নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগের রাজনৈতিক দেউলীয়াত্ব না কূটনৈতিক জ্ঞান শূণ্যতা কিংবা অহংকারী স্বৈরাচারের মাতাল প্রলাপ!!!

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২

প্রত্যেক দেশেরই ভাল মন্দ থাকে।



আমেরিকার বিশ্ব মাতব্বরি নিয়ে বাকি বিশ্বে সচেতন মানুষ মাত্রই সূখি নয়। কিন্তু তাই বলে একজন মন্ত্রীর মূখে এতটা অসভ্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভুত বাক্য কতটা শালীন????



মজিনা কাজের মেয়ে মর্জিনানিশা ‘দুই আনার’ মন্ত্রী - সৈয়দ আশরাফুল



জ্বি! আমাদের অনির্বাচিত ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচনে ১৫৪ সিটে বিনা ভোটে পাস করিয়ে আনা সরকারের এক মন্ত্রীর দম্ভোক্তি!!! নিয়েই কথা।



পররাষ্ট্র নীতির কথা শিষ্টাচারের কথা বাদ। একজন স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষেও কি এমন কথা বলা সম্ভব!! অথচ এমন একজন যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব (বৈধ বা অবৈধ যেভােই হোক) করেন- তার মূখে কিভাবে মানায়?

একবারও ভাবলেন না সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশীদের উপর এর কতটা নেতিবাচক প্রভাব পড়তে পারে?

একবারও ভাবলেন না- গত ৭ বছরে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের দরজা তাদের গালভরা চাপা আর দম্ভ দিয়ে খুলতে পারে নি!!!

একবারও ভাবলেন না- এর প্রতিক্রিয়া কি হতে পারে।???



চামড়ার মূখ যা মনে আসে তাই বলার নাম সাহস নয়। পাগলামী ভ্যাক্তি কেন্দ্রিক হলে কারও সমস্যা নেই। কিন্তু রাষ্ট্রীয় সম্পর্ককে ঝুকিতে ফেলে এ কোন ধরনের আত্মহত্যা!!!!



"বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে ‘দুই আনার মন্ত্রী’ বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার দুপুরে খুলনা সার্কিট হাউজ ময়দানে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।



বাড়িতে একটি কাজের মেয়ে আছে তার নাম মর্জিনা। রাত্রে বাসায় গেলে সে বলে মামা টিভিতে বারবার আমার নাম বলে কেন? তখন ওকে আমি বলি- ও হলো মার্কিন রাষ্ট্রদূত মর্জিনা। ও চাইছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে। একথা শুনে কাজের মেয়েটি তার নাম পরিবর্তন করেছে। সৈয়দ আশরাফ বলেন, এমন কোন শক্তি নেই যে এক সেকেন্ড আগেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারবে। "



এই দম্ভ এই ঔদ্ধত্যের পরিনাম কি সময়েই বলে দেবে।



তবে পরিস্কার হয়ে গেছে তাদের চরিত্র। মানব জমিনের পাঠক প্রতিক্রিয়ায় বেশ কিছু প্রতিক্রিয়া ...



### রামেন

রবিবার, ৩০ নভেম্বর ২০১৪ ০৬:০৬

এদের উন্মাদিও কথা বার্তাই আমরা যারা প্রবাসী তারাই সব চাইতে সমস্যাই পড়ি । যে দেশের মানুষদের অন্য দেশে কাজ করে খেতে হয় , শিক্ষা চিকিৎসার জন্য দৌড়ান লাগে তাদের মুখে এ সব মানাই না ।

দেশের উন্নতির খেয়াল নাই বড় বড় বুলি ।



### নাজমুল

রবিবার, ৩০ নভেম্বর ২০১৪ ০৪:৩৪

উনাদের ষোল আনা হলেন ভারতের রাষ্ট্রদূত। মজার ব্যাপার হলো ভারত ও এইভাবে আমেরিকার সাথে কথা বলতে সাহস করেনা।



#### ইকবাল

রবিবার, ৩০ নভেম্বর ২০১৪ ০২:৫০

আওয়ামীলীগ করলে মানুষ কি উন্মাদ হয়ে যাই না উন্মাদেরা আওামিলিগ করে বুঝি না



#### biplob

রবিবার, ৩০ নভেম্বর ২০১৪ ০২:১২

আশরাফ সাহেব ইতি পুবে" বেলেছেন সীমান্তে বিএসএফ গুলি করে মারছে ভবিষ্যতেও মারবে এ নিয়ে সরকারের কোন মাথা ব্যাথা নাই, ঐ উসকানির ফলে পরতিনিয়ত সীমান্তে কেউ না কেউ ভারতীয়দের গুলির শিকার হচছে, কোন কুটনিতি ই কজে আসছেনা, আবার এখন বিসশের সবা"ধিক শক্তিধর দেশ আমেরিকার মনএীকে নিয়ে তাচছীল্যকর মন্তব্যের জেরে আমেরিকার সাথে শএুতা পয়দা হতে পারে , ফলে ওনারতো কিছু হবেনা বিভিনন দিক দিয়ে খতির সমমুখিন হবে দেশ এবং জাতি, দেশের খতি যারা ডেকে আনে তারা জাতির শএু ,বনধু নয়। এই এই সব বিবেক হীন ব্যক্তিদের কারনে বাংলাদেশ আজ বহি"বিশসের কাছে মুল্যহীন।



### মিজানুর রহমান

রবিবার, ৩০ নভেম্বর ২০১৪ ১১:৫৫

নিশা দেশাই ও ড্যান ডব্লিউ মজিনা সম্পর্কে সৈয়দ আশরাফ যে মন্তব্য করল তাতে তার নিজের ওজন কতটুকু তা সে বুঝিয়ে দিল। কারন সে যদি মন্ত্রী থাকা অবস্থায়ও যুক্তরাষ্ট্র সফরে যায় আর যদি বলা তোমার মন্ত্রিত্ব রক্ষা করতে ** সে বেগম খালেদা জিয়া সম্পর্কে যে মন্তব্য দিয়েছে সেটা রাজনৈতিক ও আদর্শিক দেউলিয়াত্বের বহিপ্রকাশ। সৈয়দ আশরাফ তার পারিবারিক ঐতিহ্যকেও পিষে মেরে ফেলেছে।



একজন সাধারন মানুষের বোধেরও নীচে নেমে গেছে বিশ্বাস করতে কষ্ট হয়। নাকি রয়ের কোন চক্রান্তে আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট করিয়ে কেবলই ভারতমূখী করার নিল নকশা!!! কে জানে???



তবে কারণ যাই হোক কোন প্রকার শিষ্টাচারে, ভব্যতায় এই ধরনের অর্বাচীর বক্তব্যকে বৈধতা দেয়া যাবে না যায় না। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে আরও বেশী সচেতনা এবং দেশবাসীর দেশের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে কথা বলা উচিত। নইলে ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ, পুরো জাতি।













মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৩

মাহাদি হাসান বলেছেন: নিশা দেশাই বিসওয়ালকে হয়ত ইংরেজীতে অনুবাদ করে বুঝাতে হবে, কিন্তু মজীনাকে বোঝাতে হবে না, কারন মজীনা ভালো বাংলা বলতেও পারে এবং বুঝতেও পারে। এহেন আচরন করে বাংলাদেশ কিছু অর্জন করতে পারল না কিন্তু বর্তমান শাসক শ্রেনীর কর্তাব্যক্তিরা নিজেদের সাংস্কৃতিক মানটা জানাতে পারলেন আর কি।
মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোয়ারসিভ (coercive) কুটনীতি শুরু করে তাতে আওয়ামী লীগেরও ভাল লাগবে কি?
এর আগে আরেক ঘটনায় শুনেছি মজীনা আর বানিজ্যমন্ত্রী মুখোমুখি একধরনের বাক বিতান্ডায় জড়িয়ে গিয়েছিল। যাক তাতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত অন্য কোন পোশাক শিল্পের বাজার তৈরী হয় তাতে আপত্তি ছিল না। যেমন আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু ভারত কি আমাদের পোশাক শিল্পের বড় ভোক্তা হতে যাচ্ছে? যেহেতু তাদের অশোক লে ল্যান্ডের ডাবল ডেকারের অনিচ্ছুক ভোক্তা আমরা হয়েছি।

যে ধরনের পাড়া গায়ের মাস্তানি দেখিয়ে বাংলাদেশের কোন লাভ হবে না, সে ধরনের মাস্তানি করা থেকে বিরত থাকাই বাঞ্চনীয়। মজীনাকে কাজের মেয়ে মজীনা বলে ফেলায় অনেক বড় কিছু হয়ে গেছে বা আমরা স্বাধীনতা আর সার্বভৌমত্বের জন্য বড় একটা কাজ করে ফেলেছি তা ভাবা বোকার স্বর্গে বাস করা এক কথা।

যখন বেছে নেয়ার সুযোগ থাকে তখন পরাধীনতাকে বেছে নেয় এই সব নেতারা। যখন প্রশ্ন আসে দেশের সম্পদ দেশের প্রতিষ্ঠানের মাধ্যমে উত্তোলন করে দেশের অর্থনীতি বিকাশ করার কথা তখন বিদেশী ঠিকাদারদের টাকা মোহে পরাধীনতাকে আলিঙ্গন ভাল লাগে। তখন মজীনাকেও ভাল লাগে। তখন চায়ের দাওয়াতে যেতে ভাল লাগে।




০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

তাদের এইরকম আত্মঘাতি বক্তব্য ব্যক্তির কিছু হোক না হোক জাতিকে যে বড় ধরনের ক্ষতির মূখে ফেলেছে তা বলার বাইরে!!!

২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৫৯ জন পড়ল!!! কমেন্ট করতে কি সবাই ৫৭র ভয়ে ভীত নাকি???

হাম্বারা নিরব কেন?????? এত বড় ডাব্বা মারা ডায়ালগের পক্ষে কিছূ বলার নাই!!!???
তবে কি তারা মেনে নিলেন- তাদের মন্ত্রী অর্বাচীন বটে!!!!! ;)

০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুই কি হনুরে মার্কা এমন ডায়ালগে আমেরিকা নিশ্চয়ই খূব ভুই পাইছৈ!!

আর দাদারা বগল বাজাচ্ছে ... পেয়েছী এমন সরকার বলার আগেই দেয় যা দরকার!!!!

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: সহমত রইলো ।

০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

অন্ধকার অচলায়তন আর মতপ্রকাশের ৫৭র ভয়কে ভেঙ্গে সহমত প্রকাশ করায় ...

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

হাসান নাঈম বলেছেন:
ভাই কথা বলতে আসলেই ভয় লাগে
বাংলায়তো প্রবাদই আছে - পগলে কী না বলে, ছাগলে কী না খায়।

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা পাগল বলে খালাস হলেও আন্তর্জাতিক বিশ্ব কি তাই ভেভে থেমে থাকবে??????

সারা বিশ্বে বাঙালির মাথা নীচু করে দেয়া এ লজ্জ্বা ঢাকবে কি দিয়ে????

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

মাহফুজ তানজিল বলেছেন: এ লজ্জা রাখি কোথায়? আমাদের রাজনীতিগত গালিবাজি আর গলাবাজি দেশকে কোথায় নিয়ে যাচ্ছে এটাকি ক্ষমতাসীনরা বুঝতে পারছেন?
এমন সাহসী লেখার জন্য ধন্যবাদ!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

লজ্জ্বা ডেফিনেশনই বুঝি তারা বোঝে না!!!!
নইলে এমন অর্বাচীনতা আসে কি করে!!!!!!!!!!

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯

তালা চাবি বলেছেন: হুম । ৫৭ ভয় নয়, সুশীল চরিত্র হারানোর ভয় !!! লিখেছেন ভালো ।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালো বলেছেন!

হায়রে সুশীলপনা! চোখ রেখেও রয় কানা ;)

ধন্যবাদ

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ৫৭র ভয় থাকাটা বিচিত্র কিছু না। কদিন পর বাংলাদেশে গুগুল আর ফেসবুকের অফিস হইলে আরো খবর হবে।

তবে আমাদের মন্ত্রী সাহেবরা শিশটাচার জানেন ঠিকই, কিন্তু মন্ত্রীত্ব পেয়ে গেলে লঙ্কার বাসিন্দা হয়ে যান মনে করি। আমাদের সংবিধান রচয়িতার কথাবার্তা শুনলেও মনে হয় আমাদের দেশটার কী হইল, মানুষগুলো এমন কেন?

অদূর ভবিষ্যতে আরো দুর্গতিতে পড়তে হবে আমাদের।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে।

আসলেই কেবলই ভয় হয় ... আমাদের দেশটার কী হইল, মানুষগুলো এমন কেন?

এভাবে চলতে থাকলে দুর্গতিযে সীমাহীন হবে তা জোতিষ না হযেও বলা যায় !!!

বেরিয়ে আসার পথ আর পথিকের অপেক্ষায় কোটা কোটি আমজনতা!

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

নেক্সাস বলেছেন: আমি জানিনা আওয়ামিলীগ সরকার কি বুঝাতে চাচ্ছে বিশ্বকে? কি তারা অর্জন করতে চাচ্ছে?

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিস্ময়কর আত্মঘাতি পথেই হাটছে তারা!

নিজেদের সাথে সাথে যে দেশটাকেও ডোবাচ্ছে জেনেও না জানার ভান করে আছে!

মধ্যপ্রাচ্যের শ্রম বাজার বন্ধ কত দীর্ঘ সময়! অথচ তাদের প্রোপাগান্ডা অবিরাম!

নিজেরা টিকফার মতো দেশবিরোধী চুক্তি সই করেও গলাবাজি করছে নিত্য!

ভারতের সাথেতো বলাই বাহুল্য- চাওয়ার আগেই সব দিয়ে দেবার মতো!

তাদের অর্জন স্রেফ ক্ষমতায় টিকে থাকা! কারণ সকল স্বৈরাচারের মতো তারাও ভাল করেই জানে-ক্ষমতা যাওয়া মাত্র তাদের পরিণতি কি হবে!!!

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০

ঢাকাবাসী বলেছেন: লজ্জা লাগে এরা আমাদের জনপ্রতিনিধি, মন্ত্রী, নেতা!

০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ লজ্জ্বার যেন শেষ নেই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৬

খেলাঘর বলেছেন:


এরা শেখ হাসিনাকে খুশী করার চেস্টা করছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশ, জনতার স্বার্থ, রাজনৈতিক শিষ্টাচার, ভদ্রতা জ্ঞান, কূটনীতির সৌজন্যতা সব ভুলে গিয়ে!!!!!!!!!!!!!!!??????????????????

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

আহলান বলেছেন: সর্বাঙ্গে ব্যাথা .. ওষুধ দেবো কোথা .... যেভাবে সরকার নির্বাচিত হয়েছে, তাতে এমন কথা বলাই স্বাভাবিক .... তবে এর জন্য মূল্য দিতে হবে আপনাকে আমাকে ...

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইজন্যই কি দুর্জনেরা বলে- তিনার বাপের মরণে কেউ কান্দেনাইতো.. তাই পুরা বাঙালী জাতিরে বাঁশ দিয়া কান্দাইবো!!!
কিংবা সিরাজুর রহমানের সাথে বিবিসির ইন্টাভিউতে অপ্রকাশীত-প্রচারিত সেই আবেগটাই কি চূড়ান্ত সত্যি!!!!

কর্মসমূহতো তাই ইঙ্গিত করে!!!

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

ইমরুল_কায়েস বলেছেন: বিউটেনিসের বাড়িতে চা খেতে উনাদের দৌড়া-দৌরি আমরা ভুলে যাইনি। সেদিন দুই আনারাও ষোল আনা ছিল সামনে আঠার আনার দিন আসতেছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন।



তারা সিজোফ্রেনিক রোগীর মতো আচরণ করছে।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

লিরিকস বলেছেন: অট- এটা দেখুন ভাইয়া :)

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আহ কি দারুন এক সৃস্টি!!! কি দারুন গানোপিডিয়ার স্রষ্টার সাধনা!

অনেক অনেক কৃতজ্ঞতা :)

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

মাসূদ রানা বলেছেন: সৈয়দ আশরাফ একটা রামছাগল ..... এসব করে আন্তর্জাতিক মহলে, আম্রিকার কাছে পরিচিতি লাভের চেষ্টা করছে আর কি ....গবেট কোথাকার ........

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তার ব্যক্তিক কূপমন্ডুকতায় ডুবছে দেশ!!!!!

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

বিজ্ঞান মনস্ক বলেছেন: পাগলে কিনা বলে ছাগলে কি না খায়

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাগল হলে তারে পাবনায় পাঠান, ছাগল হলে কাঠাল পাতা দেন..

তারা... রাজনীতিতে কি করে????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.