নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

কৈফিয়ত! বিজয়ের নিরবতা

১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

কি লিখব?

যখন বিপন্ন

জীবন, জীবিকা, স্বাধীনতা, সার্বভৌমত্ব!



কি লিখব

যখন সাতান্নর ফলা চকচক করে নিত্য!



মুক্তিযুদ্ধ! প্রাণের টানে আর জীবনের আহবানে

দেশমাতৃকার প্রেম তো ছিল প্রতিদানের স্বপ্নবিহীন



অথচ আজ কাড়াকাড়ি সনদের তরে

বাসভাড়া হাফে কিংবা সচিবগিরির মেয়াদ বাড়াতে

প্রয়োজনে জাল জালীয়াতি আর যা সম্ভব সব করেও!



ইতিহাস যখন দলান্ধতার পংকিলে ডুবে হাসফাস

সত্য যখন ক্ষমতার কোলে বসে নিত্য বদলায়

তখন কি লিখব?



বীরশ্রেষ্ঠর উত্তরাধিকার যখন অচেনা

বীর উত্তম, বীর বিক্রমরা যখন উপেক্ষিত

স্বাধীনতার অধিনায়েকরা যখন চেতনার জালে ফেসে



আমজনতা আইজুদ্দিনের লিখায় কি আসে যায়?

একটা ষ্ট্যটাস বা পোষ্টে?

কিংবা একদিনর জন্য কর্পোরেট চেতনায় রাঙালে!!!!



ছাপান্ন হাজার বর্গমাইলের

মানচিত্রে স্বাধীনতা কই? যখন আমজনতা উপেক্ষিত

মিনিমাম একটা ভোটের অধিকার থেকে?!



কি লিখব

যখন হাজার প্রশ্নের উত্তরে প্রশ্নই জন্মায় শুধু

বিরোধের খগড়, ট্যাগবাজি আর সমাধানহীন কুতর্কে!



বিজয় দিবস আসে চলে যায়

অপেক্ষায় থাকি ---



অর্থনৈতিক সাম্য আর মুক্তির

প্রকৃত বিজয়ের। সত্যের!

নির্ভেজাল ইতিহাসের এক সোনালী বাংলাদেশের!





মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজের কাছেই নিজের কৈফিয়ত

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিরবতায় কত বেশি যন্ত্রনা এবারে তা টের পেলুম!

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

ক্ষতিগ্রস্থ বলেছেন: কি লিখব

সর্বগ্রাসী হতাশা... কিন্তু কোন হতাশাই কোনদিন চিরস্থায়ী হয়নি, সুদিন আসবেই

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুদিনের আশায় তো সকলেই!!!

সময়ের চক্রে এটা বদলায় বারবার...অপেক্ষা যে শুলের চাইতে যন্ত্রনাকর!!

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

মামুন রশিদ বলেছেন: ভালো লিখেছেন ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার আয়োজনে সিলেট ব্লগ দিবসের পোস্টে কেকের ফুটুক দেখু এলুম...;)

আহা খেতে না পারার আফসোস যাচ্ছেই না :)

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১১

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ ব্লগ দিবস!!! !:#P !:#P !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ ব্লগ দিবস!!!

জীবনের টানাটানিতে অনুপস্থিত ;)

আপনাদের আনন্দঘন উদযাপন দেখলাম ষ্টিকি পোষ্টে :)

এবাবেই জড়িয়ে থাকুক জীবন- জীবনের সাথে !আনন্দে সবসময়!

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা +

শুভেচ্ছা :)

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অনুকে অনেক

প্রীত হলুম :)

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লাগা রইল... +++

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগাটা হৃদয়ে রেখে দিলুম!

অনেক ধন্যবাদ

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখনি , কবিতায় +

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ কবি!

ব্লগ ডের পোষ্টে আপনার ফুটুক দেখলাম। বেশ বক্তৃতাও করেছেন.. আপনারা সবাই মিলে বেশ উপভোগ করলেন!!!!

স্ব-অপরাগতার পরও হিংসিত :)

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

খেলাঘর বলেছেন:

"বিজয় দিবস আসে চলে যায়
অপেক্ষায় থাকি ---

অর্থনৈতিক সাম্য আর মুক্তির
প্রকৃত বিজয়ের। সত্যের!
নির্ভেজাল ইতিহাসের এক সোনালী বাংলাদেশের! "


-শেষে কি পদ্যে চলে গেলেন?

স্বাধীনতার ভাবনা এসেছিল 'অর্থনৈতিক' কারণে; অর্থনীতি ফালু, সালমান, তারেক, খোকা, কর্ণেল ফারুক, ওবায়দুল কাদের, বদিরা দখল করেছে; স্বাধীনতা এখন ওদের, বিজয়ের দিন ওদের।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: পদ্যে না গদ্যে কি হেরফের
ভাবটুকু বুঝেছেন সেই ঢের ;)

তাইতো এই যন্ত্রনার ফুল ফোটা! ২৩ পরিবার ছিল পাকি আমলে, তাদের শোষনে নির্যাতিত শোষিত বঞ্চিত হচ্ছিল ৭ কোটি!

আর এখন ২৩ হাজার পরিবার দেশী!
তাদের হাতে শোষিত, বঞ্চিত হচ্ছে ১৮ কোটি!!

পরিচয় আর নাম বদলেছে শুধূ শোষন বঞ্চনা বদলায়নি! তাইতো কৈফিয়ত !

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

তুষার কাব্য বলেছেন: ভালো লাগা ....

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ...

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

আনু মোল্লাহ বলেছেন: বিজয় দিবস আসে চলে যায়
অপেক্ষায় থাকি ---

অর্থনৈতিক সাম্য আর মুক্তির
প্রকৃত বিজয়ের। সত্যের!
নির্ভেজাল ইতিহাসের এক সোনালী বাংলাদেশের!

হ্যাঁ আমরা অপেক্ষায় থাকি।
কবে শেষ হবে আমাদের অপেক্ষা!

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

সেই কবের সন্ধানে ১৬ কোটি মানুষ উন্মুখ!!!!!!!

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

নীল আতঙ্ক বলেছেন: ভালো লাগলো।
অল্প অল্প করে আপনার সব গুলো লেখাই পড়ছি।
আর আপনার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার সৌভাগ্য!

আহামরি কিছূ না। মনের গভীরে বোধগুলোনকে অকপট প্রকাশের চেষ্টা মাত্র!

ভাল থাকুন।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫২

জাফরুল মবীন বলেছেন: ভাল লিখেছেন।

অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ভুল করে হলেও মাঝে মাঝে ব্লধূলি দেবেন। হৃদয়ে প্রশান্তি বোধ হয় :)

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বিতীয় ভাললাগা
++++

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপ্লুত। আপনাদের ভাল লাগাই সাহস যোগায় সকল খড়গের বিরুদ্ধ স্রোতে দাড়াতে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.