নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিফা বিশ্বকাপ ট্রফি ( FIFA World Cup Trophy) বিশ্বকাপ ফুটবলের মূল পুরস্কারটির নাম। এটিকে মূলত "ভিক্টোরি" নামকরণ করা হলেও সর্ব-সাধারনে "বিশ্বকাপ" বা "কোউপ ডু মোন্ড" (Coupe du Monde) নামে পরিচিত, যা ১৯৪৬ সালে ফিফার সাবেক সভাপতি জুলে রিমের স্মরণে পুনরায় 'জুলে রিমে ট্রফি' নামে নামকরণ করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ট্রফিটি ছিলো ১৯৩৮ সালের বিশ্বকাপ জয়ী ইতালী দলের নিকটে। নাজিদের হাত থকে ট্রফিটিকে রক্ষা করার জন্য ফিফার সহ-সভাপতি ও এফআইজিসি-এর সভাপতি ইতালীর অধিবাসী অট্টোরিনো বারাস্সি খুব সন্তর্পনে এটিকে একটি ব্যাংক থেকে তুলে রোমে নিয়ে যান এবং একটি জুতার বাক্সের ভেতরে ভরে তার নিজের বিছানার নীচে লুকিয়ে রাখেন।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৬৬ সালের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের চার মাস আগে ১৯৬৬ সালের ২০ মার্চ তারিখ ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হলে আয়োজিত একটি উম্মুক্ত প্রদর্শনী থেকে ট্রফিটি চুরি হয়ে যায় । মাত্র সাতদিন পর খবরের কাগজে মোড়ানো অবস্থায় এটি পিকেল্স নামক একটি কুকুর দক্ষিণ লন্ডনের আপার নরউড অঞ্চলের শহরতলীর বাগানের পার্শ্বস্থ এলাকা থেকে উদ্ধার করে।
ব্রাজিল ১৯৭০ সালে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জয় করার পর এটি তাদেরকে স্থায়ীভাবে দিয়ে দেয়া হয়।
এটিকে রিও ডি জেনিরো-তে অবস্থিত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে একটি তাকিয়ায় সাজেয়ে রাখা হয় যার সম্মুখভাগ বুলেট প্রুফ কাচ দ্বারা নির্মিত।
১৯ ডিসেম্বর ১৯৮৩ সালে কাঠের অংশটি ভেঙ্গে কাপটি পুনরায় চুরি হয়ে যায়, চার ব্যক্তিকে দায়ী করা হয় এবং জেরা করা হয় কিন্তু ট্রফিটি আর পাওয়া যায়নি।
কনফেডারেশন তাদের নিজেদের জন্য ইস্টম্যান কোডাক-কে দিয়ে ১.৮৮ কেজি (৩.৯৭ পা.) স্বর্ণ দ্বারা একটি রেপ্লিকা তৈরী করিয়েছে। ব্রাজিলের রাস্ট্রপতিকে ১৯৮৪ সালে একটি রেপ্লিকা উপহার দেয়া হয়।
বর্তমান কাপ
এটি 1974 বিশ্বকাপের জন্য ফিফা চূড়ান্ত করেন। সাতটি দেশ থেকে ৫৩ জন ভাস্কর ডিজাইন জমা দেন। ইতালিয়ান শিল্পী Silvio Gazzaniga ডিজাইনটি চূড়ান্ত ভাবে নির্বাচন করা হয়। ট্রফিটি উঁচু 36.5 সেন্টিমিটার (14.4 ইঞ্চি) এবং "ম্যালাকাইট" দুটি স্তর সম্বলিত একটি বেস (ব্যাস 13 সেন্টিমিটার [5.1 ইঞ্চি]) সঙ্গে 18 ক্যারেট (75%) স্বর্ণ, দিয়ে মূল ট্রফিটি নির্মিত হয়।
Gazzaniga ভাস্কর্যের গঠন সম্পর্কে বলতে গিযে বলেন " বেস থেকে উঠে আসা লাইন আউট stretching, spirals যেন বিজয় মুহূর্তে ধরে আছে পুরা পৃথিবী। দুই জন এথলেট যেন বিজয়ের মুহুর্ত টা উদযাপন করেছ।
জুলেরিমে থেকে ফিফা ১৯৩০ থেকে ২০১০ পর্যন্ত রোল অব অনার.....
Uruguay – 1930, 1950
Italy – 1934, 1938
West Germany – 1954
Brazil – 1958, 1962, 1970
England – 1966
FIFA World Cup Trophy
West Germany – 1974, 1990
Argentina – 1978, 1986
Italy – 1982, 2006
Brazil – 1994, 2002
France – 1998
Spain – 2010
কে কতবার জিতেছে এই বিশ্বসেরা কাপ তার একটি তালিকা
জেআরটি = (জুেলিরেমট্রফি )
Country JRT == FIFA Cup Total
Brazil ===3=== 2======== 5
Italy =====2== 2======== 4
Germany===1==2======== 3
Uruguay ===2==0========2
Argentina===0==2======= 2
England ====1==0=======1
France ===== 0==1=======1
Spain ======0==1=======1
কাল থেকে শুরু হতে যাচ্ছে এবারের জমজমাট উত্তেজক আকর্ষনীয় লড়াই। দেখা যাক কে জেতে কে হারে...
সবাইকে বিশ্বকাপ উপভোগের আমন্ত্রণ ।
তথ্য সহায়তা: উইকি, অন্তর্জাল।
১২ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: পুত্তুম ধন্যবাদ।
৩৭ জনের মনে হয় কিছূ বলার ছিল না
২| ১২ ই জুন, ২০১৪ রাত ১২:১২
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার তথ্যবহুল পোস্ট। পোস্টে ভালো লাগা রইল।
১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৪
একজন ঘূণপোকা বলেছেন:
কি আর বলবে, ব্লগ ভরা দেখি আর্জেন্টাইন
১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সংখ্যায় বেশী হইলেই হয় না গুনেও হইতে হয়- এইরকম কি একটা কথা আছে না
ব্রাজিল সমর্থকরা সংখ্যায় কম হইলেও জাতিলা
৪| ১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
একজন ঘূণপোকা বলেছেন: ব্রাজিল সমর্থকরা সংখ্যায় কম হইলেও জাতিলা ++++++++++
১২ ই জুন, ২০১৪ রাত ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।
৫| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:২২
ঢাকাবাসী বলেছেন: চমৎকার তথ্যসমৃদ্ধ পোষ্ট।
১২ ই জুন, ২০১৪ রাত ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঢাকাবাসী ভাই।
৬| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৫
মামুন রশিদ বলেছেন: সময়োপযোগী দারুণ পোস্ট ।
১৪ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই।
৭| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩০
এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট।
২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার পোস্ট ...
সংকলনে যাচ্ছে ...
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৪২
একজন ঘূণপোকা বলেছেন:
দারুন পোস্ট।
৩৭ হিটের পর মন্তব্য।
পুত্তুম প্লাস