নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ: পহেলা বৈশাখে নারী নির্যাতন!!!!ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ \\\\\\\'তাণ্ডবই প্রমাণ করে পুলিশ দোষীদের আড়াল করতে চায়\\\\\\\' -

১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

আমরা কোথায় আছি?

স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশে?

নাকি স্বৈরাচারী কোন পুলিশি রাষ্ট্রে?
নইলে এমন খাবর আর ছবিও দেখতে হয় !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

শীর্ষ নিউজ, ঢাকা : পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনায় জড়িতদের গ্রেফতার দাবিতে ডিএমপি কার্যালয় ঘেরাওয়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

এই হামলাকে ‘নারকীয় তাণ্ডব’ অভিহিত করে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এই নারকীয় তাণ্ডব প্রমাণ করে তারা দোষীদের আড়াল করতে চায়। রাষ্ট্রের এমন ফ্যাসিবাদী আচরণ রুখে দিতে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানায় সংগঠনটি।

ছাত্র ইউনিয়ন দাবি করেছে, রোববার পুলিশি হামলায় সংগঠনটির কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। আটক করা হয়েছে ৬ জনকে। - See more at: Click This Link


গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ‘নারীকে নিপীড়নের এমন ঘটনা অহরহই ঘটছে। আমরা এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।’


লিটন নন্দী বলেন, ‘আমরা দৃষ্টান্ত চাই। এ ঘটনায় জড়িতদের এবং কর্তব্যে অবহেলাকারীদের শাস্তি চাই। সেই সঙ্গে এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার নিশ্চয়তা চাই।’ তিনি তাঁদের ছয় দফা দাবির পূর্ণ বাস্তবায়ন দাবি জানান। দাবিগুলো হলো দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া, দায়িত্ব পালনে ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণ, পুলিশের দায়িত্বে অবহেলার তদন্ত ও বিচার, বিশ্ববিদ্যালয়ের কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা, হাইকোর্ট নির্দেশিত যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয়ভাবে নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন করা।


এই কি আমাদের নারী প্রধানমন্ত্রীর পুলিশ বাহিনীর কাজ!
অপরাধীতো ধরা পড়ছেই না্ উল্টো বিচার চাইতে গেলে এইরকম নৃশংস হামলা! ?
নারী শুধু নারীই নয়- মায়ের জাতও বটে!
আজকের মা দিবসে সেই নারী সেই মায়ের জাতের গায়ে এমন বুটের লাখি!!!!!!!!!!!!!!!

ধরনী দ্বিধা হও!!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৫ রাত ১:২৫

প্রবাসী পাঠক বলেছেন: গত কয়েক বছরে পুলিশের কার্যক্রম দেখে সত্যিই আশাহত। ব্রিটিশ আমলের পুলিশও এতটা বর্বর হয়ত ছিল না।

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্রিটিশ আমলের পুলিশের বর্বরতার মতই তাদের আচরণ!!!!!!!!!!!!!!!!!!

২| ১২ ই মে, ২০১৫ সকাল ১১:৩৩

অন্ধবিন্দু বলেছেন: ধরনী দ্বিধা হয়ে আর কি হবে যদি তার সরণীতে কেউ না-হাঁটে !

১২ ই মে, ২০১৫ দুপুর ১২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাটার অবসর টুকু আর থাকচে কিনা তাইতো ভাবনার বিষয় এখন..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.