নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই বলে বয়স বাড়ে
আমি বলি কমেরে..আমি বলি কমে..
গানটির মতোই বয়স বাড়ছে না কমছে সমাধান না হলৈও দিন চলেই যাচ্ছে!
প্রতিটি নতুন সুর্যোদয়ে এগিয়ে যাচ্ছি.. অনাগত ভবিষ্যতের পান
এগিয়ে যাচ্ছি.. কোন এক চূড়ান্ত পরিণতির দিকে...
প্রতিটি দিনই তার নিজস্বতায় ভিন্ন। আমাদের সাধারন দেখা বোঝার অনুভবে প্রায় এক। আবার তার মাঝে আমরাই বিশেষায়িত করি বিভিন্ন অনুষ্ঠান, পার্বন উপলক্ষ দিয়ে। আজকের দিনটিও তেমনি। কিন্তু আমি পৃথীবিতে এসেছিলাম বলে আমা সম্পৃক্ত সকলের কাছে তা বিশেষ হয়ে ওঠে।
কেউ উইশ করে! কেউ ভুলে যায়
আমি তেমনি থাকি-দিনটার সাধারন বৈশিষ্ট্যের মতো বাহ্য সাধারন সমীকরণে!
শূভ না অশূভ আমার জন্মদিন আমার কর্ম মূল্যায়ন করবে। আমার প্রস্থানের পর! আর সবচে মজা সেই মূল্যায়নটা হবে অন্যের চোখ! তাহলে
আসলে আমার আমি বলে বুঝি সত্যিই কিছূ নেই। নয়! অথচ সারাটা জীবন সেই অনুভবের পিছুই ঘুরে মলাম....
সবার জন্য শূভ কামনা থাকল সকল শূভ, সত্য, সুন্দর আর কল্যানের। বিশ্বটা হোক শান্তি আর সূখের স্বর্গ। সকল অনহারীর অন্ন সংস্থান হোক, সকল ঘরহারার গৃহে ফেরা হোক। সকল যুদ্ধরত পক্ষ জ্ঞান আর বিবেকের তাড়নায় শূভ সিদ্ধান্তে উপনীত হোক। সকল হিংসা, লোল আর কু স্বভাব বিতাড়িত হোক সকলের অন্তর থেকে।
আমাদের দেশটা হোক মালয়েশীয়ার চেয়ে উন্নত।
আমাদের রাজনীতিবিদেরা হোক সু-নাগরিকের দেখা স্বপ্নের মতো ভাল আর বদলে যাক দেশের ভাগ্য।
রাস্তাগুলো পরিস্কার, যানজট মুক্ত, অফিসগুলো সেবাদানে অন্তরিক, সকল শুভ আর কল্যান হোক সকল নাগরিকের।
ইউটোপিয়াও একদিন সত্য হয়- যদি নাগরিকেরা স্বপ্নে দৃঢ় হয়।
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪০
ঢাকাবাসী বলেছেন: শুভেচ্ছা।
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪১
জাফরুল মবীন বলেছেন: শুভ জন্মদিন
১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলে আমার আমি বলে বুঝি সত্যিই কিছূ নেই। নয়! অথচ সারাটা জীবন সেই অনুভবের পিছুই ঘুরে মলাম.... আপনার আমিত্ব'কে আজকের এই শুভদিনের শুভেচ্ছা এবং একরাশ শুভকামনা জানিয়ে গেলাম। শুদ্ধতর, সুন্দরতর হোক আগত দিনগুলি। ভালো থাকুন সবসময়।
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিত্বের সেই স্থানে আপনি আর আমি বলে যে কেউ নেই-সবই সেই একের বসত....
আপনার শূভকামনা ওখান থেকেই এখানে এই দেহধারীল কাছে পৌছে গেল
অনেক অনেক ধন্যবাদ সুন্দর শুভকামনায়
৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪১
আমিনুর রহমান বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা আপনাকে
১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের শূভেচ্ছায় আপ্লুত।
আর ভীত বাস্তবতায়- হায় যাবার সময় কত দ্রুত এগিয়ে আসছে!!!!!
৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কথা সত্য, মানুষ কত বোকা যে সে ঘটা করে জন্মদিন পালন করে ! অথচ তার দুনিয়ার বুকে অবস্থানের মেয়াদ কমে যাচ্ছে !
১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
আমরা মৌলিক সত্যকে ভূলে মেকি জ্ঞানে নিজেকে বড় বড় বিদ্বান ভেবে জীবন ঘড়ি পার করে দিচ্ছি..
শেষ বেলায় যাবার কালে দেখী সবই মিছে..
পড়ে রইল ২০-৩০ তলা দালান.. রেখে দিল দামী হাতফোন, নিত্য ব্যবহারের আমার আমার করে আগলে রাখা সকল কিছু..
সাথে গেল কর্ম ইতিহাস আর কর্মফলটাই শুধু...
সময় থাকতে মনা হুশীয়ার..............................
৭| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
খেলাঘর বলেছেন:
কোন যাদুকাঠি নেই যে, বাংলাদেশ হঠাৎ করে উন্নত হয়ে যাবে।
বর্তমানের কোন রাজনীতিবিদ উন্নয়ন করতে জানে না; এরা অদক্ষ, অসৎ, আগাছা।
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা যাদুকাঠীতো আছেই
আপনার স্বপ্ন।
আপনার দৃঢ় চাওয়াই আপনার উন্নতিকে নিকটতর করবে।
দেশকে বাঁচাতে যা কিছূ প্রয়োজন করতে আপনি দৃঢ় প্রতিজ্ঞ হলেই দেশ আপনাকে সেই কাঙ্খিত ফল দেবে।
আশাই ভরসা জানি জীবন পথে......
ধন্যবাদ।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
অন্ধবিন্দু বলেছেন:
“রাজনীতিবিদেরা হোক” না বইলে, নিজেই রাজনীতিবিদ হয়ে যান না কেন ?
সিস্টেম বদলাতে সিস্টেমের প্রয়োজন হয়
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই কল্লেন কি! জন্মদিনে আমারে রাজনীতিবিদ হইতে বলে গালি দিলেন
আসলেই .. ভালমানুষেরা যেমানে সমালোচনায় শুধূ ভ্যষ্ত থাকে তার কিছূ অংশও যদি প্রত্যক্ষ রাজনীতিতে আসতো পরিবর্থনের একটা আশা করা যেত..
সমস্য হল জীবনতো আর অনিল কাপুরের সিনেমা না। !
আর ভাল থাকলেও শেসমেষ তাকেও ঐ "রাজনীতিবিদ" হতেই হয়
দেশের ভালর জণ্য না হয় হলই...
সিস্টেমে -- সহমত।
ধন্যবাদ।
৯| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২১
সুমন কর বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো।
১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
সকলের শূভকামনায় ফুলে ফলে ভরে উঠুক আগামী সময়
১০| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেরি হয়ে গেলু তু! জন্মদিনের শুভেচ্ছা! যদিও জীবন থেকে একটি বছর হারিয়ে গেল, তা নিয়ে আপ্সুস না করে আমরা উল্লাস করি! তবুও অনেক শুভ কামনা ভাইয়া!
১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাপ্নিক মানুষের আগমনে দেরী হলেও ক্ষতি নেই স্বপ্ন দেখতে দেখতে সশয় যে কখন চলে যায় টেরই পাওয়া যায় না.. তাই না
শিরোনামে তাই বোঝার চেষ্টা করছি-এই গানের সুরে বাড়ছে না কমছে..
শুভকামনায় কৃতজ্ঞতা, ধন্যবাদ।
১১| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: সরি ভ্রাতা , খেয়াল করি নি ।
লেইট জন্মদিনের শুভেচ্ছা
কেমন আছেন ?
১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইটস ওকে................
লেইট - না না না.. নগদা থ্যাংকস ।
আপনাদের সকলের শুভকামনায়- আলহামদুলিল্লাহ। ভাল আছি।
১২| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫১
খেলাঘর বলেছেন:
নিরাশারকে ঢেকে রাখার জন্য অকারণ আশা।
২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেঁচে থাকার এইতো ভরসা
১৩| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে জন্মদিনের বোধ ভাবনা । জন্মদিনের দিরং শুভেচ্ছা
২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বোধ এবং ভাবনা আপনার ভাল লাগায় আপ্লুত!
দিরং ধন্যবাদ কৃতজ্ঞতা সহ
১৪| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
মাহমুদ০০৭ বলেছেন: যদিও লেট মফিজ হইলাম ......
জন্মদিনের শুভেচ্ছা জানাই
কেমন কাটলো ভাই ?
পরম করুণাময়ের কৃপায় আপনার দিন সুন্দর কাটুক ।
ভাল থাকবেন ভাই ।
১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেট লতিফের লেট উত্তরে দু:ক্ষিত ..
অনেক অনেক ধন্যবাদ।
এই কেটে গেল অন্য দশটা দিনের মতো.. শুধু প্রিয় মূখগুলোর সূখ অন্যদিনের চেয়ে অনেক পৃথক করে দিয়েছে.. প্রিয় মানুষ গুলোর শুভকামনায় মনে হয়েছে না -আসলেই দিনটা ভিন্ন কিছু
সকল সুন্দর কল্যান আর শুভ কামনা নিরন্তর আপনার জন্যও।
১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩২
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা শুভকামনা শুভকামনা
অনিঃশেষ শুভকামনা রইলো ভাই।
ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮
মৃদুল শ্রাবন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা আপনাকে।