নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

একটি মৃত্যু সড়ক অব্যস্থাপনা -দায়হীন দায়িত্ববানদের বোধোদয় !!!!!!!!!

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

আমাদের সড়ক, ট্রাফিক, পরিবহন ব্যবস্থাপনার দৈন্যতায় জীবন গেল আরেকজন মহত ব্যক্তির।

Click This Link



আর বেপরোয়া বাস ড্রাইভার, হেল্পারদের নিয়ন্ত্রন করবে কে?

যেখানে মন্ত্রী মশায় বলেন গরু ছাগল চিনতে পারলেই লাইসেন্স দিতে হবে!!!!

সেই দাবীতে ঢাকা অচল করে তিনি সমাবেশও করেছিলেন!!

ঐ মন্ত্রীকে হুকুমের আসামী করা হোক!!!



নিত্যদিনের এই বাস থেকে নামার ঝুকি মাথায় নিয়েই চলাচল করছে নগরের লাখো কোটি মানুষ! ভাড়া নিয়ে স্বেচ্ছাচার, সিটিং নামে চিটিং, গেটলক নামে বেনামে ভাড়া বাড়িয়ে জন ভোগান্তি বাড়িয়ে চলছে নগর পরিবহন। ক'দিন আগে কথিত ফাটাকেস্ট মন্ত্রী ফিটনেস অভিয়ান চালানো শুরু করলেন- ব্যাকআপ না রেখেই!!!

ফলাফল যাত্রীদের অপরিসীম ভোগান্তি।

কদিনে কয়েকটা গাড়ী পুরানো ফ্রেমে নতুন পালিশ বাহ্যিক আইটেম লাগিয়ে আবার যেই কে সেই!!!!



তারপর তারা যেই ক্যাটাগরিরই হোক না কেন সব গাড়ীই

রাস্তার যেখানে সেখানে থামিয়ে তারা যাত্রী তোলে! কিন্তু নামানোর সময় যেন উন্মাদ হয়ে যায়! মাঝ রাস্তায় হালকা ব্রেক কষেই বলে বাম পা দেন.. ব্যাস দায়িত্ব শেষ!

ঐ গাড়ীর পিছনে আরো গাড়ী আছে কিনা!!! চলন্ত অবস্থায় নেমে নিরাপদে দাড়াতে পারবে কিনা কোন খেয়াল নেই!!!



আর সামনে সার্জেন্ট দেখলে যেন পাগল হয়ে যায়- পারলে যাত্রীর উপর দিয়েই গাড়ী চালিয়ে দেয়.... !!!



নিরাপদ সড়ক চাই দাবী দীর্ঘদিনের। ইলিয়াস কাঞ্চনের পুরো পরিবার হারিয়ে তিনি বছরের পর বছর ধরে পথে নেমে আন্দোলন করলেও যেন সরকাররে টরক নড়ছে না।

লাশের মিছিল বেড়েই চলছে!!!!!!!!!!!!!



৫ সদস্যের কমিটি হয়েছে। রিপোর্ট হবে। ফাইল চাপা পড়বে আবার কোন একজনের জীবন যাবার আগ পর্যন্ত!!!!!!!



এভাবে আর কত!!!???? দায়হীন দায়িত্ববানদের বোধোদয় কবে হবে????

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

এহসান সাবির বলেছেন: লাশের মিছিল বেড়েই চলছে........ :( :(

৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খজনক ভাবে....

কবে যে কে শামিল হয়ে যাই... রীতিমত আতংকিত!!!!!!!!!!!!!!!

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৬

খেলাঘর বলেছেন:


সড়কের তুলনায় মানুষ ও গাড়ী বেশী।

চালকদের 'নিরাপদ ড্রাইভিং'এর ট্রেনিং বাধ্য করা।
নাগরিকদের নিরাপদ ভ্রমণের জন্য নাগরিক অধিকার বিল পাশ করা।

গাড়ী সংখ্যা নিয়ন্ত্রন।

৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাগজেতো অনেক কিছূই পাস করা আছে!!

চাই বাস্তবায়ন!!

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

মামুন রশিদ বলেছেন: প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় অব্যবস্থাপনা । খুন হওয়া, দূর্ঘটনায় মারা যাওয়া, ভেজালের বিষ খেয়ে মারা যাওয়া যেন আমাদের নিয়তি ।

৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়াবহ! দুঃখজনক!!!

বের করে আনবে যারা তার ব্যস্ত যত বস্তাপচা আবেগী স্মৃতি মন্থন আর একে অন্যরে পচানোর রাজনীতির নামে স্বেচ্ছাচারের কাল গহব্বরে!!!!!!

পচন যেন রন্ধ্রে রন্ধ্রে ....................

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এভাবে আর কত!!!???? দায়হীন দায়িত্ববানদের বোধোদয় কবে হবে????
সহমত । সহমত ।।

৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

প্রশ্ন সেটাই........ শুধু বিবৃতি বাজির নামে মিথ্যা আর কথার খেলায় আর কত!!!

৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

তুষার কাব্য বলেছেন: এভাবে আর কত ? কবে থামবে লাশের মিছিল?আমার আপনার সবার প্রশ্ন আজ...

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দায় বোধ হীন দায়িত্ববানরা যেদিন জাগবে!!!

শুধুই চাকুরী বা ডিউটি মনে করা বাদ দিয়ে মানবতা বোধে যেদিন জাগবে!!

ভাবতে পারেন- তিনি আহত হয়ে বেশ কিচ্ছুক্ষন পথে পড়ে ছিলেন!!! ব্লিডিং হচ্ছিল.. কেউ ধরতে আসছিল না!!! ওখানে কিন্তু ভাল পরিমানে পুলীশ সব সময়ই মজুদ থাকে!!!

পরে অপরিচিত এক মানবতাবাদী যুবক এসে উদ্যোগ নেয়...

আর যে হাসপাতাল প্রথম চিকিৎসা দিতে অস্বীকার করেছে- তার চিকিৎসা সেবার লাইসেন্স বাতিল করা হোক!!

পুলীশি ঝামেলা বা দূর্ঘটনার কেইসে বহু হাসপাতাল ক্লিনিক গুলোই এই কাজটি করে!! তাদের কোন ক্ষমা নেই।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৫

সুমন কর বলেছেন: নিরাপদ সড়ক চাই দাবী দীর্ঘদিনের। ইলিয়াস কাঞ্চনের পুরো পরিবার হারিয়ে তিনি বছরের পর বছর ধরে পথে নেমে আন্দোলন করলেও যেন সরকাররে টরক নড়ছে না।

দারুণ বলেছেন কিন্তু সরকারের টনক নড়বে না।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের বোধকরি টনক নেইই!!!!!!!!!!!!!! তাই কিছূ নড়ে না!!!

শুধু কাগুজে তদন্ত কমিটি!!! প্রতিবেদন ব্যাস ! সব শেষ!!!

আমরা আমাদের অধিকার নিয়ে সচেতন না হওয়া পর্যন্ত মুক্তি নেই।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৭

ঢাকাবাসী বলেছেন: জগলুল ভাই যেভাবে মারা গেলেন সেটা এক বাক্যে খুন। এই ড্রাইভারদের নেতা হলেন এক মন্ত্রী কাম শ্রমিক নেতা (মন্ত্রী হয়ে কি করে শ্রমিক নেতা হয় সেটা বোঝা কঠিন)। বছরে ১৫০০০ থেকে ২০০০০ মানুষ ড্রাইভারদের দ্বারা খুন হচ্ছে কেউ দেখার নেই! কয়েক লাখ ড্রাইভারকে ঘাটাবার সাহস সরকারের নেই! গরু ছাগল চেনা ড্রাইভারদের শাস্তি বাড়াবার কথা বললে ঐ মন্ত্রী চলে আসবে হরতাল নিয়ে!! লাভ নেই লাশের মিছিল বড় হচ্ছেই!

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা আমাদের মন্ত্রী!

আবার আমরা দাবী করি আমরা সচেতন!

আসলেই কি?

একটা অনির্বাচিত সরকার যেভাবে দেশ দাবড়ে বেড়াচ্ছে- আমাদের সুমীল কুশীল, বিরোধীদল, আমজনতা সবই যেন অসহায় আত্মসমর্পন করে কোন এক দৈবের অপেক্ষায় আছে!!!

অথচ শিক্ষা, দীক্ষা, জ্ঞান-গম্যিতে তো সব পাকা!!!!!!

৯০এর গণ আন্দোলনের কথা আমরা গর্ব ভরে বলি! ৫২ ৭১এর সাহস আমাদের কই হারিয়ে গেল?????

নিজেদের নিরাপদ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও নাই - অথচ আমরা কতই না চেতনাকে ধারন করছি!!!!!!!!!!!!!!

এ মিছিল না থামিয়ে নিজের অজান্তেই একদিন মিছিলের অংশ হয়ে গেলেই কি বোধোদয় হবে আমাদের!!!!!??????

৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৩

তারা চাঁন বলেছেন: ঢাকা শহরে যানজটের প্রধান কারণ হল বাস ড্রাইভার ও হেল্পারদের স্বেচ্ছাচারিতা । স্টপেজ ছাড়া যাত্রী উঠানো নামানো, রাস্তার মাঝখানে বাস দাঁড় করিয়ে যাত্রী উঠানো এবং নামানো এবং এমন কোনাকুনি ভাবে বাস স্ট্যান্ডে বাস দাঁড় করায় যে পেছনের অংশ পুরো রাস্তা বন্ধ করে দেয়। এইসব কথা বলতে গেলেই ক্যাচাল। এমন ভাব যেন পুরা রাস্তাই তাদের বাপ শাজাহান খানের।

০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হিরক রাজার দেশের কল্পনাকেও বাস্তে ছাড়িয়ে গেছে নব্য স্বৈরাচার!!!!

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

কলমের কালি শেষ বলেছেন: রক্তে রক্তে অপব্যবস্থাপনা । :(

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: রন্ধ্রে রন্ধ্রে দূর্নিতী!!

এরাওতো কারো বাবা- মা ভাই- বোন!

নিজের অত্মজার সাথে চোখে চোখ রেখে কি তারা সত্যটা বলতে পারবে কোনদিন!!

তাদের স্বপ্ন পরূনে তার আয় যে অবৈধ একথা বলেও কি সেই সম্মান সেই প্রেম সেই শ্রদ্ধা পাবে কোনদিন!!!

তবে ?

অথচ তবও দিন দিন বাড়ছে - রাহুগ্রাসের বিস্তার!!!

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক কিছুই বলতে ইচ্ছে হয় । কিন্তু আর ভালো লাগে না ভাই ।

পোষ্টে ভালোলাগা রইল ।

ভালো থাকবেন ।।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই ভালো না লাগেকেই তারা তাদের অবস্থানের ভিত বানিয়ে নিয়েছে ভাই!

আমরা আমজনতা নিরবে হজম করে যাই বলে
বিচ্ছিন্ন মৃত্যুকে পৃথক পৃথক ভাবে রেখে
আমারতো কিছু হয়নি...বোধে নিজেকে দূরে রেখে
আমরা অদ্ভুত মোহাবিষ্টতায় সব অধিকার বঞ্চিত থেকেও সূখে আছি ভেবে

বাস করছি বলেই তারা দিন দিন মহিরুহে পরিণত হয়েছে হচ্ছে!

আমাদের মনে হয় কিছু বলার সময় এসেছে্। বলতে বলতেই একদিন কিছূ করার তাগিদ আসবে- আর সেই কিছুটা যেদিন শুরু হবে তারা দেখবেন পালাবে নিশাচর প্রাণীদের মতো!

সত্যের আলোতে তাদের নাঙ্গা করে দিতে পারলেই তারা লেজ গুটিয়ে পাতাতাড়ি গুটাবে!!!

এত যাতনার মাঝে কি করে ভাল থাকি ভাই!!!!!!

ধন্যবাদ শুভ কামনায়।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইসব বাস মালিক আর চালকদের বিরুদ্ধে আর এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে লড়তে গিয়ে ইলিয়াস কাঞ্চনকেই তো কতবার মারে ফেলার হুমকি দেয়া হয়েছে! অথচ এরপর ও কারো টনক নড়েনি, হয়নি কোন প্রতিকার! বরং দিন দিন বেড়ে চলেছে এই হত্যাযজ্ঞ !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই!

যখন নিজের কেউ যায়! তখন চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে আসে।

বোধের দরজা মড়মড় করে ওঠে!

অথচ অন্য যার যাচ্ছে তারও যে একই অনুভব তা না যাওয়া পর্যন্ত চেতনায় আসে না।

বোধে, চেতনার সার্বজনীনতায় জেগে উঠুক দায়িত্বের বোধ।

মাস শেষে বেতনা যেন হালাল হয়, দায়িত্ব ফাকিবাজি বা অন্যায়ের অর্থ দিয়ে যেন সন্তানের প্রিয়জনের জন্য আনন্দ কেনার চেষ্টা না করি!
কে চানে কত জনের রক্ত মিশে থাকে এ উপহারে, খাবারে, আনন্দ উপকরনে!!!!!!!!!!!!!!!!!!!!!!

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

লিরিকস বলেছেন: আমরা আমাদের অধিকার নিয়ে সচেতন না হওয়া পর্যন্ত মুক্তি নেই।



শীতবস্ত্র নিয়ে আপনার অভিযানের কথা শুনেছি আমি :) :)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

কিন্তু অভিযানতো মাঝপথে খেই হারিয়েছে...ভাইরাও সব যোগাযোগ বিচ্ছিন্ন!!

আমি যেন দূরদ্বীপবাসী!!!!!!!!!!!!!!!!!!!!



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.