নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

হরতাল অবরোধ পেট্রোল বোমা নয়.... মল্লযুদ্ধে টিকে আসুক রাজনিতিবিদরা! আম জনতা মুক্তি পাক!

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২২

রাজনৈতিক জটিলতার সহজ সমাধান!

প্রাচীন গ্রীস রোমের মতো...মল্লযুদ্ধে টিকে আসুক রাজনিতিবিদরা!

হরতাল অবরোধ পেট্রোল বোমা নয়....আমজনতার লাশের সিড়ি বেয়ে নয়।

যাদের রাজণীতি করা ক্ষমতার শখ আছে সকলেই এই পরীক্ষায় আস করে আসুক। আমজনতা আগেও যা ছিল এখনো তাই- বরং আগে রাজায় রাজায় যুদ্ধ হতো প্রজাদের নিরাপদ রাখতে!

আর এখন প্রজাদের মেরে রাজা রা রাজাগিরি টিকাতে বা যেতে চায়! তাই একটু একটু পিছে না গিয়ে আমরা একলাফে সেই যুগে চলে যাই।



ভাইজানরা কে কি বলেন?



এইভাবে ৪৩ বছর ধরে পিছনে হাটার রাজনীতি, গ(ঘ)নতন্ত্র, পরিবারতন্ত্র থেকে আমরা আমজনতা মুক্তির কোন পথই পাচ্ছিনা।

নিয়ম করে আন্দোলন হরতাল অবরোধে মারা যাচ্ছে আমজনতা।

ক্ষনিকের শহীদ উপাধী আর সভা সেমিনার ছাড়া তাদের ভাগ্য যেইকে সেই! বরং পুরা পরিবার হয়ে পড়ে অসহায়!



দোষা দোষি, পারাপারি সব বন্ধ করতে চলুন সেই আদি যুগে ফেরত যাই।

যেখান থেকে আবার সমানে চলার আশা করা যেতে পারে।



দুই দলের প্রার্থী প্রাথমিক নিবন্ধন করবে ১০০০ থেকে ৩০০০ জন।

প্রাথমিক বাছাই করে দ্বন্ধ যুদ্ধে লিপ্ত হবে উভয় পক্ষ!



যারা জিতবে আমরা তাদের মেনে নেব। তারা দেশ চালাবে বিনা বাধায়।



ষ্টেডিয়াম থেকে লাইভ সম্প্রচার হবে সেই মল্ল যুদ্ধ। বিভিন্ন ক্যাটাগরি থাকবে।



বাকযুদ্ধ পর্বে- কে কত কু-যুক্তি আর গালি দিতে পারে এটা প্রথম রাউন্ডের আগেই টক শোর মতো দিয়ে শুরু হবে। (এরপর টিভিতে আর কানঝালাপালা করা টক টক টক শো দেখার যন্ত্রনা থেকে চিরস্থায়ী মুক্তি)



ধারাবাহিকতায় - হাতাহাতি রাউন্ড।

তারপর - ঘুষাঘুষি রাউন্ড।

৩য়ত: লাত্থি রাউন্ড।

এরপর ফ্রি ষ্টাইল!!!!

এখান থেকে বিজয়ী ৩০০ /৩০০ নিয়ে ফাইনাল রাউন্ড!



ফাইনালে আসবে আর্মস এন্ড উইপেন রাউন্ড!



৩০০ ভার্সেস ৩০০।



যারা বেঁচে জিতে আসবে তাদের আমরা শাসক বলে মেনে নেব।



আবার পরে কেউ যদি নিজেরে যোগ্য মনে করে। চ্যালেঞ্জ রাউন্ড হবে। যে জিতবে সেই টিকবে।



আমরা অন্তত ৫ বছর পরপর এই পিছিয়ে যাওয়া থেকে বাঁচি! আর কত???মরলে নিজরা মর আমজনতা বাঁচুক। আর এমনেও শোষন কইরা খাও ওমনেও খাবা! আমরা অন্তত প্রেটোল বোমাতংক থেকে বাঁচি!



আপনাদের নিত্য নতুন আইডিয়া থাকলে দিয়ে সমৃদ্ধ করেন।



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫২

ঢাকাবাসী বলেছেন: হা হা হা ! এতে সরকারী দলই জিতবে।কারন তাদের অস্ত্র আনার কোন নিয়ন্ত্রন থাকবেনা। রকেট লন্চার এনে বলবে আমরা ছেনি লইয়া আসছিলাম। অন্য দলে চাকু আনলেও সরকারী দল বলবে ওরা ট্যাংক নিয়া আসছে ! হা হা হা !

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা। তা যা বলেছেন!

কিন্তু লাইভ দেখানো হবেতো!

সরকার কট খাইয়া যাবে! আর যেহেতু এখানে কোন সুশীলতার কোন বালাই নাই!

যে জিতবে সেই জিতবে ;) আমজনতাতো আর মরছে না।

ধন্যবাদ।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

হরিপদ কেরাণী বলেছেন: প্রস্তাব ভালো।

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি করব বলুন।

ব্যবসা বানিজ্য শিক্ষা নিরাপত্তা সব লাঠে উঠেছে।

সব কিছূর বলি আমজনতা!!!

তাই বাপু তোমরা ক্ষমতার কাঙাল- দেশ জনতা সব কেবলই উপরে ওঠার সিড়ি!!

তারচে নিজেরা নিজের করে আস... আমরা না হয় মেনে নেব!

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর নতুন কোন রাউন্ডের আইডিয়া যোগ করেন।

যাতে তা উপভোগ্য হয়ে ওঠে আমজনতার কাছে!!!

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৫

বেদুইন জাহিদ বলেছেন: একটি রাউন্ড হবে "বালুর ট্রাক ঠেলা" রাউন্ড। :D

এই রাউন্ডে দুই দলের মধ্যে যে দল বালুভর্তি ট্রাক আগে ঠেলে নিয়ে যেতে পারবে সেই দল জয়ী হবে। :P :P

২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্দ নয় :P :D :D :D

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

হরিপদ কেরাণী বলেছেন: আরেকটা রাউন্ড হতে পারে "তালা"। গেটে তালা লাগানো থাকবে যে যত তারাতারি তালা খুলতে পারবে সে এই রাউন্ডে জিতবে। এখানে তালা মিস্ত্রিদের সহযোগীতা নেওয়া যেতে পারে। তবে এই রাউন্ডে মনে হয় সরকার জিতবে কারণ তালা মিস্ত্রি বেশীরভাগ বৃহত্তর ফরিদপুরের লোক। এই ব্যাপারে তাদের দক্ষতা বিএনপির তুলনায় বেশী হওয়ার কথা।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দিলেনতও জাত ঘরে তালা মাইরা :P

দারুন অভিনব সব আইডিয়া..

চলুক তাদের ক্ষমতায় উঠার সিড়ি হার্ডলস রেসের কাঠিনতায় ভরে তোলার কম্পিটিশিন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.