নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

নিজে সচেতন হোন অন্যকেও সতর্ক করুন- এপয়েন্টমেন্ট লেটার বানিজ্য! প্রতারণার নতুন ধারা!!!

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৩

বহুত দিন পর অবাক হইলাম।


মেইল চেক করতে গিয়া দেখী আমার নামে এপয়েন্টমেন্ট লেটার!!!!!!!

আমিতো সদ্য কোন দেশি কোম্পানীতে আবেদন পাঠাইনি! তবে!
দেশকি এতই এগিয়ে গেল- অনলাইনেই খুইজা তাদের যোগ্য লোককে বিনা আবেদনেই সিলেক্ট করা শুরু করলো!!!! বাহ বেশতো! ডিজিটাল অগ্রগতি বলে কথা ;) ভেবে

চোখ কচলাইয়া ডাউনলোড দিলাম!
৩ পাতার পিডিএফ এটাচমেন্ট।

বহুত ধৈর্যে বহুত কষ্টে পইড়া শেষ কইরা পোষ্ট দেয়ার কতর্ব্য তাড়না পীড়িত করিল! কে জানে না জেনে যদি কেউ আবার যোগদান করতে চলে যায়!

মোহাম্মাদ গোলাম ছারোয়ার
( ম্যানেজার প্রশাসন )
অফিস ঃ- বাংলাদেশ লজিষ্ট্রিক সার্ভিসেস্ লিমিটেড (বি.এল.এস),জিলানী মার্কেট (দ্বিতীয় তলা) বোর্ড বাজার, গাজীপুর সদর। ফোন ঃ- ০১৯১১ ৫০ ৭০ ৯১।
লোকেশন ঃ- জালাল শপিং সেন্টার এর পশ্চিম পার্শ্বে। অফিস টাইম ০৯টা হইতে ০৫ টা এর আগে বা পরে ফোন করবেন না।

উল্লেখিত জনাব ম্যানেজার প্রশাসন স্বাক্ষরিত চিঠিতে সংক্ষেপে যাহা বলা হইয়াছে-

@ বিনা আবেদনে বিনা লিখিত পরীক্ষায়ই আপনি নির্বাচিত। শুধূ ভাইবা দিতে হইবে!
@ প্রথমে আপনাকে মাত্র ২৫০০ টাকা কোম্পানীকে সার্ভিস! চার্জ বাবাদ দিতে হইবে!
হেনতেন ব্লা ব্লা শেষে তা অফেরত যোগ্য!
@ আপনার চাকুরী হইবেই!
@আপনার ইচ্ছামত স্থানে নিয়োগ পাইবেন!
@তাদের কথিত প্রশিক্ষনের জন্য ২০ দিন থাকতে হবে- তাহাতে কত খরচ তাহা অবশ্য উল্লেখ নাই! বকরা গিলোটিনে মাথা রাখিলে টের পাইবে হয়ত ;)

তাদের ভাষায় দেখুন-
====
"" আমাদের চাহিদা মোতাবেক ও শর্ত অনুযায়ী প্্রয়োজনীয় কাগজ-পত্রাদী জমা দেওয়ার পর চুড়ান্ত ভাবে নিয়োগ প্রদান করা হবে। আপনি যদি চাকরি করতে অনিচ্ছুক হোন তা যদি আপনার ব্যক্তিগত/ পারিবারিক সমস্যা জনিত বা অন্য যে কোন কারণে হয়,সেই ক্ষেত্রে আপনি আমাদের-কে মোবাইল/ই-মেইল এর মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন,তাহলে হয়তো আমরা অন্য কাউকে এই চাকরি-টা করার সুযোগ দিতে পারবো।
উল্লেখিত তারিখের দিন যদি প্রাকৃতিক দূর্যোগ/বিলম্বে ই-মেইল প্রাপিÍ/অসুস্থতা/অথবা অন্য যে কোন সমস্যা জনিত কারণে আপনি ঐ দিন অংশ গ্্রহন করতে না পারেন,তাহলে তার পরের দিন

উপরে বর্ণিত উল্লেখিত সময়ের মধ্যে অংশ গ্্রহন করিবেন। যথাযথ তারিখ এর আগে কোন প্রকার নিয়োগ করা হবে না,বিধায় অনুগ্রহ করে উল্লেখিত তারিখ ও সময়ের আগে অফিসের সাথে সরাসরি নিয়োগ সμান্ত বিষয় নিয়ে কোন প্রকারের যোগাযোগ করিবেন না। বিলম্বে ই-মেইল প্্রাপ্ত হইলে পরবর্তী নির্দেশনার জন্য সাপোর্ট ফোন/
ই-মেইল এ যোগাযোগ করিবেন। যোগদান পত্র এর প্রিন্ট কপি এবং প্্রয়োজনীয় কাগজ-পত্রাদী ছাড়া সাক্ষাতকারের জন্য আসবেন না।

(০৩) ইন্টারভিউ/ভাইভা ঃ- আপনার নিকট চাকরি-টা মনবোত হলে আপনি সরাসরি যোগদান করতে পারবেন,আপনাকে কোন প্রকার লিখিত ইন্টারভিউ দিতে হবে না।
শুধু মাত্র ঐ দিন আপনার ভাইভা নেওয়া হবে এবং আপনার উপস্থিতি,কাগজপত্র,সরাসরি কথোপকথন,কাজের প্রতি আগ্রহ,মন-মানসিকতা,আপনার চাকরির চাহিদা
কেমন সেইটা দেখা হবে। আপনার সমস্ত কিছু যদি আমাদের কাছে গ্রহণ যোগ্য বলে মনে হয়,তাহলে ঐ দিন আপনার কাছ থেকে নিন্মে বর্ণিত কলাম-০৪ এর সার্ভিস চার্জ ২,৫০০/= (দুই হাজার পাঁচশত) টাকা মাত্র,সহ আপনার কাগজ পত্র জমা নেওয়া হবে এবং সেই সময়েই রিμুটমেন্ট করা হবে। আপনি আমাদের নিকট মনবোত :P
না হলে আপনার কাছ থেকে কোন কিছুই জমা নেওয়া হবে না। বেশীর ভাগ চাকরি প্রার্থী ঢাকায় ইন্টারভিউ দিতে আসতে চান না,কারণ যাতায়াত ভোগান্তি আর ইন্টারভিউ দেওয়ার মানে হলো চাকরির কোন নিশ্চয়তা নেই ! হতেও পারে আবার নাও হতে পারে,কাজেই একজন চাকরি প্রার্থী দূর থেকে টাকা পয়সা খরচ করে অনিশ্চয়তার মধ্যে ইন্টারভিউ দিতে আসতে চান না। বিধায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আমাদের প্রয়োজনের তাগিদে লিখিত ইন্টারভিউ ছাড়াই এই নিয়োগ দেওয়ার সিন্ধান্তে উপনিত হয়েছেন,এ ছাড়াও আমাদের কাজ সম্পর্কে আবেদনকৃত বেশির ভাগ প্রার্থীর কোন অভিজ্ঞতা নেই ! তাই লিখিত ইন্টারভিউ নিচ্ছি না,সেই হিসাবে আপনি
প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থী। অনভিজ্ঞদের প্রশিক্ষণের মাধ্যমে কাজ শিখিয়ে আমাদের কাজের উপযুক্ত করে গড়ে তুলবো। আমাদের নিকট কেবল মাত্র আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কাজ করার মত মানসিক প্্রস্তুতি গ্রহন যোগ্য হলেই আপনাকে চুড়ান্ত ভাবে নিয়োগ প্রদান করা হবে।
(০৪) ভেরিফিকেশন/প্রশিক্ষণ চার্জ/শর্ত সমূহ ঃ- প্রার্থী-কে ভালো-ভাবে জানার জন্য কোম্পানি হতে একটা ভেরিফিকেশন করা হয়,যেমন যে ঠিকানা ব্যবহার করা হয়েছে তা সঠিক কিনা,আপনার বিরুদ্ধে চলমান কোন মামলা-মোকদ্দমা আছে কিনা,আপনার শিক্ষাগত যোগ্যতা সঠিক কিনা ইত্যাদি। আপনার কাগজপত্র যাচাই-বাছাই প্রশিক্ষণের সময় আহার,বাসস্থান, ও অন্যানড়ব খরচ সহ সর্ব সাকুল্য প্রায় ৫,০০০/-, ৬,০০০/- (পাঁচ হাজার থেকে ছয় হাজার) টাকা কোম্পানির খরচ হতে পারে, যার ৫০% কোম্পানি বহন করে এবং ৫০% খরচ প্রার্থী-কে বহন করতে হয়,যাহাতে আপনার এবং কোম্পানির উভয়েরই যেন কোন প্রকার সমস্যা না হয়। কাজেই আপনাকে সর্ব সাকুল্য সার্ভিস চার্জ ২,৫০০/= (দুই হাজার পাঁচশত) টাকা মাত্র,রিμুটমেন্ট করার সময় ঐ দিন অফিসে জমা দিতে হবে,কাজেই আসার সময় আপনাকে সার্ভিস চার্জ সঙ্গে করে নিয়ে আসতে হবে। সার্ভিস চার্জের বিপরীতে টাকার রশিদ পাবেন। আপনার মনে প্রশড়ব জাগতে পারে কোম্পানি সব কিছু বহন করতে পারে আর এই টুকু খরচ বহন করতে পারবে না ? কোম্পানি অবশ্যই করতে পারে,কিন্তু আমরা মানুষ হিসাবে সব সময় নিজেদের সুবিধা-ভোগের কথা চিন্তা করি। যখন সবকিছু কোম্পানি বহন করে এবং আপনি সহজেই পেয়ে যান,এখানে আপনি কোন ধরা-বাধা নিয়মের মধ্যে নেই ! বিধায় প্রশিক্ষণ বা কাজের প্রতি সঠিক মূল্যায়ন হয় না! কাজেই আপনার জন্য এই ধরা-বাধা নিয়ম-টুকু তৈরী করা হয়েছে যাহাতে আপনি কাজের প্রতি মনযোগী হোন, কোম্পানির ও কোন প্রকার ক্ষতিসাধিত না হয়।""
===

তাদের এহেন বানান ষষ্ষ্ঠি সম্বলিত মিঠা কথায় ভাসিয়া অবাক হইয়া ভাবিতে লাগিলাম- এরপরেও দেশে বেকারত্বের অভিযোগ করা কি সমীচিন হইবে!
আহা! এত এত সুযোগ সুবিধা দিয়াও কোম্পানী লোক পায়না! আর দেশ নাকি বেকারত্বের ভারে কাহিল!!!!!


মাত্র কোটি বেকারের দেশে ১০ হাজার বেকারকেও যদি প্রতারিত করিতে পারে- ভাবুন কত ফান্ড হয়- আড়াই কোটি টাকা!!!!!
আশা করি পুলিশ প্রশাসন যথাযথ সময়ে তাদের ব্যাপারে সজাগ হইবে!
নচেত হাজার লক্ষ বেকার যুবকের কাছ থেকে বিশাল অংকের টাকা আত্মসাতের পর যেন হায় হায় করিতে না হয়!!!

নিজে সতর্ক হোন, সচেতন হোন! অন্যকে সচেতন করুন।





মন্তব্য ২৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫০

আলপিন ম্যান বলেছেন: প্রতারকরা কি মোবাইল নাম্বার দেয় নাই?

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: খালি মোবাইল না বিস্তারিত লন ;)


অফিস ঃ- বাংলাদেশ লজিষ্ট্রিক সার্ভিসেস্ লিমিটেড (বি.এল.এস),জিলানী মার্কেট (দ্বিতীয় তলা) বোর্ড বাজার, গাজীপুর সদর। ফোন ঃ- ০১৯১১ ৫০ ৭০ ৯১।
লোকেশন ঃ- জালাল শপিং সেন্টার এর পশ্চিম পার্শ্বে। অফিস টাইম ০৯টা হইতে ০৫ টা এর আগে বা পরে ফোন করবেন না।

২| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, আসল কথাইতো নাই ! বেতন কত দিব?? B-)) B-)) B-)) B-))

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১৮৫০০!
১০% হারে ইনক্রিমেন্ট!
মোবাইল বিল ২৫০০ টাকা মাসে!
টিএডিএ প্রতি মাসে!

ঈদ বোনাস ২টি ! বাৎসরিক বোনাস!!!!!!!!!

অফারই অফার!!! বাংলালিংক দামে অফার ;) :):):)

৩| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০০

ফাহিমাইকরি বলেছেন: ভাই আমার কাছেও আসছে......

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, আসল কথাইতো নাই ! বেতন কত দিব?? B-)) B-)) B-)) B-))

মোবাইল: ০১৯১১ ৫০ ৭০ ৯১
বেতন : ১৫০০০ টাকা, মোবাইল বিল:২০০০ টাকা..

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাকে দেয়া বাংলালিংক অফার উপরে দেখূন ;)

৪| ১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ও ভাই আপনে বাংলাদেশী টাউটদের খপ্পরে পড়ছেন আর আমি ইন্ডিয়ান টাটা মটরের অফার লেটার পাইছি। আগামী ২৩ শে এপ্রিল আমার দিল্লীতে ভাইভা, ভিসার জন্য এপ্লাই করতে হবে।

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: খাইছে কন কি!!!!

তাইলে সিঙ্গাপুরিয়ান সাইজা যামু নাকি :P:P

বলি মানুষের হইল টা কি??? খালি শর্টকাট খোঁজে সবাই!!!!

৫| ১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

প্লাবন২০০৩ বলেছেন: মানুষের টাউটবাজির সাহস দিন দিন বেড়েই যাচ্ছে । এখনই সতর্ক হওয়া দরকার ।

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি বুদ্ধি ভাবুন!!!

এই বেকারের দেশে চাকুরীর অফার মানে কত কিছু! আর সেই আবেগটাকেই পূজি করে ফটকাবাজির ধান্ধা শুরু !!!

বহু ফ্রেস গ্রাজুয়েট বা আইটিতে প্রতারণার ধারনা কম মানুষ আছে যারা ইমেল বা প্রিন্টেড মেটারকে খুব বেশি গুরুত্ব দেয়!!!

বাসের গায়ে চাকুলীর বিজ্ঞাপনে মনে হয় ধান্ধা হয়না- তাই ডিজিটাল প্রতারণায় নামছে!!!

৬| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২২

সুমন কর বলেছেন: ব্যাপারটি অাগেও শুনিছি।

ভাগ্য ভালো এখনো অামি অফার পাইনি :P

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখেন কবে চলে আসে মেইল-- নক নক নক...

ছোট ভাই বেরাদারদের সতর্ক করে দেবেন। ইরাম মেইল পেলেই যেন দৌড় না লাগায়!

৭| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩১

অবিবাহিত ছেলে বলেছেন: যারা বেকার তাদের কাছে এটা একটা ধাধার সৃষ্টি করবে । ১ হাজার বেকারও যদি যায় ভাবতে পারেন কত টাকা ? আর দেশে বেকার ভোদাই অভাব নাই ।

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিশাল ধা ধা!

লাখো কোটি বেকারের দেশে ১ হাজার কি- ১০ ২০ হাজার মিলে যাওয়াও কঠিন কিছু নয়!

দেখেন না একটা পদের বিপরীতে হাজার আবেদন জমা পড়ে!

সাইবার আইন শুধু ব্লগারদের মতপ্রকাশ ঠেকানোর বদলে আশাকরি এইসব প্রতারণার ক্ষেত্রে কঠোর ভাবে প্রয়োগ করা হবে।

৮| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৩

শতদ্রু একটি নদী... বলেছেন:
ঘরে বইসা কাজ করার সুযোগ নাই?? সাথে একমাসের এডভান্স? তাইলে ২৫০০ ক্যহান, ১০০০০ হাজার দিয়াও চাকরী গ্রহনে ইচ্ছুক।

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আছে মনে হয়!

নিজেই একটা ভার্চুয়াল কোম্পানি খূলে ফেলুন! ১ মাস কেন কয়েক বছরের এডভান্স আসলেই ফুসসসস উড়াল দিয়ে চলে যাবেন.....:P

তারাতো আপনাকেই খুঁজছে ;) :P:P
===

চিন্তা করেন। কত ধরনের প্রতারণা পথে ঘাটে ওৎ পেতে থাকে। নতুন যারা তাদের হোচট খেয়ে শিক্ষা হতে হতে তারা ভাগলপুর চলে যায়.. আবার নতুনেরা আসে- আবার তারাও নতুন ষ্টাইল নতুন ভাবে পুরাতন কাজ চালিয়ে যায়!!!!!!!!!! এ যেন অনি:শেষ দুষ্ট চক্র------------

৯| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কি যে অবস্থা। প্রতারকের কৌশলের শেষ নেই।

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই!
সময়ের সাথে প্রযুক্তি সাথে সাথৈ প্রতারণায়ও নতুনত্ব আসছে!!

তাদের এই মেধাটা যদি ভাল কাজে খাটাত!!!!

১০| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমাঢ় এখঠা ছাখঢ়ী ডুঢ়কার, ছাখঢ়ীডাটাকে মাষে ২৫০০০ টীকা ডেয়া হপে ;) :P

=p~ =p~ =p~

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অটি উট্টম প্রস্টাব!!!

সানন্ডে গৃহিট হল! প্রটম মাসের এডভান্সটা ফাঠায় দিস্সেন ককন;) ;) :P
=p~ =p~ =p~

১১| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৪

এহসান সাবির বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল।

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: নববর্ষের শুভেচ্ছা :)

১২| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৩

ওয়ালী আশরাফ বলেছেন: এই টাইপের মানুষগুলা শিয়ালবংশ। কি বুদ্ধিরে! না জানি কত বেকার ধরা খাইছে


এদের ফাঁসি দেওন যাই না????

১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: না ভাই! শৈয়ালের অপমান কইরেন না।

এরা তারচে খারাপ! জেনে শুনে মানুষ হয়ে মানুষকে প্রতারণা করা!

এদের উপযুক্ত শাস্তি দেয়া হলে ভবিষ্যতে আর কেউ প্রতারণার স্বপ্ন দেখতো না। প্রশাসন উদ্যোগী হবে কি?

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

এরকম মেইল আমার কাছেও কয়েকটা আইছে কিন্তু যাই নাই।

১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: চিন্তা করেন! প্রযুক্তির সাহায্যে কি বিশাল জাল ফেলেছে!

লাখ লাখ ইমেইলের মধ্যে কয়েক হাজার তো শুধূ আগ্রহ থেকেও সাড়া দিতে পারে!

মেইনস্ট্রীম মিডিয়াতে এ নিয়ে হাইলাইটস দরকার। আমি ফরোয়ার্ড করে দিয়েছি মেইল টা। দেখি নড়েচড়ে কিনা!

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৮

কলমের কালি শেষ বলেছেন: সাংঘাতিক ব্যপার । বলার তো কিছুই বাকি রাখে নাই । এই লেখাটি বিটিভিতে দিলে ভালো হইতো । পুরো জাতি জানতো দেশে বেকারত্ব বিলুপ্ত হয়ে গেছে !! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.