নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

মির্জা ফখরুলকে গ্রেফতার! গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিল স্বৈরাচার!

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯

সংবিধান রক্ষার দোহাই দিয়ে ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচনে ১৫৪ সিটে (১৫১হলে সরকার গঠন করা যায়) অনির্বাচিত, বিনা প্রতিদ্ধন্ধিতায়! ভোটার বিহীন )সদস্যদের নিয়ে- হযবরল তন্ত্রী সরকার ক্ষমতা গ্রহন করেছিল।



এক বছর পূর্তিতে বিএনপি স্বাভাবিক ভাবেই তাদের বিরোধিদলের দায়িত্ব এবং জনগণের মুক্তির পথ গণতন্ত্র পুনরুদ্ধারে সমাবেশ কর্মসূচি দেয়।

আমজনতাকে ভয় পাওয়া আওয়ামী সরকার সেই জনস্রোত ঠেকাতে আগের বারের মতো সরকারী ক্ষমতার সর্বোচ্চ স্বৈরতান্ত্রিক ব্যবহার করে সারা দেশকে কার্যত অচল করে দেয়। বন্দুকের নলের মূখে ক্ষমতা কুক্ষিগত করে রাখে।



বিএনপির মৌলিক বিজয় এখানেই।



সরকারের বাগাড়ম্বর সর্বস্ব মিথ্যুক, বাচাল এবং প্রগলভ প্রতিনিধিরা যে সব বক্তব্য নিয়মিত দিয়ে যাচ্ছে তার জবাব নিজেরাই নিজেদের কর্ম দিয়ে দিয়েছে।

বিএনপির যদি জনপ্রয়তাই না থাকবে-

বিএনপির দাবী যদি অগ্রহযোগ্যই হবে -

তবে তাদের সমাবেশে এত ভয় কেন?



আমজনতার মূখোমূখি হতে ভয় কেন? কেন অস্ত্র আর বন্দুকের জোরে ক্ষমতায় বসে থাকার নেশা?



বেগম খালেদা জিয়াকে কাল থেকে কার্যত গৃহবন্দী করে রেখেও খৌদ সরকার প্রধান যে মিথ্যাচার করেছেন খালেদা জিয়া বের হবার চেষ্টা করে তা জাতির সামনে প্রমাণ করে দিয়েছেন।



আরেক মহারথি বিএনপির মহাসচিবকে গতকাল থেকে প্রেসক্লাবে কার্যত বন্দি করে রাখা হযেছিল। অনেক তান্ডব, ঘটনা, এবং দলান্ধতার কাছে মানবতার পরাজয়ের পর আজ প্রেসক্লাব থেকে বের হতেই ডিবি পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়!



গ্রেফতার জেল জুলুম, বন্দুক আর অস্ত্রের জোরে কেউ কোনদিন ক্ষমতায় টিকতে পারে নি। পারবেও না। আমাদের নিকট অতীত যেমন শিক্ষা দেয়া, সারা বিশ্বেও তার নজির ভূরিভুরি!

সারা দেশের মানুষ আতংকে নিরব হয়ে আছে। তাদের হাতে অস্ত্র তুলে দিলে বোঝা যেত- বন্দুকের জোর কার কত বেশি ! অথবা তারা আসলে কি চায়?



চেতনা, রাজাকার আর ট্যাগিংবাজি দিয়ে যারা আওয়ামী স্ক্রীন সেভার বানিয়ে ভাবছেন স্বর্গে আছি চিরদিনের তরে- তাদের বন্ধ চোখে সত্যের পেপার স্প্রে পড়লেই ঘুম ভাংবে।

সবচে বেশী রাজাকার আত্মীয়তা করা আওয়ামী লিগের রাজাকার বিরোধীতা কি এই কারণে যে, তা নিজেদের অপকর্মকে ঢাকারই চেষ্টা!!!?



খোদ প্রধানের কণ্যার জন্য একজন রাজাকারের সন্তানই ছিল সারা দেশে?

তাদের আত্মীয় পরিজনে খুজুন ভুরি ভুরি রাজাকের বেয়াই, স্বজনের ভরপুর। তাই কি চোরের মার বড় গলার মতো তাদের কন্ঠে এত জোর!



আমজনতা সব বোঝে। দলন, পীড়ন গ্রেফতারে, বন্ধুকের নলের মূখে ক্ষমতায় থাকা যায় কিছুদিন-চিরদিন নয়। আর ইতিহাসেও ঠাই হয় কংলকের সাথেই। ৭২-৭৫ যেমন ছিল একদলীয় বাকশালে যার ফূর্নতা পেয়ছিল, আজও সেই তান্ডব চলছে সারা দেশে.. পত্রিকা টিভি চ্যানেল বন্ধ, গুম গ্রেফতার হথ্যা, জুলুম আর নির্যাতনে যেন ৫৬ হাজার বর্গমাইলের কারাগার হয়ে গেছে দেশ!



আজকের পর তাদের মূখে গণতন্ত্রের কথা বলার কোন অধিকার রইল না।

কারণ তারা গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলেন- আজ।

স্ব-নির্বাচিত, জনপ্রতিনিধিত্বহীন, একনায়কতন্ত্রের সমাপ্তির অপেক্ষায় আম জনতা।



নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সংগী।







মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

নতুন বলেছেন: আমাদের জন্য গনতন্ত্র...

রাজনিতিকদের জন্য ক্ষমতা আছে কি নাই... তাদের কাছে গনতন্ত্রে বইলা কিছু নাই... :(

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইতিহাসের ঘড়ির কাটা যেন উল্টো ঘুরছে!!!!

৭২-৭৫ দেখেনি যে জেনারেশন অথচ চেতনার মিথ্যা আবেগে ভেসে আকুল তাদের চোখে সত্য ফোটাতেই কি এ পুনরাবৃত্তি!!!!!

কি জানি!!!

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

আহলান বলেছেন: আমাদের দেশে সুস্থ্য ধারার রাজনীতি কস্মিনকালেও হবে না ...

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিশ্চয়ই হবে।

যখন এইরকম স্ভেরাচার দেশে থাকবে না।

যখন আমরা ও সচেতন হবো
যখন আমরা মিথ্যা আর সত্যের মাঝে প্রভেদ করতে শিখব.....

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০

পদ্মা_েমঘনা বলেছেন: ”তাই কি চোরের মার বড় গলার মতো তাদের কন্ঠে এত জোর!”-জি, এরপরও এরা বড় গলায় গলাবাজি করতেই থাকবে! গতকাল দেখেননি বালুর ট্রাক নিয়ে কয়েকজনের কি বিকৃত উল্লাস!
সাম্প্রতিক কালের একটা গান খুব মনে ধরেছে: পিপিলীকার পাখা গজায় উড়িবার তরে...

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পিপিলিকার মরার আগে বোঝে না!! আশে-পাশে চোখ মেললেই তাদের দেখতে পাবেন ;)

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২১

হুতুম বলেছেন: খুব ভাল বলেছেন ... আল্লাহ্‌ সব্বাইকে বোঝার টাঊফীক দান করুণ।-আমীন

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু বোঝার নয়- সে অনুপাতে কাজ করারও তৌফিক দান করুন।

ধন্যবাদ।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

সজল৯৫ বলেছেন: শেষ পেরেক কেন ভাই? ওদের হাতে পেরেকের অভাব নেই।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা হয়তো নেই। কিন্তু তারা যে পরিপূর্ণ স্বৈরাচার তার মিটমিটি বাতি হিসেবে ছিল কিছুটা।
কাল ভিন্নমত দমনে শীর্ষতম নেতাকে গ্রেফতারে তাদের মূখোশ খুলে ফেলল!
ইটিভির চেয়ারম্যানকে গ্রেফতার তাতে নতুন মাত্রা দিল!
অন্যান্য মিডিয়া যে দেশ এবং জনতার বিপরীতে কেবলই নিজেদের পূজির স্বার্থ আর তাবেদারীতে লিপ্ত আরও ষ্পষ্ট হল।

৭২-৭৫ এর ইতিহাস না জানা আবেগি চেতনার নামে মিথ্যা আবেগে ভুলানো নতুন প্রজন্ম (যদি বিবেক থাকে) বুঝবে বাকশাল কি ছিল?
কেন ৭৫ হয়েছিল? কেন আওয়ামী নেতারা বঙ্গবন্ধুর জানাজা না দিয়ে ক্ষমতার স্বাদ নিতে শপথ গ্রহন করেছিল! এরকম বহু তেতো সত্য!!!

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

খেলাঘর বলেছেন:


ফখরুল গ্রেফতার হতে চেয়েছে; সে এই তান্ডবের অংশ হতে চাহে না।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা বটে। ভাবনা যখন কেবলই নিজের হয়- তখন অন্যের আর তাতে কি বলার আছে?

কিন্তু যখন সামগ্রীকতায় হয়- তখন তা গ্রহন বা বর্জনের পথে চলে।

আপনার ভাবনা প্রথম গ্রুপের। ধন্যবাদ।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

খেলাঘর বলেছেন:


খালেদাও গ্রেফতার হতে চায়; সেটা হলে সে জিয়া অর্পেনেজের ব্যাপারটায় রাজনৈতিক রং ঢালতে পারবে।

এই বছর তার জেল হবে।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: উপরের মন্তব্য দ্রষ্টব্য!

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

রামন বলেছেন:
আমরা জানি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তেমনি সরকার জানে বি এন পির দৌড় খালেদা -ফকরুল পর্যন্ত।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বৈরাচার যত উগ্র হয়-আমজনতা তত নিরব হয়- পরিবর্তনের ঝড় তত নিকটতর হয়।

৭২-৭৫এ আস্ফালন দেখেছীল বাঙালী!

তাৎক্ষনিক ঘোষনায় আজিবন রাষ্ট্রপতির পদে শপথ নেয়া থেকে সকল ইতিহাস সকলেইর মনে আছে শুধূ তারা ব্যতিত যারা কাকের মতো চোখ বুঝে ভাবে কেউ দেখেনি!

হাম্বাদের দৌড় লগিবৈঠা, ধ্বংস, আর স্বৈরাচরীতা পর্যন্ত!

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন ভৃগু ।
আপনাকে ধন্যবাদ জানাতেই লগিন করলাম ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক কৃতজ্ঞতা।

দোয়া করুন আল্লাহ যেন দেশটাকে অচলাবস্থা থেকে মুক্ত করেন।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কিছু কথা বলেছেন । সত্যিকারের গনতন্ত্র প্রতিষ্ঠিত হোক দেশে।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আপনার স্বৈরাচারী মন কবিতাটা দারুন লিখেছেন।

সত্যিকারের গনতন্ত্র প্রতিষ্ঠিত হোক দেশে।

+++

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২০

কলাবাগান১ বলেছেন: পিপার স্প্রে দেখে বলছেন যে গনতন্ত্র বিপন্ন (রূপাকর্থে বলছি) কিন্তু নিচে প্রথম আলোর একজন কমেন্ট তুলে ধরলাম আপনার উত্তর আশা করছি:

"গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন। তখন দেশে গনতন্ত্র ছিল। আইভি রহমানকে হত্যা করেছেন। তখন দেশে গনতন্ত্র ছিল। পাঁচ কিলোমিটার হাঁটার পরেও শেখ হাসিনাকে সিএমএইচ এ প্রবেশ করতে দেননি। তখন দেশে গনতন্ত্র ছিল। বোমা মেরে আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছেন। তখন দেশে গনতন্ত্র ছিল। শাহ এম এস কিবরিয়াকে হত্যা করেছেন। তখন দেশে গনতন্ত্র ছিল। রাজপথে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপর পুলিশ দিয়ে অকথ্য নির্যাতন চালিয়েছেন। তখন দেশে গনতন্ত্র ছিল। পার্টি অফিসের ভেতর নারীপুরুষ নির্বিশেষে সকল নেতাকর্মীকে পুলিশ দিয়ে পিটিয়েছেন। তখন দেশে গণতন্ত্র ছিল। শেখ হাসিনার বক্তব্য রেকর্ড করায় সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়েছেন। তখন দেশে গনতন্ত্র ছিল। শব্দ-দূষণ হবে - এই অজুহাতে আওয়ামী লীগের সমাবেশে মাইক ব্যবহার করতে দেননি। তখন দেশে গনতন্ত্র ছিল। ক্ষমতায় বসেই একুশে টিভিকে বন্ধ করেছেন। তখন দেশে গনতন্ত্র ছিল। সাংবাদিক মানিক সাহা, হুমায়ূন কবিরদেরকে নৃশংসভাবে হত্যা করেছেন। তখন দেশে গনতন্ত্র ছিল। সংখ্যালঘু প্রতিটি গোষ্ঠীর উপর পাকিস্তানি কায়দায় নির্যাতন করেছেন। তখন দেশে গণতন্ত্র ছিল। সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে রিপোর্ট করায় শাহরিয়ার কবিরদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন চালিয়েছেন। তখন দেশে গনতন্ত্র ছিল। তবে আজ দেশে কোনো গনতন্ত্র নেই। হাহাকার পড়ে গেছে পল্টন আর গুলশান এলাকায়। যারা গনতন্ত্রের জন্য কেঁদেকেটে চোখ ভাসিয়ে দিচ্ছেন, তাঁদেরকে একটু অতীত মনে করার অনুরোধ রইলো।"

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামী মিথ্যাচারিতা, আর আবেগ নিয়ে ব্লেম গেম খেলায় মাস্টার পিস!

নিউটনের তৃতীয় সূত্র মানেনতো .. তখন আওয়ামীলিগ যা পেয়েছে তা তাদের বিগত স্বৈরাচরীতার বিষফল...

কিন্তু বিএনপির যা পাচ্ছে তাকে তেমন বলা যাবেনা। কারণ এটা ক্রিয়া। আর ঐটা প্রতিক্রিয়া!

আজও অনির্ভাচিত সরকারের প্রশাসনের ছায়ায় লুকিয়ে স্বৈরাচারী যে তান্ডব ঘটাচ্ছে তা ক্রিয়া- ভবিষ্যতে যা ঘটবে তা কিন্তু ক্রিয়া থাকবেনা হবে প্রতিক্রিয়া!

বাসে বোমা মেরে মানুষ হত্যার জনত আওয়ামীলীগ!
জ্বালাও পোড়াওকে রাজনীতি মনে করা তাদেরই কাজ। তাই বিএনপির সুশীল ণ্যায়সংগত প্রতিবাদকেও ভয় পেয়ে মাইক কেড়ে নেয়, বাস বন্ধ করে জনসমাগম ঠেকাতে চায়!

বিএনপির মানব বন্ধনেও সরকারের ভীষ আতংক- তাই প্রেসক্লাবের সামনেও নিরবে দাড়িয়ে প্রতিবাদ জানার নূন্যতম অধিকার টুকুও কেড়ে নেয়...

এইরকম স্বৈরাচারীর ক্রিয়ার প্রতিক্রিয়াকে তো দোষ দেয়া যাবেনা। যদিও সকল হত্যা এবং অন্যায়ের ঘোর বিরোধী আমি- কিন্তু আপনি শুধূ স্ভৈরাচারীতা ঘটিয়েই যাবেন আবার নূনতম অধিকার টুকুও কেড়ে নেবেন আর ভাববেন সবাই আপনাকে ফুলেল ভালবাসা দেবে এটা বোকার স্বর্গ ভাবনা বটে।

চোখ মেলুন। সত্য বলুন। মিনিমান বিবেক ন্যায়বোধকে জাগ্রত করুন।
যাতে ভবিষত্য পিপার স্প্রে কালচারকে টানতে না হয়... প্রতিক্রিয়া হিসাবে।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৮

মতিউর রহমান মিঠু বলেছেন: শুধু কলাবাগান করেই কি জীবন চলবে? শুধু কলা খেয়ে থাকলে মগজ স্বল্পতা থেকেই যাবে ভাইজান। ভাল কথা রামন আর খেলাঘর ভাইকেও কিছু কলা মাঝে মধ্যে দিয়েন। ''উত্তম ও অধম'' কবিতাটা পড়া হয়নি নাকি??

ও ও দুঃখিত কলাবাগান১ ভাই, আপনিতো আবার সমালোচনা সহ্য করতে পারেন না। আপনার পোষ্টে আমি নিষিদ্ধ!!

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্ধ দেখেছি এমন দেখিনি!!!

তাদের বোধ বুদ্ধি বিবেক এমনভাবে আটকে আছে দলান্ধতায় সাদা-কালোর ভেদ ও মনে হয় ভুলে গেছে! যাকগে.. তাদের জীবন তাদের বোধ!


ধন্যবাদ পাঠে ও মন্তব্যে।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৮

কাহাফ বলেছেন: 'শেষ পেরেক শেষ পেরেক' শুনতে শুনতে কান ঝালা-পালা! কবে শেষ হবে 'শেষ পেরেক'???

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দিননা আপনিই ঠুকে!

ল্যাঠা চুকে যাক। গণতন্ত্র মুক্তি পাক।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

ঢাকাবাসী বলেছেন: আচ্ছা গত হাজার বছরে এদেশেতো রাজতন্ত্র মহারাজতন্ত্র নবাবতন্ত্র আর একনায়কতন্ত্রই পড়লুম আর দেখলুম, গনতন্ত্র ছিলো কবে?

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: গবেষনার জন্য প্রশ্নের বিষয়টি দারুন হলেও আমাদের মোটা ভাথ মোটা কাপড়ের মতো মোটা দাগে মিনিমাম ভোটটি দেবার স্বাধীনতা অধিকার এবং সুযোগটি ছিল।

৫ জানয়ারী প্রহসনে তাও মানুষ প্রত্যাখ্যান করেছে। ভোট কেন্দ্র না গিয়ে চরম প্রতিবাদ দেখিয়েছে। যদিও বিএনপি জনগণের সেই ত্যাগের মূল্যায়ন করে ফসল ঘরে তুলতে পারেনি।

যার ভোগান্তি আবার সেই আমজনতাই ভুগছে!

স্বৈরচারা নিপাত যাক- গণতন্ত্র মুক্তি পাক।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

সোহানী বলেছেন: Click This Link

উত্তরটা এ লিখায় পেয়ে যাবেন..........

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সোহানী। দারুন একটা সময়োপযোগী লিংক দিয়ে মনে করিয়ে দেয়ায়...

আসলেই আমাদের যে বিভাজনের ঘৃণ্য ধারার চর্চা চলছে তাতে সেই দিন বোধ করি দূরে নয়....................


তারা প্রথমে ইহুদীদের ধরতে এসেছিল,
কিন্তু আমি প্রতিবাদ করিনি,
কারণ আমি তো ইহুদী ছিলাম না।
তারপর তারা কমিউনিষ্টদের ধরতে এসেছিল
তখনও আমি প্রতিবাদ করিনি
কারণ আমি তো কমিউনিষ্ট নই
তারপর তারা ট্রেড শ্রমিকদের ধরতে এসেছিল
তখনও আমি কথা বলিনি
কারণ আমি তো ট্রেড শ্রমিক নই
তারপর অবশেষে তারা আমাকে ধরতে এসেছিল
তখন আমার পক্ষে কথা বলার আর কেউ অবশিষ্ট ছিল না।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৮

আনু মোল্লাহ বলেছেন: সহমত :-)

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.