেছেন: কি আজব জীবন পেলাম-- তোমাকে ভুলতে গিয়েও তোমায় শুধু মনেই পড়ে
সুন্দর সুন্দর বাক্যে ভারী সুন্দর একটি কবিতা বিদ্রোহী ।
অনেক ভালোলাগা ।
+

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: জুনাপু,
অনেক আনন্দ পেলাম। আপনাদের ভাললাগা আমাকে তিলতিল করে ভিত গড়ে দিচ্ছে :)

অনেক অনেক শুভকামনা আর ধন্যবাদ।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ষষ্ঠ পছন্দ।

ভাবনার বৈচিত্র্য ভাল লেগেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রফেসর :)

আপনার পছন্দে পুলকিত এ মন :)

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

কালনী নদী বলেছেন: আমার কথাগুলাই আপনার কবিতার ভাষায় প্রস্ফুটিত হইলো :) ++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয়ের ঐক্যে প্রফুল্লতা অনুভব করছি :)

অনেক অনেক বড় পাওয়া পেলাম .. ধন্যবাদ

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

খায়রুল আহসান বলেছেন: না বলা কথারা বাঙময় হয় দৃষ্টিতে -- বাহ! খুবই চমৎকার!
বিস্ময়ে চেয়ে থাকি- নক্সি কাথার মাঠ
বদলে যায় লিটনের ফ্লাটে!!!
-- অসাধারণ হয়েছে!
আটপৌড়ে টানাটানির জীবনে ভাবি শুধু কারনে অকারন ,
কি আজব জীবন পেলাম-- তোমাকে ভুলতে গিয়েও তোমায় শুধু মনেই পড়ে
-- এ অনুভূতি চিরন্তন।
চমৎকার একটি কবিতা পাঠ করিয়া মনে মনে অতিশয় আনন্দ লাভ করিলাম!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিভাদন প্রিয় পাঠক।
আপনার আন্তরিক আনন্দ লভি মন্তব্যে খুবই প্রীতবোধ করছি। লেখক কবিরা এই প্রাপ্তিতেই স্বর্গসূখ অনুভব করেন। কাগুজে সনদের চেয়ে পাঠকের হুদয়উৎসরিত আনন্দ সবচে দামী।
অনি:শেষ কৃতজ্ঞতা।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: একটা পোস্ট দেখে আর একটা পোস্টের আইডিয়া করাটা কিন্তু দারুন ভৃগু ভাই!
রাজপুত্রর একটা কবিতা পোস্ট দেখে, আপনিও একটা কবিতা লিখেছিলেন, সেইটাও বেশ লাগছিল!
এটাও ভাল লাগলো!
শুভেচ্ছা!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

পাঠের পর অভিব্যাক্তির নির্জলা স্রোতটাকে আটকে না রেখে ছেড়ে দেই--- এই আর কি :)

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

নুরএমডিচৌধূরী বলেছেন: হাই, হোমোসেপিয়েন্স! তুমি কি শুনছ? ওসাম

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অসাম কমেন্টে থ্যাংকস ...:)

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:



আগে একটু মজা করে নেই।

ভালোবাসা হইলো ভাল বাসা।

কবিতা দুর্দান্ত লিখেছেন ভ্রাতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি কান্ডারী ভাই! যাহা বড়ই দুর্লভ এবং কষ্ট-লি ;)

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

উল্টা দূরবীন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো কবিতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালো লাগায় প্রীত বোধ করছি অনেক অনেক। থ্যাংকু :)

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৩

ভ্রমরের ডানা বলেছেন: কাব্য আর জীবনের ফারাকটুকু
যেদিন চোখে পষ্ট হয়ে গেল
স্বপ্নেরা কর্পূরের মতো উবে গেল
গল্প কথা ভাবনারা পাজেরো লেক্সাসের তলে চাপা পড়ে
স্বপ্নগুলোকে কেবলই স্বপ্ন মনে হয়
সস্তা হোটেলে নাক মূখ গুজে খেতে বসে কর্ম ক্লান্ত
ভাবনারা আর ডানা মেলে না!
ভালবাসা ~ রেষ্ট হাউজের স্বপ্নিল আলোক বিভ্রম!


খুবই বাস্তবিক কবিতা। প্রতিটি লাইন ভাল লাগার মত তবুও এই কটি লাইন বিশেষ ভাবে মনে দাগ কেটে গেল।

আসলেই তাই!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মনে দাগ কেটেছে জেনে আপ্লুত! .... ধন্যবাদ ও ও একরাশ কৃতজ্ঞতা।

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: ভাবনার সেকাল একাল কবিতাটি ভাল লাগল। ধন্যবাদ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই :)

আপনার ভাল লেগেছে জেনে প্রীতি বোধ করছি

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কোন পুরাতাত্ত্বিক শব্দ সন্ধানে
ভালবাসা বুঝি সবচে প্রাচীনতর অভিধা
আটপৌড়ে টানাটানির জীবনে ভাবি শুধু কারনে অকারন ,
কি আজব জীবন পেলাম-- তোমাকে ভুলতে গিয়েও তোমায় শুধু মনেই পড়ে


শেষের এই প্যারাটুকু অন্যরকম এক অর্থবহ লেগেছে আমার কাছে। +++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভাই..

অনেক অনেক শুভেচ্ছা ও কর্যান প্রার্থনা আপনার জন্য।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: "কোন পুরাতাত্ত্বিক শব্দ সন্ধানে
ভালবাসা বুঝি সবচে প্রাচীনতর অভিধা
আটপৌড়ে টানাটানির জীবনে ভাবি শুধু কারনে অকারন ,
কি আজব জীবন পেলাম-- তোমাকে ভুলতে গিয়েও তোমায় শুধু মনেই পড়ে!" কেটেছে একেলা অামার বিরহের বেলা! নিজের সাথেই মিলিয়ে নিলাম!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেটেছে একেলা অামার বিরহের বেলা! নিজের সাথেই মিলিয়ে নিলাম!
বড্ড প্রীত হলাম জেনে :)

ধন্যবাদ সাধু ভাই

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৪

নীলপরি বলেছেন: আটপৌড়ে টানাটানির জীবনে ভাবি শুধু কারনে অকারন ,
কি আজব জীবন পেলাম-- তোমাকে ভুলতে গিয়েও তোমায় শুধু মনেই পড়ে


খুব সুন্দর । আপনার পুরানো কবিতাগুলো পড়ে চলেছি ।

০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা পরি থুরি নীলপরি :)

আপনার জিগিষা, অনুসিন্ধৎসায় আপ্লুত :)


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.