নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

বুমেরাং শটে হাসিনা...........অবশেষে খালেদা বিজয় হাসি হাসলেও দোষ কি দেয়া যায়?!!!!

২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫

আমাদের দুই নেত্রীর মধ্যে চতুরার্থে ;) তিনি সব সময়ই এগিয়ে!!!



মতিউর রহমান রেন্টুর রেফারেন্স না দিয়েও বলা যায়- তিনি প্রতিপক্ষকে ঘায়েল করতে যা খুশি তাই করেন। বিজয় তার চাইই চাই!!



কিন্তু প্রকৃতির খেয়াল ..



মাঝে মাঝে তা রং হেডেড হয়ে যায় ;)..



সুয়োরাণী দুয়োরানী গল্প মনে আছে? হিংসুক দুয়োরানী সুয়োরানীর পিছে লেগেই থাকত! রাজা যাকে তাকে ভাল না বাসে.. সে যেন সব সময় তারচে উপরে থাকে..

একবার কুট বুদ্ধি দিয়ে দিল সুয়োর নাক-কান ফুটা করে..

ঘা শুকিয়ে গেলে সুয়ো তাতে ফুল পড়তেই ..... দুয়োরতো বুক ফাটে!!



আমাদের সরকার বিরোধিদের ঘায়েল করতে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি দেয়। তা করতে গিয়ে বাধার মূখে সড়কে বসে শ্লোগান দিচ্ছিল..

তাদের কণ্ঠে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ধ্বণিত হয় ‘ভাত দে কাপড় দে’ ...

..জবাব চাই ..জবাব চাই ..

মানুষ তো তার কাছেই জবাব চায়- যার সে অবস্থান আছে???



আহারে.. অবরুদ্ধ খালেদা জিয়া খানিক হাসতেই পারেন? নাকি?



মানুষ কার কাছে চায়? যার দেবার ক্ষমতা আছে। সরকার ক্ষমতায় থাকতেও তারা সরকাররে কাছে না চেয়ে ;) খালেদার কাছে দাবী করছে! চাট্টিখানি কথা!

:P:):D;)B-)B-)

খালেদা সরকারের চেয়ে কম বড়তো নয় :):)



সংবাদ সূত্র :http://www.banglanews24.com/beta/fullnews/bn/360071.html





অট: আওয়ামী নিয়মিত জাতীয় মিথ্যাচার, প্রোপাগান্ডায় ত্যক্ত হয়ে...

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

মাঝিবাড়ি বলেছেন: হ্যাঁ

২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশ্য শাস্ত্র বলে যারে দেখতে নারি তার চলন বাঁকা ;)

আবারো ধন্যবাদ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৪

কলাবাগান১ বলেছেন: টুইস্টেড লজিকে কারা শ্রেষ্ঠ তা অনলাইনে জামাতিদের প্রচারনা দেখলেই বুঝা যায়

২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায়.. ভুতের মূখে রাম নাম!!!


যারা সব কিছূতে চেতনার মিক্সার দিয়ে জাতিরে আন্ধ কইরা নিজেগো ধান্ধায় ষৌলআনা.. তারায় এ কি কহিল!!!!!

জামাত জামাত যতবার জপছেন জীবনে - ততদিন আল্লাহ ভগবান জপলে অলি সাধূ না হইলেও সেইরাম ভালমানুস হইয়া যাইতেন!!!

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪২

মতিউর রহমান মিঠু বলেছেন: কলার ফলন মনে হয় সুবিধার হয় নাই :-B

২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো মনে হচ্ছে!!!!

ধন্যবাদ।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

যোগী বলেছেন:
খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি দিছে অবরোধ আর মানুষ পুড়িয়ে মারা বন্ধ করার জন্য।
তাই বলা যায় মানুষ পুড়িয়ে অবরোধ চালিয়ে যাওয়ার জন্য খালেদা জিয়া মানুষের ভাত কাপড়ের মালিক হয়ে গেছে।

২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: চু চু চু..

অত চেতেন ক্যা!!!!

ভাত কাপড়ের মালীক না হলে তার কাচৈ কেউ আব্দার করে বলেন?

তাদেরতো উচিত ছিল- প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করে এ শ্লৌাগান দেয়া!!

আওয়ামী লীগের আত্মঘাতি রাজনীতিতে, অতি চালাকিতে গলায় দড়ির মতো নিজেই ফাসতেছে!!!

অনির্বচাতি স্বৈরাচারের কোন যুক্তি কোন অজুহাত গ্রহনযোগ্য নয়।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩

রাফা বলেছেন: বিশাল নেত্রী হয়ে গেছে -এখন আর অন্য কারো কাছে কিছু চাওয়ার দরকার কি?

সরকারকেই এখন কিছু দিয়ে দিক দেখি অবরোধের নেত্রী। ;)

২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদের গোল্ডফিস মেমোরি নেড়েচেড়ে দেখেন - কি সব বলে বেড়িয়েছেন গত ৬ মাস!!!

হ্যা দেবেইতো.. সরকার দেখেন না মাইনকা চিপায় পইড়া.. পা চাটা পুলীশ বিজিব দিয়াও কুল না পাইয়া পুরস্কার ঘৌষনা করে!!
অসহায়ত্ব টের পাননা নাকি জেগে ঘুমান!!

সেনা বাহিনী নামাচ্ছেনা ভয়ে। কারণ সেই বুমেরাং ভয়!

বিডিআরের পর দরবার হলের স্তৃমি নিশ্চয়ই হাসিনা ভূলে যান নি!!!

তো যাবেন কুনদিকে? জনতার দাবীর কাছৈ ফিরা ছাড়া গতি নেই

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

কলাবাগান১ বলেছেন: জনতার দাবী?? আমরা ও জনতা......

২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনারা দলান্ধ! স্বৈরাচারের দোসর! অনির্বাচিত সরকারের তল্পিবাহি!

আমজনতা তা নয়। আমজনতা দেশপ্রেমিক, সত্যবাদী, বিশ্বাসী!

আমজনতা ৯৫% । ৫ জানুয়ারী অনুপস্থিত থেকে আওয়ামী লীগের গালে চপেটাঘাত করেছে।
আপনি কি সেই দলে???

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

রাফা বলেছেন: শেখ হাসিনা সব সময় জনতার দাবিকে সন্মান জানিয়েছে।ভবিষ্যতেও জানাবে আশা রাখি।
সরকার ফলস পজিসনে পরলেতো আপনাদের খুশি হওয়ার কথা।সুধু একটা কথা মনে রাইখেন খালেদা জিয়ার কোন দাবি মানার কোন প্রয়োজন নেই বাংলাদেশে।
হাসিনার গাটস আছে ,কোন বাহিনির উপর নির্ভর করে দেশ চালাতে হয়না।
পক্ষান্তরে বিএনপি নামক দলটির জন্ম যেখান থেকে সেখানেই নির্ভরশিল ছিলো এবং আছে।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৭

কলাবাগান১ বলেছেন: ৯৫% রাস্তায় নামলে তো সরকার পড়ে যায়

(জামাতি-রাজাকারদের পক্ষে ৯৫% লোক হাসালেন!)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.