নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনির্বাচিত স্বৈরাচারী সরকারের সোনার ছেলেদের কান্ড দেখূন......
----
খাবার পর বিল চাওয়ায় চট্টগ্রামে একটি হোটেলে ছাত্রলীগ নেতাকর্মীরা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকেলে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে আগ্রাবাদ সিজিএস কলোনীর ছাত্রলীগ নেতা মনছুরসহ চার-পাঁচজন বাদামতলী মোড়ের আয়োজন রেস্তোরাঁয় খাবার খায়।
যাওয়ার সময় রেস্তোরার ব্যবস্থাপক বিল চাইলে মনছুর দোকান মালিকের ওপর চড়াও হন। এ সময় তারা দোকানের সামনে রাখা দুইটি বিরিয়ানির পাত্র রাস্তার ফেলে দেন এবং হোটেলের দরজা-জানালা ভাংচুর করেন। একপর্যায়ে তারা দোকানের চুলো উল্টে দিলে দোকানে আগুন ধরে যায়।
তাদের হাতে একটা হোটেল নিরাপদ নয়- দেশ কিভাবে থাকতে পারে...?
হোটেলের আগুন দেখা যাচ্ছে! দেশকে যে জ্বালিয়ে দিচ্ছে.. হলমার্কে সাড়ে চার হাজার কোটি টাকা লুট, শেয়ার বাজার, কুইক রেন্টাল, বিডিআর, গুম, খুন.....সহ লাখো ঘটনায় নিরবে জ্বলছে দেশ.....
আপনি আমি আমজনতা কতটুকু নিরাপদ!!!!!
অথচ আজো কোন বিচার পেয়েছন কি? সেই সেঞ্চুরিয়ান মানিক থেকে শুরু করে...
বরং তাদের তিরস্কারের বদলে পুরস্কার পাওয়ার ভুরি ভুরি রেকর্ড আছে!
মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা কোনটাতেই কি এইসব করার বৈধতা দেয়া হয়েছে। অথচ বারবার তারা এই আবেগী ইস্যুকে সামনে এনে নিজেদের অপরাধ আড়াল করতে বিরোধীমতকে ট্যাগিং, অবরুদ্ধ, দমনের অপচেষ্টা চালায়!!!!! যা দু:খ জনক।
দেশ মুক্ত হউক সকল অপকর্ম এবং অপকর্মকারীদের হাত থেকে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়ত মউত রিজিকের মালিক আল্লাহ!
ভাই বিশ্বাসকে দৃঢ় করুন। সবার জন্য দোয়া করুন।
ধন্যবাদ।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬
নিলু বলেছেন: হতেই পারে বা যুগে যুগেই হচ্ছে , তাই বলে শুধু ছাত্রলীগই করে না , সোনার ছেলেরা তো ছাত্রদল । লিখতেই থাকুন ,
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিলু বলেছেন: ---------------------, সোনার ছেলেরা তো ছাত্রদল ।
বলি মাথার স্ক্রু না তার কোনটি ছিড়া বা ঢিলা!!! সোনার ছেলের ডেফিনেশন দেখি উল্টায় কন!!!!!!!!!!!
বেবুশ্যেরও হায় থাকে.. হাম্বরাদের তাও নাকি দেখছি
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩
আহলান বলেছেন: দেশটা তো এদের হাতেই জিম্মি ...সে যে দলই হোক
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দলগুলো যদি ভাল হতো দেশটা বদলে যেত পলকে..
দলগুলো ভাল হবে ভাল মানুষের হাতে নেতৃত্ব গেলে
ভাল মানষূেরা রাজনীতি বিমূখ!
সম্যাসর সমাধান কোথায়????
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
নিলু বলেছেন: আগামি দিনে বি এন পি ক্ষমতায় আসলে , ছাত্রদল কি এসব করবে না , লিখতে এসে এতো অহমিকা কেনও ?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছাত্রদলে ৩ টার্ম ক্ষমতায় থাকার পরও কোন সেঞ্চুরিয়ান মানিক পয়দা হয়নি!!!!
সো আশা করাই যায়!
আর ভালর জন্য অহমিকা আসা বেশরিয়তি নয়
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
চলন বিল বলেছেন: এদের হাত থেকে পরিত্রাণ চাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বদলে যাক রাজনীতির ষ্টাইল!
ফিরে আসুক বিবেক, সৌজন্যতা, ভদ্রতা, আত্ম সম্মানবোধ।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
শাহরীয়ার সুজন বলেছেন: হাম্বার ছাওদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বালা জ্বালা ভিষম জ্বালা..
খালি স্বার্থবাদী চেতনায় জ্বলে আর সবারে জ্বালায় ,...
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
পুরান লোক নতুন ভাবে বলেছেন: কতো বড় সাহস!! কুত্তা লীগের পোলা পাইনের কাছে বিল চায়!! একদম ঠিক আছে!! উচিত শিক্ষা হইছে!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর ব্লগধুলি দিলেন
আবার জিসসসস...
হিরক রাজার দেশে- এমন ভুল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৩
রঙতুলি বলেছেন: আপনের তো দেখি চেতনায় ঘাটতি আছে
জাপর স্যারের ফিল্টারে আটকে জাবেন .।
সোনার ছেলেরা একজন তিন বারের প্রধান মন্ত্রী র অফিস উনাকে সহ জ্বালিয়ে দিতে চেয়ে ও বিন্দুমাত্র সমালোচনার সন্মুক্ষিন হন নাই ।
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বারোটা বাজানোর পর ও বিশিস্ট ছ্যারেরা
একটু খানি সুধু শান্তি ই চান ।
আর আপনি এদের বিচার চাইছেন । খুব খারাপ
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুশীল মানে বোঝেন তো...
ভুল নাপিত!
সুশীলদের ক্ষৌরকর্মে চাছাছোলা বিবর্ণ বাংলাদেশ!!!
ধণ্যবাদ আপনিও ফল্টারের ভয় করেন না বলে
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯
ঢাকাবাসী বলেছেন: সাবধানে থাকিবেন।