নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে - আমাদের সকল দু:সময়ে সব সময়ের প্রেরণা...কাজী নজরুল।

২৫ শে মে, ২০১৪ দুপুর ১:২৬

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে





দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে!

লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।।



দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ-

ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মত।

কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত,

এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।।



তিমির রাত্রি, মাতৃ-মন্ত্রী সান্ত্রীরা সাবধান-

যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।

ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,

ইহাদেরে পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।।



অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ-

কান্ডারী, আজি দেখিব তোমার মাতৃ-মুক্তি-পণ।

হিন্দু না ওরা মুসলিম-ওই জিজ্ঞাসে কোন্‌ জন,

কান্ডারী, বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা’র।।



গিরি-সংকট, ভীরু যাত্রীরা, গরজায় গুরু বাজ-

পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ।

কান্ডারী, তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ মাঝ?

করে হানাহানি, তবু চল টানি’-নিয়েছ যে মহাভার।।



ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান-

আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান!

আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ,

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুঁশিয়ার।।



[আমাদের সকল দু:সময়ে সবসময়ের প্রেরণা জাতী কবি, জাগরণের কবি, সাম্য, মৈত্রী আর সুন্দরের কবি নজরুলের জাগরনি গান। হে প্রিয় কবি আপনার বানীতেই আপনারে স্মরিলাম। আল্লাহ পাক আপনাকে জান্নাতে চিরশান্তিতে চিরস্থায়ী করুন।]



গানটির ভিডিও লিংক:

আর্টসেল- http://www.youtube.com/watch?v=bMIlY6fb-VE





কৃতজ্ঞতা: Click This Link

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৫৮

মামুন রশিদ বলেছেন: জাগরণের কবি, সাম্য ও মৈত্রীর কবি, মহাবিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি ।

২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই।

কবির চেতনাকে যদি আমরা জাতিগত ভাবে ধারন করতে পারতাম.. কতইনা ভাল হত।

মহাবিদ্রোহী মহাকবির প্রতি শ্রদ্ধা।

২| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:০৯

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: প্রিয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী রইল।

২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ,
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুঁশিয়ার।।

অশেষ শ্রদ্ধা।

৩| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৩৩

অন্ধবিন্দু বলেছেন:

আমিন।

২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুম্মা আমিন।
...

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ-
ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মত।

কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত,
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।।

৪| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:২০

সময়ের ডানায় বলেছেন: প্রিয় কবির জন্মদিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলী।

২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় কবির তারচে প্রিয় চেতনা আমাদের হৃদয়ে গভীর ভাবে প্রোথিত হোক।

আমাদের গানে, জ্ঞানে, জাগরণে কবির সাহসে উজ্জিবীত হই প্রতিক্ষন..

৫| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৬

ঢাকাবাসী বলেছেন: প্রিয় কবির জন্মদিনে শ্রদ্ধান্জলী। ।

২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবির শিক্ষা যেন আমাদের শিক্ষিত করে, সকল জাগরনে, প্রেমে, সাম্যে, মৈত্রিতে প্রতিবাদে, সত্য বলায়, অন্যায়কে প্রতিরোধে, শেকলের ভয় ভাঙ্গায়,

হে কবি তোমায় লাখো সালাম। ধন্যবাদ @ ঢাকাবাসী।

৬| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:৪২

কাঙ্গাল মুরশিদ বলেছেন: ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান-
আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান!
আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ,
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুঁশিয়ার।।

২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ-
ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মত।
কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত,
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।।

আহ! কি প্রাণ! কি স্বত:স্ফুর্ততা!

জীবনের, জাগরণের কি উন্মাদনা! কি গভির দিক দর্শন! কি অনুপ্রেরণা! কি অভয় বাণী! ঐ সময় থেকে এই সময়- কি চিরন্তনী!

অনেকদিন পর পেলাম।

৭| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৪

পংবাড়ী বলেছেন: আমি চির আনন্দিত যে বাংলাদেশ কবিকে কলকাতা থেকে ঢাকায় নিয়ে এসেছিল, এটা বাংগালীরাই করেছে!

২৫ শে মে, ২০১৪ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিকে ঢাকায় এনে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এক অনন্য ইতিহাস গড়েছেন।

তাঁর প্রতি অন্তহীন ধন্যবাদ ও কৃতজ্ঞতা।



৮| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৭

একজন ঘূণপোকা বলেছেন:
দুই রহমান মানে শেখ মুজিব আর শহীদ জিয়া, দুইজনেরই সীমাহীন মুগ্ধতা ছিলো কবিকে নিয়ে।

মুজিব তাকে ঢাকায় নিয়ে আসেন আর শহীদ জিয়া তাকে জাতীয় কবির মর্যাদা দিয়ে বাংগালিকে একটুখানি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দেন।

২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি।

মুজিব তাকে ঢাকায় নিয়ে আসেন আর শহীদ জিয়া তাকে জাতীয় কবির মর্যাদা দিয়ে বাংগালিকে একটুখানি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দেন।

শুনেছিলাম কবিকে ওপারে নিয়ে যাবার খুব ষড়যন্ত্রও নাকি হয়েছিল তখন, যা শহীদ জিয়া শক্ত হাতে তা মোকাবেলা করেন....এবং কবির ইচ্ছানুযায়ী

মসজিদেরই পাশে আমার
কবর দিও ভাই
যেন গোরে থেকে মুয়াজ্জিনের
আজান শুনতে পাই।।

মসজিদের পাশেই কবর দেন। দুজনকেই ধন্যবাদ।

৯| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৪৮

লিরিকস বলেছেন: প্রিয় কবির প্রতি বিনম্র শ্রদ্ধা।

২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবির চেতনা আমাদের হৃদয়ে গভীর ভাবে প্রোথিত হোক।

আমাদের গানে, জ্ঞানে, জাগরণে ----

কবির সাহসে উজ্জিবীত হই প্রতিক্ষন..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.