নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

আইজুদ্দিনের ঈদ যাত্রা ও লাই ডিটেক্টর স্ক্যানার !!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

বাসে ঝিমুচ্ছে আইজুদ্দিন।
ঈদের বাড়ী যাবার ঝক্কি বছরে দুইবার করে পোহাতে হয়!
এক সপ্তাহ আগে থেকেই টিকেটে বুকিং! আবার যাত্রার দিনের ভোগান্তি ! অন্তত তিন চার ঘন্টা আগে না পৌছলে নিজের জায়গাটাও বেদখল! কেবিনও হাতছাড়া হয়ে যাওয়া!! হয়রানীর শেষ নেই!!
তার মধ্যে সকালে মিরপুর থেকে রওযানা দিলে বিকালে ঢাকার আরেক পাড়ে পৌছানোর নিত্য কষ্টতো আছেই! ডাইরেক্ট গাড়ী লোকাল হয়ে গেছে! চিল্লা চিল্লিতে কন্ডাকটার ছোড়া থোরাই কান দেয়! গায় যেন গন্ডারের চামড়া! কানে বুঝি তুলো দেয়া! হাল ছেড়ে দিয়ে
প্রচন্ড জ্যাম ঘামে গরমে তন্দ্রাচ্ছন্নতায় ধীরে ধীরে ডুবে যায়!
ডুবে যেতে যেতে হঠাৎ সব যেন পরিস্কার হয়ে যায়..
এক সুন্দর ছিমছাম সাজানো গোছানো রাস্তায় নিজেকে দেখতে পায় এক দারুন শীতাতপ নিয়ন্ত্রিত বাসে!
ডানে বায়ে তাকায়!
হ্যা! ঢাকাইতো!
এত পরিস্কার ঝকঝকে রাস্তা!
সাই সাই করে ছুটছে গাড়ী!
দুই মিনিটে ফার্মগেট পেরিয়ে গেল!
গাজীপুরের নিজের বাড়ী পৌছে অবাক! এত সুন্দর সাজানো বাড়ী! নিজেকেই নিজে চিমটি কাটে!
ধিরে সুস্থে ঢুকে স্বভাবশত আগে্ নিজের গরিবী ল্যাবে ঢুকেতো চক্ষু চড়কগাছ!
যেন ভুল করে নাসার কোন ল্যাবে ঢুকে পড়েছে।
কি হচ্ছে কি এসব???
ক্যালেন্ডারের দিকে তাকায় ২০৪০! সেকি ! তবে কি সময় যন্ত্রে চড়ে বসেছে!

ভাবনা ছেড়ে বেশ খুশি মনে নিজের অসমাপ্ত কাজগুলোর দিকে নজর দেয়! লাই ডিটেক্টর মেশিনের আদলে সে এমন কিছু বানাতে চাইছিল যাতে ব্যক্তি উপস্তিতি সম্ভব না হলে তার বক্তব্য বা মেসেজ স্ক্যান করলেও তার সত্য মিথ্য নির্ণয় করা যায়! ইতিহাসে যতসব গোঁজামিল আর দলান্ধতায় ডুবে থাকা দ্বৈতইতিহাসের যাতাকল সময়ে এই অদ্ভুত আইডিয়া তার মাথায় কিলবিল করত!
তারপর দীর্ঘ সময় বয়ে যায়!
সেই স্ক্যানারটা নিয়ে নাড়তে চাড়তে হঠাই ইউরেকা বলে লাফিয়ে ওঠে আইজু! স্ব-বিজ্ঞানি আইজু!

তিন দিন গভির অভিনিবেশে কাজের পর আজ তৃপ্তির নিঃশ্বাস নিল! একটা, দুটু তিনটে - ডকুমেন্ট স্ক্যান করতেই লাই ডিটেক্টর স্ক্যানারের ফলাফল শতভাগ সঠিক । আহ কি আনন্দ আকাশে বাতাসে!!! দু হাতে চুটকি বাজায়.. গান গায় - হাঔয়া মে উড়তা যায়ে মেরা লাল দোপাট্টা মলমল... নিজেই হেসে ওঠে হা হা হা....

অলস দৃষ্টিতে আশে পাশে তাকায়। পুরানো কাগজের স্তুপে হঠাৎই বহু পুরানো ২০১৫ সালের একটা নিউজ পেপার পেয়ে উৎফুল্ল হয়ে ওঠে। এটা নিয়ে এক্সপেরিমেন্ট করার ইচ্ছেটা চাগিয়ে উঠল! বেশ উত্তেজনায় টগবগ করে ফুটছে! বর্তমানের পাশাপাশি অতীতের বিষয় নিয়েও লাই ডিটেক্টর স্ক্যানার কত টুকু কাজ করে।

প্রথম নিউজের প্রথম প‌্যারাটা স্ক্যান করল

তিনি ......সরকারের বিরুদ্ধে উত্থাপিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিপুল সংখ্যায় তথাকথিত গুম, বিরোধী নেতাকর্মী ও ইসলামপন্থীদের গণগ্রেপ্তার এবং গণমাধ্যম এবং ইন্টারনেট স্বাধীনতার ওপর নতুন কড়াকড়ি আরোপের মাধ্যমে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশটিকে কার্যত একটি নিপীড়ক, এক দলীয় রাষ্ট্রে পরিণত করার অভিযোগ অস্বীকার করেন।

ডিটেক্ট বাটনটা চাপতেই টি টি টি করে লাল বাতি জ্বলে উঠল! ভ্র কুচকে রইল আইজু! মেশিন ঠিক মতো কাজ করছে তো!

এবার অন্য অংশ আবার স্ক্যানিংয়ে দিল...
গার্ডিয়ানের প্রতিবেদনে ... রাষ্ট্রবিজ্ঞান সমিতির চেয়ারম্যান আতা রহমান, ডেইলি স্টাট সম্পাদক মাহপুজ ইনাম, টিআইবিটির নির্বাহী পরিচালক ইফতির বক্তব্য আসে; তারা সরকারের কার্যক্রমের সমালোচনা করেন।

আতা রহমান বলেন, “বাংলাদেশে কর্তৃত্বমূলক শাসন এখন এক ব্যক্তির শাসনের দিকে যাচ্ছে। এর ফল হিসেবে গণতন্ত্র এখন খাদের কিনারায়।”
বাংলাদেশ এক ‘অভূতপূর্ব’ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দাবি করে ------ বলেন, সরকার বিরোধী রাজনৈতিক শক্তিকে নিঃশেষ করে ফেলেছে। এখন গণমাধ্যমের সমালোচনায় নেমেছে। বিরুদ্ধ মত সহ্য করতে পারছে না তারা।

ডিটেক্ট বাটনটা চাপতেই - নীল বাতি জ্বলে উঠল!

প্রিভিউতে গিয়ে আবার স্ক্যানিং দিল...

“আমার কাজ সাধারণ মানুষের উন্নয়ন। আমার রাজনীতি সাধারণ মানুষের জন্য, নিজের জন্য নয়... জনগণ গণতান্ত্রিক ব্যবস্থায় আছে।”
“জনগণ চায়, তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হোক। আমি তাদের সেই চাহিদা পূরণেই কাজ করছি। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সেবা, শিক্ষা ও চাকরির ব্যবস্থা করছি।”

ডিটেক্ট বাটনটা চাপতেই অস্বাভাবিক ভাবে টিট টিট টিট করতে লাগল আর লাল বাতি জ্বলে নিভে জ্বলে নিভে চলছে! ভয় পেয়ে গেল আইজু! এমনতো কখনো করেনি! তাড়াতাড়ি রিসেট করে দিল লাই ডিটেক্টর স্ক্যানার!

পত্রিকাটা হাতে নিয়ে চেয়ে আছে। অবাক বিস্ময়ের ঘোর যেন কাটছে না। ঐ সময়ের মানুষ তবে কিভাবে জীবন যাপন করেছে ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠছে!
কিন্তু বিজ্ঞানীর আগ্রহ বড় বালাই।

নিউজের শেষাংশটা দেখেই আবার মেশীনে হাত দিল! চালূ হল লাই ডিটেক্টর স্ক্যানার! আবার স্ক্যানিং দিল.. “গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান কার্যকর, মানুষও সন্তুষ্ট। “তাহলে আপনি কী করে আমাকে বলেন যে আমি শাসন করছি। আমি শাসন করছি না, জনগণের সেবা করছি।”

এবার নার্ভাসনেসটা কেন যেন বেড়ে গেল! হঠাৎই ঘেমে উঠতে লাগলো আইজু! হাত খানিকটা কাঁপছে কি? তারতো এমন হবার কথা না। এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিল। এবার বেশ সতেজ লাগছে।
ডিটেক্ট বাটনটা চাপতেই ....বুমমমমমমমমমম লাই ডিটেক্টর স্ক্যানার!টাই যেন জ্বলন্ত এক্সক্লুসিভ হয়ে পুরো ল্যাবটা সহ উড়ে গেল!!!
হায় হায়! আমার ল্যাব! আমার ল্যাব করতে করতে কাত হয়ে পড়ে যাচ্ছে!!!

এই মিয়া সোজা হইয়া বন! হঠাৎ পাশের প‌্যাসেঞ্জাের গুতো খেয়ে ধরমড় করে সোজা হয় আইজুদ্দিন! গরমে, ভীরে ঘেমে নেয়ে একাকার! বাসটা ঠায় দাড়িয়ে কারওয়ান বাজারের জ্যামে!
আপনা মনেই হেসে ওঠে আইজুদ্দিন!
তাহলে এতক্ষন দুঃস্বপ্ন দেখছিল! সাড়ে তিনটায় লঞ্চ! নাহ এবারও ঈদের লঞ্চটা বুঝি মিসই হয়ে যাবে! যেতে হবে ছাদে করে!
মনটা বিষিয়ে ওঠে অজান্তেই!!!
@@@@

সবাইকে ঈদ শূভেচ্ছা!



@ ফান পোষ্টের সকল চরিত্র কাল্পনিক। জীবিত মৃত অনাগত ;) কারো সাথে মিলে গেলে কাকতাল/কোকিলতাল মাত্র।

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: অসীম ক্যাপাসিটির লাই লাই ডিটেক্টর লাগবে।লাই ডিটেক্টর বানানোর সময় লাই'য়ের গভীরতাও বিশেষ বিবেচনায় নিতে হবে। সাধারণ কোন লাই ডিটেক্টর দিয়ে এই সরকারের সন্ডা-পান্ডাদের মাপতে গেলে মেশিন ব্লাস্ট হবে, ল্যাবটা সহ উড়ে যাবে। :) :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আইজু বিজ্ঞানীরে আপনার তত্ত্ব বলবো খন :) যাতে বিনা ব্লাস্টেই তার পরীক্ষা সফল হয় ;)

ঈদ মোবারক!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আচ্ছা! আপনারে আইডিয়া মাথায় থাকলো!

এরচে বড় মিছা কথা ধরতে হইলে তার ক্যাপাসিটি ভবিষ্যতে বাড়াই দিত হইব! ভয় হয় তারপরও না ব্লাষ্ট হয় ;)

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদের শুভেচ্ছাতো পেলাম এবং নিলুম! :)

আবিস্কার নিয়ে নিরব কেনু ;)


আপনাকেও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই, গণতন্ত্রের বুলি অার ভালো লাগেনা । অামাদের মত দেশের জন্য গণতন্ত্র কি উপযোক্ত? সুশাসন ও উন্নয়নটাই কি বেশি প্রয়োজন না (যদিও সুশাসন বলে কিছু দেখতে পাচ্ছি না । মানুষের জীবনের মূল্য পাখির জীবনের চেয়েও সস্তা হয়ে গেছে । দুর্নীতি সর্বত্রই প্রবেশ করেছে ।)?
ক্ষমতার পালাবদল ছাড়া তো গণতন্ত্রের কোন কার্যকারিতা দেখিনা । সবাই তো একই চরিত্রের! এর চেয়ে এরশাদের শাসনও কি ভালো ছিলো না?
ঈদের শুভেচ্ছা রইলো ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

রূবিসা ভাই আমি গণতন্ত্রের না লাই ডিটেক্টরের গপ্প বলেছি;)

ঈদের শুভেচ্ছার ধন্য ধন্যবাদ আবারো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই জন্যই রাষ্ট্র বিজ্ঞানে সবরে ভালমন্দের অংশে পেয়েছি একজন প্রকৃত দেশপ্রেমিক ডিক্টেটরেরও অনেক ভাল গুন থাকে!

একজন দেশপ্রেমিক, মাহাথিরের মতো ডিক্টেটর হলে আমাদেরও মন্দ হতো না মনে হয়!

তবে প্রকৃত গণতন্ত্রের চর্চার জন্য যে শিক্ষা তার বিকাশ ঘটানো গেলে হয়তো অনেক বদল আসবে ! সে অনেক সময় সাপেক্ষ বিষয় বটে! আবার গণতন্ত্রের অপব্যবহারের সুফলভোগীরা তা হতে দিতেও চাইবে না।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

সুমন কর বলেছেন: আপনাকেও অগ্রীম ঈদের শুভেচ্ছা !:#P !:#P

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

ঈদ হোক আনন্দময় সকলের সাথে! আত্মা পুত: হোক কোরবানীর উৎসর্গের চেতনায়!

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ভালা্ আসুইন? লেখা ভালা লাগিসুইন।
পুত্তুম পিলাস আমারুইন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি ভালা আসুইনতো? ;) অনেক ধইন্য লইন!

পুত্তুম পিলাসে জইন্য অনেক থ্যাংকু নিয়েন ;)

ঈদের শুভেচ্ছা!

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

এস কাজী বলেছেন: আপনাকে ঈদের শুভেচ্ছা

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও :)

ঈদ মোবারক

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

কাবিল বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা



ঈদ মোবারক! :)

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

সচেতনহ্যাপী বলেছেন: লাই ডিটেক্টর কি মানুষকেও স্ক্যান করতে পারে?? সবার আগে যে,এরই প্রয়োজন ভাই।। জনাব আরজুকে বলুন কিছু একটা করতে।।
যাদের নিয়ে আজকে এতো হৈ চৈ এতো কথা,তারাতো কোনদিনই শুনবে না।। ক্ষেত্রবিশেষে ডাষ্টবিনটা বোধহয় ধরাছোয়ার বাইরে!!
আজ আমাদের মানসিকতা এমন পর্যায়েই গেছে যে একটু লাভের জন্য সব করতে পারির পর্যায়ে।।
না হলে পুলিশ কর্তা গুলির হুকুম দিয়েও মহা উৎসাহে বলতে পারে,দায়িত্ব আমি নেব।। সারা বিশ্বে কি এর উদাহরন মিলবে?? কোথায় তর ক্ষমতার উৎস??!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি! জানিয়ে দেব !
পাগলা বিজ্ঞানী আরজু যদি পারে আপনার ভাবনাকে বাস্তবায়িত করতে :)

আত্মা যখন বিক্রিত এবং বিকৃত হয়ে যায় তখনই সমাজে এমন হতে থাকে! স্বৈরাচারিতার উৎস যেমন দম্ভ এবং মূর্খতা তাদেরও তেমনি হবে!

এরই মাঝে সূখ-দু:খথ নিয়ে এলো ঈদ।

ঈদের শুভেচ্ছা নিন। ঈদ মোবারক!

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

প্রামানিক বলেছেন: চমৎকার গল্প। সাথে ঈদ মোবারক।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ এবং ঈদ মোবারক!

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!! সৌন্দর্য্য!:)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ!!!

:)

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩

আলেক্সান্ডার বলেছেন: :P

আইজুকে ডিটেক্টর মেশিন বাদ দিয়ে সাদা চোখে দেখার অভ্যাস করতে বলুন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তা যা বলেছেন। বলাতো যায় না কোন ধারা কখন ধরে ফেলে ;) আইজুকে বলে দেব খন!


ধন্যবাদ ।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ফাটিফাটা লেখছেন ভাই, রাজনীতিকরা সত্যি বলার মতো দুঃসাহস এখন আর দেখান না.......এখানেই তো ব্রাষ্ট হওয়ার কথা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা! অনেক দিন পর ব্লগধূলি দিলেন ;)

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগধূলি =p~

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
গরীবের বাড়িতে হাতির পা, পদধূলি এগুলার ব্লগীয় ভার্সন আর কি :)

=p~=p~=p~=p~=p~=p~

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: মানুষ থাকতে চাই ভাই, পশু হতে আনমার ঘোর আপত্তি :-B

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা যা বলেছেন। বড় করতে গিয়ে মানুষ যে পশূ হয়ে যায় অনেকেই তা যেন বোঝেও বোঝে না। আপনার আপত্তি কবুর করা হল :)

মানুষের বাড়ী মানুষের আগমন - সু স্বাগত :):):)

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: তবে একটা বিষয় ভালো লেগেছে যে, আইজুদ্দিন এখন আর আগের মতো কষ্টে নাই :D

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা।

আইজুদ্দিনের পুরানা কিস্সা মনে রাখছেন ;)

সময়ের ফের সবই। দেখেন না অনির্বাচিত সংসদে কিভাবে গণতন্ত্র নিহত হয়! কিংবা ডোমেষ্টাক সরকারী+বিরোধী দলের দ্ভৈত ভূমিকার অভিনয় দেখা যায়।

সব দেখে আইজুও বদলে গেছে! কষ্টকে চেপে রেখে -কল্পনা বিলাসে মত্ত :)

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৬

অন্ধবিন্দু বলেছেন:
সকল চরিত্র কাল্পনিক বুঝলাম। কিন্তু পরিবেশ পরিস্থিতি ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইজান যে কি বলেন?
চরিত্র কল্পনায় হলে পরিবেশ পরিস্থিতিও কি কল্পনায় আসতে পারে না! ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর সকল কল্পনার পিছনে যে বাস্তবতা থাকে তাতো সক্কলেই জানে! নয় কি? :)

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন গল্প । ভালো লাগলো ভৃগু।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাললাগায় পুলকিত আমিও।

অনেক ধন্যবাদ। :):):)

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩১

জুন বলেছেন: এমন সুক্ষ রাজনৈতিক পোষ্টে মন্তব্য করি না বিদ্রোহী ভৃগু /:)
=p~
+

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওকে।

আপনি মন্তব্য করেননি বলেই ধরা হলো ;)

অনেক অনেক ধন্যবাদ।

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৩

ময়না বঙ্গাল বলেছেন: সালাম নিবেন বড় ভাই । সামনে টাইম চাই । আল্লা আপনার সহায় হোন ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়া সালাম। ইনশাল্লাহ।


ধন্যবাদ।

২১| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

আনু মোল্লাহ বলেছেন: চমৎকার স্যার, চমৎকার।
সত্যি যদি এরকম লাই ডিটেক্টর বানানো যেতো!
আপনার বাস্তবতা-সচেতন চিন্তা আমার ভাল লাগে। এরকম চিন্তা খুব কম লোকই এখন করে।
শুভেচ্ছা রইল নিরন্তর :)

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাললাগা আপ্লুত করেছে। ধন্যবাদ অনেক অনেক।

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০১

খায়রুল আহসান বলেছেন: গল্পের উপস্থাপনাটা বেশ ভালো ছিল।
প্রথম মন্তব্যটাই এ পোস্টের সেরা মন্তব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.