নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন সভ্য দেশে কোন সভ্য নাগরিকের কাছে কোন সভ্য রাজনিতিবিদের কাছে আজকের এই আচরণ বিস্ময়কর!
সারা বিশ্বে ক্রমেই হাসির খোরাক হচ্ছি আমরা!
একি ধরনের সংবিধানের দোহাই? এটি সংবিধানের কোন ধারায় অননুমোদন করা আছে?
সংবিধানের কোন ধারা বলে -এভাবে ভিন্নমত দলন, দমন করার অনুমতি আছে!
বর্বর ইয়াহিয়া, ভূট্টোও আজ লজ্জ্বা পেত বেঁচে থাকলে! আজকে অনির্বাচিত ১৫৪ সিট লয়ে, স্বৈরাচারী এই মনসিকতা দিয়ে দেশকে কোথায় ঠেলে দিচ্ছেন?
আপনাদের যদি এতই আত্ম বিশ্বাস থাকে- দেশের কাউকে বিশ্বাস না করলে আন্তর্জাতিক কমিশন নিয়োগ করে হরেও নির্বাচন দিয়েই দেখুন না ! কত জন আপনাদের ভোট দেয়?
তবেকি আপনারা দেশকে গৃহযুদ্ধে দিকে ঠেলে দিতে চাইছেন?
বিগত ৬-৭টি বছর বিএনপি পথে মানব বন্ধনেও দাড়াতে পারছে না।! তাদের মত প্রকাশ করতে সরকার গলাটিপে ধরছে। গুম, খুন, মিডিয়া নিয়ন্ত্রন হেন পথ নেই যা অবলম্বন করেনি।
দেখা মাত্র গুলির নির্দশ - মনে করিয়ে দেয় নৃশংস পাক জান্তার নাপাক আচরন। তারা বাঙালিকে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েও ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। পেরেছে কি ? পারেনি/
তবে কেন এই আত্মঘাতি পথে হাটা?
এভাবে সকল শালিনতা, সভ্যতা, ভব্যতার সীমা পার করে সরকার এরপর কি আশা করে? বিএনপি এসে তাদের ধুপ ধুনো দিয়ে পূজো করবে!!!!
ঘরে ঘরে আজ বিএনপির নেতা কর্মীরা যাযাবর!!!
এই ত্রাস দিয়ে এইরকম বন্দুকের নলের মূখে ক্ষমতায় থাকার ইচ্ছা অনেকেরই ছিল। অনেক দালাল স্বৈরাচারে দোসররা সংগও দিয়েছে.. কিন্তু কালের বিবর্তনে সথ্যের কাছে তারা পরাজিত হয়েছে। শুধূ ঘৃনা ছাড়া তাদের প্রাপ্য কিছু নেই।
দেশটাকে স্বাধীনতাকে, স্বার্বভৌমত্বকে- আমাদের জাতিয় পরিচয়কে আর কলুষিত করবেন না।
যে সংবিধানের দোহাই দিয়ে ৫ তারিখে নির্বাচন করেছেন.. সেই সংবিধানের দোহাই সকল নাগরিকের সাংবিধানিক অধিকার কেড়ে নেবেন না। ত্রাস সন্ত্রাসের জন্ম দেয়। আপনার ক্রিয়ায় কালকের প্রতিক্রিয়া বিপরীত এবং সমানইতো হবার কথা নয়!!! বিজ্ঞানতো তাই বলে!
তাই বন্ধ করুন এই অরাজকতা। দেশকে রক্ষা করতে সংবিধানের প্রতি অনুগত হোন। সকল নাগরিকের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন।
সমাধানের পথে হাটুন।
৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: চূড়ান্ত দেউলীয়াত্বের প্রকাশ!!
রাজনৈতিক ভাবে জবাবহীন এখন ব্যক্তিআক্রমনে নেমেছে!!
সংবিধানের দোহাই দিয়ে আজ সংবিধান লংঘনে কলংকিত করছে বাংলার ইতিহাস।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
খেলাঘর বলেছেন:
এসএসসি পরীক্ষার সময় হরতাল ঘোষনার পর, পাকী-পেট্রোল-বোমা-ম্যাডাম খালেদা জিয়াকে পিআইএ'র ফ্লাইটে তুলে দেয়ার দরকার ছিলো।
শেখ হাসিনার সাহস নেই, না হলে, বোমায় এজকন পোড়ার পর, পাকী-ম্যাডামকে দ্রুত আইনে বিচার করে লাল ঘরে রাখার দরকার ছিলো।
ম্যাডাম পার্টি অফিসে মদ খায়, সেটার বিচার করলে ৩ বছর জেল হবে।
পায়খানার দরজায় তালা দেয়ার দরকার ছিল গতকাল।
পাকীদের জারজ সন্তান রাজাকারেরা ২০১৩ সালে সিভিল-ওয়ার শুরু করেছে; তা আজকে চলছে।
২০১৩ সালে পাকীরা এ দেশকে পাকিস্তান বানায়েছিল, এখন ইহা আফগানিস্তান।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
খেলাঘর বলেছেন:
পেট্রোল বোমা মানে সিভিল-ওয়ার, উহা শুরু করেছে জামাত-শিবির গত বছর। কত জন মরলে আপনি উহাকে সিভিল-ওয়ার বলবেন?
'অবরোধ', বোমা, এগুলো যুদ্ধের পরিভাষা; আপনার জগতে সিভিল-ওয়ারের ডেফিনিশন কি রকম?
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয় একজন নাগরিক হিসাবে দেশে সুস্থ সামাজিক পরিবেশ ফিরে পেতে চাই।
হাসিনা খালেদা বুঝি না।
দেশ বুঝি দেশ।
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশ বুঝি দেশ!
সেই দেশ যখন বর্গী মারাঠা আর জুলুমবাজদের মতো লোকের হাতে পড়ে তখন দেশকে বোঝার মানেটা নিশ্চয়ই বোঝেন।
দেশকে বুঝলে দেশের প্রতি দায় পূরণ করাও অংশ
কখনো লড়াই করে কখনো তা সহ্য করে।
একজন নাগরিক হিসাবে দেশে সুস্থ সামাজিক পরিবেশ ফিরে পেতে চাই।+++
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩
দেশী ম্যান বলেছেন: বিএনপি কেডা? বিএনপি কি কোন রাজনৈতিক দল? নাকি সন্ত্রাসী দল? তারা মানুষ যেভাবে মারছে আর বাচ্চাদের পরীক্ষা দিতে দিচ্ছে না তারা কি কোন গণতান্ত্রিক সুবিধা পাবার যোগ্য? সব কিছুর কানেকশন কেটা দেয়া হচ্ছে বিদেশ থেকে ব্যাপারটা দেখে খুবই ভালো লাগলো, আস্তে আস্তে পুরো বিএনপিকে জেলে ভরা হোক সব মানুষ মারা দায়ে। বাংলাদেশ চালাবে আওয়ামী লীগ। জয় বাংলা।
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার সুরেই যখন উত্তর আসা শুরু হবে.. তারপরই হবে দেশকে অকার্যকর বানানো আওয়ামী এবয় বিদেশী শক্তির ইচ্ছার বাস্তবায়ন!
স্বৈরাচারের জন্য ৭১ নয়
স্বৈরচারের দালালী করে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ভাবে
তারা হিপোক্রেট!
তারা মুক্তিযোদ্ধাদের অপমান করে!
ইয়াহিয়া ভুট্টোও শেখ মুজিবের বাসার পানি কারেন্ট বন্ধ করে নাই।
আজকের দেশীয় স্বৈরাচার তাদের চেয়ে হীন মানসিকতার প্রমাণ হয়ে গেছে।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১
ট্রোল বলেছেন: ৭১ এ আমরা প্রতিশোধ নিইনি, সেটা কি ভুল হল।
২০১৩ তে ছাগুদের বিরোধীদলীয় তান্ডব সহ্য করলাম; যাদের পরীক্ষা ছিল এবং অফিস ছিল তারা হাড়ে হাড়ে টের পে্যেছে কিন্তু কিছুই বলতে পারেনি মুখ ফুটে।
এখন তো আবার গণতন্ত্র রক্ষা করতে হবে তাই না -চলেন দেশটারে তামাম করে দেই।
এই দেশটার অনেক সমস্যার মধ্যে একটা হল কেউর মত ভাল না লাগলে তারে সাথে সাথে বৈরীতা ও শত্রুতার সিল দিতে হবে।
কুলাংগারের কোন দল নাই , জাত ধর্ম নির্বিশেষে ছেটে ফেলতেই হবে।
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ডিজিটাল জেনারেশন বাকশাল বিশ্বাস করতো না!!! হায়েনার মূখোশ লুকিয়ে তারা মাথা পট্টি, চোখে জল আর চেতনার ভুল ব্যাখ্যায়.. আবেগ আর ভাইবোন হারানো কিচ্ছায় নতুন প্রজন্মকে ক্ষনিকের জন্য বিভ্রান্ত করে..
তাদের জন্য লাইভ হয়ে রইল চলমান সময়!!!
ঈয়াহিয়া ভুট্টোও শিশু এই সরকারের স্বচ্ছাচারিতা আর স্বৈরাচারে সামনে!!!
ইতিহাসে শুধুই কলংকিত হয়ে থাকতে হবে।
ইমাম হুসাইনকে শহীদ করে ইয়াজিদ ভেবেছিল জিতে গেছে!
মহাকালে আজো কোটিকোটি প্রাণ হুসাইনের জণ্য কাঁদে.. আর সমপরিমান ইয়াজিদকে লানত দেয়!!!!!!!!!!!!!!!
জয়-পরাজয় এত সহজ নয়!!
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হাসিনা খালেদা বুঝি না।
অর্থাৎ রাজনৈতিক দলাদলি, দেশ অপেহ্মা দলীয় স্বার্থ মূখ্য, আম জনতার ভ্রুতলে জ্বালাও পোড়াও রাজনীতি বুঝতে চাই নি। সেগুলোতো আদৌ রাজনীতিই নয়।
দেশ বুঝি দেশ।
অর্থাৎ দেশকে ভালোবাসি। আর যাকে ভালোবাসি তার জন্য করনীয় সবকিছুই করি এবং করব।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশকে ভালোবাসি। আর যাকে ভালোবাসি তার জন্য করনীয় সবকিছুই করি এবং করব।
সেটাই।
দলান্ধতায় এখন কেউ কেউ দেশের প্রতি কমিটমেন্টও যেন ভুলতে বসেছে।
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩
ফাহিমুল ইসলাম বলেছেন: সংবিধানের কোন ধারা বলে -এভাবে ভিন্নমত দলন, দমন করার অনুমতি আছে
লাইক
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০
এরশাদ বাদশা বলেছেন: বিদ্যূত সংযোগ বন্ধ করাতে মানবাধিকার ভুলন্ঠিত হলো, আর মানুষ পুড়িয়ে কাবাব বানানোটা খুব অধিকারের মধ্যে পড়ে না???
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইয়াহিয়া ভুট্টোর মতো খারাপ লোকেরাও কিন্তু বঙ্গবন্ধুর বাসার বিদ্যুত, পানিরর লাইন কাটে না।
খাবার, পানি বন্ধ করে নাই।
কি জঘন্য নোংরা মনের স্বৈরাচারী বর্তমান সরকার! তারচেও নোংরা যারা স্বৈরাচারকে সমর্থন করে!
মানুষ পোড়ার ইতিহাস কার খুব খেয়াল কইরা! বিএনপির সেই ইতিহাস নাই। রেন্টুর বইতে কিন্তু ষ্পষ্ট বলা আছে লাশের রাজণীতি কে করে???
উদোর দোষ বুধোর নামে বারবার বললেও মানুষ বিশ্বাস করে না।
কারন মূখোশ ধারি হায়েনা শেয়াল রুপে যেমন বেশীক্ষন থাকতে পারেনা..
আপনারা/আপনাদের মূখোশধারীরাও তেমনি!!!
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৯
রঙতুলি বলেছেন: কিছু লিখতে জাবার আগে দলকানা গুলোর মন্তব্য পাঠে রুচি নস্ট হয়ে গেলো ।
এতদিন বলে এসছে , দেশে শান্তি থাকলে বৈধ না অবৈধ সরকার তা কে দেখে ?
বলে এসছে বি এন পি হিজরার দল আন্দলন পারে না ।
এখন আন্দলন করছে তা আর গিলতে পারছে না , তাই তাদের পুরান হাতিয়ার মানুষ পুড়িয়ে মারা প্রয়োগ করে , বি এন পির কাধে দায়ভার চাপাচ্ছে , কিন্তু সমস্যা হচ্ছে । জনতা এখন অনেক সচেতন ।
এই সব পেইড দালালদের কথা কেউ কানে দিচ্ছে না ।
তবে অবৈধ সরকারের নিচে নামার সীম পরিসীমা কেউ ভুলে ও মাপতে জাবেন না , এরা পতিত সরকার ।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
রামন বলেছেন:
বিদ্যুত, টিভি,ইন্টারনেট সংযোগ বন্ধের সাথে সাথে বেগম জিয়া দলের নেতা কর্মীদের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সরকার এখন বুঝতে পেরেছে খালেদা জিয়ার রাজনৈতিক শক্তির উৎস জনগণ নয় বরং তাকে দমাতে হলে বিদ্যুত, গ্যাস, টিভি এসব ইউটিলিটি উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেই যথেষ্ট।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
ডেড আকাশ বলেছেন: পানির লাইন, বিদ্যুতের লাই, ডিসের লাইন কেটে দিয়ে লীগ তাদের রাজণৈতিক দেওলিয়ারই প্রমান করলেন