নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোরবানীর প্রি-ঈদ টাইমটা ম্যারম্যারে...... সময় কাটছিল, না..। না ব্লগে না ফেসবুকে কোন চার্ম নাই...
আতকা নিউজটা পইড়া চমকে গেলাম।
ট্রেনে সিডিউল বিপর্যয়ের জন্য বিএনপিকে দায়ী করলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
শনিবার দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক বলেন, সিডিউল বিপর্যয় সব সময় হয় না, মাঝে মধ্যে হয়। এর জন্য দায়ী বিএনপি এবং খালেদা জিয়া। তাদের আমলে জরা-জীর্ণ রেল পথের কোনো উন্নয়ন না হওয়ায় বিভিন্ন জায়গায় ট্রেনের গতি কমাতে হচ্ছে। এতে নির্ধারিত সময় ট্রেন ছাড়া সম্ভব হচ্ছে না এবং ট্রেন গন্তব্যে পৌঁছাতেও পারছে না।
তিনি বলেন, ক্ষমতায় থাকাকালীন সময়ে রেল সেক্টরে খালেদা জিয়া এবং বিএনপি কোনো কাজই করে নি। আমাদের সময় যেন যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে বিএনপির সময় যেসব কাজ হয় নি, আমরা সে কাজগুলো করছি। বর্তমান সরকার জীর্ণ রেল পথ উন্নয়নের পাশাপাশি স্টেশনগুলোও মেরামত করছে।
বিএনপির উপর দায় চাপাইয়া ৫ বছর কাটানোর পরও এই কথা!!!!!!!???
হাসতে হাসতে পেটে খিল ধরার জোগার!!!
তা বাপু গত ৫ বছর কি তোমরা কিছূই কর নাই???
ফাটাকেষ্ট মন্ত্রী বলে রাস্তায় জানজট নাই.. গাড়ীর গতি ধীর!!
তবে কাজের কাজটা কি হয়েছে? রাষ্ট্রের হাজার কোটি টাকা গেল কই???
অনির্বাচিত এই সময়ে এসেও "প্রায়" যুগ আগের ক্ষমতায় থাকা বিএনপির নামে নিজেদের ব্যর্থতা আড়ালের কথা শুনে পাগলেও হাসে!! কিন্তু তাদের মনে হয় বোধোদয় হয় না!!!!
থ্যাংকস সদ্য কুমারত্ব হারানোর শংকায় শংকিত মন্ত্রী মহোদয়কে। ঈদের বিনোদনের অভাব পূরন করায়।
তা নইলে কি কেউ এমন বলে!!!!
০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সে কথা জিজ্ঞস করবে বুকের পাটা কার আছৈ ????
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৮:০৬
মুদ্দাকির বলেছেন:
০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:১৮
জাফরুল মবীন বলেছেন: পলিটিকাল বিনোদন
ঈদ মোবারক
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরকম বিনোদন!!
সমস্যা হইল ডানপন্থীরা মজাও মনে হয় করতে জানে না। ক্রিটিসিজমের জন্য লেগে থাকার লৌকও খূব কম
ঈদ মোবারক।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরকম বিনোদন!!
সমস্যা হইল ডানপন্থীরা মজাও মনে হয় করতে জানে না। ক্রিটিসিজমের জন্য লেগে থাকার লৌকও খূব কম
ঈদ মোবারক।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬
মৃদুল শ্রাবন বলেছেন: কতিপয় বিএনপি কর্মী যদি ধাক্কাধাক্কি কইতা যদি রানা প্লাজা ধ্বসাইয়া দিতে পারে তবে ট্রেনের লেট তো সাধারণ ব্যপার।
মিরাক্কেলের থেকেও বেশী কৌতুকময় আমাদের নেতাকর্মীরা।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মিরাক্কেলের থেকেও বেশী কৌতুকময় আমাদের নেতাকর্মীরা।
যর্থার্থ বলেছেন।
তবে ওখানতো দেখানোর জন্য হলেও লজ্জ্বা পায়- এরা ফরমাইলজড!! ...
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মিরাক্কেলের থেকেও বেশী কৌতুকময় আমাদের নেতাকর্মীরা।
যর্থার্থ বলেছেন।
তবে ওখানতো দেখানোর জন্য হলেও লজ্জ্বা পায়- এরা ফরমাইলজড!! ...
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:২২
তিক্তভাষী বলেছেন: গাজায় ইসরাইলের হামলার পেছনে বিএনপির হাত রয়েছে এমন তথ্যও সাজেদা চৌঃ প্রদত্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বেয়াদব উপাধিধারীর কাছে ছিল।কাজেই দেশের অতীত বর্তমান ভবিষ্যৎ সব সমস্যার জন্য কেবলমাত্র বিএনপি দায়ী এটা বলাতে কোনোভাবেই আওয়ামীদের দোষ হতে পারে না।
১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: তা যা বলেছেন! অসাম
সব সমস্যার জন্য কেবলমাত্র বিএনপি দায়ী এটা বলাতে কোনোভাবেই আওয়ামীদের দোষ হতে পারে না।
১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: তা যা বলেছেন!!
সব সমস্যার জন্য কেবলমাত্র বিএনপি দায়ী এটা বলাতে কোনোভাবেই আওয়ামীদের দোষ হতে পারে না।
১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সব সমস্যার জন্য কেবলমাত্র বিএনপি দায়ী এটা বলাতে কোনোভাবেই আওয়ামীদের দোষ হতে পারে না।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৩
কলমের কালি শেষ বলেছেন: বেফক বিনুদনে হাসতে হয় ।
১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেয়াফুক ;_
কিন্তু তারচে জটিল সমস্যায় আছী.. মন্তব্য লিখার পরেই ৫০২ দেখায়!!!
আর সামুর টোটকা সবই করা সাড়া... তারপরও ৫০২এ আটকে গেলে আবার নতুন করে সাইটে ঢুকতে হচ্ছে!!!
বহুত প্যারা .. ঘটনা কি?????
৭| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৮
রিফাত ২০১০ বলেছেন: রাম ছাগলদের মন্ত্রী বানালে যা হয় আর কি ?
১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: তা আর বলতে!!
দু:খ তারা আয়নায় নিজেদের কখনো দেখল না
++
৮| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৫
কল্লোল পথিক বলেছেন: এর পর বলবে লতিফ সিদিদকি ও বি,এন,পির লোক।
১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়তো
সামুতে হয়েছে কি.. কমেন্ট লিখলে শৌ করছে না। টোটকা যা দেয়া আছে তা বারবার এপ্লাই করার পরও..
আবার পরে একাধীকবার শো করছে...!!!!
হাম্বা ব্লগাররা বলে বসতে পারে- এটাও মনে হয় বিএনপির কারণে
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৮:০৪
ঢাকাবাসী বলেছেন: আপনেরা ৬ বছরে কোন বা.. টা ফালাইসেন?