নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম জয়ন্তী।
আমাদেরতো দেবার কিছু নেই- নেবার ছাড়া। নিতেই বা পারছি কই? এক অখন্ড নজরুলকে খন্ড খন্ড করে যে যার মতো করে পেতে চাইছি! নিতে চাইছি নিজের ট্র্যান্ডে ব্রান্ডিং করে!!! নজরুল নিজেই এদিন দেখলে আক্ষেপে বোধকরি আবার নতুন কোন বিদ্রোহীর জন্ম দিতেন!
নজরুল চিরন্তন। নজরুল সকলের। যে ভালবাসে তারও, যে অপছন্দ করে তারও। নজরুলের বিশাল সৃষ্টাকাশে হাজারো নক্ষত্রের মাঝে যার যেটায় ভাললাগা থাকুক সে তাই নিয়ে- নজরুলের প্রেমে বুদ হয়ে!
নজরুর নিয়ে প্রকাশিত কিছূ লেখা খুজতে যেয়েই মনে হল সবার জন্য এক সূতোয় গেথে রাখি কিছু লিংক। আজ কাল কিংবা অনাগত দিনে একক্লিকে যেন অনেক কিছু পাওয়া হয়- সেই ইচ্ছা থেকেই এ নজরুল নিয়ে যত লেখা!
২০১৪তে নজরুল স্মরণের সেরা লেখা ষ্টিকি পোষ্ট এক কথায় এক খন্ড পূর্ণ নজরুল বলা যায়!!!!!!
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম - বিদ্রোহে, সাম্যে, মনুষত্বে ও মানবিকতায় চির স্মরণীয় যে নাম- আমি ময়ূরাক্ষী
আরেকটা সমৃদ্ধ পোষ্ট! মিস হয়ে গিসিল- তিনি লিংক দিয়ে বাচিঁয়ে দিলেন যার মাঝে আছে নজরুল নিয় বহু বহু লেখার সন্ধান আরজুপনির
♣কবি, ক্ষমা করো আমাদের, জীবনে তোমার যথার্থ সম্মান দিতে পারিনি। মরণে জানাই শ্রদ্ধা। শুভ জন্মদিন বিদ্রোহী♣ --আরজুপনি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- হিন্দু মুসলমানের কাছে অপমানিত হয়ে তিনি যা করতেন - মানব ও মানবতা
নজরুল জীবনে নারী। (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেমিকা ও স্ত্রীগণ) -- একজন ঘূণপোকা
আল্লাহ আমার প্রভু (ইসলামিক সংগীত/হামদ/নাত/গজল) - নজরুল গীতি -লিরিকস
আমার নজরুল গীতি সংগ্রহ ----সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
জাতীয় কবি নজরুল ও নজরুল সঙ্গীত----শায়মা
ভালো লাগা প্রিয় কবিতারা - ৫২ (আমার কৈফিয়ত - কাজী নজরুল ইসলাম । ১১১তম জন্মজয়ন্তীতে কবিকে অভিবাদন) -আবদুর রাজ্জাক শিপন
সাম্য, দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্ম জয়ন্তীতে শুভেচ্ছা ---কোবিদ
গানের বুলবুল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি--- কোবিদ
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা
আমি উন্মাদ আমি ঝঞ্ঝা
আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর
আমি শাসন-ত্রাসন সংহার আমি উষ্ণ চির-অধীর
বল বীর-
আমি চির-উন্নত শির !
বিদ্রোহী কবিতাটি পুরোটাই.. আবৃত্তি বিভিন্ন কন্ঠে ঘুরে আসুন
বিদ্রোহী ----- কাজী নজরুল ইসলাম-----------বিষাক্ত মানুষ
" মোর ঘুমঘোরে এলে মনোহর.
নমো নম, নমো নম, নমো নম।
শ্রাবণ মেঘে নাচে নটবর,.
রমোঝম রমোঝম রমোঝম" ------
নজরুল সংগীত নাকি দুর্বোধ্য !!!!! ----ডি মুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মৃতি-বিজড়িত কাজীর শিমলা ভ্রমণ----বোকা মানুষ বলতে চায়
দু-চারটা ইসলামী কবিতা আর হামদ্ পড়েই যারা কবি কাজী নজরুল ইসলামের বিরাট ফ্যান হয়ে আছেন তাদের কাছে অনুরোধ, সময় সুযোগ পেলে নজরুলের বাকি সাহিত্যগুলোও পড়ে দেখবেন। ---তোরাশ
কাজী নজরুল ইসলামের একটি মজার ঘটনা ---আমি তুমি আমরা
" সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই "
একজন মানুষ হিসেবে নজরুল জন্মালেন ,এবং মারা ও গেলেন ।কিন্তু জন্ম মৃত্যুর মাঝে নিজের সৃজনশীলতা দিয়ে আমাদের মাঝে অমর হয়ে রইলেন
"সেইজন্য একজন কাজী নজরুল ইসলাম একজন কাজী নজরুল ইসলাম ই । "
মানবতার কবি , মানুষের কবি তার সাহিত্যর বজ্র বিদ্যুৎ নিয়ে উড়ে বাংলা সাহিত্যের আকাশ জুড়ে বসলেন ------
আমাদের চেতনায় বড় বেশী প্রয়োজন নজরুল কে আজ । জাতীয় কবির স্মরণে , শ্রদ্ধা , ভালোবাসা -মনিরা সুলতানা
চেনা-অচেনা কবি নজরুল-১ ---আসিফ আহমেদ মামুন
আজন্ম বঞ্চনা এবং শোষণের বিরুদ্ধে লড়াই করে আসা নজরুলের চেতনা এবং তার সাহিত্যকর্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা হয়েছিল । কি বিষ্ময়কর উচ্চারণ
কারার ওই লৌহ কপাট
ভেঙে ফেল কর রে লোপাট
রক্ত জমাট, শীতল পুজোর
পাষাণ বেদি ।
কি অসম সাহসী কণ্ঠ । কি প্রবল হুঙকার । রক্তে জাগে প্রলয় এ নির্ভীক উচ্চারণে । সংগ্রামে আদর্শে আমাদের চেতনায় চির ভাস্বর কবিকে আমাদের নিরন্তর শ্রদ্ধা এবং ভালবাসা ।----------------------
চেতনায় নজরুল : প্রেম, দ্রোহ এবং নজরুল সাহিত্য ---রেজওয়ান মাহবুব তানিম
“আমি হিন্দু-মুসলমানের মিলনে পরিপূর্ণ বিশ্বাসী। তাই তাদের কুসংস্কারে আঘাত হানার জন্যই মুসলমানী শব্দ ব্যবহার করি, হিন্দু দেব-দেবীর নাম নিই। অবশ্য এরজন্য অনেক জায়গায় আমার সৌন্দর্যের হানি হয়েছে। তবু আমি জেনে শুনেই তা করেছি।” (শব্দ ধানুকী নজরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমদ)
“গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান।
যেখানে মিশেছে হিন্দু-মুসলিম-বুদ্ধ-খ্রিশ্চান।”
গাহি সাম্যের গান! ----------------------
অসাম্প্রদায়িক নজরুল। মাঈনউদ্দিন মইনুল।
ষড়যন্ত্রের কবলে- জাতীয় কবি নজরুল ইসলাম। (নজরুলের ইসলাম যদি সাম্প্রদায়িক হয় তাহলে রবীন্দ্র’র ইন্দ্র সাম্প্রদায়িক নয় কেন) Part-01-----এন.এ.আনসারী
প্রিয় মতিহার - কাজী নজরুল ইসলাম --------বইপাগল
কাজী নজরুল ইসলামের ২০টি বই ডাউনলোড করুন---বই পাগল
মানুষ কবিতার পুরোটা যারা খুঁজছেন-------
গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!-------------------
কবিতা, মানুষ-কাজী নজরুল ইসলাম ---------সত্যের পূজ়ারী
নীলসিয়া আস্মান লালে লাল দুনিয়া,-
‘আম্মা! লা’ল তেরি খুন কিয়া খুনিয়া।’
কাঁদে কোন্ ক্রন্দসী কারবালা ফোরাতে,
সে কাঁদনে আঁসু আনে সীমারেরও ছোরাতে। -----------------
মহরম : কাজী নজরুল ইসলাম ---আজাদ আল্-আমীন
অসামপ্রদায়িক নজরুল; আকাশের মত বিশাল যার হৃদয়-------আনিসুর রহমান এরশাদ
নজরুল সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা --(প্রথম খণ্ড)--Zeon Amanza
নজরুল সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা -(দ্বিতীয় খণ্ড)----- Zeon Amanza
কাব্য-আমপারাঃ কাজী নজরুল ইসলাম.....মাধবী
'সাম্যের গান গাই
আমার চক্ষে পুরুষ রমণী
কোন ভেদাভেদ নাই'
'অর্ধেক তার করিয়াছে নারী' নজরুল কাব্যে নারী -----মুনমুন
প্রিয় কবিতা - কাজী নজরুল ইসলাম সিরিজ -১ ------অনিন্দিতা_একা
কাজী নজরুল ইসলাম: সাম্যচিন্তা ও কিছুুুু বিতর্ক ----আহমেদ ফয়েজ
কারার ঐ লৌহ কপাট - নজরুল গীতি ---লিরিকস
আল্লাহতে যার পূর্ণ ঈমান - (ইসলামিক সংগীত/হামদ/নাত/গজল) - নজরুল গীতি --লিরিকস
আলগা করো গো খোঁপার বাঁধন - নজরুল গীতি ----লিরিকস
আমি হব সকাল বেলার পাখি-------কাজী নজরুল ইসলামের একটি কবিতা---মোঃ মামুনুর রশিদ
কবি নজরুল, বাঙ্গালি রোম্যান্টিক মুসলিম সমাজ ও বিদ্রোহী ভৃগু উপাখ্যান---সাদী ফেরদৌস
:: কবি নজরুল ইসলামের আরেক প্রেম : মিস ফজিলাতুন্নেসা ---শীতল
অভিশাপ- কাজী নজরুল ইসলাম ---মৃদু হাওয়া
সাম্যবাদী --- কাজী নজরুল ইসলাম---কালের সাক্ষী
কাজী নজরুল ইসলাম এর ১৭ টি কবিতা ---Kawsar Siddiqui
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় (কণক চাঁপা)--
প্রিয় এমন রাত যেন যায় না বৃথায় (অনুরাধা পাডোয়াল)--
মোর ঘুমঘোরে এলো মনোহর (অনুরাধা পাডোয়াল) --
এখনও ভালোলাগায় আচ্ছন্ন করে রাখা কিছু নজরুল সঙ্গীত...! ---জাহিদুল ইসলাম জুয়েল
কাজী নজরুল ইসলাম পরিচালিত ও অভিনীত বাংলা সিনেমা!!! ----মানব সন্তান
বৃত্তবন্দি নজরুল ও কিছু প্রশ্ন -----সফেদ ফরাজী
অবাক হওয়ার মত তথ্য হল, ইসলামী গান-গজলের ব্যাপক চাহিদা এবং জনপ্রিয়তায় গ্রামোফোন কোম্পানী বিস্মিত এবং মুগ্ধ। বাজারের চাহিদা সামাল দিতে তখন কয়েকজন হিন্দু শিল্পীও মুসলমানী নাম ধারণ করে গজল গাইতে শুরু করলেন। ধীরেন দাস গাইলেন গনি মিঞা নামে, চিত্তরায়ের নাম হল দেলোয়ার হোসেন, আশ্চর্যময়ীর নাম সকিনা বেগম, আরেক নারী শিল্পী হরিমতির নাম রাখা হল আমেনা বেগম, গিরিশ চক্রবর্তী হয়ে গেলেন সোনা মিঞা। এভাবেই কাজী নজরুল ইসলামের হাতে সূচনা হল বাংলা ভাষায় ইসলামী গজলের স্বর্ণযুগের------------
জাতীয় কবি নজরুল ইসলাম এবং তার গজলশিল্পীরা ---মানব ও মানবতা
চরম সাম্প্রদায়িকতার মাঝে কাজী নজরুল ইসলামের পারিবারিক জীবন: কিছু অজানা তথ্য----বায়েজিদ আলম
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম---ঢাকার বাতাস
“আবার যখন এমনি আশ্বিন মাস আসবে- এমনি সন্ধ্যা আসবে- তখন কি করব বলতে পার?
শিউলি তার দু’চোখ ভরা কথা নিয়ে আমার চখের উপর যেন উজাড় ক’রে দিল। তারপর ধীরে ধীরে বলল,-- “শিউলি ফুলের মালা নিয়ে জলে ভাসিয়ে দিও!” ----------
কাজী নজরুল ইসলাম বিরচিত শিউলিমালা-র শেষাংশ---------রাইস
আজ সৃষ্টি সুখের উল্লাসে–
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে-------------
আজ সৃষ্টি-সুখের উল্লাসে ---নজরুল ইসলাম--কবিতা পোস্ট
"কাজী নজরুল ইসলাম" চেতনায় প্রিয় নবী ।-----রাসেল সরকার
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী-------পরিবেশ বন্ধু
কাজী নজরুল ইসলাম এর ১০ টি কবিতা ।----কাওসার সিদ্দিকী
নজরুল গীতিঃ মানবেন্দ্র মুখার্জী-----গানচিল
নীরবে চলে গেল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৯তম জন্মবার্ষিকী---আওরঙ্গজেব
কাজী নজরুল ইসলাম সম্পর্কে বাংলা ভাষা ও সাহিত্য গবেষক ডঃ গোলাম মুরশিদের আপত্তিকর মন্তব্য---আরাফাত শাহরিয়র
নজরুল সমালোচনা---শুভ12
খোঁপায় তারার ফুল ........কবি নজরুল ইসলাম ও তার গানের পিছনের কিছু গল্প---শায়মা
ফাইরুজের গান ও নজরুল গীতির কিছু গানের সুরের মিলের ব্যাপারে আমার একটি হাইপোথিসিস ! --আনোয়ারুল আলম
ছবি ব্লগ (স্বরণে কাজি নজরুল ইসলাম)----মঈনউদ্দিন
নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া----অপ্সরা
কাজী নজরুল ইসলামের নাস্তিকতার প্রমান।---ইচ্ছামানুষ রনি
ময়মনসিংহের ত্রিশালে নজরুল----রূপক বিধৌত সাধু
যদি আর বাশীঁ না বাজে : কাজী নজরুল ইসলাম---মোঃ কামাল হোসেন
ছোটদের নজরুল- দুখু মিয়া--মিতামারিয়া
কাজী নজরুল ইসলামের লেখা থেকে আমাদের সকলের ভালো লাগা কিছু বাণী।--সুফিয়া
যারে হাত দিয়ে মালা ----- (নজরুল গীতি)----বিষাক্ত মানুষ
জাতীয় কবি কাজী নজরুল- ভদ্রতা দেখাতে গিয়ে ফেঁসে গেলেন কবি---মানব ও মানবতা
(আজ বেদনাময় ১০ ই জুলাই, যেদিন কাজী নজরুল প্রথম..) আত্মভোলা নজরুলের ঢাকা ভ্রমণ ও বাবাজী জীবন- মানব ও মানবতা
ও মোন রমজানের ওই রোজার ঈদের শেষে এলো খুশির ঈদ-কজী নজরুল ইসলাম---এম,জাকির হোসাইন
‘দুখু মিয়া’র দুঃখের কাহিনীঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলী। ---ইছামতির তী্রে
কাজি নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার ইতিহাস ও এর চিরন্তন প্রাসঙ্গিকতা----সময়ের ডানায়
নজরুল জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলী---আমারে তুমি অশেষ করেছ
বিদ্রোহী (কাজী নজরুল ইসলাম) --সমুদ্রের উত্তাল তরঙ্গ
কাজী নজরুল ইসলামের সাংবাদিক জীবন ও বিয়ে।---কাওছার আহমদ
কাজী নজরুল ইসলাম : রক্তে যার আগুন---দূরন্ত
খেলিছ এ বিশ্ব লয়ে - নজরুল গীতি--লিরিকস
চল চল চল - নজরুল গীতি-লিরিকস
বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ----স্ট্যানলি কুবরিক
[link|http://www.somewhereinblog.net/blog/Nayeem76/28962548|প্রসঙ্গ নজরুল-গান্ধী : চমকে ওঠা ইতিহাসে কিছু বিভ্রান্তির জবাব---আবু নাঈম
আমাদের চেতনায় বড় বেশী প্রয়োজন নজরুল কে আজ । জাতীয় কবির স্মরণে , শ্রদ্ধা , ভালোবাসা --মনিরা সুলতানা
নজরুল জীবনে নার্গিস উপাখ্যান //---রোদেলা
শুভ জন্মদিন দুখু মিয়া ।---***মহারাজ***
নজরুলের একটি চমৎকার কবিতা--নাসিফ ওমর
সাম্য, দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম জয়ন্তীতে শুভেচ্ছা---নূর মোহাম্মদ নূরু
লিমেরিক: ভুলতে তোমারে দাওনি ---সোহেল আহমেদ পরান
আমার চির বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম ----শ্যামল সোম
আর জন্মাবে না নজরুল ---ফিদাতো আলী সরকার
আমি নজরুলকে দেখিনি...---শফিক আলম
কাজী নজরুল ইসলামের কিছু লেখা প্রথম পর্ব ।---ব্লগার মাসুদ
আমরা যদি না জাগি মা ...মুর্তজা হাসান খালিদ
বিদ্রোহী নজরুল---প্রামািনক
পড়ে নিতে পারেন নার্গিসকে দেয়া নজরুলের শেষ চিঠি!!---ব্যার্থ দার্শনিক
কবি নজরুলের সাথে আমার পরিচয়---Pelob Chakraborti
চলচ্চিত্রে কাজী নজরুল ইসলামের অবদান !!!---রেজা ঘটক
প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে কবির প্রতি গভীর শ্রদ্ধা।---ভিন গ্রহের এলিয়েন
দিল অহি মেরা ফাস গেয়ি-দুষ্টু ছেলেটি
বঙ্গবন্ধু ও কবি নজরুল। --মেহেদী হাসান+
বরাবর দুখু মিয়া --এস আবেদীন আরমান
কাজী নজরুল ইসলামের মর্তে একদিন---মহাপ্রলয়ের নটরাজ
অবহেলিত কবিঃ কাজী নজরুল ইসলাম-মোঃ শিলন রেজা
নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া- অপ্সরা
এক সঙ্গে যতগুলো পেয়েছি নজরুল সামুপিডিয়া হিসেবে সংকলিত করেছি। কেউ নজরুল নিযে যেন একটা সম্যক ধারনা পেতে একত্রেই প্রয়োজনীয সকল তথ্য খুজে পেতে পারে। আরও বিশেষায়িত লিংক থাকলে মন্তব্যে দিলে আপডেট করে দেয়া হবে।
বিশেষ ধন্যবাদ সামুকে- আপগ্রেড ভার্সনে সামুপিডিয়া করতে অন্যসময়ের চেয়ে বেশ বেশ বেশ সহজ হয়েছে
২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: নতুন পুরানো সকল লেখার ক্ষেত্রেই প্রযোজ্য।
২| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৩
চাঁপাডাঙার চান্দু বলেছেন: পুরানো লোক দেখে ভালো লাগলো
আর পোষ্টের কথা কি আর বলবো ভাই, নজরুল এখন আউট ডেটেড। ঠাকুর আলখাল্লা পড়ে জমিদারি করতো, আর সে রুটি বানাতো। ঠাকুরের স্টাইল ছিল শান্তিনিকেতনি ব্যাগ আর নজরুল প্রথম বিশ্বযুদ্ধে সৈনিকের বোঝা টানতো। নতুন প্রজন্মের কাছে জমিদারী স্টাইল পছন্দ, কোন খেটে খাওয়া মানুষ না।
কি এক চেতনা খাওয়াইল শাহবাগ, জাতীয় কবিও আজ মূল্যহীন। এই যুগে জন্ম নিলে নজরুলকে নৌকায় করে মালয়শিয়া পাড়ি জমাতে হতো।
২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাললাগায় আপ্লুত!
হুম! মানুষ সহজাত স্বভাব হলো বিত্তের প্রতি মোহ! নিজের না থাকলেও ান্যেরটা দেখাতেও একধরনের হীনতৃপ্তি কাজ করে! যার উপর ভর করে আজকের শোবিজ জগত! মানুষের অবাস্তব কল্পনাকে আরও অবাস্তবতা দিয়ে উস্কে দিয়ে আফিম নেশার চেয়েও ভয়ংকর নেশাসক্ত করে তারা শোষন শাসন চালীয়ে যাচ্ছে!
আর নজরুলতো সেই মোহ নেশা ভাঙ্গার গান! বীন! এই বীন শুনলেই আত্মারা জেগে উঠে। তাই শাসক আর শৌষকদের বড় ভয় তাঁকে নিয়ে!
ঐ চেতনাওতো তাদেরই বাই-প্রোডাক্ট সো তেমনইতো হবার কথা!
দু:খজনক সত্যিটাই বলছেন শেষে!!!!!!!!!
৩| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমাদের জাতীয় কবিকে আমরা জাতীয় পর্যায় কতটুকু ধারন করতে পেরেছি সেটা নিয়ে নতুন করে ভাবা উচিত।
আপনার ধৈর্য যে এখনও অবিচল রয়েছে দেখে ভাল লাগল খুব। এমন কষ্ট সাধ্য একটি পোস্টের জন্য ধন্যবাদ ভাই।
২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই খুব কষ্ট পেলাম আপনার পেইজে গিয়ে!!!!!!!!!!!!!!
একি অবস্থা!
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ২০৯৩৫টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৩ বছর ৪ মাস
অনুসরণ করছি: ৪৯৩ জন
অনুসরণ করছে: ৪২২ জন
অনুসরনকারী ৪২২ জনের দোহাই ফিরে আসুন। চলে গেলে যে তাদেরই জয় হল। হোসাইন শহীদ হয়ে যেমন হেরে যাননি! আর ইয়াজিদ বাহ্যতি জিতেও যেমন হেরে গেছে- সেই অনুভবেই শুধু চালীযে যান। থেমে যাবেন না। চলে যাবেন না।
আল্লাহতো বলেছেনই আমি ধৈর্যশীলদের সঙ্গী! সো!
জাতীয় কবি নজরুলকে ধারন না করা এই অভাগা জাতির প্রতিনিধি হিসাবে পাপমোচণে আর নিজের তথ্য সূত্র ভান্ডার পূর্ন করতেই কষ্ট করা। জাতীয় জাগরণের বানীগুলো অন্তত এক ক্লিকে থাকুক!
৪| ২৪ শে মে, ২০১৫ রাত ৮:০৪
কলাবাগান১ বলেছেন: অভিনন্দন ইত্তেফাকের পাতায় এই পোস্ট সিলেক্টেড হওয়ায়। অনেক কস্টসাধ্য কাজ
২৪ শে মে, ২০১৫ রাত ৮:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আনন্দ সংবাদটা দেয়ায়! ঘুরে এলুম!
নজরুল আমাদের যা দিয়েছেন- আমরা তো তার ছিটে ফোটাও ধারন করতে পারছি না! এ াধম সেই ছিটেফোটা ষংগ্রহের চেষ্টা করেছি মাত্র।
আপনাকেও ধন্যবাদ।
৫| ২৪ শে মে, ২০১৫ রাত ৮:১৪
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
শ্রমব্যয়িত একটি পোষ্ট । ঠিকই বলেছেন , " নজরুল সামুপিডিয়া" । অনেকের কাছেই সাধুবাদ পাবে লেখাটি ।
আমিও সাধুবাদ দিয়ে রাখছি ।
শুভেচ্ছান্তে ।
২৪ শে মে, ২০১৫ রাত ৯:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । নজরুলকে ভালবাসলে এইটুকুন সামান্য শ্রমে আর কি! কারো সূত্র হিসাবে কাজে লাগলেই সার্থক।
ধুমকেতুর মতো আগমনীতে কৃতজ্ঞতা
৬| ২৪ শে মে, ২০১৫ রাত ১০:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: নজরুল এক অনন্য বিরল প্রতিভা! তিনি বাংলা সাহিত্যাকাশে ধুমকেতুর মত এসেছিলেন এবং সবকিছু জয় করে নিয়েছিলেন । গানের ক্ষেত্রে তো রীতিমত বিপ্লভ ঘটিয়েছেন । আপনার লেখা পড়ে ভালোই লাগলো । সত্যি বলতে কী, আজ নজরুলের মত মন-মানসিকতার লোকের বড় আকাল বঙ্গমুলুকে । উনার চেতনার বিস্ফুরণ ঘটানো প্রয়োজন । আজ দেশে যে ধর্মনিরপেক্ষতার, মুক্তচিন্তার বিস্তার ঘটছে, নজরুলের সাথে এগুলোর কোন পাত্তাই পাবেনা । অথচ তিনি জন্মেছিলেন ১১৫ বছর আগে । ভাবতে অবাক লাগে, কতটা আধুনিক ছিলেন তিনি ।
২৪ শে মে, ২০১৫ রাত ১১:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: নজরুল এক অনন্য বিরল প্রতিভা! তিনি বাংলা সাহিত্যাকাশে ধুমকেতুর মত এসেছিলেন এবং সবকিছু জয় করে নিয়েছিলেন ।
ভাবতে অবাক লাগে, কতটা আধুনিক ছিলেন তিনি
+++++++++++++++++সহমত।
ধন্যবাদ
৭| ২৫ শে মে, ২০১৫ রাত ১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আর কষ্ট পেতে হবে না। নিজেও আর কষ্ট পাব না। পেজ আগের মত করে নিয়েছি।
কৃতজ্ঞতা রইল সব সময়ের মত।
২৫ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
কৃতজ্ঞতা
৮| ২৫ শে মে, ২০১৫ রাত ৩:১০
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার একটি সংকলন।
পোস্ট প্রিয়তে।
২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক কৃতজ্ঞতা।
নজরুল রংয়ে রেঙে উঠুক আমাদের চেতনা!
৯| ২৫ শে মে, ২০১৫ সকাল ৮:২৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কস্টসাধ্য পোস্ট।+++
ধন্যবাদ ও শুভেচ্ছাসহ প্রিয়তে নিলাম ভৃগু ভাই।
অসাধারণ পোস্টটির জন্য আন্তরিক ধন্যবাদ।
২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্লাস, ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালবাসায় কৃতজ্ঞতা!
নজরুল শুধু ঘোষনায় জাতীয় কবি নয়- নীতি, চেতনায়, হৃদয়ে সর্বত্র বিরাজ করুন অখন্ড ভাবে!
১০| ২৫ শে মে, ২০১৫ সকাল ১১:৫০
তৌফিক মাসুদ বলেছেন: লিংক গুলো দেখলাম। অসাধারণ আপনার এই পোষ্টটি। আপনার পরিশ্রম সার্থক হউক।
২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অনেক অনেক অনেক।
আমিন।
১১| ২৫ শে মে, ২০১৫ দুপুর ১:২৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: অসাধারন পোষ্ট বিদ্রোহী ভাই। অনেক সময় ভাবি এই মানুষটা মৃত্যুর পূর্বদিন পর্যন্ত সুস্হ্য থাকলে বাংলা সাহিত্যকে কত উচুতে নিয়ে যেতেন। আল্লাহ তাকে জান্নাত দান করুন এই প্রার্থনা করি।
২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কল্পনা করা যায় না। বিম্ব সািহত্য ভান্ডার বঞ্চিত হলো সেই অপূর্ব সব সৃষ্টিশৈলি থেকে!
তারপরও এই ক্ষুদ্রতম সময়ে যা দিয়ে গেছেন- তাও ঠেকিয়ে রাখতে কত ফন্দিফিকির! লিংকেই পাবেন- বিশ্ববিদ্যায়ে নজরুলকে রাখা হয়েছে অপশনাল ১৫ নাম্বারের কোর্স!!!! চিন্তা করা যায় কতটা আত্মঘাতি ভাবনা! জাতীয় কবির উপর সেরা বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে যদি এই দৈনদশা হয়- বাকীতো চিন্তারও অতীত!
নিশ্চয়ই। আমরাও সকলেই সেই প্রার্থনাই করি। আপনাকে ধণ্যবাদ।
১২| ২৫ শে মে, ২০১৫ দুপুর ২:০৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: এক সময় সব্যসাচীর কন্ঠে কবির বিদ্রহী কবিতাটা প্রায় সারা দিনই শুনতাম। সেই রেকর্ডটা এখন আমার কালেকশানে নাই। তাই শোনা হয় না। বিনম্র শ্রদ্ধা কবিার জন্য ।
আর আপনার তৈরী নজরুল পিডিয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা। পোস্টে লাইক সহ প্রিয়তে।
২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিনম্র শ্রদ্ধা কবির জন্য। আমরা যেন কবিকে ধারন করার যোগ্য হই ...
অশেষ ধন্যবাদ।
১৩| ২৫ শে মে, ২০১৫ দুপুর ২:২৭
আরজু পনি বলেছেন:
বাহ বেশ ভালো একটি কাজ করেছেন।
আজকে নজরুলকে নিয়ে একটি স্টিকি পোস্ট আশা করেছিলাম ।
কর্তৃপক্ষকে ধন্যবাদ ।
আপনি সাধারণত আমার ব্লগে যাননা বলেই হয়তো আমার পোস্টটি আপনার চোখে পড়েনি । ব্যাপার না আমিই দিয়ে গেলাম ।
♣কবি, ক্ষমা করো আমাদের, জীবনে তোমার যথার্থ সম্মান দিতে পারিনি। মরণে জানাই শ্রদ্ধা। শুভ জন্মদিন বিদ্রোহী♣
অনেক শুভকামনা রইল।
২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনার পোস্টে হাজিরা দেয়া আছেতো! তবে মিস হয়ে গেসিল .....আপনার পোষ্টের শিরোনামেই বলি ক্ষমা করো আমার সংকলন যথার্থই অপূর্ন রয়ে যেত। লিংক যুক্ত করে দিয়ে জানাই কৃতজ্ঞতা! ধন্যবাদ আরজুপনি
সত্যই অনেক কৃতজ্ঞতা লিংক দিয়ে সংকলনকে পূর্নতর করতে সাহায্য করায়। আপনার পোষ্টই আরও অনেক লিংকে পূর্ন।
আবারও ধন্যবাদ।
১৪| ২৫ শে মে, ২০১৫ দুপুর ২:৩৭
শামছুল ইসলাম বলেছেন: তথ্য সমৃদ্ধ একটি পোস্ট।
প্রিয়তে রাখলাম।
২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক
১৫| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:০৫
আহমাদ সালেহ বলেছেন: অসাধারন পোস্ট
২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
নজরুল চেতনায় জাগ্রত হোক হৃদয়!
১৬| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:৪২
সুফিয়া বলেছেন: তথ্যসমৃদ্ধ ও উপকারী একটি পোস্ট। ++++++++++++++
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
নজরুল শুধূ বছরে একদিনের স্মরণে নয়- হৃদয়ে স্মরিত হোক সবসময়..
প্রেমে, দু:খে, সূখে, দ্রোহে, সাধনায়, সেবায়, মানবতায়................................
১৭| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:৪৯
পিয়েটা বলেছেন: অসাধারণ পোস্ট …ধন্যবাদ :-)
২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
১৮| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ভাইয়া .।
পোষ্ট প্রিয়তে নিলাম
২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ আপু আপনাকেও।
কৃতজ্ঞতা।
১৯| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসাংবাদিত প্রাণপুরুষ। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তাঁর কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে।
তিনি বাংলাদেশের জাতীয় কবি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম জয়ন্তী উপলক্ষে কবির বিদেহী আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা।
আপনাকেও ধন্যবাদ এমন একটি পোস্ট দিয়ে এই দিনটিকে স্মরনীয় করে তোলার জন্য। আশা করি পোস্টগুলো সকলের ভালো লাগবে।
২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের এ জাতীয় কবিকে নিয়ে আর যেন অবহেলা না হয়। তার পূর্ণ চেতনা যেন ধর্ম বর্ণ দেশ জাতি নির্বিশেষে স্বাধীন সার্ভভৌম সকল সত্ত্বার প্রতিচ্ছবি ধারন করে। জাতীয় পর্যায়ে নীতি নির্ধারনিতে তাঁর চেতনাকে ধারন করতে যেন সক্ষন হন আমাদের নীতি নির্ধারকরা-তাঁর এই জন্মদিনে এই কামনাই করি।
তাতে আমাদেরই মঙ্গল। আমাদেরই উন্নতি।
আপনাকে ও সামু কর্তৃপক্ষকেও ধন্যবাদ ষ্টীকি করে সকলের জন্য পাঠের অবারিত সুযোগ করে দেয়ায়।
২০| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:২৮
শতদ্রু একটি নদী... বলেছেন: অনবদ্য পোষ্ট। একটা ফেবু স্ট্যাটাসও কপি পেস্ট কইরা দিয়া যাই, ওইটাও খুব ভাল্লাগছে। যদিও আমি রবীন্দ্রনাথের মতো নজরুলের এতো বড় ফ্যান না, তবে বাঙ্গালীর ভেতরে এইদুইজন থাকেই কোন না কোনভাবেই।
শ্রদ্ধেয় এবং প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম,
প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে আমার ধন্যবাদ গ্রহণ করুণ।। ধন্যবাদের কারণ আপনার অসাধারণ সব লেখা নয়। বরং ধন্যবাদ জানাচ্ছি, আপনার অসাধারণ টাইমসেন্সের জন্য। ফেইসবুকে ডুবে যাওয়া অসম্ভব স্মার্ট, জ্ঞানী এবং পাকনা এই প্রজন্মের জন্মের আগেই আপনি এই ধরাধাম ত্যাগ করার জন্য।
সত্যি বলছি। আপনার মত প্রতিভাকে ধারণ করার মত মন বা মানসিকতা আমাদের আর নাই।
আপনি লিখেছিলেন - "ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া, খোদার আসন "আরশ" ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রির"!
হোয়াট দা ****! "খোদার আসন আরশ ছেদিয়া" মানে কি রে অর্বাচীন??? এতোবড় নাস্তিক তুই!!! খোদার আরশ নিয়ে কবিতা লেখোস??? তোরে চাপাতি দিয়ে কোপাইয়া মারা হউক।
লিখেছিলেন - "মোর ঘুমঘোরে এলে মনোহর; নম নম, নম নম ..." !!! নমঃ নমঃ !!! তুই না মুসলমানের ঘরের ছেলে! তুই নমঃ নমঃ করবি ক্যান? তোরে তো কোপাতেই হবে রে নাস্তিক।
বাই দা ওয়ে, ওনাকে নাস্তিক বলার সময় কিন্তু আমরা একদমই ভুলে যাব যে তিনিই লিখেছিলেন - "আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার নবী মুহাম্মাদ, যাহার তারিফ জগতময়" বা "বক্ষে আমার ক্বাবা'র ছবি, চোখে মুহাম্মাদ রাসুল"। এখানেই কি শেষ? বাংলা ভাষায় তাঁর মত হামদ-নাত আর কেউ লিখেছেন বলে আমার জানা নেই।
আপনি লিখেছিলেন - "আলগা করো গো, খোপার বাঁধন, দিল ওহি মেরা ফাঁস গ্যায়ি..." ... বাংলার মধ্যে হিন্দি লাইন!!! আগেই বুঝছিলাম যে তুই ভা-দা। কনফার্ম "র"-এর এজেন্ট।
তারপর লিখলেন - "তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ!" ... এহহ, হাউ কাম সামওয়ান লাইক নজরুল ইসলাম প্রোমোট ইভ টিজিং? ছিঃ।
অবশ্যই আপনার সময়েও আপনি অনেক সমালোচনা সহ্য করেছিলেন। তবুও বস, বাজি ধরেই বলতে পারি। ওই আমলে এতো কুতুব ছিল না। পাগল হয়ে যাইতেন গো ওস্তাদ, পুরা বদ্ধ উন্মাদ হয়ে যাইতেন।
সবশেষে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করুণ। কালকে অনেক ভেজালে ছিলাম, তাই মনে মনেই উইশ করেছিলাম; কিছু লিখতে পারিনি। অধমের এই অপরাধটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সেই ছোটবেলা থেকে আপনার প্রতি যে অগাধ শ্রদ্ধা আমার অন্তরে, দিন দিন সেটা শুধু বেড়েই যাচ্ছে।
যেখানেই থাকুন, ভালো থাকবেন।
আপনার একজন "ফলোয়ার"
২৫ শে মে, ২০১৫ রাত ৯:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম! পুরাই পাঙ্খা ভাবনা!
অবশ্যই আপনার সময়েও আপনি অনেক সমালোচনা সহ্য করেছিলেন। তবুও বস, বাজি ধরেই বলতে পারি। ওই আমলে এতো কুতুব ছিল না। পাগল হয়ে যাইতেন গো ওস্তাদ, পুরা বদ্ধ উন্মাদ হয়ে যাইতেন।
""
সবশেষে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করুণ। কালকে অনেক ভেজালে ছিলাম, তাই মনে মনেই উইশ করেছিলাম; কিছু লিখতে পারিনি। অধমের এই অপরাধটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সেই ছোটবেলা থেকে আপনার প্রতি যে অগাধ শ্রদ্ধা আমার অন্তরে, দিন দিন সেটা শুধু বেড়েই যাচ্ছে।
যেখানেই থাকুন, ভালো থাকবেন।""
নজরুল যেদিন সবার হৃদয়ে ঠাই পাবে- কমে যাবে অন্যায়, অনাচার, সাম্প্রদায়িকতা, অমানবিকতা সব সব কিছূ্.
কিন্তু কবির আকুতিটা যে আক্ষেপ হয়েই রয়ে গেল-
যবে উৎপীড়িতের ক্রন্দ রোল আকাশে বাতাসে ধ্বনিবেনা
অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবেনা
বিদ্রোহী রণক্লান্ত- আমি সেইদিন হবো শান্ত!!!
সব কিছূর হবার আগেই কবি যে একেবারেই শান্ত হয়ে গেলেন। কবির সেই অসমাপ্ত স্বপ্নতো আমাদের জন্যই রেখে গেছেন। আমরি পারব তার স্বপ্নকে পূর্ণ করবে! সাম্য মৈত্রী প্রীতিময় সেই সমাজ গড়ে তুলে!!
২১| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
এলা বলেছেন: আমি নজরুল ইসলামের গজল এবং নাটকের খুব ভক্ত। আর 'পিয়ু কাঁহা' বলে চেঁচানো নাটকের সেই পাখিটার।
অনেক অনেক শ্রদ্ধা সেই মানুষটার প্রতি।
অফটপিক: আমার এক বন্ধুর খুব আফসোস নজরুল ইসলামের এতো সুন্দর সুন্দর গান থাকতে কেনো একটাকে জাতীয় সঙ্গীত করা হয়নি।
২৫ শে মে, ২০১৫ রাত ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: নজরুল সঙ্গীত অনন্য। অতুলণীয়।
অনেক অনেক শ্রদ্ধা অনন্য অতুলনীয় সুরের পাখীর প্রতি।
আপনার অট আক্ষেপ হয়তো অনেকেরই। তবে নজরুলের গান চল চল চল কিন্তু আমাদের রণ সংগীত জানেন নিশ্চয়ই।
২২| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কাজ করেছেন । অসাধারণ । বেশ কষ্টসাধ্য কাজ দেখলেই বোঝা যায় । অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
২৫ শে মে, ২০১৫ রাত ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
২৩| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
ফেরদৌসুর রহমান বলেছেন: এটা বাদ পড়েছে
২৫ শে মে, ২০১৫ রাত ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: যুক্ত করে দিচ্ছি!!!! ধন্যবাদ
২৪| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৩৪
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: অনেক কষ্ট করলেন।
২৫ শে মে, ২০১৫ রাত ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইতো!! তেমন কষ্ট আর কই? কবির প্রতি ভালবাসাতো এরচে বেশি দাবী করে বৈকি
অনেক ধন্যবাদ।
২৫| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
আর্থিক দিক থেকে, কবি ছিলেন দরিদ্র, আমাদের জাতিও দরিদ্র।
শেখ সাহেব কবিকে ঢাকায় এনে দারিদ্রতা থেকে মুক্ত করেছিলেন; কিন্তু মানুষকে সাহায্য করেননি কবির কবিতা পড়তে, ুঝতে; মানুষকে সেই ক্ষমতাটুকু দিলে ভালো হতো।
২৫ শে মে, ২০১৫ রাত ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ কাজের মধ্যে কবিকে ঢাকায় আনা এবং নাগরিকত্ব দেয়া সবচে শ্রেষ্ঠতম।
কবিকে বোঝার জন্য যে পাঠক্রম যে জাতীয় নীতি প্রয়োজন দূর্ভাগ্যজনক ভাবে তা উল্টো পথেই বইছে! তা সরকারী সাংস্কৃতিক কার্যক্রমে হোক বা বেসরকারী! জাগরণেযে ভয় সেই ভয়েই ডিজিটাল সামন্ত গং নজরুলকে পারত এড়িয়ে চলতে পারলেই বাঁচে!
দ্রোহ জাগরণ আর ভাঙ্গার গানে যে বড় ভয় বরাভয়ের! কর্পোরেট বলুন আর পূজিবাদ, ভোগি বলুন আর সুবিদাবাদী সকলেই ভয়েই এড়িয়ে চলতে চায় নজরুলকে!
তারপরও নজরুর মানুষের ভালবাসায় মানুষের হৃদয়ে আছে থাকবে যতদিন মানুষের মুক্তিকামনা থাকবে! যতদিন শেকল ভাঙ্গার প্রয়োজন থাকবে। যতদিন অন্যায় অবিচার আর অনাচারের প্রদি দ্রোহ থাকবে, অসাম্য, সাম্প্রদায়িকতা অমানবিকতা থাকবে ততদিন সেসব দেয়াল ভাঙতেই নজরুল বারবার জেগে উঠবেন ফিনিক্স পাখির মতো জাগরনের সুর আর বানী লয়ে--
কারার ঐ লোহ কপাট
ভেঙ্গে ফেল কররে লোপাট
রক্তজমাট শিকল পূজার পাষানবেদী
ওরে ও তরুন ঈষান বাজা তোর প্রলয় বিষান
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী!!!!
২৬| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৪৪
চাঁনপুইরা বলেছেন: অনেক তথ্য বহুল পোস্ট, কবি নজরুল সম্পর্কে অনেক কিছু জানতে সাহায্য করবে। নজরুল সম্পর্কে এক বড় ভাইয়ের কাছ থেকে জানা তা হল - নজরুল ছিলেন পাগলাটে টাইপের যেটা আমরা সবাই জানি এবং অনেক প্রথিভাবান দের মতই নিজের অনেক অসাধারন অমূল্য সৃষ্টির প্রতি ছিলেন উদাসীন। ধরুন কোথাও বেড়াতে গিয়ে হটাত কিছু নতুন মানুষদের সাথে পরিচয় আর স্বাভাবিক ভাবেই কবিকে পেয়ে তারা ধরে বসল, চলল কিছুক্ষণের আড্ডা, এর মধ্যেই কারো অনুরধে আসল গান গাওয়ার আবদার। অন্যান্য প্রতিভার ন্যায় গায়ক হিসাবেও নজরুলের পরিচিতি ছিল বেশ। দেখা গেল তাৎক্ষণিক পরিস্থিথি সাপেক্ষে আনকোরা একটি গান লিখলেন, সুর দিলেন তারপর গাইলেন। সবশেষে দেখা গেল গান লেখা কাগজটি ওখানেই ফেলে চলে এসেছেন। এভাবে নজরুলের অনেক গান বা কবিতা হারিয়ে গিয়েছিল। শুনেছি কে বা কারা যেন হারিয়ে যাওয়া এসব গান বা কবিতা উদ্ধারের বিষয়ে কাজ করছে। জানিনা উপরেরে কোন পোষ্টে এ সম্পর্কে কোন তথ্য আছে কি না , কারও জানা থাকলে জানাবেন।
২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল কথা বলেছেন। আশা করি এই বিষয়ে নজরুল গবেষক বা যারা অনুসন্ধানী কাজ করেন তারা গুরুত্ব দিয়ে ভাববেন। তবে এইসব ক্ষেত্রে যা হয় মিসিং লিংক পাওয়া দুরুহ হয়ে ওঠে। একে বিশাল সময়ের ব্যবধান। এছাড়া সত্যাসত্য বিশ্বস করা ছাড়া মূল পান্ডুলিপি না পাওয়াও বড় একটা কারণ।
২৭| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৫১
মুর্তজা হাসান খালিদ বলেছেন: জাগ্রত বিদ্রোহী নজরুল, প্রতি কালে, প্রতি যুগে, মন মননে
ধন্যবাদ ভাই, আপনার সুন্দর পোস্টের জন্যে
২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাগ্রত বিদ্রোহী নজরুল, প্রতি কালে, প্রতি যুগে, মন মননে --- ++++++
ধন্যবাদ আপনাকেও। এই সুন্দরতা, সেওতো নজরুলেই গুনে ....
২৮| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৫৪
সাহসী সন্তান বলেছেন: "মোর প্রিয়া হবে, এসো রানী দেবো খোঁপায় তারার ফুল"
নজরুলের সব কবিতাই আমার প্রিয়। তবে যখনই নজরুলের কোন কবিতা পড়ি, তখনই এই লাইনটা আমার সর্বপ্রথম মনে পড়ে যায়। কি আবেগ, কি অনুভুতি, যেন একবারে হৃদয় ছুয়ে যায়!!
২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি আবেগ, কি অনুভুতি, যেন একবারে হৃদয় ছুয়ে যায়!!
তা যেমন প্রেমে, তেমনি দ্রোহে, জাগরণে, প্রতিবাদে
সর্বত্রই সাবলীল সহজ সরল উচ্চারন জটিলতা বিহীন! যেন সকলের মনের কথাগুলোই ফুটে বেরুয় কবির কলম দিয়ে!
২৯| ২৫ শে মে, ২০১৫ রাত ১১:০১
পাহাড়ের কান্না বলেছেন: বহুদিন পর ব্লগে ঢুকেই আমার প্রিয় কবির এত সমৃদ্ধ একটা পোষ্ট পেয় লগইন করতে বাধ্য হলাম। প্রিয়তে নেয়ার জন্য।
২৬ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভালবাসায় আপ্লুত।
কবির প্রতি এই ভালবাসা যদি আমাদের নীতিনির্ধারকদের থাকত- দেশটা আজ আত্মগর্বে বলিযান হয়ে বিশ্বের বুকে মাথা উচু করেই থাকত!
প্রিয়তে নেয়ায় আপনাকে এবং সকলকে ধন্যবাদ।
৩০| ২৫ শে মে, ২০১৫ রাত ১১:৫৭
সচেতনহ্যাপী বলেছেন: কিছু না বলে প্রিয়তে নিয়ে রাখলাম।। অবসর মুহর্তগুলিতে ফিরে ফিরে দেখবো আর শুনবো তার গান।।
নজরুল নিজেই তার প্রয়ানের পরবর্তি বাস্তবতা বলে গিয়েছিলেন,"টেবিল ভেঙ্গে ফেলবে থাপ্পর মেরে"।।
২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । নজরুলতো এমনই কিছু না বরেই যে তাকে ভালবাসতে হয়! আর জ্ঞানের দিব্যদৃষ্টিতে আজকের সত্যই তিনি দেখেছিলেন শত বছর আগে....
৩১| ২৬ শে মে, ২০১৫ রাত ১:৩৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এতো একেবারে নজরুলপিডিয়া!!! সোজা প্রিয়তে। ধন্যবাদ এমন কষ্টসাধ্য পোস্টের জন্য।
ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা জানবনে।
২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: নজরুল আসলেই এমন এক মহাকাব্য যাকে প্রকাশ করে শেষ করা যাবে না!
আমাদের জাতীয় চেতনায় নজরুলের চর্চা আমাদেরই উন্নত করবে।
আপনিও ভালো থাকুন সবসময় । অনেক অনেক অনেক ধন্যবাদ।
৩২| ২৬ শে মে, ২০১৫ দুপুর ২:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক কষ্টসাধ্য একটি কাজ করেছেন --- প্রানের চাওয়া যেন পূরণ হলো --সোজা প্রিয়তে রেখে দিলাম, মাঝে মাঝে সময় করে বের করবো আর পড়বো -------
আন্তরিক ধন্যবাদ
২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: তেমন কষ্ট আর কই? কবির প্রতি ভালবাসাতো এরচে বেশি দাবী করে বৈকি
অনেক অনেক অনেক ধন্যবাদ।
৩৩| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:১১
নস্টালজিক বলেছেন: প্রিয়তে।
দারুণ কাজ হয়েছে দুখু মিয়াকে নিয়ে।
শুভেচ্ছা নিরন্তর।
২৭ শে মে, ২০১৫ বিকাল ৫:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদের ভালোবাসায় ধন্য!!!!
অনেক অনেক ধন্যবাদ।
৩৪| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:২৯
বাংলার জমিদার রিফাত বলেছেন: ভাল লাগলো, নজরুল আমার প্রানের কবি।
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
নজরুল আমাদের প্রানের কবি
৩৫| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৬
আনু মোল্লাহ বলেছেন: নজরুলকে আমরা ধারন করি কম। মাঝে মাঝে আমার মনে আমরা বড় দূর্ভাগা জাতি। নজরুলের মত ব্যক্তিত্বকে ধারন করার সাধ্য আমাদের নেই। আমাদের মাঝে খুব বড় একটা প্রবণতা দেখা যায় যে নজরুলকে ছোট করে দেখার। হেয় করার। নজরুল হেয় করতে পারা, ছোট করা নজরুলের কবিতা নিয়ে হাস্যরস করলে নিজেকে কেমন যেন বুদ্ধিজীবি স্তরে পৌঁছানো যায়। নজরুল তো আন্ডার ম্যাট্রিক ছেলে। আমাদের বড় বড় ডিগ্রী আছে। সেরা ইয়ুনিভার্সিটির পিএইচডি আছে। বিদ্যার গৌরবে তখন নজরুলে কাজকে আর চোখে লাগে না। আমি এমনও দেখেছি নজরুলে ইনস্টিটিউটের মহাপরিচালক অথচ নজরুল সম্পর্কে তাঁর ধারনা তাচ্ছিল্য করার মত। নজরুল ইন্সটিটিউট যেহেতু সরকারী প্রতিষ্ঠান, এর প্রধানের পদটা গৌরবের ও আর্থিকভাবে লাভজনক। সুতরাং দু একটা পাবলিকেশন্স আছে, বুদ্ধিজীবী মহলে পরিচিতি আছে সরকারী আনুকল্য আছে। সেই সুবাধে নজরুলের ইন্সটিটিউটে মহাপরিচালক হয়ে গেলাম। এই সমস্ত পরিচালক মহাপরিচালকেরা নজরুল গবেষণা তো দূরে থাকুক নজরুল রচনাবলীও পড়েছে বলে আমার মনে হয় না। নজরুলকে শুধু বিদ্রোহী কবি বলা আমার কাছে মনে হয় কবিকে খাট করা। নজরুলের একটি মাত্র পরিচয় বিদ্রোহী। কিন্তু তাঁর আর বাকী পরিচয়গুলো এর আডালে লুকিয়ে রাখাতো কবির প্রতি অবিচার। আমরা কবির রণতূর্যের কথা বলি কিন্তু বাঁকাবাশরীর কথা ভুলে যাই। নজরুলের মানবতা, সার্বজনীন ও সাম্রাজ্যবাদবিরোধী দর্শন, সাহিত্য সবচেয়ে বেশি অনালোচিত। নজরুল ভক্তদের দেখা যায় অতি আবেগে গদগদ হয়ে সাম্রাজ্যবাদ ও ব্রিটিশ বিরোধী কিছু আলোচনা, সাম্যবাদী কবিতার দু চার লাইন আওড়ে দায়ত্বি শেষ করতে।
আপনার নামের উপযুক্ত একটি কাজ করেছেন প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই
আমার খুবই পছন্দ হয়েছে আপনার সংকলন।
ভাল থাকুন, সুন্দর থাকুন।
২৮ শে মে, ২০১৫ রাত ৯:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: চমৎকার করে তুলে ধরেছেন নজরুল হীনমন্যতায় ভোগা একটা ভন্ড শ্রেণীর কথা। এরা আসলেই অথর্ব। পেটে বোম মারলেও দু'কলম বেরুবে না। অথচ পান্ডিত্যের মেকি উপস্থাপনায় সেরা। এরাই নজরুলকে আষ্টেপৃষ্টে আটকে রাকথে চাইছে- কিন্তু তারা জানেনা ধূমকেতুকে যেমন আটকানো যায়না- নজরুর তেমনি এক সৃস্টি। যে অপন মহিমায় ভাস্কর!!!!
আপনাকেও ধন্যবাদ। কৃতজ্ঞতা। এবং আপনিও ভাল থাকুন।
৩৬| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:৩২
তুষার কাব্য বলেছেন: প্রিয় কবিকে নিয়ে চমৎকার একটা সঙ্কলন । প্লাস দিয়ে প্রিয়তে নিয়ে গেলাম ।
শুভেচ্ছা জানবেন ভাই ।
৩০ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৩৭| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১২
লেখোয়াড়. বলেছেন:
বিদ্রোহী আছেন কেমন?? এখনো রেগে আছেন নাকি আমার উপর?
ইয়ে........... নজরুল কি বি এন পি করতেন?
মানে নজরুল যদি এসময়ে হতেন তাহলে কোন দল করতেন? বি এন পি না অন্য কোন দল?
আপনার কি মনে হয়।
০২ রা জুন, ২০১৫ সকাল ১০:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা...
নজরুলকে ও বাদ রাখলেন না নিজেদের ভাবনা থেকে!!!
বিএনপি না করলেও এই অনির্বাচিত সরকার আর সৈরাচারিতার প্রতিবাদে আরেকটি বিদ্রোহী যে লিখতেন তাতে সন্দেহ নাই
৩৮| ৩১ শে মে, ২০১৫ রাত ৮:১৮
এই সব দিন রাত্রি বলেছেন: বিনম্র শ্রদ্ধা বিদ্রোহী ভাই! অসাধারণ একটা কাজ করেছেন
++++++++++++++++++++++++
০২ রা জুন, ২০১৫ সকাল ১০:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই সামান্য চেষ্টা !! নজরুলকে নিয়ে লিখার স্পর্ধা তো নাই-- তাই সবার লিখাকেই একত্রিত করে দুধের সাধ ঘোলে মেতানো আরকি...
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৩৯| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:০৫
লেখোয়াড়. বলেছেন: এইবার আপনারে এট্টা ধন্যবাদ জানাই কষ্টকরে এই পোষ্টি দেওয়ার জন্য।
আর নজরুলকে নিয়ে কারা রাজনীতি করেছিল, করে তার ইতিহাস এই সুন্দর পোস্টে দরকার নেই।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০২ রা জুন, ২০১৫ দুপুর ২:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার এট্টা ধন্যবাদের বদলে দুইট্টা ধন্যবাদ গ্রহন করেন।
নজরুর নিজেও বলে গেছিলেন উনাকে নিয়ে কারা টেবিল চাপড়াবে! তাই তা ইগনোর করাই ভাল । আমরা বরং নজরুলের চেতনাকে ধারন করি তা আমাদের জন্যই কল্যানের।
অনেক অনেক অনেক অনেক ধন্যকাদ অনেক অনেক প্লাসের জন্য
৪০| ০২ রা জুন, ২০১৫ দুপুর ২:৫৬
একলা ফড়িং বলেছেন: মোর ফুল বনে ছিল যত ফুল
ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর
হায় নিলে না সে ফুল
ছি ছি বেভুল,
নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর।
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছো চলি
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম...
নজরুলকে নিয়ে সবসময়ই মাতামাতি কম হয়। হোক সেটা টিভি চ্যানেল, পত্রিকা, ব্লগ কিংবা ফেসবুকে। ব্যাপারটা দুঃখজনক। এখনকার স্মার্টফোন জেনারেশনের ছেলেমেয়েরা কি নজরুল পড়ে? নজরুল সঙ্গীত শোনে? নজরুলকে জানে? মনে হয় না!
পোস্ট অবশ্যই প্রিয়তে।
০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের নীতিগত অবস।থানটায় যে নজরুলকে হেলা করা হয়- তাই মাতামাতি কম! দুঃখজনক!
আর এই ইয়ো ইয়ো জেনারেশনের কথাতো বলাই বাহুল্য!
অনেক ধন্যবাদ।
৪১| ১১ ই জুন, ২০১৫ রাত ১:১০
প িথক বলেছেন: জানি বাহিরে আমার তুমি অন্তরে নাও -লীনা তাপসি
এই গান কি নজরুল সংগীত?
১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি পথিক ভাই।
গানটির কথা নজরুল ইসলাম, সুর -কমল দাসগুপ্ত
নজরুলের কিছু গানের লিংক ..http://www.nazrul.org/nazrul_audio/songs.htm
৮৪ নং গানটি আপনার কাঙ্খিত গান।
৪২| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
প্রামানিক বলেছেন: অনেক শ্রমসাধ্য লেখা। শুভেচ্ছা রইল।
১৪ ই জুন, ২০১৫ রাত ৮:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৪৩| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২৬
মেহবুবা বলেছেন: কাজী নজরুল ইসলাম এর কাজ নিয়ে কেউ ডক্টরেট করতে চাইলে এই পোষ্ট কাজে আসবে।
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতার্থ বোধ করছি।
নজরুলকে জাতীয় ভাবে আরও বেশি চর্চা করা গেলে জাতি হসিাবে আমরাই আরো উন্নত হতে পারতাম! কিন্তু এখানেও ক্ষুদ্র মতাদর্শীক বিভেদের দেয়াল ঠেকিয়ে রেখেছে আমাদের। আমরা রাজহাস হতে পারিনি..
জল-দুধের মিশেল থেকে শুধু প্রয়োজনীয় দুধ টুকু খাওয়া শিখিনি!!!!!
৪৪| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৬
মেহবুবা বলেছেন: Click This Link
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা!
পোষ্টটি যুক্ত করে দিয়েছি। অনেক ধন্যবাদ লিংক দিয়ে সাহায্য করায়। ভাল থাকুন।
৪৫| ২৮ শে জুন, ২০২১ দুপুর ১:২২
খায়রুল আহসান বলেছেন: মণিমুক্তোকে যেমন ছাইচাপা দিয়ে ঢেকে রেখেও তার দ্যূতিকে ঠেকানো যায় না, কোন না কোন ফাঁক ফোঁকর দিয়ে সেটা বেরিয়ে পড়েই, তেমনি আপনার এ পোস্ট থেকে ঠিকরে পড়া দ্যূতির ইশারা পেয়েই আমার এ পোস্টে আগমন।
খুবই পরিশ্রমসাধ্য এ পোস্টটিকে সরাসরি "প্রিয়" তে তুলে রাখলাম এবং এতে কুড়িতম ভালো লাগা রেখে গেলাম। + +
৪ নং মন্তব্যে উল্লেখিত সুসংবাদটির জন্য আপনাকে জানাচ্ছি বিলম্বিত অভিনন্দন এবং কলাবাগান১ কে আন্তরিক ধন্যবাদ।
০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবদাই ঋণের বোঝা ভারী করে চলেছেন প্রিয় সিনিয়র !
এত পুরানো পোষ্ট খুঁজে খুঁজে তাতে প্রান সঞ্চারে আপনার অনবদ্যতা প্রবাদতুল্য!
অনেক অনেক কৃতজ্ঞতা।
প্রিয়তে রেখেছেন জেনে অনুপ্রানীত হলাম ।
হুম সত্যিই সে এক আনন্দ অনুভবই ছিল বটে। কলাবাগান ভাই চোখে না পড়ালে হয়তো দেখাই হতো না।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: কারও চোখে কোন লেখা বাদ পড়ে গেছে মনে হলে অনুগ্রহ করে লিংকটি শেয়ার করলে বাধীত হবো।