নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাত্রীবাহী ফেরি ডুবির ঘটনায় সরকারের ব্যবস্থাপনা নিয়ে তুমুল সমালোচনার প্রেক্ষিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হং-ওন।
রোববার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ পদত্যাগের ঘোষণা দিয়ে চাং বলেন, আমি আরও আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়াই আমার কাছে প্রধান বিবেচ্য ছিল এবং আমি মনে করেছি ছেড়ে যাওয়ার আগে নিজের এ দায়িত্বটুকু পালন করতে।
তিনি বলেন, এখন আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, তবে এটা প্রশাসনকে কোনো বেকায়দায় ফেলার জন্য নয়।
চাং বলেন, এই প্রেক্ষিতে পদত্যাগ করার সিদ্ধান্তই সবচেয়ে বেশি যৌক্তিক।
====================
মিনিমাম সভ্য তো এদেরই বলে। সরাসরি নিজের নয় অথচ তারই সরকারি পরিচালনাধীনে এই দুর্ঘটনাকেও নিজের ব্যর্থতা বলে মেনে নিয়েছেন অবলিলায়।
আর আমাদের?
সীমাহীন দুর্নীতি! খবর ছাপালে পত্রিকা বন্ধ! টিভি বন্ধ!!আলোচকের গাড়ীতে গুলি/আগুন!!! শক্তির মদমত্ততা সর্বত্র!!!!!!!
পদ্মা সেতুর দূর্নীতি বিশ্ব্য ব্যাপি আলোচিত, বিশ্বব্যাংকের সহায়তা প্রত্যাহার! তারপরও দায় নেই কারো- উল্টো বিশ্বব্যাংককে দুইহাত দেখে নেয় পারলে!!!!!!!!!!!
হলমার্ক, শেয়ার বাজার, বাজার সিন্ডিকেট, কুইক রেন্টাল, রানা প্লাজা!!!!
একদিন শত- হাজার.. মৃত্যু! প্রতিদিনের হত্য, গুম খুনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর!!!
আমরাদের ভূমি ব্যবহার করে ভিন্ন দেশ সুবিধা নিচ্চে। চুক্তি মতো যৌক্তিক ভাড়া চাওয়ার ক্ষেত্রে আবার ! তাদের ভব্যতা বোধ টনটনে!!
ভাড়া চাইলে নাকি অসভ্যতা হয়ে যাবে!!
আমার ভুলে পরিমাণ এত বেশি যে ক্ষমতা থেকে সরে গেলে পিঠ বাঁচানো দায়। আর তাই আরো বেশী স্বেচ্ছাচার আর স্বৈরাচারের দিকে যাচ্ছে নিত্য বোধহীনতা!!!!!
অথচ দায় স্বাীকার করে পদত্যাগের চিন্তাও মনে হয় স্বপ্নেও আনেনা!!!!!
আমরা কবে সভ্য হবো????
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন...
মদও খাবো, দুদু্ও খাবো! হি হি হি!
মানুষ এতটা বিবেকহীন, নিলজ্জ হয় কি করে??????????
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮
গান পাগলা বলেছেন: কিছু বলার নাই,,,, আমাদের গন্ডারের চামড়ায় কিসুই বাধেনা।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বদলাতে হবেতো নাকি?
স্বৈরাচারীতা আর স্বেচ্ছাচারিতাকে গণতন্ত্রের নাম দিলেই তো তা হয়ে যায় না!
কালের আবর্তে শাসকও তখন জুলুমবাজ, স্বৈরাচার হিসাবেই াভিহিত হয়!
শাসকদের শুভ বুদ্ধির উদয় হোক।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৯
আলী খান বলেছেন: আসলে দোষ তো আমাদের, আমরা সব গৃহপালিত প্রাণি হয়ে গেছি.....
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিলুই কি আর শখে মান্দার গাছ (কাটা বিশিষ্ট বৃক্ষ) উঠে!!!!
স্বৈরাচারের নীতিতে অনেকে চুপ, অনেকে স্বার্থে চুপ.. অনেকে এম্নি এম্নি চুপ
তবে ৯৫ ভাগই যে অপছন্দ করে অথচ রাস্তায় বেঘোরে জীবন দিতে রাজী নয়- তাদের দেখেছি ৫ জুন।
ঘরে বসে নীরব প্রতিবাদ করে অনাস্থা জানিয়েছে...
কিন্তু আমরা অসভ্য বলেই ৫% ভোটে ৫ বছরের স্বপ্ন দেখি!!!!!!!!!!!!!!!
৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯
অন্ধবিন্দু বলেছেন:
খবরটা শুনলাম। সমাজ-দেশ-জনগণের প্রতি নৈতিক দায়বদ্ধতা বলে একটা কথা তো আছে ... সভ্য হবো, যেদিন সভ্যতা বেচারার পিঠ বাঁচানো দায় হয়ে পড়বে।
২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবই আক্ষেপ থেকে। কিন্তু এই আক্ষেপ দূর করতে হবে।
আমাদেরই। আমরাই পারবো সভ্যতার শীর্ষ বন্দু হতে, যেমন আগেও ছিলাম।
আমাদের অতিথিপরায়নতা, আমাদের ঔদার্য আমাদের জ্ঞান, আমাদের সামর্থকে উজার করে দিলেই আমরাই সেরা।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৬
ভুয়া প্রেমিক বলেছেন: ্কি বলচেন দাদা, দূর্ঘটনা তো হতেই পারে, এইসব বিচ্ছিন্ন ঘটনা, বিরোধীদল লাড়া-চাড়া দিছে, যুদ্ধাপরাধীদের বাচানোর ষড়যন্ত্র
২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই চর্চা ছেড়ে আমাদেরকি সামনে যেতে হবে না?
আমরা যদি তাদের এইসব ডায়ালগকে তুচ্ছ করি...এর জন্য তাদের কে জবাব দিতে বাধ্য করি, বা ত্যাগ করি তবেই তারা সংশোধিত হবে।
রাজণৈতিক নিতি ণৈতিকতাকে পূনর্বহাল করতে হবে।
ধান্ধাবাজদের ভোটের মাধ্যদে প্রত্যাখ্যান করতে হবে!!
হায় কোথায় বলি? যেখানে ১৫৪ সিটে নির্বাচনই হয় না!!!!!
এই অচলাবস্থা জাতিকে আরও গভীর অন্ধকারেই নিয়ে যাচ্ছে!!!!!
দেখে শিখবে কি? মাথায় বাড়ি দিলেও না শিখে উল্টো বুঝি বাড়িই দিতে আসবে!!!! দু:খজনক।
৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৯
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে এত নিকৃষ্ট মানের অসভ্য রাজনীতিবিদ আর নেই!
২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখানেই সম্ভাবনা। উপরে উঠার রির্ভার্সে নীচে নামতে নামতে যেমন আর নামার থাকেনা। তখন ঠিকই উপরে উঠতেই হয়- আমরা মনে হয় সেই অপেক্ষায়..
আর কত নিচে নামবে এই রাজনীতিক নামের বিবেকহীনগুলো!
ব্যক্তিক দায়, সামাজিত দায়, ধর্মের দায়, বিবেকের দায় কোনটাই কি নড়েচড়ে না!!!!!!
৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশও এমনটা হতে পারতো।
বাংলাদেশে সেই সুদিন এখনো আসেনি।
কোরিয়ান বা ভারতীয়রা পেরেছে, কারন সেদেশের মুল বিরোধী দলে স্বাধীনতা বিরোধী শক্তি বা স্বাধীনতাযুদ্ধ বিরোধীরা নেই।
হত্যার মাধ্যমে তৈরি আমাদের দেশের প্রধান বিরোধীদলটি মুক্তিযুদ্ধের মুল বিপক্ষ শক্তিকে নিয়ে জোট বেধেছে।
তারা কখনোই ২৬সে মার্চ ছাড়া মুক্তিযুদ্ধের কোন দিবস মানে না।
১৭ এপ্রিল 'মুজিবনগর দিবস' মানে না, পালনও করে না।
৬ দফা দিবসও মানে না।
৭ই মার্চও পালন করে না।
১৬ই ডিসেম্বর বিজয় দিবসও মানে না,
বলে ভারতীয়দের কাছে আত্নসমর্পন, ভারতীয়দের বিজয়।
বলে - "মুজিব পাকিস্থানী হিসাবে পাকিস্থানী পাসপোর্টে দেশে আসেন"
এখন বলছে মুজিবের ক্ষমতাগ্রহন অবৈধ,
তার মানে তাদের কাছে আগের সরকার, ঘাতক ইয়াহিয়া সরকার জেনুইন!
এইসব ঘাতকদের হাত শক্তিশালি করার জন্যে পদত্যাগের প্রশ্নই আসে না।
২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিসের মাঝৈ কি পান্তা ভাতে দিলেন ঘি!
বির্তকির্ত বিষয়গুলোর জন্ম কি আওয়ামীলিগ দেয়নি?
আচ্ছা বলেনতো আজও কেন ভূয়া মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক হয়?
শহীদদের তালিকা কি পূর্ন পণিত হয়েছে?
রাজাকারদের পূর্ন তালীকা কি প্রকাশিত হয়েছে?
আওয়ামীলিগ জামাতের সাতে জোট করলে দোষ নাই- আওয়ামীলিগে যোগদিলেও দোষ নাই (বরং রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে যায়!!!!!- যত দোষ বিরোধি দলে গেলে- এই যে হীনমন্যতা, এই যে সংকীর্নতা স্বার্থবাদীতা, আওয়ামীলীগের ডাবল ষ্ঠ্যান্ডার্ড, ষ্টান্টবাজি মানুষ বুঝে ফেলেছে.... এই গুলোই পিছিয়ে রেখেছে।
তাজইদ্দিন সাহেবের মেয়েকে নিয়েতো একটা কথাও হচ্ছে না? ঘটনা কি? তারেক কে তো যা খূশি তাই বলে রাজনৈতিক সভ্যতা ভব্যতা ভুরে গিয়ে নোংরা ব্যক্তি আক্রমন থেকে ধরে শ্লীল অশ্লীল সব ভাষাই ব্যবহার হয়েছে।
আসলে ইতিহাসের সত্য মানলে আওয়ামীলীগ নয়- কথিত চেতনাবাজরা ন্যাংটো হয়ে যায়। যে কারনে জহির রায়হানকে শহীদ হতে হয়েছিল সেই সত্য সামনে চলে আস- তাদের মিথ্যার ভান্ড খুলে যায়- তাই তারা চেতনার গলাবাজিই করে কেবল- তথ্য উপাত্ত ভিত্তিক সমাধানমূলক কাজ করে না।
তহলেইতো দুধকা দুধ পানি কা পানি হয়ে যায়।
আর একি বল্লেন ?
"এইসব ঘাতকদের হাত শক্তিশালি করার জন্যে পদত্যাগের প্রশ্নই আসে না।"
তাই বুঝি?
হলমার্ক, শেয়ার, রানা প্লাজা, পিলখানা, সহ শত শথ ট্রাজিক ঘটনা আছে সভ্যতার মানদন্ডে যা পদত্যাগ যোগ্য..
কিন্তু কারে কি বলি- লোকে বলে ওরাতো মানুষনা আওয়ামীলীগ...আর তাইতো.. ঐ অজুহাতে
---- গণতন্ত্রকে হত্য করা যায়?
----- অনির্বাচিত হয়ে জোর করে ক্ষমতা কুক্ষিগত রাখতে টিকফা সহ দেশ এবং জনস্বার্থ বিরোধী চুক্তি সই করা যায়?
-----দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের কাছে নতজানু হতে হতে মাথা মাটিতে ঠেকিয়ে দেয়া যায়?
এই সকলেরউ কিন্তু আবার সুন্দর সুন্দ নাম আছে, স্বৈরাচার, স্বেচ্ছাচার, জালিম, গণতন্ত্রের হন্তারক, বাকশাল...
চলুক আত্মঘাতের পথে যার মন চায়......
৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৩
জামাল হোসেন (সেলিম) বলেছেন: আজকের কোন এক পত্রিকায় এক পাঠক মন্তব্য করেছেন;
ভাই আফসোস করিয়েন না, রানা প্লাজায় কোন আওয়ামী লীগ মরে নাই, মরছে তো শ্রমিক, তার জন্য পদত্যাগ কেন? আর দঃ কোরিয়ার সব মানুষ বাস করে, তার জন্য তো পদত্যাগ করতেই হবে। আমাদের দেশে মানুষ নাই, আছে আওয়ামীলীগ, জামায়াত, রাজাকার, যুদ্ধপরাধী, বিএনপি, সুবিধাবাধী সুশীল সমাজ, সরকারের পোষ্য বাহিনী, শ্রমিক, সুবিধাবাধী গণমাধ্যম, আর আমার আপনার মত আম আদমী! মানুষ হতে গেলে মানুষের কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকে যা এদের কারু মধ্যে নাই।
হাসান কালবৈশাখী@ কিছু বুঝতে পারেন কিনা দেখেন।
২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: না ! তিনার বোঝেন শুধু নিজেরটুকু।
তালগাছবাদীতার পর কি আর কিছূ আছে? সেটাও তারাই!!!
ভুলের উপর কাউকে এতটা সংকল্পব্ধ হয়ে দাড়াতে আওয়ামীলীগ ভিন্ন আর কেই পারে না।
তাদের বেইন যেন ওয়াশড.. বা হিপনোটাইজড!!!!
৯| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯
অেসন বলেছেন: আমরা তো কোরিয়ান না।
২০০১-০৬ সালের মধ্যে এক লঞ্চ দূর্ঘটনায়
শতাধিক লোকের মৃত্যূ হয়েছিল। তখন তৎকালীন নৌমন্ত্রী (লেঃ কর্নেল (অবঃ) আকবর) দূর্ঘটনাস্থলে না যাওয়ার কারন হিসাবে সাংবাদিকদের বলেছিলেন, উনি গেলে তো আর লঞ্চ ভেসে উঠবে না!
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই কালচারকে বদলাতে হবে না?
জোট করেছে তাই আমরাও করবো, তবে আর জোটের বদলে তোমাকে কেনু????
সকল শুভ ভাল কল্যানের জন্য সকলকে চেষ্টা করতে হবে।
১০| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভাবার বিষয়!
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: চলুন ভাবি!!!!!!
যমুনা সেতুতে ট্রেন উল্টে যাওয়া রেলমন্ত্রীর পদত্যাগ! এই শিরোনামতো দেখলাম না - যমুনায় রেল উল্টে যাবার পর!!!!!!!!!!!!!!!!!!!!
হায়, ন্যাংটো হবার পরও যে লজ্জা অনুভব করেনা, তারে শরম দিব কি দিয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০
না পারভীন বলেছেন: আমাদের দেশে কোনদিন এরকম নেতা আসবে এ ভাবনাটাই পুরো অলীক লাগে ।
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: না। চলুক আগে এটলিষ্ট ভাবতে শীখি!
ভাবনা থেকেই স্বপ্ন আসবে। স্বপ্নই একদিন বাস্তব হবে।
অথবা একটি পূর্ণাঙ্গ বিপ্লব।
১২| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
নিশাত তাসনিম বলেছেন: মিনিমাম সভ্য তো এদেরই বলে। সরাসরি নিজের নয় অথচ তারই সরকারি পরিচালনাধীনে এই দুর্ঘটনাকেও নিজের ব্যর্থতা বলে মেনে নিয়েছেন অবলিলায়।
আর আমাদের !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের সরকার জেগে উঠুক চাং হং ওন চেতনায়
মানে মানে নেবে কি বিদায়?
জনতা পথ চেয়ে রয়!!!!!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫
তিক্তভাষী বলেছেন: সরকারে থাকলেও গণবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করা হবে - ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসে রাশেদ খান মেনন।
মদও খাবো, দুদু্ও খাবো! হি হি হি!