নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

গ্যাস, বিদ্যুৎ, তেলের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ -একটি মেইল শেয়ার

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৫


গ্যাস, বিদ্যুৎ, তেলের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ
আগামী ২৪ অক্টোবর ২০১৪ তারিখ সকাল ১০.৩০ মিনিটে শহীদ মিনারে সরকারের গ্যাস , বিদ্যুৎ , তেলের দাম বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ করবে বিক্ষুব্ধ লেখক , শিল্পী ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ.

উক্ত প্রতিবাদ সমাবেশে আপনি উপস্থিত থাকুন


আবু জুবায়ের
সমন্বয়ক,
বিক্ষুব্ধ লেখক , শিল্পী ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ
০১১৯৮০১৬০৮২
[email protected]
Facebook.com/Owaca

আজ মেইলটা পেলাম। মনে হল না সব ফুরিয়ে যায়নি। সব চামচামি আর দালালীর নেকটাই পড়ে নেই। দেশ, জনগন এবং বাস্তবতা নিয়ে এখনও কিছূ মানুষ ভাবে।
সফল হবে কি হবে না ..পরিণতি কি হবে সে সব না ভেবে প্রত্যেকের জীবনেই এই মূল্যবৃদ্ধির প্রভাব হবে সূদুর প্রসারী -সেই বোধকে জাগ্রত করে চলুন যে যার স্থান থেকে অংশগ্রহন করি, সশরীরে, ভার্চুয়ালী, লেখনিতে, ম্যানুয়ালী আরেকজনকে এই বিষয়ে সচেতন করে।

>নাগরিকের দিকে তাকাও। কর্পোরেট কোম্পানীর মুনাফার দিকে নয়।
>জনতা বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচলে নেতা-নেত্রী হতে পারবে!
>পরিসংখ্যানের কচকচানি নয়- চাই মোটাদাগের দু:শ্চিন্তামুক্ত বেঁচে থাকা!
>রিজার্ভের ভারে নয়-পেটটা ভরে খেতে চাই মোটা ভাত-ডাল চিন্তাহীন।




মন্তব্য ৬১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৬

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: এটাকে বিভিন্ন যায়গায় প্রমোট করুন। গ্যাস দাম বাড়লে, বিদ্যুতের দাম বাড়লে আর সে সাথে সরকারী চাকরিজীবির বেতন বাড়লে মূল্যস্ফীতির চাপে সাধারন মানুষ তক্তা হয়ে যাবে। দেশে দুর্নীতি বাড়বে।

২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি আমি সকলেই চলূন শুরু করি..

কোন একদল বা দুই দলের মুখ চেয়ে থেকে নয়!

নিজের বেঁচে থাকার লড়াইটা যেমন নিজের... অধীকার আদায়েও নিজেদেরই সচেতন সংঘবদ্ধ হতে হবে।

২| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++
প্রশাসনের উপর্যুপরি এই হাস্যকর পদক্ষেপগুলোর জন্য আমরা আরও পিছিয়ে যাচ্ছি ।

ভালো থাকবেন ভ্রাতা ।

২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ!!!! যেন আক্ষরিক সত্য হচ্ছে চলমান বাস্তবতায়!!!!!!!!!!!!!!!!!!


আম জনতার আল্লাহ ছাড়া কেউ নাই ভাই............

এইরকম অভাবনীয় মূল্যবৃদ্ধি অন্য কোন স্বৈরাচারও করতে সাহস করে নাই।

মানুষকে এভাবে চরমপন্থায় ঠেলে দিচ্ছে কারা???

দেশটাকে অস্থিতিশীল করতে সরকার কেন এমন বেপরোয়া সিদ্ধান্ত নিচ্ছে???

এর প্রতিবাদে নামলেই চলবে দমন-পীড়ন.. তর পরের স্টেপে আরো কঠোর হলে ঝড়বে আরো রক্ত.. যাবে জীবন..

বিরোধীদল ঝিম মেরে আছৈ কি এই বাস্তবতা ভেবেই!!!!!

সংঘাতে মূখে নামতে সরকারের মন্ত্রী থেকে শুরু করে সকলের যে রকম টিটকারি, হিংসাত্বক, আক্রমনাত্বক, আতে ঘা লাগা কথা.. তাতে মনে হয় তারা চাইছে যে কোন মূল্যে জনতাকে সংঘাতের মূখোমূখি করতে!!!!

হে প্রভূ আমাদের রক্ষা করো, জালিম এবং জুলুম থেকে।

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩

জাফরুল মবীন বলেছেন: আন্তরিক সমর্থন রইলো।সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় বাড়লে সেটার সুদূরপ্রসারী প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতি পুরো জাতিকেই বহন করতে হবে।আয় উপার্জন না বাড়িয়ে এরকম নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো জনহিতকর নয় ।আশা করি সরকার বিষয়টি পূনর্বিবেচনা করবেন।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনকে অনেক ধন্যবাদ।

স্ফুলীংগ থেকেই বিশাল অগ্নি উদ্ভব হয়।

গণমানুষের এই ন্যায় সংগত দাবী নিয়ে প্রকৃত জনস্বার্থের আন্দোলন গড়ে উঠুক। সরকার বিষয়টি পূনর্বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহন করুক।

মানুসের জীবন হোক দু:শ্চিন্তা মুক্ত।

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:১৬

মন ময়ূরী বলেছেন: সরকারের কাছে বিনীত অনুরোধ রইলো মূল্যবৃদ্ধি না করার জন্য।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সরকার আপনার আবেদনে সাড়া দিলে আমজনতা সকলেই খুশী!

ধন্যবাদ অংশগ্রহনে..

৫| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৬

গোল্ডেন গ্লাইডার বলেছেন: সমর্থন জানাই

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।


<নাগরিকের দিকে তাকাও। কর্পোরেট কোম্পানীর মুনাফার দিকে নয়।



<রিজার্ভের ভারে নয়-পেটটা ভরে খেতে চাই মোটা ভাত-ডাল চিন্তাহীন।

৬| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৭

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: একমাত্র যুদ্ধাপরাধী দল জামায়েতি ইসলাম বিদ্যুত, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করল, আর আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি , নতুন প্রজম্ম তারা কেউ এর প্রতিবাদ করছি না। লিংক- Nayadiganta

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অদ্ভুত লাগে মাঝৈ মাঝৈ...

বিরোধীদল মার খাইত জেলে যাইত... যদি জনতার এইরকম হ্যান্ড টু মাউথ নিডের জন্য আন্দোলন করতে গিয়া..তারা কি মনে করে জনগণ তার প্রতিদান দিতো না????

অথচ খালি নির্বাচনের দাবী ছাড়া আর কিছূ এডাইতে পারতেছেনা। অথচ হাজার হাজার জনস্বার্থ সংশ্লীষ্ট দাবী পড়ে আছৈ পথে ঘাটে...

যদিবা বিবৃতিতে বলে তা হাইলাইটেড হচ্ছে না। এটা তাদের ব্যর্থতা।

আর কথিত ২য় প্রজন্মতো রিমোট চেতনায় নড়েচড়ে!!!

সো.. শাহবাগের এইসবের মাথা ঘামানোর সময় নাই- কার লাশ যাবে কারটা যাবেনা তা সর্টিংয়ে ব্যষ্ত!!!!!!!!

৭| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০

ভরকেন্দ্র বলেছেন: চলূন শুরু করি.............

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কারো না কারো তো শুরু করতেই হবে। আপনার আহবানে উদ্ধুদ্ধ হোক জাতি।

<জনতা বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচলে নেতা-নেত্রী হতে পারবে!

<পরিসংখ্যানের কচকচানি নয়- চাই মোটাদাগের দু:শ্চিন্তামুক্ত বেঁচে থাকা!

৮| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২

কলমের কালি শেষ বলেছেন: দেশের সরকারতো আজাইরা কামে ব্যস্ত থাকে ।কি বলবো আর । :( :(

২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমজনতা সে কারণেই নিশ্চুপ!!!

অসহায় সমপর্ণে....

অনির্বাচিত ১৫৪ জনের তান্ডবে সংসদ অপবিত্র হচ্ছে। জনপ্রতিনিধিদের স্থানে ওরা কারা?????????

তাদের কাজে যে জবাবদিহীতা থাকবেনা সেতো বলাই বাহুল্য। কারণ তারাতো জনতার ভোটে নির্বাচিত নয়!

৯| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৯

ফাতিমা খন্দকার বলেছেন: বিক্ষুব্ধ স্লোগানের অংশীদার হতে চাই

২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাগতম।

জীবনটা হোক অর্থপূর্ণ।

শেয়ালের দীর্ঘায়ুর চেয়ে সিংহের স্বল্পায়ু অনেক বেশী অর্থবহন করে।

১০| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৪

লিরিকস বলেছেন: ভাইয়া এটা আপনার জন্য।

২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ। ঘূরে এসেছি। অনেক অনেক অনেক আনন্দ পেয়েছি। থ্যাংকস এ লট .....

১১| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৯

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

এযে অস্তিত্বের প্রয়োজন।

আমাদের হিপোক্রেটিক রাজনীতি যে কবে শেষ হবে।!!

ওয়েলফেয়ার পলিটিক্স চাই..............সমাজের প্রকৃত কল্যানের রাজনীতি

১২| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪১

জামান শেখ বলেছেন: সরকারের উচিত হবেনা সাধারন মানুষের পেটে লাথি মারা। কিছু চামচা ও পয়সালোভী অর্থনীতিবিদ এর কু চালে এ সরকার পড়ে গেছে। আর এ জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে।

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাত্র ক দিন আগেই বিধ্যুতের বিলে বেড়েছে .. যার বোঝা বইতে গিয়ে সকলের নাভীশ্বস অবস্থা!!!!!!!!!!!

কোন কু-চালেইতো সাড়া দেয়া ঠিক না। সরকারের কি হাজারো বিভাগ নেই.. সঠিক তথ্য জানার.. জন রায় উপলদ্ধি করার. তবে আর চালের কাছে হারা কেন???

জনস্বার্থ বিবেচনায় অবলিম্বে এই প্রস্তাব বাস্তবায়ন থেকে ফিরে আসাই মঙ্গলজনক।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: সাথে আছি ------- :)

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন।

আমজনতার পাশে থাকায়।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

খেলাঘর বলেছেন:

মানুষ ওদের চেনে; ওদের মুখে সুন্দর কথা, পকেটে 'রগ কাটার' যন্ত্র।

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরাতো খারাপ।

কিন্তু অনির্বাচিতরা আরও বেশী খারাপ! চেতনার ব্যবসায়ীরা আরও ভয়াবহ খারাপ।

আমরা ভালর সন্ধান চাই। আমজনতার আম দাবী নিয়ে আপনার মতামত বলুন। বিদ্যুতের গ্যাসের মূল্যবৃদ্ধিতে আপনার প্রতিক্রিয়া কি?

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো উদ্যোগ। শুভেচ্ছা।

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৬

বাংলার নেতা বলেছেন:

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তেল গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা চলবে না।
রুখে দাড়াও বাংলার জনগণ............... সহমত

১৭| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬

হরিপদ কেরাণী বলেছেন: বন্চণা থেকে জন্ম নেয় পুন্জিভুত ক্ষোভ-আর পুন্জিভুত ক্ষোভ জন্ম দেয় নতুন এক বিল্পব! আমি সেই নতুন বিল্পবের জন্য অপেক্ষা করছি।

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অপেক্ষায় কোটি কোটি মুক্তিকামী মানুষ

অপেক্ষায় দলান্ধ ছাড়া সকল মুক্ত প্রাণ

অপেক্ষায় প্রকৃত স্বাধীনতার চেতনা ধারনকারী সকল হৃদয়!

১৮| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

হরিপদ কেরাণী বলেছেন: বাংলার রাতগুলো ইদানিং একটু বেশীই দীর্ঘ। তবে রাতগুলো পোহাবে। পোহাতেই হবে। সেই সুন্দর সকালে আমি আর না জাগলেও আমার সন্তান জাগবে। অথবা তার সন্তান।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন............

নিশ্চয়ই আঁধার কেটে একদিন সোনালী ভোর আসবে!

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

লেখোয়াড় বলেছেন: ..................

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ------------------------------

২০| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

লেখোয়াড় বলেছেন:
আপনারে চেতাইলাম।
আপনারে চেতাইতে ভালা লাগে।
হে হে মহে .....................................

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি খুব চেইতা গেলাম কিন্তু!!!!

কাউরে নিয়ে খেলা করোনা - কাল তোমারে নিয়াও কেউ খেলতে পারে!!!

সাবধান! সাধূ.. সাবধান!!!!

---

আই আন্নরে ডর দেহাইলাম !

২১| ১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: সচেতন নাগরিক মাত্রই এর বিরুদ্ধে অবস্থান নেবে । আমরাও লগে আছি

১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভ্রাত:

২২| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

হাসান নাঈম বলেছেন: যদিও জানি এই সরকারের আমলে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি করলে যে বাড়তি আয় হবে তা দেশের কোন কাজে লাগবে না বরং 'চাটার দল' চেটে শেষ করবে কিন্তু তার পরও বলি নীতিগত ভাবে আমি তেল, গ্যাস বিদ্যুতসহ কোনকিছুর মুল্যে সরকারী ভর্তুকির পক্ষে নই। কারণ পণ্যের উপর দেয়া ভর্তুকি থেকে আসল হকদার দিরদ্র মানুষের উপকার কমই হয়ে থাকে।

আমি মনে করি প্রতিটি পন্যের মুল্য হতে হবে তার উৎপাদন খরচের চেয়ে যৌক্তিক পরিমান বেশী। যাতে করে উৎপাদনকারী প্রতিষ্ঠান লাভজনক ভাবে টিকে থাকতে পারে। যদি সরকারের পক্ষে উৎপাদন ও বিতরণ ব্যাবস্থাকে দুর্নীতিমুক্ত রাখা সম্ভব না হয়, তাহলে সেগুলি বেসরকারি কর্তৃপক্ষের হাতে প্রতিযোগীতামুলক বাজার ব্যাবস্থায় ছেড়ে দেয়াই উত্তম।

হ্যা, আমি জানি প্রতিযোগিতামুলক বাজার ব্যাবস্থায় সমাজের একটা বড় অংশ টিকে থাকতে পারে না। ফলে তারা দারিদ্রের প্রান্ত সীমায় পৌছে যায়। সরকারের দ্বায়িত্ব হচ্ছে প্রতিযোগিতায় অগ্রসর অংশের কাছ থেকে বাড়তি সম্পদ সংগ্রহ করে পিছিয়ে পরা দরিদ্র জনগোষ্ঠির কল্যানে ব্যায় করা। ইসলামে যেটা 'জাকাত' হিসেবে পরিচিত। কোন পন্যে ভর্তুকি না দিয়ে সেই অর্থ সরাসরি দরিদ্র মানুষের হাতে পৌছে দিলে সেটা তাদের জন্য অনেক বেশী কার্যকর ও উপকারী হয়।

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই সত্য সুন্দরের পথ ছেড়ে দিয়েছে বলেই তো আজকে এত কষ্ট! আর যারা বরকন্দাজ তারাও কেমন উদাসীন!!!
ফলে সমন্বয় হীনতার প্রভাব সমাজের প্রতিটি ক্ষেত্রে...

ধন্যবাদ অংশগ্রহনের জন্য।

২৩| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: সমাবেশে একনিষ্ঠ সমর্থন রইলো । সরকারী প্রতিষ্ঠানগুলোতে লক্ষ লক্ষ টাকা বকেয়া পড়ে থাকে আর দাম বাড়ানোর প্রভাব পড়ে সাধারণ মধ্যবিত্তদের ইনকামে । সরকার বা ক্ষমতাবানদের চোখে আমরা হলাম ছাগলের তিন নাম্বার বাচ্চা ।

পরিবর্তনের পক্ষে জোড়ালো আওয়াজ আসুক ....

শুভ প্রত্যাশায় .......

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরিবর্তনের পক্ষে জোড়ালো আওয়াজ আসুক ....

সকল স্তর থেকে..
স্বাধীনতা আর ন্যায্যতার বোধে সাহসী হয়ে উঠুক প্রতিটি প্রাণ....

শুভ প্রত্যাশায় ....... ধন্যবাদ।

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১

লিরিকস বলেছেন: কেমন আছেন ভাইয়া?

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি সৌভাগ্য! আমার!

কমেন্ট পড়ার পর ;) হুম...... এখন অনেক অনেক ভাল আছি। আপনি কেমন আছেন?

নতুন আর কোন গান পাইনা ):



২৫| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১

মাহমুদ০০৭ বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট । ফেবুতে শেয়ার দিলাম ।

যার যার অবস্থান হতে সবারই কিছু না কিছু করার আছে ।
জনকল্যাণমুখী আন্দোলন সফল হোক।

ভাল থাকবেন ভাই ।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

যার যার অবস্থান হতে সবারই কিছু না কিছু করার আছে ।
জনকল্যাণমুখী আন্দোলন সফল হোক।

সহমত। সবাই যদি এই অনুভবটুকু ধারন করতে তবেই অনেক কিছু সহজ হয়ে যেত।

আপনিও ভাল থাকুন নিরন্তর এই ভাল থাকতে না পারার আপেক্ষিকতায় :)

২৬| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: ব্লগে আগে দিনমজুর ভাই এই সম্পর্কিত পোস্ট দিতেন ।

অনেক দিন ধরেই দেশের অনেক জায়গায় ভালমত গ্যাস পাওয়া যায় না ,
অথচ ব্যবহার না করেই বিল দিতে হচ্ছে । বিদ্যুৎ এর কথা নাই বা বললাম ।
যদিও ডেট পার হয়ে গেছে তবুঅও দিলাম অন্তত মানুষের মনে যাতে একটু
ভাবনা আসে।
পারলে এই সম্পর্কিত কিছু পোস্ট দেন ।ব্লগ থেকেও কিছু করা গেলে ভাল হয় ।




আসলে দিন দিন আমরাও সব কিছু মেনে নিচ্ছি - কোন প্রতিবাদ নেই ।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় ব্লাগর দিনমজুর কে মিস করি। উনার অনেক পোষ্টই প্রিয়তে নিতে বাধ্য হতাম।

হ্যা ডেটনা কতটা নিভৃতেই না চলে গেল!!!!


আর কর্পোরেটরা আমাদের এমন রোবট বানিয়ে দিচ্ছে.. প্রোগ্রামিং করে দিচ্ছে তাদের সুবিধামত!!!
সারভাইবাল নামে আমরাও তাতেই নিজেদের স্থান করে নিতেই প্রতিযোগীতায় লিপ্ত!!!!!!!!!!!!

স্বাধীস সার্বভৌম ভাবনাকেও যেন ভুলতে বসেছি। আর তাই আপনার শেষ লাইনই দু:খ জনক হলেও নির্মম সত্য....
আসলে দিন দিন আমরাও সব কিছু মেনে নিচ্ছি - কোন প্রতিবাদ নেই । !!!!

২৭| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯

মহান অতন্দ্র বলেছেন: সুনাগরিকের কাজটি করেছেন । আমাদের সবারই হয়ত এটি সম্পর্কে প্রতিবাদী হওয়া উচিৎ ।

+++ অনেক ভাল লাগা ।

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইচ্ছেতো করে অনেক কিছূ করতে। পারিনা।

চেঙ্গিস হালাকু হয়ে অনাচারের সমূল উৎপাটনে!!! আবার সন্ত্রাসের তকমার সম্ভাবনা!

সুশীল প্রতিবাদে কেবলই প্রবোধ দেয়া নিজেকে!!!

কিন্তু ! মন মানতে চায় না! নিয়ত অনাচারে ডুবে ডুবে আর কত!!!!!!!!!!

২৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪২

খেলাঘর বলেছেন:


প্রতিবাদ কি হয়েছিল?

২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়েছিল। সীমিত পরিসরে! গণ অংশগ্রহনে আমরা এখনো হুজুগে। নিজের ভালটাও নিজেরা যেন বুঝতে পারিনা্!
তাইতো দেশের স্বার্থে আনু মোহাম্দ স্যারকে একা সীমিত লোক নিয়ে পথে নামতে হয়!!!

অথচ বুঝে না বুঝে দলীয় আয়োজনে বাস,ট্রাক মিছিল করে শহর অচল করে সমাবেশ করে আমজনতা!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৯| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৬

এহসান সাবির বলেছেন: অনেক দিন নতুন কোন পোস্ট পাই না......

২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেমন আছেন ভাই?

কেন যেন হঠাৎ মনটা মরে গেছে? কি হবে লিখে? সবইতো চলছে যেন এভাবেই চলার কথা!!!!
আমার মত প্রকাশে কারও কি কিছূ বদলায়? তবে আর কেন মিছে ভেবে ভেবে ক্লান্ত হওয়া!!!

হতাশায় নিরব বলতে পারেন। যদিও তাতেও পৃথীবীর কোন ধূলিকনার কোন পরিবর্তন হবে না! কেবলই নিজের মাঝেই নিজে গুম হয়ে থাকা ;)

৩০| ২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

খেলাঘর বলেছেন:


বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস দিয়ে রান্না করা অপরাধের সামিল; গ্যাস শুধুমাত্র শিল্পের জন্য।

২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা আপনার ভাবনা হতে পারে। সামগ্রীক নয়।

আপনার বোঝার ভুলে ১৬ ডিসেম্বর নিয়ে পোষ্টের মতো সবপোষ্টে তো আর সব ভাবনার জন্য ভুল স্বীকার করতে পারবেন না!!!!! তাই থাকুক তা ভাবনা হয়েই। :)

৩১| ২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

ভোরের সূর্য বলেছেন: গ্যাসঃ গ্যাসের দাম বাড়ানো যেতে পারে তবে সেটা কখনোও দ্বিগুণ হারে নয়। নতুন কোন ক্ষেত্র আবিস্কার না হলে আগামী ২০৩০ সালের মধ্যেই গ্যাস শেষ হয়ে যাবে তাই এটার ব্যবহার খুব সীমিত করে দেয়া উচিৎ। আর সারা দেশে সিলিন্ডারে বেশী মানুষ গ্যাস ব্যবহার করে সেটার বরং সুষ্ঠ বন্টন করে দাম কমিয়ে আনা উচিৎ কেননা আমরা যারা সাপ্লাইয়ের গ্যাস ব্যবহার করছি তারা মাত্র ৪৫০টাকা দিয়ে সারা মাস আনলিমিটেড গ্যাস ব্যবহার করি কিন্তু গুটি কয়েক জায়গা বাদে সারা দেশের মানুষ সিলিন্ডারের গ্যাস ব্যাবহার করে যার দাম গড়ে ১৫০০টাকার মতন তাও খুব হিসাব করে ব্যবহার করতে হয়। আর ইচ্ছা মতন ব্যবহার করলে তো ২টা মানে ৩০০০হাজার টাকার গ্যাস লাগে।অথচ এই সিলিন্ডারের গ্যাসের দাম কম কিন্তু কোম্পানী গুলো অধিক মুনাফা করছে। সরকার বরং এর দিকে নজর দিলে এটা সহজলভ্য এবং সুলভ হবে আর আমরা যারা বাসাবাড়িতে সরকারী গ্যাস ব্যবহার করি সেখানে প্রিপেইড মিটার বসিয়ে গ্যস ব্যবহার নিয়ন্ত্রন করা যেতে পারে।

এছাড়াও রাজনৈতিক কারণে দেশের বিভিন্ন যায়গায় গ্যাস সম্প্রসারণ না করে বরং বিদ্যুৎ এবং সার কারখানা গুলোতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করা উচিৎ কারণ এসব দিয়ে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে।


বিদ্যুৎঃ বার বার বিদ্যুতের দাম বাড়ানোর কোন যুক্তি আমি এই মুহূর্তে আমি দেখছিনা। এই মুহূর্তের কথা আমি বল্লাম এই জন্য যে বিশ্ববাজারে এই মুহূর্তে তেলের দাম প্রতিনিয়ত কমছে। গত বছর(২০১৩ সালের আগষ্টে) বিশ্ব বাজারে তেলের দাম ছিল ১১৩ডলার পার ব্যারেল সেখানে এখন এই নভেম্বরে ৭৩ডলার পার ব্যারেলে নেমে এসেছে। বাংলাদেশের বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র যেহেতু তেল দিয়ে চলে তাই বিদ্যুতের দাম না কমাক কিন্তু বাড়ানোর কোন যুক্তি নাই।

তেলঃ বাংলাদেসে সরকার তেলের ক্ষেত্রে প্রচুর ভর্তুকি দেয় ঠিকই এবং বিশ্ব বাজারে তেলের দাম বাড়ানোর সাথে সাথে বাংলাদেশেও বারানো উচিৎ কারণ এমনিতেই ভর্তুকি দিচ্ছে তারপর আবার তেলের দাম বাড়লে বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। কিন্তু ঠিক উপরের কারণে এই মুহূর্তে তেলের দাম না কমাক কিন্তু দাম বাড়ানোর কোন কারন নাই।

তাই আমিও এই স্লোগানের সাথে একমত শুধু গ্যাসের ক্ষেত্রে ধাপা ধাপে দাম বাড়তে পারে।

পরিশেষে আরেকটা কথা এ্যাড করতে চাই। এত কিছু আলোচনা সব কিছু জ্বালানি নিয়ে অথচ আমাদের দেশে কয়লা আছে কিন্তু এখন পর্যন্ত কয়লানীতি না করার ফলে আমরা সেই কয়লা কাজে লাগাতে পারছিনা বরং কয়লা নিয়ে পানি আরো ঘোলা হচ্ছে। এবং আমাদের এতই দুঃখের কপাল যে নিজের দেশের কয়লা থাকতে অন্য দেশের কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা চলছে( রামপাল)।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.