নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

আজকের ভূমিকম্প: সংক্ষিপ্ত খবর ~ ~ আমাদের সচেতনতায় কি এখনো ঝাকুনি লাগে নি? নাকি মৃত্যুপুরি হবার পরে জাগবে চেতনা!!!??

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

ভুমিকম্প! আর্থ কোয়াক!

আমরা সদ্য নিকট অতীতের সবচে ভয়াবহ অভিজ্ঞতা পেলাম। সাম্প্রতিক কালে এইরকম বড় মাপের ভূমিকম্প হয় নাই।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (‌ইউএসজিএস) প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ৬.৮ জানিয়েছিল। কিন্তু এক ঘণ্টা পর সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭।
সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা ৭ মিনিটে এ কম্পণ অনুভূত হয়। কয়েক সেকেণ্ড ধরে এ কম্পণ অব্যাহত থাকে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্প যখন আঘাত হানে দেশের অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে। প্রচণ্ড ঝাঁকুনিতে আতঙ্কে জেগে ওঠে মানুষ। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে দ্রুত বাইরে নেমে আসে। অনেকের কাছেই এই কম্পন ছিলো অতীতের ভূ-কম্পনগুলোর চেয়ে বেশি মাত্রায়।

এ পর্যন্ত ক্ষয়ক্ষতির যে খবর পাওয়া গেছে তা সংক্ষেপে

ভূমিকম্পে মনিপুরে নিহতের সংখ্যা বেড়ে ৮ আহত ৩৫

ভূমিকম্পে ইম্ফলের একটি জনপ্রিয় মার্কেটসহ বিভিন্ন ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ধ্বংসের নিচে চাপা পড়েছে গাড়ি। কয়েকটি ভবনের কিছু অংশ ধসে পড়ার কথাও বলছে স্থানীয় সংবাদমাধ্যম।


ভূমিকম্পে নিহত ৫, শতাধিক আহত

ভূমিকম্পের পর হুড়োহুড়ি, ‘আতঙ্কে’ পাঁচজনের মৃত্যু

ভূমিকম্পে ঢাকা ও রাজশাহীতে প্রাণহানি ২, আহত ২৯

পুরান ঢাকায় হেলে পড়েছে ছয় তলা ভবন

ভূমিকম্প: বংশালে হেলে পড়েছে ভবন, শাঁখারীবাজারে বাসায় ফাটল

ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী আহত

সিলেটে ভূমিকম্পে আহত ৩২

জয়পুরহাটে দেড় শতাধিক ভবনে ফাটল

সাভারে ভূমিকম্পে গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ড

ভূমিকম্পে রাজধানীর প্রগতি সরণীতে ফাটল

ভূমিকম্পে হুড়োহুড়িতে পুলিশ সদস্য আহত

খবরের আপডেট পেলেই যোগ করা হবে।

এই ঝাকুনি মৃদূ। শুধূ অন্তরকে কাঁপিয়ে গেছে। সতর্ক করে দিয়ে গেছে।

কিন্তু শত শতবার ভবিস্যত বানীর পরও যে ভয়াবহ ভূমিকম্পের শংকা বিজ্ঞানীলা বিশেষজ্ঞরা অবহিত করছেন তার জন্য আমরা কি তৈরী? জানি আল্লাহর/স্রস্ঠার ভগবানে/ ইশ্বরের/ প্রকৃতির সিদ্ধান্তের উপর কারো হাত নেই। কিন্তু তিনিইতো হিকমাহ জ্ঞান প্রযুক্তি সচেতনতা দিয়ে নিজেদের রক্ষার পথ পদ্ধতি শিখিয়েছেন।
আমরা কবে সচেতন হবো। শুধু কটি টিভি ট্রেলার বা দু একটি সেমিনার সিম্পোজিয়ামে যদি তৃপ্তির ঢেকুর তুলি তবে অপেক।সায় আচি লাখো লাখৌ লাশের। এরকমই কোন ঘুমন্ত শেষ রাতে বা কর্মব্যাস্ত সময়ে পরিণত হতে হবে তার শিকারে।

সাধারণত ১০০ বছরে বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে। যা বিশেষ করে এই উপমহাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। ১৮৯৭ সালে গ্রেট আসাম নামের ৮.৭ রিখটার মাত্রার যে ভূমিকম্প হয়েছিল তাতে আসাম এবং বাংলাদেশে প্রচুর প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। বাংলাদেশের সিলেটে ৫৪৫ জন এবং ঢাকায় ১৫ জন লোক মারা যায়। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল শিলং মালভূমি।

গ্রেট আসাম ভূমিকম্প হওয়ার ১০০ বছর পেরিয়ে গেছে। তাই আশংকা যে বড় ধরনের ভূমিকম্প সমাগত। ঝুঁকির দিক দিয়ে ঢাকা ২ নং অঞ্চল হলেও ক্ষতিগ্রস্থ বেশী হতে পারে ঢাকাতেই। কারণ এখানে রয়েছে অসংখ্য পুরাতন ভবণ, সুউচ্চ ভবন যার বেশীর ভাগই ভূমিক্ম্প সহনীয় করে বানানো হয়নি। এখনও বিল্ডিং কোড মানা হচ্ছে না-পাইলিংও যথেষ্ঠ দুর্বল। আরও অসংখ্য বিষয় জড়িয়ে আছে এর সাথে--যেমন রাস্তাঘাট অপর্যাপ্ত, বাড়ি/ বিল্ডিংগুলি খুব বেশী ঘেষাঘেষি অবস্থায়। একটির আঘাতে আর একটি বিল্ডিং ভেঙ্গে পড়তে পারে, জনসংখ্যার বিষয়টি তো আছেই। এসব বিষয়ের জন্য বলা যায় ৭ মাত্রার উপরে ভূমিকম্প হলেই ঢাকায় জান মালের ক্ষয়ক্ষতি ব্যাপক হতে পারে।


আমাদের চেতনাকে জাগাতে সচেতন করতে এ সম্পর্কিত অসাধারন কিছূ পোষ্টের লিংক

ভূমিকম্পের পূর্বপ্রস্তুতি এবং করনীয় -আমি মিন্টু

দেশে ৭মাত্রার ৬টি ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা -

বিবিসির প্রতিবেদন - ৭ মাত্রার ভূমিকম্পে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে ঢাকা


‘২২ সালে বড় ধরনের ভূমিকম্পে আক্রান্ত হতে পারে বাংলাদেশ’

একটি বড় মাপের ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের মানুষ ও সরকার কতটুকু প্রস্তুত? --মোস্তফা কামাল পলাশ

ভূমিকম্পের প্রথম ঝাঁকুনিতে হুড়োহুড়ি নয় - প্রথম আলো

ভুমিকম্প হলে করনীয়- সত্য ভাষণ

নেপালে প্রলয়ঙ্করী ভূমিকম্প সম্বন্ধে বৈজ্ঞানিকদের পূর্বাভাস ও বাংলাদেশের মানুষ ও সরকারের করনীয় -মোস্তফা কামাল পলাশ

ভূমিকম্প গবেষকরা কেন বলেন ঢাকা ও সিলেট শহরের অনেক বাড়ি-ঘর প্রচণ্ড ভূমিকম্প ঝুঁকিতে আছে?--মোস্তফা কামাল পলাশ

ভূমিকম্পের ইতিকথা, বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমিকম্প এবং ভূমিকম্পে আমাদের করণীয়- রিকি

ভূমিকম্প--সুনামী--বাংলাদেশ--সম্ভাব্য পরিণতি!- সায়েম মুন

ভূমিকম্প নিয়ে আমাদের সচেতনতার ঘাটতি রয়েছে -সেলিম আনোয়ার

ভুমিকম্প কেন হয় ?-- অপু দযা গ্রেট্

ঢাকা থেকে ৩৫১ কিমি: দুরে ৬.৮ মাত্রার ভুমিকম্প...নতুন

ইসলামের দৃষ্টিতে ভুমিকম্প কেন হয় এবং ভুমিকম্প হলে করনীয় কী? -- দুরন্ত বেদুঈন

ভুমিকম্প ও আমাদের প্রস্তুতি।।-- মো: তাছলিমূল হক

ভুমিকম্প ও বাংলাদেশ -- ভাবী জিওলজিস্ট

ভুমিকম্প কেন হয়? এর বৈজ্ঞানিক বা ধর্মীয় ব্যাখ্যা কি? --টেকি সুফিয়ান


এক নজরে বিধ্বংসী যত ভূমিকম্প

এর চেয়ে আরো বেশি ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে - ঠ্যঠা মফিজ

ইতিহাসের প্রলয়ংকরী ১০ ভূমিকম্প ও অন্যান্য :(( :(( ---টোকাই রাজা



ক্রমশ.....

মন্তব্য ৭৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো পোস্ট দিয়েছেন। খুব গুরুত্বপূর্ন। আমি মনে করি আমাদের প্রস্তুত হতে হবে এই মহা বিপর্যয়ের জন্য।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

সেই প্রস্তুতি হতে হবে সার্বিক। লোক দেখানো বা মিডিয়া কাভারেজের কার্যক্রমে আমাদের ক্ষতির শংকা বাড়বেই শুধু!

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

হাসান নাঈম বলেছেন: মরার আগে আমাদের ঘুম ভাঙ্গবে বলে মনে হয় না।
আর যখন ঘুম ভাঙ্গবে তখন কিছুই করার থাকবে না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তখন সে ঘুম ভাঙ্গা না ভাঙ্গা সমান।

তখন শুধু বিলাপ ছাড়া গতি থাকবে না।

ধন্যবাদ আপনাকে।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ সম্পর্কিত গৃরৃত্বপূর্ন লিংক বা খবর থাকলে কমেন্টে দিলে কৃতার্থ হবো। পোষ্টে আপডেট করে দেবো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা লিংক দিয়েছেন সকলকে ধন্যবাদ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

রমিত বলেছেন: খুব ভালো পোস্ট দিয়েছেন। আজ সকালে ভূমিকম্পের কাঁপুনি ও আওয়াজে আমার ঘুম ভেঙে গিয়েছিলো। টিভি সেট খুলে দেখলাম বেশিরভাগই তখনও বিষয়টার সংবাদ দিতে পারেনি। ধীরে ধীরে দিতে শুরু করলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন।
তাই দ্রুত আমার নিকটস্থ অফিসে যেয়ে কম্পিউটার ওপেন করি এবং সঠিক খবর পাই।

আপনার শরীর এখন কেমন? সুস্থ হয়েছেন কি?

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

তট রেখা বলেছেন: এটা হয়ত আল্লাহর তরফ থেকে সতর্ক বার্তা, আমরাতো এখন সীমা লংঘনের প্রতিযোগীতায় লিপ্ত হয়েছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন, হেদায়েত দান করুন এবং রক্ষা করুন

জাতির মনস্তত্ত্ব ও পরিণতি

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আল্লাহ আমাদের ক্ষমা করুন, হেদায়েত দান করুন এবং রক্ষা করুন

আমিন।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আল্লাহ না করুক বড় রকমের কিছু হয়ে গেলে ঢাকা হবে পরিত্যাক্ত নগরী। আমার রানা প্লাজার কথা খুব মনে পড়ে। একটা বিল্ডিং ধ্বসেই যে অবস্থা হয়েছিলো, সেখানে যদি পুরো একটা দেশ বা শহর হয়, তাহলে আমাদের কি হবে ?

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর বোধকরি ৫-১০ সেকেন্ড দীর্ঘ হলেই আজ এ পোষ্টে উত্তর দেবার বদলে জাথীয় শোক সপ্তাহ পালন করতে হতো!

আল্লাহ বড় বাঁচা বাঁচিয়ে দিয়েছেন।

কিন্তু আমাদের যাদের হুশ হবার কথা দেখুন খবরই নেই। মরবেতো আমজনতা। হয়তো এ মৃত্যু নিয়েও তাদের বানিজ্য হবে! কারণ তারাতো থাকে নিরাপদ আবাসে!

যেভাবে হাইরাইজ হচ্ছে.. তার মা-বাপ কেু্ আছে বরে মনে হচ্ছে না। টাকা দিলে যে দেশে ডেথ সার্ঠিফেকট কিনা যায়- সেখানে এত এত হাইরাইজ সবই দুধে ধূয়ে দাড়ানো বলার কোন উপায় নেই।

সিভিল ডিফেন্সে ছোট খাট আগুনে কাজ চলে.. বড় বাদ স্রেফ রানা প।রাজায় একটা ভবনে তাদের সীমা পরীক্ষীত!

পুরা ঢাকার ডজাষ্টার ম্যানেজমেন্ট কি তবে আল্লাহর হাওলা! ??????

যা হয় হবে! মনস্তত্ব নিয়েই কি তারা বসে???

পারলে তাদের চেতনায় এইরকম ঝাকি দেয়ার বন্দোবস্ত করেন।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

রিকি বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট।

ভূমিকম্পের প্রথম ঝাঁকুনিতে হুড়োহুড়ি নয়

Three Dead in Bangladesh in Quake-Related Incidents

ভূমিকম্প: বংশালে হেলে পড়েছে ভবন, শাঁখারীবাজারে বাসায় ফাটল

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপডেট দিয়েছি।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

শাহ আজিজ বলেছেন: খুব বড় ঝাকুনি । স্ত্রী ও আমি টেনশনহীন । বললাম ঝাঁকুনিটা বেশ বড় ছিল তাইনা। মনে হচ্ছে ৬ এর উপরে হবে। আমাদের সিঁড়ি ভেঙ্গেচুরে ভাড়াটেরা নামছে। রাস্তায় জটলার আওয়াজ। উঠলাম, স্ত্রী বললেন ওদের জাগিও না , মেয়েটি ভয় পাবে। মেয়ের ঘরে উকি দিলাম , সব চুপ , ছেলের ঘরেও একই অবস্থা। ভাল লাগলো এবং অপেক্ষায় রইলাম ২য় শুকের। নাহ , আবার শুতে চলে গেলাম। ৭।৬ যদি হয় তবে ক্ষতির পরিমান আরও বেশি হয় সাধারনত। ঢাকার অধিকাংশ মাটি নরম ও স্পঞ্জ কোয়ালিটির হওয়ায় আমরা বেচে যাচ্ছি বারবার। যদি ধ্বংসযজ্ঞ হয় তবে তা হবে এই অপরিকল্পিত নগরের জন্য ভয়াবহ এবং উপায়বিহিন কারন কারোই পূর্ব অভিজ্ঞতা নেই , নেই উদ্ধারকাজের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি , অভিজ্ঞ জনবল। ঘন আবাস ভেঙ্গে পড়লে কি উপায়ে কাজ করবেন ?মানুষ মারা গেলে তার খাটিয়া বের করার জায়গা নেই আর উদ্ধারকর্মী তার সাজগোজ নিয়ে উপায়হিন দাড়িয়ে থাকবেন। কালইতো লোটাস কামাল বলল ঢাকায় একটি ময়লা খুজে পাওয়া যাবেনা ২০১৭ নাগাদ , কামাল আসলে ভুমিকম্প পরবর্তী বিরান নগরীর অবস্থা বোঝাতে চেয়েছেন, সব ফকফকা সাদা এবং পরিস্কার , একদিকে আনিস একদিকে খোকন , ময়লা পাবেন কোথায়??

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি ধ্বংসযজ্ঞ হয় তবে তা হবে এই অপরিকল্পিত নগরের জন্য ভয়াবহ এবং উপায়বিহিন কারন কারোই পূর্ব অভিজ্ঞতা নেই , নেই উদ্ধারকাজের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি , অভিজ্ঞ জনবল। ঘন আবাস ভেঙ্গে পড়লে কি উপায়ে কাজ করবেন ?মানুষ মারা গেলে তার খাটিয়া বের করার জায়গা নেই আর উদ্ধারকর্মী তার সাজগোজ নিয়ে উপায়হিন দাড়িয়ে থাকবেন। কালইতো লোটাস কামাল বলল ঢাকায় একটি ময়লা খুজে পাওয়া যাবেনা ২০১৭ নাগাদ , কামাল আসলে ভুমিকম্প পরবর্তী বিরান নগরীর অবস্থা বোঝাতে চেয়েছেন, সব ফকফকা সাদা এবং পরিস্কার , একদিকে আনিস একদিকে খোকন , ময়লা পাবেন কোথায়??

তা যা বলেছেন। সরেস। কষ্টের মাঝেও হাসির অবস্থা!

তাদের কূপমন্ডুক ভাবনা আর বুদ্ধিবৃত্তির দৌড়! ভাবতেও হাসি পায়!
ঘটনা ঘটার পর যেমন পুলিশ পৌছে, আমাদের মিডিয়াও ঘটনা ঘটার অপেক্ষায় থাকে। অগ্রিম সচেতনতা, নাগরিক দায়, সব পূজির আড়ালে আঁচলে মুখ লুকিয়ে! শেম! তারা চাপা পড়া মানুষের অনুভূতি জানার মতো স্থুল বুদ্ধি নিয়ে মাইক্রোফোন হাতে পারলে ওয়াশ রুমেও দৌড়ায়- কিন্তু চাপা যাতে না পড়তে হয়- তার জন্য নিউজ, ভিউজ এবং মোটিভেটিভ প্রোগ্রামের মাধ্যমে জনমত গঠন করছে সংশ্লিষ্ট সকল পক্ষকে বাধ্য করানোর দায় টুকু অনুভব করে না। ...শেম অন দেম।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

অগ্নি সারথি বলেছেন: গুরুত্বপূর্ন পোস্ট গুলো শেয়ার করবার জন্য ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। ভাল আছেন দেখে ভাল লাগল :)

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

রক্তিম দিগন্ত বলেছেন: ভূমিকম্পটা ভোরে হওয়ার সময় আমি জেগে ছিলাম।
বেশির ভাগ মানুষই ঘুমে ছিল। খাটে ঝাঁকুনি ছাড়া কিছু টের পায়নি।


আমি ঐ কেঁপে উঠাটা দেখছি।
সন্দেহাতীত ভাবে এইটা সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা আমার।

ঐ সময়টায় করণীয় কী তা জানলেও মানা খুবই কঠিন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সন্দেহাতীত ভাবে এইটা সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা আমার।

আমি সাড়ে চারটা নাগাদ ফ্রেশ হয়ে একটু জল খেয়ে মাত্র পিঠ লাগিয়েছি- অমনি গিন্ন বাচ্চাদের চিৎকারে চোখ মেললেই সেই ভয়ানক দৃশ্য!
যেন ণৌকার মাঝে পুরো বভবনটা! ঢেউয়ের তালে হেলছে! দ্রুত বাচ্চারা সিড়ির ধারে গেঠ ধরে দাড়িয়ে নামার প্রস্তুতি নিল। আফটার শকের চিন্তায় দ্রুত নেমে খোলা স্তানে যাওয়াই ভাল ভেবে নেমে গেলাম। অনতি ধুরে অফিসে ঢুকে তাড়া তাড়ি নেট সার্চ দিয়ে খবর জানলাম।
আসলেই যারা দেখেছে কেউই সহজে ভুলতে পারবেনা।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

জনম দাসী বলেছেন: সালাম জানবেন ভাই, আপনার পুরো লেখাটির সাথে একমত প্রকাশ করছি।
বার বার আমার লেখা গুলিতে একই কথা বোঝাতে চাই, মানুষ সঠিক লাইনে আসুক, জীবন কে ভাল না বেসে আগে মৃত্যুকে ভালবাসতে শিখুক। চোখের সামনে এত বড় সত্য দেখেও মানুষের হুশ হয়না। তারপরও করে যায় নির্দ্বিধায় আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা কে বিদ্রুপ। আল্লাহ তায়ালা সবাইকে হেদায়াত দান করুন। ভাল থাকুন বিদ্রোহী সব সময়।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ বোন জনম দাসী।

আপনি আমি চাইলেই কি হবে বোন... হবেনা যতক্ষন না তারা প্রত্যক্ষ করবে এভাবে যেভাবে আজকে করলো!
দেখূন এই মানুষ গুলোই আজ সকালে মসজিদ পূর্ন করে দিয়েছে! অথচ বাকী সময় এক কাতার ভরে না!!!

আল্লাহ তায়ালা সবাইকে হেদায়াত দান করুন। ভাল থাকুন বিদ্রোহী সব সময়।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

ধমনী বলেছেন: এ ধরনের আলোচনা চলবে বড়জোর ১মাস। তারপর যাচ্ছে তাই। অনুমোদন হীন ভবন, নকশা, পরিকল্পনাহীন নগরায়ন, অচেতন জনগন.....ইত্যাদি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাই নিয়মিত এবং ধারাবিহক করার ক্ষমতা যাদের, যারা এটার উপর নিয়মিত আপডেট জানিয়ে দেশ জনতার উপকার করতে পারে, সেই মিডিয়া স্রেফ টিআরপির আর বিজ্ফাপনের ধান্ধায় যে থাকে বড়!!!
নাগরিক দায়, দেশের প্রতি দায় সর্বোপরি নিজের প্রতি দায় যে নিজে বোধ না করে অনুভব না করে- তাকে কিভাবে জাগাবেন।

আশা করি নিজেরাই খবর হবার আগে অন্তত তাদের এই বোধ টুকু জেগে উঠুক।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আজকের ভূমিকম্প আমি যেভাবে অনুভব করেছি এর আগে কখনও এমন হয়নি। অনেক সময় সবাই টের পেলেও আমি পাইনি। ভূমিকম্প ধ্বংস লীলায় পরিনত হতে যে সময় নেই তাতে তাৎক্ষনিক কোন বাবস্থা নেওয়া সম্ভব বলে আমার কাছে মনে হয় না। এই যেমন বিল্ডিং থেকে দৌড়ে বেরিয়ে আসা। ভূমিকম্প বছর দু-বছরে একবার হয় এটা এতো অপ্রত্যাশিত যে তাৎক্ষনিক কোন বাবস্থা নেওয়া সম্ভব নয়। এখন পর্যন্ত আমরা যারা মনে করি ভূমিকম্পে আমরা তাৎক্ষনিক বাবস্থা নিতে পেরেছি তারা ভুল করছি। ঘটে যাওয়া ভূমিকম্প গুলোর একটাও যদি ধ্বংস যজ্ঞে পরিনত হতো তাহলে কি হতো আল্লাহ জানে।

সুতরাং জোর দিতে হবে বিল্ডিং বানানোর সময় ভূমিকম্প সহায়ক ব্যবস্থা গ্রহনের দিকে এবং ভূমিকম্প পরবর্তী ঊদ্ধার ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও প্রস্তুতির দিকে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাতো সত্যি- তাৎক্ষনিক কোন ব্যবস্থা নেয়া সম্বব নয়! কিন্তু জাপানের দিকে তাকান! আমাদের চেয়ে কত বেশি ভূমিকম্প.. কিন্তু প্রাণহানী ক্ষয়ক্ষতি কত কম!

আপনি যেখানে জোর দিয়েছেন- আমরাও তাই বলছি-
জোর দিতে হবে বিল্ডিং বানানোর সময় ভূমিকম্প সহায়ক ব্যবস্থা গ্রহনের দিকে এবং ভূমিকম্প পরবর্তী ঊদ্ধার ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও প্রস্তুতির দিকে।

পাশাপাশি সচেতনতা মূলক নাটক, সিনেমা, শর্ট ফিল্ম, ফিলার.. না না ভাবে জনগণকে সাহস এবং সচেতন করতে হবে। সার্বিক দৃষ্টিকোন থেকে।

শোকরিয়া এবং ধন্যবাদ।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

এস কাজী বলেছেন: খুব ভাল এবং অনেক দরকারি পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ বিদ্রোহী ভাই ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভাই।

সময়ের প্রয়োজনে - মনে হলো তাই সামান্য কষ্ট করা ! যদি বিন্দু পরিমানও কারো কাজে লাগে!

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

সুমন কর বলেছেন: শুধু কটি টিভি ট্রেলার বা দু একটি সেমিনার সিম্পোজিয়ামে যদি তৃপ্তির ঢেকুর তুলি তবে অনেক........

এইতো ১/২দিন কথা হবে, তারপর সব চুপ !!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সমস্যাটা এখানেই।

ফজরের জামাতে ভয়ে যে পরিমান লোক হয়েছিল জোহরেই কিন্তু তা উদাও! ;)

জ্ঞান থেকে চেতনা জাগ্রত না হলে শুধু ভয়ে বা লোভে বেশিক্ষন তা ঠিক থাকে না।

আমাদের জ্ঞান জাগ্রত হোক। সার্বজনীন, সর্বকালিন ভাবনা ভাতে শিখি ধারাবাহিকতায় :)

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

কিরমানী লিটন বলেছেন: অসাধারন এক সত্য পোষ্টের মাধ্যমে- ভয়ার্ত ভবিষ্যতের হিমজাগানিয়া অনুভবের ছায়া দেখলাম। দেখলাম- অনাকাংখিত অথচ অবশ্যম্ভাবী সে আগামীটা ।
চমৎকার সচেতনতার পোষ্টের জন্য অভিবাদন প্রিয় বিদ্রোহী ভৃগু, স্যালুট আপনাকে ...

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা।

হিম যতক্ষননা আমাদের ষ্পর্শ করে আমরা কেমন যেন গা-ছাড়া হয়ে চলি!
এই বোধের পরির্বতন হোক। নিত্যতায় জাগুক আমাদের জাগ্রত চেতনা শুভ কল্যান আর শান্তির পথে। যে কোন দূর্যোগকেই তখন আমরা আপনাতেই মোকাবেলা করে কাটিয়ে উঠতে সক্ষম হবো ।

আপনার আন্তরিক অভিবাদনে ধন্যবাদ।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

রাবার বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাই কাদের চেতনায় ঝাঁকি দিতে বলছেন !! তাদের চেতনার কাছে আমাদের চেতনা নস্যি !! ;)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টা ওখানে না।
বিষয়টা সক্ষমতার। ঠিকমতো ঝাকি দিতে পারলে দেখবেন চেতনা কেমনে জায়গামতো ঠিক হয়ে যাবে! যেমন আজকে সকালে দেখেন নি মসজিদে মুসল্লিতে ঠাসা ছিল! ;)

শুধু দরকার একটা যথাযথ মানের কম্পন ;)

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

আমি আবুলের বাপ বলেছেন: চমৎকার সচেতনতার পোষ্টের জন্য ধন্যবাদ।

"স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে।" [সুরা রুমঃ ৪১]

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরাতো সত্য ভাষন সত্য জ্ঞানের র্চছা ছেড়েই দিয়েছি।

একটা চাকুরী, বাড়ী গাড়ী আর একটু ভোগ বিলাস! জীবন দর্শন যখন এখানে এসে ঠেকে গেছে- তখন এই ঝাকুনিও সাময়িক ভেবে আবারও সেই চিরায়ত বোধের কাছে ফিরে যাওয়া! এইতো চক্র!
যতক্ষননা চূড়ান্ত ক্ষন এসে উপস্থিত হয়।

আমরা আমাদের জ্ঞান থেকে জেগে উঠি। সেটাই হবে আমাদের জন্য কল্যানকর।

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

অগ্নিপাখি বলেছেন: এরকম ভয় কখনও পাই নি। ভোরের দিকে জেগেই ছিলাম, গান শুনছিলাম। হঠাৎ ঝাঁকুনিতে উঠেই সবাইকে ঘুম থেকে উঠাই। ফজরের আজান সব শঙ্কা কাটিয়ে দিয়েছিলো - । নামায পড়ে ঘুমোতে যাই। আল্লাহ সবাইকে রক্ষা করুন। পোস্টের জন্য ধন্যবাদ। প্রিয়তে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই! যারা প্রত্যক্ষ করেছে, জাগ্রত দেখেছে এবং অনুভব করেছে- কেউ নির্ভয় ছিল না।

তবে আমার একটা বিষয় খারাপ লেগেছে- মসজিদ থেকে মানুষকে সচেতন করার সাহস দেয়ার, অভয় দেবার, আতংকিত না হয়ে করণীয় সম্র্পকে কিচু বলতে পারত- বললোনা দেখে। সাজের এই রকম ক্রান্তিকালেও যদি অভয় বাণী নিয়ে জেগে না ওঠে ইমাম সমাজ তবে আর জাগবে কখন?

আমিন। ধন্যবাদ অনেক অনেক।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

সাহসী সন্তান বলেছেন: আজ ব্লগ ভরে দেখি শুধু ভূমিকম্পের কথা! তবে সুমনদার সাথে আমিও সহমত, ঐ এক/দুইদিন পর যে লাউ সেই কদু! মানুষ বড়ই আত্মভোলা.......!!



খুবই গুরুত্বপূর্ন পোস্ট! ভূমিকম্প সম্পর্কে অনেক তথ্য জানলাম! শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই!
শুভ কামনা জানবেন!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে লাউ সেই কদু আমাদের জাতীয় চরিত্রের প্রকাশ! আমরা ক্রমাগত ধারাবাহিক একটা বিষয় েলেগে থেকে তার ফূর্নতার জণ্য নিয়ত প্রচেষ্টার প্রক্টিসটা কম পাইতো তাই!
এই ক্ষেত্রে মিডিয়া- যে নাগরিক বোধ বির্নিমানের দারুন ভুমিকা রাখতে পারে তাদের উদাসীনতা আকাশ ছোঁয়া!

আবার সচেতন নাগরিক বা সংগঠন বা উদ্যোক্ত যদি উদোগ নেয় তাও সম্ভব। মৌলিক সমস্যা গুলো পাশাপাশি দূর্যোগ কালীন বিষয়গুলো, তাদের মোকাবেলা, নাগরিক সহমর্মিতা, দায়, পরিচ্ছন্নতা, সহ নানাবিধ নাগরিক বিয়ষে নিয়মিত কাজের বিশাল সুযোগ রয়েছে। যা আমাদেরকেই নাগরিক আচরনে ব্যবহারে আরো পরিশীলিত এবং পরিণত করবে।

ধন্যবাদ সাস ভাই। আপনার অভিজ্ঞতা কইলেন না;) কিরাম ভুই পাইছিলেন :):)

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
সুধু ভুমিকম্প না, সামান্য দুর্ঘটনা বা অগ্নিকান্ডেও ঢাকার মানুষ নিজের তৈরি ফাঁদেই আটকে মরবে।
সেটা হচ্ছে অতিমাত্রায় নিরাপত্তাকাতরতা।
সামান্য জুতাচোরের ভয়ে তিন স্তরের লোহার গেট কলাপসেবল গেট! আজকেই তিনটি তালা খুলতে প্রায় ৬ মিনিট লেগেছে। প্রকৃত বিপদে আমার মনে হয় চাবিই খুজে পাবে না।
এইসব তালার উপর তালা এজাবৎ চোরডাকাত ঠ্যাকাতে পারে নাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা যে কত বড় সমস্যা- এরকম বিপদ এলে টের পাওয়া যায়! ভাল বিষয় মনে করেছেন।

৬ মিনিট!!!!!!!!!!!! ভাবুন।!!!!!! যেখানে ৬ সেকেন্ডেই প্রলয় ঘটে যায়!!

এ যেন আপনা কারগারে আপনিই বন্ধী!

আমাদের অবশ্য একটাই গেট। এবং আমরা নামার আগেই খোলা হয়ে গেছিল!

বাড়ী ওয়ালা বিষয়টি ভেবে দেখবেন। আপদকালীন সময়ে নিজেদের কথিত নিরাপত্তাই যেন মৃত্যুর কারণ না হয়ে দাড়ায়।

ধন্যবাদ হাসান কালবৈশাখী ।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

সাহসী সন্তান বলেছেন: সত্যি বলতে আমি একদমই জানি না যে ভূমিকম্প হইছিল! জানছি সকালে ঘুম থেকে ওঠার পরেই! সবাই দেখি দু-পাঁচজন করে করে জটলা পাকাচ্ছে! পরে তাদের কাছ থেকেই জানলাম যে আজ ভোর ৫:৭ মিনিটে বাংলাদেশের বুকে একটা ভূমিকম্প আঘাত হানছে, যেটার ক্ষমতা রিখটার স্কেল ৬.৮! এর থেকে আর বেশি কিছু জানিনা ভাই........!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বলেন কি এমন বিভোর ঘুমে ছিলেন?

হৈ হল্লাও শুনেননি। তবেতো দেখছু আপনার কুম্ভর্কণের ঘুম ;) :):):)

একেবারা স্বগ্গে গিয়ে দেবদূতকে ধরে ঝাড়ি দেবেন - ঐ বেটা আমি একানে কেনু! আমিনা খাটে ঘুমিয়ে ছিলাম! হা হা হা :):):)

আশা করি নেক্স ভূমিকম্প না হোক। আর হলে যেন আপনি আগে ভাগেই টের পেযে যান :)

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অত্যন্ত সময়োপযোগী একটি লেখা। লিংকগুলোও প্রাসঙ্গিক।

ভূমিকম্পের ঝাকুনির সাথে আমাদের তৎপরতাও অল্পকাল স্থায়ী। এসব বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

আমাদের হত্তাকত্তারা যদি বুঝতেন- এসব বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন।

আমরা আমজনতা ইট্টু নিশ্চিন্তে মরতে পারতাম। :)

আপনার অভিজ্ঞতা দিয়ে আমাদের সমৃদ্ধ করুন।

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অভিজ্ঞতা খুবই ভয়ঙ্কর হয়েছে। এত বড় এবং দীর্ঘ ভূমিকম্পের অভিজ্ঞতা আগে আর পাই নি। খাটকে নৌকার মতো দুলিয়েছে। প্রচণ্ড আতঙ্কে ঘুম থেকে ওঠা মাত্র বিকট এক আওয়াজ। মনে হলো ছাদ ভেঙ্গে পড়া শুরু করেছে। জীবন বুঝি যায়! মনের ভেতরে কেয়ামতের চিত্র আঁকতে শুরু করলাম। কোথায় গেলে বাঁচা যায়? কিছু না ভেবে পরিবারের সকলকে নিয়ে একই পোশাকে নিচে নামলাম। আরও কিছু পরিবারকে রাস্তায় পেলাম। মিনিট দশেক পড়ে বাসায় ফিরে দেখি দেয়ালের সাথে সাঁটা আমাদের বড় আয়নাটি পড়ে একদম টুকরো হয়ে আছে। অনেক দিনের পুরোনো এবং শক্ত কাঠের ফ্রেমে বাঁধা ছিলো পারিবারিক আয়নাটি। এই ক্ষতিতে কোন আফসোস নেই, বরং খুশি যে এটি আমাদের কারও ওপরে পড়েনি। আজ সারাদিন ব্যস্ততার মাঝেও মনের মধ্যে একই আতঙ্ক ছিল। ঢাকার ভবিষ্যত কী... এবার এই নিয়ে ভাবছি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ অনুভব করেছেন।

আমি অবশ্য দুলতে দূলতেই লাফ দিয়ে বিছানা ছাড়ি মেয়ে আর ছেলে টাকে দ্রুত শক্ত গেটের দিকে ঠেলে দিয়ে ওর মাকে বল্লাম দ্রুত নামতে..
এর মধ্যে দুলুনি থেমে গেলেও আফটার শকের শংকায় উপরে থাকা সমীচিন মনে না করে -কোন রকমে মোবাইলটা হাতে নিয়েই নেমে গেলাম।

আর কয়েক সেকেন্ড বেশি সময় ষ্টে কররেই ঢাকার আজকের চিত্র হতো ভিন্ন! শুকরিয়া আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন।

আসলেই ৭ এর উপরে ভূমিকম্প হলে ঢাকার অবস্থা ভাবতেও ভয় করে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

আনু মোল্লাহ বলেছেন: পেশাজীবী ঘুম, বুদ্ধিজীবী ঘুম, রাজা ঘুম, রানীও ঘুম; আমাদেরো যেন ঘুম পায়---. আমাদের আর ঘুম ভাঙে না।

কিন্তু আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরই মাঝে আসে ভূমিকম্প ;)

ঘুম ভাঙ্গার আগেই বুঝি চিরঘুমের আয়োজন ;)

সেই জাগরণের গান শোনানোর হ্যামিলনের বাঁশীওয়ালাও যে ঘুমে......

রাতযত গবীর হয় ভোর তত নিকটে আসে :)



২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বিদ্রোহী ভাই দারুন একটা কাজ করেছেন। ভূমিকম্প বিষয়ক সলাতামামি পোষ্ট। একের ভিতরে বহু লাভ।

আপনাকে অনেক ধন্যবাদ সংকলিত পোষ্টটির জন্য।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
সালাতামামী কিনা জানিনা। প্রমানিক ভাইয়ের পোষ্টে রিকি মন্তব্যের ঘরে আপনার পোষ্ট সহ আরো কয়েকটি লিংক দিয়েছিলেন।

যে গুলো সমসাময়িকতো বটেই আবার অনেক সময় এমনিতেও তথ্য সূত্র হিসাবেও দারুন।

তখন মনে হল এক পোষ্টে এই বিষয়ক সবগুলোকে একত্রিত করি। কেউ বুঝতে চাইলে, পড়তে চাইলে তথ্য খুঁজতে চাইলে সহজ হবে।

আপনাকেও অনেক ধন্যবাদ। :)

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

কল্লোল পথিক বলেছেন: গুরত্ব পূর্ণ পোস্ট । শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই।

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

ফেরদৌসা রুহী বলেছেন: খুবই গুরুত্তপূর্ণ পোস্ট ।

কিছুদিন পর পর ভূমিকম্প হয়, কিছু আলাপ আলোচনা হয়, ব্যস কিছুদিন পর আবার সবাই ভুলে যাই।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা ভুলে না যাবার চর্চা করি।
তবেই না বদল আসবে।

আমাদের কারিকুলামে যে কোন দূর্যোগ মোকাবেলার মৌলিক পাঠগুরৌ শেখালে ভাল হয়।
মিডিয়া গুলো নিয়মিত এ বিষয়ক কার্যক্রম নিতে পারে।
নীতি নির্ধারনী সংস্থাগুলো ঝাকি খাবার আগে জাগলে আমজনতার অনেক জীভন বেঁচে যাবে- এই বোধ তাদের তাড়িত করুক।

৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

আমি মিন্টু বলেছেন: অসাধারন একটি কাজ এবং গুরুত্তপূর্ণ পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অনেক অনেক। কারো কাজে লাগলেই পোষ্ট সার্থক।

ভাল থাকুন। নিরাপদ থাকুন।

৩১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর ভালো একটি পোস্ট দিয়েছেন । ধন্যবাদ ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার দারুন তর্থ্যপূর্ন পোষ্টাটাও যুক্ত করে দিয়েছি।

আপনাকেও অনেক ধন্যবাদ

৩২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

আজাদ মোল্লা বলেছেন: আল্লাহ সবাই কে সুস্হ রাখুক ।
খুবই গুরুত্বপূর্ণ পোস্ট , ধন্যবাদ আপনাকে ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।

ধন্যবাদ ভাই।

৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৭

রেজওয়ান করিম বলেছেন: http://youtu.be/NpElixh0utg

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ লিংকের জন্য।

কি ভয়াবহ অবস্থা বলুন। আতংকেই এতগুলো প্রাণ ঝড়ে গেল!!!

নিজেরাই খবর হবার আগে কি আমাদের মিডিয়াগুলো কি জাগবে না????

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

কালের সময় বলেছেন: ভালো এবং গুরুত্ব পূর্ন একটি পোস্ট । শেয়ার করার জন্য ধন্য বাদ ।
আমি আপনার পোস্টটি গুগলে শেয়ার করে দিলাম ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কালের সময়।

যত বেশি জানাজানি তত বেশী সচেতনতা ! ততবেশি আশা!

কৃতজ্ঞতা।

৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

জুন বলেছেন: প্রতিবারই এমন একটা ঝাকি খেলে নড়ে চড়ে বসি। ব্লগে নানা রকম সচেতনতা মুলক পোষ্ট শেয়ার করে অনেকে। তারপর সব ভুলে যাই। ধন্যবাদ এমন একটি পোষ্টের জন্য বিদ্রোহী

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

এটা - আমাদের পক্ষ থেকে চেষ্টা করার চেষ্টা। নীতি নির্ধারনী যারা তাদের বোধোদয়ে তথ্যের প্রচেষ্টা। আমজনতার সচেতনার ক্ষুদ্র প্রয়াস। মিডিয়া ওয়ালা দেখুন এরপরও জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এই বিষয়ে একটা পূর্নাঙ্গ অনুষ্ঠান করেছে????
নিদেন একটা হৃদয় ছোঁয়া ক্রিয়েটিভ ফিলার!!!!!

ছোট্ট বালুকায় বিশাল মরু ভাবনা- আপনার আমার ছোট ছোট ভাবনা, প্রকাশ, মিথস্ক্রিয়া থেকেই একট বিশাল কিছুর ছোট স্বপ্ন :)

ধন্যবাদ আপনাকেও।

৩৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তথ্যপূর্ণ ও পরিশ্রমী পোস্ট ।
জানি আল্লাহর/স্রস্ঠার ভগবানে/ ইশ্বরের/ প্রকৃতির সিদ্ধান্তের উপর কারো হাত নেই। কিন্তু তিনিইতো হিকমাহ জ্ঞান প্রযুক্তি সচেতনতা দিয়ে নিজেদের রক্ষার পথ পদ্ধতি শিখিয়েছেন।

কথা কয়টি খুব ভাল লাগলো ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

ভাললাগায় কৃতজ্ঞতা। :)

৩৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

টোকাই রাজা বলেছেন: ভাই শুরুতেই এত প্রেরনা ও ভালবাসা, সহ্য করতে পারবো কিনা?
অনেক অনেক ধন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজেকে আকাশ করে নাও.. পুরো ব্রহ্মান্ড পুরে দিলেও অন্তহীন বিশালতা শুন্যই রয়ে যাবে!

হা হা হা

ভাল থাকুন। ভাল লিখুন। :)

ধন্যবাদ অনেক।

৩৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ভাই পরিশ্রমী পোষ্ট বানালেন, সময়ে সময়ে কাজে আসবে রেফারেন্স হিসেবে।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ। যদি কারো সামান্য কাজে আসে তবেই পোষ্ট সার্থক।

সে জন্যই সময়ের প্রয়োজনকে উপলদ্ধি করার সামান্য চেষ্টা :)

আপনাকে অনেক ধন্যবাদ

৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পুরানো পোস্ট কিন্তু চেতনাজাগানিয়া। ধন্যবাদ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

নোটিফিকেশন দেখেতো আমিউ কম্পিত হয়েছি প্রবল ;) এত্তদিন পরে চোখে পড়ল? হা হা হা

আমাদেরতো কেউ না কেউ জাগিয়ে দেয় দিচ্ছে- যাদের জাগার তারা যদি ব্লগে একটু চোখ বুলাত- অনেক পরিস্কার স্বচ্ছে দিক নির্ধেশনা পেত! তারা আসবে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.