নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

বেশি গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না : নাসিম! - ডিজিটাল ওরাল ডেমোক্রেসির রেসিপি!!!!!!

১৬ ই মে, ২০১৫ রাত ৯:১৩

গনতন্ত্রের নতুন সঙ্গা পেতে যাচ্ছে বিশ্ব!

প্রচলিত রাষ্ট্রবিজ্ঞান আর বিজ্ঞানী, ইতিহাস আর অতীত; সেই খ্রীস্টপূর্ব ৫০৭ থেকে হালের আব্রাহামলিংকনের সময়কাল .. যা কোথাও খুজে পাওয়া যায় নি - তাই এখন বিশ্ব দেখছে বাংলাদেশে!

আজ আবার এক নতুন থিউরি পাওয়া গেল! মূলত তাদের মনোভাবই ফাক ফোকর গলে বেরিয়ে গেল!(কারণ লেঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড) যদিও তারা মূখে জনগণের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, চেতনার কথা বলে! কিন্তু তাদের অন্তরের কথাও মাঝে মাঝে ফস্কে বেরিয়ে যায়!

বেশি গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না : নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তবে বেশি গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ যে পথে এগিয়ে গেছেন, শেখ হাসিনার সে পথে চলা গণতন্ত্র আমরা মেনে চলব।’ - See more at: Click This Link

এই দেখে অভাগা এক বাঙালী কষ্টে থাকা আইজুদ্দিন বলে বসলো- ডা. সাব তো গণতন্ত্রের ভালই ওরস্যালাইন বানালেন!
ডিজিটাল ওরাল ডেমোক্রেসি! জিজ্ঞাসু দৃষ্টিতে চাইতেই বললেন- বুঝলেন না-

"একচিমটি ৫-২৮এর প্রহসনীয় নির্বাচন, এক মুঠ গুম, খুন, ক্রশফায়ার, আর আধা লিটার মিডিয়া প্রশাসন কব্জাকরণ!

ব্যাস হয়ে গেল ডেমোক্রেসির ওরাল স্যালাইন!

পাতলা পায়খানা ভোগা বাংলাদেশকে এখন এই ট্রিটমেন্টই দিচ্ছেন ড. কদমআলী (ডিগ্রি নাই) মার্কা নব্য গণতন্ত্রের সংজ্ঞা দানকারীরা!
বারবার এই ওরাল ডেমোক্রেসিতে দেশ-জনতা চলে গেছে ইনকিউবেটরে!!!

আইজুদ্দিন হঠাৎ দৌড়!!!!

আরে আরে দৌড়ান কেন?

আরে আপনি পাগল নাকি? সালাহইদ্দিনের মায়তো লাউপাতা বিলাইছে- ভিনদেশে নিয়া চোখ বাইন্ধা ছাইড়া দিছে! আমরারে ধরলে কি আর ছাড়ব!?? আপনার লগে আর কথা নাই!!!!!!!!!!!!!!!






মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৫ রাত ৯:৩০

নয়া দাদা বলেছেন: আমলীগের ধারনা ওরা গদি ছারবে না কিয়ামত তক | তবে ইহিহাস বড় নিষ্ঠুর|

১৭ ই মে, ২০১৫ সকাল ১০:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইতিহাস বড় নিষ্ঠুর| ++++

২| ১৬ ই মে, ২০১৫ রাত ১০:০৮

মেশকাত মাহমুদ বলেছেন: সহমত ভৃগু।

১৭ ই মে, ২০১৫ সকাল ১০:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ

৩| ১৬ ই মে, ২০১৫ রাত ১০:২৪

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: ২দিন পরে বলবে গণতন্ত্রেরই দরকার নাই!!

১৭ ই মে, ২০১৫ সকাল ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজতন্ত্র কায়েমের ঘোষনা দেয় কিনা দেখেন!!!

৪| ১৬ ই মে, ২০১৫ রাত ১১:৫৬

মোহাম্মদ জামিল বলেছেন: ওরা যা কই সবি ওগো ধনের তন্ত্র.....গনতন্ত্র না...

১৭ ই মে, ২০১৫ সকাল ১০:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সৈরাচার আর অনির্বাচিতদের পক্ষেই এমন ভাবা বলা সম্ভব! কিন্তু মহাকালের কাছে তা ঘৃণীত হয়েই রইবে!!!

৫| ১৬ ই মে, ২০১৫ রাত ১১:৫৮

ক্ষতিগ্রস্থ বলেছেন: সত্যিটা এখনও বলে নাই, ধারাবাহিকভাবে বলবে। সত্যটা পাঁচ বছর পরে স্বীকার করে বলবে যে তারা আসলে উত্তর কোরিয়ার গণতন্ত্র বিশ্বাস করে। এবার আর বাকশাল-ফাকশাল নাম না নিয়ে বাকশাল কায়েম করবে।

১৭ ই মে, ২০১৫ সকাল ১১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডিজিটাল হয়ে গেছে না এবার!

৭২-৭৫এ সবপত্রিকা বন্ধ করে বদনাম হয়েছিল! এইবার দেখেন না- সব কেমন চলছে!? কিন্তু অনুগত বংশবদ আর চামচ চাটুকারিতার সাথে!!!!!!!!!!!!!!!!!

তবে ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। আজ তারা যাকে যোগ্যতা ভাবছে- কালকেই তাই জুলুম হিসাবে প্রতিষ্ঠিত হবে।
হত্যা গুম খুন জেল আর মামলা হামলা দিয়ে কিছু সময়কে কিছুদিনের জন্য নিয়ন্ত্রনে রাখা যায়! সব সময় নয়!

৬| ১৭ ই মে, ২০১৫ সকাল ১০:৫৫

বিদগ্ধ বলেছেন: জনাব, কী আর কমু! জনগণ মোতাবেক শাসক। অর্থাৎ জনগণ তাদের যোগ্যতা মোতাবেক শাসক পায়।

তবে একটি কথা মনে রাখা জরুরি.... গণতন্ত্রের কোন অকাট্য আদর্শ পৃথিবীতে এখনও প্রতিষ্ঠিত হয় নি। শাসকেরা তাদের নিজ নিজ ইচ্ছামতো গণতন্ত্রের মাত্রা ঠিক করেন। এ আর নতুন কী!

১৭ ই মে, ২০১৫ সকাল ১১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবু মিনিমাম ম্যাক্সিমাম বলে কথা আছে না!

এখন গণতন্ত্রের নামে যা বলা করা হচ্ছে- তা কোনভাবেই গণতন্ত্রের নামে চলে না। বরং স্বৈরতন্ত্র, স্বেচ্ছাচারীতার সমার্থক!!!

৭| ১৭ ই মে, ২০১৫ রাত ৯:৪২

কলাবাগান১ বলেছেন: Machiavelli’s Rule (1469-1527): Who envisioned the European Renaissance


“A ruler might be cruel or merciful, generous or deceitful, all to better the state”


“Ignore whether actions are good or evil, only judge them on their benefit to the state”

১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: “Ignore whether actions are good or evil, only judge them on their benefit to the আওয়ামীলীগ” !!!!


সামনে হয়ত মেকিয়াভেলির বদলে বর্তমান নেত্রির নামে এমন তত্ব লেখা হবে!!!

চেঙ্গিস খান সময়ের বিজয়ী হয়তো - কিন্তু চিরকালের ঘৃণিত !!!!!!

৮| ১৭ ই মে, ২০১৫ রাত ১০:১৩

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন:
বাকশালি টা আবার হাজির হইসে!!! নিজের পোস্টে কমেন্ট করতে দেয় না, আবার আরেক জায়গায় Machiavelli রে quote করতেসে।
@ কলাবাগান১, মধ্য যুগের শাসকের চিন্তা ভাবনা ২০১৫ এ চলে?? কি বোঝাতে চান Machiavelli রে quote কইরা?? হাসিনাকে আপনি তাহলে মধ্যযুগের মনে করেন? তাইলে তো বর্বতা যা দেখাচ্ছে তা ঠিকই আছে!!

১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য টা মাঝে মাঝে মুখ ফস্কেই বেরিয়ে যায় ;)

৯| ১৭ ই মে, ২০১৫ রাত ১১:০২

শতদ্রু একটি নদী... বলেছেন:
বিশাল হাসিনাপ্রেমী এই নাসিম সাহেব। কেয়ারটেকার গভঃ এর সময় পল্টিবাজদের একজন। হাসিনা এরে খেদায়নাই তাই অনেক। তবে এই ধরনের বক্তব্য দিয়া হাসিনারে ডুবাইতে উনার মত কয়েকজনই এনাফ। উনি গণতন্রের সংগা জানেন নাকি এইটা নিয়াই সন্দেহ আছে।

১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের দুর্ভাগ্য !!!

এরাই আমাদের শাসক !!!!!!!!

১০| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৯

মেশকাত মাহমুদ বলেছেন: শতদ্রু সাহেবের সাথে সহমত পোষণ করছি।

১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের দুর্ভাগ্য !!!

এরাই আমাদের শাসক !!!!!!!!

১১| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: সালাউদ্দিন নিয়া কি লেখা হয় নাই কোন?? আমি কি মিস করলাম??
এত বড় একটা ঘটনা, বাংলাদেশে এরকম ন্যাক্কারজনক কিছু কি হইসিল কোনোদিন?
কার কোন আওয়াজ নাই??

১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আইজুদ্দিন হঠাৎ দৌড়!!!!

আরে আরে দৌড়ান কেন?

আরে আপনি পাগল নাকি? সালাহইদ্দিনের মায়তো লাউপাতা বিলাইছে- ভিনদেশে নিয়া চোখ বাইন্ধা ছাইড়া দিছে! আমরারে ধরলে কি আর ছাড়ব!??

কে লিখব? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! বলেন?

পাগলা ঘোড়া, পাগলা কুকুর এদের সামনে কেউ দাঁড়ায় না!

ভয়ে? না! কারণ পাগলের সাথে সবাই তো আর পাগল না! তাই !

শাস্রে অবশ্য এর সমাধান আছে- যেমন কুকুর- তেমন মুগুর!

১২| ১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




দেরীতে হলেও পড়লুম । বেশ রগরগে হিউমার ।

তবে বলি, দেশে কি কেউ একজনও "রাজনীতিবিদ" আছেন বলে মনে করেন এখনও, তো দেখে আর শিখেও ?
সবখানেই তো " দলবিদ" --- " ইয়া-নফসীবিদ"য়ে ভরা । এদের দেয়া ফর্মূলা হলো কাঠালপাতা , আমরা বাকী সব ছাগলেরা তাই-ই পরমানন্দে চিবিয়ে চলেছি । চিবিয়ে পাঁচ-পাঁচটি বছরের জন্যে নিশ্চিন্তি ।
তাই আপনার সাথে দ্বিমত করে বলি - আমরা পাতলা পায়খানায় ভুগছিনে , ভুগছি কোষ্ঠকাঠিন্যে ।

১৬ ই জুন, ২০১৫ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। দেরী হলেও সই- না পড়াতো আর রইল না ;)

আর পাতলা হোক আর কোষ্ঠ্য কাঠিন্য হোক রোগীতো বটে;)

নিরাময় চাই! দেশটা সুস্থ হোক, রাজনীতি সুস্থ হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.