নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাটগ্রামে বাংলাদেশ অংশে ঢুকে বিএসএফের হামলা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর ও এক বাংলাদেশি তরুণীতে লাঞ্ছিত করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার দুপুর আড়াইটার দিকে পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তে ৮৮৬ নং আন্তজার্তিক মেইন পিলার সংলগ্ন সিরাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
সীমান্তবর্তী লোকজনের অভিযোগ, ওই সীমান্ত এলাকার বাংলাদেশি ভূখণ্ডে গরুর ঘাস কাটতে যায় স্থানীয় রাসেল নামে এক যুবক। এ সময় তাকে ৩৫ বিএসএফের কুচবিহার-ফালাকাটার ললোংগাবাড়ী ক্যাম্পের টহল দল ধাওয়া করে।
ধাওয়া খেয়ে রাসেল পালিয়ে গেলেও বিএসএফের টহল দল সীমান্ত ঘেঁষা সিরাজুলের বাড়ি ঘিরে ফেলে রাসেল ওই বাড়িতে লুকিয়ে আছে বলে দাবি করে।
একপয়ার্য়ে বিএসএফ সদস্যরা সিরাজুলের বসত-বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় সিরাজুলের মেয়ে তাদের বাধা দিতে গেলে বিএসএফ সদস্যরা তাকে লাঞ্ছিত করে। পরে স্থানীয়রা দলবদ্ধ হয়ে ধাওয়া করলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।
পাটগ্রামের জোংড়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহল আমীন জানান, পুরো বিষয়টি নিয়ে আমরা বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। বৈঠকে কড়া প্রতিবাদ জানাব।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
সূত্র
বিস্ময়ে হতবাক হয়ে ভাবি- আর কত আক্রমন হলে পররাষ্ট্র নীতির সর্বভৌমত্বের চেতনা জাগবে!!!!!
মিডিয়াগুলোও নিউজটাকে ছোট করে আড়ালে আবডালে ছাপে!!!
স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের দায় কি এই!!!!!
সরকার বিব্রত হবে নাকি বন্ধু দেশ নাখৌশ হবে এই ভেবে কি পররাষ্ট্রনীতি চলে?
না মিডিয়া তাদের দায় মোচন করতে পারবে?
সবার আগে দেশ। স্বাধীনতা সার্বভৌমত্ব!
এর কোনটা আক্রান্ত হলে আগে সেই পয়েন্ট অব ভিউতেই রিপোর্ট হবে।, ণীতি নির্ধারিত হবে। কে খুশী কে নাখোশ তা দেখা, সে অনুপাতে লেখা বা বিবৃতি দেওয়া তো রাজাকারি করার চেয়েও খারাপ।
ধিক সেই সব নেতাদের!
ধিক সেই সকল মিডিয়াদের
ধিক সেই সকল বিবৃতিবাজদের!
ধিক সেই সকল চেতনাবাজদের!!!!!!!!!!!!!!!!!!!!!!
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:স্বপ্নেও যেন তারা এই ভূল না করে!!!!
কারণ নেতারা বিক্রয়যোগ্য হলেও এই দেশের আমজনতা বিক্রি হয় না।
পাকিদের লেজে গোবরে করেছিল নেংটি পরা বাঙালী
তাদেরও পরিণতি হবে আরও ভয়াবহ! ইনশাল্লাহ!
২| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
জহীরুল ইসলাম বলেছেন: বিজিবি আর কি কইব? তাদের মেরুদন্ড তো সেই ২০০৯তেই ভেঙে দেওয়া হয়েছে
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আর সেই দু:খের কথা স্মরণ করাইয়েন না।
একটা রাষ্ট্রযন্ত্র যখন তারই একটা হাতকে ভেঙ্গে দেয়!!!! আফসুস!
তবে তা শুধু মাছের পচা মাথা অংশে। মাথাটা ঠিক করে দেন!
আবার গর্জে উঠবে এরাই পাদুয়া রৌমারীর ইতিহাস পুন: পুন রচিত হবে!
সাম্রাজ্যবাদী, লোভীদের হাত ভেঙ্গে দেবে 'বুঘলকপুরের' চির বিদ্রোহী বাঙালীরা
৩| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
নিশাত তাসনিম বলেছেন: ধিক সেই সব নেতাদের!
ধিক সেই সকল মিডিয়াদের
ধিক সেই সকল বিবৃতিবাজদের!
ধিক সেই সকল চেতনাবাজদের!!!!!!!!!!!!!!!!!!!!!!
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধিক! শতধিক!
ততোধিক! ধিক!!!!!!
৪| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
মুদ্দাকির বলেছেন: চেতনা জাগবে না !!!
আপনি ভারত ঘুইরা আসেন !!
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা কি কইলেন?
চেতনার বেপারীদের চেতনা জাগবে না! তবে আর তারা চিক্কুর পারে কেন?
তাদের পষ্ট বলে দেন - রাজা তুই নেংটু!!!!!!
দেশ ভ্রমনতো ভাল। জ্ঞান হয়। নিশ্চয়ই যাব- তবে দখল দিয়েও নয়, নিয়েও নয়।
৫| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৪
দালাল০০৭০০৭ বলেছেন: joy bangla
১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় তো "বি" সহযোগে না হয়ে "পরা"কে ধারন করছে নিত্য!!!!!!
জিন্দাবাদে অবশ্যই এই টেনশন নাইক্যা
৬| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৮
বাংলার নেতা বলেছেন: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় তো "বি" সহযোগে না হয়ে "পরা"কে ধারন করছে নিত্য!!!!!!
জিন্দাবাদে অবশ্যই এই টেনশন নাইক্যা
৭| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৯
রঙিনমানুষ বলেছেন: ধিক সেই সব নেতাদের!
ধিক সেই সকল মিডিয়াদের
ধিক সেই সকল বিবৃতিবাজদের!
ধিক সেই সকল চেতনাবাজদের!!!!!!!!!!!!!!!!!!!!!!
সহমত
১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ যারা শুধু ভয়ে, লোভে আর এসি রুমে বসে আমি কি করতে পারি ভেবে সরকারের অন্যায়কে দেখেও না দেখার ভাণ করছে!
যেই সুশীলরা ৪ দলীয় জোটের পান থেকে চুন খসলে লংকা কান্ড বাঁধিয়ে দিত! পাতার পর পাতা লিখে কলমফাটিয়ে ফেলত- তারা যেন আজ দিনকানা-রাতকানা!
এতবগ জোচ্চুরী জালিয়াতির নির্বাচন নিয়ে তারা যেন বাকরুদ্ধ!
এত এত সীমান্ত হত্যায় তাদের কলমের কালি শুষ্ক!!!!!!!!!!!!!
কিন্তু কসম সময়ের সময় তাদের ক্ষমা করবে না।
ক্লিব, কাপুরুষ, সুবিধাবাদী, চুমুচ সুশীল সিহাবেই চিহ্ণিত করবে!
৮| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭
নেবুলাস বলেছেন: আমাদের প্রশাসনকে বিরিয়ানী খাওয়াইতে হবে।
১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: শাহবাগে পাঠায় দেন!! থুক্কু!!
ওখানেতো বিরিয়ানির ভাগ বাটোয়ারা কাইজ্জা চলতেছে /
৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪
আমিনুর রহমান বলেছেন:
এইটা কি পররাষ্ট্র নীতি নাকি স্বররাস্ট্র নীতি হবে
আমি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কামনা করচ্চি
১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবস্থা যা তেমনই ভাবতে হবে নিকি! কে জানে? দিদি যে দাদা ছাড়া কুসসু বোঝে না
আমি আমজনতার সচেতনতার হস্তক্ষেপ কামনা করচ্চি
১০| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪২
ঢাকাবাসী বলেছেন: কুনু এক আমলা কাম মন্ত্রী বলবে ওদের প্রতিবাদ করাটা অভদ্রতা হবে।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আত্মমর্যাদাহীন, মেরুদন্ডহীনরা যখন ক্ষমতাসীন হয়- তখন জাতির কপালে এমনই দুর্ভোগ আসে!!!
আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। পুরা জাতি যদি ক্ষমা চায়-তবেই আশা!
১১| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১১
চাঁন মিঞা সরদার বলেছেন:
দেশের সাধারন মানুষের উপরে হামলা করেছিলো হায়েনার দল।
তাই সমস্যা নাই। চেতনা ব্যাবসায়ীদের উপরে কখনোই হামলা হবে না। তাই দেশ নিরাপদ থাকবে।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সেইরাম কয়েচেন।
তারা নিরাপদতো দেশ নিরাপদ। আমজনতা কটা মরলে কি আসে যায়!
হায়রে চেতনা!!!!!!!!!!!!!!!!
১২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯
সচেতনহ্যাপী বলেছেন: আমরাতো আমাদের চেতনা,স্বাধীনত,সারবভৌমত্ব সব বন্ধুদের মাঝে বিলিয়ে নিঃশ্ব হয়ে আছি,তাই.......।
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বন্ধু শূধূ নিয়েই গেল- সেই ৭২ থেকৈ শুরু, আর পারিনা গুরু
তবুও বন্ধুর নামে চেতনাবাজরা অন্ধ চেতনায় মদারু- আর পারিনা গুরু..
ভাতে মারব, পানিতে মারব বলেছিলেন নেতাজি
তার রুপ এই কি?
আজ পদ্মা মরা
তিস্তা মরা
সুরমা কুশীয়ারা
শত্রুর বদলে মরি নিজেরাই- তবুও ক্ষমতার লোভে মাথা নত করে
জপে বন্ধু ঋন বন্ধু আর বন্ধু মারে যেভাবে খুশি...
সেই ৭২ থেকে শুরু
আর পারিনা গুরু!
১৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬
বাংলার ঈগল বলেছেন: বাংলাদেশে কি কোন পররাষ্ট্র নীতি আছে? থাকলো কি আছে, পারলে জানাবেন?
একজন আমলা এক ভারতীয় দালালকে দালাল বলায় ইদানিং পত্রিকাগুলো তাকে নিয়ে ব্যস্ত এটা কাভার করার সময় নেই!!!
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আছেতো আছৈনা?
নিজের বলে কিছু থাকবে না!
পিন্ডির গোলামির জিঞ্জির ছিড়েছি, তাই কি দিল্লির ও ছিড়তে হবে নাকি??
হা হতোম্মি!!! এই নাকি তাদের চেতনা!!!!!!!!!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
মদন বলেছেন: সময় আসিতেছে ইন্ডিয়া হামলা করার।