নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

‘সফর স্থগিত করে হারের লজ্জা এড়িয়েছে অস্ট্রেলিয়া’ --- শুনতে ভালই লাগে - বুকের ছাত্তি ছত্রিশ ইঞ্চি হয়ে যায়!! ;)

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

বাংলাদেশ সফর স্থগিত করে হারের লজ্জা এড়িয়েছে অস্ট্রেলিয়া।
না কোন বাংলাদেশর ক্রিকেট ভক্ত বা ধারা ভাষ্যকার বা অট্রেলিয়া বিদ্বেষি কারো ডায়ালগ নয়!!!

এমনটা মনে করেন খোদ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স। বর্তমানে তিনি জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রীড়া লেখক।

সন্ত্রাসী হামলার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠোর সমালোচনা হচ্ছে বিভিন্ন মহল থেকে।



পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খানের পর দেশটির জনপ্রিয় খেলোয়াড় শহিদ আফ্রিদিও এই সিদ্ধান্তের সমালোচনা করেন। আর এবার সফর স্থগিত নিয়ে মুখ খুলতে শুরু করেছেন খোদ অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড়রা।

দু’দিন আগে কিংবদন্তি ইয়ান চ্যাপেল বলেন, সন্ত্রাসী হামলার অজুহাতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত করতে পারলেও একই অজুহাতে তারা ভারত সফর স্থগিত করতে পারবে না।


আর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার আরেক সাবেক ক্রিকেটার ডিন জোন্স। তিনি মনে করেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে করলে তারা স্বাগতিকদের কাছে নিশ্চিত হারতো। আর এই সফর স্থগিত করে অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে হারের লজ্জা এড়িয়েছে।
৫৪ বছর বয়সী এ ক্রীড়া বিশ্লেষক বলেন, ‘সন্ত্রাসী হামলার শঙ্কায় বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল লজ্জাকর পরিস্থিতি এড়াতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক বাংলাদেশ দারুণ খেলা উপহার দিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, সফরটি স্থগিত না হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতো।
এমনিতেই উপমহাদেশের মাটিতে অস্ট্রেলিয়া রেকর্ড খুবই বাজে। আর অনভিজ্ঞ একটি দল নিয়ে বাংলাদেশ সফরে গেলে তাদের হার নিয়েই ফিরতে হতো।’



তবে তিনি শুধু এ কথা বলেই থেমে থাকনেনি। অস্ট্রেলিয়া বাংলাদেশে কেন হারতো তার যুক্তিও দিয়েছেন। বলেন, ‘অস্ট্রেলিয়া দলে টপ-অর্ডারে ডেভিড ওয়ার্নার ও ক্রিস রজার্স নেই। বাংলাদেশ সাধারণত শুষ্ক ও টার্নিং পিচ তৈরি করে থাকে। সেসব পিচে স্টিভেন স্মিথ ছাড়া মিডল-অর্ডারের অন্যদের অবস্থা ভয়াবহ। অস্ট্রেলিয়ার বর্তমান দলে উপমহাদেশে টেস্ট সেঞ্চুরি করার রেকর্ড আছে একমাত্র শন মার্শের। সেও এখন ফর্মে নেই। ফর্মে ফেরার জন্য লড়াই করছে।’ এছাড়া অস্ট্রেলিয়ার বোলাররাও বাংলাদেশে ভাল করতো না বলে তার ধারনা। উদ্বেগ নিয়ে তিনি বলেন, ‘ উপমহাদেশে সফরের আগে অস্ট্রেলিয়ার বোলার নির্বাচনও ছিল উদ্বেগের। মিচেল স্টার্কের হাঁটুর অপারেশন প্রয়োজন। উপমহাদেশে নাথান লায়নের বোলিং গড় উইকেট প্রতি প্রায় ৫০ এর মতো। অ্যান্ড্রু ফাকেটে অপরিচিত মুখ (আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের অপেক্ষায়)। অন্যদিকে স্টিফেন ও’ক্যাফে ও অ্যাস্টন অ্যাগার একনও ফর্ম ফিরে পেতে লড়াই করেছ।’

আমি আর কি বলব?

সবতো ডিন জোন্স ভায়াই বলে দিয়েছেন। ক্যাঙ্গারুদের থলের বেড়াল থুরি ক্যাঙ্গারুকে বের করে এনেছেন। জয়তু ডিন জোন্স :)

সত্যের ঢোল আপনিই প্রকাশে। বাংলাদেশ ক্রিকেট আজ এক অনন্য উচ্চতায়- সাব্বাস বাঘের বাচ্চারা ;) :):):)

সংবাদ সূত্র : এইখানে

মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

চ্যাং বলেছেন: হাচা কথা!! হাচা কথা!!! খুচি হইচু ভাইয়া!!!

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধইন্যা! আমরা সপাই খুচি!!!! থ্যাংকু :):)

২| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভদ্রলোকের বিশ্লেষণ যথার্থই ।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিশ্লেষনতো যথার্থ বটেই! ধন্যবাদ সাহসের সাথে সত্য প্রকাশ করাকে।

ভালোই লাগে ভাবতে - সমীহ আদায়ের স্থান বাংলাদেশ অর্জন করেছে। এবং তার স্বীকৃতি এই সত্য বচন।

ধন্যবাদ রূবিসা ;)

৩| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

কাবিল বলেছেন: সত্যের ঢোল আপনিই প্রকাশে। ঠিক বলেছেন।
ভাই এই খবর শুনে আমার বুকের ছাত্তি তো চল্লিশ থেকে উনপঞ্চাশ ইঞ্চিতে উঠে গেছে !! :)

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা।

উঠবার মতো কথাইতো! :)

৪| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: এটাই সত্যি কথা । টাইগারদের কাছে পরাজিত হওয়ার ব্যাপক সম্ভাবনা ছিল তাই এমনটি করেছে । দেশের বাইরে আমার ফেবারিট দল অস্ট্রেলিয়া ।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা কি মধুর সত্য বচন! :)

বড়ই মাধূর্য্য!!!

৫| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৯

সাহসী সন্তান বলেছেন: অনেক বড় সত্যি কথা বলে ফেলেছেন ভাই! আমার কাছেও এটাই মনে হয় যে, বাংলাদেশের কাছে হারের লজ্জাকে ঢাকবার জন্যই অস্ট্রেলিয়া এমন কাজ করেছে!

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ! শুভ কামান জানবেন!

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি কই নাইতো ভাই!
বলেছেন খোদ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স। বর্তমানে তিনি জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রীড়া লেখক। তবে আমিও একমততো বটেই শতমতও ;)

এমনি কি আর বুকের পাটা ছত্রিশ ইঞ্চি হয় :):):)

ধন্যবাদ আপনাকেও।

৬| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: বাংলাদেশ ক্রিকেট আজ এক অনন্য উচ্চতায়- সাব্বাস বাঘের বাচ্চারা !:#P

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাব্বাস!!!

এভাবেই কাঁপিয়ে দাও কথিত ক্রিকেট পরাশক্তিদের! এক সময় যার অংশ হতে চলেছ তোমরাও :)

৭| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০১

ঢাকাবাসী বলেছেন: কথাটি ডিন জোন্স সত্যি বলে ফেলেছেন। অস্ট্রেলিয়া হারতই মনে হয়। ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ডিন জোন্সকে

আর আপনাকেও :)

৮| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তাহলেতো স্থগিতই ভালো :P

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওটা ক্যাঙ্গারুদের জন্য!

আমাদের বিজয়ের আনন্দটা কল্পনা করুন!!! উফফফফফফ

জয়ের দিন তো বুকের ছাত্তি ৫৬ হাজার বর্গমাইল হয়ে যেত :) :):)

৯| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮

গেম চেঞ্জার বলেছেন: :D :#) :P :-P =p~ :-B B-))

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জটিল কম্বিনেশন অব এক্সপ্রেশন ;)

ফুটনোট ছাড়া তাফসির করা সম্ভব নয় ;) :) =p~=p~=p~=p~

ধন্যবাদ

১০| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তা আর বলতে!

অস্ট্রেলিয়া বধের জন্য বাংলাদেশ ছিল ফুল প্রিপেয়ারড!

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই ভয়েই কুপোকাত! সুযোগটি লুফে নিল আমাদের রাখাল বালিকার জঙ্গিবাদ তত্ত্বের!!! ;) :) =p~=p~=p~=p~

১১| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: ‘সন্ত্রাসী হামলার শঙ্কায় বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল লজ্জাকর পরিস্থিতি এড়াতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক বাংলাদেশ দারুণ খেলা উপহার দিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, সফরটি স্থগিত না হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতো।
এমনিতেই উপমহাদেশের মাটিতে অস্ট্রেলিয়া রেকর্ড খুবই বাজে। আর অনভিজ্ঞ একটি দল নিয়ে বাংলাদেশ সফরে গেলে তাদের হার নিয়েই ফিরতে হতো।’
-------------

বাংলাদেশের জন্য এটা গর্বের বিষয়!!!!

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরাম গর্ব!

ফিলিং প্রাউড :)

১২| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩২

প্রবাসী পাঠক বলেছেন: অস্ট্রেলিয়া পূর্ণ শক্তির দল নিয়ে আসলেও হার এড়াতে পারত না বলে আমার বিশ্বাস। আর বর্তমান স্কোয়াড তো খেলার আগেই অর্ধেক হার মেনে নিত।

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার বিশ্বাস সকল ক্রিকেট প্রেমির বিশ্বাস!

খোদ তাদের বিশ্লেষকেরও বিশ্বাস!

ভয় থেকে পালীয়ে নয় ভয় কে মূখোমূখি হয়ে জয় করতে হয়! আশা করি ক্যাঙ্গারুরা এই বলে বলীয়ান হয়ে বাংলাদেশে খেলতে আসবে শিঘ্রই!

১৩| ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শশশ! থাক এই সব বইলেন না।

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: শশশশ.... কিস্সু বলি নাইতো! :)

যা বলছে সব ডিন জোন্স বলছে =p~=p~=p~=p~

১৪| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: খেলাকে খেলা হিসাবেই মেনে নেওয়া ভাল,জয় পরাজয়কে মূখ্য না করে।। ভেবে দেখুন সফর বাতিলের আগে নেতাদের হুশিয়ারী,হুমকি তাও দেশ ছেড়ে বিদেশের বলয়েও!! সেই সুযোগ নিয়ে কি তারা ভুল করেছে??তাই ভবিষ্যতে যা দেশের স্বার্থের বিপক্ষে যায় এমন মন্তব্য থেকে দুরে থাকতে হবে সবাইকে।।

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের অভ্যন্তরীন দৃষ্টিভঙ্গিতে আপনার কথা শতভাগ সত্য। আত্মঘাতি আওয়ামীলীগ স্রেফ ক্ষমতার জন্য জঙ্গি তত্ত্ব নিয়ে পুরা দেশ আর দেশবাসীর বিরুদ্ধে দাড়িয়ে গেছে। তা যেমন বক্তব্যে তেমনি লেখনিতে বিদেশী পত্রপতিকায়! এটা নিয়ে আমার আগের পোষ্টে বলা হয়েছে।

কিন্তু অষ্ট্রেলীয়ার ক্রিকেট বোদ্ধার কথাওতো ফেলে দেবার মতো নয় ! নয় কি?

১৫| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দু’দিন আগে কিংবদন্তি ইয়ান চ্যাপেল বলেন, সন্ত্রাসী হামলার অজুহাতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত করতে পারলেও একই অজুহাতে তারা ভারত সফর স্থগিত করতে পারবে না।


হুমম।

১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অথচ ভারতে সবসময়ই বাংলাদেশৈর চেয়ে সন্ত্রাসের দূর্যোগ প্রবণতা বেশী!

সাম্প্রদায়িক সংঘাত, সামান্র গরু খাওয়া নিয়ে মানব হত্যা, কাশ্মীর তো অর্ধ শতাব্দী ধরেই যুদ্ধরত এলাকা! গুজরাটের ভয়াবহ গণহত্যা...আরো আরো কত!

অথচ সে তুলনায় বাংলাদেশে অসাম্প্রদায়িক সহিংসতা বিহীন দেশ বলা যায়!

একারণেই ডিন জোন্সের কথাই সত্যি মনে হয়।

ধন্যবাদ অংশগ্রহণে।

১৬| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

আনু মোল্লাহ বলেছেন: ‘সন্ত্রাসী হামলার শঙ্কায় বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল লজ্জাকর পরিস্থিতি এড়াতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক বাংলাদেশ দারুণ খেলা উপহার দিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, সফরটি স্থগিত না হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতো।
এমনিতেই উপমহাদেশের মাটিতে অস্ট্রেলিয়া রেকর্ড খুবই বাজে। আর অনভিজ্ঞ একটি দল নিয়ে বাংলাদেশ সফরে গেলে তাদের হার নিয়েই ফিরতে হতো।

ন্যায্য কথা বলেছেন স্যার :)

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আনু :)

আমি কোট করেছী মাত্র। বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স। বর্তমানে তিনি জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রীড়া লেখক। তবে যাহা বলেছেন সত্য বলেছেন। সত্য বই মিথ্যা বলেন নি! আমরা সবাই একমত।

১৭| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: বাংলা টাইগার দেখে ওরা ভায় পেয়েছে।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরাম ভয় ;)


কথিত নাক উচাদের নাক কাটার ভয়েই কয়- খেলুমই না :)
=p~=p~=p~=p~

১৮| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪

মানবী বলেছেন: ডিন জোন্সকে স্যালুট সত্য ভাষনের জন্য।

ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানবী বলেছেন: ডিন জোন্সকে স্যালুট সত্য ভাষনের জন্য।

হি ডিজার্ভ ইট :)

ধন্যবাদ মানবী

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২২

জুন বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শশশ! থাক এই সব বইলেন না।
কাল্পনিক বলে ফেলেছে নইলে আমিও এমনটি বলতে চেয়েছিলুম ভৃগু :)
হায় সেই মহা পরাক্রমশালী অজি B-)
+

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় সেই মহা পরাক্রমশালী অজি B-)
+ ++++

কা_ভা ভাইরে যা বলে ফেলছি নয়তো আপনাকেও তাই বলতাম...
কিস্সু বলি নাইতো! :)

যা বলছে সব ডিন জোন্স বলছে =p~=p~=p~

২০| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯

প্রবাসী ভাবুক বলেছেন: অস্ট্রেলিয়াকে হারের ভয় পেয়ে বসেছিল৷ তারা অযুহাত খুঁজতেছিল সফর বাতিলের৷ আর অস্ট্রেলীয় সরকারের নিকট থেকে সতর্ক বার্তা তাদের নিকট আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছিল৷সফর বাতিলের সুযোগ পেয়ে পরবর্তীতে তাদের রাষ্ট্রপতির সমমানের নিরাপত্তা ব্যবস্থা দিতে চাইলেও আর সফরে আসতে রাজি হয়নি৷

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: জুন বলেছেন: হায় সেই মহা পরাক্রমশালী অজি B-)

ধন্যবাদ প্রভা :P

২১| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫

রমিত বলেছেন: অনেক অনেক বছর আগে আমাকে কয়েকজন বলেছিলো যে, 'বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে কখনোই ভালো খেলতে পারবে না।' আমি তখন তাদের সাথে ব্যাপক তর্ক করেছিলাম যে, 'এটা সময়ের ব্যপার, খেলতে খেলতে, অভিজ্ঞতা অর্জন করতে করতে, একসময় ঠিকই ভালো খেলবে বাংলাদেশ।' আজ আমি গর্বিত।

ভৃগু ভাই, একটি পোস্টে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করে আমাকে ব্যপক সমর্থন জানিয়েছেন। আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশকে নিয়ে আজ প্রতিটি বাংলাদেশীই গর্বিত- আপনার মতোই :)

কৃতজ্ঞতা কথা বলে আমাকে লজ্জ্বা দেবেন না। সামান্য দায় থেকেই চেষ্টা! আপনি তাদের কু-তর্কের ভয়ে আবার থেমে যাননিতো!!?? ;)
না মানে অনেকদিন আর সিরিজটি পাচ্ছি না.। তাই মনে শংকা :)

আমার কাছে নকুল বিশ্বাসের গানে যেমন দারুন তৃপ্তি মেলে -আপনার তথ্যপূর্ণ লেখায়্ও তেমনি। অবশ্যেই সত্যের সাদাসিদে উপস্থাপনায়।

বাকী আতেলদের আতলামো নিয়েই থাকতে দিন- তাদের প্রিয়- স্পেশাল গোট শ্যাংক আর কাঁঠালপাতার পাতুরির রেসিপি নিয়ে .=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~

২২| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০২

ঠ্যঠা মফিজ বলেছেন: সত্যয় মৃত্যুর পরেও গর্ব করে বলার মত একটি দল আমার প্রিয় জম্মভূমি বাংলার টাইগার দল ।
যাদের জেতার মত সর্ব শক্তি আছে সর্ব বল ।

১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই ভয়েই অসিরা সব পালাল কেমন করে ছল!!!!

;) :)

ধন্যবাদ।

২৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৩

রমিত বলেছেন: তারা সবাই মিলে আমাকে কোনঠাসা করার প্রবল চেষ্টা করেছিলো। এবং আমার কোন কথাই শুনতে চায়নি। আমি একটা বোঝাতে চাইলে তার অন্য এক মানে তৈরী করেছে। আক্রমনাত্মক ভাষায় কথা বলেছে। এই সবকিছু আমাকে ভীষণ পীড়া দিয়েছে ও মর্মাহত করেছে। আর কথায় কথা বাড়ে, তাই আর তর্কে যাইনি।
ইদানিং কিছুটা ব্যস্ত সময় যাচ্ছে অন্যান্য কাজে। তাই লেখার সময় পাচ্ছি কম। সময় করে উঠতে পারলেই আবার লিখবো।

এই দুঃসময়ে আমার পাশে দাঁড়ানোর ও আমার হয়ে কথা বলার জন্য আপনাকে আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
দেখ শুনে বুঝেই তীব্র ঘৃণা এসেছে তাদের সিক মানসিকতার প্রতি! তাই বাধ্য হয়েছি প্রতিবাদ করতে যদিও ওখানে সদস্য নই বিধায় সরাসরি সেখানে অংশ নিতে পারিনি!

কারো বোঝার ভুল আপনার দু:সময় হতে যাবে কেন?

বাইবেল কোরআন বিজ্ঞান নিয়ে ড. মরি বুকাইলি তুলনামূলক আলোচনা করেছেন। যাতে তিন গ্রন্থের কোট করা অংশ বইয়ের একটা বড় অংশও বটে। তো উনিও কি কন্টেন্ট চুরি করেছেন? এ দাবী যে করবে সে হাস্যস্পদতো বটেই।


ধন্যবাদ দিয়ে লজ্জ্বা দেবেন না। !!! পরবর্তী পর্বের অপেক্ষায়-

২৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩২

বিদগ্ধ বলেছেন: ==আমি আর কি বলব?
সবতো ডিন জোন্স ভায়াই বলে দিয়েছেন। ক্যাঙ্গারুদের থলের বেড়াল থুরি ক্যাঙ্গারুকে বের করে এনেছেন।==


কিচ্ছুই বলার নাই।
এবার অপেক্ষা জিম্বাবুয়ের।
নভেম্বরে জিম্বাবুয়ে... একটা ছন্দ আছে না?

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই ছন্দে ছন্দেই জবাব হয়ে যাক অস্ট্রেলিয়ার যত নটঙ্গির ;)

আসলে জীবনের সব কিছূতেই রাজনীতির নোংরামো প্রভাবক হয়ে যাচ্ছে! খুব খ্রাপ কথা !

খেলাধূলা, সংস্কৃতি হয়ে উঠুক জীবন মূখি, মানবিকতা আর আন্তরিকতায় পূর্ণ!!!!!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.