নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২২১,১৮৪,০০০ .^. সেকেন্ড...
৩,৬৮৬,৪০০ > মিনিট
৬১,৪৪০ ঘন্টা
২৫৬০ দিন
৩৬৫ সপ্তাহ ৫ দিন
৮৪ মাস ৩ দিন
অথবা ৭ বৎসর ৩ দিন
পার হয়ে গেল সামুতে!!!!!!!!!!!!!!!!!!!! স্তব্দ হয়ে বসে আছি! জীবনের ঘড়িতে কেমনে সময় চলে যায়! দেখতে দেখতে..যেন চলে গেল সময়!
কত ঝগড়া, কত দলাদলি, কত ট্যাগিংবাজি! কত আবেগ, কত ভাললাগা, কত মন্দ লাগা! কতজনের চলে যাওয়া ব্লগ থেকে.. কারো হারিয়ে যাওয়া চিরতরে!
সময়ের নিত্য বহমানতায় এই বুঝি সত্যি! বাকী সব যেন ফানুস কেবল!
ভার্চুয়াল এই জগতে চেনা নেই জানা নেই অথচ কত আপনার আপন যেন কতজন। আবার এক্কবারে চোখের বালিরও যেন অভাব নেই! বাস্তবে হয়তো সেই দু-জনই খুবই মিষ্ট সম্পর্কের! অথবা উল্টোটাও!
এ এক আজব নেশা!ও বটে! সারাদিন সব কাজের পরও যদি সামুতে একবার ঢু না দেয়া হয়- কেমন যেন খালি খালি লাগে! কিজানি করিনি! কি যেন বাদ রয়ে গেছে!!!!!! এক শূন্যতায় মাখামাখি!
কত্ত কিছু যে শিখলাম! কত্ত কত্ত জ্ঞানীদের ভর্চুয়াল সান্নিধ্য পেলাম তাদের লিখনি থেকে কত অজানারে জানিলাম.. ইয়াত্তা নেই! তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম। কত ইতিহাস ঐতিহ্য, ধর্ম দর্শন, বিজ্ঞানের দারুন দারুন সব অজানা বিষয়, বিখ্যাত মনিষীদের জীবনি, কত সিনেমা রিভিউ, কত ফান পোষ্ট কত ছবি পোষ্ট, ভ্রমনের পোষ্ট যে সারা দুনিয়ার কত কত জায়গা যে ঘুরা হয়েছে ভার্চুয়ালী তার শেষ নেই! রাজনৈতিক পোষ্টে মতামতে তুলোধূনা, দেইখালাম ছিইরালাম তো বেশ উপাদেয় খাদ্যের মতোই ছিল সময় সময়ে!! সকলকেই আন্তরিক অভিনন্দন।
ইতিহাসের, চলমান সময়ের এক স্থিরচিত্র হয়ে যেন বিরাজ করছে সামু! একটু পেছন ফিরে গেলেই সেই পুরানো দিনগুলো যেন ফ্রেম বন্দি! শব্দ, বাক্য, ছবি হয়ে!! দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থার দারুন প্রতিফলন পাওয়া যাবে এখানে। পক্ষে- বিপক্ষে! দারুন অন্ধ চামচামীতে ভরা আবার দারুন প্রতিবাদে ফেটে পড়া, গনতন্ত্র হত্যা কারো কাছে কারো কাছে তাই গণতন্ত্র রক্ষা! আবার তাই স্বৈরাচারিতা, দৃষ্টভঙ্গি স্বার্থ আর নীতির এক দারুন মুখোমুখি সময়ে...
দেশ, মা আর মাটির প্রতি ভালবাসা আর মমত্ব - স্বাধীনতার চেতনাকে প্রকৃত ধারন আর চেতনার বানিজ্যিকীকরণ সকল লড়াইয়ের শেষে প্রকৃত চেতনার জয় হবেই। ব্যবাসয়ীরা চিহ্নিত হবে তার স্বরুপে। আর দেশপ্রেমিকেরা, শহীদেরা তো মূল্যায়নের অপেক্ষায় বসে থাকেনা। তারা সময়ের প্রয়োজনে লড়ে যায়, বলে যায়, ভেবে যায়.. চেতনা ধারন করে অন্তরে!
মহাকালের মহা কষ্টিতে সত্য মিথ্যা আপনাতেই পৃথক হয়ে যায়! সেখানে কোন সেন্সরশীপ চলে না। কোন বন্দুকের ভয় নেই! কোন বাহিনীর খগড় নেই, গুম খুনের আতংক নেই! ভিন্নমত বলে নিপীড়িত হবার শংকা নেই! সেখানেই কেবলই সত্যের বিজয়! মহাকালের ছাকুনি ছেকে ওঠে কেবলই সত্য!
সত্যের জয় হোক।
দেশ মা মাটি মানুষ ভাল থাকুক।
স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকুক।
কাউকে অজান্তে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন। ভিন্নমতে উত্তেজিত চেতনায় কটু বলে থাকলে ভুলে যাবেন নিজগুনে।
আচ্ছা-
ভার্চুয়াল সম্পর্কের সূখ কষ্ট দু:খ আনন্দ ভার্চুয়াল না থেকে কলিজায় অত লাগে কেনরে???????
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আপনিও ভাল থাকুন নিরন্ত এই শুভ কামনা
২| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
৭ম বষর্ পূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
সত্যের জয় হোক।
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
আপনার বর্ষপূর্তি পোষ্টিই আমায় জানিয়েছিল আমার বয়স কত?
এবং আপনার অনুপ্রেরণা... লেখার তাগিদেই এই ভাবনা বিলাস
সত্যের জয় হোক।
৩| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৪
বুরহানউদ্দীন শামস বলেছেন: অভিনন্দন অনেক!
সপ্তম বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা!
আপনার জন্য শুভ কামনা রইলো।
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক! অনেক! ধন্যবাদ
শুভকামনা পূর্ণ হোক
৪| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৫
সাদী ফেরদৌস বলেছেন: অনিঃশেষ শুভকামনা ও শুভেচ্ছা রইলো ।
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক!অনেক!অনেক! ধন্যবাদ
শূভকামনা আর শুভ ইচ্ছারা পূর্ণ হয় আসুক আমার, আপনার এবং সবার জীবনে.।
৫| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫০
শায়মা বলেছেন: একদম ঠিক ঠিক ঠিক ভাইয়া!!!!!!!
অনেক অনেক ভালো থেকো!!!!!!!!
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক!অনেক!অনেক!অনেক!অনেক!অনেক!অনেক! ^
ধন্যবাদ।
সেইম টু ইউ!
৬| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: দীর্ঘ সময় ধরে চলছে আপনার ব্লগিং ।৭টি বছর পেরিয়ে গেল ।আপনার ব্লগ জীবন দীর্ঘতর হোক ।সুী আর সমৃদ্ধিময় জীবন লাভ করুন । অনেক অনেক ভাল থাকুন । এই শুভকামনা থাকলো ।
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ে বেশি হলে কি হবে? আপনি তো সবকিছুতেই এগিয়ে...
আপনার মতো যেন বেশি বেশি আর সুন্দর সুন্দর লেখা লিখতে পারি সে দোয় করবেন।
আপনার দোওয়া কবুল হোক।
৭| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৬
প্রামানিক বলেছেন: দীর্ঘ ব্লগিং জীবনে শুভেচ্ছা জানাই।
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক!অনেক! ধন্যবাদ
৮| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৯
ডি মুন বলেছেন: মহাকালের মহা কষ্টিতে সত্য মিথ্যা আপনাতেই পৃথক হয়ে যায়! সেখানে কোন সেন্সরশীপ চলে না।
খুব সুন্দর বলেছেন।
সপ্তম বর্ষপূর্তির শুভেচ্ছা।
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক! অনেক! ধন্যবাদ
অনকে দিন পর এলেন। আপনার ব্লগিং মুগ্ধকর। আবারো ধন্যবাদ শুভকামনায়..
৯| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৯
নিশমনো বলেছেন: পার্টি চাই।
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই রে সেরেছে!
ভার্চুয়াল পার্টিতে স্বাগতম আপনার শূভাগমনে এবং আহবানে প্রীত বোধ করছি..
একদিন চলে আসুন আমার গরীব খানায়... হয়ে যাক হৃদ্যতার পার্টি... হৃদয় থেকে হৃদয়ে
১০| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৯
ঢাকাবাসী বলেছেন: ৭ম বর্ষপুর্তিতে অভিনন্দন আর শুভেচ্ছা।
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক!অনেক!অনেক! ধন্যবাদ
আপনাদের শূভকামনা আর শুভ ইচ্ছাতেইতো এতদূর আসা...
এমনি সাথী হয়ে থাকুন আশা প্রেরণা আর ভালবাসায়
১১| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:২০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সাতটি বছর এই প্রিয় আঙিনায় কাটিয়ে দেয়ায় অভিনন্দন প্রিয় ব্লগার। সপ্তম বর্ষপূর্তির শুভেচ্ছা।
ভালো থাকুন সবসময়, আগত দিনগুলোতে অতীতের মত মুখর করে রাখুন সামুকে, শুভকামনা রইল।
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ের সারথীরা কোথায় কে জানে????
শুন্যেই হয়েছিল পরিচয়. আবার হারিয়ে গেছে শূন্যেই!!! তাদের মিস করি...
আমি যেন সেই হতভাগা খনখনে বুড়োর মতো ... কোথা্ও যাবার নেই বলেই বুঝি পড়ে আছি পুরানো সাথীদের হারিয়েও!!!!
আগত দিনগুলো মূখর হবে কিনা জানিনা., তবে বেঁচে থাকলে সাথে আছি ইনশাল্লাহ
আপনারা অল্প সময়ে যে সমৃদ্ধ ব্লগিং দিয়ে সামুকের্ ঋদ্ধ করছেন তাতে মুগ্ধ হই!
অনেক!অনেক! ধন্যবাদ
১২| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: আবেগের সাথে বাস্তবতার সুখমিশ্রন।। আসলেও এটি এমন একটি স্থান যে,যৌক্তিকতার বাহিরে কিছু বলে পার পাবর উপায় নেই।। শুধু লিখলেই হবে না,উত্তরে ব্যাখ্যাও করতে হবে পটভূমি,বিশ্বাসের।। বিরুদ্ধমতের তো কথাই নেই।। যুক্তিতর্কে তখন প্রানবন্ত হয়ে উঠে ব্লগ। আবার ঘনিষ্টদের অম্ল-মধুর "ঝগড়া"ও মনে করিয়ে দেয় নিজের বাহিরেও কিছু আছে বলে।।
এ এক আজব নেশা!ও বটে! সারাদিন সব কাজের পরও যদি সামুতে একবার ঢু না দেয়া হয়- কেমন যেন খালি খালি লাগে! কিজানি করিনি! কি যেন বাদ রয়ে গেছে!!!!!! এক শূন্যতায় মাখামাখি! এটাতো আমরও মনের কথা,আপনি জানলেন ক্যামনে!!
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন।
মনে মনে একমন না হইলে মিলবে না ওজন.. পাগল মনরে.. গানটা মনে আছে নিশ্চয়ই
সেই মনে মনে একমন হয়ে গেছে হয়তো..তাই মনের কথা,আমি জানলাম এমনেই!!
আপনারও একই অনুভব জেনে প্রীতবোধ করছি। আসলেই সামুতে এমন অনুভবের অনেক ব্লগার আছে বলেই সামু আজো সামু অনন্য!
১৩| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৩
ডার্ক ম্যান বলেছেন: চলিতে থাকুক বছরের পর বছর
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: চলিতে থাকুক..
জীবনের ঘড়ি যতদিন চলিতে থাকে
ধন্যবাদ।
১৪| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক শুভ কামনা রইল ভাই!
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুরুতে ঢুকেই (সব পোষ্টেই দেখছিলাম একই কমেন্ট বিজ্ঞাপন করে যাচ্ছিল) কেচি চালানো দেখেই আঁচ করেছিলাম ঢু মেরেছেন
মন্তব্যধূলি দিয়ে বাধীত করায় অনেক অনেক ধন্যবাদ!!!!
১৫| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৪
সুমন কর বলেছেন: অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানবেন।
ভালো বলেছেন। সহমত।
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
১৬| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
একদিন চায়ের দাওয়াত রইল।
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রীত এবং সম্মানীত বোধ হইল! অনেক দিনের ইচ্ছা পূরণ হোক.... হয়ে যাক একদিন!
অনেক অনেক ধন্যবাদ!
১৭| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৭
আমিনুর রহমান বলেছেন:
বুড়া ব্লগার
অভিনন্দন ভাই
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অমা! দাদা ভাই কি কয় গো!!!!
মাততর ৭ মাস ২৬ দিনের বড় জোয়ান ভাইকে লাল গোলাপ শুভেচ্ছ!!!
অনেক অনেক ধন্যবাদ...
১৮| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৬
সাইলেন্স বলেছেন: অভিনন্দন বিদ্রোহী ভৃগু ভাই।
২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অণেক ধণ্যবাদ!
১৯| ২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
আরজু পনি বলেছেন:
খুব টাচি একটি শিরোনাম দিয়েছেন ।
খুব সত্যি কথা...
অনেক শুভকামনা রইল ।
২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আগমনে ২২ কওট িসকেন্ডেরে খতয়িান সমৃদ্ধ হলো!
আসলে যেমনটা অনুভব হয়েছে তাই লিখেছি.. আপনােকে টাচ করতে পেরে ভাবনা ধন্য
অনেক অনেক ধন্যবাদ!
২০| ২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর নিয়মিত অনেক কেও সাময়িক অনুপস্থিত দেখা গেছে ।কিন্তু ভৃগু ভাইকে সব সময় একটিভ দেখেছি ।
''সত্যের জয় হোক।
দেশ মা মাটি মানুষ ভাল থাকুক।
স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকুক। ''
সিনিয়রের জন্য শুভ কামনা ।
২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: লিটন ভাই.. ওয়াজের গল্পটা শুনেছেন নিশ্চয়ই!
সবাই চলে গেছে. হুজুর মন খারাপ! সামনে তাকিয়ে দেখেন একজন মাত্র শ্রোতা. উনি ভাবলের আহা কি ঈমানদার! যাক একজন হলেও আছে..
খুশি হয়ে জানতে চাইলেন- সবাই চলে গেল! বাবা আপনি গেলেন না যে!
শ্রোতা উত্তর দিলেন- হুজুর আপনি যে পাটিতে বসে আছেন ঐটা আমার
নিজের বিশ্বাসে দৃঢ় বলেই শত গালাগালি শত ঝড় ঝঞ্জা্তেও অটল থেকেছি! নিজের মনের তাগিদেই!
শুভকামনায় সহমতে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
২১| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৪
ফ্লাইং সসার বলেছেন: ব্লগের প্রতি ভালবাসা অটুট থাক;আপ্নারা আছেন বলেই সাহস পাই। অভিনন্দন!
২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: পথ হেঁটে হেঁটে অনেক ক্লান্ত লাগে এখন
রাতের আঁধারে জোনাকিরাও জ্বলে না ঠিক
বিষন্নতায় মুখ লুকিয়ে থাকে আকাশ মেঘে
জোৎস্নার আলোয় কিছুই দেখা যায় না আর।
তবু দেখো আমি চলছি,নিঃশ্বাস নিচ্ছি
আবারো হেসে উঠছি , অবাক হচ্ছি হয়তোবা কাঁদছি
কিংবা মুগ্ধতা ঝরছে
হালকা বাতাসে এখনও মাটির গন্ধ পাচ্ছি। ..
হা হা হা আপনার কোবতেটা বেশ জুতসই মিলে গেল! তািই কোট করে দিলাম।
অনেক অনেক ধন্যবাদ শুভকামনা ও অভিনন্দনে।
২২| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৭
জুন বলেছেন: শুভকামনা রইলো
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনায় ।
ভঅল থাকুন নিরন্তর................
২৩| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ভৃগু শব্দের অর্থ কি?
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভৃগু হিন্দুপুরানের এক চরিত্র যিনি উল্লেখযোগ্য ছিলেন ভগবানের বুকে পদচিহ্নের ঘটনা ঘটক হিসাবে। নজরুরের বিদ্রোহীতে যার বর্ণিত হয়েছে এভাবে-
আমি বিদ্রোহী ভৃগু
ভগবান বুেক এঁকে দিউ পদচিহ্ন!
আরো্ বিস্তারিত জানতে....ভৃগু উইিক তে ঘুরে আসেত পারেন....https://en.wikipedia.org/wiki/Bhrigu
ধন্যবাদ শুভাগমনে
২৪| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৮
তূর্য হাসান বলেছেন: শুভ কামনা রইল। আপনি আমার প্রিয় ব্লগারদের মধ্যে অন্যতম। আপনারা আছেন বলেই তো প্রতিদিন ব্লগে একবার না আসলে কি যেন একটা অপূর্ণতা রয়ে যায়। অনেক অনেক ভালো থাকুন।
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি অধম কারো প্রিয় তালিকায় ভাবতেই প্রীত বোধ করছি। আপনাদের ভালবাসাই চলার পথে প্রেরণা।
অদ্ভুত এক এডিকশন যেন সামু ভাল এডিকশন
ভাল থাকুন নিরন্তর............
২৫| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৪
ফ্লাইং সসার বলেছেন: মিলে গেছে!হাহা ধন্যবাদ।
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
মিলেনি বলুন!! ৭ বছরের পথ চলায়................আপনার কাব্যতে অনুভব যেন সেই অভিব্যক্তিরই দারুন নান্দনিক প্রকাশ...
পথ হেঁটে হেঁটে অনেক ক্লান্ত লাগে এখন
রাতের আঁধারে জোনাকিরাও জ্বলে না ঠিক
বিষন্নতায় মুখ লুকিয়ে থাকে আকাশ মেঘে
জোৎস্নার আলোয় কিছুই দেখা যায় না আর।
তবু দেখো আমি চলছি,নিঃশ্বাস নিচ্ছি
আবারো হেসে উঠছি , অবাক হচ্ছি হয়তোবা কাঁদছি
কিংবা মুগ্ধতা ঝরছে
------------------
২৬| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১:৩২
মৃদুল শ্রাবন বলেছেন: শুভকামনা রইলো।
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!!!!!!!!!!
ভাল থাকুন নিরন্তর............
২৭| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:৪৪
চাঁদগাজী বলেছেন:
এটাই আসল উপলব্ধি, প্রতি নেনো সেকেন্ড খরচ হয়ে যাচ্ছে।
২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ! জীবনের খেরোখাতাটাও এভাবে খুলে দেখলে বিবশ হয়ে যেতে হয়!!!! হায় মাত্র দুই/আড়াইশ কোটি সেকেন্ড মাত্র!!!
হায় ! কত স্বল্প এই জীবন!!!!
২৮| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪১
সায়েম মুন বলেছেন: সপ্তম বর্ষপূর্তির অভিনন্দন রইলো।
২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২৯| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল নিক নেইম।
৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। নিকটা যদি আক্ষরিক কাজে লাগত.. প্রীত হতাম
৩০| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ভার্চুয়াল সম্পর্কের সূখ কষ্ট দু:খ আনন্দ ভার্চুয়াল না থেকে কলিজায় অত লাগে কেনরে???????
মিলিয়ন ডলার কোশ্চেন !
৭ম বষর্ পূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৩১| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪১
হাসান মাহবুব বলেছেন: আপনারে আমি প্রথমে পছন্দ করতাম না। জামাতী বলে সন্দেহ করতাম। এখন ভুল ভাঙসে। হ্যাপি ব্লগিং।
৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এত বড় ভুল কেমতে করলেন?
ভুল ভাংছে যখন মিষ্টি খাওয়ান
আমি জাতীয়তাবাদী কিন্তু দলান্ধ নই.. আমি ইসলামের গভীরতা খুঁজতে ডেডিকেটেড, কিন্তু ধর্মান্ধতা ঘৃণা করি!
অনেক অনেক ধন্যবাদ । আমি কিন্তু ভুল বুঝি নাই!! আপনার লেখার নিয়মিত না হলেও ভক্ত পাঠক
৩২| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৮
জেন রসি বলেছেন: শুভকামনা রইলো।
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ জেন!
আপনার লেখা গুলো দারুনস !
৩৩| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হাসান মাহবুব er moto amio vabtam.
৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তার উত্তরটাও তবে আপনার জন্যও..
এত বড় ভুল কেমতে করলেন?
ভুল ভাংছে যখন মিষ্টি খাওয়ান
আমি জাতীয়তাবাদী কিন্তু দলান্ধ নই.. আমি ইসলামের গভীরতা খুঁজতে ডেডিকেটেড, কিন্তু ধর্মান্ধতা ঘৃণা করি!
অনেক অনেক ধন্যবাদ । আমি কিন্তু ভুল বুঝি নাই!! আপনার লেখার নিয়মিত না হলেও ভক্ত পাঠক
৩৪| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৩
শতদ্রু একটি নদী... বলেছেন: অনেকটা সময় পার করছেন। নিজের ধারনা নির্দ্বিধায় বলেন, এটা ভালো ব্যাপার। আদর্শ সবসময় মিলবে এমন কথা নাই, কিন্তু কেউ ঘৃনা বহন করে নিয়া যাইতে ব্লগিং করেনা।
শুভকামনা রইলো।
০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আদর্শ সবসময় মিলবে এমন কথা নাই, কিন্তু কেউ ঘৃনা বহন করে নিয়া যাইতে ব্লগিং করেনা।-দারুন বলছেন।
সহমত!
শুভকামনা আপনার জন্য্ও। ভাল থাকুন
৩৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
এহসান সাবির বলেছেন: শুভ কামনা সব সময়।
দেখা হবে ভাই......
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
কবে?
সেই যে হারিয়ে গেলেন আর দেখা নেই!!!!!!!!! আমাদের গসংগীতকার ব্লগারকেও পাইনা অনেক দিন!!!!!!!! শুভেচ্ছা জানাবেন।
৩৬| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক অভিনন্দন
শুভ কামনা ভাইয়া
১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা, শুকরিয়া ধন্যবাদ।
সেইম টু ইউ আপু
৩৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
মনুমনু বলেছেন: আপনার আইডি সবসময় ভালো লাগে.....
বলেন কি ---৭ বছর চলে গেল...............
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাললাগায় অনেক কৃতজ্ঞতা ...
আমিওতো টাস্কিত!!!!!!!!!!! কেমন করে ২২ কোটি সেকেন্ড পেরিয়ে গেল!!!!!!!!!!!!!!
মনে হয় এইতো সেদিন আইডি খূল্লাম!
৩৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১২
লেখোয়াড়. বলেছেন:
পড়লাম।
আপনার ব্লগিং জীবন আরো দীর্ঘায়িত হোক এই শুভকামনা করি।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
টক, ঝাল তেতো মিষ্টি এই নিয়েইতো জীবন। আপনার শুভকামনায় কৃতজ্ঞতা ।
৩৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
শ।মসীর বলেছেন: সময়ই আসলে জীবনের সব থেকে বড় নিয়ন্তা । কিভাবে যে বয়ে যায়, কাকে যে কোথায় নিয়ে যায়........।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এক নিরন্তর চিরন্তন বাস্তবতা! আমরা কেবলই ভেসে যাই সময়ের খেয়ায়!!!
অনেক অনেক ধন্যবাদ শামসীর ভাই।
৪০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
রাবেয়া রাহীম বলেছেন: আপনার এই লেখাটি খুব আলোড়িত করলো আমাকে , আপনার নিষ্ঠা একাগ্রতা ভাল লাগলো । আপনার ব্লগিং এ সাত বছর হয়ে গেছে কিন্তু আমার এখনো ৭ মাস ও হয়নি , আমি এখনো শিশু এ জায়গাতে ।
আপনার উন্নত মানসিকতা , চিন্তার রুচি বোধ মুগ্ধ করলো আমাকে।
যা বুঝতে পারি আপনার ভেতরে বিশাল এক কবি স্বত্বা আছে ।
খুব ভাল লাগার লাইন ====
ভার্চুয়াল সম্পর্কের সূখ কষ্ট দু:খ আনন্দ ভার্চুয়াল না থেকে কলিজায় অত লাগে কেনরে???????
অনেক অনেক শুভেচ্ছা রইল।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ কবি!
এ আপনার ভালবাসার দৃষ্টি থেকে দেখেছেনে বলেই...
লাইন টা ভাল লেগেছে বলে আমারও ভাল লাগল ......
কথায় বলে বাঙালী নাকি জাত কবি শুধু প্রকাশের অপেক্ষা. আপনার মতো পরশ কবির ছোঁয়ায়ই মনে হয় যাদু আছে
আপনাকেও অন্তহীন শুভেচ্ছা।
৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
রাবেয়া রাহীম বলেছেন: "পরশ কবি"
সুন্দর নামে আনন্দ পেলাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: পরশ পাথর যেমন সব বদলে দেয়- কিছু মানুষ তেমনি পরশ তুল্য
আপনার ভাললাগায় কৃতজ্ঞতা ভাল থাকুন।
৪২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
যুগল শব্দ বলেছেন:
সত্যের জয় হোক।
দেশ মা মাটি মানুষ ভাল থাকুক।
স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকুক।
ভালো লাগলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ যুগল
দেশ মা মাটি মানুষ ভাল থাকলেই আমরা্ও ভাল থাকব।
আপনাকে আবারো ধন্যবাদ ভাল লাগায় কৃতজ্ঞতা।
৪৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
রাবেয়া রাহীম বলেছেন: খুব খুব ভালো লাগলো আপনার কথা । অনেক ভাল থাকুন সব সময়।
ফেসবুকে আপনার আইডি দেখলাম ফ্রেন্ড রিকয়েস্ট পাঠিয়েছি ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাললাগা আমার অনুপ্রেরণা
ধন্যবাদের সাথে গৃহিত
৪৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
রাবেয়া রাহীম বলেছেন: আমার কিছু কবিতার আবৃত্তি , আশা করছি আপনার ভাল লাগবে,
https://www.youtube.com/watch?v=BtySdzPwd5c&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=djd5MEhVF1o&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=91Htu5zjYrI&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=WwPyC-v32Uc&feature=youtu.be
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমমম...
শুনলাম। ঘরোয়া রেকর্ডিংইতো মনে হল! নয়?
আবারো শুনতে হবে। সময় করে। ....ভাবি... নিজের সাথে কথা, কেমন আছো যেমন আছি, দুজনে মূখোমূখি,.. সবগুলোই অসাধারন....
অনেক অনেক ধন্যবাদ শেয়ারে...
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩২
দীপংকর চন্দ বলেছেন: অভিনন্দন অনেক!
সপ্তম বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা!
এবং শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।