নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেলা দ্বি প্রহর, ধু ধু বালূচর
ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর....
আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে,
আসমান হইল টুটা টুটা জমিন হইল ফাটা
মেঘ রাজা ঘুমাইয়া রইছে মেঘ দিব তোর কেডা
আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।
ফাইটা ফাইটা রইছৈ যত খালা বিলা নদী
পানির লাইগা কাইন্দা ফিরে পঙ্খী জলদি
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।
কপোত কপোতি কাদে কূপেতে বসিয়া
শুকনা ফুরের কলি পড়ে ঝড়িয়া ঝড়িয়া
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।
গানের লিংক
http://www.youtube.com/watch?v=bOT_JSaWNGk
২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর.... .
আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে,
২| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩১
সাইলেন্স বলেছেন: আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দেরে তুই
২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃতিে প্রতি নির্দয় মানব সন্তানদের কি হুশ ফিরবে?
নাকি এসির আড়ালে লূকিয়ে আরও ধ্বংসের দিকে দৌড়াবে!!
ভবিষ্যতের ছায়া সুনিবিড় বাংলাদেশ, নদীর প্রাণ বাঁচাতে সরকার কি এথনও দেশপ্রমে জাগবে না? নাকি নম নম করে দেশ মাটিকে মরুভূমি বানোন এসি রুমে বসে চেয়ে চেয়ে দেখবে????
৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫১
ঢাকাবাসী বলেছেন: দুর্ণীতিবাজ লোভী রাজনীতিবিদদের কারণে, নেতাদের কারনে প্রতিদিন শত শত গাছ কাটা হচ্ছে, পাহাড় ধ্বংশ হচ্ছে, নদী দখল হচ্ছে বন জঙ্গল উজার হচ্ছে সরকার নিরব, পরিবেশ মন্ত্রনালয় ঘু.. খাচ্ছে আর চুপ থাকছে। প্রকৃতি তার প্রতিশোধ তো নিবেই। এত গরম তবু মানুষ মরেনা!
২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিদিন শত শত গাছ কাটা হচ্ছে, পাহাড় ধ্বংশ হচ্ছে, নদী দখল হচ্ছে বন জঙ্গল উজার হচ্ছে সরকার নিরব, পরিবেশ মন্ত্রনালয় ঘু.. খাচ্ছে আর চুপ থাকছে। প্রকৃতি তার প্রতিশোধ তো নিবেই।
চলূন আমরা পানাহ চাই।
পাপীর পাপে ঘরগোষ্ঠী যে যাতনায়!!!!!!!!!!!!!!!!!!
৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০
সরল পথের পথিক বলেছেন: ১ । মহান আল্লাহ সুবনাহু ওয়াতায়ালাকে এরুপ ভাবে সম্বোধন করা তাঁর মর্যাদা ও ইজ্জত পরিপন্থী।
২ । "মেঘ রাজা ঘুমাইয়া রইছে " এটির বাহ্যিক অর্থ সম্পূর্ণ কুফুরী ও কুরআন বিরোধী। কারণ, মুসলমানের আক্বীদা হচ্ছে তিনি চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত নিদ্রা-তন্দ্রা যাকে কখনো স্পর্শ করেনা। আয়াতুল কুরসী কম বেশী সবারই জানা । সেখানে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেনঃ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হায়্যুল ক্বায়্যূম। লা তাখুযুহু সিনাতুও ওয়ালা নাঊম। তথাঃ তিনি আল্লাহ। তাকে ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত। তাকে তন্দ্রা,ঘুমে ধরেনা।
বৃষ্টি প্রার্থনার আদর্শ পদ্ধতি কী?
একথা যেহেতু সর্বজন বিদিত যে, বৃষ্টি তাঁরই দান, তাই তাঁর দেখানো পদ্ধতিতেই এ বৃষ্টি প্রার্থনা করা উচিত্। কুরআনে এসেছেঃ অতঃপর আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমা প্রার্থনাকারী। তিনি তোমাদেরকে অঝোর ধারায় বৃষ্টি দান করবেন। সূরা নূহ, ১০-১১। এছাড়া ছালাতুল ইস্তেসকা বা বৃষ্টি প্রার্থনার নামায পড়েও বৃষ্টি চাওয়া যায়।
মূলতঃ অনাবৃষ্টি, তীব্র দাবদাহ এসব আল্লাহর এক প্রকার শাস্তি যা তিনি তাঁর বান্দাদেরকে গোনাহের কারণে দিয়ে থাকেন। আসুন আমরা স্বীয় পাপ কর্ম থেকে তওবা করি তাহলে তিনি আমাদেরকে বৃষ্টি দিবেন।
২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অতঃপর আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমা প্রার্থনাকারী। তিনি তোমাদেরকে অঝোর ধারায় বৃষ্টি দান করবেন। সূরা নূহ, ১০-১১।
কিন্তু কই? দেখান একজন ইমাম এই বিষয়ে গঠনমূলক আলোচনা করেছেন। ইস্তেগফারের আয়োজন করেছেন। প্রার্থনার আয়োজন করেছেন। !!!!!!
বিশ্বাসের দৃঢ়তায় কোথাও কেউ নেই!!!
আর সহজাত প্রকাশে প্রেম, আবেগ আর অন্তরের চাওয়াই বড়!!!
৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনাবৃষ্টি, তীব্র দাবদাহ এসব আল্লাহর এক প্রকার শাস্তি যা তিনি তাঁর বান্দাদেরকে গোনাহের কারণে দিয়ে থাকেন। আসুন আমরা স্বীয় পাপ কর্ম থেকে তওবা করি তাহলে তিনি আমাদেরকে বৃষ্টি দিবেন।
আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে,
২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হে প্রভূ আমাদের ক্ষমা করো। আমাদারে এই কষ্টকর তাপদাহ থেকে রক্ষা কর।
আমাদের প্রকৃতি প্রেম বৃদ্ধি করে দাও। আমাদের অপচয়কারী, দুর্নীতিবাজ, অপরাধীদের হেদায়েত নসীব কর। আমাদের প্রতিবেশীর সুমতি দাও। আমাদেরকে আমাদের অধিকার আদায়ের সাহস শক্তি দাও।
আমাদের নতী গুলোকে নাব্যতা দান কর।
আমাদের তোমার ক্রোধ থেকে রক্ষা করার তুমি ভিন্ন কেউ নাই।
আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে,
৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩০
সরল পথের পথিক বলেছেন: লেখককে বলছিঃ আমি কুরআনের আয়াত দেখালাম আর আপনি ইমামের কথা খুঁজলেন! আর ইমামদের বক্তব্য আপনি খুঁজেছেন কি ফিকহে ইসলামীর কিতাবাদিতে? না পড়ে না জেনে না থাকার ভনিতা করেন কেনো?
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কুরআনের আয়াত দেখিয়েছেন। তো। আমি কি মানা করেছী।
আমি যে কুরআনের কথা বলেছেন তার অনুসারী দাবী কারীদের মূণতা তুলে ধরেছী।
নিজের আত্মার কিতাবের দিকে তাকান। ফিকাহ আর শাস্ত্রের শাব্দিক ঝনঝনানি থেমে যাবে।
আমাদের মাঝে ভনিতা নেই। সহজ সরল বিশ্বাসে চলি।
ভনিতা কাকে বলে আগে শিখে আসেন।
আপনি আল্লাহর মর্যাদা আর ইজ্জতের যে দোহাই দিলেন-তাকি কেবলই শাব্দিক আর আক্ষরিক অনুভব নয়?
আল্লাহকে ভালবেসে প্রেম করে ডাকলে যেভাবে খূশী ডাকা যায়অ
আর যাদের সম্পর্ক কেবলই পুথিগত তারাই শাস্ত্রীয় কচকচানি বেশী দেখায়।
...
ভাই বেদুম গরম.. কথায় আর গরম না বাড়াইয়া সাহয্য চান....
আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে,
৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯
সরল পথের পথিক বলেছেন: কুফরী গান গাইবেন আর আল্লাহ মেঘ দিবে? আল্লাহ ঘুমায়?
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই ক্ষেমা দেন! আফনেগো কাছে তো গানই হারাম!!!!
তার আবার হালালই কি কুফরিই কি!!
আমরা গানেই তারে পাই-সুরের ইন্দ্রজালে খেলা করে নিত্য যেমন নিত্যতায় তার ভুবন চলে!!!!
আপনের ঈমানী আহবানটাতো অন্তত জানান। আর তাতে মেঘ আনেনরে ভাই.. গরমে আরাম চাই, তাপদাহ থেকে মুক্তি
তাওতো কোন উদ্যোগ নেন না। ! নাকি অনুভূতিও নাই
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: @স,প,প ভাই মেঘতো আল্লাহ দেয় না।
কি চমকা্ন কেন? নাউজুবিল্লাহ পড়ার আগে আপ্নেগো তথ্যটা মনে কইরা লন!!
ফেরেশতাদের কর্ম বন্টন করা আছে না? জান কবচ, শিঙ্গায় ফু, রিসালাতের বার্তা বহন, .....
মেঘ-বৃষ্টির ফেরেশতার নামটা কি যেন?????
@ আর কবিতা গানে অনেক কিছু আবেগের গভীরতা, প্রেমের অধিক্যে, কষ্টের দুর্বিষহতা বোঝাতে ব্যবহৃত হয়। যা আক্ষরিক নয়। এই ধারনা এবং জ্ঞানটুকু থাকলে কেউ প্যাচায় না।
৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৫
অন্ধবিন্দু বলেছেন:
বৃষ্টি আসবে...
মানুষের জন্য না হলেও পঙ্খীদের জন্য আসবে ...
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষের জন্য না হলেও পঙ্খীর জন্য আসবে...
ও চাতক বলো ফটিক জল.. ফটিক জল..
তৃষ্ণা যদি মেটে পাপীর তোমার আহবানে
কিইবা বিবাদ শাস্ত্রীয় বাক্য বিধান জেনে
জানি শুধূ মিটল তিয়াস এই ভুবনে
৯| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০
নিশাত তাসনিম বলেছেন: অবশেষে আজ ঢাকায় কালবৈশাখী হলো।
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: তবুও শুকরিয়া!
ঠান্ডা বাতাসের যে প্রবাহ, তাতেই প্রাণ জুড়িয়ে গেল।
বাতাসে যেন আগুনে বাতাস পোড়া গন্ধ ছিল এ ক'টা দিন।
থ্যাংকস টু আল্লাহ
১০| ২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লায় কান্দন শুনছে!
চারদিক কাল করে ঘন মেঘের বিজলি মাত্র বাইরে দেখে এলাম। সাথে ঠান্ডা হাওয়া...
আহ কি প্রশান্তি। আলহামদুলিল্লাহ।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশেষে হল এক পশলা কাংখিত বৃষ্টি!!!!
কি শান্তি ! কি শান্তি!! কি শান্তি!!!
১১| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯
শুঁটকি মাছ বলেছেন: বৃষ্টি হয়ে গরম আরো বাড়ছে একটু আগে আপনি আমার যে পোস্টে মন্তব্য করেছিলেন ওটা একটা কারণে মুছে ফেলতে হয়েছে।একারণে মন্তব্যের জবাব দেয়া হয়ন। দয়া করে কিছু মনে করবেন না
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো আমি অবাক!
এমন অসাধারন একটা গল্প সকালে পেয়ে মন্তব্য দিয়েছিলাম.. উত্তর খুজতে গিয়ে হতবাক.. এখন কারণটা বুঝলাম.. সম্ভব হলে রিপোষ্ট করবেন....
১২| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৩
একজন আরমান বলেছেন:
গরমে সিদ্ধ
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখনতো আরামে
আহ কালকে পুরা সুট্যাড অবস্থায়ই ভিজলাম। প্রাণ ভরে ভিজলাম। সবাই হা করে তাকিয়ে ছিল অবশ্য
তবে খুব শান্তি পাইছি
১৩| ২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
কিয়ামওুলাহ বলেছেন: এখনো মেঘ পাওনি ?????
২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবার জিগায়
কি শান্তি!!!!!!!!!!!!!!!!!! আজও বৃষ্টিতে খুবকরে ভিজলাম!
প্রকৃতির সাথে দারুন এক বডি টিউনিং হয় যেন ভিজলে
১৪| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
কিয়ামওুলাহ বলেছেন: বৃষ্টিতে ভেজা ভালো না ????
১৫| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:৫৯
অলিভিয়া আভা বলেছেন: আজকে যে ভীষণ ভয়াবহ গরম তাতে এই গুনলে যদি আল্লাহ মেঘ দেয় !
কিন্তু আল্লাহ কি এই শিল্পীর বা শৈল্পিক ডাক শুনতে পাবেন?
১৬| ০৬ ই জুন, ২০২১ রাত ১১:৩৮
খায়রুল আহসান বলেছেন: লোপামুদ্রা মিত্র এর কন্ঠে আব্বাস উদ্দীনের গানটা শুনলাম। আমাদের ছোটবেলায়ও আমরা খরার সময়ে গ্রামীন জনপদে মানুষের মুখে মুখে এই গানটা শুনতাম। কেউ কেউ কলের গান ছেড়ে প্রতিবেশীরা মিলে সমস্বরে গাইতেন। এখন আর এ গান তেমন শোনা যায় না, লোকসঙ্গীতের অনুষ্ঠানাদি ছাড়া।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৮
জমরাজ বলেছেন: আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে,