নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সিয়াম ব্যাংক! আমার রমজানের উদ্যোগ-তাদের জন্য যারা অসহায়, প্রার্থী, কারো কাছে চাইতে পারেনা!

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

পবিত্র রমজানের শুভেচ্ছা।



সিয়াম ব্যাংক।



গত রমজানে নিজে পরীক্ষামুলক চালু করেছিলাম। দৈনিক এক বেলা সিয়াম বা সংযমের ফলে আমার ৫০ টাকা বেঁচে গেছে। এ্ হিসাব ধরে প্রতিদিন ঐ ব্যাংকটাতে ৫০ টাকা করে রাখতাম। মাস শেষে ১৫০০ টাকা হলে দুটো পরিবারকে ঈদের বাজার করার জন্য দিয়েছিলাম।



এবারও তাই করতে যাচ্ছি। সকলে দোয়া করবেন। এবং যাদের বিষয়টা মুনপুত: হবে, ভাল লাগবে, যৌক্তিক মনে হবে তারা নিজ নিজ আয়োজনে শুরু করে দিন।



"ছোট বালুকনা বিন্দু বিন্দু জল

গড়ে তোলে মহাদেশ সাগর অতল"



ছোট ছেটো ব্যক্তি উদ্যোগই বিশাল সামাজিক পরিবর্তন, বদল আনতে পারে; যদি তা নিয়মিত এবং সঠিক ভাবে চালিত হয়।



মাস শেষে ফিতর বা দানের উৎসবে যোগ দিতে এই টুকু ছোট চেস্টা না করলে নিজের কাছেই নিজেকে কেমন যেন মনে হয়.. তাই স্ব-উদৌগে এ আয়োজন।

আল্লাহ আমাদের সকলকে সত্য বোঝার, আমল করার তৌফিক দিন।

মন্তব্য ৫৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

আনমনেএকাকী বলেছেন: খুব ভাল লেগেছে এইটা আমি ও করি একটা ফ্যামিলিকে দিতে পারি

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিশ্চয়ই।

আজ আপনি শুরু করুন। কাল আপনার বন্ধু.. তারপর তার ভাই, বোন, বন্ধু..

এভাবেই একজন মানুষ একটি পরিবার থেকে অনেক মানুষ অনেক পরিবার উপকৃত হবে।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুরু করলে এবং সফল হলে জানাবেন।

আরো অনেকে উৎসাহিত হবে। উদ্যোগী হবে ....................

২| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

হালি্ বলেছেন: খুব ভালও উদ্যোগ । সফল হোন

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

গতবার নিজে নিজে করেছিলাম। এবং আন্দও পেয়েছিলাম।

তাই এবার ভাবলাম জানুক সকলে. আনন্দ ছড়িয়ে পড়ুক ভুবন ময়।

৩| ৩০ শে জুন, ২০১৪ রাত ৮:০৫

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আমারে দি​য়েন। ওই টাকায় এক বোতল মাল পাওয়া ​যাবে। ঈদ বেশ জমবে।

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখেন মানুষের বিশ্বাস কিভাবে মানুষকে উঠায় বা নামায়!!!

আপনার বিশ্বাসে আপনি নামেই হেরে গেছেন.....পরাজিত হয়ে আছেন

তার উপর উপহাস করতে গিয়ে নিজেই উপহাসের পাত্র হলেন..

ফিতরা টাকা চেয়ে বসেছেন- মদ গিলবেন বলে?

ফিতরা টাকা বিতরনের খাতে এই অপশন নেই বলে দিতে পারলাম না। এবার আসতে পারেন ;)

৪| ৩০ শে জুন, ২০১৪ রাত ১০:২০

মুহামমদল হািবব বলেছেন: ভালো উদ্যোগ। ইনশাল্লাহ আপনি ও অন্যরা যারা চেষ্টা করছেন সফল হবেন।

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন।

ভাল লাগলে শূরু করে দিননা আপনিও । আরো একটা বা দুটো পরিবার আসুক উপকারো ভোগীর আওতায় :)

০২ রা জুলাই, ২০১৪ সকাল ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর শুরু করলে এভং সফল হলে জানাবেন। আরো অনেকে উৎসাহিত হবে। উদৌগী হবে।

৫| ৩০ শে জুন, ২০১৪ রাত ১০:৫৩

মুদ্‌দাকির বলেছেন: উদ্যোগটা খুবই পছন্দ হয়েছে , দারুন,

"ছোট বালুকনা বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ সাগর অতল"

ভালো করেছেন ব্যাপারটা প্রচার করে , মাশাল্লাহ !!

০১ লা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

চলুন তবে শুরু হয়ে যাক বিন্দু জলে সিন্ধু গড়ার প্রথম ধাপ..

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ আপনাকে অশেষ কল্যান দান করুন।

৬| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল কাজের প্রতি ভাল মন মানসিকতা যদি থাকে
সে অবশ্যই পরহেজগার , আল্লাহ আমাদের সে দিকে চালিত রাখুন ।

০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

সকলের সম্মিলিত ছোট চেষ্টা সমাজ আর দেশের জন্য বিশাল প্রাপ্তি...

আমিন

৭| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৩

আমার আমিত্ব বলেছেন: বুদ্ধি টা ভালো লেগেছে।

অবশ্যই আমি ট্রাই করব।

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

সংযমের মাসে আমরা যেন বেশী সংযমের ট্রাই করি-এটাইতো সিয়ামের/রোজার পূর্ণতা।

আল্লাহ আপনাকে তৌফিক দান করুন।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুরু করলে এবং সফল হলে জানাবেন।

আরো অনেকে উৎসাহিত হবে। উদ্যোগী হবে

৮| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ । সফল হোন ।

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

গতবার সফল ভাবে দিয়েছি। এবারএ চলছে প্রতিদিনের সিয়াম সঞ্চয় :)

চাঁদরাতের দিন বা তার আগের দিন দুটো পরিবারকে দেবার ইচ্ছে আছে।
এর মাঝে আরো অনেকে সিয়াম ব্যাংকে শেয়ার করতে চেয়েছে।

তারা কথামত অংশ নিলে পরিবারের সংখ্যা বাড়ানো যাবে।

আপনার শুভ কামনায়- আবারো ধন্যবাদ।

৯| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫১

লিরিকস বলেছেন: +

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

শুরু করে দিন আপনিও :)

১০| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২০

আমিনুর রহমান বলেছেন:



প্রথম প্লাস +++


দারুন ভাবনা।

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আশাকরি দারুন ভাবনাকে দারুন সহযোগীতাও দেবেন ;)

১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার ষ্টিকি পোষ্টে আপডেট করায়....

১১| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: দারুন উদ্যোগ!!! অভিনন্দন আপনাকে। আমিও চেষ্টা করবো।

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অনেক অনেক.....

শুরু করে দিন এবার থেকেই। সামনেরবার হবে বন্ধূ বান্ধব সহ সমন্বিত ভাবে...

১২| ১২ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: Click This Link

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফেবুকে একটি পরীক্ষামূলক পেজ করেছি....

সিয়াম ব্যাংকের নামে।

১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: পেইজের বিষয়ে অভিজ্ঞ ভাইয়েরা পরামর্শ দিলে কৃতজ্ঞ হবো।

১৩| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৯

রাহুল বলেছেন: দারুন লাগলো। আগামী বছর চেষ্টা করবো। :)

১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

যা কাল পার তা আজ
যা আজ পারো তা এখনই ;)

এই বছরই কেন নয়! শুরু হয়ৈ যাক বাকী ক'দিনের সঞ্চয়!

একটা প্রাণে একটা ঘরে হরেওতো হাসি ফুটবে।

শুভস্য শীঘ্রম একটা কথা আছে না।

ধন্যবাদ।

১৪| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৩

এমএস ইসলাম বলেছেন: উদ্যোগটি প্রশংসনীয় চালিয়ে যান

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

চালিয়ে যাচ্ছি এবারও। আপনারাও শুরু করে দিন যার যার স্থান থেকে।

উপকৃত হোক একটি প্রাণ, একটি পরিবার, হাসি ফুটুক একজনের মুখে...

এইবা কম কি?

ঈদের আনন্দ তো এটাই......নাকি?

১৫| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ‘সিয়াম ব্যাংক’- নামটা যেমন সুন্দর, আইডিয়াটাও দারুণ। এটা যিনি করবেন, তিনি সংযমের পবিত্র রমজান মাসে একটা শ্রেষ্ঠ উদাহরণ সৃষ্টি করবেন।

যারা কলেজ-ভার্সিটিতে পড়েন, মোটামুটি সচ্ছল পরিবারের ছেলে, তারা ইচ্ছে করলে সারাবছরই এ মহৎ কাজটি করতে পারেন। তাদের পকেট খরচ থেকে সপ্তাহ, ১৫ দিনে বা ১ মাসে কিছু টাকা সঞ্চয় করে কোনো দুঃখিনী নারী বা অনাথ কিশোরকে একবেলা খাবার, একটা জামা বা একটা কাপড় কিনে দিতে পারেন। এতে যেমন দরিদ্রদেরকে সহায়তা করা হলো, ছাত্রজীবনেই সঞ্চয় করার একটা ভালো অভ্যাস গড়ে তোলার চর্চাও হয়ে গেলো।

আপনার উদ্যেআগ খুব মহৎ। আশা করি সফল হবেন।

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

গতবছর একাকী এ কাজটি করেছি্। এবারও করছি। তবে এবার আরো ৪-৫জন অংশ নেবার ইচ্ছা প্রকাশ করেছেন।

আপনার পরামর্শটুকুও অনেক মূল্যবান।

শুভকামনার পাশাপাশী আশা করি সাথে থাকবেন-ফি সাবিলিল্লাহি,
আল্লাহর ওয়াস্তে এভং মানবতার স্বার্থে।

১৬| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮

চড়ুই বলেছেন: ভালো উদ্যোগ

২০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

আপনারাও শুরু করে দিন যার যার স্থান থেকে।

উপকৃত হোক একটি প্রাণ, একটি পরিবার, হাসি ফুটুক একজনের মুখে...

এইবা কম কি?

১৭| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৬

নীল জোসনা বলেছেন: খুব ভালো লাগলো আপনার প্রচেষ্ঠা ।ধীরে ধীরে সবার মাঝে ছড়িয়ে পরুক আপনার এই কাজ টি ।

শুভ কামনা জানবেন ।

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধীরে ধীরে সবার মাঝে ছড়িয়ে পরুক আপনার এই কাজ টি ।

ধন্যবাদ।

ছড়িয়ে পড়া শুরু হোক আপনাকে দিয়েই ;) শুভস্য শীঘ্রম :)

১৮| ২০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সরল মেয়ে বলেছেন: বাহ!! অনেক সুন্দর আইডিয়া।

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

সুন্দ আইডিয়ার সুন্দর ব্যভহারে আপনার অন্তত একটা প্রকিবেশী করুক সূখের ঈদ। করবে কি?

শুরু করে দিন আজ থেকেই। না হয় একটা জামায় বাজেট একটু কমবে।

কাবুলিওয়ালায় মনে আছে- রবী ঠাকুর মেয়ের বিয়ের বাজেটে আলোকসজ্জ্বার খুরচ একটু কমিয়ে কাবুলিওয়ালার মেয়ের বিয়ের জণ্য খরচ যে অন্র্তজ্যোতির আলোকচ্ছটা দেখেছিলেন...
চলুন না আমরা আমাদের অন্তরের আলোকচ্ছটাকে দেখি..
হৃদয়ের চোখ দিয়ে.....

১৯| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার কনসেপ্ট, আগে কেন চোখে পড়লো না... :(( :(( :((

আগামীতে মাথায় থাকবে। অনেক ভালোলাগা জানবেন।

২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

আগামীতে কেন? হয়ে যাক এইবারই! কষ্টের কি কোন বছর আছে?

নিত্য কষ্টে যারা হাবুডুবু- তাদের আবার এক বছরের অপেক্ষায় রাখা কি ঠিক? ;)

শুভস্য শিঘ্রম। যেটুক পারেন। এখণও দশদিন বাকী- দশদিনে ৫০০ এইবা কম কি? আর যদি আরেকটু কৃচ্ছতা হৃদয়ে থাকে তবে আরও বাড়িয়ে দিতে পারেন।

একটা পরিবারে ঈদের আনন্দে কম নয়! নাকি বলেন?

ভাল থাকুন।

২০| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৪

দুঃখী__ বন্ধু বলেছেন: শ্রদ্ধা বেড়ে গেলো আপনার প্রতি এই উদ্যোগের জন্য। প্রায় সব মানুষ বলে আমাদের টাকা দিন আমরা গরীবদের দিব। কিন্তু শেষে কি ঘটে জানা যায় না।

২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: লজ্জ্বা দিলেন দু:খী বন্ধু!!!??

আপনার শ্রদ্ধাতে শ্রদ্ধা অনেক অনেক।

এক থেকেইতো কোটির শুরু.... হোক হবে একজনেই বদল।

আপনিও শুরু করে দিন- আপনার প্রতিবেশীর জন্য।

২১| ২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাই ভ্রাতা ++++++++ শুভেচ্ছা ও শুভকামনা :)

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।


আপনিও শুরু করে দিন- আপনার প্রতিবেশীর জন্য।

২২| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০২

ইমিনা বলেছেন: আপনারজন্য অনেক অনেক শুভ কামনা ...

২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক।

২৯ রমজানে ইনশাল্লাহ বিতরণ করতে যাচ্ছি। এবং সংখবর হলো আমার আহবানে সর্বপ্রথম সংগী হয়েছেন শিরিন সুলতানা আপা । তিনি দিয়েছেন ১০০০ টাকা।
এবং আরেকজন শুভাকাংখি জনাব মঈন উদ্দিন আহমেদ তিনিও অংম নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

আল্লাহ চাহেতো এইবার দুই পরিবারের স্থানে ৪-৫ পরিবারকে খুশিতে যুক্ত করতে পারব বলেই মনে হচ্ছে।

আপনার জন্যও রইল অনেক শুভ কামনা।

আবারও ঈদ মোবারক।

২৩| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক +

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক !

সিয়াম ব্যাংকের সংগ্রহ ৫টি পরিবারে আনন্দ এনেছে- এতেই আমার ঈদ আনন্দ পূর্ন হয়েছে।

শিরিন আপা এবং মঈন উদ্দিন আহমদ দুজনকেই অন্তর থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা।

তাদের ১০০০ ও ৫০০ টাকা আর আমার ১৫০০মিলিয়ে ৩০০০ টাকার সংগ্রহ হয়েছিল এবার।

আসছে রোজায় আপনিও শুরু করে দিন ঈদের ব্যতিক্রমি আনন্দের আয়োজন।

২৪| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:২১

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.