নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অজি বাংলা অমর প্রেমের নুতন জুটি এমিলি রুমান!!!!!! ব্যতিক্রমি আয়োজনের ভিন্নরকম বিবাহ!!!!

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

একটি ব্যতিক্রমি প্রেম ও বিয়ের খবর!

প্রেমে মানুষ কত কিইনা করে!
লাইলি মজনু, শিরি ফরহাদ. ইউসুফ জোলেখা, রাধা কৃষ্ণ, চন্ডিদাস রজকিনি!!

ইতিহাসে অসংখ্য প্রেমোপাখ্যান স্থান করে আছে।

সাম্প্রতিক আমাদের বাংলাদেশের বরিশালের ছেলের প্রেম -বিয়ে কাহিনী কম চমকপ্রদ নয়!

প্রেমিক/ বর: সাইদুল আলম রুমান, গ্র্যাজুয়েট
আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড সিস্টেম বিভাগ,মেলবোর্ণ, অস্ট্রেলিয়া

প্রেমিকা/কণে:এমিলি রেবেকা পার / এমিলি আলম
গ্র্যাজুয়েট, আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড সিস্টেম বিভাগ,মেলবোর্ণ, অস্ট্রেলিয়া
কর্মরত: হিউম্যান সার্ভিস বিভাগ, অস্ট্রেলিয়া।

বাকী টুকু জানুন সংবাদ থেকেই..

ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে সুদূর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন প্রেমিকা এমিলি রেবেকা পার। পছন্দের প্রেমিক মুসলিম হওয়ায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলামেও দীক্ষিত হয়েছেন তিনি। বিয়েটি স্মরণীয় করে রাখতে বরিশালে এসেছেন অস্ট্রেলিয়া সরকারের হিউম্যান সার্ভিস বিভাগের কর্মচারী এমিলি, তার বাবা-মা, ভাই, খালা-খালু, ফুফু-ফুফাসহ পরিবারের ১৮ জন সদস্য। এমিলি রেবেকার (নতুন নাম এমিলি আলম) সদ্য বিবাহিত স্বামী সাইদুল আলম রুমান নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর শফিকুল আলম গুলজারের ভাতিজা। জানা গেছে, ১৯ জানুয়ারি সপরিবারে বাংলাদেশ আসেন এমিলি ও রুমান। আলেকান্দায় রুমানের নিজ বাড়ি হলেও এমিলির পরিবারের সদস্যদের রাখা হয় গুলজারের মালিকানাধীন এরিনা আবাসিক হোটেলে। শুক্রবার জুমার নামাজের আগে বায়তুল মেহেদী জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল হালিমের কাছে কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এমিলি। তার নতুন নাম রাখা হয় এমিলি আলম। এ সময় এমিলির বাবা ব্রুস পার ও মা ভিকি পারসহ তার আত্মীয়রা উপস্থিত ছিলেন। ওইদিন সন্ধ্যায় রুমানের আলেকান্দার বাসভবনে রুমান ও এমিলির বিয়ে সম্পন্ন হয়। রাতেই নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে রুমান-এমিলির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


হোটেল এরিনা থেকে নতুন একটি রিকশা ফুল দিয়ে সাজিয়ে কনে এমিলিকে অনুষ্ঠানে নিয়ে আসেন বর রুমান। বরের রিকশার পেছনেই ছিল দুই পরিবারের সদস্যবাহী রিকশা। বিয়ে উপলক্ষে অস্ট্রেলিয়ান বধূ এবং তার মাসহ পরিবারের নারী সদস্যদের বাঙালির চিরাচরিত শাড়ি-কাপড়ের সাজে অন্য রকম এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অতিথিরা নবদম্পতির শুভ কামনা ও তাদের জন্য দোয়া করেন। আগামীকাল বর-কনে এবং কনে পরিবারের সদস্যরা ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

রুমান জানান, ১৬ বছর আগে পড়াশোনা করতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যান তিনি। সেখানে আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড সিস্টেম বিভাগ থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করেন। তার স্ত্রী এমিলিও একই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই পরিচয় হয় এমিলির সঙ্গে। উভয়ে উভয়কে জানাশোনার পর ২০১০ সাল থেকে ভালোবাসায় জড়িয়ে যান। পরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। পড়াশোনার পাট চুকিয়ে অস্ট্রেলিয়ায় এক্সপোর্টের ব্যবসা করবেন বলে জানান রুমান।

অভিনন্দন নতুন জুটিকে।



মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই, পিরীতি জাতি-কুলের ধার ধারে না!

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। তারচে মজা লেগেছে বরের অভিনবত্ব!

সারাজীবন বরকে কোলে তুলে বিয়ের আসরে নেবার চল!
আর এই প্রেমিক বর দেখূন- দিব্যি রিকশায় করে বধুকে নিয়ে চলল অনুষ্ঠান স্থলে :)

পুরাই অসাম!

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: কে বলে বিদেশী মেয়েদের মধ্যে প্রেম, আবেগ কম !!!

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো দেখছি!

মনুতো এমিলিরে এক্কেবারে পুরাই বাঙালী আবেগে ভাসাই নিয়া আসছে অষ্ট্রেলিয়া টু বরিশাল :)

তাদের দাম্পত্য জীবন সূখের উদাহরন হয়ে থাকুক।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
আগেরটা ভুল, মুছে দিয়েন।

সাইদুল + এমিলি = প্রেম < (ধর্ম + দেশ)

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেম যখন প্রবল অংক তখন দুব্বল ;)

তাই সমস্যা নাই.. প্রেমতো হল :)

কাপলদের জন্য দুয়া করুন! অত:পর তাহার সূখে শান্তিতে বসবাস করিতে থাকুকের মতো :)

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: মন্তব্য করতে গিয়ে বিপদে পড়লাম। জঙ্গলের চাইতে সামুতে বাগ বেশী। গ্রেটার দেন টাইপ করে মন্তব্য পোস্ট করে দেখি লেস দেন সাইন দেখাই। এখন বুঝে নিয়েন উপরের সমীকরনে লেস দেন সাইনের জায়গায় গ্রেটার দেন সাইন হবে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেম যখন প্রবল অংক তখন দুব্বল ;) কি হবে গ্রেটার দেন আর স্মলারদেনে ;)

ইক্যুয়াল টু হয়ে তারা একন হাবুডুবু খেতে থাক!
ভবিষ্যতের অজিবাংলা জেনারেশনের স্বপ্নে ;)

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

কল্লোল পথিক বলেছেন: প্রেম মানে না জাত পাত ধর্ম কুল বংশ মর্যাদা।
অভিনন্দন সাইদুল এমলি।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যুগে যুগে কালে কালে যারা ভেঙ্গেচূড়ে এগিয়েছে....তাইতো তারাই ব্যতিক্রম হয়ে বেঁচে থেকেছে :)

তাদের জীবন হোক সূখ শান্তিতে ভরপুর!



৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

অন্ধবিন্দু বলেছেন:

পোস্টে প্লাস দিয়ে গেলুম। আচ্ছা, বিদ্রোহী ভৃগু, এই খবরটা থেকে দেখেনতো নেগেটিভ কিছু বের করা যায় কিনা ;) তারপর কষে একটা আতেল মার্কা ফেসবুক স্টাটাস/পোস্ট লিখতাম B-))

দেখেন দেখেন, আমগো কাম তো দোষ খোঁজা। তাই না!!
জলদি বের করেন দেখি। হে হে হে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি হইল ভাই!!! শুভ কামে অশুভ কতা কেনু ;)

যারা খুজার খুজুক .. চলেন আপ্নি
দোয়া করেন!!! আরও বেশি বেশি অজি বাংলা জেনারেশন হোক! অস্ট্রেলিয়ার ভবিষ্যত এমপি বাঙালী ভাবতেই বুকটা ভরে ওঠে না!! হে হে হে

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের ছেলেরা যেখানে হাত দিচ্ছে সেখানেই সফল !
অভিনন্দন রুমান ! শুভ কামনা রেবেকা ।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাঙালী বলে কথা :)

আপনার সিরিজে দিবেন নাকি ঢুকাইয়া ;) (ফান)

অভিনন্দন রেবেকা-রুমান জুটিকে। সূখি হোক তাদের ভবিষ্যত সারাটি জীবন :)

ধন্যবাদ ভাইডি :)

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

নিমগ্ন বলেছেন: পিরিতি ইজ দ্য গ্রেট ;)

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইষ্ট অর ওয়েস্ট
পিরীত ইজ দা গ্রেট ;)

থ্যংক্যু :)

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১

অন্ধবিন্দু বলেছেন:
দোয়া এবং দাওয়া দুটোই অব্যাহত আছে এবং থাকবে। আসলে যখন ভাল খবরেও নেগেটিভিটি খোঁজার চেষ্টা করা হয়। তখন ভাবি, আমরা কি এগুতে চাই না পিছুতে...। যারা খুঁজে তাদের ব্যক্তি অবস্থাও জানতে ইচ্ছে করে! হাহ হাহ।

ধন্যবাদ, বিদ্রোহী ভৃগু।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তোরা যে যা ভাবিস ভাই আমরা এগিয়ে যেতে চাই :)

ছাড়ুনতো দাদা কূপমন্ডুকদের!

বলি রুমনের চেতনায় চেতে অষ্ট্রেলীয়ায় আরেকটা ট্রাই মারবেন নাকি? আমরা একটা নতুন অজি ভাবী পাই ;) ( বাংলা ভাবি যেন না জানে ;) :):):):)

ধন্যবাদ ভাইডি :)


১০| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

আখেনাটেন বলেছেন: প্রেম মানে না জাতি কুল...অভিনন্দন নবদম্পতিকে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইই!

সূখি হোক তারা আজীবন :)

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

সুমন কর বলেছেন: অভিনন্দন নতুন জুটিকে। -- !:#P !:#P

চমৎকার শেয়ার। +।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ!

সূখি হোক নব দম্পতি :)

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সংকরাইজেশ!!!! B-)

বাংলাদেশী মেয়ে সপরিবার বিদেশ গিয়ে কি বিয়ে করবে ভাই? আমার তো মনে হয় না। যদিও ব্যতিক্রম আছে।

সেক্ষেত্রে প্রেমতো অজিদের ইস্পাত কঠিন।

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: B-)

প্রেমতো অজিদের ইস্পাত কঠিন। বলােই যায় :)

ধন্যবাদ

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: সংকরাইজেশন*
কীবোর্ড বিশ্বাসঘাতকতা করলো। সব মীরজাফর ঘষেটির বংশধর। :P

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: পজিটিভলি ভাবুন!

আমরা অজিদের রক্তে বাংলা ব্লাড দিতে থাকি.. সংখ্যা একটা বড় ফ্যক্টর, সাথে গুন হলে পোয়াবারো;)

তারপর মনে করেন ওবামার অজি ভার্সন দেখাবে বাংলার পুলা:) খোয়াবতো খ্রাপ না নাকি বলেন???? :)

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি নেগেটিভলি ভাবি নি।

ধন্যবাদ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুজেছি জনাব :)

আমি বলেছি সংকরাইজেশনকেই ঐভাব ভাবতে- এই আর কি ;)
একখান অজি বালিকার খপর দিতে পারেন

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

জনম দাসী বলেছেন: বরিশালের মেয়েদের প্রেম খুব কঠিন আর খাটিই হয়। আমি নিজেও .........থাক আর না হয় নাইবা বললাম। তবে দোয়া যুগলটি অনেক সুখে দিন কাটাক বাকি জীবন।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশরে-- আগে কবেনতো.. তালি বরিশালেই শ্বশুর বাগী বানাতাম ;)

মাইয়া কিন্তু অষ্ট্রেলিয়ান। বরিশালের পোলার প্রেমও যে কঠিন তাইতো দেখলাম রুমান-এমিলির কাহিনীতে। :)

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:০১

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লাগার মত একটা পোস্ট । খুব ভাল লাগলো ।আপনার লেখনীর স্টাইলটাও অনন্য ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ কবি।

আপনার অনুপ্রেরণাদায়ী কমন্টে আমাকে উজ্জিবিত করে। অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.