নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা ! আমার স্বাধীনতা!!!!!!!!!!!!!

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩২

আমরা স্বাধীন!



স্বাধীনতা পেয়েছি স্ব-অধীন হবো বলে

আজো কেন তবে সেই একই হাল!!!!!!!!!



আমরা স্বাধীন!



স্বাধীন বলেই ভিন্নমত গুম হয়ে যায়

ইতিহাসের নাকাড়া বাজে উল্টো হাওয়ায়

কোথায় সিরাজ শিকদার প্রতিধ্বনি তোলে

ইলিয়াস আলী সালাউদ্দিনে!



আমরা স্বাধীন!



স্বাধীন বলেই তোতার গলায় ফাসির রজ্জু

বনের মুক্ত পাখিতো আর রাজনীতি বোঝেনি

মালিকের সাথে সাথে বলতো

তুই স্বৈরাচার! তুই স্বৈরাচার!!!!



আমরা স্বাধীন!



স্বাধীন বলেই সত্য বলতে গেলে

সাগর রুনি হতে হয়! শাপলা চত্ত্বর বধ্যভূমি!

পিলখানায় দেশ হারায় তার শ্রেষ্ঠ সন্তানদের!

চোখ বাধা আদালত -ন্যায় বিচার!কানার হাট বাজার??



আমরা স্বাধীন!



স্বাধীন বলেই ফেলানী ঝুলে রয় পতাকা হয়ে!

সীমান্তে অপহৃত অফিসার-আহত হয়ে ফিরে আসে

স্বাধীনতা দিবসের উপহার হয়ে! ভাগ্যবান বলেই

আমজনতার লাশের মিছিলে সামিল হয়নি!



আমরা স্বাধীন!



স্বাধীন বলেই আমজনতার মত মূল্যহীন!

গণতন্ত্র, ভোটাধিকার অর্থহীন! চেতনার স্বার্থে

বদলে যায় -প্রচলিত সত্য বোধ বিবেক

স্বৈরাচারের পদলেহী সুশীলতায়ও নির্লজ্জ!



আমরা স্বাধীন!



স্বাধীন বলেই কাপুরুষ ক্লিবতায়

মিথ্যা, অন্যায় আর নিয়ত অবিচারেও

পাশকাটিয়ে চলি, আমি কি করব! স্বার্থপরতায়

বিবেকের গলাটিপে ধরি তেলাপোকা তত্ত্বে!



অত:পর

একুশ ছাব্বিশে ফুল দিয়ে, পহেলা বৈশাখে পান্তা গিলে

চেতনায় সিনা ছত্রিশ করে -ইয়াবা, সিসা কিংবা হাল চেতনায়

বুদ ! হিন্দি সিরিয়াল. সিনেমা, লাইভে আহা উহু করে

জান্তব মিলন শেষে তৃপ্তি!র টক ঢেকুর! অাহ কি স্বাধীন!!!





মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় খুবই নির্মম বাস্তবতা ফুটে উঠেছে । খুবই দুঃখজনক । যারা নিজেদের উৎসর্গ করেছিল দেশ স্বাধীনের জন্য তাদের সেই উৎসর্গ এখনো বৃথাই হয়ে রইলো ।

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বৃথাতো বটেই! আজ সনদ বানিজ্য দেখলে তারা ঘৃনায় আবারও নিহত হতে চাইতেন!

আজ চেতনার বানিজ্য দেখলে তারা তাদের জীবন ফেরত চাইতেন!

সবকিছূর পরও আমরা স্বাধীন। এই স্বাধীতনাকে ধরে রাখতে হবে।
ধন্যবাদ।

২| ২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

মনিরা সুলতানা বলেছেন: খুব কঠিন ভাবে দেশের অবস্থা ফুটে উঠেছে কবিতায়।
স্বাধীন বলেই আজ আমরা গনতন্ত্রহীন :(

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক অদ্ভূত নৈশব্দে স্বৈরাচারের প্রতিবাদ হচ্ছে!

কিন্তু নিয়ত: নান্দনিক মিথ্যাচারীরা মিডিয়ায় গলায় রক্ত তুলে সুশীল চাটুকারীতায় ব্যস্ত! যাতে চাপা পড়ে গেছে আম জনতার নীরব প্রতিবাদ!!!!

স্বাধীনতার চেতনার এক অন্যতম মূল স্তম্ভ গণতন্ত্র, ভোটাধীকার!

আজ চেতনার দাবীদারদের কন্ঠে যেন ইয়াহিয়ার ভুত!!!!!!!!!!

৩| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

সাদী ফেরদৌস বলেছেন: স্বাধীন বলেই ২১ শে অগাস্ট গ্রেনেদ হামলায় ছিন্ন ভিন্ন লাশ কবর দিতে হয় , স্বাধীন বলেই বোমা হামলায় কিবরিয়া কে মরতে হয় । স্বাধীন বলেই সাংবাদিক কে প্রেস ক্লাবের সামনেই মরতে হয় । স্বাধীন বলেই ১৯৭৮ সালে সেনা বিদ্রোহে ২৭৮ জন সেনা সদস্য কে মরতে হয় । স্বাধীন বলেই রেব সৃষ্টি করে প্রথম গুমের সংস্কৃতি চালু হয় । স্বাধীন বলেই দেশ ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত টানা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় ।স্বাধীন বলেই ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ১৬ ডিভিশনের মুক্তিযোদ্ধা সৃষ্টির রেকর্ড এর জন্ম হয় । স্বাধীন বলেই ৬৪ জেলায় এক যোগে বোমা হামলা । স্বাধীন বলেই দেশের সাবেক প্রধান মন্ত্রী কে সমাবেশ করতে না দেয়া ও তার উপর বোমা হামলা । স্বাধীনতা মানে সারের জন্য নির্বিচারে পুলিশের গুলি । স্বাধীনতা মানে প্রধানমন্ত্রীর দুই কুলাংগার পুত্রের বিদেশি ব্যাংকের টাকশাল ।

২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাধীনতা মানে অনির্বাচিত স্বৈরাচার!
স্বাধীনতা মানে গুম খুন!
স্বাধীনতা মানে ভিন্নমতে গলা টিপে ধরা!
স্বাধীনতা মানে পত্রিকা চ্যানেল বন্ধ করে দেয়া
স্বাধীনতা মানে সত্য বললে সাগর রুনি!

স্বাধীনতা মানে শেয়ারবাজার লুট
স্বাধীনতা মানে কুইক রেন্টাল
স্বাধীনতা মানে হলমার্ক হাজার কোটি টাকার দূর্নীতি
স্বাধীনতা মানে নতজানু পররাষ্ট্রনীতি!
স্বাধীনতা মানে ভারতে কাছৈ মাতা নত করে দেয়া!
স্বাধীনতা মানে চেতনার সিজণাল বানিজ্য!
স্বাধীনতা মানে স্বার্ধনতার মানেও ম্যনিপুলটে করা-হাম্বা চেতনায়!

স্বাধীনতা মানে হাম্বাদের মিথ্যাচার!
স্বাধীনতা মানে হাম্বা স্বৈরাচার!!

৪| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

সাদী ফেরদৌস বলেছেন: আমি পুরাতন কিছু যোগ করে দিলাম । তুমি মনে হয় ভুলে গেছিলা ছোট ভাই । এখানে ব্লগিং না কইরা তারেক ভাইয়ের সাথে আন্দুলুন করো গিয়া । বাকশালিদের কল্লা চাই ।

২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই পুরাতন কাসুন্দি ছাড়া ঘটেতো নাইও আর কিছূ! লীখবা কেম্নে কি?

স্বৈরাচার যতই অহংকার করে পতন তত ত্বরান্বিত হয়। ইতিহাস তাই বলে!
৩০ হাজার জাসদ কর্মী মুক্তিযোদ্ধা হত্যা করেও কিন্তু সিংহাসন টেকে নাই!
নবাব সিরাজ আম্রকানণে, ইমাম হোসাইন কারবালায় শহীদ হয়েও কিন্তু হারে নাই..
সত্য চীর অমর! মিথ্যাচারীরাই দম্ভ করে ! যা অচিরেই বিলীন হয়!

ব্রিটশ বেনিয়া থেকে ইয়াজিদ! টিটু মুসুলিনি হিটলার, হোসনী মোবারক, গাদ্দাফি কোরাজন একুইনো সবই কিন্তু একই পরিণতি!

ঘৃণা! আর ঘৃণা নিয়েই স্মরণ করে মানুষ!

৫| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৫

সাদী ফেরদৌস বলেছেন: বেটা ছাগল তুমি নিজেই তো ভারতিয় এক হিন্দু দেবতার নামে ব্লগ চালাচ্ছ । আর ভারতের কাছে নত হবার কথা যদি বল তাহলে শোনেন , একমাত্র শেখ হাসিনাই ভারতের কাছ থেকে ১৯ হাজার বর্গ কি মি সমুদ্র সীমা জয় করেছে । তোদের কোন আব্বা আম্মা ই এটা করতে পারে নাই । আর গণমাধ্যমের কণ্ঠ রোধ তো হিজড়া দলের খালেদা জিয়াই করেছিল । ভুলে গেছেন মনে হয় একুশে টিভির বন্ধ হওয়ার কথা । আর হলমার্কের দুরনিতির পর ও কিন্তু দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই । তাই প্রতিদিন হরতালের কথা ঘোষণা করে ঘরে বসে থাকো আর স্বাধীনতা স্বাধীনতা করে ছিল্লাও । শুভ ব্লগিং

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে রাম ছাগল.. ভাষা খারাপ করলেই সত্য মিথ্যা হয়ে যায় না!
যুক্তিহীন হয়ে ভৃগুপরিচয় নিয়ে কথঅ বলাই নিজের শূণ্যতার পরিচয়!

২৯হাজার এর জায়গায় ১৯এ যারা তৃপ্ত! তালপট্ট্রি দিয়ে দিয়ে যারা সব পেয়েছির বগল বাজায় তারা সিজোফ্রেনিয়ার রোগী হলেও হতে পারে!
খালেদা ২১ বন্ধ করছে তাই হাসিনারও করতে হবে!! বাহ কি ল্যাংড়া যুক্তি!
তুমি অধম আমি আরও অধম!!!

অনির্বাচিত স্বৈরাচারের পক্ষে যারা এক শব্দও বলে তারা যে বোধহীন নির্বোধৈও তা বুঝতে পারে! বিবেক স্বাধীনতা চেতনা শব্দগুলৌ তাদের মূখে নাপাক হয়ে যায়!
অবশ্য যার নেত্রী হাইকর্টে রং হেডেড ঘোষিত তার কাছে ভাল ভাষা আশা করাইতো ভুল!!
আর সবচুরি করে লুট করেও দেশ দূর্নীতিতে চ্যম্পিয়ান হয় নাই!! পাগলেও হাসবে!
পদ্মা দূর্নিতীতে বিশ্বব্যাংক টাকা ফিরিয়ে নিল- তারপরও তারা বলে আমরা সৎ!!!

এতো দেখী উন্মাদের কারখানা!!!!!!!!!!

অট: এরপর ল্যাঙ্গুয়েজ প্লিজ। পছন্দ না হলে অন্য ব্লগে দিয়ে ল্যাদাও। নইলে ব্লক করতে বাধ্য হবো। কারণ বিষ্ঠা দিয়েতো আর সুস্থ লোকের ঘর নোংরা করা যায় না!!!

৬| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৬

সাদী ফেরদৌস বলেছেন: খালেদা জিয়া প্রথম গণমাধ্যম এর কণ্ঠ রোধ করেছিল , এখন শেখ হাসিনা করছেন , খালেদা জিয়া প্রথম গুমের সংস্কৃতি চালু করেছেন , প্রকাশ্য দিবালোকে বোমা মেরে তাদের মানুষ হত্যা করছেন । বিনিময়ে এখন তাদের ও একই অবস্থা হচ্ছে । tit for tat , ইট মেরেছিলেন খালেদা এখন তাই পাটকেল খাচ্ছেন । একেবারে সোজা লজিক । খারাপ ভাষার জন্য দুঃখিত । আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার লজিক খূব দুর্বল।

সে মন্দ করেছে তাই আমি মন্দ করছি। তো আপনিও মন্দ। ব্যাস শেষ।

এইবার বলেন অনির্বাচিত সরকারে আপনি কি সম্মত?
১৫৪জন অনির্বাচিত সদস্য দিয়ে কি দেশ চলতে পারে?

যদি হ্যা হয়- তবে আপনার মানসিক বৈকল্য নিয়ে কোন সন্দেহ নেই। যদি না হয় তবে আপনি কি করে তাদের সাফাই গান। আপনারও উচিত দেশের স্বার্থে স্বাধীনতা স্বাবর্ভৌমত্বের স্বার্থে অন্যায়ের প্রতিবাদ করা। নয় কি?

দু:খ প্রকাশ মানুষকে মানুষ করে।

৭| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০৭

সাদী ফেরদৌস বলেছেন: তাহলে আমি বলবো আপনার লজিক সর্বকালের সেরা দুর্বল লজিক । লিসেন আপনাদের খালেদা জিয়া ও জোর করে ১৫ দিন ক্ষমতায় ছিলেন কিন্তু জনগনের চাপে বেশি দিন টিকতে পারেন নাই । এই জন্য আন্দোলন করা জানতে হয় । মির্জা আব্বাস দের মত হিজড়া গিরি করলে চলবে না , আবার লন্ডন থেকে ঘেউ ঘেউ করলেও কিচ্ছু হবে না। আন্দোলন করতে হবে আন্দোলনের মত । পুলিশ কোন বিষয় না । এই রকম হইলে দেশে আর যুদ্ধ হইত না ।

২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি প্রশ্ন দুটোর উত্তর দিতে পারেন নি।

সো বাকী সব বাতুলতা মাত্র।

খালেদা জিয়া ১৫ দিন ক্ষমতায় ছিল সংবিধানিক ধারাবাহিকতা রক্ষায়। এবং কথা কাজে মিল ছিল আছে।
আর ৫ জানুয়ারী প্রহসনের নির্ভাচনকে সাংবাধীনিক দায় বলে- ক্ষমতায় বসে ১৮০ ডিগ্রি ইউটার্ন নিয়ে স্বৈরাচারিতা কায়েম ভিন্ন জিনিষ!

আন্দোলন মানে যদি শেরাটনে নিরিহী ১৭ জনকে পুড়ে মারা হয়, সচিবকে দিগম্বর করা হয়, মিথ্যাচারিতা করা হয়, তবে বিএনপি দুর্বল বটে! কারণ এটা সর্বোত ভদ্রলোকের দল! বারবণিতার খিস্তি তো আর ভদ্রঘরের বউ বেটিরা দেয় না!!

যেই জনগণ গণতন্ত্রের ভিত্তি তাদেরই হাম্বারা ভয় পায়। ভয় পায় বলেই শাপলা চত্ত্বর রাতের আঁধারে হয় বধ্য ভূমি! বাতি নিভীয়ে দিয়ে ২৫ মার্ছের কালরাত পুনরাভীত হয়!
ভয় পায় বলেই বিএনপির সমাবেশ ঠেকাতে সরকারী হরতাল হয় ২/৩ দিন ব্যাপি!
বাস ট্রাক লঞ্চ ট্রেন বন্ধ রেখে জনতাকে আটকে রেখে বলে দেখো দেখো বিএনপির পাশে কেউ নাই!!!!! এইসব মিথ্যাচার প্রহসন জনতা বোঝে বলেই নিরব প্রত্যাখানে ৫ জানুয়ারী কেউ ভোট কেন্দ্রে যায় নাই।

আর মিডিয়াকে ভয় দেখীয়ে টাকা দিয়ে বশ করে সংবাদ ম্যানিপুলেট করে সাময়িক সুবিধা পেলেও আখেরে তা ভাল ফল বয়ে আনেনা । না ৭২-৭৫এ না ২০১৫তে!!!

স্বৈরাচার আর জালীম বন্দুকের নলের মূকে চিরদিন থাকতে পারে নাই পারবেও না। ভোগান্তি শুধূই আমজনতার!

হ্যা আপনারাতো যুদ্ধটাই চাইছীলেন! যাতে ভারতীয় সৈন্য এই অজুহাতে আপনাদের সরকার রক্ষায় দেশটাতে দখল পাকাপোক্ত করতে পারে! এই জন্যই খালেদা জিয়া ব্যাক ফ্রন্টে গিয়ে ধীরে আগাচ্ছেন। দেশ আর জনতার দিকে চেয়েই।

৮| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৩

সাদী ফেরদৌস বলেছেন: তা বেশ বেশ ভদ্রলোকের দলের কাজ তাহলে সারা দেশে পেট্রোল বোমা দিয়ে হাজার হাজার মানুষ মারা , গ্রেনেদ হামলা করে সাবেক ক্ষমতাসীন দলের প্রধান প্রধান মাথা দের মেরে ফেলা , । আর ভাই আপনি তো খালেদার গোপন কৌশল আমাকে বলে দিলেন , আমি তো এখন সরকার কে বলে দিব হা হা হা হা হা হা হা হা

২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার যে দিনকানা রাতকানা দলকানা জ্ঞান কারা আবার্ও প্রমাণ করলেন!

পেট্রোল বোা সহ ধরা পড়ার রেকর্ড ঘেটে দেখূনতো জনাব! আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলিগ কতগুলো ধরা খাইছে!

আয় হায় তারা পেট্রোল বোমা দিয়া কি করে???? দেহেন দি কান্ড!!!!!!!!

রেনটুর জীবন দিতে হল কেন ভাই! রেন্টুর যা যা লিখেছীলেন- আপনাদের নেত্রী তাই তাই করে প্রমাণ করে দিচ্ছেন রেন্টু সত্য বলেছীলেন। তাই শাক দিয়ে আর মাছ ঢাকা যাবে না। অযথাই সময় ক্ষেপন মাত্র!

৯| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৫

তুষার কাব্য বলেছেন: একুশ ছাব্বিশে ফুল দিয়ে, পহেলা বৈশাখে পান্তা গিলে
চেতনায় সিনা ছত্রিশ করে -ইয়াবা, সিসা কিংবা হাল চেতনায়
বুদ ! হিন্দি সিরিয়াল. সিনেমা, লাইভে আহা উহু করে
জান্তব মিলন শেষে তৃপ্তি!র টক ঢেকুর! অাহ কি স্বাধীন!!!

কঠিন বাস্তবতা ।

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। কর্পোরেট চেতনা বুঝি এমনই হয়! কেবলই লোক দেখানো!

আত্মার অংশহীন.. বাহ্যিক আড়ম্বরে পূর্ণ!!!

১০| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: বাস্তববাদী কবিতায় ভাল লাগা ।

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


যারা স্বাধীনতার চেয়ে পাকিস্তানের সাথে থাকলে ভালো হতো, ভারতকে লাথি মারা যেতো বলে ভাবে, তাদের সংখ্যা বেড়ে গেছে বাংলাদেশে; এই কারণে স্বাধীনতার ফল পাওয়া যাচ্ছে না।

আরেকদল আছে, স্বাধীনতার পর সব দেশেই ক্ষমতা পরিবর্তনের সুযোগ নিয়ে দেশের সম্পদ দখল করে, তাদের কারণে স্বাধীনতার ফল মানুষ পায় না।

উপরের কন্ডিশনে আছে জামাত ও হেফাজত; নীচের কন্ডিশনে বিএনপি ও আওয়ামী লীগ।

আপনিও কিন্তু একটাতে পড়েন।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিতো একটাতে অবশ্যই পড়ি!

সেটাতো না হয় হল। আপনি কোনটাতে? নাকি কোনটাতেই নন!!!

আপনি নাকি ৭১ প্রজন্মের লোক! আপনাদের দায়পূরণে ভ্যর্থতাইতো আজকের এই অবস্থার জন্য দায়ী!

আজ বঙ্গবীর ফুটপাতে শুয়ে প্রতিবাদ আন্দোলন করছে! কই আপনারা তার পাশে নেই!!! কেন? যোদ্ধারাতো অন্তত তার প্রতি শ্রদ্ধাশীল হতেন! নতুন প্রজন্ম শিখবে কোত্থেকে?

আজ একজন বঙ্গবীরকে যদি এত উপেক্ষা, অপমান আর অবহেলা সইতে হয়- একাকী! তোতাদেরতো ফাসি হবেই!
আমাদের মতো আমজনতা দেশপ্রেমিকের হা পিত্যেশ করে চুল ছেড়া ছাড়া গতি কি?


১২| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫০

কাল হিরা বলেছেন: কিছু একটা বলতে মন চাইছে

১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি মনে থাকে স্বাধীনতার স্পৃহা
যদি মনে থাকে সাহস
যদি মন হয় ৫৭র ভয়হীন- তবে বলে ফেলুন!

আমরা স্বাধীন!

স্বাধীন বলেই আমজনতার মত মূল্যহীন!
গণতন্ত্র, ভোটাধিকার অর্থহীন! চেতনার স্বার্থে
বদলে যায় -প্রচলিত সত্য বোধ বিবেক
স্বৈরাচারের পদলেহী সুশীলতায়ও নির্লজ্জ!

আমরা স্বাধীন!

স্বাধীন বলেই কাপুরুষ ক্লিবতায়
মিথ্যা, অন্যায় আর নিয়ত অবিচারেও
পাশকাটিয়ে চলি, আমি কি করব! স্বার্থপরতায়
বিবেকের গলাটিপে ধরি তেলাপোকা তত্ত্বে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.