নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কয়েক বছর আগে দেখেছি আমেরিকান এক নারী মাদক চোরাচালান মামলায় গ্রেফতার হয়েছিল। খোদ আমেরিকা থেকে প্রয়োজণীয় সকল ব্যবস্থা করে তারা তাদের নাগরিককে জীবিত, সুস্থ ফেরত নিয়ে যায়। নাগরিকের প্রতি রাষ্ট্রের দায় পূরণ করে।
পৃথিবীর দেশে দেশে সভ্য দেশসমূহে এমনই হয়।
আর আমাদের ?
যতই প্রাণ খুলে গাই জন্ম আমার ধন্য হল মাগো
কিংবা
এই দেশ আমার, এই মাটি আমার...
প্রাণ থেকে বিশ্বাস করে সবাই। কিন্তু দেশ সেই ভরসার স্থানটাকে চুরচুর করে দিচ্ছে!অথচ দেশপ্রেমের কত লোকদেখানো মহড়াই না হচ্ছে!!!!
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাল্লা সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াইয়ে চোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
একটা দেশের প্রতি কতটা অবজ্ঞা থাকলে এত সাহস পায়? যেখানে এক গায়ের লোক আরেক গায়ের লোককে মারতেই হুশ করে মারতে হয়- কেন তারা যদি তেড়ে আসে!!!!!
কিছু ভাদা সাফাই গাইবে- তারা চুরি করতে গেছে কেন?
প্রথম কথা এটা প্রমাণীত নয়। আরোপিত অভিযোগ।
২য়ত: তর্কের খাতিরে ধরে নিলেও মৃত্যুর মত অপরাধ তা নয়!
৩:ত আন্ত:দেশীয় সর্ম্পকে যদি মিনিমাম ভব্যতা বোধ থাকে তখন তা প্রচলিত আন্ত:দেশীয় আইনের মাধ্যমেই সমাধা হবার কথা।
হয়েছে কি? সরাসরি মেরে ফেলেছে। আর আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রনালয় ব্যাস্ত জিয়ার চরিত্র হনন, অখ্যাত মেজর, জাতীয় সংগীত নিয়ে সাহারা গ্রুপের সাথে কম্পিটিশনে!!!!!!!
নতজানু পররাষ্ট্রনীতির বলি তালীকায় আরো ৩ জন যুক্ত হলো।
আমরা কি আমাদের স্বজাত্যবোধে, আত্মমর্যাদায়, সার্বভৌমত্বের চেতনায় জাগবো না?
কঠোর কঠিন প্রতিবাদে উত্তাল করে তুলবোনা চেতনাকে?
নাকি সেই দিনের অপেক্ষায় থাকব-কবে আমার সাথেও এমন ব্যবহারই করা হবে???
০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই ধিক্কার দেবার চেতনাও যেন মরে যাচ্ছে!!!!!!!!!!!!!!!!!!!!
যারা বলতো ভারত জুজু- তারা এখন কি বলবে?
এতো জুজু নয়, বাস্তব!
নতজানুতার এরচে নীচে কি আর নামা যায়??????
ধিক!!!!
২| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: নতজানু পররাষ্ট্রনীতির বলি তালীকায় আরো ৩ জন যুক্ত হলো।
আমরা কি আমাদের স্বজাত্যবোধে, আত্মমর্যাদায়, সার্বভৌমত্বের চেতনায় জাগবো না?
কঠোর কঠিন প্রতিবাদে উত্তাল করে তুলবোনা চেতনাকে?
নাকি সেই দিনের অপেক্ষায় থাকব-কবে আমার সাথেও এমন ব্যবহারই করা হবে???
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা দেশের প্রতি কতটা অবজ্ঞা থাকলে এত সাহস পায়? যেখানে এক গায়ের লোক আরেক গায়ের লোককে মারতেই হুশ করে মারতে হয়- কেন তারা যদি তেড়ে আসে!!!!!
৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯
একজন ঘূণপোকা বলেছেন: প্রথমে গুলি করে মারত
এখন পিটিয়ে
কয়দিন পর হাত পা বেধে পানিতে ফেলে দিবে স্রেফ পানিতে ফেলে দিবে
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি আমরা না জাগি! যদি আমরা তাদের অবৈধ ক্ষমতার স্বৈরাচারী প্রহসনের ক্ষমতার, অনির্বাচিত ক্ষমতার মসনদের ভয়ে কম্পিত থাকি!
তবে হয়তো আপনার কথা সত্য হতে বেশী দিন লাগবে না।
এবারের সংগ্রাম অস্তিত্ব রক্ষার সংগ্রাম।
এবারের সংগ্রাম স্বাধীনতা রক্ষার সংগ্রাম।
এবারের সংগ্রাম গণতন্ত্র পূনরুদ্ধারের সংগ্রাম।
এবারের সংগ্রাম সার্বভৌমত্বকে রক্ষার সংগ্রাম।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৩
আমিনুর রহমান বলেছেন:
এইটা এখন কোন জরুরী বিষয় না। সীমান্তে আমাদের দেশের মানুষ মরবে আর আমরা তার কোন বিচার পাবো না এটাই এখন স্বাভাবিক।
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই স্বাভাবিক অস্বাভাবিকতা কেবলই সরকারের নতজানু নীতির ফল!
আর সরকারের চাই ক।সমতা জনগণের ব্যাপরে কেয়ারলেস-নইলে একটা কাশিওতো দিতে পারতো!!!!
হায় ক্ষমতা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭
চুক্কা বাঙ্গী বলেছেন: হায় হায় ভ্রাতা! করলেন কি!! আমরা এখন খেলার কেলাস করিচ্চি। এসময় এরকম ঝাকি দেয়া ঠিক নহে। বর্তমানের পোলাপাইনের কি স্পর্ধা! কোথায় চেতনার দন্ড খাড়া করায়া স্টেডিয়ামে ইন্ডিয়ার পতাকা হাতে লাফাইবো আর পিযূষের সাথে গলা মিলায়া বন্দে মাতারাম গাইবো না ইন্ডিয়ার বিরুদ্ধে পোস্ট দিতেসে!
সোহানী বলেছেন: ধিক্ আমাদের আমি দ্বিমত পোষণ করি। ধিক আমাদের না! ধিক আমাদের মহান নেতানেত্রীদের! যারা নিজেদের পশ্চাদদেশ প্রতিমূহুর্তে মনমোহনের মেশিনের সামনে পাইতা দেয়!
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভ্রাতা কি আর করিব! অন্তরের কষ্টে কিছূতো পারছিনা অন্তত নূন্যতম ঘৃনাটুকুতো প্রকাশ বিবেকের দায়!
বন্দে মাতরমরে তো কান্দায়া দিল লংকানরা!!
আহা সোনার ছেলেরা যদি কান্দাইতে পারত!!!!!!!
ধিক আমাদের কথিত নেতানেত্রীদের!! সহমত।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৬
সীমানা ছাড়িয়ে বলেছেন: বর্বর ভারতীয় জাতি ধ্বংস হোক।
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধ্বংস হোক।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৫
মাহাদি হাসান বলেছেন: পৃথিবীর অন্য কোন দেশের সীমান্ত লাগাতার মানুষ হত্যার ঘটনা ঘটবার নজির খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র ভারত বাংলাদেশের সীমান্তে এবং ইসরাইল আর গাজার পৃথকীকরন দেয়ালের বাইরে এই ধরনের ঘটনা শুনতে পাই।
বাংলাদেশকে মাঝে মাঝে ইসরাইল বেষ্টিত এক টুকরা গাজা মনে হয়। গাজায় বসবাসরত প্যালেস্টাইনীদেরকে গুলি করা হয় মারা জন্য, ঠিক তেমনি ভারতের সীমান্ত শিশু বালক বালিকা কৃষকদেরও গুলি করা হয় মারার জন্য।
অন্যদিকে শহুরে মধ্যবিত্ত নিজেদেরকে নানা ঘটনা পরিক্রমায় স্বঘোষিত প্রজন্ম মুক্তিযোদ্ধা দাবী করেছে। কিন্তু এই মুক্তিযোদ্ধারা স্বদেশী হত্যার উন্মত্ত ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যাকান্ডের প্রতিবাদে রাস্তায় নামে না। পুলিশের মৃদু ব্যাটন চার্জে রাস্তায় বসে কান্নাকাটি করে! যাক বুঝতে আর বাকি থাকবার কথা নয় এদেরকে সীমান্তে মানুষ হত্যা বন্ধে আন্দোলন সংগ্রামের দায়িত্ব না দেয়াই ভাল। তবে শহুরে গন্ডির বাইরে প্রবল করতে হবে আন্দোলনের গতি। মানবাধিকার লংঘনের জন্য আন্তর্জাতিক মহলে বিচার চাইতে হবে প্রতিটি হত্যাকান্ডের। এর ব্যতয় ঘটলে ফেলানীর বাবার বিচার না পাবার আহাজারি ছাড়া আর কিছুই শুনব না আমরা।
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: নানা ঘটনা পরিক্রমায় স্বঘোষিত প্রজন্ম মুক্তিযোদ্ধা দাবী করেছে। কিন্তু এই মুক্তিযোদ্ধারা স্বদেশী হত্যার উন্মত্ত ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যাকান্ডের প্রতিবাদে রাস্তায় নামে না। পুলিশের মৃদু ব্যাটন চার্জে রাস্তায় বসে কান্নাকাটি করে! যাক বুঝতে আর বাকি থাকবার কথা নয় এদেরকে সীমান্তে মানুষ হত্যা বন্ধে আন্দোলন সংগ্রামের দায়িত্ব না দেয়াই ভাল। তবে শহুরে গন্ডির বাইরে প্রবল করতে হবে আন্দোলনের গতি। মানবাধিকার লংঘনের জন্য আন্তর্জাতিক মহলে বিচার চাইতে হবে প্রতিটি হত্যাকান্ডের।
শতভাগ সহমত।
৮| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০
নিশাত তাসনিম বলেছেন: ওরা মানুষ নাকি ? আর ভারত মারলে কোন সমস্যা নেই।
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: পিন্ডির থেকে মুক্ত হয়েছিতো দিল্লির হাতে মরব বলে- এইতো মনে হয় তাদের কথিত চেতনাবাজদের চেতনা!
নইলে এমন কবরের নিস্তবদ্ধতা !!!!!!!!!!!!!!!!!!!!!!!
কোথাও কেউ নেই।
সব বাংলা পরীক্ষায় ব্যস্ত!!!!!!!!!!!!!!!!!!!
৯| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
নীল বরফ বলেছেন: এই যুগে শুধু বাংলাদেশি আর প্যালেস্টাইনিদের এভাবে কুকুরের মত মারা হয় সীমান্তে। এই ২ দেশ ছাড়া অন্য কোন দেশ তাদের প্রতিবেশীদের মারলে সাথে সাথে যুদ্ধ লেগে যাবে। কই পেপারে তো কোনোদিন দেখলাম না ভারত কোন চৈনিক কিংবা পাকি কে মেরেছে একই কায়দায় সীমান্তে?
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হলে চাই আরেকটি মুক্তিযুদ্ধ। পিন্ডি ছেড়েছি এবার দিল্লি ছাড়ব। আওয়ামীলিগ এলে দেশ ভারত হয়ে যাবে প্রচারণাকে যারা ভারত জুজু বলত-ঐ কুত্তারা কই?
আর কি হওয়া লাগেরে - বল-সার্বভৌমত্বের সংগা জানিত আবার চেতনাওয়ালারা!!!!
তাই দেশপ্রেমিকদের সকল বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হতে হবে-
দেশের মর্যাদা রক্ষার লড়াইয়ে!
এবারের সংগ্রাম অস্তিত্ব রক্ষার সংগ্রাম।
এবারের সংগ্রাম স্বাধীনতা রক্ষার সংগ্রাম।
এবারের সংগ্রাম গণতন্ত্র পূনরুদ্ধারের সংগ্রাম।
এবারের সংগ্রাম সার্বভৌমত্বকে রক্ষার সংগ্রাম।
১০| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
ছায়ানীড় বলেছেন: +
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের আত্মমর্যাদা নিয়ে জাগতে হবে।
আমরা বাংলাদেশী। আমাদের নিজেদের গৌরব আর ঐতিহ্য নিয়েই আমাদের মতো বাঁচব।
কারো গোলামী নয়, কারো কাচে দাসখত দিয়ে নয়।
১১| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
শান্তির দেবদূত বলেছেন: রাষ্ট্র এই সব 'চোরদের' মৃত্যু নিয়ে মোটেও বিব্রত নয় বরং কিছুটা উল্লোসিত। ভালোই হয়েছে ভারত কতক 'চোরকে' পিটিয়ে মেরে ফেলেছে, না হলে এর পেছনে আমাদের মত গরীব দেশের গরীব মানুষের টেক্সের টাকা গুনতে হতো, কত ঝামেলা ধর, পুলিশি কেস, আদালত, জেল জরিমানা; উফ! কত্ত হ্যাপা। ওয়েল ডান ফ্রেন্ড, প্রকৃত বন্ধুর মতোই আচরন।
১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: যা বলেছেন! বন্ধূর উণ শোধ বলে কথা!! জনসংখ্যা কত্ত বেড়ে গেছে- তাইতো বন্দুর মতোই তারা তা কমিয়ে দিচ্ছে!! হায় রে বন্ধুত্ব!
১২| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
ঢাকাবাসী বলেছেন: চেতনা জিন্দাবাদ! আগে মারত গুলির পয়সা খরচ করে এখন তাও করতে চায় না! পররাস্ট্রনীতি কি জিনিস, খায় না মাথায় দেয়?
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো ভাবনার বিষয় বটে!!!!
চেতনাবাজদের কাছে জানতে হপি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭
সোহানী বলেছেন: ধিক্ আমাদের............