নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

যে কোন উপায়ে জেতা, জেতা না ! সিটি নির্বাচন কতিপয় শিরোনাম ও বাস্তবতা!

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪০

যে কোন উপায়ে জেতা, জেতা না



শীর্ষ নিউজ ডটকম, ঢাকা : যে কোন উপায়ে জেতা, জেতা না বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। - See more at: Click This Link



প্রতিটি ভোটকেন্দ্র আ'লীগ নেতাকর্মীদের দখলে



ব্যালট সংকট: ফিরে গেলেন ভোটাররা -বেলা সাড়ে ১১টা স্পট সিদ্বেশ্বরী গার্সল স্কুল। এই কেন্দ্রের ৮টি বুথেই ব্যালট নেই। - See more at: Click This Link



ভোটারদের বের করে ব্যালট পেপারে সিল



বাংলাবাজারে জাল ভোটে অংশ নিলেন পোলিং কর্মকর্তা



যেভাবে নির্বাচন হলো চট্টগ্রামে



পুলিশের নীরব সহযোগিতায় কেন্দ্র দখল করে ব্যালটে সিল, আগুন



আব্বাসের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২

সরকার দলীয় ক্যাডারদের হামলা: গুলিবিদ্ধ ১ জনসহ ৭ সাংবাদিক আহত



গায়েবি ভোটের উৎসবে ভোট কর্মকর্তারা



সকাল থেকে ১৯ আহত ব্যক্তি ঢামেকে, ভর্তি ৪



এজেন্টদের বের করে দেওয়ার পর ব্যালটে সিল মারা শুরু করলেন পোলিং কর্মকর্তারা -



উত্তরা হাইস্কুল থেকে তাবিথের এজেন্টদের বের দিয়েছে পুলিশ



মিরপুরে সিল দেওয়া তিন বই উদ্ধার



বাধার মুখে মিডিয়া



অভিনব কায়দায় ব্যালটে সিল : টিভি ক্যামেরা চুরমার

‘ভেতরে বলা আছে, সরাসরি সিল দিয়ে আসবেন’



‘সরকার দলের নেতাকর্মীরা সব কেন্দ্র দখল করে নিয়েছে’



গেটে তালা দিয়ে প্রিসাইডিং অফিসারের কক্ষে সিল!



সিলটা আমার সামনে মার



কমলাপুরে ব্যালট পেপার ছিনতাই করলো আ.লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী - See more at: Click This Link



একটি কেন্দ্র দখলের কাহিনী



ভোট কেন্দ্রে এমপি মিটিংয়ে!



ভোটের ফটো



হাজারীবাগে ভোট কেন্দ্রে সংঘর্ষ



ভোট জালিয়াতিতে খোদ প্রিজাইডিং অফিসার



বান্ডেল ধরে জাল ভোট



কিছুই দেখিনি : বিবিসিকে প্রিজাইডিং অফিসার

তেজগাঁওয়ে কেন্দ্রের বুথ দখল করে গণহারে ভোট

- See more at: Click This Link



সুরিটোলা কেন্দ্রে সংঘর্ষ, ইসি শাহনেওয়াজের গাড়িতে জুতা নিক্ষেপ



সরকার দলীয় ক্যাডারদের হামলা: গুলিবিদ্ধ ১ জনসহ ৭ সাংবাদিক আহত - See more at: Click This Link



হাজী সেলিম লাঞ্ছিত : দেহরক্ষীর গুলিতে আহত ১





অনিয়ম কই, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে: আ. লীগ



‘সিটি নির্বাচনে ব্যক্তি তার অধিকার হারিয়েছে’



আপনারা দেখান, সাংবাদিকদের সিইসি



চট্টগ্রামে কেন্দ্র দখল করে হাতি মার্কায় ‘ভোট উৎসব’



কোনো জবাব দিলেন না সিইসি



চট্টগ্রামে মনজুর আলমের ভোট বর্জনের ঘোষণা



নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জোনায়েদ সাকি



ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নির্বাচন বর্জনের ঘোষণা - See more at: Click This Link



বিএনপির নির্বাচন বর্জন





তথ্যসূত্র: প্রথমআলো, যুগান্তর, শীর্ষ নিউজ, বিডিনিউজ, মানবজমিন





মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৬

বিষক্ষয় বলেছেন: Police will threaten these news outlets and a lot of these links probably will not work tomorrow. Better to copy paste all the infos under each link

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল বলেছেন।

এখন চার ৫টি অনলাইন যদি পুরাই গায়েব করে দিতে পারে- তারা তবে আমিও না হয় পোষ্টটাই ড্রাফট করে ফেলব ;) :):):)

চিন্তা করেন কি ভয়াবহ অবস্থা!

২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইরকম ঘৃন্য জঘন্য প্রকাশ্য ভোটচুরির পরও তার পক্ষে সাফাই গায় যারা তারা শুধূ যে বিক্রিত তা নয় বিকৃত মানসিকতারও বটে!

আবার তারাই বড় গলা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার জন্য গলাবাজি করে= যা মৌলিক চেতনার প্রকাশ্য বিরোধীতাও বটে।

একজন স্বাধীনতাকামী, মুক্তির চেতনা ধারী কখনোই অনির্বচাতি স্বৈরাচারের সমর্থন করতে পারে না।

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৪

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: কাদের সিদ্দিকী বলেছেন, গরু চোরের চেয়ে খারাপ ছাগল চোর, আর তার চেয়েও বেশী খারাপ ভোট চোর।

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: তার চেয়েও বেশী খারাপ ভোট চোর..

কাদের সিদ্দিকী ++++++++++++

৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৫

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: একত্রে দেয়ার জন্য ধন্যবাদ!

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো সামান্য! ৪-৫টি অনলাইণের শিরোনাম শুধু!!

বাস্তবতাতো আরো ভয়াবহ! যা প্রকাশেরই সুযোগ পায়নি!

৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

মিতক্ষরা বলেছেন: ৫ই জানুয়ারীর ভোটের পরে যখন উপজেলা নির্বাচন হল, তখনও এরকমই হয়েছে। এই সরকারের পক্ষে কোন নির্বাচনই সম্ভব নয়। কারন তারা জানে নির্বাচন ২৫ ভাগ সুষ্ঠু হলেও তাদের কি অবস্থা হবে। সমস্যাটা মূলত সরকারের। নির্বাচন কমিশনের নয়। নির্বাচন কমিশনকে কাজ করতে দেয়া হয় না। এখন নির্বাচন কমিশনারদের উচিত পদত্যাগ করা। নতুবা এই জাল ভোটের দায় তাদেরও।

বিএনপিকে ধন্যবাদ নির্বাচনে অংশ নেবার জন্যে। নতুবা এই জাল ভোটের প্রমান এতটা পরিষ্কার হত না।

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। বিএনপি এসবেনা ভেবেই তারা ফাকা মাঠৈ গোল দিতে চেয়েছিল। এবং বিএনপি নির্বচন বিমূখ দল প্রমাণ করতে চেয়েছিল!

বিএনপি নির্বাচনে আসায় তারা আর লেজ লুকাইয়া রাখতে পারল না।

তাদের অব্যসমত ভোট চুরি, ডাকাতি, ব্যলট ছিনতাই, সম্ভ সকল প্রকার কারচুপি নগ্ন ভাবেই করেই ছাড়ল!

তার পরও তাদের এবং তাদের সমর্থকদের উল্লাস দেখে করুনা হয়-

মানুষ পদবাচ্যতার আর কিছূই বাকী রইল না!

৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

মিতক্ষরা বলেছেন: এইমাত্র দেখলাম সিইসি রাকিব নির্বাচন নিয়ে সন্তোষ ব্যক্ত করেছেন। তার মানে এই জাল ভোটের পেছনে সিইসির সমর্থন এবং নিষ্ঠা ছিল পুরোপুরি।

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি হুজুরীর প্রতিশব্দ এখণ ছি: ইসি!!!

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: চারটার পরও সিল মারার মহোৎসব

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ মঙ্গলবার সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়, চলে টানা বিকেল চারটা পর্যন্ত। এই সময়ের মধ্যে কেন্দ্র দখল করে সরকার-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট দিতে দেখা গেছে। কিন্তু বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরও ঢাকার উত্তর সিটি করপোরেশন নির্বাচনের একটি কেন্দ্রদখল করে ব্যালটে সিল মারতে দেখা গেছে।
উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিকেল চারটা ২৫ মিনিট পর্যন্ত বিভিন্ন বুথে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ব্যালটে সিল মারতে দেখা গেছে।
এ সময় ভোটকেন্দ্রের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রথম আলোর ফটো সাংবাদিক ক্যামেরায় এ দৃশ্য ধারণ করতে গেলে তাঁকে জোরপূর্বক বুথ থেকে বের করে দেন সরকার দলীয় নেতা-কর্মীরা।
বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে দেখা যায়, বিভিন্ন বুথে সরকার দলীয় স্থানীয় নেতা-কর্মীরা ব্যালটের বই নিয়ে একের পর এক পাতায় এক নাগাড়ে সিল মেরে তা বাক্সে ভরছিলেন। আরেক গ্রুপ ব্যালট বইয়ের মুড়ির অংশে টিপসই দিচ্ছিল। নেতা গোছের কয়েকজন পাইকারি হারে ব্যালটে সিল মারা ঠিকভাবে হচ্ছে কি না তা তদারকি করছিলেন।
এমনটা চলে বিকেল চারটা ২৫ মিনিট পর্যন্ত। এরপর প্রিসাইডিং কর্মকর্তার কাছে সিলমারা ব্যালট বাক্সগুলো নেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে উপস্থিত ভোট গ্রহণকারী কর্মকর্তারা কিছু বলতে রাজি হননি --
http://www.prothom-alo.com/bangladesh/article/515059/চারটার-পরও-সিল-মারার-মহোৎসব

তারপরো তিনি বলেন- নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে!

আমরা কি মগের মুল্লুক বাস করি নাকি মিথ্যাবাদিদের মুল্লুকে!

যেখানে সাথে সাথৈ পদত্যাগ করা সুস্থ ণ্যায়বান বিবেকবান লোকের নাগরিকে জণ্য আবশ্যক। সেখানে সকল বিবেক দায়বোধ জলঞ্জলি দিয়ে এইরকম মিথ্যাচারিতাও জাতিকে মেনে নিতে হয়!!!!

৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

মিতক্ষরা বলেছেন: আরাফাত, সলিম উল্লাহ খান, জাফর ইকবাল, সাবেক চবি ভিসি আবদুল মান্নান প্রমুখরা সম্ভবত এই নির্বাচনকে যুগশ্রেষ্ঠ নির্বাচন দাবী করে টক শোতে বক্তব্য দেবেন। সেরকম টক শোর লিংক থাকলে সেটি এখানে দিয়েন। ঐসবের কোন তুলনা হয় না।

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: টক শোতো অলরেডি শুরু হইয়া গেছে!!!!


দুপেয়ে জীব পদবাচ্যতাও বুঝি হারানোর পথে। বাঙালীর পিছিয়ে থাকা বুঝি এজন্যই ! অনির্বাচিত সরকার আর স্বৈরাচারের পক্ষে যেই দেশে কথিত বুদ্ধিজীবীরা দালালী করতে পারে- তার এগিযে যাওয়া কিভাবে সম্ভব?????

৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

হৃদয়-রাইডে বলেছেন: খাজা বাবার দেশে গাঞ্জা (গাঁজা) লাগাইয়া
সুখ টান দিতে ইচ্ছে হচ্ছে
জয় খাজা বাবা!!

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুঝছি ডিজিটাল ভোট উৎসব আর এক পাক্ষিক নিরপেক্ষতা দেইখ্যা পুরাই আউলাইয়েছেন ;)

তায় আবার খাজা বাবারে নিয়া টানটানি কেন!

রাজনৈতিক নেতাদের ছিঃ ইসির ডায়ালগ শুনলে যে গাঞ্জা না খাইছে সেও নেশাতুর হয়ে যাবে!!!

রাষ্ট্রীয় মিথ্যাচারীতায় বিনা প্রতিদ্বন্ধিতায় নুবেল পাবে এই সরকার!!!!!!!!

৮| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

মিতক্ষরা বলেছেন: টক শোতো অলরেডি শুরু হইয়া গেছে!!!!


মনে করে লিংক দিয়েন।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনারও চোখে পড়লে অনুগ্রহ করে মন্তব্যের ঘরে দিলে কৃতার্থ হবো।

ধন্যবাদ।

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কোনটা রাইখা কোনটা দেই!!!

দেশে এত চুামচ! চামচার অভাব নাই!!!!!!!!!!!!!

এখন ৭১ হইলে মনে হয় ডিজিটাল রাজাকারেরা শতভাগ পাস হইয়া যাইত! কলকাতা ফেরতারা যেমনে চেতনার হোলসেল বক্রি করে- তাতে এমন চামচ বাড়ারই কথা!!!!!!!!!!!!

৯| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৪

িবষন্নতা বলেছেন: ব্লগ এভং অনলাইন নিউজ গুলার জন্য কিছুটা তথ্য পাওয়া যাচ্ছে। টি ভি চ্যানেল সবগুলাই তো বি টি ভি হইয়া গেছে। এই দেশে প্রতিবাদের সব গুলো মাধ্যমই শেষ হয় গেছে। আমরা বড় অসহায়, দুর্ভাগা।

২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইবারের অর্নবাচিত সরকারের দীর্ঘ কালে জুলুম, অত্যাচার গুম খুন নির্যাতনের শতভাগ দায় তথাকথিত মিডিয়াকে বহন করতে হবে।

কারণ তারাই চামচামী, দলান্ধতায়, অল্প কিছূ ভয়ে, বেশীরভাগ লোভে বা তথাকথিত আত্বস্বার্থে টিকে থাকতে দেশ ও জনগণের ভাগ্যো নিয়ে ছিনিমিনি খেলছে।

সত্যকে সত্য করে বলছে না। অথচ এই এরাই স্রেফ বিএনপি ক্ষমতায় থাকলে এর ১০০ ভাগের এক ভাগ ঘটনা ঘটলে তা ফুলিয়ে ফাপিয়ে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করাত!

তাই শতভাগ দায় নিয়েই তাদের দায় শোধের চিন্তা মাথায় রেখে কাজ করা উচিত।

নইল আমজনতার বিজয় যখন অর্জিত হবে জনতাই সেই দায়- আদায় করে নেবে!

১০| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৩

ময়না বঙ্গাল বলেছেন: Democracy soars high in the endless sky and looks queerly at the demeanor of non-democrats .

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: গণতন্ত্র কেবলই তাদের মূখে- অন্তরে স্বৈরতন্ত্র!!!!!!! তা ৭২-৭৫ কি ২০১৫!

১১| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

আহলান বলেছেন: খেলতে গেলে একটু ফাউল হয়ই ...

মেলায় গেলে একটু একটু ইভটিজিং এর স্বিকার হতেই হয় ...

ভোটের জন্য প্রচারণা চালালে গাড়ি গুড়ি একটু ভাঙেই মানুষ....

..... এসব কি গায়ে মাখলে চলে বলুন?

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাকে একটু বলছেন?

লক্ষ লক্ষ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেয়া একটু!

আপনার মা- বোন আছে কিনা জানি না। থাকলে দোয়া করি তাদের জীবন যেন এইরকম একটু ফাউলও না হয়। আর তারা যেন কখনো মেলায় না যায়!!!!
যার এইরকম ছেল আর ভাই থাকে তাদের ভরসা কি?

দেশ মাতার কথাতো বাদই! গণতন্ত্রের ভাই হিসাবেতো তার ফিলিংসই নাই!

১২| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮

মোস্তাক_আহম্মদ বলেছেন: এদের কি গুম হওয়ার ভয় নেই

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। দেখেছি- বলছিও :)

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১০

মিতক্ষরা বলেছেন: আমি ৭১ টিভি সহ কয়েকটি চ্যানেলের টক শো দেখলাম। আওয়ামী চাটুকাররা তো বিএনপিকে দুষবে সেটাই স্বাভাবিক। বড় গলায় বিএনপিকে দুষলেও ভোট ডাকাতির বিষয়ে মিনমিনে হতে হচ্ছে চাটুকারগুলিকে - এইটা আরেক মজা।

০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইতাহাসে দলান্ধতা আর চামচামীর এক নতুন ইতিহাস রচনা করে যাচ্ছে ঐ চাটুকার গুলা!!

হয়তো মীরজাফরের বদল কোন এক সময় তারাই হবে নতুনউপমা!!!

১৪| ০২ রা মে, ২০১৫ রাত ১০:২৬

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৩ রা মে, ২০১৫ দুপুর ১২:১৮

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ওই ভৃগু.....................

বি এন পি কবে ক্ষমতায় আনবেন? আওমীলীগের ঠেলায় আর পারি না!!

০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইতো.. আর কটাদিন সবুর কর- রসূন বুনেছি ;)

কি ব্যাপার ভাই- আপনারে আবার ঠেলে কেঠায়!!! চেতনার স্ব-নিয়োেজিত হোলসেলার ঠিকাদার তারার অন্রায় করলে কি আর তা অন্যায়!!??

কৃষ্ণ করলে লীলা অন্যে করলে পাপ!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.