নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকে হাত দিয়ে বলো -
আমি ইশ্বর
কারো প্রতি বিভাজন করেছি?
ঐ খোলা হাওয়া, ঐ বিস্তির্ন আকাশ, নদীর জল,
প্রকৃতির অকৃপন দান বিস্তীর্ন ভূমি বহু মাত্রিক, ফুল ফল ফসল
জলজ প্রাণী ও মনি মানিক্য, শুধু মানুষ নয় সকল প্রাণীর খাদ্য চক্র
বর্ষার বৃষ্টিতে, সকালের রোদে..জাতি ধর্ম বর্ণহীন কি অসাম সাম্যতা......
জাত পাত ভেদে অক্সিজেন কি ভিন্ন হয়? বলো
কিংবা তোমাদের পরিপাক তন্ত্রে কি
সামান্যতমও পার্থক্য পাও? জলের তৃষ্ণা নিবারক তৃপ্তি
সকল কিছুতেই কি সাম্যতা দেইনি? দৃষ্টি মেলে দেখো। অথচ তবুও .....
তোমাদের দিয়েছি জ্ঞান, প্রজ্ঞা, বিবেক মনুস্যত্ববোধ
মানবতা, মায়া, মমতা, দিয়েছি ভাল মন্দ জ্ঞান~~
প্ররোচিত সত্ত্বায় যদি নিজেরাই বদলে যাও
লোভ, লালসা, কৃপণতা, ঘৃণা, হিংসা
আমার সব নিষিদ্ধ সম্পদে তোমাদের যত চর্চা
চর্চাটাও কিন্তু তোমাদেরই- অথচ দায় টুকু চাপিয়ে দাও স্রষ্টায়!!!
এ ভীষন অন্যায় নয়?
ঈশ্বর দেয়নি খিল-দিয়েছিতো তোমরা!
নিজেদের স্বার্থপরতার চাদরে ঢেকে-
সর্ব বিরাজমান ইশ্বর সবই দেখেন
রুটির টুকরো খোঁজা শিশুকে যেমন,
পাশ কাটিয়ে নাক চেপে চলে যাওয়া তোমাকেও তেমন?
ক্রুদ্ধ ইশ্বর যদি তোমার টুটি চেপে ধরে জিজ্ঞেস করে
কেন থামোনি?
কেন তোমার দামী হাত ঘড়ি
স্যামসাং গ্যালাক্সি বেঁচে দিয়ে দাওনি তার আহার!
কেন নাওনি উদ্যোগ তার পুনবার্সনের?
প্রিয়তার জন্যতো ঠিকই -আকাশ মর্ত্য জয় করে বিজয়ী হও
ঐ ডাস্টবিনের পাশে অবহেলিত মানবতার জন্য
কেবলই যান্ত্রশীতল হাওয়া খেতে খেতে
সুশীল আক্ষেপ আর স্রষ্টার প্রতি কিচর ছোড়া!!!
শেইম- তুমিও তাদেরই মতো? কেবল ! নও?
মন্দির মসজিদে য়খন আমার নীতির বাত্যায় হয়
নজরুলের ক্রুদ্ধ চিৎকার কি শোননি?
তোমার কর্মের কতটুকু অংশ ব্যায় করেছো
মানবতার সেবায়, সৃস্ঠার প্রেম পূর্ণতায়?? আমিকি বলিনি আমি- সকলেতেই?
সভ্য দাবী কর তোমরা?
ভন্ড হিপোক্রেট?
আমার মহাজাগতিক সাম্যাবস্থায়- জাররা পরিমান ভিন্নতা নেই!
অথচ নিজেরাই -সৃষ্টি করে পাহাড় সম অসাম্য
ভোগ আর লিপ্সার চক্রবুহ্যে- প্রকৃতির সাম্যতাকে করো বিনষ্ট
চীৎকার করে বলো আমি নাকি ছুটিতে
আমি নাকি বিকারহীন
আমি নাকি অন্ধ
আমি নাকি প্রতিক্রিয়াহীন!!!
আমি সর্বত্র ন্যায়, সাম্যতা, আর প্রেম নিয়েই
আছি থাকব অন্তহীন
পারোতো সেই পথে হাটো-আমি ঘুমাইনি,
আমি ভূলেও যাইনি
এগুলোতো তোমাদের দুর্বল মনের দুর্বল ভাবনা মাত্র।
যখন ক্রুদ্ধ প্রকৃতি রুদ্ররোষে ফেটে পড়ে
তোমাদের তিলতিল জমা নষ্ট কাজের ভারে ক্লান্ত প্রকৃতি
যখন সুনামী ঝড় জল জলোচ্ছাসে
ঝাপিয়ে পড়ে তোমাদেরই উপর
জোনে তা তোমাদের কর্মের ফলেই-
আয়নাতে দেখো
ছুটি নিয়েছো তোমরা,
তোমাদের বিবেক,
তোমাদের নীতি নৈতিকতা
তোমাদের দায়হীনতা,
তোমাদের পলাতক মনোবৃত্তি
তোমাদের পাশ কাটিয়ে চলা,
তোমাদের স্বার্থান্ধতার ঠুলি পড়ে চলা
আর কত বলব- নিজেরাই দেখে নাও আত্মায়নায় আত্ম জিজ্ঞাসায়।
দিশহারা রাজপুত্রের হ্যালো ঈশ্বর! আপনি কি বাড়ি আছেন? পড়ে - আহবানে সাড়া
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ রয়
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
এযুগেরকবি বলেছেন: ঐ খোলা হাওয়া, ঐ বিস্তির্ন আকাশ, নদীর জল,
প্রকৃতির অকৃপন দান বিস্তীর্ন ভূমি বহু মাত্রিক, ফুল ফল ফসল
জলজ প্রাণী ও মনি মানিক্য, শুধু মানুষ নয় সকল প্রাণীর খাদ্য চক্র
বর্ষার বৃষ্টিতে, সকালের রোদে..জাতি ধর্ম বর্ণহীন কি অসাম সাম্যতা.....
++++++++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনাদের ভাললাগাই প্রেরণা
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
গুলশান কিবরীয়া বলেছেন: হয়তো শুনেও আমরা শুনি না , হয়তো দেখেও না দেখার ভান করতে হয় । কঠিন এই পৃথিবীতে বড়োই কঠিন প্রশ্ন অথবা জিজ্ঞাসা আপনার । উত্তর জানা নেই ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়তো উত্তটাও নিজের মাঝেই
নিজেকে জানলেইতো সব জানা হয়। তবে আর উত্তরের জন্য আকাশ পাতাল মন্থন কেন?
ধন্যবাদ অনেক অনেক।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
বিজন রয় বলেছেন: আসলে কোনটুকু বলি, প্রথম থেকে শেষ আবার পড়লাম।
অনেক ভাল হয়েছে, অনেক।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক কৃতজ্ঞতা। আপ্লুত আপনার পুন: পাঠে কৃতজ্ঞতা অশেষ.....
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
বিজন রয় বলেছেন: আয়নাতে দেখো
ছুটি নিয়েছো তোমরা,
তোমাদের বিবেক,
তোমাদের নীতি নৈতিকতা
তোমাদের দায়হীনতা,
তোমাদের পলাতক মনোবৃত্তি
তোমাদের পাশ কাটিয়ে চলা,
তোমাদের স্বার্থান্ধতার ঠুলি পড়ে চলা
আর কত বলব- নিজেরাই দেখে নাও আত্মায়নায় আত্ম জিজ্ঞাসায়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজেরাই দেখে নাও আত্মায়নায় আত্ম জিজ্ঞাসায়।
সব উত্তর ওখানেই মিলবে
আবারো ধন্যবাদ।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
মুসাফির নামা বলেছেন: সত্যিই অসাধারণ!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রশান্তি পেলুম
ধন্যবাদ মুসাফির..
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: তর্ক নয় মুগ্ধতা।
ঈশ্বরে রাগ নয় আক্ষেপ।
আয়নায় নিজেকে দেখি। কুৎসিত। কদাকার। আমি নই। আয়না। পঙ্কিলতা এতোটাই যে প্রতিবিম্বও কালচে হয়ে গেছে।
আমার কবিতা কাউকে এতোটা ভাবাবে কখন ভাবি নি। আপনার লেখায় পূর্ণ সম্মান রেখেই বলছি আমার ভাবনা ভুল নয়। কবিতা তো। একেকজন একেক অর্থ করে। তবে আমার ঈশ্বর আর হামাভাইয়ের ঈশ্বর মিলে গেছে। কোট করে দিচ্ছি। আপনিও বুঝতে পারবেন।
হাসান মাহবুব বলেছেন: সেই প্রাচীনতম একটা আকুতি এবং জিজ্ঞাসা... যার জবাব পাওয়া যাবে না কোনদিনই। মানুষের মাঝেই ঈশ্বরস্বত্তা বিরাজমান। জয় হোক মানুষের। কবিতায় অনেক ভালো লাগা।
আমি এই ঈশ্বরকে বুঝিয়েছি। আমার কাছে ঈশ্বর হলো মানুষের মধ্যে থাকা শুভবোধ গুলি। ভালো থাকুন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: তর্ক নয় মুগ্ধতা।
ঈশ্বরে রাগ নয় আক্ষেপ।- দারুন প্রকাশ
" আয়নায় নিজেকে দেখি। কুৎসিত। কদাকার। আমি নই। আয়না। পঙ্কিলতা এতোটাই যে প্রতিবিম্বও কালচে হয়ে গেছে। -কঠিন সত্য।
আপনার ভাবনা ভুল হলে কি আর আরেকটি কবিতার জন্ম হতো?
আমার ঈশ্বর আর হামাভাইয়ের ঈশ্বর মিলে গেছে রাজপুত্তুর আমিও কিন্তু তাই বলেছি-
---আমিকি বলিনি আমি- সকলেতেই?
অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কবিতা পড়ে একটাই মন্তব্য বলতে ইচ্ছা করছে-
'হাই, ভৃগু ভাই! ইটস দারুনস!
শুভ কামনা জানবেন!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাই টাইগার
এ লট রিটার্নস অভ ইউর প্রীটি ফিলিংস
অনেক অনেক শুভ কামনা আপনার জন্যও।
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০
মাটিরময়না বলেছেন: ভাইরে -- দুর্দান্ত লিখেছেন।
+++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদের ভাল লাগাই কবিতাকে তার স্বরুপ দান করে।
পাঠে এবং ভাললাগায় অনেক অনেক ধন্যবাদ।
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০
এযুগেরকবি বলেছেন: আয়নাতে দেখো
ছুটি নিয়েছো তোমরা,
তোমাদের বিবেক,
তোমাদের নীতি নৈতিকতা
তোমাদের দায়হীনতা,
তোমাদের পলাতক মনোবৃত্তি
তোমাদের পাশ কাটিয়ে চলা,
তোমাদের স্বার্থান্ধতার ঠুলি পড়ে চলা
আর কত বলব- নিজেরাই দেখে নাও আত্মায়নায় আত্ম জিজ্ঞাসায়।
সত্যিই অসাধারণ!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: থ্যাংকস ব্রো!
আপনাদের ভাললাগায় আমি কৃতজ্ঞ। পাঠকই কবিতাকে পূর্ণতা দেয়। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
তার আর পর নেই… বলেছেন: বিস্তীর্ণ, মনুষ্যত্ববোধ, পুনর্বাসনের।
রাজপুত্রের প্রশ্ন যেমন কবিতায় ঠিক লেগেছে তেমনি রাজপুত্রের কবিতার উত্তরে আপনারটাও ঠিক লেগেছে।
(আমার মতে)
এম্নিতেই আমরা অনেক কথা শুনতে হয়তো পছন্দ করবোনা কিন্তু কবিতায় দেখা যায় সেগুলো ঠিক ঠিক মানিয়ে যায়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন অনুভব করেছেন।
সত্যিই তাই। আর এ জন্যই কবিতা এক অনন্য মাধ্যম। তেতো সত্যকে মধুময় উপস্থাপনেই তার শৈলী
আপনার মতের প্রতি পূর্ন শ্রদ্ধা।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
কল্লোল পথিক বলেছেন: অসাধারন কবিতা।
দূর্দান্ত হয়েছে।
স্যালুট বিদ্রোহী ভাই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কল্লোল পথিক ভাই .. শুরম দেন ক্যারে
এ সামান্য চেষ্টা আপনাদের ভাললাগায় ভর করে
অনেক অনেক ধন্যবাদ ভাই।
১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: তার আর পর নেই… বলেছেন: বিস্তীর্ণ, মনুষ্যত্ববোধ, পুনর্বাসনের।
রাজপুত্রের প্রশ্ন যেমন কবিতায় ঠিক লেগেছে তেমনি রাজপুত্রের কবিতার উত্তরে আপনারটাও ঠিক লেগেছে।
(আমার মতে)
এম্নিতেই আমরা অনেক কথা শুনতে হয়তো পছন্দ করবোনা কিন্তু কবিতায় দেখা যায় সেগুলো ঠিক ঠিক মানিয়ে যায়।
কবিতা এমনি। সত্যকে সুন্দর করে।
অস্বীকার করছি না ভৃগু ভাইয়া। শুধুমাত্র আমার চিন্তাটা বোঝাতে হামাভাইয়ের মন্তব্য তুলে ধরেছি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিও শুধু ঐক্যমত্যটাই প্রকাশ করেছি ভিন্নমতা নই
১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
কল্লোল পথিক বলেছেন: সত্যি বলছি ভাই অসাধারন হয়েছে।
একে বারে মন থেকে বলছি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: থ্যাংকস ভাই।
আমি একেবারে হৃদয়ের গভীরে ধারন করলাম আপনার ভাললাগাটুকু।
অনেক অনেক ধন্যবাদ।
১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
রাবেয়া রাহীম বলেছেন: পড়লাম অনেক বার , শুধু মনে হচ্ছিল পবিত্র আল কোরআনের বানী আপনি খুব সুন্দর গুছিয়ে উপস্থাপন করেছেন , কোরআনে মহান রাব্বুল আলামিন এ কথাগুলিই তো বলেছেন ।
আপনার লেখায় আমি অভিভুত ।
খুব ভাল লাগার লাইন -----
জাত পাত ভেদে অক্সিজেন কি ভিন্ন হয়? বলো
কিংবা তোমাদের পরিপাক তন্ত্রে কি
সামান্যতমও পার্থক্য পাও? জলের তৃষ্ণা নিবারক তৃপ্তি
সকল কিছুতেই কি সাম্যতা দেইনি? দৃষ্টি মেলে দেখো। অথচ তবুও .....
অনেক শুভেচ্ছা রইল সকাল সকাল এয় সুন্দর একটা লেখা পড়লাম, আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি ?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্য পড়েতো আমি অভিভুত হয়ে চুপ করে বসে আছি অনেক ক্ষন!!!!
সত্য বানী চিরকাল একই রকম~~~~
আপনার অনুপ্রেরণাদায়ী মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আপনার কাছে অনেক ঋণ জমা রইল
১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: মারাত্মক প্রতিক্রিয়া! বিদ্রোহী ভৃগু ভাই, ভাবতাছি কী কমু?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধ ভাই..
কিছু বলেন................................
অপেক্ষায়
১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮
মুদ্দাকির বলেছেন:
ঈশ্বর বিভাজন করেছেন। তাঁর কাজ তিনি করেছেন, তাঁর যা ইচ্ছা তিনি করেছেন। আমাদের এক হতে বলেছেন, চিনতে বলেছেন, আমরা কি আমাদের কাজ করছি??
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই..
নিজেকে চিনতে হবে!
নিজেকে চিনলেই সব চেনা হয় জানা হয় ..তখন নিজের কাজটুকুও খুজে পাওয়া যায়
ধন্যবাদ মুদদাকির ভাই
১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
দরবেশমুসাফির বলেছেন:
চীৎকার করে বলো আমি নাকি ছুটিতে
আমি নাকি বিকারহীন
আমি নাকি অন্ধ
আমি নাকি প্রতিক্রিয়াহীন!!!
আমি সর্বত্র ন্যায়, সাম্যতা, আর প্রেম নিয়েই
আছি থাকব অন্তহীন
পারোতো সেই পথে হাটো-আমি ঘুমাইনি,
আমি ভূলেও যাইনি
অসাধারন কবিতা!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ দরবেশমুসাফির।
ভাললাগায় কৃতজ্ঞতা।
১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
জুন বলেছেন: অসাধারন অসাধারন বিদ্রোহী ভ্রৃগু আমি আপনাকে অনুরোধ করবো এখন থেকে নিয়মিত কবিতা লিখবেন ।
দিশেহারা আর আপনার দুটো কবিতাই প্রিয়তে রাখলাম ।
+
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: জুন আপু- আমি অভিভূত।
আপনাদের এত ভাললাগা, সাহস আর অনুপ্রেরণা মনে হয় আমার কোমায় কবিস্বত্তাকেকে জাগিয়েই ছাড়বে
আপনার কথা কি অবহেলা করা যায়!? চেষ্টা থাকবে নিরন্তর। ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা
২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
গেম চেঞ্জার বলেছেন: ভ্রাতা.....
আপনি একধাপ এগিয়ে নিজের কথাগুলো মেলে ধরেছেন। অনেক ভাল একটি লেখা। ভার্চুয়াল একটা সাহিত্য আড্ডা হয়ে যেতে পারে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
তো হয়ে যাক - আড্ডা ~~~~
২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
"তোমাদের দিয়েছি জ্ঞান, প্রজ্ঞা, বিবেক মনুস্যত্ববোধ
মানবতা, মায়া, মমতা, দিয়েছি ভাল মন্দ জ্ঞান~~ "
-অকেজো, পুরানো জ্ঞান, প্রজ্ঞা দিয়ে কি হবে? যে জ্ঞান, প্রজ্ঞা মানুষকে শিশু শ্রমিক বানায়, চাকরাণী বানায়? চীনারা কার কাছ থেকে ভালো জ্ঞান, প্রজ্ঞা কোথা থেকে পায়, ওরা কেন এত ব্যবসা করে?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইজান - কোনটারই কিন্তু কালের উল্লেখ হয় নি। এ চিরকালীন জ্ঞান প্রজ্ঞার কথা বলা । সকল কালে সকল সময়ের উত্তম কল্যানকর বিষয়গুলোই মিন করেছে।
ধন্যবাদ পাঠে ও মন্তব্যে।
২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
চাঁদগাজী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে; মানুষের কবিতাই শেষে একদিন ধর্মগ্রন্হ হয়ে যায়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা সন্দেহাতীত নয়!
মানুস এনেছে গ্রন্ষ কিতাব গ্রন্থ আনেনি মানুষ কোন সত্যি হলেও আরও অনেক সত্যি রয়েছে গেছে যা আমাদের গম্যতার উর্ধে!
কবিতা ভাললাগায় অনেক অনেক ধন্যবাদ।
২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১
প্লাবন২০০৩ বলেছেন: ভীষণ খারাপ লাগল।
-
-
-
-
-
বলি আমার কি সময়ের দাম নেইকো? বার বার করে কয়েক বার পড়ে ফেললুম!
সত্যি, দারুন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিইতো !
একরাশ মুগ্ধতা ভিন্নধারার প্রকাশে
২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: দুজনের পোস্টই পড়লাম। দুজনেই একই কথা বলেছেন, ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। এটা প্রশ্ন আর উত্তর নয়, এটা প্রস্তাবনা আর প্রস্তাব।
উপভোগ করলাম।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক অনেক বেশী আনন্দিত।
আপনি উপভোগ করেছেন জেনে।
ভিন্ন দৃষ্টিভঙ্গি : প্রস্তাবনা আর প্রস্তাব। অসাধারন বলেছেন।
২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ লাগলো। বসন্ত আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিবেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ শোভন।
আপনার জন্যও একরাশ বাসন্তি শুভেচ্ছা ভালবাসা সহ
২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
হোমোসেপিয়েন্সদের জবাবটা বোধহয় রবীন্দ্রনাথ দিয়েছেন এভাবে --------------
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
বাহির পানে চোখ মেলেছি , আমার হৃদয়-পানে চাই নি ।।
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে তোমার কাছে যাই নি ।।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহমেদ জি এস ভাই- আপনার ভিন্নতম উপলদ্ধিতে মুগ্ধ!
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
বাহির পানে চোখ মেলেছি , আমার হৃদয়-পানে চাই নি ।। একেবারে নির্যাস টুকু!!!
অন্তহীন ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: একরাশ মুগ্ধতা!!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্বাক ভাললাগায় শুধু চেয়ে থাকা নিমিলিত হৃদয়ে
অনেক অনেক অনেক ধন্যবাদ।
২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩
সুমন কর বলেছেন: জাত পাত ভেদে অক্সিজেন কি ভিন্ন হয়? বলো
কিংবা তোমাদের পরিপাক তন্ত্রে কি
সামান্যতমও পার্থক্য পাও? জলের তৃষ্ণা নিবারক তৃপ্তি
সকল কিছুতেই কি সাম্যতা দেইনি? দৃষ্টি মেলে দেখো। অথচ তবুও ..... -- চমৎকার লিখেছেন।
ভালো লাগা রইলো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুমন দা..
অনেক অনেক ধন্যবাদ।
২৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
মনিরা সুলতানা বলেছেন: জাররা , কিচর কিছু অ প্রচিলিত শব্দের চমৎ কার প্রয়োগ কবিতা কে অনন্য করেছে বিদ্রোহী ভাই ..।
রাজ পুত্রের কবিতা সকালে পড়ে এমন কিছুই বলতে চেয়েছিলাম ,কিন্তু ঠিকঠাক বোঝাতে পারি নি , বলে মন্তব্য করা হয়নি ।
আশা করছি এখন নিয়মিত পাব আপনার কবিতা ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেত অনেক ধন্যবাদ মনিরাপু
আপনাদের ভাললাগা, অনুপ্রেরণা আমাকেও নাড়িয়ে গেল- চেষ্টা রবে অনন্ত। যদি পাশে থাকেন দৃঢ় বিশ্বাস বিফল হবোনা
৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৬
প্রামানিক বলেছেন: দারুণ লাগল কাব্য কথামালা। ধন্যবাদ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ছড়াকার ভাই।
ভাল থাকুন।
৩১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৬
দিয়া আলম বলেছেন: ইশ্বর সাড়া দিবেই,এভাবে ভেবে ভেবে ডেকে গেলে চুপ থাকা যায়না
সুন্দর কবি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিশ্চয়ই
ধন্যবাদ দিয়া...
৩২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ লেগেছে ভৃগু ভাই।
আলাদা কোন লাইন দিতে পারলাম না। পুরো কবিতাটাই অসাধারণ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইতো বিশাল পাওয়া। ধন্যবাদ ভাই
এক লাইনেই শত লাইন বুঝিয়ে দিয়েছেন।
৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫
অগ্নি সারথি বলেছেন: অসাধারন!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সারথী। কৃতজ্ঞতা।
৩৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩
রক্তিম দিগন্ত বলেছেন: আসলেই অসাধারণ লাগলো। চমৎকার জবাব। কবিতায় কবিতায়!
দাঁড়ান - রাজপুত্তুর ভাই সাহেবেরটা ভাল করে একবার পড়ি আগে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
রাজপুত্তুর ভাইয়েরটা বেশী ভাল লাগছে জেনে আনন্দিত হলুম
রাজপুত্তুর ভাইয়ের কাছৈ ঋনী ওনার কবিতার জন্যই আমার এই কাব্যের জনম
৩৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮
আলোরিকা বলেছেন: আয়নাতে দেখো
ছুটি নিয়েছো তোমরা,
' তোমাদের বিবেক,
তোমাদের নীতি নৈতিকতা
তোমাদের দায়হীনতা,
তোমাদের পলাতক মনোবৃত্তি
তোমাদের পাশ কাটিয়ে চলা,
তোমাদের স্বার্থান্ধতার ঠুলি পড়ে চলা
আর কত বলব- নিজেরাই দেখে নাও আত্মায়নায় আত্ম জিজ্ঞাসায়।' - জবাব চমৎকার হয়েছে ।
' কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে’
কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে, কে তুমি পাহাড়-চূড়ে?
হায় ঋষি দরবেশ,
বুকের মানিকে বুকে ধ’রে তুমি খোঁজ তারে দেশ-দেশ।
সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে,
স্রষ্টারে খোঁজো-আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে!
ইচ্ছা-অন্ধ! আঁখি খোলো, দেশ দর্পণে নিজ-কায়া,
দেখিবে, তোমারি সব অবয়বে প’ড়েছে তাঁহার ছায়া। '
( ঈশ্বর- কাজী নজরুল ইসলাম )
দুটো কবিতাই ভিন্ন ভিন্ন অর্থে সুন্দর ! +++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: নজরুল তো সর্বকালের গুরু। সালাম প্রনাল ভক্তি তার চরণে!
অনেক ধন্যবাদ মন্তব্যে।
৩৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯
আলোরিকা বলেছেন: ব্লগে সুবাতাস বইছে !
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুভব খুব তীক্ষ্ণ
ধন্যবাদ।
৩৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
রিকি বলেছেন: চমৎকার...
সভ্য দাবী কর তোমরা?
ভন্ড হিপোক্রেট?
আমার মহাজাগতিক সাম্যাবস্থায়- জাররা পরিমান ভিন্নতা নেই!
অথচ নিজেরাই -সৃষ্টি করে পাহাড় সম অসাম্য
ভোগ আর লিপ্সার চক্রবুহ্যে- প্রকৃতির সাম্যতাকে করো বিনষ্ট
চীৎকার করে বলো আমি নাকি ছুটিতে
আমি নাকি বিকারহীন
আমি নাকি অন্ধ
আমি নাকি প্রতিক্রিয়াহীন!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ....
আপনাদের ভাললাগায় আমি আপ্লুত
৩৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০১
জেন রসি বলেছেন: কবিগানের মত কবিতা লড়াই!
কিন্তু কেউ কি আসলে শুনছে?
আমরা নিজেরাই কি শুনছি?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: কঠিনতর প্রশ্ন! সবচে জরুরী প্রশ্ন!
প্রশ্ন যেহেতু জেগেছে.. উত্তর নিশ্চয়ই নিকটতর... আমরা আশাবাদী হতেই পারি
ধন্যবাদ জেন......অনেক অনেক
৩৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯
রুদ্র জাহেদ বলেছেন: এটাও অনবদ্য অসাধারন হয়েছে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্র জাহেদ।
৪০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
আরণ্যক রাখাল বলেছেন: কবিতায় প্রশ্ন, কবিতায় জবাব।
গুড।
আমার কিন্তু দুটোই ভালো লেগেছে।
নিজেরা কিছু না করে ঈশ্বরকে দোষারোপ করাটা- ঠিক না। মোটেও ঠিক না।
আপনার লেখা কবিতা প্রথম পড়লাম। এতদিন শুধু রাজনৈতিক আলোচনা লিখেছেন, বিভিন্ন বিষয় উঠে এসেছে আপনার লেখায়। এবারে সাহিত্যতে হাত দিলেন। সেগুলোর মতো এখানেও আপনি সোনা ফলাতে পারবেন, জানি।
একরাশ অভিনন্দন।
শুভ নববসন্ত
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিক শুভকামনায় কৃতজ্ঞতা একরাশ। আপনাদের আস্থার প্রতিদান জেনো দিতে পারি দোয়া করবেন।
অনেক ধন্যবাদ এ শুভেচ্ছা আপনার জন্যও।
৪১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
রাবেয়া রাহীম বলেছেন: শুভ সকাল , কেমন আছেন ? আজ কবিতার আসরে এই কবিতা টা দিয়ে দিবেন। এটা সত্যি অনেক ভাল কবিতা হয়েছে।
ভাল থাকবেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ সন্ধ্যা কবি। ভাল আছি। ঘুরে আসুন কবিতার আসরে
অনেক অনেক ধন্যবাদ।
৪২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩
সকাল রয় বলেছেন: সুন্দর
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সকাল রয়
৪৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
হাসান মাহবুব বলেছেন: কবিতার জবাবে কাউন্টার কবিতা! সুস্থ ব্লগীয় মিথস্ক্রিয়ার অসাধারণতম উদাহরণ। তর্ক করতে চাইছি না, কবিতায় ভালো লাগা রেখে গেলাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হামা ভাই...
তর্কাতীত সত্যতো কিছু নেই....তর্করটার অপেক্ষায় থেকে ভাললাগাটুকু সাদরে গ্রহন করলাম
৪৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩
অপর্ণা মম্ময় বলেছেন: হাসান মাহবুব বলেছেন: কবিতার জবাবে কাউন্টার কবিতা! সুস্থ ব্লগীয় মিথস্ক্রিয়ার অসাধারণতম উদাহরণ।
ভালো লাগলো
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ভাললাগল আপনার ভাল লেগেছে জেনে
একরাশ ধন্যবাদ
৪৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ?????
৪৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
মৃদুল শ্রাবন বলেছেন: বিদ্রোহী ভৃগু ও সাম্যের গান !!!!
অসাধারণ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাবনা আপনার সুন্দর মনেরই প্রকাশ
ধন্যবাদ মৃদুল শ্রাবন। ..
@ সেই জুলাইর পর থেকে আর কোন লেখা নেই... খুবই কি ব্যাস্ত? সকলেই মিস করি!
৪৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
শায়মা বলেছেন: খুব ভালো লেগেছে ভাইয়া।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আপু!
৪৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: আমি খুবই মুগ্ধ।
যুগে যুগে সাধারণের মাঝে অসাধারণ করে ঈশ্বর জগতে জ্ঞানী গুনী পাঠান মানুষকে আলোকিত করার জন্য, সাম্য সৃষ্টির জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আর আমরা মানুষেরা জগতকে আলোকিত করার পাল্টা দায়িত্ব ঈশ্বরকে দিয়ে নিজেরা নিজ নিজ সাধ্যমত অনৈতিকতার মিছিলে নিদারুণ সংকীর্নতায় মাথা গুঁজে দিয়েছি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন বলেছেন!
আমরা মানুষেরা জগতকে আলোকিত করার পাল্টা দায়িত্ব ঈশ্বরকে দিয়ে নিজেরা নিজ নিজ সাধ্যমত অনৈতিকতার মিছিলে নিদারুণ সংকীর্নতায় মাথা গুঁজে দিয়েছি।
আপনার মুগ্ধতা আমার বিশাল সঞ্চয়
৪৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: হাসান মাহবুব বলেছেন: কবিতার জবাবে কাউন্টার কবিতা! সুস্থ ব্লগীয় মিথস্ক্রিয়ার অসাধারণতম উদাহরণ।
চলতে থাকুক এমনটি। পরিধি বাড়ুক আমাদের উপলব্ধির।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: চলতে থাকুক এমনটি। পরিধি বাড়ুক আমাদের উপলব্ধির।
সহমত। আপনার এবং হামা ভাই দুজনের সাথেই
৫০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০
যুগল শব্দ বলেছেন:
মুগ্ধতার মিছিলে আমিও একজন।
ভালো থাকুক পৃথিবীর সকল মানব। ++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা ও ধন্যবাদ ..
আপনাদের মুগ্ধতা আমাকে ঋনী করছে, সাহসী করছে, অনুপ্রানীত করছে।
ভালো থাকুক পৃথিবীর সকল মানব। ++ সহমত।
৫১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
আরজু পনি বলেছেন:
অসাধারন !
আপনার আর শুভ্রর কাজে মুগ্ধ...
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু...
আপনাদের প্রেরণা অনন্য শক্তি হয়ে সাহস যোগায়
৫২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১৯
পথে-ঘাটে বলেছেন: বিদ্রোহী ভৃগু, আপনার বিদ্রোহী উচ্চারণের জন্য প্রণাম জানবেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ পথে-ঘাটে।
বিদ্রোহ আর হল কই? গুরু নজরুলের কাছ থেকে নামটাই নিতে পেরেছি.. কাজ কি আসলেই পেরেছি? কিংবা সেই সাহস, সেই জ্ঞান আর সেই চেতনা। আপনার প্রণার গুরুর চরণে পৌছে যাক। অনেক অনেক ধন্যবাদ ভাই। আন্তরিক ভাবে সাথৈ থাকায়।
৫৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারণ লাগলো। অনেক শুভেচ্ছা.
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ তনিমা...
অন্তহীন শুভেচ্ছা আপনাকেও।
৫৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
রাবেয়া রাহীম বলেছেন: কবিতার আসরে কবিতা খুজছিলাম , কই কবিতা ?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সকালে দিতে গেলে নোটিফিকেশন আটকে দিল যে!!!
বলে এক দিনে নাকি দুটো কবিতা দেয়া যাবে না। ... !! তাই ওখানকার দিন শেষের অপেক।ষায় আছি
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন আছে প্লিজ পদচিহ্ণ রাখলে প্রীত হবো।
৫৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২
রাবেয়া রাহীম বলেছেন: দিন শেষ এখন পোস্ট করতে পারবেন।
আবার আগামীকাল এই সময়ে পোস্ট করবেন ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম! করেছি।
অনেক অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ
কিন্তু কবি- ভাবনার অবসানেই কি সব অবসান হয়ে গেল নাকি ???? ৩ দিন ধরে কতবার ঘুরে ঘুরে আসছি..
বন্ধু ৩ দিন তোর বাড়ীত গেলাম দেখা পাইলাম নার মতো
বন্ধু প্রতিদিন তোর ব্লগেতে যাই- কবিতা না্ পাই
শীঘ্রি নতুন কবিতা চাই.....
৫৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
রাবেয়া রাহীম বলেছেন: কেন যেন লিখতে মন চাইছেনা । একদমই না । আপনি লিখছেন ভাল লাগছে খুব। "অনুভবের অন্তপুরে" সত্যি অসাধারন লিখেছেন । আমি অনেক খুশী হয়েছি ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: তা বললে কি হয়।
তাহলে আমার প্রতি কবিতারতো জন্মই হবে না
ধন্যবাদ আপনার ভাল লেগেছে বলে। অনেক অনেক কৃতজ্ঞতা।
প্রতি কবিতার জন্যই চাই নতুন নতুন কবিতা। নইলে প্রতিরা করবে হরতাল। আসবেনা নতুন নতুন শব্দের কল্পগল্প, খেলাধূলো.. অনাগত বা মৃতের মতো সন্তর্পনে রয়ে যাবে অগোচরেই- যেমন এতদিন ছিল
৫৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
নুরএমডিচৌধূরী বলেছেন:
বুকে হাত দিয়ে বলো -
আমি ইশ্বর
কারো প্রতি বিভাজন করেছি?
ঐ খোলা হাওয়া, ঐ বিস্তির্ন আকাশ, নদীর জল,
প্রকৃতির অকৃপন দান বিস্তীর্ন ভূমি বহু মাত্রিক, ফুল ফল ফসল
জলজ প্রাণী ও মনি মানিক্য, শুধু মানুষ নয় সকল প্রাণীর খাদ্য চক্র
বর্ষার বৃষ্টিতে, সকালের রোদে..জাতি ধর্ম বর্ণহীন কি অসাম সাম্যতা......
জাত পাত ভেদে অক্সিজেন কি ভিন্ন হয়? বলো
কিংবা তোমাদের পরিপাক তন্ত্রে কি
সামান্যতমও পার্থক্য পাও? জলের তৃষ্ণা নিবারক তৃপ্তি
সকল কিছুতেই কি সাম্যতা দেইনি? দৃষ্টি মেলে দেখো। অথচ তবুও .....
তোমাদের দিয়েছি জ্ঞান, প্রজ্ঞা, বিবেক মনুস্যত্ববোধ
মানবতা, মায়া, মমতা, দিয়েছি ভাল মন্দ জ্ঞান~~
প্ররোচিত সত্ত্বায় যদি নিজেরাই বদলে যাও
লোভ, লালসা, কৃপণতা, ঘৃণা, হিংসা
আমার সব নিষিদ্ধ সম্পদে তোমাদের যত চর্চা
চর্চাটাও কিন্তু তোমাদেরই- অথচ দায় টুকু চাপিয়ে দাও স্রষ্টায়!!!
এ ভীষন অন্যায় নয়?
ঈশ্বর দেয়নি খিল-দিয়েছিতো তোমরা!
নিজেদের স্বার্থপরতার চাদরে ঢেকে-
সর্ব বিরাজমান ইশ্বর সবই দেখেন
রুটির টুকরো খোঁজা শিশুকে যেমন,
পাশ কাটিয়ে নাক চেপে চলে যাওয়া তোমাকেও তেমন?
ক্রুদ্ধ ইশ্বর যদি তোমার টুটি চেপে ধরে জিজ্ঞেস করে
কেন থামোনি?
কেন তোমার দামী হাত ঘড়ি
স্যামসাং গ্যালাক্সি বেঁচে দিয়ে দাওনি তার আহার!
কেন নাওনি উদ্যোগ তার পুনবার্সনের?
প্রিয়তার জন্যতো ঠিকই -আকাশ মর্ত্য জয় করে বিজয়ী হও
ঐ ডাস্টবিনের পাশে অবহেলিত মানবতার জন্য
কেবলই যান্ত্রশীতল হাওয়া খেতে খেতে
সুশীল আক্ষেপ আর স্রষ্টার প্রতি কিচর ছোড়া!!!
শেইম- তুমিও তাদেরই মতো? কেবল ! নও?
মন্দির মসজিদে য়খন আমার নীতির বাত্যায় হয়
নজরুলের ক্রুদ্ধ চিৎকার কি শোননি?
তোমার কর্মের কতটুকু অংশ ব্যায় করেছো
মানবতার সেবায়, সৃস্ঠার প্রেম পূর্ণতায়?? আমিকি বলিনি আমি- সকলেতেই?
সভ্য দাবী কর তোমরা?
ভন্ড হিপোক্রেট?
আমার মহাজাগতিক সাম্যাবস্থায়- জাররা পরিমান ভিন্নতা নেই!
অথচ নিজেরাই -সৃষ্টি করে পাহাড় সম অসাম্য
ভোগ আর লিপ্সার চক্রবুহ্যে- প্রকৃতির সাম্যতাকে করো বিনষ্ট
চীৎকার করে বলো আমি নাকি ছুটিতে
আমি নাকি বিকারহীন
আমি নাকি অন্ধ
আমি নাকি প্রতিক্রিয়াহীন!!!
আমি সর্বত্র ন্যায়, সাম্যতা, আর প্রেম নিয়েই
আছি থাকব অন্তহীন
পারোতো সেই পথে হাটো-আমি ঘুমাইনি,
আমি ভূলেও যাইনি
এগুলোতো তোমাদের দুর্বল মনের দুর্বল ভাবনা মাত্র।
যখন ক্রুদ্ধ প্রকৃতি রুদ্ররোষে ফেটে পড়ে
তোমাদের তিলতিল জমা নষ্ট কাজের ভারে ক্লান্ত প্রকৃতি
যখন সুনামী ঝড় জল জলোচ্ছাসে
ঝাপিয়ে পড়ে তোমাদেরই উপর
জোনে তা তোমাদের কর্মের ফলেই-
আয়নাতে দেখো
ছুটি নিয়েছো তোমরা,
তোমাদের বিবেক,
তোমাদের নীতি নৈতিকতা
তোমাদের দায়হীনতা,
তোমাদের পলাতক মনোবৃত্তি
তোমাদের পাশ কাটিয়ে চলা,
তোমাদের স্বার্থান্ধতার ঠুলি পড়ে চলা
আর কত বলব- নিজেরাই দেখে নাও আত্মায়নায় আত্ম জিজ্ঞাসায়।
আমার ভাল্বাসা গ্রহন করুন
সু প্রিয় কবি
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার সুদীর্ঘ আন্তরিকতা সানন্দে গৃহিদ হলো। আপনাদের ভালবাসাই পাথেয় সৃষ্টিশীলতার।
অভিভাবদন আপনাকে সু-প্রিয় তালিকায় এ অধম কবিকে স্থান দেয়ায়।
ভাল থাকুন কবি। অন্তহীন ভালবাসায়।
৫৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০
উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ লিখেছেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আনলিমিটেড
একরাশ ভাললাগা
৫৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০
ফেরদৌসা রুহী বলেছেন: তোমাদের দিয়েছি জ্ঞান, প্রজ্ঞা, বিবেক মনুস্যত্ববোধ
মানবতা, মায়া, মমতা, দিয়েছি ভাল মন্দ জ্ঞান~~
প্ররোচিত সত্ত্বায় যদি নিজেরাই বদলে যাও
লোভ, লালসা, কৃপণতা, ঘৃণা, হিংসা
আমার সব নিষিদ্ধ সম্পদে তোমাদের যত চর্চা
চর্চাটাও কিন্তু তোমাদেরই- অথচ দায় টুকু চাপিয়ে দাও স্রষ্টায়!!!
অসাধারণ একটি কবিতা।
আপনার কবিতার প্রতিটা কথার সাথে সহমত।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক অনেক শূভেচ্ছা ও ধন্যবাদ ।
সহমতে সৃষ্টির আনন্দ বেড়ে গেল অনেক বেশী
৬০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
আমি ময়ূরাক্ষী বলেছেন: অসম্ভব মুগ্ধতা!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক অনেক শুভেচ্ছা ...ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মুগ্ধতা যে দায় আরও বাড়িয়ে দেয়
৬১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: আমার শেষ পোস্টে আপনাকে দেওয়া প্রতিউত্তরটি পড়ে দেখবেন ভৃগুভাই। কৃতজ্ঞতা আবারও।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: পড়েছি।
আবারো বলছি আমাকে আবারো কৃতজ্ঞতা পাশে আটকে রাখলেন আপ্লুত করা মন্তব্যে! ধন্যবাদ ।
৬২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
দুর্দান্ত +++++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই...
৬৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮
আবু শাকিল বলেছেন: বিলম্বিত ভাল লাগা জানিয়ে গেলাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: উপস্থিতিই আনন্দ কিবা আগে কিবা পড়ে..................
৬৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
দুর্দান্ত ক্রিয়া-প্রতিক্রিয়া চলছে কবিতায় কবিতায়!
খুবই খুবই ভাল লেগেছে!
০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ..
আপনাদের ভাললাগাতেই এগিয়ে চলা.....
অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
বিজন রয় বলেছেন: অসাধারণ..এইটুকু..
ঐ খোলা হাওয়া, ঐ বিস্তির্ন আকাশ, নদীর জল,
প্রকৃতির অকৃপন দান বিস্তীর্ন ভূমি বহু মাত্রিক, ফুল ফল ফসল
জলজ প্রাণী ও মনি মানিক্য, শুধু মানুষ নয় সকল প্রাণীর খাদ্য চক্র
বর্ষার বৃষ্টিতে, সকালের রোদে..জাতি ধর্ম বর্ণহীন কি অসাম সাম্যতা...
+++++